বাংলা ১ম পত্র অধ্যায় ৩: আমারপথ সাজেশন

 অধ্যায় ৩:আমারপথ

amar path

আমারপথ 

কাজী নজরুল ইসলাম

এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র :অধ্যায় ৩:আমারপথ

সৃজনশীল রচনামূলক

১. সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান, 
    সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ । 
    মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, 
    নিজেরে করো জয় ।
    দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো, 
    নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো, 
    মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভর
    না রেখো সংশয় । 
ক. কাজী নজরুল ইসলামের মতে, কে মিথ্যাকে ভয় করে?
খ. “মানুষ-ধর্মই সবচেয়ে বড়ো ধর্ম”-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত সংকোচ ও সংকটের দুর্বলতাকে মুক্ত করার তাগিদের সাথে ‘আমার পথ’ প্রবন্ধের সাদৃশ্য বুঝিয়ে লেখো ।
ঘ. “নিজের 'পরে করিতে ভর না রেখো সংশয়”— উদ্দীপকের এ কথাই  ‘আমার পথ' প্রবন্ধের মূলভাব—বক্তব্যটি মূল্যায়ন করো ।
২. সুন্দরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান চৌধুরী সত্যের পথে থেকে সারা জীবন অতিবাহিত করেছেন । তিনি মিথ্যা, ভণ্ডামি পছন্দ করতেন না । তিনি মনে করতেন, মিথ্যা ক্ষণিকের লুকোচুরি খেলা যা মানুষের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। শিক্ষার্থীদেরও তিনি মিথ্যাকে পরিহার করে সত্যের সুকঠিন পথে চলার উপদেশ দিতেন। তিনি শিক্ষার্থীদের বলতেন, “সত্যই একমাত্র নিজেকে পুরোপুরি আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে সাহায্য করে ।” 
ক. সবচেয়ে বড়ো ধর্ম কোনটি?
খ. 'অভিশাপ-রথের সারথি' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সাথে ‘আমার পথ' প্রবন্ধের কোন বিশেষ দিকটির মিল রয়েছে? আলোচনা করো।
ঘ. 'সত্যের সুকঠিন পথ' বর্তমান সমাজ পরিবর্তনের আলোর পথ নির্দেশক — উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো।
৩. সাহেব আলি সচিবালয়ের একজন স্বল্প বেতনভুক্ত কর্মচারী। বাড়তি উপার্জনের অনেক পথ তার জানা আছে। এর মধ্যে ভাড়া বাড়ি থেকে নিজের তৈরি করা বাড়িতে উঠেছে। পরিবারের সকলকে আরাম-আয়েশে রেখেছে। কিন্তু তার কালো টাকার উৎস কোথায়? টাকা কামানোর নেশায় এখন সে দিশেহারা। মাঝে মাঝে বিবেকের দংশনে ক্ষত-বিক্ষত হয় সাহেব আলির হৃদয়। | 
ক. 'আমার পথ' প্রবন্ধে কোনটি সবচেয়ে বড়ো দাসত্ব?
খ. কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন? বুঝিয়ে দাও ।
গ. ভুল করতে করতে একসময় মানুষ সত্যের মুখোমুখি দাঁড়ায়— 'আমার 'পথ' প্রবন্ধ ও উদ্দীপক অনুসারে লেখো।
ঘ. সাহেব আলির ক্ষত-বিক্ষত হৃদয়ই যেন 'আমার পথ' প্রবন্ধের সত্যকে চিনে নেবার পথ— আলোচনা করে বুঝিয়ে দাও । 

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

 প্রশ্ন-১. ‘সম্মার্জনা' শব্দের অর্থ কী?

উত্তর: ‘সম্মার্জনা' শব্দের অর্থ ঘষে-মেজে পরিষ্কার করা।

 প্রশ্ন-২. ‘আমার পথ' প্রবন্ধ অনুযায়ী আত্মাকে চিনলেই কী আসে? 

উত্তর: আমার পথ' প্রবন্ধ অনুযায়ী আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে ।

প্রশ্ন-৩. ‘আমার পথ' প্রবন্ধে নিজের ওপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন কে?

উত্তর: ‘আমার পথ' প্রবন্ধে নিজের ওপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি ।

 প্রশ্ন-৪. সবচেয়ে বড়ো ধর্ম কোনটি?

উত্তর: সবচেয়ে বড়ো ধর্ম মানুষ ধর্ম । 

 প্রশ্ন-৫. আমার পথ' প্রবন্ধে ‘আমার পথ' আমাকে কী দেখাবে? 

