এইচএসসি ছবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

Chabi

ছবি

আবু হেনা মোস্তফা কামাল

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :প্রতিদান

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • আবু হেনা মোস্তফা কামালের জন্মসাল — ১৯৩৬ খ্রিষ্টাব্দ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার গোবিন্দা গ্রাম ।
  • আবু হেনা মোস্তফা কামালের রেমান্টিক কবিস্বভাব তাঁর কবিতাকে করেছে— নন্দনশোভন ।
  • ‘আপন যৌবন বৈরী’ আবু হেনা মোস্তফা কামাল রচিত— কাব্যগ্রন্থ।
  • আবু হেনা মোস্তফা কামালের গীতি-সংকলনের নাম— 'আমি সাগরের নীল । 
  • এদেশকে সাজাতে তত্ত্বাবধান করেছেন— খাঁটি আর্যবংশসম্ভূত শিল্পী ।
  • দীর্ঘ নয় মাস দিনরাত পরিশ্রম করে এদেশ সাজিয়েছেন— ত্রিশ লক্ষ কারিগর।
  • ‘মনোহারী স্পষ্ট' অর্থ— চিত্তাকর্ষক পর্যটনস্থল।
  • ‘স্ফীত সঞ্চয়' অর্থ হলো- ফুলে কেঁপে ওঠা সঞ্চিত অর্থ । 
  • আমেরিকার সরকারি মুদ্রার নাম- ডলার।
  • পাউন্ড নামে পরিচিত যুক্তরাজ্যের সরকারি মুদ্রার নাম- স্টার্লিং।
  • মেম্ফিস নগরী যে নদীর তীরে অবস্থিত তার নাম- মিসিপিসি ।
  • আয়তনের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম অঙ্গরাজ্য- কালিফোর্নিয়া।
  • 'ছবি' কবিতাটি সংকলিত— 'আপন যৌবন বৈরী' কাব্যগ্রন্থ থেকে ।
  • আবু হেনা মোস্তফা কামালের প্রথম কাব্যগ্রন্থ— 'আপন যৌবন বৈরী' । 
  • কবিতায় নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে কবি কল্পনা করেছেন- মহান শিল্পীর তুলিতে আঁকা কালজয়ী ছবি হিসেবে।
  • ত্রিশ লক্ষ খাঁটি বাঙালি শিল্পীর নয় মাসের শ্রমে-আত্মদানে সৃজিত হয়েছে— স্বাধীন বাংলাদেশ।
  • 'ছবি' কবিতাটি রচিত— গদ্যছন্দে।
  • সুনির্দিষ্ট পর্ব ও মাত্রাসাম্য থাকে না— গদ্যছন্দে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আশার মত প্রশ্ন ও উত্তরসমূহ 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

১. আবু হেনা মোস্তফা কামাল সিরাজগঞ্জ জেলার কোন থানায় জন্মগ্রহণ করেন?

(ক) কাজীপুর 

(খ) উল্লাপাড়া

(গ) বেলকুচি

(ঘ) কামারখন্দ

উ: খ

২.‘আমি সাগরের নীল’— আবু হেনা মোস্তফা কামালের কী ধরনের রচনা?

(ক) কাব্য সংকলন

(খ) প্রবন্ধ সংকলন

(গ) নাট্য সংকলন

(ঘ) গীতি সংকলন

উ: ঘ

৩. আবু হেনা মোস্তফা কামাল কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ?

(ক) ১৯৩২

(খ) ১৯৩৪ 

(গ) ১৯৩৬ 

(ঘ) ১৯৩৮

উ: গ

৪. আবু হেনা মোস্তফা কামাল কোন ধরনের কবি হিসেবে পরিচিত?

(ক) তিমির হননের কবি 

(খ) নির্জনতার কবি

(গ) বিশিষ্ট রোমান্টিক কবি

(ঘ) প্রকৃতির কবি

উ: গ

৫. আবু হেনা মোস্তফা কামাল নিচের কোন পেশায় জড়িত ছিলেন?

(ক) অধ্যাপনা

(খ) সাংবাদিকতা

(গ) ব্যবসা

(ঘ) ব্যাংক কর্মকর্তা

উ: ক

৬.‘যেহেতু জন্মান্ধ’– কাব্য গ্রন্থটির কবি কে?

(ক) শামসুর রাহমান

(খ) শহীদ কাদরী

(গ) আবু হেনা মোস্তফা কামাল

(ঘ) নির্মলেন্দু গুণ

উ: গ

৭. বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দায়িত্ব পালনকালে আবু হেনা মোস্তফা কামাল কোথায় কর্মরত ছিলেন?

(ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

(খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

(গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

(ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

উ: গ

৮.‘আপন যৌবন বৈরী’ আবু হেনা মোস্তফা কামাল রচিত কোন জাতীয় রচনা ?

(ক) নাট্যগ্রন্থ

(খ) কাব্যগ্রন্থ

(গ) প্ৰবন্ধ

(ঘ) গীতি-সংকলন

উ: খ

৯.কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা' কাব্যগ্রন্থের সাথে আঙ্গিকগতভাবে সাদৃশ্য রয়েছে কোন গ্রন্থের ?

(ক) আক্রান্ত গজল

(খ) আমি সাগরের নীল

(গ) কথা ও কবিতা

(ঘ) শিল্পীর রূপান্তর

উ: ক

১০. ‘উদার আমন্ত্রণ' কথাটিতে বাঙালি জাতির কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?

