সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন

 অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ

Rural and urban society of Bangladesh

এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Sociology 2nd paper100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র :অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. গ্রাম কাকে বলে?

 [ম. বো.. রা. বো, দি, বো, চ, বো, সি. বো, ব, বো, '২২]

উত্তর: গ্রাম এমন একটি কৃষি নির্ভর জনপদ যেখানে কৃষকরা কেন্দ্রস্থলে বাস করে, চারপাশে থাকে তাদের চাষাবাদের ভূমি ।

প্রশ্ন-২. সমাজবিজ্ঞানী জে. বি. কোব গ্রামকে কয়টি শ্রেণিতে ভাগ করেছেন?

উত্তর: সমাজবিজ্ঞানী জে. বি. কোব গ্রামকে পাঁচটি শ্রেণিতে ভাগ করেছেন।

প্রশ্ন-৩. কোনটি মানবসভ্যতার প্রাচীনতম সমাজব্যবস্থা?

উত্তর: গ্রামীণ সমাজ মানবসভ্যতার প্রাচীনতম সমাজব্যবস্থা।

প্রশ্ন-৪. গ্রামীণ জনগোষ্ঠীর প্রধান পেশা কোনটি? 

[ঢা. বো, রা. বো., দি. বো, চ. বো, সি. বো, য, বো, ব. বো. ১৬]

উত্তর: গ্রামীণ জনগোষ্ঠীর প্রধান পেশা কৃষি।

প্রশ্ন-৫.কোনটিকে কেন্দ্র করে বাংলাদেশের গ্রামীণ সমাজে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়?

উত্তর: জমিকে কেন্দ্র করে বাংলাদেশের গ্রামীণ সমাজে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়।

প্রশ্ন-৬.“শহর হলো বিসদৃশ ব্যক্তির তুলনামূলকভাবে বড়, ঘন এবং স্থায়ী বাসস্থানের অঞ্চল”– সংজ্ঞাটি কার?

উত্তর: “শহর হলো বিসদৃশ ব্যক্তির তুলনামূলকভাবে বড়, ঘন এবং স্থায়ী বাসস্থানের অঞ্চল”– সংজ্ঞাটি আমেরিকান সমাজবিজ্ঞানী লুইস ওয়ার্থের

প্রশ্ন-৭. ম্যাক্স ওয়েবার-এর মতে নগর কী?

উত্তর: জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার-এর মতে, আয়তনের দিক থেকে বৃহৎ একটি স্থানকে নগর বলা যায়, যার নিজস্ব কৃষি উৎপাদন নেই, নিজে শিল্প পণ্য দ্বারা ট্যাক্সের মাধ্যমে আমদানির মূল্য পরিশোধ করতে পারে ।

প্রশ্ন-৮.বাংলাদেশের কত শতাংশ মানুষ শহরে বাস করে?

উত্তর: বাংলাদেশের প্রায় ২৪ শতাংশ মানুষ শহরে বাস করে।

প্রশ্ন-৯. কারা ধর্মকে একটি আনুষ্ঠানিক বিষয় হিসেবে মনে করে?

উত্তর: শহরের মানুষেরা ধর্মকে একটি আনুষ্ঠানিক বিষয় হিসেবে মনে করে।

প্রশ্ন-১০. জনসংখ্যার ঘনত্ব কোন সমাজে বেশি?

 [দি বো, চ. বো, ব. বো. ১৭]

উত্তর: নগর সমাজে জনসংখ্যার ঘনত্ব বেশি ।

প্রশ্ন-১১.সামাজিক গতিশীলতার বিচারে শহরে কীরূপ গতিশীলতা চোখে পড়ে?

উত্তর: সামাজিক গতিশীলতার বিচারে শহরে উল্লম্বী গতিশীলতাই বেশি চোখে পড়ে।

প্রশ্ন-১২. কারা মূলত শহরের আকার বৃদ্ধি করে?

উত্তর: গ্রাম থেকে আসা মানুষরাই মূলত শহরের আকার বৃদ্ধি করে। 

প্রশ্ন-১৩.পেশাগত ক্ষেত্রে শহর সমাজে গ্রাম সমাজের তুলনায় কী পার্থক্য দেখা যায়? 

উত্তর: পেশাগত ক্ষেত্রে শহর সমাজে গ্রাম সমাজের তুলনায় ব্যাপক শ্রমবিভাগ দেখা যায়।

প্রশ্ন-১৪.সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ধর্মের প্রভাব বেশি দেখা যায় কোন সমাজে?

 উত্তর: সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ধর্মের প্রভাব বেশি দেখা যায় গ্রামীণ সমাজে। | বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাস

প্রশ্ন-১৫. ভূমির মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে কয়টি শ্রেণি লক্ষ করা যায়? 

