ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র
অধ্যায়:২ কেন্দ্রীয় ব্যাংক
এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র ১০০% কমন সাজেশন-২০২৩
HSC Finance, Banking and Insurance 2nd paper100% Common Suggestion-2023
পেজ সূচিপত্র :অধ্যায়-২ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. কেন্দ্রীয় ব্যাংক কী?
[বা. বো. ২১. ব. বো. সি. বো. ১৯ কু. বো. ১৭; য. বো. ১৬]
উত্তর: জনকল্যাণের উদ্দেশ্যে সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত ব্যাংকই হলো কেন্দ্রীয় ব্যাংক ।
প্রশ্ন-২. কোন ব্যাংককে Mother of Central Bank বলে?
[ব. বো. ১৬]
উত্তর: 'ব্যাংক অব ইংল্যান্ড'-কে Mother of Central Bank বলে।
প্রশ্ন-৩. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি সাধন করা ।
প্রশ্ন-৪.তালিকাভুক্ত ব্যাংক কী?
উত্তর: যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত নীতিমালা মেনে চলার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়ে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে ।
প্রশ্ন-৫.ঋণ নিয়ন্ত্রণ কী?
[সকল বোর্ড ১৮;; রা. বো. ১৭]
উত্তর: ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে ।
প্রশ্ন-৬.‘Custodian of Government Fund' অর্থ কী?
উত্তর: ‘Custodian of Government Fund' অর্থ হলো সরকারি তহবিলের সংরক্ষক।
প্রশ্ন-৭.নোট ইস্যুকরণ কী?
[সি. বো. ২১]
উত্তর: বাজারে অর্থের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় য়া কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট ও মুদ্রা
ন্যুকৃত নোট ও মুদ্রা প্রচলন ব্যবস্থাকে নোট ইস্যুকরণ বলা হয়।
প্রশ্ন-৮. অ-তালিকাভুক্ত ব্যাংক কী?
উত্তর: যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত না হয়ে ব্যাংকিং কার্য পরিচালনা করে তাকে অ-তালিকাভুক্ত ব্যাংক বলে ।
প্রশ্ন-৯.তারল্য সংরক্ষণ কী?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত নিয়মানুযায়ী আমানতের একটি ন্যূনতম অংশ তারল্য হিসেবে সংরক্ষণ করাকে তারল্য সংরক্ষণ বলে ।
প্রশ্ন-১০.পরিশোধিত মূলধন কী?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তির জন্য কোনো ব্যাংককে যে পরিমাণ মূলধন কেন্দ্রীয় ব্যাংকে পরিশোধ করতে হয় তাকে পরিশোধিত মূলধন বলে।
প্রশ্ন-১১.বিধিবদ্ধ রিজার্ভ কী?
উত্তর: তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের আমানতের যে নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হয় ত বিধিবদ্ধ রিজার্ভ বলে ।
প্রশ্ন-১২.সংরক্ষিত তহবিল কি?
উত্তর: জামানতস্বরূপ যে পরিমাণ তহবিল কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয় তাকে সংরক্ষিত তহবিল বলে।
প্রশ্ন-১৩.সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি কী?
উত্তর: ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি না দিয়ে সাধারণভাবে বাজারে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের কৌশলকে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি (Quantitative Method) বলে।
প্রশ্ন-১৪.ব্যাংক হার কী?
[ম. বো., য. বো. ২২; সি. বো, ব. বো. ২১; ঢা. বো. ১৯, ১৭; দি. বো. ১৯]
বা,ব্যাংক রেট কী?
উত্তর: বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় বা প্রথম শ্রেণির বিল বা সিকিউরিটিজসমূহ বাট্টা করে, সেই হারকে ব্যাংক হার বলে। বর্তমান ব্যাংক হার ৪% ।
প্রশ্ন-১৫.ব্যাংক হার নীতি কী?
[দি. বো. ২১, ব. বো. ১৭]
উত্তর: ব্যাংক হার কমিয়ে-বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের কৌশলকে ব্যাংক হার নীতি বলে ।
প্রশ্ন-১৬.কল মানি রেট কী?
[ঢা বো., ২১]
উত্তর: সাময়িক তারল্য সংকটে কম সময়ের জন্য বাণিজ্যিক ব্যাংক সমজাতীয় ব্যাংক থেকে যে সুদের হারে অর্থ সংগ্রহ করে তাকে কল মানি রেট বলে ।
প্রশ্ন-১৭.ব্যাংক ব্যবস্থায় তারল্য কী?
[ক. বো. ২১]
উত্তর: গ্রাহকের চাহিবামাত্র ব্যাংকের অর্থ পরিশোধের সামর্থ্যকে ব্যাংক ব্যবস্থায় তারল্য বলা হয় ।
প্রশ্ন-১৮.খোলাবাজার নীতি কী?
[রা. বো. ২১]
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে বিভিন্ন ধরনের বন্ড, সিকিউরিটিজ, শেয়ার ইত্যাদি কেনা-বেচার ব্যাংকসমূহের ঋণ দেওয়ার সামর্থ্য কমানো-বাড়ানোর যে কৌশল নেয় তাকে খোলাবাজার নীতি বলে
প্রশ্ন-১৯.জমার হার পরিবর্তন নীতি কী?
উত্তর: জমার হার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণের কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলে
প্রশ্ন-২০.CRR কী?
উত্তর: তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের আমানতের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে নগদে জমা রাখতে হয় তাকে Cash Reserve Requirement (CRR) বা নগদ সঞ্চিতি হার বলে। বর্তমান CRR রেট হলো ৪% ।
প্রশ্ন-২১. SLR কী?
[ঢা. বো. ২২]
উত্তর: তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে নগদে ও অংশবিশেষ বন্ড, সিকিউরিটিজ কিনে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখার বিধানকে বিধিবদ্ধ তারল্য অনুপাত হার বা Statutory Liquidity Ratio (SLR) বলে । বর্তমানে SLR হার ১৩% ।
প্রশ্ন-২২. জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন কী?
উত্তর:সম্পত্তি জামানতের ওপর প্রদত্ত ঋণ কম-বেশি হওয়ার কারণে যে পরিবর্তন হয় তাকে জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন বলে ।
প্রশ্ন-২৩.মুদ্রাস্ফীতি কাকে বলে?
[ব. বো. ২২, য. বো. ২১, ১৬; চ. বো. ১৯]
উত্তর: বাজারে মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলে । এর ফলে মুদ্রার মূল্যমান কমে যায় এবং দ্রব্যমূল্য বেড়ে যায়
প্রশ্ন-২৪. গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি কী?
উত্তর: কোনো একটি ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে যে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করা হয় তাকে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি বলে।
প্রশ্ন-২৫. ঋণের বরাদ্দকরণ নীতি কী?
উত্তর: বিশেষ খাত চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণের পরিমাণ কম বা বেশি করার নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে ।
প্রশ্ন-২৬. প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ কী?
উত্তর: তালিকাভুক্ত ব্যাংক প্রচলিত নিয়ম ভঙ্গ করে ঋণ নিয়ন্ত্রণ কাজে বাধার সৃষ্টি করলে, কেন্দ্রীয় ব্যাংক যে শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাকে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ বলে ।
প্রশ্ন-২৭. নৈতিক প্ররোচণার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ কী?
উত্তর: ঋণ নিয়ন্ত্রণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা জারি না করে কেন্দ্রীয় ব্যাংক অধীনস্ত ব্যাংকসমূহকে উপদেশ-পরামর্শ দেওয়ার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাকে নৈতিক প্ররোচণার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ বলে ।
প্রশ্ন-২৮. প্রচারনা পদ্ধতি কী?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাবাজার ও আর্থিক কাজের ওপর বুলেটিন, ম্যাগাজিন, পত্র-পত্রিকা, প্রতিবেদন ইত্যাদি প্রকাশের মাধ্যমে মুদ্রাবাজারের সদস্যদের দেশের আর্থিক অবস্থা, ব্যাংকিং পরিস্থিতি সম্পর্কে জানানোর কৌশলকে প্রচারনা পদ্ধতি বলে ।
প্রশ্ন-২৯.ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ কী?
উত্তর: ভোগ্য পণ্য কেনার জন্য প্রদেয় ঋণ কার্যক্রম নিয়ন্ত্রণ করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে ।
প্রশ্ন-৩০.মুদ্রাবাজার বা অর্থবাজার কী?
উত্তর: স্বল্পমেয়াদি মূলধন যোগানের জন্য আর্থিক প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে গঠিত বাজারকে মুদ্রাবাজার বা অর্থবাজার বলে ।
প্রশ্ন-৩১. মুদ্রাবাজার তত্ত্বাবধান কী?
উত্তর: স্বল্পমেয়াদি মূলধন যোগানের জন্য মুদ্রার লেনদেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে গঠিত বাজারকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠন ও পরিচালনা করাকে মুদ্রাবাজার তত্ত্বাবধান বলে ।
প্রশ্ন-৩২. বিহিত মুদ্রা কি?
