কৃষিশিক্ষা ১ম পত্র অধ্যায় ২: ভূমি সম্পদ ও কৃষি প্রযুক্তি সাজেশন

অধ্যায় ২: ভূমি সম্পদ ও কৃষি প্রযুক্তি

Land Resources and Agricultural Technology


এইচএসসি কৃষিশিক্ষা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Agricultural Education 1st Paper 100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র : অধ্যায় ২: ভূমি সম্পদ ও কৃষি প্রযুক্তি

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. কৃষি প্রযুক্তি কী?

উত্তর: কৃষি প্রযুক্তি বলতে কৃষিকাজ করার পদ্ধতি, প্রক্রিয়া, কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণ ইত্যাদিকে বোঝায়। 

প্রশ্ন-২. মৃত্তিকা pH কী? 

[ঢা. বো.. কু. বো. ২২]

উত্তর: মাটিতে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমই মাটির অম্লমান বা মৃত্তিকা (pH)। 

প্রশ্ন-৩. অম্লীয় মাটি কী? 

[ম. বো; রা. বো; দি, বো; চ. বো; সি. বো. য, বো; ব. বো. ২২]

উত্তর: যে মাটির অম্লমান ৭ এর কম তাই হলো অম্লীয় মাটি।

প্রশ্ন-৪. মাটি কাকে বলে?

উত্তর: খনিজ পদার্থ, জৈব পদার্থ এবং জীবকোষের সমন্বয়ে গঠিত উদ্ভিদ জন্মানোর উপযোগী মাধ্যম যা বহু বছরের শিলা পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাকে মাটি বলে ।

প্রশ্ন-৫. মৃত্তিকা বুনট কী? 

[ম. বো; রা. বো; দি বো; চ. বো; সি. বো; য. বো; ব. বো. ২২; 

রা., বো; চ. বো; সি. বো; ব. বো. ১৯ ডা. বো.. রা. বো; কু, বো; চ. বো; সি. বো; ব. বো. ১৭]

উত্তর: মাটিতে বালুকণা, পলিকণা ও কর্দমকণার আনুপাতিক হারই হলো মৃত্তিকা বুনট ।

প্রশ্ন-৬. বেলে মাটি কাকে বলে?

উত্তর: যে মৃত্তিকা বুনটে বালিকণার অনুপাত শতকরা ৭০ ভাগের ওপরে, পলিকণার অনুপাত শতকরা ৩০ ভাগের কম এবং কাদার অনুপাত শতকরা ১৫ ভাগের কম থাকে তাকে বেলে মাটি বলে ।

প্রশ্ন-৭. এঁটেল মাটি কাকে বলে?

উত্তর: যে মাটিতে বালিকণা ৬৫% এর কম, পলিকণা ৬০% এর কম এবং কর্দমকণা ৬৫% এর বেশি তাকে এঁটেল মাটি বলে ।

প্রশ্ন-৮. ভূমিক্ষয় কী? 

[রা, বো; চ. বো; সি. বো; ব. বো. ১৯; রা. বো; কু, বো; চ. বো; ব. বো. ১৮]

উত্তর: ভূমিক্ষয় হলো বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি যেমন— বৃষ্টিপাত, পানি, বায়ু, বরফ, তাপ, মাধ্যাকর্ষণ শক্তি, ভূতাত্ত্বিক প্রক্রিয়া এবং পানি চলাচলের প্রভাবে মৃত্তিকা কণার এক স্থান থেকে অন্য স্থানে অপসারণ হওয়া।

প্রশ্ন-৯. আস্তরণ ভূমিক্ষয় কী?

উত্তর: বৃষ্টির পানি উঁচু স্থান থেকে ঢাল বেয়ে জমির নিচের দিকে নামার সময় জমির উপরিভাগের মাটির কণার পাতলা আস্তরণের অপসারিত হওয়াকে আস্তরণ ভূমিক্ষয় বলে ।

প্রশ্ন-১০. রিল ভূমিক্ষয় কী?

উত্তর: প্রচুর বৃষ্টিপাত হলে জমির ঢাল বরাবর নালা করে মাটি ফেটে যে ভূমিক্ষয় হয় তাই রিল ভূমিক্ষয় ।

প্রশ্ন-১১. মৃত্তিকা সংরক্ষণ কী?

উত্তর: কোনো এলাকার ভূমিক্ষয় রোধ করে এর ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাগুণ বজায় রাখাই হলো মৃত্তিকা সংরক্ষণ । 

প্রশ্ন-১২. মালচিং কী? 

[সকল বোর্ড-২০১৭]

উত্তর: মাটির আর্দ্রতা ও পুষ্টি সংরক্ষণের উদ্দেশ্যে এর উপরিভাগে ধানের খড়, লতাপাতা, কচুরিপানা ইত্যাদি জৈব পদার্থ দিয়ে ঢেকে দেওয়াই হলো মালচিং।

প্রশ্ন-১৩.মাটির উর্বরতা কী?

উত্তর: মাটির উর্বরতা হলো কোনো জমির উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমূহ পর্যাপ্ত পরিমাণে, সুষম অনুপাতে এবং পরিশোষণযোগ্য আকারে সরবরাহ করার সামর্থ্য।

প্রশ্ন-১৪.কন্টোর বা ধাপ চাষ কী?

উত্তর: পাহাড়ের ঢালে আড়াআড়ি সমন্বিত লাইনে সিঁড়ি বা ধাপ তৈরি করে ফসল উৎপাদনের পদ্ধতিই হলো কন্টোর বা ধাপ চাষ।

প্রশ্ন-১৫. মাটির উৎপাদন ক্ষমতা কী? 

[ঢা. বো.. কু. বো. ২২]

উত্তর: মাটির উৎপাদন ক্ষমতা হলো নির্দিষ্ট ব্যবস্থাপনায় স্বাভাবিক পরিবেশে চাষকৃত মাটির নির্দিষ্ট শস্যের ফলন দেয়ার সামর্থ্য।

প্রশ্ন-১৬.কম্পোস্ট কী?

উত্তর: নানা প্রকার আর্বজনা, উদ্ভিদ (যেমন- আগাছা, কচুরিপানা), কসাইখানার আবর্জনা, ধানের তুষ, আখের ছোবড়া, রান্নাঘরের আবর্জনা এবং প্রাণিজাত পচনশীল উচ্ছিষ্টাংশ নির্দিষ্ট পদ্ধতিতে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে কম্পোস্ট বলা হয়।

প্রশ্ন-১৭. সবুজ সার কাকে বলে?

উত্তর: মাটির গুণগতমান উন্নয়নের জন্য ফুল আসার পূর্বে লিগিউম জাতীয় উদ্ভিদ চাষ দিয়ে মাটিতে মিশিয়ে যে সার তৈরি করা হয় তাকে সবুজ সার বলে।

প্রশ্ন-১৮. সেচ কাকে বলে? 

[রা. বো.. ক. বো; চ. বো; ব. বো. ১৮]

উত্তর: ফসল উৎপাদনের জন্য কৃত্রিম উপায়ে জমিতে পানি সরবরাহ করাকে সেচ বলে ।

প্রশ্ন-১৯. ফোয়ারা সেচ কী?

উত্তর: ফোয়ারা সেচ হলো পাম্পের সাহায্যে উচ্চ চাপে নলের মধ্য দিয়ে পানি সরবরাহ করে বৃষ্টির আকারে জমিতে সেচ দেওয়ার পদ্ধতি।

প্রশ্ন-২০. ফসলের পানি চাহিদা কাকে বলে?

উত্তর: জীবনচক্র সম্পন্ন করতে ফসল মাটি থেকে মোট যে পরিমাণ পানি গ্রহণ করে তাকে ফসলের পানি চাহিদা বলে। 

প্রশ্ন-২১. সেচের সংকটময় পর্যায় কী?

