বাংলা ১ম পত্র অধ্যায়৫:মাসি-পিসি সাজেশন
অধ্যায়৫:মাসি-পিসি
মাসি-পিসি
মানিক বন্দ্যোপাধ্যায়
এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩
HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2023
পেজ সূচিপত্র :অধ্যায়৫:মাসি-পিসি
সৃজনশীল রচনামূলক
১. শৈশবে বাবা-মাকে হারিয়ে এক চাচার আশ্রয়ে থাকা আসমার জীবনে ঘটে যায় বাল্যবিবাহ, স্বামীর ঘরে অত্যাচার-নির্যাতন, পরে তালাক। চাচার সহযোগিতা না পেলেও দমে যায়নি সে। টিউশন করে লেখাপড়া চালিয়ে যায় সে। অদম্য ইচ্ছাশক্তির জোরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় লাভ করে ভালো ফল। আসমা এখন মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী।
ক. 'মাসি-পিসি' গল্পে চৌকিদারের নাম কী?
খ. আহ্লাদিকে দেখে বুড়ো রহমানের চোখ ছলছল করে ওঠে কেন?
গ. উদ্দীপকের চাচা ও মাসি-পিসি' গল্পের মাসি-পিসি চরিত্রের তুলনামূলক চিত্র উপস্থাপন করো।
ঘ. “উদ্দীপকের আসমা এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি উভয়েই নির্যাতিত নারী সমাজের প্রতিনিধি । ” — আলোচনা করো।
২. মীনার বাবা হঠাৎ মারা যাওয়ায় তার মা রানু তাকে নিয়ে অসহায় হয়ে পড়ে। সে তার স্বামীর রেখে যাওয়া সামান্য কৃষিজমিতে উৎপন্ন ফসল বিক্রি করে যা আয় করে তাতে মীনার লেখাপড়ার খরচ চালাতে পারে না। তাই অন্যের বাড়িতে ধান ভানা, মাড়াই দেওয়া ও গৃহপরিচারিকার কাজ করে মীনার লেখাপড়া ও সংসারের খরচ চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বাধা কি হয়ে দাঁড়াল মীনার বয়স। ষোড়শী মীনাকে গ্রাম্য মোড়লের কুদৃষ্টি থেকে রক্ষার জন্য সে তাকে বিয়ে দিলো। কিন্তু অর্থলোভী ও স্বার্থান্ধ পরিবারে মীনার ঠাঁই হলো না। সে মায়ের কাছে চলে আসল। শুরু হলো মা-মেয়ের নতুন করে বেঁচে থাকার লড়াই।
ক. ‘পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?
খ. “ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, ” – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের সমাজচিত্রের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের সমাজচিত্রের সাদৃশ্য কতটুকু? আলোচনা করো।
ঘ. “বেঁচে থাকার লড়াই'— কথাটি উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আঙ্গিকে ব্যাখ্যা করো ।
৩. সাম্যের গান গাই—
আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই ।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
ক. কার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল?
খ. ‘মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি’— উক্তিটি বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকে সাথে ‘মাসি-পিসি' গল্পের সাদৃশ্য দেখাও।
ঘ. “উদ্দীপকে উল্লিখিত চরণগুলোর সাথে 'মাসি-পিসি' গল্পের লেখকের
মনোভাবের যথেষ্ট মিল পাওয়া যায়”– এ বিষয়ে তোমার মতামত দাও।
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. “মাসি-পিসি” গল্পে উল্লিখিত বাবুর নাম কী?
উত্তর: “মাসি-পিসি” গল্পে উল্লিখিত বাবুর নাম গোকুল।
প্রশ্ন-২. “খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার।”— উক্তিটি কার?
উত্তর: “খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার।”— উক্তিটি মাসির।
প্রশ্ন-৩. মাসি-পিসি কীভাবে শহরে যেতেন?
উত্তর: মাসি-পিসি সালতি বেয়ে শহরে যেতেন
প্রশ্ন-৪. আহ্লাদির নিজেকে কেমন লাগে?
উত্তর: আহ্লাদির নিজেকে ছ্যাঁচড়া,নোংরা,নর্দমার মতো লাগে।
প্রশ্ন-৫. কার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল?
উত্তর: মাসির শাশুড়ি ননদ বাঘের মতো ছিল।
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. আহ্লাদির দিকে তাকিয়ে বৃদ্ধ রহমানের চোখে জল আসে কেন? বুঝিয়ে দাও।
প্রশ্ন-২. "ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়,"- এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
প্রশ্ন-৩. মাসি-পিসি রোজগারের জন্য কী উপায় খোঁজে?
প্রশ্ন-৪. 'ছল ছল চোখে একবার তাকায় আহ্লাদির দিকে'- ব্যাখ্যা করো।
প্রশ্ন-৫. জগুর বৌ নেওয়ার আগ্রহ কেন?