উত্তর: যে মুদ্রা সরকারি আইন দ্বারা পরিচালিত এবং লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে জনগণ আইনগতভাবে বাধ্য তাকে বিহিত মুদ্রা বলে ।
প্রশ্ন-৩৩. নিকাশ ঘর কী?
[বো ২২. বা. বো. ২২, ১৬. দি. বো. ২২,২১,১৭,১৬. বো, যা বো, ২২, ২১, ১৯, ১৬:চ, বো, ব. বো. ২১, ১৭, ১৬: সি. বো. ১৭, ১৬]
উত্তর: ব্যাংকিং লেনদেন থেকে সৃষ্ট আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তিস্থলই হলো নিকাশ ঘর।
প্রশ্ন-৩৪. 'Clearing House'-এর আভিধানিক অর্থ কী?
উত্তর: 'Clearing House -এর আভিধানিক অর্থ হলো 'নিষ্পত্তি স্থল'।
প্রশ্ন-৩৫. নিকাশ ঘরের অধিবেশন দিনে কয় বার বসে?
উত্তর: নিকাশ ঘরের অধিবেশন দিনে ২ বার বসে।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. মুদ্রামান সংরক্ষণের দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকে? ব্যাখ্যা দাও ।
উত্তর: মুদ্রামান সংরক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত থাকে।
দেশের ব্যাংক ব্যবস্থা ও মুদ্রাবাজারের গঠন ও পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের উদ্ভব হয়েছে। মুদ্রাবাজার বলতে মুদ্রা ব্যবসায় নিয়ন্ত্রণের সাথে জড়িত সংস্থার সমষ্টিকে বোঝায় । মুদ্রাবাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ কাজসমূহ কেন্দ্রীয় ব্যাংক করে প্রশ্ন-২. কেন্দ্রীয় ব্যাংককে কেন অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়? ব্যাখ্যা করো। [দি.বো. ২১ ঢা. বো, চ. বো. ১৭/ উত্তর: তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুলে বিভিন্ন ব্যাংকিং সুবিধা পায়, তাই এটিকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়। সাধারণ জনগণ যেভাবে বাণিজ্যিক ব্যাংকে হিসাব খুলে ব্যাংকিং সেবা পেয়ে থাকে, তেমনি তালিকাভুক্ত ব্যাংকসমূহও কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুলে লেনদেন করে। দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো এই ব্যাংককে ঘিরেই তাদের ব্যবসায়িক কাজ পরিচালনা করে।
প্রশ্ন-৩. কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
[দি. বো. ২২, ম. বো. ২১. য. বো. ২১, ১৯, ১৬: সি. বো. ১৯]
উত্তর: সরকারের পক্ষে অর্থসংক্রান্ত কাজ সম্পাদন ও পরামর্শ দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় ।এই ব্যাংক দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থার নেতৃত্ব দিতে সরকারের মালিকানায় ও নিয়ন্ত্রণে পরিচালিত হয় । কেন্দ্রীয় ব্যাংকের মালিক, পরিচালক ও নিয়ন্ত্রক সরকার। এই ব্যাংক সরকারের পক্ষে অর্থ লেনদেন করে, হিসাব রাখে ও সরকারকে প্রয়োজনে ঋণ দেয় ৷
প্রশ্ন-৪. “কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মুদ্রার রিজার্ভ নিয়ন্ত্রণ করে”- ব্যাখ্যা কর।
[য. বো. ২২]
উত্তর: 'কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মুদ্রার রিজার্ভ নিয়ন্ত্রণ করে”— উক্তিটি যথাথ ।
প্রতিটি দেশের আমদানি বাণিজ্যের জন্য আন্তর্জাতিক মুদ্রার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ মুদ্রার রিজার্ভ দেশের অর্থনৈতিক অবস্থায় শক্তিমত্তা নির্দেশ করে । বিভিন্ন নীতির মাধ্যমে এ রিজার্ভের পরিমাণ নিয়ন্ত্রণ করার কাজটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের উপায়ই ন্যস্ত থাকে ।
প্রশ্ন-৫. অর্থ সরবরাহের উপাদানগুলো উল্লেখ কর।
উত্তর: অর্থ সরবরাহের উপাদানগুলো হলো নোট, মুদ্রা ইত্যাদি।
অর্থ সরবরাহ বলতে দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মোট বিহিত মুদ্রার পরিমাণকে বোঝায়। অর্থ সরবরাহ বা নোট ও মুদ্রার প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক। চাহিদার চেয়ে বেশি অর্থ সরবরাহ করলে মুদ্রাস্ফীতি এবং চাহিদার চেয়ে কম অর্থ সরবরাহ করলে মুদ্রা সংকোচন দেখা দেয়।
প্রশ্ন-৬. কোন ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় এবং কেন? ব্যাখ্যা কর।
[ কু. বো, ২২, ১৬, ব. বো. ২২, চ, বো, ২১ সি. বো. ২১, ১৬, দি. বো. ১৯, ঢা. বো. ১৭]
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে বলে একে মুদ্রাবাজারের অভিভাবক বলে ।
মুদ্রা বাজারে স্বল্পমেয়াদি অর্থ বা আর্থিক সম্পদ কেনা-বেচা করা হয়। এ বাজারের হাতিয়ার হলো- ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি। এ বাজারের গুরুত্বপূর্ণ অংশ হলো বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এ বাজারের উন্নয়নে সহায়তা করে। তাই একে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়।
প্রশ্ন-৭. ঋণের শেষ আশ্রয়স্থল কোন ব্যাংককে বলা হয়?
[কু. বো. ২২: রা, বো, দি.বো., ব, বো, ২১]
উত্তর: কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় ।
তালিকাভুক্ত ব্যাংকসমূহ যেকোনো কারণেই তারল্য সংকটে বা আর্থিক সংকটে পড়তে পারে। এসময় ব্যাংকগুলো অন্য কোনো উৎস থেকে অর্থ সংগ্রহে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক ঋণ সরবরাহে এগিয়ে আসে। এক্ষেত্রে এই ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে । এছাড়াও ব্যাংক বাণিজ্যিক হুন্ডি, প্রতিজ্ঞাপত্র ইত্যাদি পুনঃবাট্টা করে ঋণ দেয় ।
প্রশ্ন-৮.তালিকাভুক্ত ব্যাংকে লেনদেন করা উত্তম কেন?
[য. বো. ২১]
উত্তর: নিরাপত্তা বিবেচনায় অতালিকাভুক্ত ব্যাংক অপেক্ষা তালিকাভুক্ত ব্যাংক উত্তম ।
কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহকে সরাসরি তত্ত্বাবধান করে। বিভিন্ন আর্থিক পরামর্শ দিয়ে ব্যাংকিং কার্যক্রমে সহায়তা করে । তারল্য সংকটে ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে ঋণ প্রদান করে। জনগণের আমানতের নিশ্চয়তায় বিভিন্ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে, যা অতালিকাভুক্ত ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই গ্রাহকের আমানতের নিরাপত্তা বিবেচনায় অতালিকাভুক্ত ব্যাংক অপেক্ষা তালিকাভুক্ত ব্যাংক উত্তম ।
প্রশ্ন-৯. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
[চ. বো, ২১]
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো-
কেন্দ্রীয় ব্যাংক
১.জনকল্যাণে নিয়োজিত সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত ব্যাংকই মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংকই হলো | কেন্দ্রীয় ব্যাংক ।
২.এ ব্যাংকের মূল উদ্দেশ্য জনকল্যাণ ।
৩.যেকোনো দেশে একটিমাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে ।
৪.কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার পরিচালনা, ঋণ নিয়ন্ত্রণ, সরকারের | ব্যাংকার, দেশের ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রামান | সংরক্ষণ ইত্যাদি কাজ করে।
বাণিজ্যিক ব্যাংক
১.আমানত গ্রহণ, ব্যবসায় ঋণ বিতরন এবং লাভের জন্য ব্যবসা হিসাবে পরিচালিত মৌলিক বিনিয়োগের পণ্য সরবরাহ করার মতো পরিষেবা সরবরাহ করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে ।
২.এ ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা ।
৩.একটি দেশে অসংখ্য বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে ।
৪.বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করে মুনাফা অর্জন করে।
প্রশ্ন-১০. ঋণ নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?
[ঢা বো. ১৬]
উত্তর: ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে ।
ব্যক্তি ও প্রতিষ্ঠান স্ব-স্ব ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে। দেশের সামগ্রিক ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে। ব্যাংক ঋণ বাজারে অর্থ যোগানের গুরুত্বপূর্ণ উৎস। তাই এই ঋণকে কাম্য মাত্রায় বজায় রাখতে ঋণ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ।
প্রশ্ন-১১. ঋণ নিয়ন্ত্রণ কেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ? ব্যাখ্যা দাও।
[চা. বো, চ. বো. ১৬]
উত্তর: ঋণের পরিমাণ কাম্যমাত্রায় বজায় রাখার ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ।
দেশের সামগ্রিক ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে। এজন্য এটি বিভিন্ন নীতি বা কৌশল নির্ধারণ ও তা বাস্তবায়নের চেষ্টা চালায় । ঋণ না পেলে পণ্য উৎপাদনের চাকা সচল থাকে না, নতুন ব্যবসা-বাণিজ্য গড়ে ওঠতে পারে না। অন্যদিকে, ঋণ সরবরাহ বাজারে বেড়ে গেলে মুদ্রস্ফীতি দেখা দেয়, যার প্রভাব দ্রব্যমূল্যের ওপর পড়ে। এজন্য ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ।
প্রশ্ন-১২. ঋণ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?
