বাংলা ১ম পত্র অধ্যায় ৯:বিদ্রোহী সাজেশন
বিদ্রোহী
কাজী নজরুল ইসলাম
এইচএসসি বাংলা ১ম পত্র সমাধান রাজশাহী বোর্ড 2023
এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩
HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2023
পেজ সূচিপত্র :অধ্যায় ৯:বিদ্রোহী
সৃজনশীল রচনামূলক
১. অনেক দাম দিয়ে কিনেছি এই বাংলা, এক সাগর রক্তের বিনিময়ে লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলা আজ আমাদের। বাংলার আকাশ থেকে হানাদারের কালো ছায়া সরিয়ে আমরা নিয়েছিলাম নির্ভরতার চাবি। বুকের কাছে সে কেউটে সাপের ঝাঁপি আগলে রাখতে হয়েছিল আমাদের তা নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ছুড়ে ফেলে দিয়েছিলাম অনায়াসে।
ক. ‘কানুন' শব্দের অর্থ কী?
খ. ‘বিদ্রোহী' কবিতায় কবি 'অফিয়াসের বাঁশরী' বলতে কী বুঝিয়েছেন ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার কোন দিকটি নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
ঘ. “চেতনাগত মিল থাকলেও উদ্দীপকের মূলভাব ও কবিতার মূলভাব পুরোপুরি এক নয়।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।
২. তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে বাতাসে বজ্রকণ্ঠ তোমার কণ্ঠস্বর।
বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি
তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি
তোমার স্বপ্নে পথ চলি আজো চেতনায় মহীয়ান
মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ৷
ক. 'ধর্মরাজ' কাদের দেবতা?
খ. ‘শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কবিকণ্ঠের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার কবিকণ্ঠের সাদৃশ্য বর্ণনা করো।
ঘ. “উদ্দীপকের মুজিব আর 'বিদ্রোহী' কবিতার স্পর্ধিত কণ্ঠস্বর মূলত জাগরণী চেতনা ও
মুক্তির পথকেই অনুসন্ধান করেছে।" — মূল্যায়ন করো।
৩. জনতার জনরোষ কে রুখে আর
জনগণ মহিরুহ শক্তিতে অপার।
জয় জয় জনতার জয় জয় সাম্যের
বিপ্লবেই মুক্তি, ঐক্যটা কাম্যের।
শোষকের শক্তি ঠুনকো সে দেয়াল
হুঁশিয়ার! হুঁশিয়ার! রাক্ষস স্বৈরাচার।
নেই ছাড়, ছাড় নেই বিপ্লবী জনতার।'
ক, ইন্দ্রাণী সুতের প্রকৃত নাম কী?
খ. 'আমি সেই দিন হব শান্ত।'- এ চরণে কবি যে ইঙ্গিত দিয়েছেন তা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত বিপ্লবের চেতনা 'বিদ্রোহী' কবিতায় যেভাবে প্রতিফলিত হয়েছে তা বিস্তারিত লেখো।
ঘ. ‘সাধারণ জনগণের শক্তির কাছে অত্যাচারী শাসকের পরাজয় সুনিশ্চিত।'
- উদ্দীপক ও কবিতার আলোকে উক্তিটির যথার্থতা বিচার করো ।
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. 'বিদ্রোহী' কবিতার কবিকে রুষে উঠতে দেখে কী ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়?
উত্তর: 'বিদ্রোহী' কবিতার কবিকে রুষে উঠতে দেখে সপ্ত নরক হাবিয়া দোজখ ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়।
প্রশ্ন-২. ‘পাশরি' শব্দের অর্থ কী?
উত্তর: ‘পাশরি' শব্দের অর্থ ভুলে যাই।
প্রশ্ন-৩. ‘খড়্গ’ কী কাজে ব্যবহৃত অস্ত্র?
উত্তর: ‘খড়্গ’ বলিদানের কাজে ব্যবহৃত অস্ত্র।
প্রশ্ন-৪. 'ধর্মরাজ' কাদের দেবতা?
উত্তর: 'ধর্মরাজ' সনাতন ধর্মাবলম্বীদের দেবতা।
প্রশ্ন-৫. 'কৃপাণ' কী?
উত্তর: 'কৃপাণ' হলো তলোয়ার বা তরবারি সদৃশ অস্ত্রবিশেষ।
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. 'বল উন্নত মম শির'- ব্যাখ্যা করো।
প্রশ্ন-২. “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য;”— পক্তিটি ব্যাখ্যা করো।
প্রশ্ন-৩. 'আমি মানি না কো কোন আইন'— কেন তিনি আইন মানেন না?
প্রশ্ন-৪. ‘শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!'— পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো ।
প্রশ্ন-৫. কবি বিশ্বকে নিঃক্ষত্রিয় করতে চেয়েছেন কেন?
