২য় অধ্যায় :কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং


Communication Systems and Networking

HSC ICT 100% Common Suggestion-2024

HSC ICT 100% কমন সাজেশন-2024

১. কমিউনিকেশন কী?

উ: বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান- প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা  যোগাযোগ বলা হয়।

২. মডুলেশন কী?

উ: ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন বলে।

৩. প্রোটোকল কী?

উ: প্রোটোকল হচ্ছে নিয়মকানুন যা কমিউনিকেটিং ডিভাইসগুলো মেনে চলে।

৪. চ্যানেল কী?

উ: যার মধ্য দিয়ে ডেটা উৎস হতে গন্তব্যে স্থানান্তরিত হয়, তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলা হয়।

৫. ব্যান্ডউইথ কী?

উ: একক সেকেন্ডে এক স্থান থেকে অন্যস্থানে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলা হয়।

৬. ন্যারোব্যান্ড কী?

উ: যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 45 bps থেকে সর্বোচ্চ 300 bps পর্যন্ত হয়ে থাকে তাকে  ন্যারোব্যান্ড বলে ।

৭. ভয়েস ব্যান্ড কী?

উ: যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 1200 bps থেকে সর্বোচ্চ 9600 bps পর্যন্ত হয়ে থাকে, তাকে ভয়েস ব্যান্ড বলে। 

৮. ব্রডব্যান্ড কী?

উ: উচ্চ গতিসম্পন্ন যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 1 Mbps থেকে সর্বোচ্চ কয়েক Gbps পর্যন্ত হয়ে থাকে, তাকে ব্রডব্যান্ড বলে।

৯. ডেটা ট্রান্সমিশন মেথড কী?

উঃ যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তর বা ট্রান্সমিট হয়, তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। 

১০. প্যারালাল ট্রান্সমিশন কী?

উ: যে ডেটা ট্রান্সমিশনে অসংখ্য মাধ্যম দিয়ে একসাথে অনেক বিট সমান্তরালভাবে স্থানান্তরিত হয়, তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে।

১১. সিমপ্লেক্স মোড কী?

উ: ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলা হয় ।

১২. হাফ ডুপ্লেক্স মোড কী?

উ: যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয়দিক থেকে ডেটা প্রেরণ করা যায়, তবে একই সময়ে তা সম্ভব নয়, তাকে হাফ-ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড বলে।

১৩. ফুল-ডুপ্লেক্স মোড কী?

উ: যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, তাকে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলে।

১৪. ইউনিকাস্ট মোড কী?

উ: যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে, তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলা হয়। এটি 1 to 1 ধাঁ Point to Point মোড হিসেবেও পরিচিত।

১৫. মাল্টিকাস্ট মোড কী?

উ: যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সদস্যরা গ্রহণ করতে পারে, তাকে মাল্টিকাস্ট বলা হয়।

১৬. EMI কী?

উ: ইলেকট্রনিক ডিভাইসসমূহ ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সির চৌম্বকীয় প্রভাবের কারণে যে অনাকাঙ্ক্ষিত নয়েজ তৈরি করে এবং তাতে ডেটা ট্রান্সমিশনে যে বাধা সৃষ্টি হয়, তাকে ইলেকট্রো- ম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স বা ইএমআই বলে ।

১৭. টুইস্টেড পেয়ার ক্যাবল কী?

উ: ডেটা ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী কপার বা অ্যালুমিনিয়ামের তারকে সুষমভাবে পেঁচিয়ে তৈরি করা ক্যাবলকে টুইস্টেড পেয়ার ক্যাবল বলা হয়।

১৮. UTP কী?

উ: ইউটিপি ক্যাবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টি, যা আবার প্লাস্টিক আবরণে মোড়ানো থাকে।

১৯. wwww পরিচিতি বা পূর্ণরূপ লেখ।

উ: wwww পরিচিতি বা পূর্ণরূপ হলো- World Wide Wireless Web. 

২০. অপটিক ফাইবার ক্যাবল কী?

উ: সিলিকা, কাচ অথবা প্লাস্টিক-এর এক ধরনের পাতলা স্বচ্ছ তন্তু (সুতা) দিয়ে তৈরি শক্তিশালী মাধ্যম, যার মধ্যে দিয়ে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা যায়, তাকে ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার বলা হয়।

২১. রেডিও ওয়েব কী?

উ: 3 কিলোহার্জ (KHz) থেকে 300 গিগাহার্জের (GHz) মধ্যে সীমিত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ (ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম)-কে রেডিও ওয়েভ বলা হয় ।

২২. নেটওয়ার্ক ব্যাকবোন কী?

উ: ব্যাকবোনের জন্য কমিউনিকেশন চ্যানেল হিসেবে ক্যাবল ব্যবহার করা হলে এ ক্যাবলকে সাধারণভাবে ব্যাকবোন হিসেবে অভিহিত করা হয় ।

২৩. ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কী?

উ: ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের রেঞ্জ বা ব্যাপ্তি, যেটি জুড়ে শূন্য বা বায়ু মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তরঙ্গ শক্তিটি অবস্থান করে। 

২৪. মাইক্রোওয়েভ কী?

উ: ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 মেগাহার্জ (MHz) থেকে 300 গিগাহার্জ (GHz) পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে মাইক্রোওয়েভ বলে। অনেকের মতে, 1 GHz হতে 100 Ghz-এর ভেতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে মাইক্রোওয়েভ বলা হয়।

২৫. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কী?

উ: কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে  ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলা হয়।

২৬. ব্লুটুথ কী?

ড. ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের (১০ মিটার বা ৩৩ ফিটের কাছাকাছি) ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।

২৭. ওয়াই-ফাই কী?

উ: কম্পিউটার/ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে ইন্টারনেটে সংযুক্ত করার একটি প্রযুক্তি হলো Wi-Fi | 

২৮. 5G কী? 

উ: 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি ও স্ট্যান্ডার্ড সমূহকে সংক্ষেপে 5G বলে। এটি মোবাইল ফোনের মধ্যে অত্যাধুনিক ও সর্বশেষ সংস্করণ।

২৯. হটস্পট কী?

উ: ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কভুক্ত এলাকাকে Hotspot বলা হয়। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক ।

৩০. নোড কী?

উ: নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগস্থলকে নোড (Node) বলা হয়।

৩১. কয়েকটি ব্যান্ডউইথ সার্ভিসের নাম লেখ।

উ: ফোন কল, ওয়েব ব্রাউজিং, ভিডিও কনফারেন্সিং, ইমেইল, ইন্টারনেট গেম কনসোল, স্ট্রিমিং ভিডিও ইত্যাদি ।

৩২. মোবাইল কমিউনিকেশন কী?

উ: একাধিক চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা/তথ্য আদান-প্রদান এর জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে মোবাইল কমিউনিকেশন বলা হয় । 

৩৩. ওয়াইম্যাক্স (WiMAX) কী?

উ: ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি হলো বর্তমান সময়ের সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রটোকল সার্ভিস, যা তারবিহীন ব্যবস্থায় ১০ থেকে ৬০ কি.মি. পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে ।

৩৪. রিপিটার (Repeater) কী ?

উ: রিপিটার এক ধরনের কানেকটিভিটি ডিভাইস, যা দুর্বল সিগন্যালকে অ্যামপ্লিফাই বা শক্তিশালী করে গন্তব্যে প্রেরণ  করে। 

৩৫.ব্রিজ (Bridge) কী ?

উ: এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে ।

৩৬. সিঙ্গেল মোড ফাইবার কাকে বলে?

উ: কোরের ব্যাস যখন 8 -12 মাইক্রন হয়, তখন সেটিকে সিঙ্গেল মোড ফাইবার বলে ।

৩৭. রোমিং কী ?

উ: যে মোবাইলটি ব্যবহার করা হচ্ছে, সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে  রোমিং বলা হয়। 

৩৮. 3G কী ?