[ঢা বো. ২১]
উত্তর: দেশের সামগ্রিক ঋণের পরিমাণে ভারসাম্য বজায় রাখার জন্যই ঋণ নিয়ন্ত্রণ প্রয়োজন ।ঋণ হলো বাজারে অর্থ যোগানের একটি গুরুত্বপূর্ণ উৎস। এই যোগান কম হলে উৎপাদন ব্যাহত হয়। অন্যদিকে ঋণের যোগান বেশি হলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। উভয় অবস্থাই অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই উভয় অবস্থা এড়িয়ে বাজারে ঋণের পরিমাণ কাম্যস্তরে রাখতে ঋণ নিয়ন্ত্রণ প্রয়োজন ।
প্রশ্ন-১৩.ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি কয়টি ও কী কী?
[ব. বো. ২১]
উত্তর: ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি ২টি। যথা-
পরিমাণগত ও
গুণগত।
ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের পরিমাণের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। এ নীতি অনুসারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা বাড়িয়ে-কমিয়ে থাকে। অপরদিকে, বিশেষ লক্ষ্য অর্জনের জন্য কেন্দ্রীয় ব্যাংক যে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি অনুসরণ করে তাকে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলা হয়। এ পদ্ধতি সাধারণত ঋণের ব্যবহারের প্রতি লক্ষ রেখে প্রয়োগ করা হয়।
প্রশ্ন-১৪. ব্যাংক হার নীতি বলতে কী বোঝায়?
[ব. বো. ১৯ দি. বো. ১৭]
উত্তর:ব্যাংক হার কমিয়ে-বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলকে ব্যাংক হার নীতি বলে ।
কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাস্ফীতি প্রতিরোধে ব্যাংক হার বাড়িয়ে দেয়। অনুরূপভাবে মুদ্রা সংকোচনের প্রয়োজনে ব্যাংক হার কমায়। ব্যাংক হার বাড়লে বাজারে ঋণের পরিমাণ কমবে। অন্যদিকে, এই হার কমলে বাজারে ঋণের পরিমাণ বাড়বে। এভাবেই এই নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতির ভারসাম্য রক্ষা করে ।
প্রশ্ন-১৫. ঋণের সুদের হার কমলে জীবনযাত্রার মানের উপর কী প্রভাব ফেলে? ব্যাখ্যা করো। উত্তর: ঋণের সুদের হার কমলে জীবনযাত্রার মান উন্নয়ন হয় ।
বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদের হার কমলে গ্রাহকগণ বেশি পরিমাণে ঋণ নেয়। ফলে বাজারে অর্থের পরিমাণ বাড়ে। এক্ষেত্রে গ্রাহকদের ক্রয়ক্ষমতা বাড়ে । তাই জীবনযাত্রায় মানের উপর ঋণের সুদের হার কমানোর প্রত্যক্ষ প্রভাব রয়েছে ।
প্রশ্ন-১৬.ঋণের সুদের হার জীবনযাত্রার মানের ওপর কী প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।
[ঢা. বো. ২১]
উত্তর: ঋণের সুদের হার জীবনযাত্রার মানের ওপর বিপরীত প্রভাব ফেলে ।
বাণিজ্যিক ব্যাংক ঋণের সুদের হার কমালে গ্রাহকগণ বেশি পরিমাণ ঋণ নেয়। ফলে বাজারে অর্থের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থের পরিমাণ বৃদ্ধি গ্রাহকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করে । গ্রাহকদের জীবনযাত্রার মানও উন্নত হয়। বিপরীতভাবে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বাড়লে গ্রাহকদের জীবনযাত্রার মানের অবনতি হয়। তাই বলা যায়, ঋণের সুদের হার জীবনযাত্রার মানের ওপর বিপরীত প্রভাব ফেলে।
প্রশ্ন-১৭.খোলাবাজার নীতি বলতে কী বোঝায়?
[ম. বো, চ. বো. ২২, য. বো. ২১; কু. বো. ১৯; দি. বো. ১৬]
বা, খোলা বাজার কার্যক্রম বলতে কী বোঝ?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে খোলাবাজারে বন্ড, সিকিউরিটিজ, বিল, শেয়ার, ডিবেঞ্চার ইত্যাদি কেনা-বেচা করাকে খোলাবাজার নীতি বলে । বাজারে অর্থের সরবরাহ বেশি হলে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে জনগণকে শেয়ার, বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি কেনার আহ্বান জানায়। আবার অর্থ সরবরাহ কম হলে কেন্দ্রীয় ব্যাংক জনগণের কাছ থেকে শেয়ার, বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয় করে । এতে ঋণের প্রবাহ সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় ।
প্রশ্ন-১৮. জমার হার পরিবর্তন নীতিটি ব্যাখ্যা কর।
[ঢা. বো. ১৯]
উত্তর: তালিকাভুক্ত ব্যাংকসমূহের জমার হার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণের কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলে ।
প্রত্যেক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংককে একটি নির্দিস্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। ঋণ নিয়ন্ত্রণের প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক এ জমার হার বাড়াতে বা কমাতে পারে। দেশে মুদ্রাস্ফীতি হলে জমার হার বৃদ্ধি করা হয়। আর, মুদ্রা সংকোচনের সময় জমার হার হ্রাস করা হয় ।
প্রশ্ন-১৯.ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি ব্যাখ্যা কর।
[চ. বো. ১৯]
উত্তর: কোনো বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় তাই গুণগত পদ্ধতি । এ পদ্ধতি সাধারণত ঋণের ব্যবহারের প্রতি লক্ষ রেখে প্রয়োগ করা হয়। কয়েকটি গুণগত পদ্ধতির কৌশল হলো—
(১) ঋণের বরাদ্দকরণ নীতি
(২) ভোক্তাঋণ নিয়ন্ত্রণ
(৩) জামানতি ঋণের প্রাপ্তির হার পরিবর্তন
(৪) প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ
(৫) নৈতিক প্ররোচনা
(৬) প্রচারণা পদ্ধতি।
গুণগত পদ্ধতিকে নির্বাচনমূলক পদ্ধতিও বলা হয় ।
প্রশ্ন-২০.ঋণের বরাদ্দকরণ নীতি বলতে কী বোঝায়?
[রা. বো. ২২, কু. বো. ২১]
উত্তর: বিশেষ খাত চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণের পরিমাণ কম বা বেশি করার নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে ।
ঋণের বরাদ্দকরণ নীতি হলো— কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিগুলোর একটি। এ পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিছু খাতে ঋণদানে বিধি-নিষেধ আরোপ করে। আবার, কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট সীমাসহ ঋণদানে উৎসাহিত করা হয়।
প্রশ্ন-২১. নিকাশঘর বলতে কী বোঝায়?
[ব. বো. ১৬]
উত্তর: বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যকার আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির স্থান হলো নিকাশঘর ।
প্রতি কার্যদিবসে একটি নির্দিষ্ট সময়ে নিকাশঘরের সদস্যদের নিয়ে বৈঠক হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি এতে সভাপতিত্ব করেন। সদস্য ব্যাংকগুলো বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত চেক, বিল, ড্রাফট প্রভৃতির সমন্বয়ে মোট দেনা-পাওনার বিবরণী তৈরি করে । যেসব ব্যাংকের কাছে টাকা পাওনা আছে সেই সব ব্যাংকের কাছে দাবি সংবলিত রিপোর্টটি উপস্থাপন করা হয়। ফলে খুব সহজেই একটি ব্যাংক তার দেনা-পাওনার হিসাব তৈরি করতে পারে। বাংলাদেশের নিকাশঘর দু'ধরনের পদ্ধতিতে কাজ করে। একটি হলো আন্তঃশাখা নিকাশঘর পদ্ধতি, অপরটি আন্তঃব্যাংক নিকাশঘর পদ্ধতি ।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতির অন্তর্ভুক্ত নয়?
[ঢাবি ২০-২১]
ক. ঋণের বরাদ্দকরণ নীতি
খ. ব্যাংক হার নীতি
গ. খোলা বাজার নীতি
ঘ. জমার হার পরিবর্তন নীতি
উ: ক
২.নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়?
[ঢাবি 20-21]
ক. রয়েল মনিটারি অথরিটি অব ভূটান
খ. ব্যাংক অব ইংল্যান্ড
গ. ফেডারেল রিজার্ভ সিস্টেম
ঘ. ন্যাশনাল ব্যাংক অব কানাডা
উ: ঘ
৩. নিচের কোনটি সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক?
