এইচএসসি বায়ান্নর দিনগুলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
বায়ান্নর দিনগুলি
শেখ মুজিবুর রহমান
HSC বাংলা ১ম পত্র ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর প্রশ্নপত্রসহ উত্তর ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..
পেজ সূচিপত্র :বায়ান্নর দিনগুলি
- তথ্যকণিকা(Information)
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
- GST বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
- রাজশাহী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
- খুলনা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
- ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
- গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রশ্ন ও উত্তর
তথ্যকণিকা(Information)
অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
- পাকিস্তান সরকার দীর্ঘদিন বিনা বিচারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জেলে আটক রাখার প্রতিবাদে তিনি অনশন ধর্মঘটের সিদ্ধান্ত নেন ।
- বঙ্গবন্ধ ও মহিউদ্দিনকে ফরিদপুরের সেন্ট্রাল জেলে পাঠানো হয় ।
- ফরিদপুর জেলে বঙ্গবন্ধু ও মহিউদ্দিন, অনশন ধর্মঘট শুরু করেন। মাত্র দু'দিনের মাথায় তাঁরা অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ তাঁদের হাসপাতালে পাঠায়।
- ফরিদপুরের জেলে বঙ্গবন্ধুকে আনা হয়েছে, এটা শুনে ছাত্র-জনতা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে। সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি।
- অনশনরত অবস্থায় শারীরিক অবনতি বেশ গুরুতর হয়ে পড়ায় বঙ্গবন্ধু ভাবলেন তাঁর মৃত্যু এখানেই ঘটবে।
- ২৭ তারিখে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হলে তিনি অনশন ধর্মঘট ভাঙেন ।
- রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকেই বলা হয় আমলাতন্ত্র ।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ থেকে ‘বায়ান্নর দিনগুলো' রচনাটি সংকলন করা হয়েছে।
- এখানে বঙ্গবন্ধুর কারাবাসের স্মৃতিকথা পাওয়া যায় ।
- এ রচনায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের উত্তাল অবস্থার কথা প্রকাশ পেয়েছে।
- অনশন-ধর্মঘট পরিকল্পনার মাধ্যমে উঠে আসে বঙ্গবন্ধুর প্রতিবাদী চেতনা, যা এ রচনার প্রধান তাৎপর্য।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
১.মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।' যে রচনার উদ্ধৃতি—
[খ ২০-২১]
(ক) রেইনকোট
(খ) নেকলেস
(গ) বায়ান্নর দিনগুলো
(ঘ) অপরিচিতা
উ: গ
২. ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দি ছিলেন?
[F ১৬-১৭]
(ক) ঢাকা
(খ) নারায়ণগঞ্জ
(গ) ফরিদপুর
(ঘ) চট্টগ্রাম
(ঙ) কাশিমপুর
উ: গ
৩.'বায়ান্নর দিনগুলো' কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
[D1 ১৬-১৭]
(ক) একাত্তরের দিনগুলি
(খ) হাঙ্গর নদী গ্রেনেড
(গ) আরেক ফাল্গুন
(ঘ) অসমাপ্ত আত্মজীবনী
উ: ঘ
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের কত তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন?
[B3 ১৬-১৭ B2 ১৬-১৭]
(ক) ১৬ ডিসেম্বর
(খ) ১৭ মার্চ
(গ)১০ জানুয়ারি
(ঘ) ৮ জানুয়ারি
উ: গ
৫.“এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে?'— 'বায়ান্নর দিনগুলো' রচনায় উক্তিটি কার?
[B1 ১৬-১৭]
(ক) সিভিল সার্জনের
(খ) আমীর হোসেনের
(গ) ডেপুটি জেলারের
(ঘ) মহিউদ্দিন আহমদের
উ: ক
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
GST বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
৬. জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন কে?
[B ২০-২১]
(ক) একজন কর্মচারী
(খ) রাজনৈতিক সহকর্মী
(গ) সিভিল সার্জন
(ঘ) ডেপুটি জেলার
উ: খ
৭.‘বায়ান্নর দিনগুলোতে বঙ্গবন্ধু কোন জেলে বন্দি অবস্থায় অনশন করেছিলেন?
[C ২০-২১]
(ক) গোপালগঞ্জ
(খ) ফরিদপুর
(গ) ঢাকা
(ঘ) রাজশাহী
উ: খ
৮. বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে অধ্যয়ন করেন?