উ: তৃতীয় প্রজন্মের মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি ও স্ট্যান্ডার্ড সমূহকে সংক্ষেপে 3G বলে ।

৯. 4G কী ?

উ: চতুর্থ প্রজন্মের মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি ও স্ট্যান্ডার্ড সমূহকে সংক্ষেপে 4G বলে ।

৪০. কমপিউটার নেটওয়ার্ক কী ?

উ: যখন দুই বা ততোধিক কম্পিউটার তার বা তারবিহীন মাধ্যমের সাহায্যে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার  ইত্যাদি শেয়ার করে, তখন উক্ত ব্যবস্থাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক । 

৪১. PAN কী?

উ: পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) হলো এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক, যেটি ১০ মিটারের মধ্যে থাকা  পার্সোনাল ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।

৪২. LAN কী?

উ: একটি নির্দিষ্ট ক্যাম্পাস বা ভবনের একই তলায় অবস্থিত অথবা একই ভবনের কাছাকাছি ফ্লোরের কম্পিউটারগুলোর মধ্যে স্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থাকে ল্যান বলে ।

৪৩. MAN কী?

উ: কোনো বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিস্তৃত কম্পিউটার সমূহের মধ্যে স্থাপিত নেটওয়ার্ককে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়।

৪৪. WAN কী?

উ: অনেক বড় ভৌগোলিক বিস্তৃতিতে অবস্থিত LAN, MAN, কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসসমূহের সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে WAN বলা হয় ।

৪৫.NIC কী?

উ: নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড/ল্যানকার্ড/নেটওয়ার্ক এডাপ্টার হলো একটি প্লাগ-ইন কার্ড, যা কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করে।

৪৬. লেজার তরঙ্গ দৈর্ঘ্য কোন কাজে ব্যবহার করা যায়? 

উ: লেজারের তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট বলে এটি দূরপাল্লার কমিউনিকেশনে ব্যবহার করা যায়।

৪৭.হাব কী?

উ:হাব হলো একটি নেটওয়ার্ক ডিভাইস, যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। হাব প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সকল পোর্টে পাঠায়ে থাকে ।

৪৮. সুইচ কী?

উ: সুইচ হলো বহু পোর্টবিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস, যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। সুইচ প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে থাকে।

৪৯. ওয়েব ব্রাউজিং এর ব্যান্ডউইথ কত?

উ: ওয়েব ব্রাউজিং-এর ব্যান্ডউইথ 0.5 - 1.0 Mbps.

৫০.রাউটার কী?

উ: রাউটার হলো একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস, যা একই প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে। রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দেয়।

৫১. নেটওয়ার্ক টপোলজি কী?

উ: একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্টসমূহ (ক্যাবল, পিসি, রাউটার ইত্যাদি) যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে বলা হয় টপোলজি ।

৫২. বাস টপোলজি কী?

উ: যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে, তাকে বাস টপোলজি  বলা হয়।

৫৩. রিং টপোলজি কী?

উ: প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে রিং-এর মতো চক্রাকারে সংযুক্ত থাকলে, এরূপ টপোলজিকে  রিং টপোলজি বলা হয়।

৫৪. স্টার টপোলজি কী?

উ: যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট বা হাব বা সুইচের সাথে অন্যান্য কম্পিউটার বা পেরিফেরালসমূহকে সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে স্টার টপোলজি বলা হয়।

৫৫.ট্রি টপোলজি কী?

উ:যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা- প্রশাখার মতো বিন্যস্ত থাকে, তাকে ট্রি টপোলজি বলা হয়।

৫৬.ক্লাউড কম্পিউটিং কী?

উ:ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং প্রযুক্তি, যা ইন্টারনেট ও কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশনসমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম।

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১.9600 bps স্পিডটি ব্যাখ্যা কর।

২. কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ বুঝিয়ে লেখ।

3. ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক-ব্যাখ্যা কর । 

অথবা, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা বেশি- ব্যাখ্যা কর ।

৪. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগার কারণ বুঝিয়ে লেখ ।

৫. ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর ।

৬.‘ডেটা আদান ও প্রদান একই সময়ে সম্ভব'- ব্যাখ্যা কর। 

অথবা, “মোবাইল ফোনে একই সাথে কথা বলা ও শোনা যায়”- ব্যাখ্যা কর।

অথবা, মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর । 

৭. ওয়াকি-টকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর । 

৮. কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয়দিকে ডেটা আদান-প্রদান করা যায়? ব্যাখ্যা কর ।

৯. শ্রেণিকক্ষে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা কর।

১০. টিভি সিগন্যাল গ্রহণ করতে পারে, কিন্তু প্রেরণ করতে পারে না ব্যাখ্যা কর ।

১১. নন মেটালিক ক্যাবল মাধ্যমটি ব্যাখ্যা কর ।

১২. চৌম্বক প্রভাবমুক্ত ক্যাবলটি বুঝিয়ে লেখ ।

১৩. ডেটা চলাচলের দ্রুততম মাধ্যমটির বর্ণনা দাও।

১৪. অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ বুঝিয়ে লেখ ।

১৫. ফাইবার অপটিক্স ক্যাবল ইএমআই (EMI) মুক্ত কেন?

১৬. “অপটিক্যাল ফাইবার ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়”- ব্যাখ্যা কর ।

১৭. আলোর গতির ন্যায় ডেটা প্রেরণের জন্য ব্যবহৃত ক্যাবলটি ব্যাখ্যা কর । 

অথবা, “ডেটা ট্রান্সমিশনে আলোক রশ্মি পরিবাহী তার উত্তম।”- ব্যাখ্যা কর।

১৮. যে ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় তা ব্যাখ্যা কর। 

১৯. “অপটিক্যাল ফাইবার দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করে”- বুঝিয়ে লেখ ৷

২০. ডেটা চলাচলের ক্ষেত্রে কোন ধরনের ক্যাবল অধিক কার্যকর? 

২১. মাধ্যম হিসেবে ফাইবার অপটিক ক্যাবল তড়িৎ চৌম্বক প্রভাবমুক্ত-

২২. ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে অধিক ব্যবহৃত হচ্ছে-ব্যাখ্যা কর।

২৩. তারযুক্ত মাধ্যমের মধ্যে অপটিক্যাল ফাইবার ক্যাবল বেশি উপযোগী— ব্যাখ্যা কর ।

২৪. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন ব্যাখ্যা কর । 

২৫. অপটিক্যাল ফাইবার তৈরিতে মাল্টি কম্পোনেন্ট কাচ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর ।

২৬. কীভাবে বিশ্বকে নেটওয়ার্কের আওতায় আনা যায়?

২৭. ওয়্যারলেস কমিউনিকেশন ব্যাখ্যা কর।

২৮. “স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব”- ব্যাখ্যা কর। 

২৯. স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভ ব্যাখ্যা কর ।

৩০. Wi-Fi – এ পাসওয়ার্ড এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর ।

৩১. Wi-Fi জোনে ডেটা নিরাপত্তা ব্যবস্থা কীভাবে করা যায়? ব্যাখ্যা কর ।

৩২. “4G এর গতি 3G এর প্রায় ৫০ গুণ বেশি।”- ব্যাখ্যা কর ।

৩৩. ৩য় প্রজন্মের মোবাইলের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করা যায়— বুঝিয়ে লেখ ৷

৩৪. 2G ও 3G এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? ব্যাখ্যা কর। 

৩৫. GSM কে কেন পরিপূর্ণ ও প্রতিষ্ঠিত নেটওয়ার্ক বলা হয়? ব্যাখ্যা কর । 

৩৬. ‘হাব-এর চেয়ে সুইচ উত্তম'- ব্যাখ্যা কর ।

অথবা, হাব-এর পরিবর্তে সুইচ ব্যবহার করলে কী সুবিধা পাওয়া যায়? ব্যাখ্যা কর ।

৩৭. ডেটা ট্রান্সমিশনে দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার উপায় ব্যাখ্যা কর । 