[ঢাবি ২০১৮-১৯]
ক. ব্যাংক অব ইংল্যান্ড
খ. ব্যাংক অব ভেনিস
গ. রিক্স ব্যাংক
ঘ. ব্যাংক অব ইজিপ্ট
উ: গ
৪. বাংলাদেশ ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা-
[চারি ২০১৭-১৮]
ক. সরকারি ব্যয় প্রদান করে
খ. দেশের মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে
গ. দেশের রাজস্বনীতি নির্ধারণ করে
ঘ. দেশের পুঁজিবাজার পরিচালনা করে
ঙ. জনগণকে ঋণ দেয়
উ: খ
৫. ব্যাংক হার কমলে অর্থ সরবরাহের ক্ষেত্রে কী ঘটে?
[ঢাবি-২০১২-১৩, ২০১৩-১৪]
ক. কমে
খ. বাড়ে
গ. ওঠা-নামা করে
ঘ. অপরিবর্তিত থাকে
ঙ. নির্ণয় করা কঠিন
উ: খ
৬.‘ফেডারেল রিজার্ভ সিস্টেম' কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?
[ঢাবি-২০১২-১৩]
ক. যুক্তরাজ্য
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. জার্মানি
ঘ. জাপান
ঙ. রুশ প্রজাতন্ত্র
উ: খ
৭. ব্যাংক রেট নির্ধারণ করে —
[ঢাবি-২০১১-১২]
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. কৃষি ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক
ঘ. অর্থ মন্ত্রণালয়
ঙ. বিশেষায়িত ব্যাংক
উ: গ
৮. বাংলাদেশে মুদ্রা বাজারের নিয়ন্ত্রক সংস্থার নাম-
[ঢাবি- ২০১১-১২]
ক. Security Exchange Commission (SEC )
খ. Dhaka Stock Exchange (DSE)
গ. Bangladesh Bank (BB)
ঘ. Ministry of Finance (MOF)
ঙ. National Board of Revenue (NBR)
উ: গ
৯.আমাদের দেশে ট্রেজারি বিল ইস্যু করে কে?
[জবি-২০১২-১৩]
ক. সরকার
খ. বিনিয়োগ ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক
ঘ. বাণিজ্যিক ব্যাংক
উ: গ
১০. সর্বপ্রথম আনুষ্ঠানিক নিকাশ ঘর কোথায় প্রতিষ্ঠিত হয়?
[জিবি-২০১৩-১৪]
ক. Rome
খ. London
গ. Italy
ঘ. Newyork
উ: খ
১১. ব্যাংক রেট বাড়লে নিচের কোনটি সত্য হয়?
[জবি-২০১৪-১৫]
ক. অর্থ সরবরাহ কমবে
খ. অর্থ সরবরাহ বাড়বে
গ. অর্থ সরবরাহ অপরিবর্তিত থাকবে
ঘ. কোনোটিই নয়
উ: ক
১২. বাংলাদেশ ব্যাংক কোন সেবাটি দেয়?
[ঢাবি-২০০৯-১০]
ক. হিসাব খোলা
খ. ভোক্তার ঋণ
গ. গাড়ি ঋণ
ঘ. রেপো
ঙ. ইন্টারনেট ব্যাংকিং
উ: ঘ
১৩. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর?
[ঢাবি-২০০৯-১০]
ক. ৩
খ. ৫
গ. ৪
ঘ. ৬
ঙ. ২
উ: গ
১৪. SLR হার বাড়লে বাজারে ঋণের পরিমাণ—
[রাবি-২০১৩-১৪]
ক. বাড়ে
খ. অপরিবর্তিত থাকে
গ. স্থিতিশীল হয়
ঘ. কমে
উ: খ
১৫. নিকাশ ঘরের সদস্য হতে পারে—
[রাবি-২০০৭-০৮]
ক. লিজিং প্রতিষ্ঠান
খ. বিমা প্রতিষ্ঠান
গ. তালিকাভুক্ত ব্যাংক
ঘ. সবগুলি
উ: গ
১৬. কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে অন্যান্য ব্যাংককে ঋণ দেয় তাকে বলে—
[রবি-২০১৫-১৬]
ক. বরোয়িং রেট
খ. ফরেন এক্সচেঞ্জ রেট
গ. ব্যাংক রেট
ঘ. ক্যাপিটাল লোন রেট
উ: গ
১৭. বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
[চবি-২০১৫-১৬]
ক. যুক্তরাষ্ট্রে
খ. যুক্তরাজ্যে
গ. ইতালিতে
ঘ. জার্মানিতে
ঙ. সুইডেনে
উ: ঙ
১৮. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়?
ক. মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন
খ. বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন
গ. সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও ব্যবস্থাপনা
ঘ. তালিকাবদ্ধ কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ও তদারকি
উ: ঘ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থার প্রাণকেন্দ্র বলা হয় কোনটিকে?
ক. শেয়ার বাজারকে
খ. ব্যবসায় প্রতিষ্ঠানকে
গ. জাতীয় অর্থনৈতিক ব্যুরোকে
ঘ. কেন্দ্রীয় ব্যাংককে
উ: ঘ
২.নিচের কোন স্থানে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস নেই?
ক. খুলনা
খ. রাজশাহী
গ. ময়মনসিংহ
ঘ. ফরিদপুর
উ: ঘ
৩.কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কোন ধরনের উন্নয়নের সহায়ক?
ক. সামাজিক
খ. সেবামূলক
গ. নৈতিক
ঘ. অর্থনৈতিক
উ: ঘ
৪.১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে কোন ব্যাংকের যাত্রা শুরু হয়?
ক. বাংলাদেশ ব্যাংক
খ. স্টেট ব্যাংক অব পাকিস্তান
গ. ব্যাংক অব ইংল্যান্ড
ঘ. রিক্স ব্যাংক অব সুইডেন
উ: ক
৫.কোন ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করে অর্থনীতিকে স্থিতিশীল রাখে?
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
গ. শাখা ব্যাংক
ঘ. তালিকাভুক্ত ব্যাংক
উ: ক
৬.বাংলাদেশের বৈদেশিক বিনিময় কার্যক্রম সরাসরি নিয়ন্ত্রণ করে কে?
ক. সরকার
খ. অর্থমন্ত্রণালয়
গ. বাংলাদেশ ব্যাংক
ঘ. বিদেশ মন্ত্রণালয়
উ: গ
৭.কোন ব্যাংকের একটি নির্দিষ্ট পরিমাণ তরল সম্পদ রাখা বাধ্যতামূলক নয়?
ক. বাংলাদেশ শিল্প ব্যাংক
খ. বাংলাদেশ কৃষি ব্যাংক
গ. বাংলাদেশ ব্যাংক
ঘ. সোনালি ব্যাংক লিমিটেড
উ: গ
৮.সরকার কার নিকট হতে সুদবিহীন ঋণ পেয়ে থাকে?
ক. বিশেষায়িত ব্যাংক
খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. বিশ্ব ব্যাংক
উ: খ
৯. অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে পরামর্শ প্রদান করে কোন প্রতিষ্ঠান?
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. জাতীয় রাজস্ব বোর্ড
গ. অর্থ মন্ত্রণালয়
ঘ. শিক্ষা মন্ত্রণালয়
উ: ক
১০. অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার মূল দায়িত্ব কার?
ক. কেন্দ্রীয় ব্যাংকের
খ. বাণিজ্যিক ব্যাংকের
গ. বিশেষায়িত ব্যাংকের
ঘ. সরকারের
উ: ঘ
১১. কীভাবে মুদ্রামান স্থিতিশীল রাখা হয়?
ক. বাজারে মুদ্রা সরবরাহ কাম্যস্তরে রেখে
খ. বাজারে অধিক মুদ্রা সরবরাহ করে
গ. চাহিদার তুলনায় বাজারে কম মুদ্রা সরবরাহ করে
ঘ. বছরে দু'বার বাজারে মুদ্রা সরবরাহ করে
উ: ক
১২. জাতীয় স্বার্থে দেশীয় সম্পদের ব্যবহার নিশ্চিত করে কোন ব্যাংক?
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. বৈদেশিক ব্যাংক
গ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. শিল্প ব্যাংক
উ: ক
১৩. তালিকাভুক্ত ব্যাংকের ক্ষেত্রে ন্যূনতম পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিলের পরিমাণ কত কোটি?
ক. 200
খ. ৩০০
গ. ৪০০
ঘ. ৫০০
উ: গ
১৪. CRR হিসেবে জমা দিতে হয় কোনটি?
ক. আমানতের নির্দিষ্ট অংশ
খ. মূলধনের নির্দিষ্ট অংশ
গ. সম্পদের নির্দিষ্ট অংশ
ঘ. বিনিয়োগের নির্দিষ্ট অংশ
উ: ক
১৫. কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের স্বাক্ষরযুক্ত নোটগুলোকে ব্যাংক নোট বলার যুক্তি কী?
