এইচএসসি বায়ান্নর দিনগুলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

 

Bayannar dinguli

বায়ান্নর দিনগুলি

শেখ মুজিবুর রহমান

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :বায়ান্নর দিনগুলি

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • পাকিস্তান সরকার দীর্ঘদিন বিনা বিচারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জেলে আটক রাখার প্রতিবাদে তিনি অনশন ধর্মঘটের সিদ্ধান্ত নেন । 
  • বঙ্গবন্ধ ও মহিউদ্দিনকে ফরিদপুরের সেন্ট্রাল জেলে পাঠানো হয় ।
  • ফরিদপুর জেলে বঙ্গবন্ধু ও মহিউদ্দিন, অনশন ধর্মঘট শুরু করেন। মাত্র দু'দিনের মাথায় তাঁরা অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ তাঁদের হাসপাতালে পাঠায়।
  • ফরিদপুরের জেলে বঙ্গবন্ধুকে আনা হয়েছে, এটা শুনে ছাত্র-জনতা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে। সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি। 
  • অনশনরত অবস্থায় শারীরিক অবনতি বেশ গুরুতর হয়ে পড়ায় বঙ্গবন্ধু ভাবলেন তাঁর মৃত্যু এখানেই ঘটবে। 
  • ২৭ তারিখে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হলে তিনি অনশন ধর্মঘট ভাঙেন ।
  • রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকেই বলা হয় আমলাতন্ত্র ।
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ থেকে ‘বায়ান্নর দিনগুলো' রচনাটি সংকলন করা হয়েছে। 
  • এখানে বঙ্গবন্ধুর কারাবাসের স্মৃতিকথা পাওয়া যায় ।
  • এ রচনায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের উত্তাল অবস্থার কথা প্রকাশ পেয়েছে।
  • অনশন-ধর্মঘট পরিকল্পনার মাধ্যমে উঠে আসে বঙ্গবন্ধুর প্রতিবাদী চেতনা, যা এ রচনার প্রধান তাৎপর্য।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১.মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।' যে রচনার উদ্ধৃতি— 

[খ ২০-২১]

(ক) রেইনকোট

(খ) নেকলেস

(গ) বায়ান্নর দিনগুলো

(ঘ) অপরিচিতা

উ: গ

২. ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দি ছিলেন? 

[F ১৬-১৭]

(ক) ঢাকা

(খ) নারায়ণগঞ্জ

(গ) ফরিদপুর

(ঘ) চট্টগ্রাম

(ঙ) কাশিমপুর

উ: গ

৩.'বায়ান্নর দিনগুলো' কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 

[D1 ১৬-১৭]

(ক) একাত্তরের দিনগুলি

(খ) হাঙ্গর নদী গ্রেনেড

(গ) আরেক ফাল্গুন

(ঘ) অসমাপ্ত আত্মজীবনী

উ: ঘ

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের কত তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন? 

[B3 ১৬-১৭ B2 ১৬-১৭]

(ক) ১৬ ডিসেম্বর

(খ) ১৭ মার্চ

(গ)১০ জানুয়ারি

(ঘ) ৮ জানুয়ারি

উ: গ

৫.“এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে?'— 'বায়ান্নর দিনগুলো' রচনায় উক্তিটি কার? 

[B1 ১৬-১৭]

(ক) সিভিল সার্জনের

(খ) আমীর হোসেনের

(গ) ডেপুটি জেলারের

(ঘ) মহিউদ্দিন আহমদের

উ: ক

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

GST বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৬. জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন কে? 

[B ২০-২১]

(ক) একজন কর্মচারী

(খ) রাজনৈতিক সহকর্মী

(গ) সিভিল সার্জন

(ঘ) ডেপুটি জেলার

উ: খ

৭.‘বায়ান্নর দিনগুলোতে বঙ্গবন্ধু কোন জেলে বন্দি অবস্থায় অনশন করেছিলেন? 

[C ২০-২১]

(ক) গোপালগঞ্জ

(খ) ফরিদপুর

(গ) ঢাকা

(ঘ) রাজশাহী

উ: খ

৮. বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে অধ্যয়ন করেন? 