৩৮. শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না- ব্যাখ্যা কর। 

অথবা, ডেটা কমিউনিকেশনে মডেমের ভূমিকা

৩৯. যে টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা কর ।

অথবা, কোন টপোলজিতে নোডসমূহ পরস্পর তুলনামূলকভাবে দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করতে পারে? ব্যাখ্যা কর।

৪০. কোন টপোলজিতে ডেটা এক কম্পিউটার থেকে পর্যায়ক্রমে পরবর্তী কম্পিউটারে প্রবাহিত হয়? ব্যাখ্যা কর ।

৪১. মেশ টপোলজি কোন ক্ষেত্রে বেশি উপযোগী? ব্যাখ্যা কর ।

৪২. ক্লাউড কম্পিউটিং-এ নিরাপত্তা তুলনামূলকভাবে কম-ব্যাখ্যা কর। 

৪৩. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কীভাবে তা ব্যাখ্যা কর। 

৪৪. ক্লাউড কম্পিউটিং সেবা গণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

ডেটা কমিউনিকেশন সিস্টেম

১. বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে কী বলে?

ক. ব্যান্ডউইথ

খ. ডেটা ট্রান্সমিশন

গ. কমিউনিকেশন

ঘ. ডেটা ট্রান্সমিশন মোড

উ: গ

২. কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আদান-প্রদান করা হয়—

ক. তথ্য

খ. বিট

গ. রেকর্ড

ঘ. ফাইল

উ: ক

৩. ডেটা কমিউনিকেশন কী?

ক. দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়

খ. মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ

গ. শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ

ঘ. শুধুমাত্র কম্পিউটার-নির্ভর যোগাযোগ

উ: ক

8. কমিউনিকেশনকে কার্যকর করার জন্য কোনটি ব্যবহার করা হয়? 

ক. কমিউনিকেশনের রূপান্তর 

খ. ডেটার ধারণা পরিবর্তন 

গ. ডেটা কমিউনিকেশন 

ঘ. কমিউনিকেশন হার

উ: গ

৫. ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি?

ক. ৫টি

খ. ৭টি

গ. ৪টি

ঘ. ৩টি

উ: ক

৬. কোনটি ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান?

ক. ডেটা

খ. জিপিএস

গ. রিসিভার

ঘ. পার্সোনাল ডিজিটাল

উ: গ

৭. ডেটা কমিউনিকেশনের মিডিয়াম বা মাধ্যম হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?

ক. রাউটার

খ. মডেম

গ. টেলিফোন

ঘ. মাইক্রোওয়েভ

উ: ঘ 

৮. কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার?

ক. ক্যামেরা

খ. মডেম

গ. টেলিফোন লাইন

ঘ. মাইক্রোওয়েভ

উ: খ

৯. নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের উৎস?

ক. টেলিফোন লাইন

খ. ক্যাবল

গ. রাউটার

ঘ. কম্পিউটার

উ: ঘ 

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

১০. ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে-

i. টুইস্টেড পেয়ার ক্যাবল

ii. রেডিও ওয়েভ

iii. মডেম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

১১. ডেটা কমিউনিকেশনে রিসিভার হিসেবে কাজ করে-

i. মডেম

ii. মোবাইল

iii. টেলিফোন এক্সচেঞ্জ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

১২. ডেটা কমিউনিকেশনে গন্তব্য হচ্ছে-

i. সার্ভার

ii. টেলিফোন

iii. মোবাইল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ 

ব্যান্ডউইথ

১৩. ইন্টারনেটের গতি বা স্পিড কিসের ওপর নির্ভর করে?

ক. রাউটার

খ. মডেম

গ. ব্যান্ডউইথ

ঘ. কম্পিউটার

উ: গ

১৪. ব্যান্ডউইথ কী?

ক. ডেটা প্রবাহের হার 

খ. ডেটা প্রবাহের মাধ্যম

গ. ডেটা প্রবাহের দিক

ঘ. ডেটা প্রবাহের পদ্ধতি

উ: ক

১৫. bps এর পূর্ণরূপ কী?

ক. bit per second

খ. byte per second

গ. binary per second

ঘ. bit per system

উ: ক

১৬. ডেটা স্থানান্তরের একক কোনটি?
অথবা, ডেটা স্থানান্তরের হারকে বলে—

ক. ব্যান্ড মিটার

খ. ব্যান্ডউইথ

গ. ডেটা ট্রান্সমিশন

ঘ. ডেটা কানেকশন

উ: খ

১৭. এক বাইট সমান কত বিট?

ক. ১৬ বিট

খ. ৪ বিট

গ. ১ বিট

ঘ. ৮ বিট

উ: ঘ 

১৮. Mbps এর পূর্ণনাম কী?

ক. Megabit per second

খ. Megabit per section

গ. Megabit per security 

ঘ. Megabits per second

উ: ঘ 

১৯. ইমেইলের ব্যান্ডউইথ কত?

ক. 0.3 mbps

খ. 0.7 mbps

গ. 0.5 mbps

ঘ. 1 mbps

উ: গ

২০. HD ভিডিও কনফারেন্সিং-এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ-

ক. 0.5 Mbps

খ. 4 Mbps

গ. 1 Mbps

ঘ. 1.5 Mbps

উ: খ

২১. স্ট্রিমিং মুভির জন্য প্রয়োজনীয়--

ক. 1.5 Mbps

খ. 4 Mbps

গ. 3 Mbps

ঘ. 2 Mbps

উ: ক

২২. স্ট্রিমিং ভিডিওর ব্যান্ডউইথ কত?

ক. 0.7 Mbps

খ. 0.2 Mbps

গ. 1 Mbps

ঘ. 2.9 Mbps

উ: ক

২৩. ওয়েব ব্রাউজিং-এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ-

ক. 1.0 Mbps

খ. 1.5 Mbps 

গ. 3 Mbps

ঘ. 4 Mbps

উ: ক

২৪. একটি চ্যানেল দিয়ে 3 সেকেণ্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত?

ক. 600 bps 

খ. 1800 bps

গ. 2700 bps

ঘ. 5400 bps

উ: গ

২৫. ন্যারো ব্রাডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস?

ক. 35

খ. 45

গ. 200

ঘ. 300

উ: খ

২৬. ন্যারোব্যান্ড টেলিফোনের ক্ষেত্রে কত হার্টজ ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে?

ক. ৩০০-৩০০০

খ. ৩০০-৩৪০০

গ. ৩০০-৩৫০০

ঘ. ৩০০-৪৪০০

উ: খ

২৭. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন?

ক. ব্রড ব্যান্ড

খ. ভয়েজ ব্যান্ড

গ. ন্যারো ব্যান্ড

ঘ. লার্জ ব্যান্ড

উ: ক

২৮.ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়?

ক. Spb

খ. Kbps

গ. bps

ঘ. Mbps

উ:গ 

২৯. কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়– 

ক. ন্যারো ব্যান্ড 

খ. ভয়েস ব্যান্ড 

গ. হাফ-ডুপ্লেক্স

ঘ. ফুল ডুপ্লেক্স

উ: খ

৩০. ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

ক. 300 bps

খ. 6900 bps 

গ. 9600 bps

ঘ. 1 mbps

উ: ক

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

৩১. 0.5 Mbps ব্যান্ডউইথ পাওয়া যায়, এমন সার্ভিসগুলো হলো–

i. স্ট্রিমিং মিউজিক

ii. স্ট্রিমিং মুভি

iii. ভিওআইপি ফোন কল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

৩২. কোনো কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ভর করে –

i. ঐ নেটওয়ার্কে ব্যবহৃত মিডিয়ামের ওপর

ii. ঐ নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর

iii. ঐ নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা ও তাদের ব্যবহারের পরিমাণের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

৩৩. 4 Mbps ব্যান্ডউইথ পাওয়া যায় এমন সার্ভিসগুলো হলো–

i. ইন্টারনেট গেম কনসোল

ii. অনলাইন HD মাল্টিপ্লেয়ার গেমিং

iii. HD ভিডিও কনফারেন্সিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: গ

৩৪. ন্যারোব্যান্ড বলা হয়–

i. 256 bps

ii. 48 bps

iii. 52 Kbps

নিচের কোনটি সঠিক?

