বাংলা ১ম পত্র অধ্যায়৬:বায়ান্নর দিনগুলো সাজেশন
অধ্যায়৬:বায়ান্নর দিনগুলো
বায়ান্নর দিনগুলো
শেখ মুজিবুর রহমান
এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩
HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2023
পেজ সূচিপত্র :অধ্যায়৬:বায়ান্নর দিনগুলো
সৃজনশীল রচনামূলক
১. ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগের বদ্ধ উদ্যানে জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ শাসকশ্রেণি ও তার দেশি-বিদেশি দোসরদের এ জাতীয় অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছিল পরাধীন ভারতবর্ষের সাধারণ জনগণ। নির্যাতিত জনগণের মুক্তির অগ্রদূত হয়ে দেখা দিয়েছিলেন মোহনদাস করম চাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী নামে সমধিক পরিচিত এই রাজনীতিবিদ বর্ণবৈষম্য দূরীকরণসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে ভারতবাসীর কাছে অবিসংবাদিত নেতা হিসেবে প্রমাণ করেন এবং বিভিন্ন অত্যাচার- নির্যাতনের শিকার হয়েও ব্রিটিশবিরোধী 'ভারত ছাড়ো' আন্দোলনে নেতৃত্ব দেন। অহিংস আন্দোলনের পুরোধা হলেও দেশ ও জনগণের মুক্তির প্রশ্নে কখনোই আপস করেননি মহাত্মা গান্ধী।
ক. মহিউদ্দিন আহমদ কী রোগে ভুগছিলেন?
খ. “বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়।”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ব্রিটিশ শাসকের নির্যাতন এবং 'বায়ান্নর দিনগুলো' রচনায় পাকিস্তানি শাসকদের নির্যাতনের তুলনা করো।
ঘ. 'মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়েই দেশ ও দেশের মানুষের মুক্তিকেই সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন।'- উদ্দীপক ও ‘বায়ান্নর দিনগুলো' রচনার আলোকে উক্তিটি মূল্যায়ন করো।
২. কঠিন ছন্দে বেঁধেছিল মন্দিরা
গুরু গর্জনে জেগেছিল বন্দিরা
ভেঙে পড়েছিল শত বন্ধন
দুঃশাসনের তালা
সেই থেকে শুরু দিন বদর্শের পালা
অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা ।
ক. অনশন ধর্মঘট কী?
খ. “হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি”— ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বন্দিদের সঙ্গে 'বায়ান্নর দিনগুলো' দিনলিপির সাদৃশ্যগত দিকগুলো চিহ্নিত করো ।
ঘ. উদ্দীপকের উল্লিখিত পরিস্থিতিতে শোষকরাও ভয় পায় – মন্তব্যটি 'বায়ান্নর দিনগুলো'
দিনলিপির আলোকে মূল্যায়ন করো।
৩. “মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান,
লেখা আছে অশ্রুজলে।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,
বন্দিশালার ওই শিকল ভাঙা
তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে,
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।”
ক. ‘বায়ান্নর দিনগুলো' রচনায় সুপারিনটেনডেন্টের নাম কী?
খ. “মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে”- উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকটি ‘বায়ান্নর দিনগুলো' রচনার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? তুলে ধরো। .
ঘ. “উদ্দীপকের ভাবচেতনায় 'বায়ান্নর দিনগুলো' রচনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
আত্মত্যাগের ছবিই মূর্ত হয়ে উঠেছে।”— বিশ্লেষণ করো ।
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়ে অনশন ভাঙান কে?
উত্তর: বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়ে অনশন ভাঙান মহিউদ্দিন আহমদ।
প্রশ্ন-২. বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে ডেপুটি জেলারের নাম কী?
উত্তর: বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে ডেপুটি জেলারের নাম মোখলেসুর রহমান।
প্রশ্ন-৩. অনশন ধর্মঘট কী?
উত্তর: অনশন ধর্মঘট হলো কোনো ন্যায্য দাবি পূরণের লক্ষে একটানা আহার বর্জনের সংকল্প।
প্রশ্ন-৪. ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কী?
উত্তর: ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম বাহাদুর শাহ্ পার্ক।
প্রশ্ন-৫. মহিউদ্দিন আহমদ কী রোগে ভুগছিলেন?
উত্তর: মহিউদ্দিন আহমদ প্লুরিসিস রোগে ভুগছিলেন।
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১.“ভরসা হলো, আর দমাতে পারবে না।” বিশ্লেষণ করো ৷
প্রশ্ন-২. 'আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল'— কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে?