[A ২০-২১]
(ক) দর্শন
(খ) আইন
(গ) রসায়ন
(ঘ) ইংরেজি
উ: খ
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় -১ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সাজেশন
- অধ্যায় -২ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন
- অধ্যায়-৩ প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সাজেশন
- অধ্যায় -৪ বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা সাজেশন
- অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন
- অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন
- অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন
- অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন
- অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন
- অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
৯. বঙ্গবন্ধুর নারায়ণগঞ্জ জাহাজঘাট থেকে ফরিদপুর জেলে পৌঁছাতে কত ঘণ্টা লেগেছিল?
[চ ১৬-১৭]
(ক) ২৫
(খ) ২৬
(গ) ২৭
(ঘ) ২৮
উ: গ
১০. 'মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।' বাক্যটি যে রচনার অন্তর্গত—
[খ ১৮-১৯]
(ক) বায়ান্নর দিনগুলো
(খ) আহ্বান
(গ) রেইনকোট
(ঘ) মাসি-পিসি
উ: ক
১১. শেখ মুজিবুর রহমান রচিত 'বায়ান্নর দিনগুলো' কোন গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?
[ঘ ১৮-১৯]
(ক) জেলখানার জীবন
(খ) কারাগারের রোজনামচা
(গ) অলিখিত আত্মজীবনী
(ঘ) অসমাপ্ত আত্মজীবনী
উ: ঘ
১২. জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়েছিলেন কে?
[A ১৭-১৮]
(ক) ডেপুটি জেলার
(খ) সিভিল সার্জন
(গ) রাজনৈতিক সহকর্মী
(ঘ) একজন কর্মচারী
উ: গ
সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- ১ম অধ্যায় : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সাজেশন
- অধ্যায়-২ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সাজেশন
- অধ্যায়-৩ সামাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সাজেশন
- অধ্যায়-৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সাজেশন
- অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন
- অধ্যায়-৬ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সাজেশন
- অধ্যায়-৭ সামাজিকরণ প্রক্রিয়া সাজেশন
- অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
- অধ্যায়-৯ সামাজিক ব্যবস্থা সাজেশন
- অধ্যায়-১o বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সাজেশন
- অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
১৩. ফরিদপুর জেল গেটে ছাত্র-ছাত্রীদের মিছিলে কোন স্লোগানটি ছিল না?
[C ১৯-২০]
(ক) জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো
(খ) রাষ্ট্রভাষা বাংলা চাই
(গ) শেখ মুজিবের মুক্তি চাই
(ঘ) বাঙালিদের শোষণ করা চলবে না
উ: ক
১৪. শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী'তে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?
[C ১৯-২০]
(ক) ১৯৬৭ সালে
(খ) ১৯৫২ সালে
(গ) ১৯৬৬ সালে
(ঘ) ১৯৫৫ সালে
উ: ঘ
১৫. ‘একদিন মরতেই হবে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে।' উক্তিটি কার?
[C ১৯-২০]
(ক) অনুপম
(খ) মিন্টু
(গ) মাসি-পিসি
(ঘ) শেখ মুজিবুর রহমান
উ: ঘ
১৬. ফরিদপুর জেলে বসে শেখ মুজিবুর রহমান কাকে কাকে চিঠি লিখেছিলেন?
[C ১৯-২০]
(ক) আব্বা, রেণু, শহীদ সাহেব, ভাসানী সাহেব
(খ) আব্বা, হাসু, মহীদ সাহেব, ভাসানী সাহেব
(গ) আব্বা, রেণু, ফজলুল হক সাহেব, ভাসানী সাহেব
(ঘ) আব্বা, রেণু, শামসুল হক সাহেব, শহীদ সাহেব
উ: ক
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- IHT&MATS এর বাংলা ২য় পত্র ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর পদার্থবিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর রসায়ন ১০০% কমন সাজেশন
- IHT & MATS এর জীববিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS ভর্তি পরিক্ষা ২০১৯-২০২০ব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ MCQ
- IHTভালো নাকি MATS ভালো (ডিপ্লোমা নার্সিং)কোনটি পড়া উচিত?
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
১৭. “কারাগারের রোজনামচা' বইটির রচয়িতা কে?
[A ১৭-১৮]
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) মুনীর চৌধুরী
(গ) শেখ মুজিবুর রহমান
(ঘ) আনিসুজ্জামান
উ: গ
১৮. 'কারাগারের রোজনামচা' রচনাটির নামকরণ করেন কে?
