বাংলা ১ম পত্র অধ্যায় ১৪:আমি কিংবদন্তির কথা বলছি সাজেশন
আমি কিংবদন্তির কথা বলছি
আবু জাফর ওবায়দুল্লাহ
এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৪
HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2024
পেজ সূচিপত্র :অধ্যায় ১৪:আমি কিংবদন্তির কথা বলছি
সৃজনশীল রচনামূলক
১. আসিতেছে শুভ দিন
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,
তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান ।
ক. প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে?
খ. “ভালোবাসা দিলে মা মরে যায়” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
গ. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষদের কোন বিষয়টি উদ্দীপকে ফুটে উঠেছে? ব্যাখ্যা করো ।
ঘ. “উদ্দীপকের বক্তব্য আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মৌলসত্য” —বিশ্লেষণ করো।
২. “পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের—
কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোনো খড়্গগের ।
শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস;
অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ;
একই হাসিমুখে বাজিয়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস
আপস করিনি কখনোই আমি— এই হলো ইতিহাস।”
ক. ‘কিংবদন্তি' শব্দের অর্থ কী?
খ. 'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'— বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যচেতনার সাদৃশ্য নির্দেশ করো ।
ঘ. 'কবিতা' বাঙালিকে দিয়েছে প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা। উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি'
— কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।
৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 'কবিতা' বড়ো ভূমিকা পালন করেছিল। 'কবিতা' বাঙালিকে দিয়েছে প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা। বিশেষ করে প্রতিবাদী ও সংগ্রামী চেতনা সঞ্চারের মধ্য দিয়ে 'কবিতা' বাঙালিকে যুদ্ধে উৎসাহ জুগিয়েছিল।
ক. তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কেন?
খ. উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন বিষয়টির আলোকপাত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যের সংহতরূপ।”— এ অভিমত মূল্যায়ন করো ।
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. ভালোবাসা দিলে কে মরে যায়?
উত্তর: ভালোবাসা দিলে মা মরে যায়।
প্রশ্ন-২. সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কী?
উত্তর: সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা।
প্রশ্ন-৩. জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?
উত্তর: জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা।
প্রশ্ন-৪. 'কিংবদন্তি' শব্দের অর্থ কী?
উত্তর: 'কিংবদন্তি' শব্দের অর্থ জনশ্রুতি।
প্রশ্ন-৫. আবু জাফর ওবায়দুল্লাহ্ কোন দেশের রাষ্ট্রদূত ছিলেন?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ্ যুক্তরাষ্ট্রের দেশের রাষ্ট্রদূত ছিলেন।
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. “ভালোবাসা দিলে মা মরে যায়” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
প্রশ্ন-২. “যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না”— বলতে কী বোঝো?
প্রশ্ন-৩. ‘দিগন্তের অধিকার বঞ্চিত' হওয়া বলতে কী বোঝানো হয়েছে?
প্রশ্ন-৪. সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মূল বক্তব্য কী?
(ক) মুক্তিযুদ্ধের চেতনা
(খ) দেশের অতীত সংকট
(গ) বাঙালি ইতিহাস ও ঐতিহ্য
(ঘ) দেশের জয়গান
উত্তর: গ
২.“তার করতলে পলিমাটির সৌরভ ছিল”— আমি কিংবদন্তির কথা বলছি কবিতার চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের—
(ক) দাসত্ব
(খ) শ্রমনিষ্ঠা
(গ) ভূমিনির্ভরতা
(ঘ) মৃত্তিকা সংলগ্নতা
উত্তর: গ
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৩.‘জাত একুশ, জন্ম একাত্তর, হৃদয়ে বাংলাদেশ' উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার যে মনোভাব ব্যক্ত করেছে—
(ক) বিদ্রোহ
(খ) দেশানুরাগ
(গ) ভাষাপ্রীতি
(ঘ) স্বাধীনতা
উত্তর: ঘ
৪.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'কিংবদন্তী' শব্দটি কীসের প্রতীক হয়েছে?
(ক) সভ্যতার
(খ) সংস্কৃতির
(গ) ঐতিহ্যের
(ঘ) ইতিহাসের
উত্তর: গ
৫.'কবিতা' শব্দবন্ধটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কীসের প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে?
(ক) কবির একান্ত প্রত্যাশিত মুক্তির
(খ) মানুষের সর্বাঙ্গীণ মুক্তির
(গ) পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের
(ঘ) বাঙালি জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের
উত্তর: ক
৬.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'কবিতা'কে কবি কী বলে অভিহিত করেছেন?