প্রশ্ন-৩. মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে'— উক্তিটি ব্যাখ্যা করো ।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. "বায়ান্নর দিনগুলো' রচনায় ১৯৫২ সালে বস্তাবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন জীবনের কথা বিবৃত হয়েছে।
(ক) পারিবারিক জীবন
(খ) জেল জীবন
(গ) সামাজিক জীবন
(ঘ) রাজনৈতিক জীবন
উত্তর: খ
২. ‘বায়ান্নর দিনগুলো’ রচনা অনুসারে মওলানা সাহেবরা বাংলা ভাষার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছিলেন না কেন?
(ক) আন্দোলনের কারণে
(খ) জনমত তৈরি হওয়ায়
(গ) বাংলা ভাষার প্রতি সুপ্ত অনুরাগের কারণে
(ঘ) আন্দোলনের কারণে
উত্তর: খ
৩. “মানুষের যখন পতন আসে, তখন পদে পদে ভুল হতে থাকে। —“বায়ান্নর দিনগুলো' রচনায় কোন প্রেক্ষিতে একথা বলা হয়েছে?
(ক) সাতচল্লিশের দেশভাগ
(খ) ২৫শে মার্চে গুলিবর্ষণ
(গ) ভাষা আন্দোলনে গুলিবর্ষণ
(ঘ) উনসত্তরের গণ-অভ্যুত্থানে গুলিবর্ষণ
উত্তর: গ
৪.‘বায়ান্নর দিনগুলো’রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তার সহকর্মীদের খবর দিতে বললেন?
(ক) চায়ের দোকানের মালিক
(খ) নৌকার মাঝি
(গ) গাড়ির ড্রাইভার
(ঘ) মহিউদ্দীন
উত্তর: ক
৫. ‘বায়ান্নর দিনগুলো’কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) একাত্তরের দিনগুলো
(খ) মুক্তিযুদ্ধের ইতিহাস
(গ) হাঙর নদী গ্রেনেড
(ঘ) অসমাপ্ত আত্মজীবনী
উত্তর: ঘ
৬.‘বায়ান্নর দিনগুলো’ রচনায় কারা অভ্যন্তরে বঙ্গবন্ধুর অনশন করার কারণ—
(ক) ভাষা সংগ্রাম
(খ) জেলারের দুর্ব্যবহার
(গ) সরকারের দমন পীড়ন
(ঘ) বিনা বিচারে আটক রাখা
উত্তর: ঘ
৭. বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে'- উক্তিটি দ্বারা 'বায়ান্নর দিনগুলো' রচনায় কী বোঝানো হয়েছে?
(ক) বঙ্গবন্ধুর সংগ্রামী আত্মজীবনী লেখার সুযোগ
(খ) বঙ্গবন্ধুর বিচিত্র অভিজ্ঞতা ও রাজনৈতিক পর্যবেক্ষণ
(গ) বায়ান্নর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর আপসহীনতা
(ঘ) মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফর নেতৃত্ব
উত্তর: ঘ
৮. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস কোনটি?
(ক) ১০ জানুয়ারি
(খ) ১৭ মার্চ
(গ) ১৪ এপ্রিল
(ঘ) ২৩ জুন
উত্তর: খ
৯. বায়ান্নর দিনগুলো রচনার কথকের সত্তায় কী লক্ষ করা যায়?
(ক) দৃঢ়চেতা মনোভাব
(খ) ক্ষমতার লোভ
(গ) পরোপকারের মানসিকতা
(ঘ) আপসকামিতা
উত্তর: ক
১০. 'বায়ান্নর দিনগুলো রচনার ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমানের কোন জীবনের কথা বিবৃত হয়েছে?
(ক) পারিবারিক জীবন
(খ) জেল জীবন
(গ) সামাজিক জীবন
(ঘ) রাজনৈতিক জীবন
উত্তর: খ
১১. বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে'- উক্তিটি দ্বারা 'বায়ান্নর দিনগুলো' রচনায় কী বোঝানো হয়েছে?