উত্তর: ফসলের জীবনচক্রের যে সকল পর্যায়ে পানির অভাবে ফলন মারাত্মকভাবে হ্রাস পায় তাই সেচের সংকটময় পর্যায়। 

প্রশ্ন-২২. পানি নিষ্কাশন কাকে বলে?

উত্তর: ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও ভালো উৎপাদনের জন্য জমি থেকে গাছের জন্য প্রয়োজনের অতিরিক্ত পানি অপসারণ করাকে পানি নিষ্কাশন বলে ।

প্রশ্ন-২৩. SRI এর পূর্ণরূপ কী? 

[ম. বো.,; রা. বো.; দি, বো; চ. বো; সি. বো; য. বো; ব. বো. ২২]

অথবা, 

SRI এর পূর্ণ নাম লেখো। 

[ঢা. বো.; দি, বো; সি. বো; য. বো. ১৮]

উত্তর: SRI এর পূর্ণরূপ হলো System of Rice Intensification.

প্রশ্ন-২৪. AWD কী? 

[ঢা. বো; দিবো,; কু বো; য. বো. ১৯]

উত্তর: AWD হলো Alternate Wetting and Drying system যা বর্তমানে ধান চাষের ক্ষেত্রে সর্বাধিক পানি সাশ্রয়ী পদ্ধতি ।

অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. মাটির বিক্রিয়া বলতে কী বোঝ?

উত্তর: মাটির বিক্রিয়া একটি রাসায়নিক ধর্ম। মাটির বিক্রিয়া বলতে এর অম্ল বা ক্ষার ধর্মকে বোঝায়। এ ধর্ম প্রকাশ করা হয় pH বা অম্লমান দ্বারা ।

মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের (গ্রাম/লিটার) ঋণাত্মক লগারিদমই হলো মাটির অম্লমান। অর্থাৎ pH = - log [HO]। 

১-১৪ সংখ্যা দ্বারা অম্লমান উল্লেখ করা হয়।

 কোনো মাটির pH এর মান ৭ এর কম হলে অম্লত্ব ও ৭ এর বেশি হলে ক্ষারত্ব দেখা যায়। মাটির বিক্রিয়া বা এর অম্লত্ব ও ক্ষারত্ব উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির অনুকূলে থাকলে উদ্ভিদ সুন্দরভাবে জন্মাতে পারে।

প্রশ্ন-২. মাটির pH জানা জরুরি কেন? ব্যাখ্যা করো। 

[ঢা.বো; রা. বো; কু বো চ. বো; সি. বো; ব. বো; ১৯] 

উত্তর: মাটির pH হলো মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদম। এটি মাটির একটি রাসায়নিক ধর্ম য এর উর্বরতাকেও নির্দেশ করে। 

সব মাটিতে সব ফসল ভালো হয় না। মাটির pH বা অম্লমানের (অম্লতা, ক্ষারকতা ও নিরপেক্ষতা) ওপর কোন ফসল ভালো জন্মাবে তা নির্ভর করে। 

কোনো কোনো ফসল অম্লীয় মাটিতে ভালো জন্মে, যেমন—চা, কফি, লেবু ইত্যাদি। আবার কোনো ফসল ক্ষারীয় মাটিতে ভালো জন্মে,যেমন—নারিকেল, সুপারি, আখ ইত্যাদি। তবে অধিকাংশ ফসলই নিরপেক্ষ মাটিতে ভালো জন্মে। তাই মাটির pH জেনে সেই অনুযায়ী ফসল চাষ করলে লাভবান হবার সম্ভাবনা বেড়ে যায়। এ কারণেই মাটির pH জানা জরুরি।

প্রশ্ন-৩. pH এর মান কত হলে মাটি ক্ষারীয় হয়? ব্যাখ্যা করো। 

[ঢা. বো; দি, বো; কু. বো; য. বো. ১৯]

উত্তর: মাটিতে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনত্বের (গ্রাম/ লিটার) ঋণাত্মক লগারিদমই হলো pH ।

১ থেকে ১৪ সংখ্যা দ্বারা pH স্কেলে অম্লমান উল্লেখ করা হয়। কোনো মাটির অম্লমান ৭.০ এর উপরে উঠে গেলে তা মাটির ক্ষারত্ব প্রকাশ করে । OH আয়নের ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে pH এর মান বৃদ্ধি পেতে থাকে । pH এর মান ৭ এর যত বেশি হবে মাটি তত ক্ষারীয় হবে।

প্রশ্ন-৪. নিরপেক্ষ মাটি বলতে কী বোঝ? 

[রা. বো; কু. বো; চ. বো; ব. বো. ১৮]

উত্তর: কোনো মাটিতে হাইড্রোজেন আয়ন (H') ও হাইড্রোক্সিল আয়নের (OH) পরিমাণ সমান থাকলে তাকে নিরপেক্ষ মাটি বলে ।

নিরপেক্ষ বা প্রশম মাটির অম্লমান ৭। এই ধরনের মাটি অম্লীয় বা ক্ষারীয় ধর্ম প্রকাশ করে না এবং সব ধরনের পুষ্টি উপাদান সহজলভ্য থাকে বিধায় ফসল চাষে সর্বাধিক উপযোগী। নিরপেক্ষ মাটিতে জৈব পদার্থ সহজে বিয়োজিত হয়। নিরপেক্ষ মাটিতে বীজের অঙ্কুরোদগম ভালো হয় ।

প্রশ্ন-৫. মাটি সংশোধন কেন প্রয়োজন ব্যাখ্যা করো। 

[ঢা. বো; দি বো; কু. বো.; য. বো. ১৯]

উত্তর: যদি কোনো মাটিতে অম্লত্ব বা ক্ষারত্বের কারণে ফসলের উৎপাদন কমে যায় বা চাষের অনুপযোগী হয়ে পড়ে তা হলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জমির 

উর্বরতা বৃদ্ধি ও তাকে চাষোপযোগী করে গড়ে তোলাকেই মাটি সংশোধন বলে । প্রাকৃতিক ও কৃত্রিম উভয় কারণে মাটির ভৌত, রাসায়নিক ও জৈব গুণাবলি 

নষ্ট হয়। বিভিন্ন কারণে মাটি দূষিত হয় এবং মাটিতে ক্ষতিকর জীবাণু দ্বারা বীজ, গাছের চারা ও গাছ আক্রান্ত হয়। মাটিবাহিত ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকসহ বিভিন্ন জীবাণু গাছে রোগ সৃষ্টি করে । এভাবে মাটির স্বাভাবিক গুণাবলি নষ্ট হলে গাছ জীবনচক্র সম্পন্ন করতে পারে না। ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়। এসব কারণে মাটি সংশোধন করা প্রয়োজন ।

প্রশ্ন-৬. প্রাকৃতিক উপায়ে মাটি সংশোধন বলতে কী বোঝ?

উত্তর: হাইড্রোজেন (H') কিংবা হাইড্রোক্সিল (OH) আয়নের আধিক্যের কারণে মাটি অম্লীয় অথবা ক্ষারীয় হয় যা ফসল উৎপাদনের অনুপযোগী। 

তাই বিভিন্ন প্রক্রিয়ায় মাটির ভৌত,রাসায়নিক ও জৈবিক গুণাবলি ফিরিয়ে আনাকে বলে মাটি সংশোধন ।

প্রাকৃতিক উপায়ে মাটি সংশোধন হয়ে থাকে, যেমন- প্রচুর বৃষ্টিপাতের সময় মাটির অম্লত্ব দূর হয়। বৃষ্টিপাত মাটির তাপমাত্রাকে স্বাভাবিক রাখে। বিভিন্ন প্রকার জীবাণু মাটিতে আর্দ্রতা পেয়ে জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় মাটিকে পরিশোধন করে । মাটিতে জীবাণু কার্বনিক অ্যাসিড নিঃসরণ করে মাটিকে নিরপেক্ষ করে । এভাবে মাটি সংশোধিত হয় ।

প্রশ্ন-৭. ফসল উৎপাদনে মাটির বুনট গুরুত্বপূর্ণ কেন?

