এইচএসসি বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
HSC বাংলা ১ম পত্র ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর প্রশ্নপত্রসহ উত্তর ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..
পেজ সূচিপত্র :বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন
তথ্যকণিকা(Information)
অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম— ১৮৩৮ খ্রিষ্টাব্দে।
- বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম— বঙ্গদর্শন ।
- ‘বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়— ১৮৭২ সালে ।
- বঙ্কিমের প্রথম কবিতা প্রকাশিত হয়— 'সম্বাদ প্রভাকর' পত্রিকায়।
- বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস— দুর্গেশনন্দিনী।
- বঙ্কিমচন্দ্র চমট্টাপাধ্যায় চমট্টাপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাসের নাম—Rajmohons Wife.
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি— ‘সাহিত্যসম্রাট'।
- সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ করাকে বঙ্কিমচন্দ্ৰ বলেছেন— মহাপাপ ।
- লেখায় বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য— অতিশয় বিরক্তিকর।
- যিনি সোজা কথায় নিজের মনের ভাব পাঠককে বোঝাতে পারেন— তিনিই শ্রেষ্ঠ লেখক।
- ‘যশ’ শব্দের অর্থ— সুনাম।
- ‘কোটেশন' অর্থ— উদ্ধৃতি ।
- ‘অলংকার' শব্দের অর্থ— ভূষণ ।
- ‘কদাপি' অর্থ— কোনোকালে।
- বাংলা শব্দের সঠিক পরিবর্তনের ধারা— বাঙ্গালা-বাঙলা-বাংলা।
- বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনাটি প্রথম প্রকাশিত হয় 'প্রচার' পত্রিকায়
- “বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনাটি— 'বিবিধ প্রবন্ধ' নামক গ্রন্থের অন্তর্ভুক্ত।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আশার মত প্রশ্ন ও উত্তরসমূহ
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি
১. ১৮৩৮ সালের ২৬শে জুন কোন সাহিত্যিকের জন্ম তারিখ?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উ: ক
২.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চাকরিসূত্রে কোথায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন?
(ক) যশোরে
(খ) বরিশালে
(গ) ঢাকায়
(ঘ) খুলনায়
উ: ঘ
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন?
(ক) বঙ্গদর্শন
(খ) সাধনা
(গ) বেঙ্গল গেজেট
(ঘ) সম্বাদ প্রভাকর
উ: ঘ
৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী?
(ক) কবিকঙ্কন
(খ) ভোরের পাখি
(গ) সাহিত্য সম্রাট
(ঘ) সান্ধ্য কবি
উ: গ
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
৫.'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনায় কোন ব্যবসায়ীদের নীচ শ্রেণির বলা হয়েছে?
(ক) সবজি ব্যবসায়ী
(খ) চামড়া ব্যবসায়ী
(গ) যাত্রা ব্যবসায়ী
(ঘ) ধান ব্যবসায়ী
উ: গ
৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
(ক) কপালকুণ্ডলা
(খ) মৃণালিনী
(গ) কৃষ্ণকান্তের উইল
(ঘ) দুর্গেশনন্দিনী
উ: ঘ
৭. বঙ্কিমচন্দ্রের মতে, কোনটি লেখকের পক্ষে অবনতিকর?
(ক) সাময়িক সাহিত্য রচনার চেষ্টা
(খ) অতি সরল রচনা লেখার চেষ্টা
(গ) লেখায় প্রমাণ দাখিলের চেষ্টা
(ঘ) মানবকল্যাণে লেখার চেষ্টা
উ: ক
৮. এখনকার প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কোনটি বড় বেশি দেখতে পান?
(ক) বিদেশি ভাষার উদ্ধৃতি
(খ) মাতৃভাষার উদ্ধৃতি
(গ) সাধু ভাষার উদ্ধৃতি
(ঘ) চলিত ভাষার উদ্ধৃতি
উ: ক
৯.“বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে কোনটি সাহিত্য রচনার অন্যতম উদ্দেশ্য বলা হয়েছে?
(ক) প্রতিপত্তি অর্জন
(খ) খ্যাতি লাভ
(গ) সৌন্দর্য সৃষ্টি
(ঘ) ব্যক্তিস্বার্থ উদ্ধার
উ: গ
১০. ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নহে’– ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার কোন কথাটির ক্ষেত্রে উক্তিটি প্রযোজ্য?
(ক) সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা
(খ) বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না।
(গ) অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না
(ঘ) টাকার জন্য লিখিবেন না
উ: গ
১১. কোনো বিষয়ে লেখার জন্য প্রমাণাদি সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে বঙ্কিমচন্দ্রের পরামর্শ কী?
(ক) সব প্রমাণাদি লেখায় সংযুক্ত করতে হবে
(খ) সব প্রমাণাদি হাতে থাকতে হবে
(গ) প্রমাণ পরে সংগ্রহ করে নিতে হবে
(ঘ) কিছু প্রমাণ সংগ্রহে রাখতে হবে
উ: খ
১২. ‘সুতরাং তাহা একেবারে পরিহার্য'— কোনটি?