[E ১৭-১৮]
(ক) শেখ মুজিবুর রহমান
(খ) শেখ নাসের
(গ) শেখ হাসিনা
(ঘ) শেখ রেহানা
উ: ঘ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)
১৯. ‘বায়ান্নর দিনগুলো' কার লেখা?
[A ১৯-২০]
(ক) আবুল মনসুর আহমদ
(খ) কাজী আবদুল ওদুদ
(গ) মোতাহের হোসেন চৌধুরী
(ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উ: ঘ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
২০. 'মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।' বাক্যটি কোন রচনার অংশ?
[B ২০-২১]
(ক) চাষার দুক্ষু
(খ) আমার পথ
(গ) বায়ান্নর দিনগুলো
(ঘ) জাদুঘরে কেন যাব
উ: গ
২১. 'বায়ান্নর দিনগুলো'য় কারাবন্দি শেখ মুজিবুর রহমান জেল থেকে ছাড়া পেয়ে কয়দিন পর বাড়ি পৌছেছিলেন?
[E ২০-২১]
(ক) তিনদিন
(খ) চারদিন
(গ) পাঁচদিন
(ঘ) ছয়দিন
উ: গ
২২. ভাষা আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দি ছিলেন?
[F ১৬-১৭]
(ক) ঢাকা
(খ) নারায়ণগঞ্জ
(গ) ফরিদপুর
(ঘ) কাশিমপুর
উ: গ
২৩. শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের কত তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন?
[B3 ১৬-১৭]
(ক) ১৬ ডিসেম্বর
(খ) ১৭ মার্চ
(গ) ১০ জানুয়ারি
(ঘ) ৮ জানুয়ারি
উ: গ
২৪. ‘এভাবে মৃত্যুবরণ করে কী লাভ হবে? উক্তিটি কার?
[B1 ১৬-১৭]
(ক) সিভিল সার্জনের
(খ) আমীর হোসেনের
(গ) ডেপুটি জেলারের
(ঘ) মহিউদ্দিন আহমদের
উ: ক
২৫. ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছিলন?
[B ১৯-২০]
(ক) চারটি
(খ) তিনটি
(গ) দুইটি
(ঘ) পাঁচটি
উ: ক
২৬. ভাষাসৈনিকদের শহিদ হওয়ার খবর শেখ মুজিবুর রহমান কীভাবে শুনেছিলেন?
[A ১৮-১৯]
(ক) রেডিও শুনে
(খ) গ্রহরীদের সহায়তায়
(গ) সিপাহিদের মাধ্যমে
(ঘ) বন্দিদের কাছ থেকে
উ: গ
খুলনা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
২৭. শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির প্রকাশক-
[B ১৯-২০]
(ক) বঙ্গবন্ধু ফাউন্ডেশন
(খ) বাংলা একাডেমি
(গ) ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
(ঘ) জাতীয় সাহিত্য প্রকাশন
উ: গ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
২৮. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটির রচয়িতা কে?
[AL ১৭-১৮; বশেমুরবিপ্রবি E ১৭-১৮]
(ক) মওলানা ভাসানী
(খ) তাজউদ্দিন আহমদ
(গ) এ কে ফজলুল হক
(ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উ: ঘ
২৯. 'অসমাপ্ত আত্মজীবনী' বর্ণিত হয়েছে কিভাবে?
[D ১৭-১৮]
(ক) বঙ্গবন্ধুর নিজ বয়ানে
(খ) সম্পাদকের বয়ানে
(গ) শেখ হাসিনার বয়ানে
(ঘ) কোনোটিই নয়
উ: ক
৩০. ১৯৫২ সালের কত তারিখে বঙ্গবন্ধু কারাবাস থেকে মুক্তি পান?
[A ১৯-২০]
(ক) ২২ ফেব্রুয়ারি
(খ) ২৬ ফেব্রুয়ারি
(গ) ২৪ ফেব্রুয়ারি
(ঘ) ২৮ ফেব্রুয়ারি
উ: ঘ
৩১. মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না। তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে।' এখানে কাদের মুক্তির কথা বলা হয়েছে?
[A ১৯-২০]
(ক) রাজবন্দিদের মুক্তি
(খ) বাঙালিদের মুক্তি
(গ) শোষিতের মুক্তি
(ঘ) পাকিস্তানিদের মুক্তি
উ: ক
৩২. ‘বায়ান্নর দিনগুলো'তে প্রদত্ত কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
[A ১৯-২০]
(ক) আবদুল তর্কবাগীশ
(খ) মহিউদ্দিন আহমদ
(গ) তাজউদ্দিন আহমদ
(ঘ) খান সাহেব ওসমান আলী
উ: খ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
৩৩. ‘বায়ান্নর দিনগুলো' রচনায় সুপারিনটেনডেন্ট এর নাম?