উত্তর: মাটির একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা ও সূক্ষ্মতাকে মাটির বুনট বলে ।

কৃষিক্ষেত্রে মাটির বুনট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাষাবাদের জন্য ফসল নির্বাচন, সেচ প্রদানের পরিমাণ ও পদ্ধতি এবং সার প্রয়োগের পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করার জন্য মাটির বুনটের ধরন জানা প্রয়োজন। এছাড়া মাটির বুনটের ওপর মাটির উর্বরতা, বায়ু চলাচল, পানি ও পুষ্টি ধারণক্ষমতা নির্ভর করে যা ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান। একারণে ফসল উৎপাদনে মাটির বুনট গুরুত্বপূর্ণ।

প্রশ্ন-৮. ফসল উৎপাদনে বেলে ও এঁটেল মাটি উপযোগী নয় কেন?

উত্তর: যে সব মাটির নমুনায় ওজন ভিত্তিতে ৭০% বা এর বেশি বালিকণা থাকে তাকে বেলে মাটি এবং যেসব মাটিতে কমপক্ষে শতকরা ৩৫ ভাগ কর্দমকণা থাকে তাকে এঁটেল মাটি বলে । 

বেলে ও এঁটেল মাটি কৃষির জন্য উপযোগী নয়। কারণ, বেলে মাটির পানি ধারণক্ষমতা কম (৫%) ফলে পানি দ্রুত নিষ্কাশিত হয়ে যায়, জৈব পদার্থের পরিমাণও কম থাকে এবং এঁটেল মাটির পানি ধারণক্ষমতা অত্যধিক বেশি (৫০%) কিন্তু পানি নিষ্কাশন ক্ষমতা কম এবং গ্রীষ্মকালে মাটি শুকিয়ে ফাটল ধরে। এ দুটি মাটিতে সৃষ্ট সূক্ষ্ম ও স্থূল রঙের পরিমাণের তারতম্যই এ বৈষম্যের কারণ। যার ফলে এ ধরনের মাটিতে ফসল উৎপাদনের অনুকূল ভৌত, রাসায়নিক জৈবিক ধর্ম বিদ্যমান থাকে না ।


প্রশ্ন-৯. মাটিতে জৈব পদার্থের কাজ কী?

[ম. বো; রা. বো; দি বো; চ. বো; সি. বো. য. বো; ব. বো. ২২]

অথবা, 

জৈব পদার্থ কীভাবে মাটির ভৌত গুণাবলি উন্নত করে? 

[রা. বো. চ. বো, সি. বো; ব. বো. ১৯] 

উত্তর: গোবর, পচা আবর্জনা, খৈল, সবুজ সার, হাড়ের গুঁড়া, হাঁস-মুরগির বিষ্ঠা ইত্যাদি হলো জৈব পদার্থ মাটির ভৌত গুণাবলি উন্নয়নে জৈব পদার্থ বিশেষ ভূমিকা পালন করে। জৈব পদার্থ মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। মাটিকে সরস রাখে এবং মাটিস্থ রন্ধ্র পরিসরের সংখ্যা বৃদ্ধি করে বায়ু ও পানি চলাচলের পথ সুগম করে। এছাড়াও জৈব পদার্থ মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এভাবে জৈব পদার্থ মাটির বুনট ও গঠন বিন্যাসে উন্নয়ন ঘটিয়ে মাটির ভৌত গুণাবলি উন্নত করে।

প্রশ্ন-১০. জৈব পদার্থকে “মাটির প্রাণ” বলা হয় কেন? ব্যাখ্যা করো। 

[দি বো; য, বো, ১৭]

উত্তর: মাটিতে সাধারণত ৫% জৈব পদার্থ থাকে। এ পদার্থটিকে বলা হয় মাটির জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। জৈব পদার্থের উপস্থিতি মাটিস্থ অণুজীবগুলোকে ক্রিয়াশীল করে।

 ফলে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম ইত্যাদি উপাদান গাছের গ্রহণ উপযোগী হয়। এটি মাটিতে হিউমাস সৃষ্টি করে, যা মাটির উর্বরতার জন্য খুবই দরকারি। তাছাড়া জৈব পদার্থ মাটির পানি ধারণক্ষমতা বাড়ায় এবং গঠনকে উন্নত করে। মাটির অণুসমূহকে একে অপরের সাথে যুক্ত রাখতে সাহায্য করে। এসব কারণেই জৈব পদার্থকে “মাটির প্রাণ” বলা হয় ।


প্রশ্ন-১১. ভূমিক্ষয় মৃত্তিকায় কী প্রভাব ফেলে? 

[ঢা. বো; দি, বো; সি. বো; য, বো. ১৮]

উত্তর: বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে ।

ভূমিক্ষয়ের ফলে জমির পুষ্টিসমৃদ্ধ উপরের স্তরের মাটি অন্যত্র চলে যায়। ফলে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা ব্যাপক হ্রাস পায়, যেমন— মরুভূমি। 

এছাড়া ক্রমাগত ভূমিক্ষয়ের কারণে নদী-নালা, হাওর-বিল ভরাট হয়ে যায়। ভূমিক্ষয়জনিত কারণে ভূ-পৃষ্ঠের মৃত্তিকার অণুজৈবিক কার্যাবলি হ্রাস পাওয়ার পাশাপাশি মাটির উপরিভাগের রন্ধ্রসমূহ বন্ধ হয়ে যায় । এতে করে বীজের অঙ্কুরোদগম ব্যাহত এবং শিকড়ের বৃদ্ধি সীমিত হয়ে যায়। আবার ভূমিক্ষয়ের ফলে নদীর মোহনায় বা উপকূলে চর বা দ্বীপের সৃষ্টি হয়। এতে মানুষের বসবাসের ও কৃষিকাজের নতুন স্থান সৃষ্টি হয়। ভূ- পৃষ্ঠের মাটির কণায় অনেক জৈব উপাদান থাকে। তাই ভূমিক্ষয়ের ফলে পৃথিবীর অনেক অঞ্চল উর্বর হয়, যেমন— পাহাড়ের পাদভূমি ।

প্রশ্ন-১২. ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 

[ঢা. বো; কু. বো. ২২]

উত্তর: মাটির সৃষ্টিগত বৈশিষ্ট্য বজায় রাখাই হলো ভূমি সংরক্ষণ। ভূমি সংরক্ষণের ফলে গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান মাটিতে সংরক্ষিত থাকে। এতে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। ভূমি সংরক্ষিত হলে গাছের গোড়া শক্ত থাকে এবং গাছে অতিরিক্ত সারের প্রয়োজন হয় না । 

মাটিতে অণুজীবের কার্যাবলি স্বাভাবিক থাকে। এসব কারণে ভূমি সংরক্ষণ করা প্রয়োজন ।


প্রশ্ন-১৩. ভূমিক্ষয় রোধে ফসলের নিবিড়তা কমানোর প্রয়োজন কেন?