উত্তর: আমার পথ' প্রবন্ধে ‘আমার পথ' আমাকে আমার সত্য দেখাবে । 

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. “আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে”— বুঝিয়ে লেখো । 

 প্রশ্ন-২. “মানুষ-ধর্মই সবচয়ে বড়ো ধর্ম ।”—উক্তিটির তাৎপর্য কী? 

 প্রশ্ন-৩.“যার ভেতরে ভয়,সেই বাইরে ভয় পায়।”ব্যাখ্যা করো । 

 প্রশ্ন-৪. ‘আগুনের ঝান্ডা দুলিয়ে' লেখক কেন পথে বের হলেন?  

 প্রশ্ন-৫. কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন? বুঝিয়ে দাও ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.'আমার পথ' প্রবন্ধ অনুসারে সত্যকে পেতে হলে কীসের মধ্য দিয়ে যেতে হয়? 

(ক) ভুলের

(খ) মিথ্যার

(গ) দাসত্বের

(ঘ) ভয়ের

উত্তর: ক

২.'নিজেকে জানো'- উক্তিটি 'আমার পথ' প্রবন্ধের কোনদিককে নির্দেশ করে? 

(ক) আত্মবিশ্বাস

(খ) আত্মনির্ভরতা

(গ) পরাবলম্বন

(ঘ) স্বাবলম্বন

উত্তর: খ

৩. ভুলের মধ্যদিয়ে গিয়ে কী পাওয়া যায়?

(ক) জীবন

(খ) সত্য

(গ) মিথ্যা

(ঘ) ভণ্ডামি

উত্তর: খ

8. আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কী বুঝিয়েছেন?

(ক) ধূমকেতু

(খ) আগুনের ঝাড়ু

(গ) পরিষ্কার করা

(ঘ) আগুনের স্ফুলিঙ্গ

উত্তর: খ

৫. 'অভিশাপ রথের সারথি' বলতে কী বোঝানো হয়েছে?

(ক) অন্যায়ের প্রতিবাদী

(খ) পরনির্ভরতা বর্জনকারী

(গ) সত্য অন্বেষণকারী

(ঘ) সহনশীলতা অর্জনকারী

উত্তর: ক

৬. 'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না? 

(ক) যে নিজ ধর্ম মেনে চল

(খ) যে নিজ ধর্মের সত্যকে চিনেছে

(গ) যে অসাম্প্রদায়িক ব্যক্তি

(ঘ) যে পরমতসহিষ্ণু ব্যক্তি

উত্তর: খ

৭. ‘আমার পথ' প্রবন্ধে লেখক কী ঝুলিয়ে পথে বের হয়ে আসেন?

(ক) ফুলের মালা

(খ) আগুনের ঝান্ডা 

(গ) আগুনের অন্দ্র

(ঘ) বিষের বাঁশি

উত্তর: খ

৮. দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে— 

(ক) আগুনের সম্মার্জনা

(খ) সবার একতা

(গ) সবার সম্মিলিত প্রচেষ্টা

(ঘ) সবার সততা

উত্তর: ক

৯. ‘আমার পথ' রচনায় কাজী নজরুল ইসলাম কীসের চেয়ে অহংকারকে ভালো বলেছেন?

(ক) ভীরুতা

(খ) অন্ধ অনুকরণ 

(গ) মিথ্যা বিনয়

(ঘ) পরাধীনতা

উত্তর: গ

১০. ‘কিন্তু আমরা তার কথা বুঝলাম না'— 'আমার পথ' প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য উক্তিটি করা হয়েছে?

(ক) সুভাষ বসু

(খ) মুজিবুর রহমান

(গ) মহাত্মা গান্ধী

(ঘ) ইন্দিরা গান্ধী

উত্তর: গ

১১. কবি নজরুলের মতে সবচেয়ে বড়ো ধৰ্ম কী?

(ক) বৌদ্ধ ধর্ম

(খ) হিন্দু ধর্ম

(গ) মানব ধর্ম

(ঘ) ইহুদি ধর্ম

উত্তর: গ

১২. কবি নজরুল সেনাবাহিনীর বাঙালি পল্টনে কত সালে যোগদান করেন?

(ক) ১৯১৬

(খ) ১৯১৭

(গ) ১৯১৮

(ঘ) ১৯২০

উত্তর: খ

১৩. ‘আমার পথ' প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?

(ক) যুগ-বাণী

 (খ) রুদ্রমঙ্গল

(গ) দুর্দিনের যাত্রী

(ঘ) রাজবন্দির জবাববন্দি

উত্তর: খ

১৪. কাকে চিনলে আত্মনির্ভরতা আসে? 

