বাংলা ১ম পত্র অধ্যায় ২: বিলাসী সাজেশন
অধ্যায় ২: বিলাসী
বিলাসী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩
HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2023
পেজ সূচিপত্র :অধ্যায় ২:বিলাসী
সৃজনশীল রচনামূলক
ক. 'বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?
খ. “একলা যেতে ভয় করবে না তো?” – কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের সৌদামিনী মালোর সাথে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রেরকী মিল খুঁজে পাওয়া যায়? আলোচনা করো ।
ঘ. উদ্দীপকের ‘ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ' 'বিলাসী' গল্পে কীভাবে দেখানো হয়েছে? বিশ্লেষণ করো।
২. উচ্চশিক্ষার্থে বিদেশ গিয়ে রাফসান এক বিদেশিনিকে বিয়ে করে পরিবারের অমতে। ফলে পরিবার থেকে এক প্রকার তাকে ত্যাজ্যই করা হয়। অনেক বছর পরে পরিবার কিছুটা নমনীয় হলে রাফসান স্ত্রীকে নিয়ে দেশে ফেরে। ফিরেই করোনায় আক্রান্ত হয়ে মরণাপন্ন হয়ে পড়ে। তার স্ত্রী সেই সময় যেভাবে তাকে সেবা-শুশ্রূষা করে ভালো করে তোলে তাতে পরিবারের সবাই মুগ্ধ হয় এবং অবশেষে ভিনদেশি বধূকে আপন করে নেয়।
ক. মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে কীসের বালাই নেই?
খ. ‘গ্রামটা এবার রসাতলে গেল’— কে বলেছিল? কেন?
গ. উদ্দীপকের ভিনদেশি বধূ ও 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের সাদৃশ্য তুলে ধরো।
ঘ. “উদ্দীপকে ‘বিলাসী' গল্পের তৎকালীন সমাজ ব্যবস্থার প্রতিফলন ঘটেছে।”— মন্তব্যটির সার্থকতা বিচার করো ।
৩. কতিপয় মানুষ অর্থবিত্ত-প্রতিপত্তি আর ক্ষমতার দাপটে বিদ্যমান সমাজে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করে। অসহায় গরিব মানুষ লঘুপাপে গুরুদণ্ড পেয়ে থাকে। কিন্তু দাপুটে মানুষগুলো গুরুপাপ করেও লঘুদণ্ডের হাত থেকে রেহাই পেয়ে যায়। সামান্য একটি মোবাইল চুরির অভিযোগে দিনভর গাছে বেঁধে পিটিয়ে মারে। পুকুর চুরি করেও তারা পার পেয়ে যায় অনায়াসে । এলাকার মানুষ প্রভাবশালীদের সামান্য অনুকম্পা আর ভুরিভোজ পেয়ে কৃতজ্ঞতার গদগদ হয়ে পড়ে। ওদিকে ছোটো-খাটো ত্রুটি-বিচ্যুতিতে অসহায় মানুষের ওপর খড়গহস্ত হতে সামান্যতম দ্বিধা করে না বিদ্যমান সমাজ।
ক. ‘পারিবারিক’ প্রবন্ধ কে লিখেছেন?
খ. ‘আমি বুঝিলাম, বিষহরির দোহাই বুঝি আর খাটে না।'— কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বিষয়— ভাবনার সাথে ‘বিলাসী' গল্পের সাদৃশ্যপূর্ণ অংশের তুলনামূলক বিশ্লেষণ করো।
ঘ. “উদ্দীপকে বর্ণিত প্রভাবশালীদের আচরণ-প্রকৃতি 'বিলাসী' গল্পে বিস্তৃত পরিসরে ফুটে উঠেছে।”— তোমার উত্তরের সপক্ষে মতামত দাও।
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. 'বিলাসী' গল্পের গল্প কথকের নাম কী?
উত্তর: 'বিলাসী' গল্পের গল্প কথকের নাম ন্যাড়া।
প্রশ্ন-২. 'বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?
উত্তর: 'বিলাসী' গল্পে মোগল সম্রাট হুমায়ুনের নাম উল্লেখ আছে ।
প্রশ্ন-৩. মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে কীসের বালাই নেই?
উত্তর: মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে প্রাচীরের বালাই নেই।
প্রশ্ন-৪. 'পারিবারিক' প্রবন্ধ কে লিখেছেন?