উত্তর: ফসলের নিবিড়তা বলতে এক বছরে একটি কৃষি জমিতে যতবার ফসল ফলানো হয় তাকে ১০০ দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাকে বোঝায় ।একটি জমির সর্বোচ্চ ফসলের নিবিড়তা ১০০×৩=৩০০ হতে পারে। বিরতিহীনভাবে ফসল উৎপাদন করলে বারবার চাষের প্রয়োজন পড়ে।

ফলে জমির উপরিভাগ আলগা হয়ে ভূমিক্ষয় বেশি হয়। তাই ভূমিক্ষয় রোধে ফসলের নিবিড়তা কমানো প্রয়োজন ।

প্রশ্ন-১৪. ভূমিক্ষয় রোধে শস্য পর্যায় গ্রহণ করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর: একই জমিতে বারবার একই ফসল উৎপাদন না করে ভূমি সংরক্ষণে অন্য জাতের ফসল উৎপাদন করাকেই শস্য পর্যায় বলে ।

এই পদ্ধতিতে পর্যায়ক্রমে গভীরমূলী, অগভীরমূলী, ডাল জাতীয়, সবুজ সার জাতীয় শস্য ইত্যাদি ফসলের চাষ করা হয়। বার বার একই গভীরতায় চাষ করা হয় না বলে ভূমিক্ষয় রোধ হয়। তাছাড়া শস্য পর্যায়ে সবুজ সার উৎপন্ন করা হয় যা মাটিতে প্রচুর পরিমাণ জৈব পদার্থ সংযুক্ত করে। শস্য পর্যায় গ্রহণ করলে ভূমিক্ষয় হ্রাসের পাশাপাশি সবুজ সার উৎপাদন করা যায় বলে ভূমিক্ষয় রোধে শস্য পর্যায় গ্রহণ করা হয় ।

প্রশ্ন-১৫. সবুজ সার হিসেবে ধৈঞ্চা ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। 

[ঢা. বো; রা. বো, কু, বো; চ. বো; সি. বো; ব, বো, ১৭] 

উত্তর: ধৈঞ্চা ছোট জীবনকালের উদ্ভিদ। এটি উৎপাদনে কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। উপরন্তু ধৈঞ্চা বাতাসের মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। তাছাড়া পরবর্তীতে একে সবুজ সার হিসেবে ব্যবহার করলে অন্যান্য পুষ্টি উপাদানও জমিতে যুক্ত হয়। এসব কারণেই সবুজ সার হিসেবে ধৈজ্ঞা চাষ করা হয়। 

প্রশ্ন-১৬. সবুজ সার বলতে কী বোঝায়? 

[রা, বো, কু, বো; চ. বো; ব. বো. ১৮]

উত্তর: কোনো উদ্ভিদকে সবুজ অবস্থায় চাষ দিয়ে মাটির সাথে মেশানোর ফলে পচে যে সার উৎপন্ন হয় তাকে সবুজ সার বলে। সাধারণত লিগিউম জাতীয় গাছ যেমন- ডাল, শিম, শনপাট, ধৈঞ্চা ইত্যাদি সবুজ সার প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়। জমিতে সবুজ সার ব্যবহার করলে রাসায়নিক সার প্রয়োগের পরিমাণ কমানো যায়। 

প্রধানত সবুজ সার ব্যবহারে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায়। ফলে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতাও বেড়ে যায়। এ সার অধিক পরিমাণ নাইট্রোজেন ও অন্যান্য পুষ্টি উপাদান মাটিতে সরবরাহ করে। এতে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে ও মাটির অভ্যন্তরে বাতাস চলাচলে সুবিধা হয়। 

এছাড়াও সবুজ সার মাটির আর্দ্রতা বজায় রাখে ও আগাছার উপদ্রব কমায়।

প্রশ্ন-১৭. জমিতে মালচিং কেন করা হয়? 

[ঢা. বো; কু.বো, ২২]

উত্তর: মাটির রস সংরক্ষণের উদ্দেশ্যে শুকনা খড়, লতাপাতা, কচুরিপানা দিয়ে বীজ বা চারা রোপণের পর মাটি ঢেকে দেওয়াকে জাবড়া প্রয়োগ বা মালচিং বলে ।

মালচিং করলে সূর্যের তাপে মাটির পানি বাষ্পে পরিণত হতে পারে না। এতে মাটির আর্দ্রতা সংরক্ষিত হয় ও পানির মাটিতে জৈব পদার্থ যোগ হয় এবং উর্বরতা বাড়ে। 

এতে আগাছার অনুপ্রবেশের হার বাড়ে। পাশাপাশি ভূমিক্ষয় কমে, উপদ্রবও কমে যায়।

প্রশ্ন-১৮. ফসল উৎপাদনে পানি সেচ কেন প্রয়োজন? 

[রা. বো; চ. বো; সি. বো; ব. বো. ১৯]

উত্তর: ফসলের ফলন বৃদ্ধি ও গাছের জীবনচক্র সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পরিমাণে ও উপযুক্ত সময়ে কৃত্রিমভাবে জমিতে বিশুদ্ধ পানি সরবরাহ করাকে সেচ বলে ।

ফসলের জমিতে সেচ দিলে ফসলের ফলন বাড়ে, গাছের দৈহিক বৃদ্ধি দ্রুত হয়। গাছ রসালো, সবুজ ও সতেজ হয় । গাছ মাটি থেকে সহজে পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারে। রোগ, পোকা ও আগাছার প্রকোপ কমে। মাটিস্থ অণুজীবের কার্যাবলি বৃদ্ধি পেয়ে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। 

এসকল কারণে ফসল উৎপাদনে পানি সেচ বিশেষভাবে প্রয়োজন । 

প্রশ্ন-১৯.জলাবদ্ধ জমির তাপমাত্রা বেশি থাকে কেন?

উত্তর: মিথেন গ্যাসের অন্যতম উপাদান কার্বন। জলাবদ্ধ জমির ধানক্ষেত থেকে মিথেন গ্যাস বেশি নির্গত হয়। যার ফলে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পায়। এ কারণে জলাবদ্ধ জমির তাপমাত্রা বেশি থাকে ।

প্রশ্ন-২০.ফসলের জমিতে পানি নিকাশ প্রয়োজনীয় কেন?

উত্তর: ফসলের জমিতে প্রয়োজনের অতিরিক্ত পানি জমে থাকলে তা অপসারণ করাকে পানি নিকাশ বলে ।জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে ফসলের বৃদ্ধি ব্যাহত হয়, মাটির গুণাগুণ নষ্ট হয় এবং অনেক সময় গোড়া পচে গিয়ে গাছ মারা যায়। পানি নিকাশ করলে গাছের মূলের বৃদ্ধি ত্বরান্বিত হয়ে পুষ্টি শোষণক্ষমতা বাড়ে। ফলে ফসলের উৎপাদন ক্ষমতা বাড়ে। পানি নিকাশের ফলে মাটি ভৌত ও রাসায়নিক গুণাগুণ ফিরে পায় বলে জমির লবণাক্ততা ও সারের অপচয় দূর হয় এবং রোগের বিস্তার রোধ হয়। তাই ফসলের জমিতে পানি নিকাশ করা প্রয়োজনীয় । 

প্রশ্ন-২১. এস আর আই (SRI) পদ্ধতি বলতে কী বোঝ?

উত্তর: এস আর আই (SRI) এর পূর্ণরূপ হলো System of Rice Intensification.

এস আর আই (SRI) একটি আধুনিক ধান চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে ৭-১০ দিন বয়সের ধানের চারা বর্গাকার পদ্ধতিতে (২৫ সেমি × ২৫ সেমি) রোপণ করা হয়।প্রতি গুছিতে ১-২টি চারা রোপণ করা হয়। এতে করে জমিতে সার ২৫-৩০% ও বীজের পরিমাণ (৭৫-৮০%) কম লাগে। এ পদ্ধতিতে ২৫-৩০% জ্বালানির সাশ্রয় হয় এবং ধানের ফলন ১৫% বৃদ্ধি পায়।

প্রশ্ন-২২. প্রচলিত পদ্ধতির চেয়ে SRI পদ্ধতির সুবিধা বেশি কেন? 

[ম. বো; রা. বো; দি বো; চ. বো, সি. বো; যা বো, ব, বো ২২] 

উত্তর: প্রচলিত পদ্ধতিতে জমিতে বীজের পরিমাণ বেশি লাগে এবং প্রতি গোছায় ৩-৪টি করে চারা রোপণ করা হয়। অপরদিকে SRI পদ্ধতিতে বীজের পরিমাণ (৭৫-৮০%) কম লাগে এবং প্রতি গোছায় ১টি করে চারা রোপণ করা হয়। এ পদ্ধতিতে চারা প্রচুর সূর্যালোক ও মূলের বৃদ্ধির জন্য প্রচুর জায়গা পায়। গতানুগতিক পদ্ধতির তুলনায় ৩০-৩৫% পানি সাশ্রয় হয় এবং ২৫-৩০% সার কম লাগে। সর্বোপরি SRI পদ্ধতিতে বোরো ও আমন মৌসুমে প্রচলিত পদ্ধতির তুলনায় ধানের ফলন ২০% এর অধিক বৃদ্ধি পায়। তাই প্রচলিত পদ্ধতির চেয়ে SRI পদ্ধতি বেশি সুবিধাজনক।

প্রশ্ন-২৩. SRI পদ্ধতিতে কম মিথেন গ্যাস নির্গত হয় কেন?