(ক) মানবিকতা

(খ) দানশীলতা

(গ) আভিজাত্য

(ঘ) আন্তরিকতা

উ: ঘ

১১. ‘স্ফীত সঞ্চয়’— কথাটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?

(ক) ফুটে ফেঁপে ওঠা সঞ্চিত অর্থ

(খ) কষ্টার্জিত সামান্য অর্থ

(গ) ভ্রমণের জন্য রক্ষিত অর্থ

(ঘ) ব্যাংকে রক্ষিত অঢেল অর্থ

উ: ক

১২. ‘বিষয়ের এমন তীব্রতা' বলতে কবি কোন দিকটিকে নির্দেশ করেছেন?

(ক) প্রকৃতির সৌন্দর্যকে

(খ) প্রকৃতিতে রঙের ব্যবহারকে

(গ) মুক্তিযুদ্ধের চেতনাকে

(ঘ) বাংলার প্রকৃতির রহস্যকে

উ: গ

১৩. ‘শিশুতোষ শব্দটি 'ছবি' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) শিশুর মতো পবিত্র অর্থে

(খ) শিশুর মতো সরল অর্থে

(গ) তাৎপর্যপূর্ণ অর্থে

(ঘ) নগণ্য অর্থে

উ: ঘ

১৪. 'ছবি' কবিতায় কতজন কারিগরের কথা উল্লেখ রয়েছে?

(ক) বিশ লক্ষ

(খ) পঁচিশ লক্ষ

(গ) ত্রিশ লক্ষ

(ঘ) পয়ত্রিশ লক্ষ

উ: গ

১৫. ভ্যান গগ কোথা থেকে নীল তুলে আনতেন বলে 'ছবি' কবিতায় উল্লেখ আছে?

(ক) আকাশ থেকে

(খ) সমুদ্র থেকে

(গ) দুঃখ থেকে

(ঘ) 'ফুল থেকে

উ: ক

১৬. ‘নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার'-- এখানে 'নরমুণ্ড' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) বাঙালি জনতার শাণিত মস্তিষ্ক

(খ) অসংখ্য মানুষের কাটা মুণ্ড

(গ) মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের করোটি

(ঘ) ছবিতে অঙ্কিত মানুষের মুণ্ডছবি

উ: গ

১৭. ‘ওর ভেতরেও একটা গভীর সাজেশান আছে'— এ পঙ্ক্তিটিতে ব্যবহৃত ‘সাজেশান' কথাটি দ্বারা কবি কী বুঝিয়েছেন? 

(ক) একটি বিশেষ লক্ষ্য

(খ) একটি বিশেষ চিন্তা

(গ) একটি বিশেষ তাৎপর্য

(ঘ) একটি বিশেষ পরামর্শ

উ: খ

১৮. মনোহারী স্পট'- দ্বারা কী বোঝায়?

(ক) মনের মতো জায়গা

(খ) চিত্তাকর্ষক পর্যটন স্থল

(গ) বিলাসী তৈজসপত্র

(ঘ) মন হরণকারী আসবাবপত্র

উ: খ

১৯. আমেরিকার তৃতীয় বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কী?

(ক) কালিফোর্নিয়া

(খ) টেক্সাস

(গ) টেনিসি

(ঘ) আরিজোনা

উ: ক

২০. 'ছবি' কবিতায় শিল্পীর তুলিতে কোন ছবিটি আঁকা হয়েছে?

(ক) সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশ

(খ) মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ

(গ) পরাধীনতার শৃঙ্খলে বন্দি বাংলাদেশ

(ঘ) মুক্তিযুদ্ধ পূর্ববর্তী বাংলাদেশ

উ: ক

২১. 'সাহিত্য বা শিল্প হচ্ছে জীবনের বা ঘটনার অনুকরণ - উক্তিটির প্রবক্তা কে?

(ক) সক্রেটিস

(খ) এরিস্টটল 

(গ) শেকসপীয়র

(ঘ) প্লেটো

উ: খ

২২. ভ্যান গগ্-এর পুরো নাম কী ?

(ক) ভিনসেন্ট উইলেম ভ্যান গগ্ 

(খ) উইলিয়াম মাইকেল ভ্যান গগ্ 

(গ) অর্নেস্ট উইলেম ভ্যান গগ

(ঘ) টমাস ডি. ভ্যানগগ

উ: ক

২৩. 'The Potato Eaters'- কার বিখ্যাত চিত্রকর্ম?

(ক) ভিনসেন্ট ভ্যান গগ

(খ) পাবলো পিকাসো

(গ) লিওনার্দো দ্যা ভিঞি

(ঘ) মাইকের অ্যাঞ্জেলো

উ: ক

২৪. 'ছবি' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

(ক) যেহেতু জন্মান্ধ

(খ) শিল্পীয় রূপান্তর

(গ) আপন যৌবন বৈরী

(ঘ) আক্রান্ত গজল

উ: গ

২৫. 'ছবি' কবিতাটির প্রেক্ষাপট কোনটি?

(ক) নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ 

(খ) মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ 

(গ) পরাধীন বাংলাদেশ 

(ঘ) স্বাধীনতা পূর্ববর্তী বাংলাদেশ

উ: ক



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url