(ক) দেশকে

(খ) আত্মাকে

(গ) মানুষকে

(ঘ) সত্যকে

উত্তর: খ

১৫. ‘আমার পথ' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? 

(ক) যুগ-বাণী

(খ) দুর্দিনের যাত্রী

(গ) রুদ্র-মঙ্গল

(ঘ) রাজবন্দির জবানবন্দি

উত্তর: গ

১৬. ‘আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে—

(ক) অজ্ঞতার

(খ) স্বাবলম্বনহীনতার

(গ) মূর্খতার

(ঘ) আত্মিক দীনতার

উত্তর: খ

১৭. ‘আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে—

(ক) অজ্ঞতা

(খ) মূর্খতার

(গ) আর্থিক দীনতা

(ঘ) স্বাবলম্বনহীনতার

উত্তর: ঘ

১৮. 'আমার পথ' প্রবন্ধে নজরুলের 'আমি' ভাবনা বিন্দুতে কীসের উচ্ছ্বাস জাগায়? 

(ক) আনন্দের উচ্ছ্বাস

(খ) সিন্ধুর উচ্ছ্বাস

(গ) বেদনার উচ্ছ্বাস

(ঘ) হতাশার উচ্ছ্বাস

উত্তর: খ

১৯. পরাবলম্বনের ফলে মানুষের প্রকৃতি কেমন হয়? 

(ক) সক্রিয়

(খ) নিষ্ক্রিয়

(গ) উদ্যমী

(ঘ) সাহসী

উত্তর: খ

২০. 'আমার পথ' প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হলো— 

(ক) গোঁ বজায় রাখা

(খ) নিজের ভুল স্বীকার করে নেয়া 

(গ) পরমত অসহিষ্ণুতা

(ঘ) পরধর্মের প্রতি উদাসীনতা

উত্তর: খ

২১. ‘আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

(ক) অভিশাপ-রথের সারথি

(খ) পথপ্রদর্শক কান্ডারি 

(গ) সত্য পথের দিশারি

(ঘ) আগুনের সম্মার্জনা 

উত্তর: ক

২২. 'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

(ক) জড়তামুক্তি

(খ) সত্যের পথ

(গ) তারুণ্য

(ঘ) ভয়হীনতা

উত্তর: খ

২৩. ‘আমার পথ' প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কী? 

(ক) গোলামির ভাব ছাড়তে হবে

(খ) ধর্ম বৈষম্য দূর করতে হবে

(গ) আত্মনির্ভরশীল হতে হবে

(ঘ) শির উঁচু করে দাঁড়াতে হবে

উত্তর: গ

২৪. 'আমার পথ' প্রবন্ধে কী ফুটে উঠেছে? 

(ক) দেশপ্রেম

(খ) সত্যের স্বরূপ

(গ) মিথ্যার প্রবঞ্চনা

(ঘ) ত্যাগের মহিমা

উত্তর: খ

২৫. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে — 

(ক) অজ্ঞতার 

(খ) স্বাবলম্বনহীনতার 

(গ) মূর্খতার

(ঘ) আর্থিক দীনতার

উত্তর: খ

২৬. কাজী নজরুল ইসলামের মতে পরাবলম্বন আমাদের করেছেন-

i. হীনবল

ii. নিষ্ক্রিয়

iii. গোলাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ 

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মামুন, মার্টিন এবং শম্ভু তিন সহপাঠী। ঈদ উপলক্ষে মার্টিন মামুনের বাড়িতে অসংকোচে যেতে পারলেও শম্ভু যেতে পারে না। তার রয়েছে পারিবারিক বাধা । 

২৭. ‘আমার পথ' প্রবন্ধ ও উদ্দীপকে উল্লিখিত কোন অভিন্ন কারণে শম্ভু মামুনের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকে?

(ক) ধর্মীয় গোঁড়ামি

(খ) অন্ধবিশ্বাস

(গ) কৌলীন্য

(ঘ) লোকলজ্জা

উত্তর: ক

২৮. উদ্দীপকের শম্ভুর সাথে ‘আমার পথ' প্রবন্ধের লেখকের স্বাতন্ত্র্য কীসে?

(ক) মানবিকতায়

(খ) উদারতায় 

(গ) সংস্কৃতিতে

(ঘ) জীবন দর্শনে

উত্তর: ঘ

এইচএসসি ICT৩য় অধ্যায় সংখ্যাপদ্ধতি ডিজিটাল ডিভাইস (১ম অংশ)-QUIZ-3

অর্ডিনেট আইটির আইসিটি(HSC) সকল কোর্সের ফ্রি ভিডিও ক্লাস




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url