বাংলা ১ম পত্র অধ্যায় ১২:আঠারো বছর বয়স সাজেশন

 

আঠারো বছর বয়স 

সুকান্ত ভট্টাচার্য

এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৪

HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2024

পেজ সূচিপত্র :অধ্যায় ১২:আঠারো বছর বয়স

সৃজনশীল রচনামূলক

১. পাড়ার সকলের প্রিয় পল্টু। অদ্ভুত তার চরিত্র। এখনই কারো গাছের ফল চুরি করে খেলো, তো পরক্ষণেই শীতার্তকে নিজের গায়ের জামা খুলে দিয়ে দিলো। কখনো গৃহস্থের গরুর গলার রশি খুলে দিয়ে মজা করছে, কখনো মহিলাদের আড্ডায় রাবারের সাপ ছেড়ে দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, কখনো পথচারীর গায়ে সাইকেল তুলে দিয়ে খিলখিল করে হাসছে। সেই পল্টুই আবার প্রতিবেশীর বাড়িতে হামলা করা ডাকাত দলকে একাই রুখে দিতে লড়াই করছে। কারো বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারো অসুস্থ আত্মীয়কে হাসপাতালে নিতে হবে, কোনো কন্যাদায়গ্রস্ত পিতার বিয়ের সব ব্যবস্থাপনা করে দিতে হবে, কারো অন্ন-বস্ত্রের সংস্থান করতে হবে—এ সবে পল্টুই সর্বাগ্রে । 

ক. সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থটির নাম কী?

খ. “এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।”—লাইনটিতে কবি কী বোঝাতে চেয়েছেন?

গ. পল্টুর পরোপকারের বিষয়টি “আঠারো বছর বয়স” কবিতার কোন দিকটির ইঙ্গিতবাহী?—বুঝিয়ে দাও।

ঘ. “তবু আঠারোর শুনেছি জয় ধ্বনি”— পক্তিটির আলোকে উদ্দীপকটিকে মূল্যায়ন করো।

২. মালিহা আর নীলা সহপাঠী। দুজনেই লেখাপাড়ায় বেশ ভালো। স্কুলজীবন পার হতে না হতেই নীলা মিশে যায় কিছু বখাটে বন্ধুর সাথে। এখানে তার শিক্ষাজীবনের পরিসমাপ্তি ঘটে। তার নাম শুনলে মেয়েরা আঁতকে ওঠে। অপরদিকে মালিহা কলেজ পেরিয়ে মেডিকেল কলেজে পড়ে। বাংলাদেশের অবহেলিত নারীদের অধিকার আদায়ে সে এখন কাজ করে। আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়। সংগঠিত করে সহপাঠী মেয়ে বন্ধুদের, আর প্রতিজ্ঞা করে জীবন দিয়ে হলেও নারীদের যথাযথ অধিকার প্রতিষ্ঠা করবেই। 

ক. আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

খ. “এদেশের বুকে আঠারো আসুক নেমে।”- কবির এ প্রত্যাশা কেন? 

গ. 'এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'—উক্তিটি উদ্দীপকের নীলার ক্ষেত্রে কীভাবে প্রয়োজ্য? বুঝিয়ে দাও।

ঘ. “আত্মত্যাগ ও মানব কল্যাণ আঠারো বছর বয়সের একটি অন্যতম বৈশিষ্ট্য”

 —উদ্দীপক ও 'আঠারো বছর' কবিতার আলোকে তাৎপর্য মূল্যায়ন করো ।

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

৩. রাশেদ ও তার বন্ধুরা মিলে তাদের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন ছেলে এসে একটি মেয়ের পথ রোধ করে, মেয়েটিকে আজেবাজে কথা বলে। রাশেদ ও তার বন্ধুরা সেখানে এগিয়ে যায়। তাদের দেখে ছেলেগুলো পালিয়ে যায়। 

ক. আঠারো কীসের প্রতীক?

খ. তারুণ্যের আত্মত্যাগ কেমন হওয়া উচিত?

গ. উদ্দীপকটিতে 'আঠারো বছর বয়স' কবিতার কোন বিষয়টি উপস্থাপিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. “উদ্দীপকের রাশেদ 'আঠারো বছর বয়স' কবিতার কবির প্রত্যাশিত বয়সের প্রতিরূপ”— মন্তব্যটি বিচার করো ।

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থটির নাম কী? 

উত্তর: সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থটির নাম 'আকাল'।

প্রশ্ন-২. আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়? 

উত্তর:  আঠারো বছর বয়স পদাঘাতে পাথর বাধা ভাঙতে চায়।

প্রশ্ন-৩. দুর্যোগে কী ঠিকমতো রাখা ভার?

উত্তর: দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার।

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. আঠারো বছর বয়সকে কবি 'দুঃসহ' বলেছেন কেন? 