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.'বিদ্রোহী' কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস ?
(ক) বঞ্চিতের
(খ) বিধাতার
(গ) ইস্রাফিলের
(ঘ) বিধবার
উত্তর: ঘ
২. কবি নিজেকে চিরবিদ্রোহী বলেছেন কেন?
(ক) তাঁর বিদ্রোহ চিরন্তন বলে
(খ) তিনি আর্তের পক্ষে দ্রোহ করেন বলে
(গ) তাঁর বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে বলে
(ঘ) তাঁর বিদ্রোহ চিত্ত ধরে না বলে
উত্তর: ক
৩. 'বিদ্রোহী' কবিতায় 'ইন্দ্রানী-সুত' কাকে বলা হয়েছে?
(ক) কবিকে
(খ) কণ্ঠকে
(গ) বিপ্লবীকে
(ঘ) চেঙ্গিসকে
উত্তর: ক
৪. “বিদ্রোহী' কবিতায় কবি বিশ্বকে নিঃক্ষত্রিয় করতে চান কেন?
(ক) ক্ষাত্রশক্তিকে বিনষ্ট করতে
(খ) বিদ্রোহের চির অবসান ঘটাতে
(গ) পৃথিবীতে শাস্তি প্রতিষ্ঠার জন্য
(ঘ) সদম্ভ আত্মপ্রকাশ ঘোষণা করতে
উত্তর: গ
৫. "বিদ্রোহী' কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি?
(ক) অর্ফিয়াস
(খ) ইস্রাফিল
(গ) নটরাজ
(ঘ) চেঙ্গিস
উত্তর: ঘ
৬.“চির-উন্নত শির – কথাটি কিসের পরিচায়ক?
(ক) হিমালয়ের মতো দৃঢ়তার
(খ) আত্মদম্ভ প্রকাশের
(গ) মাথা উঁচু করে থাকার
(ঘ) অন্যায়ের সামনে মাথা নত না করার
উত্তর: ঘ
৭. 'বিদ্রোহী' কবিতায় ইন্দ্রানী-সুতের হাতে কী আছে?
(ক) চাঁদ
(খ) আলোক
(গ) পদ্ম
(ঘ) শিখা
উত্তর: ক
৮. “বিদ্রোহী' কবিতায় ‘প্রণব-নাদ' বলতে কী বোঝায়?
(ক) ওঙ্কার ধ্বনি
(খ) করুণ কান্না
(গ) মহাশব্দ
(ঘ) ঐকতান
উত্তর: ক
৯. “বিদ্রোহী' কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা?
(ক) পথিক-কবির
(খ) উন্মন-উদাসীর
(গ) ইন্দ্রানীসূতের
(ঘ) গৃহহারা পথিকের
উত্তর: ঘ
১০. মহা-বিদ্রোহী রণ ক্লান্ত' – এই রণ কীসের বিরুদ্ধে?
(ক) অন্যায়-অত্যাচার
(খ) ধর্মনাশের অপচেষ্টা
(গ) স্বদেশের পরাধীনতা
(ঘ) বৈশ্বিক অপচেষ্টা
উত্তর: ক
১১. “বিদ্রোহী' কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সাথে কীসের তুলনা করা হয়েছে?
(ক) দমকা হাওয়া
(খ) উত্তর বায়ু
(গ) মলয়-অনিল
(ঘ) এলানো চুল
উত্তর: ঘ
১২. বিদ্রোহী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) সাধনা
(খ) সত্তগত
(গ) বিজলী
(ঘ) প্রবাসী
উত্তর: গ
১৩. কাকে বিদ্রোহী কবি বলা হয়?
(ক) সুকান্ত ভট্টাচার্য
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) শামসুর রাহমান
উত্তর: খ
১৪. 'বিদ্রোহী' কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সাথে তুলনা করা হয়েছে কীসের?
(ক) এলোকেশে
(খ) এলোমেলো
(গ) পাগলাবেশ
(ঘ) ছদ্মবেশ
উত্তর: ক
১৫. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) মাসিক মোহাম্মদী
(খ) পাক্ষিক সওগাত
(গ) সাপ্তাহিক বিজলী
(ঘ) দৈনিক শিখা
উত্তর: গ
১৬. 'বিদ্রোহী' কবিতা কোন প্রত্যাশার ভেতর দিয়ে শেষ হয়েছে?
(ক) পরাধীনতার অবসান
(খ) অন্যায়ের শাস্তি বিধান
(গ) অত্যাচারের অবসান
(ঘ) অত্যাচারীর বিনাশ
উত্তর: গ
১৭. 'বিদ্রোহী' কবিতায় কৰি পথিক কবির কী হিসেবে নিজেকে তুলে ধরেছেন?
(ক) কবিতা
(খ) বেণু বীণা
(গ) গভীর রাগিনী
(ঘ) যন্ত্র সংগীত
উত্তর: গ
১৮. 'বিদ্রোহী' কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির কীরূপ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে?