উত্তর: 'পারিবারিক' প্রবন্ধ লিখেছেন ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় ।
প্রশ্ন-৫. সাপুড়েদের সবচেয়ে লাভজনক ব্যাবসা কী?
উত্তর:সাপুড়েদের সবচেয়ে লাভজনক ব্যাবসা শিকড় বিক্রি ।
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।'- ব্যাখ্যা করো।
প্রশ্ন-২. “গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম”-ব্যাখ্যা করো।
প্রশ্ন-৩. 'ওরে বাপরে, আমি একলা থাকতে পারব না'- ব্যাখ্যা করো।
প্রশ্ন-৪. 'গ্রামটা এবার রসাতলে গেল'- কে বলেছিল? কেন?
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(ক) হুগলি
(খ) বর্ধমান
(গ) বরিশাল
(ঘ) চব্বিশ পরগণা
উত্তর: ক
২.'বিলাসী' গল্পে ‘ওপরের আদালতের হুকুম'— বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
(ক) স্রষ্টার নির্দেশে
(খ) খুড়ার নির্দেশে
(গ) হাইকোর্টের নির্দেশে
(ঘ) জজকোর্টের নির্দেশে
উত্তর: ক
৩. মৃত্যুঞ্জয়ের জাত কী ছিল?
(ক) ব্রাহ্মণ
(খ) সদব্রাহ্মণ
(গ) সদগোপ ব্রাহ্মণ
(ঘ) কায়স্থ
উত্তর: ঘ
৪. মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করতেন?
(ক) খুড়া
(খ) ন্যাড়া
(গ) সাপুড়ে
(ঘ) ভূদেব বাবু
উত্তর: ক
৫. মৃত্যুঞ্জয়েরা গোয়ালার বাড়িতে গিয়েছিল—
(ক) দুধ আনার জন্য
(খ) দই আনার জন্য
(গ) ঘি আনার জন্য
(ঘ) সাপ ধরার জন্য
উত্তর: ঘ
৬.মাঝে মাঝে আমাদের গুরু-শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত।— কী বিষয়ে?
ক) সাপ ধরা
(খ) শিকড় বিক্রি
(গ) বিষ সংগ্রহ
(ঘ) বিষদাঁত ভাঙা
উত্তর: খ
৭.'বিলাসী' গল্পের ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত?
(ক) দুই ক্রোশ
(খ) চার ক্রোশ
(গ) পাঁচ ক্রোশ
(ঘ) ছয় ক্রোশ
উত্তর: ক
৮. 'বিলাসী' গল্পে বিলাসীর মৃত্যু হয় কীভাবে?
(ক) অসুখে
(খ) বিষপানে
(গ) সর্দ দংশনে
(ঘ) অনাহারে
উত্তর: খ
৯. ন্যাড়া কতদিন সন্ন্যাস জীবন যাপন করেছিল?
(ক) বছর কানেক
(খ) বছর দুয়েক
(গ) বছর তিনেক
(ঘ) বছর চারেক
উত্তর: ক
১০. 'অন্ন পাপ! বাপ রে! এর কি আর প্রায়শ্চিত্ত আছে।' — উক্তিটি কার?
(ক) খুড়ার
(খ) ন্যাড়ার
(গ) মুখুজ্যে মশাইয়ের
(ঘ) গ্রামের লোকদের
উত্তর: ঘ
১১. মেয়েটি ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল?
(ক) ন্যাড়ার বোন
(খ) হৈমন্তী
(গ) বিলাসী
(ঘ) সাপুড়ে বউ
উত্তর: গ
১২. 'ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যেয়ো।'- উক্তিটি কার?
(ক) ন্যাড়ার
(খ) বিলাসীর
(গ) মৃত্যুঞ্জয়ের
(ঘ) খুড়ার
উত্তর: খ
১৩. 'মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।' এখানে ‘মহত্ত্ব' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) ব্যঙ্গার্থে
(খ) প্রশংসার্থে
(গ) ক্ষোভার্থে
(ঘ) নিন্দার্থে
উত্তর: ক
১৪. 'বিলাসী' গল্পের নামকরণ হয়েছে কীসের ওপর ভিত্তি করে?
(ক) কেন্দ্রীয় চরিত্র
(খ) পার্শ্ব চরিত্র
(গ) সমাজব্যবস্থা
(ঘ) বিষয়বস্তু
উত্তর: ক
১৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা কোনটি?