প্রশ্ন-২. ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'- ব্যাখ্যা করো।

প্রশ্ন-৩. 'তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি'– সপ্রসঙ্গ পক্তিটি ব্যাখ্যা করো।

প্রশ্ন-৪. কবি আঠারো বছর বয়সকে ভয়ংকর বলেছেন কেন ?

প্রশ্ন-৫. 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে'— ব্যাখ্যা করো।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. 'আঠারো বছর বয়স' কোন ছন্দে রচিত?

(ক) অক্ষরবৃত্ত

(খ) স্বরবৃত্ত

(গ) গদ্য ছন্দ

(ঘ) মাত্রাবৃত্ত

উত্তর: ঘ

২. 'আঠারো বছর বয়স' কবিতায় কবি কীসের বৈশিষ্ট্য তুলে ধরেছেন?

(ক) চেতনা

(খ) অবচেতনা

(গ) মনোজগত

(ঘ) বয়ঃসন্ধিকাল

উত্তর: ঘ

৩. ‘আঠারো বছর বয়স' কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর।' বলতে বোঝানো হয়েছে— 

(ক) বিদ্রোহী ও জটিলতা

(খ) তীব্রতা ও সংবেদনশীলতা

(গ) প্রগতি ও সংগ্রামশীলতা

(ঘ) দুঃসাহস ও স্নেহময়তা

উত্তর: খ

৪. আঠারো বছর বয়সের তরুণেরা ‘শপথের কোলাহলে' কী সঁপে দেয়?

(ক) মাথা

(খ) প্রাণ

(গ) আত্মা

(ঘ) জীবন

উত্তর: গ

৫.'স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'— 'আঠারো বছর বয়স' কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের— 

(ক) দৃঢ়তা

(খ) ঔদ্ধত্য

(গ) সাহসিকতা

(ঘ) আত্মনির্ভরতা

উত্তর: ঘ

৬. 'আঠারো বছর বয়স' কবিতায় কবি কীসের কোলাহলের কথা বলেছেন?

(ক) তারুণ্যের

(খ) যুদ্ধের

(গ) শপথের

(ঘ) আবেগ-উচ্ছ্বাসের

উত্তর: গ

৭. 'আঠারো বছর বয়স' কীসের বেগে চলে?

(ক) তারুণ্য

(খ) স্টিমার

(গ) বাষ্প

(ঘ) তুফান

উত্তর: খ

৮. আঠারো বছর বয়স বাঁচে —

(ক) শপথের কোলাহলে

(খ) বেদনায় থরোথরো

(গ) দুর্যোগে আর ঝড়ে

(ঘ) অসহ্য যন্ত্রণায়

উত্তর: গ

৯. আঠারো বছর বয়সে তরুণেরা পদাঘাতে কী ভাঙতে চায়?

(ক) লোহার শিকল

(খ) পাথর বাধা 

(গ) জেলের তালা

(ঘ) পাহাড় বাধা

উত্তর: খ

১০. আঠারো বছর বয়সে কী প্রকট হয়ে দেখা দেয়? 

(ক) অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা

(খ) জীবন সংকট

(গ) মানবিক সম্পর্ক

(ঘ) অস্তিত্ব সংকট ও মৃত্যু ভাবনা

উত্তর: ক

১১. আঠারো বছর বয়স ভয়ংকর কেন? 

(ক) বিপদগামী বলে

(খ) কানে মন্ত্রণা আসে বলে

(গ) দুঃসহ বলে

(ঘ) যন্ত্রণা সহ্য করতে হয় বলে

উত্তর: খ

১২. 'আঠারো বছর বয়স' কবিতাটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?

(ক) ১৯৪০ খ্রিষ্টাব্দে

(খ) ১৯৪৯ খ্রিষ্টাব্দে 

(গ) ১৯৪৮ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৯৪১ খ্রিষ্টাব্দে

উত্তর: গ

১৩. কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিষ্টাব্দে? 

(ক) ১৯১৮

(খ) ১৯২২

(গ) ১৯২৬

(ঘ) ১৯২৯

উত্তর: গ

১৪. কবি সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ কোনটি?

(ক) হরতাল

(খ) ছাড়পত্র

(গ) ঘুম নেই।

(ঘ) আকাল

উত্তর: ঘ

১৫. আঠারো বছর বয়স দুঃসহ কেন? 

(ক) পাথরের বাধা ভাঙতে চায় বলে

(খ) বাষ্পের বেগে স্টিমারের মতো চলে বলে

(গ) প্রাণে অসহ্য যন্ত্রণার কারণে

(ঘ) স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে

উত্তর: ঘ

১৬. ‘স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি' ‘আঠারো বছর বয়স' কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের— 

(ক) দৃঢ়তা

(খ) ঔদ্ধত্য

(গ) সাহসিকতা

(ঘ) আত্মনির্ভরতা

উত্তর: ঘ

১৭. 'আঠারো বছর বয়স' কবিতায় তরুণেরা বাষ্পের বেগে কীসের মতো চলে? 