উ: ক

৩৫. ভয়েসব্যান্ড ব্যবহৃত হয়–
i. কার্ড রিডারে
ii. অ্যাম্বুলেন্সে
iii. কীবোর্ডে
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

ডেটা ট্রান্সমিশন মেথড

৩৬. বিটের বিন্যাসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন  মেথডকে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. ৫

খ. ২

গ. ৩

ঘ. ৬

উ: খ

৩৭. দ্রুত গতির ট্রান্সমিশন কোনটি?

ক. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন

খ. প্যারালাল ডেটা ট্রান্সমিশন

গ. বিট ডেটা ট্রান্সমিশন

ঘ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন

উ: খ

৩৮. কোন ডেটা ট্রান্সমিশনেকে এক বিটের পর অপর একটি বিট স্থানান্তরিত করে ব্যবহার করা হয়?

ক. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন 

খ. প্যারালাল ডেটা ট্রান্সমিশন 

গ. বিট ডেটা ট্রান্সমিশন

ঘ. ভার্চুয়াল ডেটা ট্রান্সমিশন

উ: ক

৩৯. USB বলতে বোঝায় –

ক. Universal Service Bus 

খ. Universal Security Bus

গ. Universal Serial Bus

ঘ. Universal Section Bus

উ: গ

৪০. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়?

ক. ২

খ. ৩ 

গ. ৫

ঘ. 8

উ: খ

৪১. বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে ভাগ করা হয়েছে?

ক. অ্যাসিনক্রোনাস

খ. সিরিয়াল ট্রান্সমিশন

গ. প্যারালাল ট্রান্সমিশন

ঘ. সিনক্রোনাস ট্রান্সমিশন 

উ: খ

৪২. ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়—

ক. অ্যাসিনক্রোনাস

খ. আইসোক্রোনাস

গ. ব্রডকাস্ট

ঘ. ইউনিকাস্ট

উ: খ

৪৩. নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রযোজ্য? 

ক. ইন্সটলের খরচ অত্যন্ত বেশি

খ. প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট গ্রহণ করতে হয়

গ. প্রেরকের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়

ঘ. ডেটা ট্রান্সমিশনের গতি বেশি

উ: খ

৪৪. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বুঝায়?

ক. স্টার্ট/স্টপ-ট্রান্সমিশন

খ. স্টপ ট্রান্সমিশন

গ. স্টার্ট ট্রান্সমিশন

ঘ. লিনিয়ার ট্রান্সমিশন

উ: ক

৪৫. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো-

ক. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না

খ. ডেটা ট্রান্সমিশনের গতি বেশি

গ. ব্লক আকারে ডেটা প্রেরিত হয়

ঘ. স্যাটেলাইটে ব্যবহার অধিক উপযোগী

উ: ক

৪৬. কোনটি মোবাইল ফোন নেটওয়ার্কের জন্য অপরিহার্য?

ক. সিনক্রোনাস ট্রান্সমিশন

খ. সিরিয়াল ট্রান্সমিশন

গ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন 

ঘ. আইসোক্রোনাস ট্রান্সমিশন

উ: ক

৪৭. 5 কিলোবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত?

ক. 72.73%

খ. 77.23%

গ. 90.25% 

ঘ. 95.24%

উ: ক

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

৪৮. প্যারালাল ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয় — 
i. ভিডিও স্ট্রিমিং-এ
ii. কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগে 
iii. ইউএসবি পোর্টে
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

৪৯. সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের সুবিধা হলো-
i. যন্ত্রপতি তুলনামুলক সহজ ও সাশ্রয়ী
ii. নয়েজের প্রভাব কম
iii. নির্ভরযোগ্য পদ্ধতি
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

৫০. ডেটা ট্রান্সমিশন মেথড হলো—
i. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন 
ii. সিনক্রোনাস ট্রান্সমিশন
iii. আইসোক্রোনাস ট্রান্সমিশন
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

৫১. বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-
i. বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি
ii. ডেটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট
iii. ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

৫২. কীবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত টান্সমিশনের বৈশিষ্ট্য হলো-
i. ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়
ii. যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে
iii. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: গ

৫৩. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কম্পিউটারে প্রাইমারি
স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয়- 
i. সিপিইউ মেমোরি
ii. ক্যাশ মেমোরি
iii. রম
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

ডেটা ট্রান্সমিশন মোড

৫৪. দুইটি ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা প্রবাহের দিক নির্দেশ করে কোনটি?

ক. ডেটা ট্রান্সমিশন মোড

খ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড

গ. বিট সিনক্রোনাইজেশন

ঘ. প্যারালাল ট্রান্সমিশন মেথড

উ: ক

৫৫. ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার?

ক. ২

খ. ৩

গ. 8

ঘ. ৫

উ: খ

৫৬. কোনটি একমুখী ডেটা প্রবাহ?

ক. সিনক্রোনাস

খ. হাফ ডুপ্লেক্স

গ. আইসোক্রোনাস

ঘ. সিমপ্লেক্স

উ: ঘ

৫৭. একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কী বলে?

ক. সিমপ্লেক্স

খ. হাফ-ডুপ্লেক্স 

গ. ফুল-ডুপ্লেক্স

ঘ. মাল্টিকাস্ট

উ: গ

৫৮. কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?

ক. সিমপ্লেক্স

খ. হাফ-ডুপ্লেক্স 

গ. ফুল-ডুপ্লেক্স

ঘ. মাল্টিকাস্ট

উ: ক

৫৯. নিচের চিত্রটি কোন মোডের?

ক. সিমপ্লেক্স

খ. হাফ ডুপ্লেক্স

গ. ফুল ডুপ্লেক্স

ঘ. মাল্টিকাস্ট

উ: ক

৬০. সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?

ক. মোবাইল

খ. ওয়াকি-টকি

গ. টেলিফোন

ঘ. রেডিও

উ: ঘ

নোট : সিমপ্লেক্স পদ্ধতির আরও উদাহরণ হলো PABX, কী- বোর্ড, মাউস, পেজার, টিভি ইত্যাদি।

৬১. নিচের কোনটি সিমপ্লেক্স, হাফডুপ্লেক্স ও ফুলডুপ্লেক্স মোডের নির্দেশক?

ক. মাল্টিকাস্ট মোড

খ. ব্রডকাস্ট মোড

গ. ইউনিকাস্ট মোড

ঘ. সেমিকাস্ট মোড

উ: গ

৬২. এস.এম.এস কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে?

ক. হাফ-ডুপ্লেক্স

খ. সিমপ্লেক্স

গ. ফুল ডুপ্লেক্স

ঘ. ইউনিকাস্ট

উ: ক

৬৩. হাফ-ডুপ্লেক্স এর উদাহরণ কোনটি?

ক. রেডিও

খ. মোবাইল

গ. টিভি

ঘ. ওয়াকি-টকি

উ: ঘ

নোট : হাফ-ডুপ্লেক্স পদ্ধতির আরও উদাহরণ হলো SMS, ইন্টারনেট ব্রাউজার, ফ্যাক্স ইত্যাদি।

৬৪. নিচের চিত্রটি কোন ডেটা ডেলিভারি মোডের?