(ক) মন্দির
(খ) বিলাসী
(গ) দেনাপাওনা
(ঘ) মহেশ
উত্তর: ক
১৬. 'ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো' বলতে কী বোঝানো হয়েছে?
(ক) বাসি ফুলের ঝরে পড়ার অবস্থা
(খ) বিলাসীর শারীরিক অবনতি
(গ) বিলাসীর কঠোর পরিশ্রম
(ঘ) বাসি ফুলের শুকিয়ে যাওয়া
উত্তর: খ
১৭. 'বিলাসী' গল্পে লেখক প্রমোশনের দিন মুখ ভার করে বাড়ি ফিরে এসে ভাবতেন—
i. বিদ্যা এক অমূল্য ধন
ii. মাস্টারকে ঠ্যাঙানো উচিত
iii. অমন বিশ্রী স্কুল ছেড়ে দেওয়াই উচিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ
১৮. 'বিলাসী' গল্পে গ্রামবাসীর লাঠিসোটা নিয়ে মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে উপস্থিত হওয়ার কারণ-
i. মৃত্যুঞ্জয়কে আক্রমণ করা
ii. বিলাসীকে গ্রামছাড়া করা
iii. হরিপুরের সমাজ রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অচলায়তন বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা দাদাঠাকুর। মন্দিরের শিষ্যরা প্রচলিত প্রথা, বিধান ও সংস্কারের দাস। রমা নামের একজন শিষ্য পাশের গ্রামে মালোপাড়ার ছেলেদের সঙ্গে মেলামেশা করে। সেই অপরাধে তাকে বিদ্যামন্দির থেকে বের করে দেওয়া হয়।
১৯. উদ্দীপকের রমা 'বিলাসী' গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) মৃত্যুঞ্জয়
(খ) খুড়া
(গ) ন্যাড়া
(ঘ) বিলাসী
উত্তর: ক
২০. উদ্দীপকে 'বিলাসী' গল্পের যে সামাজিক দিকটি উপস্থাপিত হয়েছে—
i. ব্রাহ্মণ্যবাদ
ii. হীন মানসিকতা
iii. বর্ণবাদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নিলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করেন। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করেন না। ছুটিতে বাড়ি গেলে গ্রামের ওই মানুষগুলো নিলুফার নামে বিচার বসান। তারা নিলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত দেন। কিন্তু নিলুফা তাতে প্রতিবাদ করেন । অসুস্থ মাকে রেখে তিনি এসময় কিছুতে কোথাও যাবেন না।
২১. অনুচ্ছেদের সঙ্গে 'বিলাসী' গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে তা হলো-
i. নারীর প্রতি নির্যাতন
ii. কুসংস্কারাচ্ছন্ন সমাজ
iii. গ্রামীণ বিচারব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ
২২. এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায়, নিলুফা ও বিলাসী উভয়েই—
i. প্রতিবাদী নারীসত্তা
ii. নির্যাতিত নারী
iii. কুসংস্কারের শিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক
উদ্দীপকটি পড়ো ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মাধবপুর গ্রামের ছেলেরা চার কিলোমিটার পথ পায়ে হেঁটে বিদ্যা অর্জন করতে চায়। তাদের চলার পথ মোটেই ভালো না। বর্ষার সময়, গ্রীষ্মের সময় সমানভাবেই তাদের কাজ করতে হয়। তারপরও যারা কষ্ট করে বিদ্যা লাভ করে তারাও গ্রামে থাকে না শহরে চলে যায়। ফলে মাধবপুর গ্রামের উন্নতি আর হয় না।
২৩. 'বিলাসী' গল্পের গ্রামের বালকদের কত জন চার ক্রোশ পথ পাড়ি দিয়ে স্কুলে যেত?
(ক) নয়-দশ জন
(খ) দশ-বারো জন
(গ) তেরো-চৌদ্দ জন
(ঘ) চৌদ্দ-পনেরো জন
উত্তর: খ
২৪. উদ্দীপকে 'বিলাসী' গল্পের যে দিকটি ফুটে উঠেছে—
i. গ্রাম বাংলার দুর্ভাগ্যের চিত্র
ii. গ্রাম বাংলার শিক্ষার করুণ চিত্র
ii. গ্রামের প্রতি শিক্ষিত মানুষের অবহেলার চিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url