(ক) লোকরঞ্জনের প্রবৃত্তি
(খ) লেখাকে সরল করে তোলার চেষ্টা
(গ) সকল প্রমাণ লেখায় সংযুক্তকরণ
(ঘ) মানবকল্যাণ ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে সাহিত্য রচনা
উ: ঘ
১৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটিকে 'বাঙ্গালার ভরসা' বলেছেন?
(ক) বাংলার সাহিত্য
(খ) বাংলার প্রকৃতি
(গ) বাংলার কৃষি
(ঘ) বাংলার মানুষ
উ: ক
১৪. সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কী বলেছেন?
(ক) মহাপাপ
(খ) ব্যক্তিস্বাধীনতা
(গ) অপ্রয়োজনীয়
(ঘ) অরুচিকর
উ: ক
১৫. 'বাংলা' শব্দের পরিবর্তনের সঠিক ধারা কোনটি?
(ক) বাঙ্গালা-বাঙলা-বাংলা
(খ) বাঙ্গলা-বাঙলা-বাংলা
(গ) বাঙ্গালা-বাঙালা-বাংলা
(ঘ) বাঙ্গলা-বাঙ্গালা-বাংলা
উ: ক
১৬. 'যে বিষয়ে যার অধিকার নাই, সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য।'-এ বিষয়টি কোন সাহিত্যে রক্ষিত হয়?
(ক) প্রবন্ধ সাহিত্য
(খ) নাট্য সাহিত্য
(গ) সাময়িক সাহিত্য
(ঘ) কাব্য সাহিত্য
উ: গ
১৭. ‘রচনার পারিপাট্যের বিশেষ হানিজনক।'- কোনটি?
(ক) রচনা ফেলে রাখা
(খ) অলংকার প্রয়োগ
(গ) প্রমাণাদি সংযুক্ত করা
(খ) বিদ্যা প্রকাশের চেষ্টা
উ: ঘ
১৮. ‘যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, সেই স্থানটি কাটিয়া দিবে'- এটি কেমন বিধি?
(ক) নতুন
(খ) প্রাচীন
(গ) চিরন্তন
(ঘ) অত্যাবশ্যকীয়
উ: খ
১৯. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখক?
(ক) সতেরো
(খ) আঠারো
(গ) উনিশ
(ঘ) বিশ
উ: গ
২০. 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনাটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
(ক) লোকরহস্য
(খ) কৃষ্ণচরিত্র
(গ) কমলাকান্তের দপ্তর
(ঘ) - বিবিধ প্রবন্ধ
উ: ঘ
২১. “বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধটি কোন রীতিতে রচিত?
(ক) কাব্যরীতি
(খ) সাধুরীতি
(গ) চলিত রীতি
(ঘ) সাধু ও চলিত উভয় রীতি
উ: খ
২২. 'এ কথা কদাপি মনে স্থান দিও না'- কোন কথা?
(ক) অনুকরণের বাসনা
(খ) প্রাঞ্জলতার ধারণা
(গ) রচনা কিছুকাল ফেলে রাখা
(ঘ) মানবকল্যাণের উদ্দেশ্যে লেখা
উ: ক
২৩. জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষবিধানকে কী বলা হয়?
(ক) লোকভঞ্জন
(খ) লোকমর্দন
(গ) লোকরঞ্জন
(ঘ) লোকতৰ্পণ
উ: গ
২৪. ‘কোটেশন' অর্থ কী?
(ক) অলংকার
(খ) ব্যঙ্গ
(গ) উদ্ধৃতি
(ঘ) সংশোধন
উ: গ
২৫. রচনার ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে কী বলা হয়?
(ক) বস্তুনিষ্ঠা
(খ) অলংকার
(গ) প্রাঞ্জলতা
(ঘ) লোকরঞ্জন
উ: খ
২৬. বঙ্কিমচন্দ্রের কালে 'বাংলা'কে কীভাবে লেখা হতো?
(ক) বাংলা
(খ) বাঙালা
(গ) বাঙ্গলা
(ঘ) বাঙ্গালা
উ: ঘ
২৭: ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) সবুজপত্র
(খ) বঙ্গদর্শন
(গ) প্রচার
(ঘ) সন্দেশ
উ: গ
২৮. 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার লক্ষণীয় বিষয় কোনটি?
(ক) বিদেশি সাহিত্যের অনুকরণ
(খ) দুর্বোধ্য শব্দের ব্যবহার
(গ) চিন্তার মৌলিকত্ব
(ঘ) লোকরঞ্জন-প্রবৃত্তি
উ: গ
মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1
তাহারেই পড়ে মনে কবিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
অন্যান্য বিষয় সমূহ:
এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )
১ম অধ্যায় ➤ ১ম অধ্যায় কুইজ-১
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url