[A ২০-২১]

(ক) দর্শন

(খ) আইন

(গ) রসায়ন

(ঘ) ইংরেজি

উ: খ

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৯. বঙ্গবন্ধুর নারায়ণগঞ্জ জাহাজঘাট থেকে ফরিদপুর জেলে পৌঁছাতে কত ঘণ্টা লেগেছিল?

[চ ১৬-১৭]

(ক) ২৫

(খ) ২৬

(গ) ২৭

(ঘ) ২৮

উ: গ

১০. 'মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।' বাক্যটি যে রচনার অন্তর্গত— 

[খ ১৮-১৯]

(ক) বায়ান্নর দিনগুলো

(খ) আহ্বান

(গ) রেইনকোট

(ঘ) মাসি-পিসি

উ: ক

১১. শেখ মুজিবুর রহমান রচিত 'বায়ান্নর দিনগুলো' কোন গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

[ঘ ১৮-১৯]

(ক) জেলখানার জীবন

(খ) কারাগারের রোজনামচা

(গ) অলিখিত আত্মজীবনী

(ঘ) অসমাপ্ত আত্মজীবনী

উ: ঘ

১২. জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়েছিলেন কে?

[A ১৭-১৮]

(ক) ডেপুটি জেলার

(খ) সিভিল সার্জন

(গ) রাজনৈতিক সহকর্মী

(ঘ) একজন কর্মচারী

উ: গ

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৩. ফরিদপুর জেল গেটে ছাত্র-ছাত্রীদের মিছিলে কোন স্লোগানটি ছিল না?

[C ১৯-২০]

(ক) জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো 

(খ) রাষ্ট্রভাষা বাংলা চাই

(গ) শেখ মুজিবের মুক্তি চাই

(ঘ) বাঙালিদের শোষণ করা চলবে না

উ: ক

১৪. শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী'তে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে? 

[C ১৯-২০]

(ক) ১৯৬৭ সালে

(খ) ১৯৫২ সালে

(গ) ১৯৬৬ সালে

(ঘ) ১৯৫৫ সালে

উ: ঘ

১৫. ‘একদিন মরতেই হবে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে।' উক্তিটি কার? 

[C ১৯-২০]

(ক) অনুপম

(খ) মিন্টু

(গ) মাসি-পিসি

(ঘ) শেখ মুজিবুর রহমান

উ: ঘ

১৬. ফরিদপুর জেলে বসে শেখ মুজিবুর রহমান কাকে কাকে চিঠি লিখেছিলেন?

[C ১৯-২০]

(ক) আব্বা, রেণু, শহীদ সাহেব, ভাসানী সাহেব

(খ) আব্বা, হাসু, মহীদ সাহেব, ভাসানী সাহেব

(গ) আব্বা, রেণু, ফজলুল হক সাহেব, ভাসানী সাহেব 

(ঘ) আব্বা, রেণু, শামসুল হক সাহেব, শহীদ সাহেব 

উ: ক

 IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৭. “কারাগারের রোজনামচা' বইটির রচয়িতা কে? 

[A ১৭-১৮]

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) মুনীর চৌধুরী

(গ) শেখ মুজিবুর রহমান

(ঘ) আনিসুজ্জামান

উ: গ

১৮. 'কারাগারের রোজনামচা' রচনাটির নামকরণ করেন কে? 

[E ১৭-১৮]

(ক) শেখ মুজিবুর রহমান

(খ) শেখ নাসের

(গ) শেখ হাসিনা

(ঘ) শেখ রেহানা

উ: ঘ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)

১৯. ‘বায়ান্নর দিনগুলো' কার লেখা? 

[A ১৯-২০]

(ক) আবুল মনসুর আহমদ

(খ) কাজী আবদুল ওদুদ

(গ) মোতাহের হোসেন চৌধুরী

(ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

উ: ঘ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

২০. 'মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।' বাক্যটি কোন রচনার অংশ? 

