বাংলা১মপত্র অধ্যায়১০:প্রতিদান সাজেশন

 

protidan

প্রতিদান 

জসীমউদ্দীন

এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৪

HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2024

পেজ সূচিপত্র :অধ্যায় ১০:বিদ্রোহী

সৃজনশীল রচনামূলক

১. পরের কারণে স্বার্থ দিয়া বলি

     এ জীবন মন সকলই দাও, 

     তার মতো সুখ কোথাও কি আছে? 

     আপনার কথা ভুলিয়া যাও । 

     পরের কারণে মরণেও সুখ;

    'সুখ', 'সুখ' করি কেঁদো না আর' 

     যতই কাঁদিবে, যতই ভাবিবে 

     ততই বাড়িবে হৃদয় ভার । 

     আপনারে লয়ে বিব্রত রহিতে 

     আসে নাই কেহ অবনী 'পরে,

     সকলের তরে সকলে আমরা,

     প্রত্যেকে আমরা পরের তরে। 

ক. কবি কাকে বুক ভরা গান দেন?

খ. কবির ঘর যে ভেঙেছে কবি তার ঘর বেঁধে দিতে চান কেন?

গ. 'প্রতিদান' কবিতার যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে তা আলোচনা করো।

ঘ. “উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার মূলভাব একই।” এ কথার সার্থকতা তুলে ধরো।

২. মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি

     বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, 

     এমন সময় এল মুসাফির গায়ে আজারির চিন 

     বলে, বাবা, আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন 

     তেরিয়া হইয়া হাকিল মোল্লা, – “ভালা হলো দেখি লেঠা, 

     ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নমাজ পড়িস বেটা? 

ক. ‘মালঞ’ শব্দের অর্থ কী?

খ. “কত ঠাঁই হতে কত কী যে আনি সাজাই নিরন্তর”- কথাটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?

গ. উদ্দীপকে মোল্লার আচরণে ‘প্রতিদান' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ‘প্রতিদান' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেনি'- বিশ্লেষণ করো।

৩. ভালোবাসা নামের মহান অস্ত্রকে পুনরায় এই মানবসমাজে ফিরে পাওয়া গেলে মানুষকে সকল অমঙ্গল থেকে রক্ষা করা সম্ভব। মানুষ যদি অপর মানুষের হিংসা, লোভ, ঈর্ষা থেকে মুক্ত থাকে তবে পৃথিবীতে বিরাজ করবে শান্তি, পৃথিবী এগিয়ে যাবে সুখ ও সমৃদ্ধির দিকে। হিংসা আর স্বার্থপরতার করালগ্রাসে অনেকেই মানবতা শূন্য হয়ে পড়ে। আর তাই মানবতার সেই হৃতবোধকে ফিরে পেতে হলে পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে অফুরান ভালোবাসা। 

ক. কবি জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

খ. ‘প্রতিদান' কবিতায় অনিষ্টকারীর উপকার করার কথা বলা হয়েছে কেন? 

গ. উদ্দীপকের ভাবনার সঙ্গে ‘প্রতিদান' কবিতার সাদৃশ্য নিরূপণ করো।

ঘ. “উদ্দীপকটিতে প্রতিদান' কবিতার সম্পূর্ণ প্রতিফলন ঘটেছে”- মন্তব্যটি বিশ্লেষণ করো।

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. ‘নকশী কাঁথার মাঠ' কী ধরনের রচনা?

উত্তর: ‘নকশী কাঁথার মাঠ' একটি কাব্যগ্রন্থ।

প্রশ্ন-২. কবি কাকে বুক ভরা গান দেন ?

উত্তর: যে কবিকে বিষে ভরা বাণ দিয়েছে, কবি তাকে বুকভরা গান দেন।

প্রশ্ন-৩. 'মালঞ্চ' শব্দের অর্থ কী?

উত্তর: 'মালঞ্চ' শব্দের অর্থ বাগান।

প্রশ্ন-৪. প্রতিদান কবিতার কবির নাম কী?

উত্তর: প্রতিদান কবিতার কবির নাম জসীমউদ্দীন।

প্রশ্ন-৫. 'প্রতিদান' শব্দের অর্থ কী?

উত্তর:  'প্রতিদান' শব্দের অর্থ দানের বদলে দান,ফেরত।

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. কবি নিরন্তর কী সাজান? কেন?

প্রশ্ন-২. “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর”— উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

প্রশ্ন-৩.“কত ঠাঁই হতে কত কী যে আনি সাজাই নিরন্তর”- কথাটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?