(ক) সদয়
(খ) নির্দয়
(গ) সদম্ভ
(ঘ) বিনীত
উত্তর: গ
১৯. ‘বিদ্রোহী সুত’-এর অর্থ নির্দেশ করে কোনটি?
(ক) বিদ্রোহী পুত্র
(খ) বিদ্রোহের সূত্র
(গ) বিদ্রোহের নেতা
(ঘ) বিদ্রোহের সময়
উত্তর: ক
২০. 'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?
(ক) অর্ফিয়াসকে
(খ) দুর্বাসাকে
(গ) শিবকে
(ঘ) ইস্রাফিলকে
উত্তর: খ
২১. 'বিদ্রোহী' কবিতায় কবি ‘রুষে উঠে’ কোথায় ছুটে যেতে চেয়েছেন?
(ক) নিখিল বিশ্বে
(খ) মহাকাশে
(গ) দূর দূরস্তে
(ঘ) মহাবিশ্বে
উত্তর: খ
২২. ‘বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের কবিতা?
(ক) অগ্নিবীণা
(খ) প্রলয়শিখা
(গ) বিষের বাঁশি
(ঘ) লাঙল
উত্তর: ক
২৩. নিচের যে চরণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বলিষ্ঠ প্রতিবাদী চেতনা ফুটে উঠেছে—
i. আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
ii. আমি দাবানল-দহ, দাহন করিব বিশ্ব
iii. আমি উন্মন মন উদাসীর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক
২৪. 'বিদ্রোহী' কবিতায় প্রেমের প্রতীক হিসেবে যে পৌরণিক নামগুলো এসেছে—
i. অর্ফিয়াস, শ্যাম
ii. ইস্রাফিল, দুর্বাশা
iii. পরশুরাম, নটরাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক
২৫. 'বিদ্রোহী' কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির—
i. সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে
ii. নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটেছে
iii. ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্রোহ প্রকাশ পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
২৬. বিদ্রোহী কবি-
i. সবকিছু ভেঙে চুরমার করেন
ii. আইন অমান্য করেন
iii. অপরাধীকে শাস্তি দেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ
নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একদল অভিযাত্রী পাহাড়ের চূড়ায় ওঠার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করে। মাঝপথে শুরু হয় তীব্র ঝড়। সবাই সমস্বরে নিচে নামার জন্য চিৎকার করে । যাত্রীদলের অধিনায়ক সবার সঙ্গে সুর না মিলিয়ে বলেন, ভয় পাই না এই ঝড়কে। আরও বলেন, আমি নিজেই সাইক্লোন, এই মামুলি ঝড় আমার কী করবে?
২৭. তোমার পঠিত কোন কবিতার সঙ্গে উদ্দীপকের ভাবের মিল রয়েছে?
(ক) সেই অস্ত্র
(খ) বিদ্রোহী
(গ) ঐকতান
(ঘ) আঠারো বছর বয়স
উত্তর: খ
২৮. উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্যের কারণ হলো—
i. নিজের প্রতি দায়বদ্ধতা
ii. সাহসিকতা
iii. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১৭৮২ খ্রিস্টাব্দে রংপুর-দিনাজপুর অঞ্চলের কৃষকনেতা নুরলদীন সামন্তবাদ- সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন গড়ে তোলেন।
২৯. উদ্দীপকের নূরলদীনের সাথে 'বিদ্রোহী' কবিতার কার মিল রয়েছে?
(ক) দুর্বাসার
(খ) কবির
(গ) বিশ্বামিত্রের
(ঘ) ইস্রাফিলের
উত্তর: খ
৩০. উক্ত মিলের অন্তর্নিহিত কারণ—
i. দ্রোহ চেতনা
ii. আপসহীন মনোভাব
iii. মানবপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
“এই যে মায়ের অনাদরে ক্লিষ্ট শিশুগুলো,
পরনে নেই ছেঁড়া কানি, সারা গায়ে ধূলি।
সারাদিনের অনাহারে শুষ্ক বদনখানি
ক্ষিদ্রের জ্বালায় ক্ষুণ্ণ, তাতে জ্বরের ধুকধুকানি।”
৩১. উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) নিপীড়িতের বেদনা
(খ) বিদ্রোহী মনোভাব
(গ) প্রেম ও দ্রোহের সমন্বয়
(ঘ) ধ্বংসের মনোভাব
উত্তর: ক
৩২. উদ্দীপকের সমান্তরাল ভাবনা 'বিদ্রোহী' কবিতায় যে চরণে ফুটে উঠেছে?
i. আমি বিদ্রোহী-বাহী নিখিল অখিল ব্যাপিয়া
ii. আমি বঞ্চিতব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের
iii. আমি অবমানিতের মরম বেদনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url