ক. ব্রডকাস্ট

খ. ফুল ডুপ্লেক্স

গ. হাফ-ডুপ্লেক্স

ঘ. সিমপ্লেক্স

উ: ক

৬৫. কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

ক. Simplex

খ. Half duplex

গ. Broad cast

ঘ. Full duplex

উ: ঘ

৬৬. ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো- 

ক. টিভি সম্প্রচার

খ. ভিডিও কনফারেন্সিং

গ. টেলিফোনে কথোপকথন

ঘ. SMS প্রেরণ

উ: ক

৬৭. গ্রুপ SMS প্রদান হলো-

ক. ইউনিকাস্ট

খ. মাল্টিকাস্ট

গ. ব্রডকাস্ট

ঘ. টেলিকাস্ট

উ: খ

৬৮. নিচের কোনটি মাল্টিকাস্ট মোডের উদাহরণ নয়?

ক. ভিডিও কনফারেন্সিং

খ. চ্যাটিং

গ. গ্রুপ ভিডিও চ্যাটিং

ঘ. সিঙ্গেল এস.এম.এস

উ: ঘ

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

৬৯. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের সময়ে যে
ধরনের ট্রান্সমিশন হয়, তা হচ্ছে—
i. সিনক্রোনাস
ii. ন্যারোব্যান্ড
iii. ফুল-ডুপ্লেক্স
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

৭০. ফুল ডুপ্লেক্স মোডে চলে-
iii. ব্রডকাস্ট
i. মোবাইল ফোন
ii. ল্যান্ড ফোন
iii. রেডিও ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

৭১. টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে-
i. সিমপ্লেক্স
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড় এবং ৭২ ও ৭৩ নং প্রশ্নের উত্তর দাও: 

কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না ।

৭২. তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন?

ক. সিমপ্লেক্স

খ. হাফ-ডুপ্লেক্স

গ. ফুল-ডুপ্লেক্স

ঘ. মাল্টিপ্লেক্স

উ: খ

৭৩. একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন-

i. মোবাইল

ii. ওয়াকি-টকি 

iii. রেডিও

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক 

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৪ এবং ৭৫ নং প্রশ্নের উত্তর দাও: 

MTV-এর টকশোতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা যায়নি। 

৭৪. উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মোড তৈরি হয়েছে?

ক. হাফ ডুপ্লেক্স

খ. সিমপ্লেক্স

গ. মাল্টিকাস্ট

ঘ. ইউনিকাস্ট

উ: গ

৭৫. এ ধরনের আলোচনার আয়োজন করতে হলে যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা কী?

ক. ইন্ট্রানেট

খ. ইন্টারনেট

গ. ওয়াইফাই

ঘ. রেডিও ওয়েব

উ: খ

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৬ ও ৭৭নং প্রশ্নের উত্তর দাও: 

রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন। যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকে, তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয়।

৭৬. উদ্দীপকের আলোকে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে?

ক. সিমপ্লেক্স

খ. হাফ-ডুপ্লেক্স 

গ. ফুল-ডুপ্লেক্স

ঘ. ব্রডকাস্ট

উ: ক

৭৭. অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো-

i. ইউনিকাস্ট

ii. মাল্টিকাস্ট

iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৮নং প্রশ্নের উত্তর দাও : 

দোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌঁছায় না।

৭৮. রাকিব সাহেবের ব্যবহৃত ক্যামেরাটি নিচের কোনটিকে সমর্থন করে? 

ক. ব্রডকাস্ট 

খ. হাফ ডুপ্লেক্স 

গ. মাল্টিকাস্ট

ঘ. ফুল-ডুপ্লেক্স

উ: খ

ডেটা কমিউনিকেশন মিডিয়া : ক্যাবল মাধ্যম

৭৯. ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৭টি

উ: ক

৮০. Unguided Media কে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. ৩টি

খ. ৪টি

গ. ৫টি

ঘ. ৬টি

উ: ক

৮১. Micro Wave মাধ্যমকে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

উ: খ

৮২. তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ধাতব তার মাধ্যমে কী পাঠানো হয়? 

ক. মাইক্রোওয়েব 

খ. বৈদ্যুতিক সংকেত

গ. ইলেকট্রোম্যাগনেটিক রে 

ঘ. রেডিও ওয়েভ

উ: খ

৮৩. ট্যুইস্টেড পেয়ার ক্যাবল-এর সাধারণ রং কোনটি?

ক. কমলা 

খ. বাদামি 

গ. কালো

ঘ. সাদা

উ: ঘ

৮৪. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?

ক. 100 x Mbps

খ. 200 Mbps

গ. 2 Gbps

ঘ. 40 Gbps

উ: খ

৮৫. কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের তারকে ঘিরে জড়ানো থাকে? 

ক. প্লাস্টিকের আবরণ

খ. নাইলনের সূতার জাল 

গ. প্লাস্টিক ফোমের ইল্যুলেশন

ঘ. ফোমের ইনসুলেশন

উ: গ

৮৬. কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা সিগন্যালকে EMI থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়?

ক. মেটালিক ফরেন

খ. প্লাস্টিকের জ্যাকেট

গ. সলিড কপার ওয়্যার

ঘ. মেটালিক সিন্ড

উ: ঘ

৮৭. ক্যাটাগরির ভিত্তিতে টুইস্টেড পেয়ার ক্যাবলের ব্যান্ডউইথ কত হতে পারে?

ক. 10 mbps - 1 Gbps

খ. 20 mbps - 1 Gbps

গ. 20 mbps - 2 Gbps

ঘ. 30 mbps - 3 Gbps

উ: ক

৮৮. শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ক্যাবল ব্যবহার করা হয়?

ক. টুইস্টেড

খ. কো-এক্সিয়াল

গ. থিকনেট

ঘ. অপটিক ফাইবার

উ: ক

৮৯. তিন স্তরবিশিষ্ট তারের ক্যাবল কোনটি?

ক. টুইস্টেড ক্যাবল

গ. কো-এক্সিয়াল ক্যাবল

খ. ফাইবার অপটিক্যাল ক্যাবল 

ঘ. মাল্টিমোড ক্যাবল

উ: গ

৯০. ডিজিটাল ও অ্যানালগ ডেটা কোন ক্যাবলের মাধ্যমে প্রেরণ করা যায়?

ক. টুইস্টেড

খ. কো-এক্সিয়াল

গ. অপটিক ফাইবার

ঘ. রেডিও ওয়েভ

উ: খ

৯১. কো-এক্সিয়াল ক্যাবল কয়ভাগে বিভক্ত?

ক. দুই

খ. তিন

গ. চার

 ঘ. পাঁচ

উ: ক

৯২. কত মিটার দূরত্ব পর্যন্ত থিকনেট ১০ মেগাবাইট ডেটা সহজেই আদান-প্রদান করতে পারে?

ক. ৫০০

খ. ২৮৫

গ. ৩০০

ঘ. ২০০

উ: ক

৯৩. কী দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল তৈরি?

ক. কাচ তন্তু

খ. ইস্পাত

গ. কপার

ঘ. ফেরাস কোর

উ: ক

৯৪. নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ?

ক. শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল

খ. আন-শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল

গ. কো-এক্সিয়াল ক্যাবল

ঘ. ফাইবার অপটিক্যাল ক্যাবল

উ: ঘ

৯৫. কীভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে?

ক. সমুদ্র তলদেশ দিয়ে

খ. বায়ুর মধ্যে দিয়ে

গ. মাটির নিচ দিয়ে

ঘ. ভূ-উপগ্রহের মাধ্যমে

উ: ক

৯৬. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি?

ক. বাফার

খ. জ্যাকেট

গ. ক্ল্যাডিং

ঘ. কোর

উ: ঘ

৯৭. কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের সুবিধা?

ক. টুইস্টেড পেয়ার ক্যাবলের চেয়ে গতি কম

খ. ডেটা ট্রান্সফার রেট কম

গ. ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম

ঘ. সিগন্যাল ট্রান্সমিট অপেক্ষাকৃত কম

উ: গ

৯৮. দূরপাল্লার কমিউনিকেশনে বর্তমানে কত তরঙ্গ দৈর্ঘ্যের লেজার বহুল ব্যবহৃত হয়?