ক. অর্থ মন্ত্রণালয়ের স্বাক্ষর আছে
খ. বাংলাদেশ ব্যাংকের লোগো আছে
গ. বাংলাদেশ সরকার ছাপায় বলে
ঘ. আইনগত মর্যাদা প্রতিষ্ঠিত থাকে
উ: ঘ
১৬. ঋণ নিয়ন্ত্রণ কী?
ক. ঋণের পরিমাণ হ্রাসকরণ
খ. ঋণের পরিমাণ বৃদ্ধি করা
গ. ঋণ তদারকি করা
ঘ. ঋণের পরিমাণ কাম্য মাত্রায় রাখা
উ: ঘ
১৭. মুদ্রা সংকোচনের ফলে কী ঘটে?
ক. জিনিসের দাম বাড়ে
খ. সুদের হার কমে
গ. বিনিয়োগ কমে
ঘ. কর্মসংস্থান বাড়ে
উ: গ
১৮. সুদের হার বৃদ্ধি পেলে কোনটি হয়?
ক. বিনিয়োগ হ্রাস পায়
খ. বিনিয়োগ বৃদ্ধি পায়
গ. উৎপাদন বৃদ্ধি পায়
ঘ. রপ্তানি বৃদ্ধি পায়
উ: ক
১৯. ব্যাংক হার হ্রাসের কারণ কী?
ক. সুদের হার হ্রাস
খ. দ্রব্যমূল্য হ্রাস
গ. বাজার ঋণের পরিমাণ হ্রাস
ঘ. সংরক্ষিত জমার হার হ্রাস
উ: ক
২০. কীভাবে ঋণের পরিমাণ বাড়ানো হয়?
ক. জমার হার বাড়িয়ে
খ. ব্যাংক হার বাড়িয়ে
গ. ব্যাংক হার কমিয়ে
ঘ. খোলাবাজার হতে সিকিউরিটি ক্রয় করে
উ: গ
২১. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক জরুরি ভিত্তিতে কোন নীতিটি ব্যবহার করে?
ক. বরাদ্দকরণ
খ. খোলাবাজার
গ. ব্যাংক হার
ঘ. জমার হার পরিবর্তন
উ: ঘ
২২. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের নির্বাচনমূলক পদ্ধতি কোনটি?
ক. ব্যাংক হার নীতি
খ. খোলাবাজার নীতি
গ. জমার হার পরিবর্তন নীতি
ঘ. ঋণের বরাদ্দকরণ নীতি
উ: ঘ
২৩. নিকাশ ঘর চিন্তাধারার উদ্ভাবক কে?
ক. সোয়ার্স
গ. আরভিল
খ. কেন্ট
ঘ. ডি. কক
উ: গ
২৪. কোন ব্যাংক নিকাশ ঘরের কাজ করে?
ক. গ্রামীণ
খ. বাণিজ্যিক
গ. সমবায়
ঘ. কেন্দ্রীয়
উ: ঘ
২৫. কত কার্যদিবস পর পর নিকাশঘরের সদস্যরা বৈঠকে বসে?
ক. প্রতি কার্যদিবসে
খ. দুই কার্যদিবসে
গ. তিন কার্যদিবসে
ঘ. বিনিময় হার নির্ধারণ
উ: ক
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর
২৬. কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য হলো-
i. একক ব্যাংক
ii. মুনাফা অর্জন
iii. অন্যান্য ব্যাংকের ব্যাংকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
২৭. কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলি হলো—
i. মুদ্রাবাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ
ii. বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ
iii. নিকাশ ঘরের কার্যক্রম পরিচালনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
২৮. কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হওয়ায় কোনো ব্যাংক যে সমস্যায় পড়তে পারে তা হলো-
i. কেন্দ্ৰীয় ব্যাংক ঋণ সুবিধা পায় না
ii. নিকাশ ঘরের সুবিধা পায় না
iii. জনগণের আস্থা হারায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
২৯. বাংলাদেশ ব্যাংক নোট ইস্যুর ক্ষেত্রে সম্পত্তি হিসেবে সংরক্ষণ করে—
i .স্বর্ণ
ii. রৌপ্য
iii. বৈদেশিক মুদ্রা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উ:
ঘ
৩০. মুদ্রাবাজারে ঋণের পরিমাণ বাড়ে—
i. ব্যাংক হার কমলে
ii. খোলাবাজার থেকে বন্ড বা সিকিউরিটি কিনলে
iii. জমার হার বাড়িয়ে দিলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
৩১. ঋণ নিয়ন্ত্রণে নৈতিক প্ররোচনা হচ্ছে—
i. সংখ্যাত্মক পদ্ধতি
ii. গুণগত পদ্ধতি
iii. নির্বাচনমূলক পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৩২. নিকাশ ঘরের বৈশিষ্ট্য হলো-
i. এটি প্রাত্যহিক কাজ
ii. এটি কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে
iii. এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর
উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও।
মি. নাফি একটি ব্যাংকে চাকরি করেন এবং তার বন্ধু মি. রাফি উন্নতমানের বীজ ও সার উদ্ভাবন নিয়ে কাজ করেন। মি. রাফি তার বন্ধুর কাছে ঋণের আবেদন করেন। জবাবে মি. রাফি বলেন, আমি যে ব্যাংকে চাকরি করি সেই ব্যাংক ঋণ দেয় না বরং বাজারে ঋণের তদারকি ও নিয়ন্ত্রণ করে ।
৩৩. উদ্দীপকের মি. নাফি কোন ব্যাংকে চাকরি করেন?
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
গ. বিশেষায়িত ব্যাংক
ঘ. বেসিক ব্যাংক
উ: ক
৩৪. মি. রাফির কোন ব্যাংকে ঋণের জন্য আবেদন করা উচিত?
ক. বিশেষায়িত ব্যাংক
খ. বাংলাদেশ কৃষি ব্যাংক
গ. বাংলাদেশ শিল্প ব্যাংক
ঘ. বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক
উ: খ
উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
একটি ব্যাংকের এম. ডি. মি. তৌসিফের সাথে কেন্দ্রীয় ব্যাংকের বড় কর্মকর্তাদের খুব ভালো সম্পর্ক। সে কারণে তিনি কেন্দ্রীয় ব্যাংক থেকে যথেষ্ট সহযোগিতা পান। তবে কিছু বিষয় থাকে যেখানে তার অতিরিক্ত সুবিধা লাভের তেমন সুযোগ নেই ।
৩৫. মি. তৌসিফ কেন্দ্রীয় ব্যাংক থেকে তার ব্যাংকের জন্য প্রয়োজনীয় কোন মুখ্য সুবিধা পেতে পারেন?
ক. ঋণ নিয়ন্ত্রণের ছাড় প্রাপ্তি
খ. অধিক ঋণ সুবিধা প্রাপ্তি
গ. কম সুদে ঋণ প্রাপ্তি
ঘ. নিকাশ ঘরে সুবিধা প্রাপ্তি
উ: খ
৩৬. উদ্দীপকে বলা হয়েছে এমন কিছু বিষয় থাকে যেখানে অতিরিক্ত সুবিধা প্রাপ্তির সুযোগ নেই, এমন ক্ষেত্র হলো-
i. নগদ জমা সংরক্ষণ
ii. বিধিবদ্ধ জমা সংরক্ষণ
iii. নিকাশ ঘর সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
উদ্দীপকটি পড় এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক গৃহ নির্মাণ ও আবাসন খাতে প্রাথমিক পরিশোধ অনুপাত ৪০ : ৬০ থেকে পরিবর্তন করে ৭০ : ৩০ করে।
৩৭. উদ্দীপকে ঋণ বিশ্লেষণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক কোন গুণগত পদ্ধতিটি প্রয়োগ করা হয়েছে?
ক. ঋণ বরাদ্দকরণ
খ. প্রত্যক্ষ শক্তি
গ. প্রচারণা
ঘ. ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ
উ: ঘ
৩৮. বাংলাদেশ ব্যাংকের ব্যবহৃত পদ্ধতির কারণে অর্থনীতিতে কী হ্রাস পাবে?
ক. মুদ্রাস্ফীতি
গ. আয়স্তর
খ. আমানত
ঘ. বিনিময় হার
উ: ক
উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও ।
একটি বাড়ি একটি খামার প্রকল্প উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণের বরাদ্দ বৃদ্ধি করতে নির্দেশ দেয়। এর ফলে অর্থনীতিতে ঋণের প্রবাহ বেড়ে যায়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ঋণের প্রবাহ নিয়ন্ত্রণের বিষয়টি চিন্তা করছে।
৩৯. কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার ফলে অর্থ বাজারে কী প্রভাব পড়েছে?
ক. মুদ্রা সংকোচন
গ. দ্রব্য মূল্য হ্রাস
খ. মুদ্রাস্ফীতি
ঘ. অর্থের কাম্যস্তরে অবস্থান
উ: খ
৪০. উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণের যেসব নীতি প্রতিফলিত হয়েছে তা হলো—
i.বরাদ্দকরণ
ii. ব্যাংক হার
iii. নৈতিক প্ররোচনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
উদ্দীপকটি পড়ো এবং ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও ।
পূর্বাঞ্চল ব্যাংক দেশের একটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক যা রূপসা ব্যাংকের আদেশ অনুসারে কাজ করে থাকে। দেশের ঋণ নিয়ন্ত্রণের লক্ষ্যে রূপসা ব্যাংক পূর্বাঞ্চল ব্যাংককে আগের চেয়ে তার আমানতের ৩% বেশি SLR বাধ্যতামূলকভাবে বাংলা ব্যাংকে জমা রাখতে বলে ।
৪১. উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণের কোন নীতির কথা বলা হয়েছে?