[B ২০-২১]

(ক) চাষার দুক্ষু 

(খ) আমার পথ

(গ) বায়ান্নর দিনগুলো

(ঘ) জাদুঘরে কেন যাব

উ: গ

২১. 'বায়ান্নর দিনগুলো'য় কারাবন্দি শেখ মুজিবুর রহমান জেল থেকে ছাড়া পেয়ে কয়দিন পর বাড়ি পৌছেছিলেন? 

[E ২০-২১]

(ক) তিনদিন

(খ) চারদিন

(গ) পাঁচদিন

(ঘ) ছয়দিন

উ: গ

২২. ভাষা আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দি ছিলেন? 

[F ১৬-১৭]

(ক) ঢাকা

(খ) নারায়ণগঞ্জ 

(গ) ফরিদপুর

(ঘ) কাশিমপুর

উ: গ

২৩. শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের কত তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন? 

[B3 ১৬-১৭]

(ক) ১৬ ডিসেম্বর

(খ) ১৭ মার্চ

(গ) ১০ জানুয়ারি

(ঘ) ৮ জানুয়ারি

উ: গ

২৪. ‘এভাবে মৃত্যুবরণ করে কী লাভ হবে? উক্তিটি কার? 

[B1 ১৬-১৭]

(ক) সিভিল সার্জনের

(খ) আমীর হোসেনের

(গ) ডেপুটি জেলারের 

(ঘ) মহিউদ্দিন আহমদের

উ: ক

২৫. ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছিলন? 

[B ১৯-২০]

(ক) চারটি

(খ) তিনটি 

(গ) দুইটি

(ঘ) পাঁচটি

উ: ক

২৬. ভাষাসৈনিকদের শহিদ হওয়ার খবর শেখ মুজিবুর রহমান কীভাবে শুনেছিলেন? 

[A ১৮-১৯]

(ক) রেডিও শুনে

(খ) গ্রহরীদের সহায়তায়

(গ) সিপাহিদের মাধ্যমে

(ঘ) বন্দিদের কাছ থেকে

উ: গ

 খুলনা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

২৭. শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির প্রকাশক- 

[B ১৯-২০]

(ক) বঙ্গবন্ধু ফাউন্ডেশন 

(খ) বাংলা একাডেমি 

(গ) ইউনিভার্সিটি প্রেস লিমিটেড 

(ঘ) জাতীয় সাহিত্য প্রকাশন 

উ: গ

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

২৮. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটির রচয়িতা কে?

[AL ১৭-১৮; বশেমুরবিপ্রবি E ১৭-১৮] 

(ক) মওলানা ভাসানী

(খ) তাজউদ্দিন আহমদ

(গ) এ কে ফজলুল হক

(ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উ: ঘ

২৯. 'অসমাপ্ত আত্মজীবনী' বর্ণিত হয়েছে কিভাবে? 

[D ১৭-১৮]

(ক) বঙ্গবন্ধুর নিজ বয়ানে

(খ) সম্পাদকের বয়ানে 

(গ) শেখ হাসিনার বয়ানে

(ঘ) কোনোটিই নয়

উ: ক

৩০. ১৯৫২ সালের কত তারিখে বঙ্গবন্ধু কারাবাস থেকে মুক্তি পান?

[A ১৯-২০]

(ক) ২২ ফেব্রুয়ারি

(খ) ২৬ ফেব্রুয়ারি

(গ) ২৪ ফেব্রুয়ারি

(ঘ) ২৮ ফেব্রুয়ারি

উ: ঘ

৩১. মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না। তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে।' এখানে কাদের মুক্তির কথা বলা হয়েছে? 

[A ১৯-২০]

(ক) রাজবন্দিদের মুক্তি

(খ) বাঙালিদের মুক্তি

(গ) শোষিতের মুক্তি

(ঘ) পাকিস্তানিদের মুক্তি

উ: ক

৩২. ‘বায়ান্নর দিনগুলো'তে প্রদত্ত কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন? 