ক. 1300 nm

খ. 1400 nm

গ. 1500 nm

ঘ. 1600 nm

উ: গ

৯৯. কোন ক্যাবল ব্যাকবোন ক্যাবল হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়?

ক. ফাইবার অপটিক

খ. টুইস্টেড পেয়ার

গ. কো-এক্সিয়াল ক্যাবল

ঘ. কপার ক্যাবল

উ: ক

১০০. বর্তমানে জোগানকৃত ইউটিপি ক্যাবলের ডেটা ট্রান্সমিশন গতি সর্বোচ্চ কত এমবিপিএস?

ক. ১০০

খ. ৫০ 

গ. ৫০০

ঘ. ১০০০

উ: ঘ

১০১. যখন কপার ওয়্যারসমূহ টুইস্টেড করা হয়, তখন কী ফলাফল হয়?

ক. EMI কমে

খ. পরিবাহিতা কমে 

গ. রোধ কমে

ঘ. তার স্থায়ী হয়

উ: ক

১০২. নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহণের হারের সীমা নির্দেশক?

ক. 1 mbps - 100 mbps

খ. 100 mbps – 100 gbps

গ. 1 gbps – 100 gbps

ঘ. 100 mbps- 2 gbps

উ: খ

১০৩. তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

ক. টেলিফোন ক্যাবল

খ. কো-এক্সিয়াল ক্যাবল

গ. টুইস্টেড পেয়ার ক্যাবল

ঘ. ফাইবার অপটিক ক্যাবল 

উ: গ

১০৪. অপটিক্যাল ফাইবার বাঁকা করলে লস হতে পারে বলে ফাইবার ক্যাবলের ভেতর কি দেওয়া থাকে?

ক. সরু কাগজ

খ. সরু ধাতব রড়

গ. সরু কাঠের টুকরা

ঘ. ইলেকট্রন প্রবাহ

উ: খ

১০৫. অপটিক্যাল ফাইবারের ব্যাস কত হয়ে থাকে?

ক. 10 মাইক্রন

খ. 50 মাইক্রন

গ. 100 মাইক্রন

ঘ. 150 মাইক্রন

উ: ঘ

১০৬. সিঙ্গেল মোড ফাইবারে কোরের ব্যাস কত হয়ে থাকে?

ক. 8 থেকে 100 মাইক্রন

খ. 8 থেকে 12 মাইক্রন

গ. 50 থেকে 100 মাইক্রন

ঘ. 100 থেকে 150 মাইক্রন

উ: খ

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

১০৭. কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহৃত হয়.
i. বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে
ii. ক্যাবল টিভি নেটওয়ার্কিং- -এ
iii. বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে 
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: গ

১০৮. অপটিক্যাল ফাইবার ক্যাবলের সুবিধা হলো—
i. এর মাধ্যমে দ্রুতগতিতে ডেটা স্থানান্তর করা যায়
ii. এটির রক্ষণাবেক্ষণ সহজতর
iii. এটি বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

তারবিহীন মাধ্যম

১০৯. একই সাথে অনেকগুলো দেশে যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে?

ক. স্যাটেলাইট

খ. অপটিক্যাল ফাইবার

গ. টেরিস্ট্রিয়াল

ঘ. ইনফ্রারেড

উ: ক

১১০. দেশের অভ্যন্তরে যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?

ক. স্যাটেলাইট

খ. অপটিক্যাল ফাইবার 

গ. টেরিস্ট্রিয়াল

ঘ. ইনফ্রারেড

উ: গ

১১১. GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়?

ক. 12000 km

খ. 22000 km

গ. 27000 km

ঘ. 36000 km

উ: ঘ

১১২. মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক?

ক. ইনফ্রারেড

খ. জিপিএস 

গ. রেডিও ওয়েভ

ঘ. কৃত্রিম উপগ্রহ

উ: ঘ

১১৩. টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয়-

ক. Infrared

খ. Radio wave 

গ. Microwave

ঘ. Bluetooth

উ: ক

১১৪. কিসের জন্য তারবিহীন মাধ্যমে কোন তারের প্রয়োজন হয় না?

ক. ইলেকট্রন

খ. আলো 

গ. প্রোটন

ঘ. ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ

উ: ঘ

১১৫. তরঙ্গর কম্পন যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে?

ক. কম হবে

খ. নেই বললেই চলে

গ. অপেক্ষাকৃত বেশি

ঘ. বেশি হবে

উ: ক

১১৬. ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কমিউনিকেশনের কয়টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

ক. ১টি

খ. ২টি 

গ. ৩টি

ঘ. ৪টি

উ: খ

১১৭. রেডিও ওয়েভ পাঠানোর জন্য যে এন্টেনার প্রয়োজন হয়, তার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের কত ভাগ?

ক.

খ. ২

গ.

ঘ.

উ: গ

১১৮. মাইক্রোওয়েভের স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি কত?

ক. 10 Hz - 500 Hz

খ. 1 GHz - 100 GHz

গ. 2 GHz - 50 GHz

ঘ. 500 Hz - 100 Hz

উ: খ

১১৯. মাইক্রোওয়েভ সিস্টেম কতটি ট্রান্সসিভার নিয়ে গঠিত?

ক. ১টি

খ. ৪টি

ঘ. ২টি

গ. ৮টি

উ: ঘ

১২০. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানো হয় কোনটিতে?

ক. স্যাটেলাইট

খ. বড় টাওয়ার

গ. নদী পথে

ঘ. বিমান

উ: খ

১২১. কত কিলোমিটার পর পর টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশনে রিপিটার বসাতে হয়?

ক. ১০-২০

খ. ২০-৩০

গ. ১০-৫০

ঘ. ৪০-৫০

উ: ঘ

১২২. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সিগন্যাল আদান-প্রদান করা কোনটির?

ক. টেরিস্ট্রিয়াল

খ. রেডিও ওয়েভ

গ. স্যাটেলাইট

ঘ. ওয়াই-ফাই

উ: গ

১২৩. VSAT কোথায় স্থাপন করা হয়?

ক. আকাশে

খ. ভূমিতে

গ. পানিতে

ঘ. মহাকাশে

উ: খ

১২৪. VSAT-এর পূর্ণরূপ কী?

ক. Very Secure Apeture Terminal

খ. Very Small Apeture Transformer 

গ. Very Small Apeture Terminal 

ঘ. Very Smart Apeture Terminal

উ: গ 

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

১২৫. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানো হয়।
i. মাটিতে
ii. পাহাড়ে
iii. বড় টাওয়ারে
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: গ

১২৬. ৩০০ গিগাহার্জ হতে ৪০০ টেরাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে বলা হয়-
i. ইনফ্রারেড
ii. রেডিও ওয়েভ
iii. মাইক্রোওয়েভ
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড় এবং ১২৭ ও ১২৮ নং প্রশ্নের উত্তর দাও: 

মোহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর ওপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো যাদের মাঝখানে কোনো বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।

১২৭. উদ্দীপকের উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে? 

ক. রেডিও ওয়েভ

খ. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

গ. ইনফ্রারেড

ঘ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ

উ: ক

১২৮. একটি দালানের উপর তলায় যন্ত্রপাতিসহ একটি এন্টেনাআকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখিতার ব্যবহার-
i. টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে
ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে 
iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে 
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

ব্লুটুথ

১২৯. নিচের কোন প্রতিষ্ঠান ব্লুটুথ-এর উদ্ভাবক?

ক. স্যামসাং

খ. এরিকসন

গ. নোকিয়া

ঘ. সনি

উ: খ

১৩০. PAN এর পূর্ণরূপ কী?

ক. Personal Area Number

খ. Personal Area Network

গ. Personal Area Notification 

ঘ. Personal Area Nameplate

উ: খ

১৩১. ব্লুটুথ-এর ব্যাপ্তি কত?