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. 'মাসি-পিসি' গল্পে কোন রোগটি মহামারির অন্তর্ভুক্ত?
(ক) টাইফয়েড
(খ) বসন্ত
(গ) কলেরা
(ঘ) জন্ডিস
উত্তর: গ
২. 'মাসি-পিসি' গল্পে আহ্লাদির বাবা কী রোগে মারা গিয়েছিল?
(ক) প্লেগ
(খ) যক্ষ্মা
(গ) বসন্ত
(ঘ) কলেরা
উত্তর: ঘ
৩. সালতি কী কাঠের তৈরি?
(ক) আম বা তাল
(খ) জাম বা শাল
(গ) তাল বা শাল
(ঘ) গাব বা তাল
উত্তর: গ
৪. 'মাসি-পিসি' গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
(ক) সমকাল
(খ) পূর্বাশা
(গ) সমাচার দর্পণ
(ঘ) ভারতী
উত্তর: খ
৫. আহ্লাদিকে রক্ষার জন্য মাসি-পিসির প্রচেষ্টায় তাদের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো—
(ক) দায়বদ্ধতা থেকে মুক্তি
(খ) সংগ্রামশীলতা
(গ) মানবিকতা
(ঘ) অস্তিত্ব রক্ষা
উত্তর: খ
৬. আহ্লাদিকে রক্ষার জন্য মাসি-পিসির প্রচেষ্টায় তাদের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো—
(ক) দায়বদ্ধতা থেকে মুক্তি
(খ) সংগ্রামশীলতা
(গ) মানবিকতা
(ঘ) অস্তিত্ব রক্ষা
উত্তর: খ
৭. 'মাসি-পিসি' গল্পে আহ্লাদি একটি বিন্দুমাত্র। তাকে কেন্দ্র করে বৃত্ত রচনা করেছে মাসি-পিসি। এই বৃত্তটি কীসের?
(ক) মমতা ও মানবতার
(খ) আত্মীয়তা ও কর্তব্যের
(গ) বুদ্ধি ও সাহসের
(ঘ) দায়িত্ব ও সংগ্রামের
উত্তর: ঘ
৮. অল্পবয়সি একটি বউ। গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা শাড়ি'—বর্ণনাটি 'মাসি-পিসি' গল্পের কাকে নির্দেশ করে?
(ক) বুড়ো রহমানের মেয়েকে
(খ) মাসিকে
(গ) পিসিকে
(ঘ) আহ্লাদিকে
উত্তর: ঘ
৯. "নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'— 'মাসি-পিসি'গল্পে উক্তিটি দ্বারা আহ্লাদি চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
(ক) অপরাধ প্রবণতা
(খ) অনুশোচনা
(গ) আত্মসম্মানবোধ
(ঘ) হতাশা
উত্তর: গ
১০. সরকার বাবুর সঙ্গে মাসি-পিসির ঝগড়া হয়েছে কি নিয়ে?
(ক) আহ্লাদির বিয়ে নিয়ে
(খ) বাজারের তোলা নিয়ে
(গ) তরকারি বিক্রি নিয়ে
(ঘ) বাজারে জায়গা দখল নিয়ে
উত্তর: খ
১১. 'মাসি-পিসি' গল্পে আহ্লাদির দিকে কে ছলছল চোখে তাকায়?
(ক) কৈলেশ
(খ) রহমান
(গ) জগু
(ঘ) মাসি
উত্তর: খ
১২. মাসি-পিসি গল্পে আহ্লাদির বাবা কী রোগে মারা যায়?
(ক) যক্ষ্মা
(খ) বসন্ত
(গ) প্রেগ
(ঘ) কলেরা
উত্তর: ঘ
১৩. 'গ্রামাঞ্চলের অমানুষ অনেক সময় স্বভাবে বা অভাবে বউ পিটিয়ে আনন্দ পায়'— উদ্দীপকের অমানুষ 'মাসি-পিসি গল্পের'—
(ক) কৈলাশ
(খ) গোকুল
(গ) বুড়ো রহমান
(ঘ) জগু
উত্তর: ঘ
১৪. 'মাসি-পিসি' গল্পে খড়বহনকারীরা পথে খড় ফেলেছিল কেন?
(ক) চলায় স্বাচ্ছন্দ্য আনতে
(খ) বোঝা হালকা করতে
(গ) কাদা থেকে পা বাঁচাতে
(ঘ) মালিকের আদেশ মানতে
উত্তর: গ
১৫. 'ওসব একরকম ছেড়ে দিয়েছে জগু — 'ওসব' বলতে 'মাসি-পিসি' গল্পের এই উক্তিতে কী বোঝানো হয়েছে?