উত্তর: SRI হলো নিবিড় ধান চাষ পদ্ধতি।

জলাবদ্ধ ধান চাষে বেশি পরিমাণে পানি, রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করতে হয়। এতে প্রচুর মিথেন গ্যাস তৈরি হয় কিন্তু জলাবদ্ধতার জন্য মিথেন গ্যাস বের হতে পারে না। SRI পদ্ধিতিতে চারা বর্গাকারে বেশি দূরত্বে প্রতি গোছায় একটি করে রোপণ করা হয়। রাসায়নিক সার ও কীটনাশক কম প্রয়োগ করতে হয়। ফলে মিথেন গ্যাস কম নির্গত হয়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. উদ্ভিদ ও জীব উৎপাদন সংক্রান্ত ব্যবস্থাপনা উপযোগী ভূ-ত্বকের নরম অংশকে কী বলে?

ক. মাটি

খ. জৈব সার

গ. শিলা

ঘ. পানি

উত্তর : ক

২. কোন অম্লমান মাটির অম্লত্ব নির্দেশ করে ?

ক. ৫.৫

খ. ৭.৫

গ. ৯.৫

ঘ. ১১.৫

উত্তর : ক

৩. জলবায়ু ও জীবকার্যের সমন্বিত প্রক্রিয়ায় সময়ের ব্যবধানে কোনটি থেকে মাটি তৈরি হয়েছে?

ক. শিলা

খ. জৈব পদার্থ

গ. আকরিক

ঘ. উদ্ভিদের মৃতদেহ

উত্তর : ক

৪. একজন কৃষিবিদ মাটিকে কী হিসেবে বিবেচনা করেন?

ক. খনিজের ধারক

খ. নির্মাণের ভিত্তি

গ. ফসল উৎপাদনের মাধ্যম

ঘ. জ্বালানির উৎস

উত্তর : গ

৫. অম্লমান সম্পর্কিত নিচের কোন সমীকরণটি সঠিক?

ক. pH = - log [OH ]

খ. pH = log [H]

গ. pH = - log [H+]

ঘ. pH = log [OH ]

উত্তর : গ

৬. মাটিতে অম্লত্ব মাত্রা বৃদ্ধি পেলে কোনটির প্রাপ্যতা কমে?

ক. মলিবডেনাম

খ. আয়রন

গ. ম্যাঙ্গানিজ

ঘ. নাইট্রোজেন

উত্তর : ঘ

৭. অম্লীয় মাটিতে কোন অণুজীবের কার্যাবলি হ্রাস পায়?

ক. ছত্রাক

খ. ভাইরাস

গ. ব্যাকটেরিয়া

ঘ. মাইকোপ্লাজমা

উত্তর : গ

৮. অম্লীয় মাটিতে কোন ফসলটি ভালো হয়?

ক. ধান

খ. গম

গ. চা

ঘ. নারিকেল

উত্তর : গ

৯. ক্ষারীয় মাটি প্রধানত কয় ধরনের হয়?

ক. ২

খ. ৩

গ. 8

ঘ. ৫

উত্তর : খ

১০. ক্ষারীয় মাটিতে বিনিময়যোগ্য সোডিয়ামের পরিমাণ কত থাকে? 

ক. ৭%

খ. ১০% 

গ. ১২%

ঘ. ১৫%

উত্তর : ঘ

১১. ক্ষারীয় মাটিতে কোন ফসল ভালো জন্মায়? 

ক. আলু 

খ. চা 

গ. নারিকেল

ঘ. ধান

উত্তর : গ

১২. মৃত্তিকা দ্রবণে নীল লিটমাস ডুবালে যদি লাল বর্ণ হয় তবে সেটি কোন প্রকৃতির?

ক. অম্লীয় মাটি

খ. ক্ষারীয় মাটি

গ. চুনা মাটি

ঘ. নিরপেক্ষ মাটি

উত্তর : ক

১৩. মাটির অম্লমান কমানোর জন্য মাটিতে কোন পদার্থটি প্রয়োগ করতে হয়?

ক. সার

খ. নাইট্রোজেন

গ. চুন

ঘ. লৌহ

উত্তর : গ

১৪. কলিচুনের সংকেত কোনটি?

ক. Al2CO3

খ. Ca(OH)2

গ. CaCO3

ঘ. CaO

উত্তর : খ

১৫. কোনটি মাটির রাসায়নিক গুণাবলি?

ক. বুনট

খ. তাপমাত্রা

গ. বাফার ক্ষমতা

ঘ. কণার দৃঢ়তা

উত্তর : গ

১৬. মাটি সংশোধনে ব্যবহৃত জৈব বালাইনাশক কোনটি?

ক. ক্লোরোপিকরিন

খ. ফরমালিন

গ. মিথাইল ব্রোমাইড

ঘ. নিম তেল

উত্তর : ঘ

১৭. লোনা মাটিতে পানির সাথে কী প্রয়োগ করলে লবণাক্ততা কমে যায়?

ক. বেসিক স্লাগ

খ. কলিচুন

গ. ক্যালসিয়াম সালফেট

ঘ. চুনাপাথর

উত্তর : গ

১৮. লোনা পানিতে কোন আয়নের আধিক্য বেশি থাকে?

ক. আয়রন

খ. সোডিয়াম

গ. ক্যালসিয়াম

ঘ. ম্যাগনেসিয়াম

উত্তর : খ

১৯. মাটির ক্ষারত্ব নিয়ন্ত্রণে কোন পুষ্টি উপাদান যোগ করতে হয়?

ক. নাইট্রোজেন

খ. ফসফরাস

গ. সালফার

ঘ. পটাশ

উত্তর : গ

২০. ক্ষারীয় মাটি হতে ১ গ্রাম Na অপসারণ করতে কত গ্রাম CaSO4 প্রয়োজন?

ক. ২.৭

খ. ৩.৭

গ. ৪.৭

ঘ. ৫.৭

উত্তর : খ

২১. কোনটিকে সূক্ষ্ম বুনট মাটি বলা হয়?

ক. বেলে

খ. এঁটেল

গ. দোআঁশ

ঘ. পলি

উত্তর : খ

২২. নিচের কোনটি পলি কণার ব্যাস?

ক. < ০.০০১ মিমি

খ. ০.০১ - ০.০০১ মিমি 

গ. < ০.০০২ মিমি

ঘ. ০.০২ - ০.০০২ মিমি

উত্তর : ঘ

২৩. কোন ভূমিক্ষয়কে মাটি গঠন প্রক্রিয়ার একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়?

ক. ভূমি কর্ষণ

খ. প্রাকৃতিক

গ. সেচ

ঘ. জুম চাষ

উত্তর : খ

২৪. জমির ঢাল বরাবর ক্ষয়রেখা সৃষ্টি হয় কোন ধরনের ভূমিক্ষয়ের ফলে?

ক. আস্তরণ

খ. রিল

গ. গালি

ঘ. বাত্যাজনিত

উত্তর : খ

২৫. বায়ুপ্রবাহজনিত কারণে বাংলাদেশে কোন অঞ্চলে ভূমিক্ষয় হয়?

ক. রাজশাহী ও রংপুর

খ. ময়মনসিংহ ও জামালপুর

গ. বরিশাল ও পটুয়াখালী

ঘ. মাদারীপুর ও ফরিদপুর

উত্তর : ক

২৬. কোন ধরনের মাটিতে বাত্যাজনিত ভূমিক্ষয় বেশি হয়?