ক. ৩ থেকে ১০ মিটার

খ. ২ থেকে ২০ মিটার

গ. ১ থেকে ৫০ মিটার

ঘ.৫ থেকে ১৫ মিটার

উ: ক

১৩২. ব্লুটুথ-এর ফ্রিকোয়েন্সি কত?

ক. 2.65 GHz

খ. 2.35 GHz

গ. 2.45 GHz

ঘ. 2.25 GHz

উ: গ

১৩৩.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

ক. হট স্পট

খ. মডেম 

গ. রাউটার

ঘ. সুইচ

উ: খ

১৩৪. কোনটি ব্লু-টুথ স্ট্যান্ডার্ড?

ক. ৮০২.১১

খ. ৮০২.১১৮

গ. ৮০২.১৫

ঘ. ৮০২.১৬

উ: গ

১৩৫. একটি পিকোনেটে মোট কতটি দাস (Slave) নোড থাকতে পারে?

ক. 248 টি

খ. 254 টি 

গ. 255 টি

ঘ. 256 টি

উ: গ

১৩৬. ব্লুটুথ-এর ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে——
i. নিরাপত্তা বজায় থাকে না
ii. ১০ থেকে ১০০০ মিটার পর্যন্ত রেঞ্জ বজায় থাকে
iii. দেয়াল বা অন্য কিছু প্রতিবন্ধক হবে না
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

ওয়াই-ফাই

১৩৭. Wi-Fi-এর ফ্রিকোয়েন্সি কত?

ক. 802.11 GHz

খ. 802.11a GHz

গ. 802.15 GHz

ঘ. 802.16 GHz

উ: ঘ

১৩৮. WI-FI এর কাভারেজ এরিয়া কত?

ক. ১০-২০ মিটার

খ. ২০-৩০ মিটার

গ. ৩০-২২০ মিটার

ঘ. ৫০-১০০ মিটার

উ: ঘ

১৩৯. কোন IEEE টি Wi-Fi স্ট্যান্ডার্ড?

ক. 802.11

খ. 802.11u

গ. 802.15 

ঘ. 802.16

উ: ক

১৪০. ওয়াই ফাই হলো-

ক. ওয়্যারলেস ল্যান

খ. ওয়্যারলেস ম্যান

গ. ওয়্যারলেস প্যান

ঘ. ওয়্যারলেস ওয়ান

উ: ক

১৪১. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট হলো-

ক. ব্যান্ডউইথ

খ. মডেম

গ. রাউটার

ঘ. কম্পিউটার

উ: গ

১৪২. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে?

ক. PAN

খ. LAN

গ. CAN

ঘ. WAN

উ: খ

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

১৪৩. IEEE 802.11 প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট বিষয় হলো—
i. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট
ii. ওয়াই-ফাই হটস্পট
iii. ফ্রি ওয়াই-ফাই জোন
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

১৪৪. Wi-Fi এর ক্ষেত্রে-
i. ওয়্যারলেস স্যান প্রযুক্তি ব্যবহৃত হয়
ii. ক্যাবল-এর প্রয়োজন নেই
iii. কভারেজ এরিয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ মিটার
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

ওয়াই-ম্যাক্স

১৪৫. DSL এর পূর্ণরূপ কী?

ক. Digital Source Line

খ. Digital Security Line

গ. Digital Section Line

ঘ. Digital Subscriber Line

উ: ঘ

১৪৬. Wimax এর ফ্রিকোয়েন্সি কত?

ক. 1 - 10 GHz

খ. 2 - 20 GHz

গ. 2 - 42 GHz

ঘ. 2 - 66 GHz

উ: ঘ

১৪৭. Wi-max এর প্রধান কয়টি অংশ?

ক. ২টি

খ. ৩টি 

গ. ৫টি

ঘ. ৭টি

উ: খ

১৪৮. Wi-Max এর স্ট্যান্ডার্ড কত?

ক. 802.11 GHz

খ. 802.11a GHz

গ. 802.15 GHz

ঘ. 802.16 GHz

উ: ঘ

১৪৯.কত দূরত্ব পর্যন্ত Wi-Max বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে?

ক. 1 km - 8 Km

খ. 7 km - 10 km

গ. 50 km - 80 km

ঘ. 80 m - 100 km

উ: গ

১৫০.সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক?

ক. অপটিক্যাল ফাইবার

খ. রেডিও ওয়েভ

গ. ওয়াই-ফাই

ঘ. ওয়াই-ম্যাক্স

উ: ঘ

১৫১.WiMax কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়?

ক. PAN

খ. LAN

গ. MAN

ঘ. WAN

উ: গ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা MCQ প্রশ্নসমূহ 

ব্যান্ডউইথ

১. কোন নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডেটা পরিবহণের সক্ষমতাকে বলে।

[রাবি ক ইউনিট (বিজ্ঞান) ২০২১]

ক. মেগাবাইট (Megabyte) 

খ. ইন্টারনেট (Internet)

গ. ব্যান্ডউইডথ (Bandwidth)

ঘ. লেটেন্সি (Letency)

উ: গ

ডেটা ট্রান্সমিশন মেথড

২. রিয়েল টাইম অডিও ও ভিডিও ডেটা আদান-প্রদানে কোনটি বেশি ব্যবহৃত হয়?

ক. আইসোক্রোনাস ট্রান্সমিশন 

খ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন

গ. সিনক্রোনাস ট্রান্সমিশন

ঘ. কোনোটিই নয়

উ: ক

৩. স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয় -

[ঢাবি খ ইউনিট ২০২১]

ক. অ্যাসিনক্রোনাস (asynchronous)

খ. সিমপ্লেক্স (simplex)

গ. সিনক্রোনাস (synchronous)

ঘ. আইসোক্রোনাস (isochronous)

উ: ক

ডেটা ট্রান্সমিশন মোড

৪. ভিডিও কনফারেন্সিং-এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো-

[গুবি খ ইউনিট ২০২১]

ক. মাল্টিকাস্ট

খ. ব্রডকাস্ট 

গ. সিমপ্লেক্স

ঘ. ইউনিকাস্ট

উ: ক

৫. কোন ডিভাইসটি 'ফুল ডুপ্লেক্স' মোডে কাজ করে? 

[গুবি খ ইউনিট ২০২১)]

ক. মোবাইল ফোন

খ. ওয়াকি-টকি

গ. রেডিও ব্রডকাস্টিং যন্ত্রাংশ  

ঘ. সবগুলো

উ: ক

ডেটা কমিউনিকেশন মিডিয়া : ক্যাবল মাধ্যম

৬. বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন করা হয়?

[রাবি(ফিন্যান্স) ০৭-০৮; চবি (খ) ০৬-০৭]

ক. চট্টগ্রাম

খ. সেন্টমার্টিন

গ. কক্সবাজার

ঘ. খুলনা

উ: গ

৭.'সাবমেরিন ক্যাবল' ব্যবহৃত হয়-

[শাহাজালাল বিশ্ব খ ইউনিট ০৩-০৪]

ক. নৌচলাচলের বিপদ সংকেত

খ. জাহাজ চলাচলের সুবিধা

গ. ইন্টারনেট সংযোগ

ঘ. কোনোটিই নয়

উ: গ

তারবিহীন (ওয়্যারলেস) মাধ্যম

৮. কোনটি ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত?

[গুবি খ ইউনিট ২১]

ক. Downlink

খ. Modulate

গ. Demodulate

ঘ. Uplink

উ: ঘ

৯. Direct to Home (DTH) প্রযুক্তি হলো- 

[রোকেয়া বিশ্ব.(বি) ১৬-১৭]

ক. সরাসরি তথ্যের আদান-প্রদান প্রযুক্তি

খ. বাড়িতে সৌর বিদ্যুৎ সরবরাহ প্রযুক্তি

গ. স্যাটেলাইট টিভি প্রযুক্তি

ঘ. হোম থিয়েটার প্রযুক্তি

উ: গ

১০. কোনটি ইটের দেয়াল ভেদ করতে পারে না?