প্রশ্ন-৪. 'প্রতিদান' কবিতায় অনিষ্টকারীর উপকার করার কথা বলা হয়েছে কেন ?

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ‘প্রতিদান' কবিতায় কবির কোন মনোভাবটি ফুটে উঠেছে? ফুটে উঠেছে?

(ক) প্রকৃত মনুষ্যবোধ

(খ) উদার চেতনা

(গ) মিতব্যয়ী

(ঘ) ভালোবাসার সার্থকতা

উত্তর: খ

২. 'প্রতিদান' কবিতায় কবি কী বিসর্জন দিয়েছে?

(ক) আশা

(খ) ইচ্ছা

(গ) ক্ষুদ্র স্বার্থ

(ঘ) পরার্থপরতা

উত্তর: গ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

৩. প্রতিদান কবিতায় সোহাগ জড়ানো কী?

(ক) ঘর

(খ) কবর

(গ) ফুল মালঞ

(ঘ) বাণ

উত্তর: গ

৪. ‘প্রতিদান' কবিতায় কবি ‘বিষে-ভরা’ বাণে'র পরিবর্তে কী দিয়েছেন?

(ক) নিঠুরিয়া বাণী

(খ) বুক ভরা গান

(গ) সোহাগ-জড়ানো ফুল

(ঘ) বুকেতে কঠিন আঘাত

উত্তর: খ

৫.‘আমি লয়ে করে তারি মুখখানি' ‘প্রতিদান' কবিতায় এর পরবর্তী চরণ কোনটি?

(ক) কত ঠাঁই হতে কত কী যে আনি সাজাই নিরন্তর

(খ) আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর

(গ) মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি

(ঘ) পথে পথে আমি ফিরি তার লাগি

উত্তর: ক

৬. 'প্রতিদান' কবিতার প্রথম স্তবকে চরণ সংখ্যা কতটি?

(ক) ৬টি

(খ) ৭টি

(গ) ৮টি

(ঘ) ৫টি

উত্তর: গ

৭. 'প্রতিদান' কবিতায় কবির মধ্যে কোন চেতনার প্রকাশ পেয়েছে?

(ক) উদারতা

(খ) নিষ্ঠুরতা

(গ) স্বার্থপরতা

(ঘ) প্রকৃতিচেতনা

উত্তর: ক

৮. 'প্রতিদান' কবিতার কবি কার ঘর বাঁধেন? 

(ক) যে কবির ঘর বেঁধেছে

(খ) যে কবিকে পর করেছে

(গ) যে কবির ঘর ভেঙেছে

(ঘ) যে কবির ক্ষতি করেছে

উত্তর: গ

৯. 'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

(ক) জোৎস্নাশোভিত

(খ) অন্ধকারাচ্ছন্ন

(গ) দীঘল

(ঘ) মেঘাচ্ছন্ন

উত্তর: গ

১০. 'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

(ক) ক্ষুদ্র স্বার্থ

(খ) ব্যক্তিগত স্বার্থ

(গ) মায়ের স্বার্থ

(ঘ) বৃহৎ স্বার্থ

উত্তর: খ

১১. 'প্রতিদান' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

(ক) ধানখেত

(খ) বালুচর 

(গ) রাখালী

(ঘ) হাসু

উত্তর: খ

১২. 'প্রতিদান' কবিতায় কবি তাঁর ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে কীসের পরিচয় দিয়েছেন? 

(ক) মহত্ত্বের

(খ) আনুগত্যের

(গ) দূরদর্শিতার

(ঘ) বিচক্ষণতার

উত্তর: ক

১৩. 'প্রতিদান' কবিতার উল্লিখিত 'বাণ' কেমন?

(ক) বিষাক্ত

(খ) স্নেহমাখা

(গ) সোহাগ-জড়ানো

(ঘ) সুতীব্র

উত্তর: ক

১৪. 'প্রতিদান' কবিতার প্রতিপাদ্য বিষয় কোনটি? 

(ক) ক্ষমা ও সৌন্দর্য

(খ) প্রেম ও সৌন্দর্য

(গ) ক্ষমা ও পরোপকার

(ঘ) আত্মগ্লানিতে ডুবে থাকা

উত্তর: গ

১৫.‘প্রতিদান' কবিতায় কবি ফুল দান করেন কীসের পরিবর্তে?