(ক) জাহাজের

(খ) বিমানের

(গ) স্টিমারের

(ঘ) নৌকার

উত্তর: গ

১৮. 'আঠারো বছর বয়স' কবিতায় 'সঁপে আত্মাকে শপথের কোলাহলে।'- বলতে কী বোঝায়?

(ক) রক্তদানের পুণ্য

(খ) আত্মত্যাগের মহিমা

(গ) কথা ও কাজের ঐক্য

(ঘ) যৌবনের দুঃসাহসিকতা

উত্তর: খ

১৯. আঠারো বছর বয়সিদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়?

(ক) সামান্য

(খ) বীভৎস

(গ) সহনীয়

(ঘ) অসহ্য

উত্তর: ঘ

২০. 'আঠারো বছর বয়স' কবিতায় 'এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর' বলতে বোঝানো হয়েছে— 

(ক) বিদ্রোহ ও জটিলতা

(খ) তীব্রতা ও সংবেদনশীলতা

(গ) প্রগতি ও সংগ্রামশীলতা

(ঘ) দুঃসাহস ও স্নেহ-মমতা

উত্তর: খ

২১. আঠারো বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে? 

(ক) সাহসী

(খ) মুখ্য 

(গ) উৎসাহী

(ঘ) অগ্রণী

উত্তর: ঘ

২২. ‘এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে' – এ পক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) প্রাণ বিসর্জন

(খ) ব্যর্থতার দীর্ঘশ্বাস 

(গ) জীবনের ঝুঁকি

(ঘ) ভীতির বার্তা

উত্তর: খ

২৩. ‘এ বয়স জানে রক্তদানের পুণ্য' বলতে বোঝানো হয়েছে— 

(ক) অধিকার আদায়ে রক্তদান

(খ) স্বাধীনতার জন্য রক্তদান

(গ) দেশের জন্য রক্তদান

(ঘ) শুভ, কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান

উত্তর: ঘ

২৪. 'আঠারো বছর বয়স কোন ছন্দে রচিত?

(ক) অক্ষরবৃত্ত

(খ) স্বরবৃত্ত

(গ) গদ্যছন্দ

(ঘ) মাত্রাবৃত্ত

উত্তর: ঘ

২৫. 'আঠারো বছর বয়স' কবিতার প্রথম স্তবকে কী প্রকাশিত হয়েছে? 

(ক) তারুণ্যের দুঃসাহসী রূপ 

(খ) তারুণ্যের মাতৃরূপ

(গ) তারুণ্যের শক্তিময়তা

(ঘ) তারুণ্যের অসহায়ত্ব

উত্তর: ক

২৬. 'আঠারো বছর বয়স ভয়ংকর' এ বয়সে—

i. আঘাত আসে

ii. প্রাণে অসহ্য যন্ত্রণা

iii. প্রাণ তীব্র আর প্রখর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ

২৭. আঠারো বছর বয়সে তরুণদের মাঝে দেখা যায়— 

i. অনুভূতির তীব্রতা

ii. সুগভীর সংবেদনশীলতা

iii. মনোজগতের প্রতিক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ

২৮. আঠারো বছর বয়সের ইতিবাচক দিক হলো— 

i. আত্মপ্রত্যয়ী হয়ে ওঠা

ii. অন্যায়ের প্রতিবাদ করা 

iii. যৌবন শক্তির আরাধনা 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

কয়েকজন কলেজ শিক্ষার্থী মিলে নিজের গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে । কিন্তু বয়োজ্যেষ্ঠরা এগুলোকে উৎপাত বলে মনে করেন। 

২৯. উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত আঠারো বছর বয়সিদের কোন সংকট দেখা গেছে?

(ক) বয়সজনিত সংকট

(খ) মানসিক সংকট

(গ) রাজনৈতিক সংকট

(ঘ) সামাজিক সংকট

উত্তর: ঘ

৩০. উক্ত সংকট থেকে উত্তরণের জন্য আঠারো বয়স বয়সিদের—

i. আত্মবিশ্বাসী হতে হবে

ii. স্বনির্ভর হতে হবে

iii. আবেগ সংবরণ করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারবার,
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।

৩১. উদ্দীপকের আহ্বানের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকটির মিল রয়েছে?

(ক) আঠারো বছর বয়সিদের উদ্দীপনার

(খ) আঠারো বছর বয়সিদের রক্ত দানের

(গ) আঠারো বছর বয়সিদের শপথের 

(ঘ) আঠারো বছর বয়সিদের সংকটের 

উত্তর: ক

৩২. উক্ত ভাব প্রকাশ পেয়েছে যে চরণে— 

i. পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা

ii. তাজা তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা

iii. বিপথের মুখে এ বয়স অগ্রণী 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url