বাংলা ১ম পত্র অধ্যায় ১৩:ফেব্রুয়ারি ১৯৬৯ সাজেশন
ফেব্রুয়ারি ১৯৬৯
শামসুর রাহমান
এইচএসসি বাংলা ১ম পত্র সমাধান রাজশাহী বোর্ড 2023
এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৪
HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2024
পেজ সূচিপত্র :অধ্যায় ১৩:ফেব্রুয়ারি ১৯৬৯
সৃজনশীল রচনামূলক
১. “ওরা চল্লিশ জন কিম্বা আরও বেশি
যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ
কৃষ্ণচূড়া গাছের তলায়
ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য
যারা প্রাণ দিয়েছে ওখানে
একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য....
সেইসব মৃত্যুর নামে
আমি ফাঁসির দাবি করছি
যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে
চেয়েছে তাদের জন্য
আমি ফাঁসি দাবি করছি।
হে আমার মৃত ভায়েরা...
তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে
প্রতিশোধ ও বিজয়ের আনন্দে।”
ক. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং কী?
খ. 'সেই ফুল আমাদের প্রাণ'- বলতে কী বোঝ? ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করে বুঝিয়ে দাও ।
ঘ. “উদ্দীপকের সংগ্রামী চেতনা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার বাঙ্গালির স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার শিল্পরূপ” – বিশ্লেষণ করো।
২. স্বৈরাচারী শাসকের পতনের দাবিতে বেয়ানেটের সামনে বুক পেতে দিয়েছিল বলিষ্ঠ যুবক নূর হোসেন। দেশের জন্য বুকের রক্ত, দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। ঘরে ঘরে এমন দেশপ্রেমিক নূর হোসেন যেন জন্মায় এটাই আমাদের প্রত্যাশা হোক।
ক. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের কথা উল্লেখ করা হয়েছে?
খ. 'দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল' বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা করো ।
ঘ. “বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
— উদ্দীপক ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার আলোকে তোমার মতামত দাও।
৩. ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে প্রীতিলতা ওয়াদ্দেদার নামটি স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি ছিলেন প্রথম মহিলা শহিদ। দেশের জন্য মানুষের ওপর অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে প্রতিরোধ গড়তে সশস্ত্র বিদ্রোহে শামিল হন প্রীতিলতা। ইউরোপীয় ক্লাব আক্রমণের পর পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি আত্মহুতি দেন। প্রীতিলতা ওয়াদ্দেদারের বিপ্লবী চেতনা যুগ যুগ ধরে স্বাধীনতাকামী মানুষকে প্রেরণা দিয়েছে, আজও দেয়। কারণ, বিপ্লবীদের মৃত্যু নেই ।
ক. কবি শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় কোন পত্রিকায়?
খ. ‘হৃদয়ের হরিৎ উপত্যকায়'— বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের কোন চেতনাটি 'ফেব্রুয়ারি-১৯৬৯' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? যুক্তি দেখাও।
ঘ. “উদ্দীপকে উল্লিখিত 'বিপ্লবীদের মৃত্যু নেই' কথাটি ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় প্রতিফলিত হয়েছে” – বিশ্লেষণ করো।
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. 'কমলবন' শব্দটির অর্থ কী?
উত্তর: 'কমলবন' শব্দটির অর্থ পদ্মবন।
প্রশ্ন-২. ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন কাব্যগ্রন্থের কবিতা?
উত্তর: ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থের কবিতা।
প্রশ্ন-৩. হৃদয়ের উপত্যকাটির রং কেমন?
উত্তর: হৃদয়ের উপত্যকাটির রং হরিৎ।
প্রশ্ন-৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
প্রশ্ন-৫. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি 'কমলবন'কে কীসের প্রতীকরূপে ব্যবহার করেছেন?
উত্তর: 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় মানবিকতা,সুন্দর ও কল্যানের জগৎ বোঝাতে কবি 'কমলবন'কে প্রতীকরূপে ব্যবহার করেছেন।
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা'- ব্যাখ্যা করো।
প্রশ্ন-২. 'দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল'— বলতে কী বোঝানো হয়েছে?
প্রশ্ন-৩. 'হৃদয়ের হরিৎ উপত্যকায়'— বলতে কী বোঝানো হয়েছে?
প্রশ্ন-৪. “ওরা শহিদের ঝলকিত রক্তের বুদ স্মৃতিগন্ধে ভরপুর” বলতে কী বোঝানো হয়েছে?
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ফেব্রুয়ারি ১৯৬৯'-এর আন্দোলনের কারণ ছিল—
(ক) শোষণহীন সমাজব্যবস্থা কায়েম করা
(খ) আত্মহুতির মাহাত্ম্যে গৌরবান্বিত হওয়া
(গ) একুশের রক্ত ঝরার প্রতিশোধ নেয়া
(ঘ) দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া
উত্তর: ঘ
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
২. রাত্রি-দিন ভুষ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আধমরা কেউ'-এর পরের চরণটি হলো-
(ক) মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ
(খ) কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া
(গ) আবার সালাম নামে রাজপথে
(ঘ) বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে
উত্তর: খ
৩. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে?
(ক) গ্রামের পথে
(খ) শহরের পথে
(গ) নদীর ধারে
(ঘ) প্ৰকাণ্ড গাছে
উত্তর: খ
৪. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়?