[গুবি (গ) ইউনিট ২১]

ক. রেডিও ওয়েভ

খ. মাইক্রোওয়েভ

গ. ইনফ্রারেড

ঘ. কোনোটিই নয়

উ: গ

ব্যাখ্যা : যেহেতু ইনফ্রারেড-এর তরঙ্গদৈর্ঘ্য অত্যন্ত কম তথা আলোর চেয়ে একটু বেশি তাই আলোর মতো এটিও ইটের দেওয়াল ভেদ করতে পারে না।

ব্লু-টুথ

১১. কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ককে কি বলে?

[চবি (এ) ইউনিট ১৭-১৮]

ক. WAN

খ. PAN

গ. MAN

ঘ. LAN

উ: খ

১২. Bluetooth এর Bandwidth কত?

[জাককানইবি (বি) ইউনিট ১৭-১৮]

ক. 2 Mbps

খ. 10 Mbps

গ. 5 Mbps

ঘ. 1 Mbps

উ: ঘ

ওয়াই-ফাই

১৩. হটস্পট কী?

[গুবি (খ) ইউনিট ২১]

ক. নিরাপত্তা ব্যবস্থা

খ. এক ধরনের সফটওয়্যার

গ. তারবিহীন নেটওয়ার্ক

ঘ. কোনোটিই নয়

উ: গ

ওয়াইম্যাক্স

১৪. WIMAX প্রযুক্তিতে ব্যাপ্তি এলাকা (মিটারে) কত? 

[গুবি (ক) ইউনিট ২১]

ক. 10-50

খ. 100-500

গ. 1000-5000

ঘ. 1000-50000

উ: ঘ

১৫. কোন প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ?

[চবি A ইউনিট ১৭-১৮]

ক. ওয়াই-ফাই

খ. ওয়াই-ম্যাক্স 

গ. ব্লু-টুথ

ঘ. ইনফ্রারেড

উ: খ

১৬. কোনটি তারবিহীন MAN-এর সাথে সম্পর্কিত? 

[গুবি (গ) ইউনিট ২১]

ক. স্যাটেলাইট

খ. Wi-Max

গ. Wi-Fi

ঘ. ইনফ্রারেড

উ: খ

১৭. সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগের পদ্ধতি হলো—

[রাবি (খ) ইউনিট (বাণিজ্য) ২১]

ক. ওয়াই-ফাই

খ. ওয়াই-ম্যাক্স 

গ. ব্লু-টুথ

ঘ. স্যাটেলাইট

উ: ঘ

মোবাইল যোগাযোগ

১৮. ৫-জি ইন্টারনেট সার্ভিস চালু করতে যাচ্ছে কোন দেশ? 

[ৱাৰি ইউনিট (ডি) ১৬-১৭; ঢাবি (খ) ইউনিট ১৪-১৫] 

ক. যুক্তরাষ্ট্র

খ. জাপান

গ. চীন

ঘ. দক্ষিণ কোরিয়া

উ: ঘ

১৯. বাংলাদেশে থ্রি-জি প্রযুক্তি চালু হয়-

[ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) ইউনিট ১৩-১৪]

ক. ১৪ অক্টোবর, ২০১২

খ. ১৬ অক্টোবর, ২০১২

গ. ১০ সেপ্টেম্বর, ২০১৩

ঘ. ১৪ সেপ্টেম্বর, ২০১৩

উ: ক

২০. বিশ্বের কোন দেশে প্রথম 3G প্রযুক্তি চালু হয়? 

[ঢাবি (চ) ইউনিট ১৫-১৬; জগন্নাথ বিশ্ববিদ্যালয় 'বি' ইউনিট ১৩-১৪]

ক. জাপান 

খ. দক্ষিণ কোরিয়া 

গ. চীন

ঘ. যুক্তরাষ্ট্র

উ: ক

২১. 2G সিস্টেমে GPRS প্রতি সেকেন্ডে কত ডেটা রেট প্রদান করে?

[জাককানইবি (বি) ইউনিট ১৭-১৮]

ক. 56-114 Kbit

খ. 56-114 Mbit

গ. 56-114 Gbit

ঘ. 56-114 bit

উ: ক

২২. 'মোবাইল' শব্দের অর্থ :

[ৱাৰি ইউনিট (ই) বিজোড় ১২-১৩]

ক. গ্রহণ করা 

খ. প্রেরণ করা

গ. অনড়

ঘ. ভ্রাম্যমান

উ: ঘ

২৩.কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (long Term Evolution)স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে?

[গুবি (ক) ইউনিট ২১ ]

ক. ১ম 

খ. ২য় 

গ. ৩য়

ঘ. ৪র্থ

উ: ঘ

কম্পিউটার নেটওয়ার্ক

২৪. LAN বলতে কী বুঝায়?

[জাককানইবি (ডি) ইউনিট ১৭-১৮] 

ক. Local Area Network 

খ. Linked Area Network

গ. Long Area network

ঘ. Level Area Network

উ: ক 

বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস

২৫. নেটওয়ার্ক ডিভাইস সমূহের সাধারণ সংযোগ পয়েন্টের নাম কি?

[জাককানইবি (ডি) ১৭-১৮]

ক. LAN

খ. MAN 

গ. WAN

ঘ. HUB

উ: ঘ

২৬. কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?

[গুবি (ক) ইউনিট ২১]

ক. সুইচ

খ. হাব 

গ. রিপিটার

ঘ. রাউটার

উ: ক

২৭. কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়?

ক. Hub

খ. Switch 

গ. Router

ঘ. TCP

উ: ঘ

২৮. ভিন্ন ভিন্ন প্রটোকলের একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে কোন ডিভাইস ব্যবহৃত হয়?

[গুবি (গ) ইউনিট ২১ ]

ক. রিপিটার

খ. গেটওয়ে

গ. ব্রিজ

ঘ. হাব

উ: খ

২৯. মডেমের কাজ কি?

[রাবি (খ) ইউনিট (বাণিজ্য) ২১]

ক. তথ্য প্রেরণ

খ. তথ্য সংরক্ষণ

গ. তথ্য সংশোধন

ঘ. তথ্য মুদ্রণ

উ: ক

নেটওয়ার্ক টপোলজি

৩০. কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি ক্যাবল দরকার হয়?

[গুবি (খ) ইউনিট ২১]

ক. বাস টপোলজি

খ. রিং টপোলজি

গ. স্টার টপোলজি

ঘ. মেশ টপোলজি

উ: ঘ

৩১. একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত?

[গুবি (খ) ইউনিট ২১]

ক. LAN

খ. MAN 

গ. WAN

ঘ. PAN

উ: ক

৩২. RJ45 কানেক্টর ব্যবহার করে ৩০টি কম্পিউটার একটি সুইচের সাথে সংযোগস্থাপন করা হলো। নেটওয়ার্কটিতে কোন টপোলজির ব্যবহার হয়েছে?

[গুৰি (গ) ইউনিট ২১]

ক. স্টার

খ. রিং

গ. বাস

ঘ. মেশ 

উ: ক

ক্লাউড কম্পিউটিং

৩৩. ক্লাউড কমপিউটিং বলতে বুঝায়-

[জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ১৭-১৮]

ক. ইন্টারনেট নির্ভর কম্পিউটিং 

খ. ইন্টারনেট বিহীন কম্পিউটিং

গ. কম্পিউটিং-এর দুইটি অবস্থা

ঘ. বিদ্যুৎ সাশ্রয়ী কম্পিউটিং

উ: ক

৩৪. কোনটি ক্লাউড স্টোরেজ নয়?

[গুৰি (খ) ইউনিট ২১]

ক. ওয়ান ড্রাইভ

খ. গুগল ড্রাইভ

গ. হার্ড ড্রাইভ

ঘ. ড্রপবক্স

উ: গ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url