ক. ব্যাংক হার নীতি
খ. জমার হার পরিবর্তন নীতি
গ. খোলা বাজার নীতি
ঘ. ঋণের প্রান্তিক হার পরিবর্তন নীতি
উ: খ
৪২. পূর্বাঞ্চল ব্যাংকের SLR-এর উপাদানগুলো হলো-
i. কেন্দ্রীয় ব্যাংকের রক্ষিত নগদ জমার আবশ্যকতা
ii. সরকারি ট্রেজারি বিল বা বন্ড ক্রয়
iii. প্রথম শ্রেণির বিল বা বন্ড ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৩. নিচের কোনটি একক আর্থিক প্রতিষ্ঠান?
[রা. বো. ১৯]
ক. বাণিজ্যিক ব্যাংক
গ. বিশেষায়িত ব্যাংক
খ. কেন্দ্রীয় ব্যাংক
ঘ. মিশ্র ব্যাংক
উ: খ
৪৪. ‘নোট ও মুদ্রার প্রচলন' কেন্দ্রীয় ব্যাংকের কী ধরনের কার্যাবলির আওতাভুক্ত?
[কু. বো. 22]
ক. সাধারণ
খ. সরকারের ব্যাংক
গ. অন্য ব্যাংকের ব্যাংক
ঘ. উন্নয়ন সংক্রান্ত
উ: ক
৪৫. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক না?
[য. বো. ২১]
ক. ফেডারেল রিজার্ভ সিস্টেম
খ. ব্যাংক অব ইংল্যান্ড
গ. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
ঘ. স্টেট ব্যাংক অব পাকিস্তান
উ: গ
৪৬. বাংলাদেশের অর্থবাজারের নিয়ন্ত্রক কে?
[ঢা. বো, সি. বো. ১৯]
ক. বাংলাদেশ ব্যাংক
খ. বিশ্ব ব্যাংক
গ. সোনালী ব্যাংক
ঘ. শান্সি ব্যাংক
উ: ক
৪৭. কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণদানের কার উক্তি?
[য. বো. ১৬]
ক. অধ্যাপক পি. কেন্ট
খ. ডব্লিউ এ ‘শ’
গ. কিস ও এলকিন
ঘ. অধ্যাপক আর জি হট্রে
উ: ঘ
৪৮. ‘বাংলাদেশ ব্যাংক কত সালে শেষ আশ্রয়স্থল— এটি প্রতিষ্ঠিত হয়?
[ব. বো. ২২]
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৪
উ: ক
৪৯. পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
[দি. বো. ১৭]
ক. ফেডারেল রিজার্ভ সিস্টেম
খ. ব্যাংক অব ইংল্যান্ড
গ. ব্যাংক অব ফ্রান্স
ঘ. রিকস ব্যাংক অব সুইডেন
উ: ঘ
৫০. কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো—
[রা. বো. ২১]
ক. ঋণ দেওয়া
খ. আমানত সংগ্ৰহ
গ. কর্মসংস্থান সৃষ্টি
ঘ. মুদ্রামান সংরক্ষণ
উ: ঘ
৫১. কোনটি বিশ্বের প্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক?
[সি. বো. ২১]
ক. দি ব্যাংক অব ইংল্যান্ড
খ. ফেডারেল রিজার্ভ সিস্টেম
গ. দি রিভার্জ ব্যাংক অব ইন্ডিয়া
ঘ. ব্যাংক অব জাপান
উ: ক
৫২. কোন ব্যাংককে Mother of Central Bank বলা হয়?
[দি বো. ১৯, ঢা. বো. ১৬]
ক. ব্যাংক অব সুইডেন
খ. ফেডারেল রিজার্ভ সিস্টেম
গ. ব্যাংক অব ইংল্যান্ড
ঘ. ব্যাংক অব ফ্রান্স
উ: গ
৫৩. সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত?
[কু. বো., য, বো, ২১ ঢা, বো, ১৭]
ক. বাণিজ্য মন্ত্রণালয়
খ. অর্থ মন্ত্রণালয়
গ. শিল্প মন্ত্রণালয়
ঘ. পরিকল্পনা মন্ত্রণালয়
উ: খ
৫৪. নোট ও মুদ্রা প্রচলনকারী ব্যাংকের নাম কী?
[রা. বো. ২১]
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
গ. শিল্প ব্যাংক
ঘ. কর্মসংস্থান ব্যাংক
উ: ক
৫৫.কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটি?
[চ. বো. ২১:কু, বো, ২১, ১৬]
ক. আমানত সংগ্ৰহ
খ. মুনাফা অর্জন
গ. ঋণ নিয়ন্ত্রণ
ঘ. ঋণ প্রদান
উ: গ
৫৬. বাংলাদেশের অর্থ বাজারের নিয়ন্ত্রক কে?
[চ. বো. 22]
ক. বিশ্বব্যাংক
খ. বাংলাদেশ ব্যাংক
গ. সোনালী ব্যাংক
ঘ. গ্রামীণ ব্যাংক
উ: খ
৫৭. ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কোন ব্যাংককে?
[ঢা. বো. ১৭]
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. কৃষি ব্যাংক
ঘ. শিল্প ব্যাংক
উ: খ
৫৮. কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের নিচের কোন কাজে মিল রয়েছে?
[রা. বো. ১৬]
ক. আমানত সংগ্রহ
খ. ঋণদান
গ. ঋণ আমানত সৃষ্টি
ঘ. অবলেখন
উ: খ
৫৯. বাণিজ্যিক ব্যাংকগুলোর দৈনিক নগদ জমার অত্যাবশ্যকীয় হার কত?
[য. বো. ১৬]
ক. ৪.৫%
খ. ৫.৫%
গ. ৬.৫%
ঘ. ৭.৫%
উ: খ
৬০. ব্যাংকগুলোকে CRR সংরক্ষণ করতে হয়—
[চ. বো. 22]
ক. সঞ্চয়পত্রে
গ. নগদে ও বন্ডে
খ. বন্ডে
ঘ. নগদে
উ: ঘ
৬১. SLR শব্দ সংক্ষেপের পুরো শব্দ কোনটি?
[দি, বো, ২২, ২১, সি. বো. ২১ রা. বো. ১৯; ব. বো. ১৬]
ক. Statutory Liquidity Ratio
খ. Standard Liquidity Reserve
গ. Statutory Liquidity Requirement
ঘ. Standard Liquidity Rate
উ: ক
৬২. বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী কে?
[কু.বো., য. বো. ২১]
ক. মহাব্যবস্থাপক
খ. গভর্ণর
গ. অর্থসচিব
ঘ. সি.ই.ও
উ: খ
৬৩. বিধিবদ্ধ তারল্য বলতে কী বোঝায়?
[কু. বো. ১৯]
ক. ব্যাংক কর্তৃক যে পরিমাণ আমানত তরল সম্পদ আকারে রাখতে হয়
খ. আমানতের যে হার কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়
গ. ব্যাংক সর্বোচ্চ যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারে
ঘ. যে সুদে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয়
উ: ক
৬৪. কেন্দ্রীয় ব্যাংক কখন ঋণ নিয়ন্ত্রণ করে?
[দি. বো. ২২]
ক. বাজার স্থিতিশীল থাকলে
খ. দ্রব্যমূল্য হ্রাস পেলে
গ. মুদাস্ফীতি দেখা দিলে
ঘ. ঋণের পরিমাণ স্বাভাবিক থাকলে
উ: গ
৬৫. মুদ্রাস্ফীতির ফলে কী ঘটে?
[দি. বো. ২১, য, বো, ১৭]
ক. কর্মসংস্থান বাড়ে
খ. বিনিয়োগ বাড়ে
গ. সুদের হার বাড়ে
ঘ. পণ্যের দাম বাড়ে
উ: ঘ
৬৬. মুদ্রাস্ফীতি কী কারণে হতে পারে?
[দি. বো. ১৬]
ক. অর্থের ক্রয়ক্ষমতা কমে যাওয়া
খ. অর্থের যোগান কমে যাওয়া
গ. উৎপাদন বেড়ে যাওয়া
ঘ. অর্থের ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়া
উ: ক
৬৭. ব্যাংক হার পরিবর্তন করতে পারে—
[ ম. বো. ২২]
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. বিশ্ব ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক
ঘ. বিশেষায়িত ব্যাংক
উ: গ
৬৮. (?) স্থানে কী বসবে?
[রা. বো.১৯]
ব্যাংক হার বৃদ্ধি
⇩
বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি
⇩
গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণের নিরুৎসাহ
⇩
?