(ক) মারধর করা
(খ) গালাগালি করা
(গ) মামলা করা
(ঘ) নেশা করা
উত্তর: ঘ
১৬. 'অতসীমামী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) সংবাদ প্রভাবকর
(খ) বিচিত্রা
(গ) সবুজপত্র
(ঘ) লাঙল
উত্তর: খ
১৭. 'মাসি-পিসি' গল্পে 'বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো।' বাক্যটিতে প্রকাশ পেয়েছে—
(ক) কুসংস্কার
(খ) প্রথানুগত্য
(গ) জামাইপ্রীতি
(ঘ) জামাইভীতি
উত্তর: খ
১৮. কৈলাশের প্রতি মাসি-পিসি বিরক্তি প্রকাশ করে কেন?
(ক) বিরক্তিকর ব্যক্তি বলে
(খ) উপেক্ষিত ব্যক্তি বলে
(গ) ফিরতে দেরি হবে বলে
(ঘ) সময় নষ্ট হওয়ার আশঙ্কায়
উত্তর: গ
১৯. মাসি-পিসি আহ্লাদিকে জগুর বাড়ি পাঠাতে ভয় পায়। কারণ—
(ক) জগুর দারিদ্র্য
(খ) আহ্লাদির প্রতি অত্যাচার হবে
(গ) আহ্লাদি যেতে চায় না
(ঘ) মাসি-পিসি জগকে অপছন্দ করে
উত্তর: খ
২০. 'মাসি-পিসি' জীবিকার তাগিদে কী ব্যাবসা শুরু করেন?
(ক) কাপড়ের
(খ) শাকসবজির
(গ) খড়ের
(ঘ) হাঁস-মুরগির
উত্তর: খ
২১. 'মাসি-পিসি' গল্পটির মূল উপজীব্য হলো—
(ক) পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনি
(খ) পুরুষের ওপরে নারীর কর্তৃত্ব
(গ) পুরুষশাসিত সমাজে নারীর অসহায়ত্ব
(ঘ) প্রতিকূলতা জয় করে নারীর জয়যাত্রা
উত্তর: ঘ
২২. 'মাসি-পিসি' গল্পটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
(ক) সমকাল
(খ) পূর্বাশা
(গ) সমাচার দর্পণ
(ঘ) ভারতী
উত্তর: খ
২৩. 'মাসি-পিসি গল্পে 'ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়'— কেন?
(ক) চলাচলের সুবিধার জন্য
(খ) খড় অনেক বেশি বলে
(গ) কাজে ফাঁকি দেওয়ার জন্য
(ঘ) মালিকের প্রতি রাগের কারণে
উত্তর: ক
২৪. বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো'— মাসির এই ভাবনার কারণ—
i. সমাজ পুরুষতান্ত্রিক
ii. মাসি-পিসির অসহায়ত্ব
iii. সামাজিকতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ
২৫. “দারোগাবাবু এসে বসে আছেন বাবুর সাথে" 'মাসি পিসি' গল্পের এ বাক্যে প্রকাশ পায়—
i বাবুর সাথে পারোগাবাবুর সুসম্পর্ক রয়েছে
ii. দারোগাবাবুর হুকুম পালন করতে হবে
iii. দারোগাবাবু মাসি-পিসির বিচার করতে এসেছেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক
২৬. 'মাসি-পিসি' গল্পটিকে তাৎপর্যময় করে তুলেছে—
i. মাতৃত্বের মহিমা
ii. সেবাধর্মিতা
iii. মাসি-পিসির বুদ্ধিদীপ্ত সাহসী সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সোমনাথ তার একমাত্র মেয়ে প্রেরণাকে বিয়ে দিয়েছেন মোটা অঙ্কের যৌতুকের বিনিময়ে। এজন্য তাকে ভিটেমাটি পর্যন্ত বিক্রি করতে হয়। কিন্তু এক সপ্তা যেতে না যেতেই মেয়ে এসে হাজির। শরীরে তার ক্ষতচিহ্ন। জামাই আরও টাকা চায়।
২৭. উদ্দীপকটিতে 'মাসি-পিসি' গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
(ক) কানাইয়ের হঠকারিতা
(খ) আহ্লাদির আত্মরক্ষা
(গ) জগুর স্ত্রী নির্যাতন
(ঘ) আপসহীনতা
উত্তর: গ
২৮. উদ্দীপকের প্রেরণা ও 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি, দুজনই—
i. স্বামীর দিক থেকে নির্যাতিত
ii. নারী হওয়ায় নির্যাতিত
iii. সামাজিক বৈষম্যের শিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
অধ্যায়ের উপর আরো পড়ুন
উ:ক
আর পড়ুন: মাসি-পিসি Part-1অধ্যায়ের উপর আরো পড়ুন
আর পড়ুন: মাসি-পিসি Part-2অধ্যায়ের উপর আরো পড়ুন
আর পড়ুন: মাসি-পিসি Part-3অধ্যায়ের উপর আরো পড়ুন
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url