(ক) অতিক্রান্ত পাহাড়
(খ) উনুনের আগুন
(গ) কর্ষিত জমির শস্যদানা
(ঘ) পলিমাটির সৌরভ
উত্তর: গ
৭.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি পৌনঃপুনিকভাবে কোন আকাঙ্ক্ষায় সোচ্চার হন?
(ক) স্বাধীনতা
(খ) মানবমুক্তি
(গ) অভ্যুত্থান
(ঘ) যুদ্ধ
উত্তর: খ
৮.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?
(ক) উচ্চারিত সত্য
(খ) প্রবহমান নদীর কলতান
(গ) অরণ্য এবং শ্বাপদের কথা
(ঘ) ঝড়ের আর্তনাদ
উত্তর: ঘ
৯. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবির পূর্বপুরুষ কীসের কথা বলতেন?
(ক) রক্তজবা
(খ) শস্যদানা
(গ) পলিমাটি
(ঘ) অতিক্রান্ত পাহাড়ের কথা
উত্তর: ঘ
১০. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটির রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হলো—
(ক) জনশ্রুতি
(খ) অভিনবত্ব
(গ) আঙ্গিক বিবেচনা
(ঘ) চিত্রকল্পের ব্যবহার
উত্তর: গ
১১. তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'— এ চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে?
(ক) কবির পূর্বপুরুষের
(খ) বাংলার কৃষকদের
(গ) মুক্তিযোদ্ধাদের
(ঘ) কবির পিতার
উত্তর: ক
১২. ‘একটি উজ্জ্বল জানালার কথা বলছি'— এখানে ‘উজ্জ্বল জানালা' কীসের প্রতীক?
(ক) স্বাধীনতার সূর্য
(খ) জ্ঞানের পূর্ণ বিকাশ
(গ) চিন্তার স্বাধীনতা
(ঘ) মুক্ত জীবনের প্রত্যাশা
উত্তর: ঘ
১৩. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'ভালোবাসা দিলে মা মরে যায়'— চরণটির তাৎপর্য কী?
(ক) মায়ের ছেলেদের চলে যাওয়া
(খ) মায়ের গল্প শুনতে না পারা
(গ) ছেলের জন্য মায়ের উৎকণ্ঠা
(ঘ) দেশের জন্য সন্তানের মায়াত্যাগ
উত্তর: ঘ
১৪. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'বিচলিত স্নেহ' বলতে কবি কী বুঝিয়েছেন?
(ক) কপট মায়া
(খ) লোকদেখানো আদর
(গ) আপনজনের উৎকণ্ঠা
(ঘ) সন্ত্রস্ত ভালোবাসা
উত্তর: গ
১৫. “আমি যেখানেই থাকি, যেমনি থাকি, সর্বদা মনে বাংলাদেশকেই লালন করি’— উল্লিখিত অংশ ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন মনোভাবকে উপস্থাপন করে?
(ক) শিকড়সন্ধানী
(খ) দেশদরদি
(গ) প্রকৃতি চেতনা
(ঘ) স্বাধীনতার
উত্তর: ক
১৬. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় মায়ের ছেলেরা চলে যাওয়ার কারণ—
i. যুদ্ধ
ii. ভালোবাসা
iii. দাসত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক
১৭. 'বিচলিত স্নেহ' বলতে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কী বোঝানো হয়েছে?
i. আপনজনের উৎকণ্ঠা
ii. ভালোবাসা আর শঙ্কা
iii. বিফল স্নেহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক
১৮. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি বলেছেন—
i. কিংবদন্তির কথা
ii. পূর্বপুরুষের কথা
iii. স্বপ্নের কথা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
নিচের কবিতাংশ পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি,
আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি।
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরোশত নদী শুধায় আমাকে, ‘কোথা থেকে তুমি এলে?'
১৯. কবিতাংশের ‘বাংলার আলপথ'-এর সাথে 'আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো—
i. ইতিহাসমনস্কতা
ii. ঐতিহ্যপ্রিয়তা
iii. সংগ্রামীশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক
২০.উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে?
(ক) সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা
(খ) সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা
(গ) আমি কিংবদন্তির কথা বলছি
(ঘ) যে কর্ষণ করে/শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে
উত্তর: ঘ
উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে,
আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।
২১. উদ্দীপকের আমি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় এসেছে—
i. কিংবদন্তির কথা হয়ে
ii. পূর্বপুরুষের কথা হয়ে
iii. পলিমাটির কথা হয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক
২২. প্রকৃতার্থে উদ্দীপকের আমি ও ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় আমি হলো—
i. কবির আত্মসত্তা
ii. কবির অহংবোধ
iii. কবির সংস্কারবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url