ক. বাজারে ঋণের পরিমাণ হ্রাস
খ. বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি
গ. বাজারে ঋণের পরিমাণ অপরিবর্তিত
ঘ. ব্যাংকের প্রতি আস্থা বৃদ্ধি
উ: ক
৬৯.কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি কোনটি?
[চ. বো. ১৯]
ক. জমার হার পরিবর্তন নীতি
খ. প্রান্তিক হার পরিবর্তন নীতি
গ. ব্যাংক হার নীতি
ঘ. খোলাবাজার নীতি
উ: খ
৭০. বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান কার্যক্রমে লাগাম টেনে ধরার উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণপত্র ও বিল বিক্রয় শুরু করে। এটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের কোন নীতির মধ্যে পড়বে?
[রা. বো. ২২]
ক. খোলা বাজার
খ. ব্যাংক হার
গ. নৈতিক প্ররোচনা
ঘ. ভোগ্য ঋণ নিয়ন্ত্রণ
উ: ক
৭১. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি কোনটি?
[দি. বো. ২২: য. বো. ১৯]
ক. ব্যাংক হার নীতি
খ. নৈতিক প্ররোচনা
গ. ঋণের বরাদ্দকরণ নীতি
ঘ. প্রচারণা পদ্ধতি
উ: ক
৭২. খোলা বাজারে কেন্দ্রীয় ব্যাংক বিল, সিকিউরিটিজ ও ঋণপত্র বিক্রয় করলে কী ঘটতে পারে?
[ব. বো. ২১]
ক. বাজারে ঋণের পরিমাণ বাড়বে
খ. নগদ জমার হার হ্রাস পাবে
গ. ব্যাংক হার অপরিবর্তিত থাকবে
ঘ. বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কমবে
উ: ঘ
৭৩. তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মূলধনের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে নগদে জমা রাখে তাকে কী বলে?
[রা. বো. ২১]
ক. জমার হার পরিবর্তন নীতি
খ. নগদ জমার অনুপাত
গ. বিধিবদ্ধ তারল্য অনুপাত
ঘ. ব্যাংক হার অনুপাত
উ: খ
৭৪. ভোগ্যপণ্য ক্রয়খাতে ঋণের পরিমাণ কাঙ্ক্ষিত মাত্রায় বজায় রাখার জন্য যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কী বলে?
[ রা. বো. ১৯]
ক. ঋণের বরাদ্দকরণ
খ. জমার হার পরিবর্তন
গ. প্রত্যক্ষ ব্যবস্থা
ঘ. ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ
উ: ঘ
৭৫. সর্বপ্রথম কোন দেশে নিকাশ ঘর ব্যবস্থা প্রবর্তিত হয়?
[সি. বো. ২১]
ক. আমেরিকা
খ. ইংল্যান্ড
গ. চীন
ঘ. জার্মানী
উ: খ
৭৬. কোন ব্যাংক সর্বাগ্রে নিকাশ ঘর ব্যবস্থার প্রচলন করে?
[ঢা. বো. ১৯]
ক. দি সুইস ন্যাশনাল ব্যাংক
খ. ব্যাংক অব ইংল্যান্ড
গ. দি ফেডারেল রিজার্ভ সিস্টেম
ঘ. দি ব্যাংক অব ইতালি
উ: খ
৭৭. Clearing house বা নিকাশ ঘরের কাজ কোনটি?
ক. কেন্দ্রীয় ব্যাংকের দেনা-পাওনা নিষ্পত্তি
খ. বৈদেশিক দেনা-পাওনা নিষ্পত্তি
গ. আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি
ঘ. সরকারের দেনা-পাওনা নিষ্পত্তি
উ: গ
৭৮. CRR-এর পূর্ণরূপ কোনটি?
[য. বো. ২২]
ক. Cash Requirement Ratio
খ. Cash Requirement Reserve
গ. Cash Reserve Requirement
ঘ. Cash Reserve Ration
উ: গ
৭৯. BACH-এর পূর্ণরূপ কোনটি?
[ম. বো. ২১, য. বো. ২১]
ক. Bangladesh Automated Clearing House
খ. Bangladesh Automated Cash House
গ. Bangladesh Authority Clearing House
ঘ. Bangladesh Authority Cash House
উ: ক
৮০. বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের একক দায়িত্ব—
[চ. বো. ১৬]
i. পরিচালনা
ii. সম্প্রসারণ
iii. নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
উ: ঘ
৮১. কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি হচ্ছে—
[সি. বো, ২১]
i. নোট ও মুদ্রা প্রচলন
ii. মুনাফা অর্জন করা
iii. ঋণ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: গ
৮২. বাংলাদেশ ব্যাংকের কাজ হলো-
[য. বো. ২২, সকল বোর্ড ১৮]
i. নোট ও মুদ্রা প্রচলন
ii. ঋণ নিয়ন্ত্রণ করা
iii. মুদ্রার মান সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ.i, ii ও iii
উ: ক
৮৩. কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো-
[ ব. বো. ১৬]
i. ঋণদান ও ঋণের তত্ত্বাবধান
ii. মূলধন গঠন ও বিনিয়োগ
iii. নোট ও মুদ্রার প্রচলন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
৮৪.কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসাবে নিচের কোন কাজটি সম্পাদন করে-
[ ব. বো. ২২]
i. সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি
ii. সরকারের আর্থিক নীতিমালা বাস্তবায়ন
iii. বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও ii
উ: ঘ
৮৫.অর্থ সরবরাহের বিভিন্ন উপাদানের মধ্যে পড়ে—
i. বিহিত মুদ্ৰা
ii. চেক
iii. ক্রেডিট কার্ড
নিচের কোনটি সঠিক?
[রা. বো. ১৯]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও ii
উ : ঘ
৮৬. কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে পৃথক। কারণ,
[ম. বো. ২১]
i. নোট প্রচলন
ii. নিকাশ ঘর
iii. সরকারের ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৮৭. দেশের প্রয়োজনের তুলনায় নোট ইস্যুর পরিমাণ কম হলে -
[ঢা. বো. 22]
i.মুদ্রাস্ফীতি ঘটে
ii. বিনিয়োগ কমে
iii. বেকার সমস্যা বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: গ
৮৮. মুদ্রাস্ফীতি হ্রাস করা যায়---
[ ব. বো. ১৯]
i. অর্থের যোগান কমিয়ে
ii. ঋণের সুদের হার বৃদ্ধি করে
iii. উৎপাদন বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
৮৯. ব্যাংক হার বাড়ালে -
[ঢা বো., ২২, চ. বো. ২১, ১৬]
i. সুদের হার বাড়ে
ii. সুদের হার অপরিবর্তিত থাকে
iii. ঋণ সরবরাহ কমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
৯০. নিকাশ ঘরের কাজ হলো-
[ব. বো, ২২]
i. আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি
ii. নগদ অর্থ লেনদেনের পরিমাণ বৃদ্ধি
iii. ব্যাংকিং ব্যবস্থাকে গতিশীল করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
উদ্দীপকটি পড়ো এবং ৯১ নং প্রশ্নের উত্তর দাও ।
AP ব্যাংক হলো সরকারি মালিকানাধীন জনকল্যাণমুখী একটি আর্থিক প্রতিষ্ঠান । যেটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণের জন্য প্রধান সুদের হার নির্ধারণ করে, নোট ও মুদ্রার প্রচলন করে এবং বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করে।
[ব. বো. ১৯]
৯১. উদ্দীপকে উল্লিখিত AP ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. বিশেষায়িত ব্যাংক
ঘ. সমবায় ব্যাংক
উ: খ
উদ্দীপকটি পড়ো এবং ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও।
May ব্যাংক মালয়েশিয়ার নোট ও মুদ্রা ইস্যু করার একচেটিয়া ক্ষমতা রাখে। এ কারণেই ব্যাংকটি নোট ইস্যুর ক্ষেত্রে ২০% স্বর্ণ ও অন্যান্য আর্থিক সম্পত্তি রিজার্ভ হিসেবে সংরক্ষণ করে থাকে।
[কু. বো. ১৭]
৯২. May ব্যাংক মালয়েশিয়ায় কোন ধরনের ব্যাংকের ভূমিকা পালন করে?
ক. বাণিজ্যিক
খ. কেন্দ্রীয়
গ. বিশেষায়িত
ঘ. আন্তর্জাতিক
উ: খ
৯৩. May ব্যাংককে বর্তমানের চেয়ে বেশি নোট ও মুদ্রা ইস্যু করতে হলে কী করতে হয়?
ক. রিজার্ভের পরিমাণ ২০% থেকে কমাবে
খ. রিজার্ভের পরিমাণ ২০% থেকে বাড়াবে
গ. রিজার্ভের পরিমাণ অপরিবর্তিত রাখবে
ঘ. রিজার্ভের পরিমাণ কোনো প্রভাব ফেলবে না
উ: খ
উদ্দীপকটি পড়ো এবং ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব বানিজ একজন প্রতিষ্ঠিত ব্যাংকার। তার কর্মরত ব্যাংকটি মুদ্রাবাজার নিয়ন্ত্রণের পাশাপাশি নোট ইস্যুর একক অধিকার ভোগ করে। তিনি উক্ত ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কার্যাবলিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন।
[ম. বো. ২২, কু. বো. ১৯]
৯৪. জনাব বানিজ কোন ব্যাংকের ব্যাংকার হিসেবে কর্মরত?