ক. এঁটেল

খ. বেশি জৈব পদার্থযুক্ত

গ. কম জৈব পদার্থযুক্ত

ঘ. আচ্ছাদিত

উত্তর : গ

২৭. একটি জমিতে বছরে চারটি ফসলের চাষ করা হলো। জমিটিতে ফসলের নিবিড়তা কত?

ক. ২০০

গ. ৪০০

খ. ৩০০

ঘ. ৫০০

উত্তর : গ

২৮. পাহাড়ি ঢালে ফসল ব্যবস্থাপনায় কয়েক সারি অন্তর জমির ঢালে আড়াআড়িভাবে ঘন ঘাস বা শস্যের চাষকে কী বলে?

ক. কন্টোর ক্রপিং

খ. ইন্টার ক্রপিং

গ. মিক্সড ক্রপিং

ঘ. হিল ক্রপিং

উত্তর : ক

২৯. নিচের কোনটি আচ্ছাদন ফসল?

ক. পেঁপে

খ. সরিষা

গ. লাউ

ঘ. গম

উত্তর : গ

৩০. মালচিং এর মাধ্যমে কী করা হয়?

ক. খনিজ সরবরাহ

খ. ফসল নির্বাচন

গ. জমি চাষ

ঘ. আর্দ্রতা সংরক্ষণ

উত্তর : ঘ

৩১. উদ্ভিদ মাটি হতে মোট কতটি খনিজ উপাদান সংগ্রহ করে থাকে? 

ক. ১১

খ. ১২

গ. ১৩

ঘ. ১৪

উত্তর : ঘ

৩২. মাটির pH কত থাকলে গাছ সহজেই পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে?

ক. ২-৪

খ. ৪-৬

গ. ৬-৮

ঘ. ৮-১০

উত্তর : গ

৩৩. কোন উপাদানটিকে মাটির প্রাণ বলা হয়?

ক. খনিজ পদার্থ

খ. জৈব পদার্থ 

গ. বায়ু

ঘ. পানি

উত্তর : খ

৩৪. মাটিতে আয়তন ভিত্তিতে জৈব পদার্থের পরিমাণ শতক কত ভাগ থাকা উচিত?

ক. ২

খ. ৩

গ. 8

ঘ. ৫

উত্তর : ঘ

৩৫. ধৈঞ্চা গাছে কোন পুষ্টি উপাদানটি বেশি পরিমাণে থাকে?

ক. নাইট্রোজেন

খ. ফসফরাস

গ. ম্যাগনেসিয়াম

ঘ. পটাশ

উত্তর : ক

৩৬. মাটিতে কয় প্রকারের রন্ধ্র বিদ্যমান?

ক. ২

খ. ৪

গ. ৫

ঘ. ৬

উত্তর : ক

৩৭. পাহাড়ি জমিতে কার্যকর সেচ পদ্ধতি কোনটি?

ক. করোগেশন

খ. ফোয়ারা

গ. আইল

ঘ. নালা

উত্তর : খ

৩৮. সবচেয়ে সাশ্রয়ী পানি সেচ পদ্ধতি কোনটি?

ক. রিং বেসিন

খ. নালা

গ. ড্রিপ

ঘ. চেক বেসিন

উত্তর : গ

৩৯. প্রচলিত সেচ পদ্ধতিতে ধানের জমিতে কত সেমি দাঁড়ানো পানি রাখা হয়?

ক. ১০-১৫

খ. ১০–১২

গ. ১২–১৫

ঘ. ১৫–১৮

উত্তর : ক

৪০. প্রতি কেজি ধান উৎপাদনে কত লিটার পানি প্রয়োজন?

ক. ৩০০০ - ৪০০০

খ. ৩০০০-৫০০০

গ. ৩৫০০ - ৪০০০

ঘ. ৪০০০ - ৫০০০

উত্তর : খ

৪১. বর্তমানে ধান চাষে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি হিসেবে কোনটি জনপ্রিয়?

ক. পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো পদ্ধতি

খ. নালা পদ্ধতি

গ. বর্ষণ সেচ পদ্ধতি

ঘ. চেক বেসিন পদ্ধতি

উত্তর : ক

৪২. ধান চাষে SRI পদ্ধতিটির প্রবর্তক কে?

ক. ডব্লিউ হিল্টনার

খ. লুই পাস্তুর

গ. ক্যারোলাস লিনিয়াস

ঘ. হেনরি ডি. ললানি

উত্তর : ঘ

৪৩. গতানুগতিক পদ্ধতির ধান চাষে প্রতি গোছায় কয়টি চারা রোপণ করা হয়?

ক. ২-৩ টি

খ. ৩-৪ টি

গ. ৪-৫টি

ঘ. ৫-৬ টি

উত্তর : খ

৪৪. AWD পদ্ধতিতে ব্যবহৃত পাইপের ব্যাস সাধারণত কত হয়?

ক. ২-৫ সেমি

খ. ৫-৮ সেমি

গ. ৭-১০ সেমি

ঘ. ৯-১২ সেমি

উত্তর : গ

৪৫. পেঁপে গাছ কতদিন পর্যন্ত জলাবদ্ধতা সহ্য করতে পারে?

ক. ১-২

খ. ৩-৪

গ. ৫-৬

ঘ. ৭-৮

উত্তর : খ

৪৬. কৃষি জমিতে প্রধানত কয়টি পদ্ধতিতে পানি নিষ্কাশন করা যায়?

ক. ২

খ. ৩ 

গ. 8

ঘ. ৬

উত্তর : ক

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

৪৭. মাটির pH বাড়ার সাথে সাথে যেটির প্রাপ্যতা বৃদ্ধি পায়— 

i. N 

ii. B

iii. P

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

৪৮. অম্ল মাটিতে বিষাক্ততা দেখা যায়—

i. লৌহের

ii. ফসফরাসের

iii. অ্যালুমিনিয়ামের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

৪৯. ক্ষারীয় মাটিতে প্রাপ্যতা কমে যায়—

i. Na

ii. Cu

iii. B

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

৫০. মাটির লবণাক্ততা ও ক্ষারত্ব পরিমাপের ইউনিট হলো—

i. TSS

ii. EC

iii. ESP

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

৫১. কহিনূরের জমির মাটি অম্লধর্মী। এই সমস্যা দূর করার জন্যসে জমিতে চুন প্রয়োগ করল । এতে তার জমির—

i. মাটির ক্ষয় বেশি হবে

ii. মাটিতে ব্যাকটেরিয়ার কার্যাবলি বৃদ্ধি পাবে 

iii. মাটিতে জৈব পদার্থের বিয়োজন বাড়বে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

৫২. অম্লীয় মাটি সংশোধনে ব্যবহৃত হয়—

i. CaO

ii. Ca(OH)2

iii. CaCO3

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

৫৩. মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ ও উর্বরতা বৃদ্ধির জন্য যে সকল জৈব পদার্থ প্রয়োগ করা হয়—

i. ট্রাইকোডারমা

ii. কুইক কম্পোস্ট

iii. ভার্মিকম্পোস্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

৫৪. বর্তমানে ফসলের পোকা দমনের জন্য ব্যবহৃত বায়োপেস্টিসাইড হলো—

i. ধুতুরা ফুলের রস 

ii. নিম তেল

iii. খেজুর পাতার নির্যাস 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

৫৫. মাটির লবণাক্ততা নিয়ন্ত্রণ করতে—

i. গন্ধক ব্যবহার করা যায়

ii. মাটিতে লবণমুক্ত পানি সেচ দেওয়া যায়

iii. সোডিয়াম সালফেট প্রয়োগ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

৫৬. মাটির বুনট—

i. বীজ বপনকাল নিয়ন্ত্রণ করে 

ii. মৃত্তিকা শ্রেণিবিন্যাসে সহায়তা করে 

iii. মাটির উৎপাদন ক্ষমতা জানা যায় 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