[A ১৭-১৮]
(ক) আমীর হোসেন
(খ) মোখলেসুর রহমান
(গ) মহিউদ্দিন
(ঘ) শামসুল হক
উ: ক
৩৪. আমরা অনশন ভাঙব না' কোন রচনা থেকে উদ্ধৃত হয়েছে?
[A ১৭-১৮]
(ক) বায়ান্নর দিনগুলো
(খ) চাষার দুক্ষু
(গ) একুশে ফেব্রুয়ারি
(ঘ) আমার পথ
উ: ক
৩৫. কোনটি আত্মজীবনীমূলক রচনা-
[B ১৭-১৮]
(ক) কমলাকান্তের দপ্তর
(খ) বায়ান্নর দিনগুলো
(গ) আমার পথ
(ঘ) মাসি-পিসি
উ: খ
৩৬. ‘বায়ান্নর দিনগুলো' অনুসারে জেলখানায় অনশনকারীর সংখ্যা কতজন?
[A ১৬-১৭]
(ক) দুইজন
(খ) চারজন
(গ) তিনজন
(ঘ) পাঁচজন
উ: ক
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
৩৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর 'অসমাপ্ত আত্মজীবনী' লেখা শুরু করেন কোন জেলে বন্দি অবস্থায়?
[H ১৭-১৮; ঢাবি অধি. ৭টি কলেজে ১৭-১৮]
(ক) ঢাকা সেন্ট্রাল জেলে
(খ) গাজীপুর জেলে
(গ) আগরতলা জেলে
(ঘ) লাহোর জেলে
উ: ক
৩৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান কোন বিষয়ে অধ্যয়ন করেন?
[H ১৬-১৭]
(ক) বাংলা
(খ) ইতিহাস
(গ) দর্শন
(ঘ) আইন
উ: ঘ
৩৯. বঙ্গবন্ধু তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী' লেখা শুরু করেন কোন সালে?
(ক) ১৯৫২
(খ) ১৯৬৬
(গ) ১৯৬৭
(ঘ) ১৯৭১
উ: গ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
৪০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'জুলিও কুরি' পদক পান কত সালে?
[B ১৮-১৯]
(ক) ১৯৭০
(খ) ১৯৭১
(গ) ১৯৭২
(ঘ) ১৯৭৩
উ: ঘ
[Note : বঙ্গবন্ধু 'জলিও কুরি' পদকে ভূষিত হন ১৯৭২ সালে এবং পদক পান ১৯৭৩ সালে।]
৪১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় কত সালে?
[A ১৮-১৯]
(ক) ২০১১
(খ) ২০১২
(গ) ২০১৩
(ঘ) ২০১৪
উ: খ
৪২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'জুলিও কুরি' পদক পান কত সালে?
[B ১৮-১৯]
ক) ১৯৭০
(খ) ১৯৭১
(গ) ১৯৭২
(ঘ) ১৯৭৩
উ: ঘ
গার্হস্থ্য অর্থনীতি কলেজপ্রশ্ন ও উত্তর
৪৩. ‘বায়ান্নর দিনগুলো' রচনায় কোন পার্কের উল্লেখ আছে?
[মানবিক ২০-২১]
(ক) রমনা পার্ক
(খ) ভিক্টোরিয়া পার্ক
(গ) জিন্দাপার্ক
(ঘ) হাউড পার্ক
উ: খ
৪৪. ‘বায়ান্নর দিনগুলো' রচনায় মহিউদ্দিন আহমেদ যে রোগে ভুগছিলেন তার নাম -
[১৯-২০]
(ক) যক্ষ্মা
(খ) প্লুরিসিস
(গ) ডায়াবেটিস
(ঘ) ইনসমনিয়া
উ: খ
এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান
এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ পদার্থবিজ্ঞান MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ সমাধান
মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1
তাহারেই পড়ে মনে কবিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
অন্যান্য বিষয় সমূহ:
এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )
১ম অধ্যায় ➤ ১ম অধ্যায় কুইজ-১
আরো পড়ুন: মাসি-পিসি
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:মাসি-পিসি সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়(মূল কথা)
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url