ক. ঢাকা ব্যাংক
খ. বাংলাদেশ ব্যাংক
গ. ন্যাশনাল ব্যাংক
ঘ. সমবায় ব্যাংক
উ: খ
৯৫. জনাব বানিজ কর্মরত এই ব্যাংকটি ভূমিকা রাখে—
i. আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তিতে
ii. সরকারি তহবিল ও উদ্বৃত্ত সংরক্ষণে
iii. গ্রাহকের ব্যাংক হিসাব সুষ্ঠু পরিচালনায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
উদ্দীপকটি পড়ো এবং ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও ।
দেশের মানুষের হাতে প্রচুর অলস অর্থ থাকার কারণে মুদ্রাস্ফীতি হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে নিজস্ব অর্থায়নে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করবে। তাই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আর্থিক বাজারে ট্রেজারি বন্ড বিক্রি করে ১০ হাজার কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেয়।
[দি বো, ২১; চ. বো. ১৯]
৯৬. বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমটি ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির মধ্যে পড়ে?
ক. খোলাবাজার
গ. ঋণের বরাদ্দকরণ
খ. ব্যাংক হার
ঘ. জমার হার পরিবর্তন
উ: ক
৯৭. বাংলাদেশ ব্যাংকের গৃহীত কার্যক্রমটির ফলে—
ক. মুদ্রা বাজারে অর্থের যোগান বাড়বে
খ. বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি পাবে
গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে
ঘ. বাজারে ঋণের পরিমাণ কমবে
উ: ঘ
উদ্দীপকটি পড়ো এবং ৯৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে তাদের প্রদত্ত ঋণের ১০% অবশ্যই কৃষিখাতে প্রদান করতে হবে।
[বি. বো. ২১]
৯৮. উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাটি কোন ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির অন্তর্ভুক্ত?
ক. ব্যাংক হার
গ. জমার হার পরিবর্তন
খ. ঋণের বরাদ্দকরণ
ঘ. খোলা বাজার
উ: খ
উদ্দীপকটি পড়ো এবং ৯৯ ও ১০০ নং প্রশ্নের উত্তর দাও:
মি. আলম সরকার পরিচালিত একটি বৃহৎ ব্যাংকে চাকরি করেন, যে ব্যাংকটি আমাদের দেশে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে এবং আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা রাখে।
[ম. বো. ২১]
৯৯. মি. আলম কোন ব্যাংকে চাকরি করেন?
ক. অগ্রণী ব্যাংক
খ. সোনালী ব্যাংক
গ. মার্চেন্ট ব্যাংক
ঘ. বাংলাদেশ ব্যাংক
উ: ঘ
১০০. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি নিকাশ ঘর হিসেবে যে সকল কাজ করে থাকে—
i. ঋণদান
ii. অর্থ স্থানান্তরের সহায়ক
iii. লেনদেন সহজ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
উদ্দীপকটি পড়ো এবং ১০১ ও ১০২ নং প্রশ্নের উত্তর দাওঃ
'বাংলাদেশ ব্যাংক' বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক দেশের অভ্যন্তরে অন্যান্য ব্যাংকের গঠনে, অর্থ জমা ও ঋণ নিয়ন্ত্রণে, নিকাশ ও হিসাব নিরীক্ষায় সাহায্য করে থাকে। তালিকাভুক্ত ব্যাংক অর্থ সংকটে পড়লে অর্থ সহায়তাও করে।
[চ. বো. ২১]
১০১. উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের কোন ভূমিকার কথা বলা হয়েছে?
ক. সরকারের ব্যাংকার
খ. দেশের প্রধান কেন্দ্রীয় ব্যাংক
গ. বৈদেশিক বিনিয়োগকারী
ঘ. অন্যান্য ব্যাংকের ব্যাংকার
উ: ঘ
১০২. ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে নিম্নের কোনটি কাজ করে?
ক. সমবায় ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক
ঘ. কৃষি ব্যাংক
উ: গ
উদ্দীপকটি পড়ো এবং ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও:
যমুনা ব্যাংক লি. নিয়মিত আন্তঃব্যাংকিং কার্যাবলি পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। আর একটি ব্যাংক 'KING BANK' এ সকল কার্যাবলিতে উপস্থিত থাকে না ।
[য. বো, কু. বো. ২১]
১০৩. যমুনা ব্যাংকের সাথে নিম্নে কোন ব্যাংকের মিল আছে?
ক. বাংলাদেশ কৃষি ব্যাংক
খ. সোনালী ব্যাংক লি.
গ. অগ্রণী ব্যাংক লি.
ঘ. প্রাইম ব্যাংক লি.
উ: খ
১০৪. 'KING BANK' আন্তঃব্যাংকিং কার্যাবলিতে থাকে না কেন? কারণ এটি একটি—
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. তালিকাভুক্ত ব্যাংক
গ. অ-তালিকাভুক্ত ব্যাংক
ঘ. বিশেষায়িত ব্যাংক
উ: গ
উদ্দীপকটি পড়ো এবং ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও।
কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংক স্থাপন বা শাখা গঠন, তাদের তালিকাভুক্তকরণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন ভূমিকা পালন করে থাকে। তাছাড়া কোনো ব্যাংক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত সহায়তা করতে এগিয়ে আসে। কিন্তু হাবীব কো-অপারেটিভ ব্যাংক নামে পরিচিত একটি ব্যাংক তারল্য সংকটে পড়লেও বাংলাদেশ ব্যাংক তাকে কোনো সহায়তা করেনি।
[ঢা বো. ১৯]
১০৫. উদ্দীপকে প্রথমে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের কোন ধরনের কার্যাবলির কথা বলা হয়েছে?
ক. ঋণদানের শেষ আশ্রয়স্থল
খ. সরকারের ব্যাংকার
গ. অন্যান্য ব্যাংকের ব্যাংকার
ঘ. মুদ্রা ও নোট প্রচলন
উ: গ
১০৬. বাংলাদেশ ব্যাংক থেকে হাবীব কো-অপারেটিভ ব্যাংক সহায়তা না পাওয়ার কারণ—
i. এটি অতালিকাভুক্ত ব্যাংক
ii. এটি সমবায় ব্যাংক
iii. এটি লিমিটেড কোম্পানি নয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
উদ্দীপকটি পড়ো এবং ১০৭ ও ১০৮ নং প্রশ্নের উত্তর দাও:
P ব্যাংক ( ব্যাংকের, Q ব্যাংক R ব্যাংকের এবং R ব্যাংক S ব্যাংকের কতিপয় চেক একটি বিশেষ ব্যবস্থায় একটি নির্দিষ্ট স্থানে উপস্থাপন করে। লেনদেন নিষ্পত্তি করার জন্য তিনটি ব্যাংকই একটি বৃহৎ ব্যাংক Z এর তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে একত্রিত হয়।
[দি. বো. ২২; ঢা. বো, ২১]
১০৭. Z কোন ধরনের ব্যাংক?
ক. বাণিজ্যিক
খ. কেন্দ্ৰীয়
গ. বিশেষায়িত
ঘ. সমবায়
উ: খ
১০৮. লেনদেন নিষ্পত্তির এ বিশেষ ব্যবস্থা বা পদ্ধতিকে কী বলে?
ক. নিকাশ ঘর
খ. নিরীক্ষা
গ. সমন্বয়
ঘ. নিয়ন্ত্রণ
উ: ক
উদ্দীপকটি পড়ো এবং ১০৯ ও ১১০ নং প্রশ্নের উত্তর দাও :
বাণিজ্যিক ব্যাংকগুলো ভোক্তা পর্যায়ে ঋণের পরিমাণ বৃদ্ধি করায় বাজারে দ্রব্যমূল্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। এই পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক উক্ত খাতে ঋণ নিয়ন্ত্রণের চিন্তা ভাবনা করছে।
[ম. বো. ২১]
১০৯. ঋণের পরিমাণ বৃদ্ধি পেলে দ্রব্যমূল্যের ওপর কী প্রভাব পড়ে?
ক. দ্রব্যমূল্য কম হবে
খ. দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে
গ. দ্রব্যমূল্য অপরিবর্তিত থাকবে
ঘ. সম্পদের সুষম বণ্টন হবে
উ: খ
১১০. উদ্দীপকে উল্লিখিত কেন্দ্রীয় ব্যাংক কোন নীতি অবলম্বন করে ঋণ নিয়ন্ত্রণের চিন্তা-ভাবনা করছে?
ক. ঋণের বরাদ্দকরণ নীতি
খ. প্রচারণামূলক নীতি
গ. ব্যাংক হার নীতি
ঘ. খোলা বাজার নীতি
উ: ক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url