৫৭. এঁটেল মাটিতে—

i. কমপক্ষে ১৫% কদমকণা থাকে

ii. পাট, ভুট্টা ভালো জন্মে

iii. পানি ধারণ ক্ষমতা বেশি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

৫৮. উপকূলীয় এলাকায় ভূমিক্ষয়রোধী বৃক্ষ প্রজাতি হলো—

i. পাইন

ii. জারুল

iii. ঝাউ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

৫৯. ভূমিক্ষয় বেশি দেখা যায়—

i. বেলে মাটিতে

ii. এঁটেল মাটিতে

iii. দোআঁশ মাটিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

৬০. অবলম্ব (Suspension) ভূমিক্ষয়ে—

i. দীর্ঘ দূরত্ব পর্যন্ত ঘূর্ণন হয়

ii. স্থূলকণা অংশগ্রহণ করে 

iii. মরুভূমিতে একে বালিয়াড়ি বলে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

৬১. মাটির উর্বরতার প্রাকৃতিক উপাদান হলো—

i. মাটির বয়স

ii. ভূমির বন্ধুরতা 

iii. মাটির অম্লমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

৬২. সেচ দেওয়ার সময় নিধারণের জন্য একজন কৃষক বিবেচনা করবেন—

i. মাটিতে রসের অবস্থা 

ii. মাটিতে অণুজীবের কার্যাবলি 

iii. ফসলের বৃদ্ধি পর্যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

৬৩. ধান চাষে সেচ প্রদানের সংকটময় পর্যায় হলো—

i. প্রাথমিক কুশি পর্যায়

ii. পুষ্পায়ন পর্যায়

iii. মূল গজানো পৰ্যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

৬৪. আলু ফসলে পানির প্রয়োজন হয়—

i. কন্দ সূচনা পর্যায়ে

ii. কার্ড তৈরির সময়

iii. কন্দ পরিপক্ক পর্যায়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

৬৫. শ্রী পদ্ধতিতে সেচ প্রদানের ফলে——

i. ফসলের জীবনকাল ১০ দিন কমে যায়

ii. সার বেশি লাগে

iii. ফলন ২০% পর্যন্ত বাড়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

৬৬. পানি নিষ্কাশনের ফলে—

i. বুনটের পরিবর্তন ঘটে 

ii. অণুজীবের কার্যকারিতা কমে

iii. আগাছার প্রকোপ কমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও: 

হাবিব তার জমিতে সেচ দিলে দেখে পানি অতি দ্রুত নিষ্কাশিত হয়ে যায়। স্থানীয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউশনে মাটির বুনট পরীক্ষা করে জানা যায় তার জমির মাটিতে ৭০% এর বেশি বালি কণা রয়েছে।

৬৭. হাবিবের জমির মাটির বুনট কোন প্রকৃতির?

ক. পলি

খ. বেলে

গ. দোআঁশ বেলে

ঘ. এঁটেল

উত্তর : খ

৬৮. হাবিব উক্ত পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে—

i. শস্য নির্বাচন করবে

ii. মাটির উর্বরতা জানতে পারবে 

iii. মাটির পানি ধারণ ক্ষমতা জানতে পারবে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬৯ ও ৭০ নং প্রশ্নের উত্তর দাও: 

এক বৃষ্টির দিনে রানা তাদের উঠোনে সূত্রাকার একটি জীব দেখে তার বাবাকে ডাকল। তার বাবা এটিকে ব্যাকটেরিয়ার ফ্যাক্টরি বলে মন্তব্য করেন। তিনি আরও জানান, বর্তমানে এই জীবটি দ্বারা তৈরি সার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

৬৯. উদ্দীপকের অণুজীবটি মাটিতে কোন সার তৈরি করে?

ক. জীবাণু সার

খ. সবুজ সার

গ. ভার্মিকম্পোস্ট

ঘ. রাসায়নিক সার

উত্তর : গ

৭০. এ জাতীয় সার ব্যবহারের ফলে—

i. মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় 

ii. মাটি বুনট ও সংযুতির উন্নতি ঘটায় 

iii. মাটির জীবনীশক্তি বৃদ্ধি পায় 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭১ ও ৭২ নং প্রশ্নের উত্তর দাও:

নিধি চাকমার বাড়ি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। সে এবার ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে দেখল ফসলের জমির মাঝখানে ছোট খালের মতো তৈরি হয়েছে।

৭১. নিধিদের এলাকায় কোন ধরনের ভূমিক্ষয় হয়েছিল?

ক. নালা

খ. আস্তরণ

গ. রিল

ঘ. নদী ভাঙন

উত্তর : ক

৭২. এ জাতীয় ভূমিক্ষয় রোধের উপায় হলো—

i. কন্টোর পদ্ধতিতে চাষ

ii. জমিতে জৈব পদাৰ্থ প্ৰয়োগ 

iii. ফসলের নিবিড় চাষাবাদ 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭৩ ও ৭৪নং প্রশ্নের উত্তর দাও: 

রফিক তার জমিতে ভালো ফলনের আশায় বিভিন্ন ধরনের জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করে। এছাড়াও সে জমিতে লিগিউম জাতীয় ফসল চাষ করে। কিন্তু জমি থেকে সে আশানুরূপ ফলন পায় না ।

৭৩. রফিকের জমিতে কোন গুণের ঘাটতি রয়েছে?

ক. উৎপাদন ক্ষমতা

খ. জৈব পদার্থ

গ. পানি ধারণ ক্ষমতা

ঘ. খনিজ পদার্থ

উত্তর : ক

৭৪. আশানুরূপ ফলন পেতে রফিক আরও মনযোগী হতে পারে—

i. ভূমিক্ষয় রোধে

ii. উন্নত চাষযন্ত্র ব্যবহারে

iii. জমির আগাছা দমনে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

৭৫. প্রশম বা নিরপেক্ষ মাটির অম্লমান (pH) কোনটি?

[সকল বোর্ড-২০২২]

ক. ৭ এর কম

খ. ৭

গ. ৭ এর বেশি

ঘ.৮ এর বেশি

উত্তর : খ

৭৬. কৃষিকাজের জন্য কোন মাটি সবচেয়ে উপযোগী?

[সকল বোর্ড-২০২২]

ক. এঁটেল

খ. বেলে

গ. দো-আঁশ

ঘ. পলি

উত্তর : গ

৭৭. কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন? 

[সকল বোর্ড-২০২২]

ক. ক্ষারত্ব সংশোধনে

খ. অম্লত্ব সংশোধনে

গ. লবণাক্ততা দূরীকরণে

ঘ. পানি ধারণ ক্ষমতা বাড়াতে

উত্তর : খ

৭৮. অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়?

[সকল বোর্ড-২০১৮]

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর : খ

৭৯. মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কীসের উপর নির্ভর করে?

[সকল বোর্ড-২০১৮]

ক. মাটির উর্বরতা

খ. মাটির ক্ষারত্বের তীব্রতা

গ. মাটির অম্লত্বের তীব্রতা 

ঘ. মাটির উৎপাদন ক্ষমতা

উত্তর : গ

৮০. আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্র পদ্ধতিতে মাটির বুনটকে কতটি শ্রেণিতে ভাগ করা হয়েছে?

[সকল বোর্ড-২০১৭ ]

ক. ৯

খ. ১০

গ. ১১

ঘ. ১২

উত্তর : ঘ

৮১. যদি কোনো মাটিতে প্রায় ৫০% বালি এবং ৫০% পলি ও কর্দম কণা থাকে, তবে তাকে কী মাটি বলে? 

[সকল বোর্ড-২০১৭]

ক. দোআঁশ বেলে

খ. দোআঁশ

গ. বেলে এঁটেল

ঘ. পলি এঁটেল

উত্তর : খ

৮২. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?

[সকল বোর্ড-২০১৭]৮৯.