(ক) রক্তে রঞ্জিত বর্ণমালা
(খ) রক্তে রঞ্জিত জামা
(গ) পতাকার লাল রং
(ঘ) শহিদের ঝলকিত রক্তের বুদবুদ
উত্তর: ঘ
৫. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) স্বরবৃত্ত
(খ) অক্ষরবৃত্ত
(গ) মাত্রাবৃত্ত
(ঘ) প্রবহমান গদ্য ছন্দে
উত্তর: ঘ
৬. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বর্ণিত ‘একুশের কৃষ্ণচূড়া' কীসের প্রতীক?
(ক) আমাদের চেতনার
(খ) আমাদের সংগ্রামের
(গ) আমাদের আকাঙ্ক্ষার
(ঘ) আমাদের বিজয়ের
উত্তর: ক
৭. ‘বুঝি তাই উনিশশো উনসত্তরেও আবার সালাম নামে রাজপথে’—‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালাম রাজপথে নেমে কী করে ?
(ক) স্লোগান দেয়
(খ) পতাকা ওড়ায়
(গ) শহিদ হয়।
(ঘ) ঘাতকের থাবায় বুক পাতে
উত্তর: খ
৮. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত?
(ক) ভাষা আন্দোলনের
(খ) তেভাগা আন্দোলনের
(গ) স্বাধীনতা আন্দোলনের
(ঘ) ১৯৬৯-এর গণ আন্দোলনের
উত্তর: ঘ
৯. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?
(ক) সালাম
(খ) বরকত
(গ) সফিউর
(ঘ) মতিউর
উত্তর: খ
১০. 'এ রঙের বিপরীতে আছে অন্য রং'— চরণ দ্বারা “ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কীসের ইঙ্গিত দেওয়া হয়েছে?
(ক) নির্দয়তা
(খ) বিষাদ
(গ) অহংকার
(ঘ) মানবতার বিপর্যয়
উত্তর: ঘ
১১. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় 'কমলবন' কী?
(ক) প্রতীক
(খ) উপমা
(গ) রূপক
(ঘ) উৎপ্রেক্ষা
উত্তর: ক
১২. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়?
(ক) রক্তে রঞ্জিত বর্ণমালা
(খ) রক্তে রঞ্জিত জামা
(গ) পতাকার লাল রং
(ঘ) শহিদের ঝলকিত রক্তে বুদ্বুদ
উত্তর: ঘ
১৩. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?
(ক) জবা
(খ) গোলাপ
(গ) কৃষ্ণচূড়া
(ঘ) পলাশ
উত্তর: গ
১৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?
(ক) সালাম
(খ) বরকত
(গ) সফিউর
(ঘ) মতিউর
উত্তর: খ
১৫. ‘একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং।'- এই চরণটির আগের চরণ হলো-
(ক) এ রঙের বিপরীত আছে অন্য রং,
(খ) মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ
(গ) শহিদদের ঝলকিত রক্তের বুদ্বুদ, স্মৃতিগন্ধে ভরপুর।
(ঘ) দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো
উত্তর: গ
১৬. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ভাষা শহিদ সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে?
(ক) তিন
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) ছয়
উত্তর: খ
১৭. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বলা হয়েছে?
(ক) স্মৃতিময়তার
(খ) অনাবিলতার
(গ) চেতনার
(ঘ) ঘাতকের
উত্তর: গ
১৮. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়ার রংকে কবি কীসের রং হিসেবে উল্লেখ করেছেন?
(ক) মাটি ও মানুষের
(খ) বাঙালির চেতনা
(গ) বাঙালির ঐতিহ্য
(ঘ) জাতীয় পতাকা
উত্তর: খ
১৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের হাত থেকে কী ঝরে?
(ক) বর্ণমালা
(খ) স্মৃতিগন্ধ
(গ) রক্তের বুদ্বুদ
(ঘ) মাতার অশ্রুজল
উত্তর: ক
২০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ১৯৫২ সালের যেই ভাষা শহিদদের নামের উল্লেখ আছে—
i. সালাম
ii. বরকত
iii. রফিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ
২১. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় লক্ষণীয় বিষয়
i. আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনাবোধ
ii. জীবনের তাৎপর্যের দার্শনিক উন্মোচন
iii. আন্দোলন সংগ্রাম বাঙালির ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ
২২. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন চেতনা ফুটে উঠেছে—
i. দেশপ্রেম
ii. গণজাগরণ
iii. সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আমাদের রক্তধারায় মহৎ
কবিতায়, সব মহাকাব্যের আদি অনাদি আবেগ
বাংলাদেশ জাগ্রত।
২৩. উদ্দীপকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার যে ভাবের প্রকাশক-
i. দেশপ্রেম
ii. আত্মত্যাগ
iii. আত্মগৌরব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১৯৬৬ সালের ৬ দফা দাবি ও তৎপরবর্তী নানা ঘটনায় ১৯৬৯ সালে এদেশে বৃহত্তর আন্দোলন সূচিত হয়।
২৪. উদ্দীপকে বৃহত্তর আন্দোলন ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কীরূপে সূচিত হয়?
(ক) গণ অভ্যুত্থান
(খ) ভাষা আন্দোলন
(গ) ছাত্র আন্দোলন
(ঘ) শিক্ষা আন্দোলন
উত্তর: ক
২৫. উক্ত আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি—
i. শিক্ষার অধিকার চেয়েছিল
ii. নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিল
iii. শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url