[A ১৯-২০]

(ক) আবদুল তর্কবাগীশ

(খ) মহিউদ্দিন আহমদ

(গ) তাজউদ্দিন আহমদ

(ঘ) খান সাহেব ওসমান আলী

উ: খ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৩৩. ‘বায়ান্নর দিনগুলো' রচনায় সুপারিনটেনডেন্ট এর নাম? 

[A ১৭-১৮]

(ক) আমীর হোসেন

(খ) মোখলেসুর রহমান

(গ) মহিউদ্দিন

(ঘ) শামসুল হক

উ: ক

৩৪. আমরা অনশন ভাঙব না' কোন রচনা থেকে উদ্ধৃত হয়েছে? 

[A ১৭-১৮]

(ক) বায়ান্নর দিনগুলো

(খ) চাষার দুক্ষু

(গ) একুশে ফেব্রুয়ারি

(ঘ) আমার পথ

উ: ক

৩৫. কোনটি আত্মজীবনীমূলক রচনা- 

[B ১৭-১৮]

(ক) কমলাকান্তের দপ্তর

(খ) বায়ান্নর দিনগুলো 

(গ) আমার পথ

(ঘ) মাসি-পিসি

উ: খ

৩৬. ‘বায়ান্নর দিনগুলো' অনুসারে জেলখানায় অনশনকারীর সংখ্যা কতজন?

[A ১৬-১৭]

(ক) দুইজন 

(খ) চারজন 

(গ) তিনজন

(ঘ) পাঁচজন

উ: ক

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৩৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর 'অসমাপ্ত আত্মজীবনী' লেখা শুরু করেন কোন জেলে বন্দি অবস্থায়? 

[H ১৭-১৮; ঢাবি অধি. ৭টি কলেজে ১৭-১৮]

(ক) ঢাকা সেন্ট্রাল জেলে

(খ) গাজীপুর জেলে 

(গ) আগরতলা জেলে

(ঘ) লাহোর জেলে

উ: ক

৩৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান কোন বিষয়ে অধ্যয়ন করেন?

[H ১৬-১৭]

(ক) বাংলা 

(খ) ইতিহাস 

(গ) দর্শন

(ঘ) আইন

উ: ঘ

৩৯. বঙ্গবন্ধু তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী' লেখা শুরু করেন কোন সালে?

(ক) ১৯৫২ 

(খ) ১৯৬৬

(গ) ১৯৬৭

(ঘ) ১৯৭১

উ: গ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৪০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'জুলিও কুরি' পদক পান কত সালে? 

[B ১৮-১৯]

(ক) ১৯৭০ 

(খ) ১৯৭১ 

(গ) ১৯৭২ 

(ঘ) ১৯৭৩ 

উ: ঘ

[Note : বঙ্গবন্ধু 'জলিও কুরি' পদকে ভূষিত হন ১৯৭২ সালে এবং পদক পান ১৯৭৩ সালে।]

৪১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় কত সালে? 

[A ১৮-১৯]

(ক) ২০১১

(খ) ২০১২

(গ) ২০১৩

(ঘ) ২০১৪

উ: খ

৪২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'জুলিও কুরি' পদক পান কত সালে?

[B ১৮-১৯]

ক) ১৯৭০ 

(খ) ১৯৭১ 

(গ) ১৯৭২

(ঘ) ১৯৭৩

উ: ঘ

গার্হস্থ্য অর্থনীতি কলেজপ্রশ্ন ও উত্তর

৪৩. ‘বায়ান্নর দিনগুলো' রচনায় কোন পার্কের উল্লেখ আছে? 

[মানবিক ২০-২১] 

(ক) রমনা পার্ক 

(খ) ভিক্টোরিয়া পার্ক 

(গ) জিন্দাপার্ক

(ঘ) হাউড পার্ক

উ: খ

৪৪. ‘বায়ান্নর দিনগুলো' রচনায় মহিউদ্দিন আহমেদ যে রোগে ভুগছিলেন তার নাম - 

[১৯-২০]

(ক) যক্ষ্মা

(খ) প্লুরিসিস 

(গ) ডায়াবেটিস

(ঘ) ইনসমনিয়া

উ: খ

এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত  MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান

এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 

 কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

 কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url