(ক) কাঁটার

(খ) ভালোবাসার

(গ) তাচ্ছিল্যের

(ঘ) অসম্মানের

উত্তর: ক

১৬. ‘প্রতিদান' কবিতায় প্রতিদান বলতে কী বোঝানো হয়েছে?

(ক) পরের উপকার করা

(খ) ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দেওয়া

(গ) উপকারীর ঋণ স্বীকার করা 

(ঘ) অপকারীর উপকার করা

উত্তর: ঘ

১৭. আক্কাসের ওপর অন্যায়-অত্যাচার করা হলেও গ্রামের কারো বিপদে সেই সবার আগে সাহায্য করে। আক্কাসের মধ্যে 'প্রতিদান' কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?

(ক) আত্মগ্লানি

(খ) আন্তরিকতা

(গ) ক্ষমাশীলতা

(ঘ) আত্মত্যাগ

উত্তর: গ

১৮. হাসিবের কেউ ক্ষতি করলে সে প্রতিশোধ না নিয়ে উলটো উপকার করে । হাসিবের সঙ্গে ‘প্রতিদান' কবিতার সাদৃশ্য কোথায়?

(ক) পরার্থে আত্মনিবেদনে

(খ) করুণায়

(গ) প্রতিশোধে

(ঘ) প্রীতিময় সম্পর্কে

উত্তর: ক

১৯. ‘প্রতিদান' কবিতার আলোকে কীভাবে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে?

i. পরার্থপরতায়

ii. মানবিকতায়

iii. সম্প্রীতিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ

২০. ‘প্রতিদান' কবিতার মূল উপজীব্য হলো—

i. পরার্থপরতা

ii. ক্ষমা

iii. প্রতিহিংসা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক

২১. ‘প্রতিদান' কবিতার মূল উপজীব্য হলো— 

i. ক্ষমাশীলতা

ii. উদারতা

iii. পরার্থপরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

‘পরের কারণে স্বার্থ দিয়া বলি
   এ জীবন মন সকলি নাও
   তার মতো সুখ কোথাও কি আছে?
   আপনার কথা ভুলিয়া যাও।'

২২. উদ্দীপকে 'প্রতিদান' কবিতার যে দিকটি প্রকাশিত, তা হলো—

(ক) ক্ষমা

(খ) সহনশীলতা

(গ) উদারতা

(ঘ) আত্মত্যাগ

উত্তর: গ

২৩. উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার উদ্দেশ্য এক ও অভিন্ন হয়ে উঠেছে—

i. পরার্থপরতায়

ii. সৌহার্দপূর্ণ মনোভাবে

iii. স্বার্থপরতায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

হেলেনার প্রতিবেশী সেলিনা সব সময় চায় তার ক্ষতিসাধন করতে। কিন্তু হেলেনা কাউকে পর ভাবতে পারে না। অন্য সকলের মতো সে সেলিনাকেও আপন ভাবে এবং তার বিপদে এগিয়ে আসে।

২৪. উদ্দীপকটি 'প্রতিদান' কবিতার সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ---

(ক) দানশীলতা

(খ) উদারতা

(গ) প্রতিশোধ

(ঘ) আত্মগ্লানি

উত্তর: খ

২৫. উক্ত দিকটির সম্পর্কে কবির মূল্যায়ন হলো একটি—

i. জীবনকে সার্থক ও সুখী করে

ii. বিস্তবান করে

iii. পৃথিবীকে সুন্দর করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ

উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশি এক কৃষ্ণাঙ্গের গুলিতে মারাত্মক আহত হন। আদালতের বিচারে সন্ত্রাসের মৃত্যুদণ্ড হয়। কিন্তু সুস্থ হওয়ার পর আক্রান্ত বাংলাদেশি সন্ত্রাসীর দণ্ড মওকুফ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করে তাকে বাঁচিয়ে দেন। 

২৬. উদ্দীপকের আক্রান্ত বাংলাদেশির ভূমিকার সঙ্গে 'প্রতিদান' কবিতার কোন পভৃতির মিল আছে?

(ক) কত ঠাঁই হতে কত কী যে আনি সাজাই নিরন্তর

(খ) 'দীঘল রজনী তার তরে জাগি' ঘুম যে হরেছে মোর

(গ) রঙিন ফুলের সোহাগ-জড়ানো মূল মাল ধরি

(ঘ) যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি

উত্তর: ঘ

২৭. উপর্যুক্ত মিলের কারণ—

i. ক্ষমাশীলতা

ii. আত্মপ্রশংসা

iii. পারস্পরিক সৌহার্দ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url