(ক) বঙ্গবন্ধুর সংগ্রামী আত্মজীবনী লেখার সুযোগ
(খ) বঙ্গবন্ধুর বিচিত্র অভিজ্ঞতা ও রাজনৈতিক পর্যবেক্ষণ
(গ) বায়ান্নর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর আপসহীনতা
(ঘ) মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফর নেতৃত্ব
উত্তর: ঘ
১২. ‘বায়ান্নর দিনগুলো’রচনায় “মানুষের যখন পতন আসে, তখন পদে পদে ভুল হতে থাকে।- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) উৎকণ্ঠা
(খ) নেতিবাচক
(গ) স্থূলতা
(ঘ) অপরিণামদর্শিতা
উত্তর: ঘ
১৩. ‘বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে।’—‘বায়ান্নর দিনগুলো’তে এই ‘অনেক কিছু’ হলো —
(ক) যুদ্ধ
(খ) স্বাধীনতা
(গ) অভ্যুথান
(ঘ) যোগ্য নেতৃত্ব
উত্তর: ঘ
১৪. ১৯৫২ সালে শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য কয়টি অর্ডার এসেছিল?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: খ
১৫. ‘সে মরাতেও শান্তি আছে’—লেখক শেখ মুজিবুর রহমান কোন মৃত্যুতে শান্তির কথা বলেছেন?
(ক) ভাষা-আন্দোলনে অংশ নিয়ে
(খ) স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়ে
(গ) অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে
(ঘ) জনতার বিরুদ্ধে আন্দোলন করে
উত্তর: গ
১৬. “মানুষের যখন পতন আসে, তখন পদে পদে ভূল হতে থাকে।”—'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে —
i. অভিজ্ঞতা
ii. ভাগ্য বিড়ম্বনা
iii. ইতিহাসবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ
১৭. মহিউদ্দিন রাজনৈতিক কারণে কারাভোগ করেন—
i. ব্রিটিশ আমলে
ii. পাকিস্তান আমলে
iii. বাংলাদেশ আমলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
১৮. 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে---
i. অধিকার সচেতন করা
ii. দেশপ্রেমে উদ্বুদ্ধ করা
iii. আত্মপ্রত্যয়ী করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য আমৃত্যু লড়াই করেছেন। দীর্ঘ ২৭ বছর কারাবরণ করেও শোষক-স্বৈরশাসকের সঙ্গে আপস করেননি ।
১৯. উদ্দীপকটি তোমার পাঠ্য কোন রচনার সাথে মিল রয়েছে?
(ক) ফেব্রুয়ারি ১৯৬৯
(খ) বায়ান্নর দিনগুলো
(গ) রেইনকোট
(ঘ) নূরলদীনের কথা মনে পড়ে যায়
উত্তর: খ
২০. নেলসন ম্যান্ডেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দিক থেকে সমার্থক?
i. কারাভোগে
ii. প্রতিবাদে
ii. দেশপ্রেমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপমহাদেশের মানুষ এক সময় ফুঁসে ওঠেন। কালক্রমে তা বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। এক সময় এদেশের সিপাহিরাও আন্দোলনে কাঁপিয়ে পড়েন। শাসকগোষ্ঠী এ আন্দোলন কঠোর হাতে দমন করেন। আন্দোলনকারীদের জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।
২১. উদ্দীপকে শাসকগোষ্ঠীর যে মনোভাব ফুটে উঠেছে সেটিকে "বায়ান্নর দিনগুলো' শীর্ষক স্মৃতিকথার আলোকে বলা যায়—
i. অপশাসন
ii. নির্মমতা
iii. অত্যাচার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
২২. শাসকগোষ্ঠীর উল্লিখিত মনোভাবের খেসারত কাকে দিতে হয়েছিল?
(ক) আবদুর রশিদ তর্কবাগীশকে
(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
(গ) নূরুল আমিনকে
(ঘ) খান সাহেব ওসমান আলীকে
উত্তর: খ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
স্বদেশের মানুষের জন্য আন্দোলন করেন মাওলানা ভাসানী। তিনি কারো কাছে কখনো মাথা নত করেননি। তিনি বিভিন্ন আন্দোলনের নেতৃত্বে ছিলেন নিবেদিত।
২৩. উদ্দীপকের মাওলানা ভাসানীর সাথে তোমার পাঠ্য বইয়ের ‘বায়ান্নর দিনগুলো' রচনার কোন চরিত্রের মিল দেখা যায়?
(ক) মহিউদ্দিন
(খ) নূরুল আমিন
(গ) শেখ মুজিবুর রহমান
(ঘ) মাওলানা আবদুর রশীদ
উত্তর: গ
২৪. এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ—
i. অনশন দ্বারা দাবি আদায়
ii. আপসহীন মনোভাব
iii. উদ্দেশ্য বাস্তবায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url