ক. দোআঁশ বেলে 

খ. দোআঁশ

গ. পলি

ঘ. এঁটেল

উত্তর : ঘ

৮৩. মাটির আর্দ্রতা সংরক্ষণের কৃত্রিম পদ্ধতিকে কী বলা হয়?

[সকল বোর্ড-২০১৭]

ক. সেচ

খ. নিকাশ

গ. মালচিং

ঘ. মৃত্তিকা সংরক্ষণ

উত্তর : গ

৮৪. সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায়—

[সকল বোর্ড-২০১৭] 

ক. দিনে দুইবার সেচ দিয়ে 

খ. আগাছা দমন করে

গ. সময়মতো সেচ দিয়ে 

ঘ. সকালবেলা সেচ দিয়ে

উত্তর : গ 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮৭ ও ৮৮নং প্রশ্নের উত্তর দাওঃ

তুহিনের জমির চারিদিকে উঁচু আইল আছে কিন্তু ভারী বৃষ্টিপাতের পরও সে লক্ষ করল তার জমিতে কোন পানি জমেনি। তুহিন ঐ জমিতে বোরো মৌসুমে ধান চাষ করতে চায়। সে এ বিষয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে তাকে মাটির বুনট রূপান্তরের পরামর্শ দেন। 

[সকল বোর্ড-২০২২]

৮৫. তুহিনের জমির মাটি কোন ধরনের?

ক. বেলে মাটি

খ. দো-আঁশ মাটি

গ. পলি মাটি

ঘ. এঁটেল মাটি

উত্তর : ক

৮৬. কৃষি কর্মকর্তার পরামর্শে তুহিন তার জমিতে যে বিশেষ কাজগুলো করলেন তা হলো--

i. এঁটেল মাটি প্রয়োগ করলেন

ii. চুন প্রয়োগ করলেন

iii. খামারজাত ও কম্পোস্ট সার প্রয়োগ করলেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও: 

বিজয়ের জমিতে ফসলের কাঙ্ক্ষিত ফলন হয় না। সে তার জমির মাটি পরীক্ষা করে দেখল যে অম্লমান  পরবর্তীতে সে কৃষি কর্মকর্তার পরামর্শে উক্ত জমিতে ফসল উৎপাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সফল হয়। 

[সকল বোর্ড-২০১৮]

৮৭. উদ্দীপকে উল্লিখিত অম্লমানে কোন উদ্ভিদ ভালো জন্মে? 

ক. কাঁঠাল 

খ. লেবু 

গ. কফি

ঘ. নারিকেল

উত্তর : ঘ

৮৮. কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে বিজয়ের করণীয় পদক্ষেপ

i. কাঠের ছাই প্রয়োগ করে

ii. লবণ দূরীভূত করে

iii. জিপসাম প্রয়োগ করে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও: 

শিমুল মধুপুরে মামার বাড়িতে গিয়ে আনারস বাগান দেখে মহাখুশি। বাড়িতে ফিরে এসে সে আনারস বাগান করবে বলে সিদ্ধান্ত নেয়। তার জমির মাটি পরীক্ষা করে জানতে পারে, মাটির অম্লমান ৮.০। কৃষি কর্মকর্তা তার জমি উক্ত ফসল চাষের অনুপযোগী বলে জানিয়ে দেন। তবে উক্ত ফসল চাষের জন্য কৃষি কর্মকর্তা শিমুলের জমির মাটি সংশোধনের পরামর্শ দেন। 

[সকল বোর্ড-২০১৮]

৮৯. শিমুলের জমি কোন ফসল চাষের উপযোগী?

ক. গম

খ. আলু

গ. নারিকেল

ঘ. বরবটি

উত্তর : গ

৯০. উদ্দীপকে উল্লিখিত জমিতে উক্ত ফসল চাষ করতে চাইলে শিমুলকে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে?

i. সালফার প্রয়োগ করতে হবে

ii. জৈব সার ব্যবহার করতে হবে 

iii. চুন প্রয়োগ করতে হবে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও: 

ফরহাদের গ্রামের এলাকার মাটি খুব শক্ত তবে একটু বৃষ্টি হলেই কাদা হয়। তাই তারা শীতকালীন সবজি উৎপাদন ভালোভাবে করতে পারে না। 

[সকল বোর্ড- ২০১৯]

৯১. উদ্দীপকের মাটির ধরন নিচের কোনটি?

ক. এঁটেল

খ. পলি

গ. দো-আঁশ

ঘ. বেলে

উত্তর : ক

৯২. উদ্দীপকের মাটির বৈশিষ্ট্য—

i. এই মাটির পানি ধারণক্ষমতা বেশি

ii. গ্রীষ্মকালীন সময়ে মাটি ফাটল ধরে 

iii. মিষ্টি আলু খুব ভালো জন্মে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও:

নন্দবাবু কোনো একটি এনজিও থেকে জৈব সারের মাধ্যমে সবজি উৎপাদন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি জানতে পারেন, গাছের গোড়ায় লতা-পাতা দিয়ে ঢেকে দিলে ফলন ভালো হয়। 

[সকল বোর্ড- ২০১৯]

৯৩. নন্দবাবুর গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতিকে কী বলে?

ক. রোগিং

খ. মালচিং

গ. প্রুনিং

ঘ. ট্রেনিং

উত্তর : খ

৯৪. এই পদ্ধতি অবলম্বন করার কারণ—

i. মাটির ক্ষয়রোধ করার জন্য

ii. আর্দ্রতা সংরক্ষণের জন্য 

iii. তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও: 

মাহমুদ আকতার তার জমিতে সবসময়ই রাসায়নিক সার ব্যবহার করে থাকে। ইদানিং তার জমির ফসলের উৎপাদন তুলনামূলকভাবে কমে গেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা তার জমি পরিদর্শন করে তাকে বিশেষ একধরনের শস্য চাষ করে সবুজ অবস্থায় মাটির সাথে মিশিয়ে দেয়ার পরামর্শ দেন। সে উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে বেশ উপকৃত হয়।

[সকল বোর্ড- ২০১৮] 

৯৫. মাহমুদ আকতার নিচের কোন শস্যটির চাষ করে?

ক. ভুট্টা

খ. শনপাট

গ. সয়াবিন

ঘ. চিনাবাদাম

উত্তর : খ

৯৬. উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে মাহমুদ আকতারের সাফল্যের কারণ হলো, 

উক্ত শস্য মৃত্তিকার-

i. উর্বরতা বাড়িয়ে দেয়

ii. অম্লত্ব কমিয়ে দেয়

iii. জৈব পদার্থ বাড়িয়ে দেয় 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯৯ ও ১০০ নং প্রশ্নের উত্তর দাও:

রাতুলের তিন একর জমির মধ্যে এক একর উঁচু জমিতে একটি আমের বাগান আর বাকী জমিতে প্রতি বছর ধান চাষ করে থাকে। ইদানিং তার আম ও ফসলের উৎপাদন বেশ হ্রাস পায়। চিন্তিত হয়ে সে উপজেলা কৃষি কর্মকর্তাকে তার জমি পরিদর্শন করায়। কৃষি কর্মকর্তা তাকে আম বাগানে সার ও সেচ প্রদানের এবং ফসলী জমিতে ভিন্ন ফসল চাষের পরামর্শ দেন। সে যথারীতি তা পালন করল এবং আম ও জমির ফসলের ফলন বৃদ্ধি পেল । 

[সকল বোর্ড-২০১৭]

৯৭. রাতুল তার জমিতে যে পদ্ধতিতে সেচ দিবে---

i. বেসিন সেচ

ii. প্লাবন সেচ

iii. আইল সেচ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

৯৮. রাতুলের ফসলী জমির ফলন বৃদ্ধির কারণ কী?

ক. সোপান চাষ অনুসরণ 

খ. শস্য পঞ্জিকা অনুসরণ 

গ. শস্য পর্যায় অবলম্বন

ঘ. ফালিবদ্ধ চাষ অনুসরণ

উত্তর : গ

 কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

 কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url