উত্তর: ভূমির মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে চারটি শ্রেণি লক্ষ করা যায়। 

প্রশ্ন-১৬. গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি কী?

উত্তর: গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি হলো ভূমি মালিকানা।

প্রশ্ন-১৭.বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক মর্যাদা কীরূপ?

উত্তর: বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক মর্যাদা আরোপিত।

প্রশ্ন-১৮.শিক্ষার মান অনুযায়ী বাংলাদেশের গ্রামীণ সমাজে কয়টি শ্রেণি দেখা যায়?

উত্তর: শিক্ষার মান অনুযায়ী বাংলাদেশের গ্রামীণ সমাজে ছয়টি শ্রেণি দেখা যায়। যথা- স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, প্রাথমিক শিক্ষাপ্রাপ্ত, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রাপ্ত, উচ্চ-মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রাপ্ত, স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রাপ্ত এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাপ্রাপ্ত।

প্রশ্ন-১৯.মধ্য যুগের মুসলিম শাসনামলে মর্যাদার ভিত্তিতে গ্রামে কয়টি শ্রেণি ছিল?

উত্তর: মধ্য যুগের মুসলিম শাসনামলে মর্যাদার ভিত্তিতে গ্রামে দুটি শ্রেণি ছিল ।

প্রশ্ন-২০.প্রান্তিক কৃষক বলা হয় কাদেরকে?

উত্তর: যেসব কৃষক নিজ জমিতে চাষবাস করে কোনো রকমে নিজেদের ভরণপোষণ করে তারাই প্রান্তিক কৃষক।

প্রশ্ন-২১.প্রাক-ব্রিটিশ আমলে কারা নিজেদের আশরাফ বলে দাবি করত?

উত্তর: প্রাক-ব্রিটিশ আমলে বহিরাগত মুসলমানরা নিজেদের আশরাফ বলে দাবি করত।

প্রশ্ন-২২. ক্ষমতার ভিত্তিতে নগর সমাজে কয় ধরনের স্তর দেখা যায়?

উত্তর: ক্ষমতার ভিত্তিতে নগর সমাজে তিন ধরনের স্তর দেখা যায়।

প্রশ্ন-২৩. সামাজিক স্তরবিন্যাস কী? 

[ঢা বো., দি. বো, সি. বো., য. বো. ১৮]

উত্তর: সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এমন প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি বা গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণি, ক্ষমতা ইত্যাদি বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়।

প্রশ্ন-২৪.মধ্যবিত্ত শ্রেণি কারা? 

[ম. বো, রা. বো., দি. বো, চ. বো, সি. বো., ব, বো, '২২]

উত্তর: মধ্যবিত্ত শ্রেণি হলো সীমিত আয়ের শিক্ষিত চাকরিজীবী শ্রেণি ।

প্রশ্ন-২৫.কোনটি শহর সামাজিক স্তরবিন্যাসের মুখ্য উপাদান হিসেবে বিবেচিত?

উত্তর: সম্পত্তি শহর সামাজিক স্তরবিন্যাসের মুখ্য উপাদান হিসেবে বিবেচিত।

প্রশ্ন-২৬.সম্পদের পরিমাণ এবং আয়ের ভিত্তিতে বর্তমানে নগর সমাজে কয়টি শ্রেণির উপস্থিতি লক্ষ করা যায়? 

উত্তর: সম্পদের পরিমাণ এবং আয়ের ভিত্তিতে বর্তমানে নগর সমাজে পাঁচটি শ্রেণির উপস্থিতি লক্ষ করা যায়।

প্রশ্ন-২৭.গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহের মধ্যে স্বাধীন চলক কয়টি?

 উত্তর: গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহের মধ্যে স্বাধীন চলক ছয়টি। 

প্রশ্ন-২৮.গ্রামীণ ক্ষমতার সনাতন উৎস কী?

উত্তর: গ্রামীণ ক্ষমতার সনাতন উৎস হলো বংশমর্যাদা।

প্রশ্ন-২৯, বাংলাদেশের স্থানীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু কী?

উত্তর: বাংলাদেশের স্থানীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু হলো ইউনিয়ন পরিষদ ।

প্রশ্ন-৩০.গ্রামীণ ক্ষমতা কাঠামোতে জ্ঞাতিগোষ্ঠীর নেতৃত্বের প্রধান ভিত্তি কী? 

উত্তর: গ্রামীণ ক্ষমতা কাঠামোতে জ্ঞাতিগোষ্ঠীর নেতৃত্বের প্রধান ভিত্তি বৈবাহিক সংযোগ ।

প্রশ্ন-৩১. নগরজীবনে ক্ষমতা চর্চার অন্যতম উৎস কী?

উত্তর: নগরজীবনে ক্ষমতা চর্চার অন্যতম উৎস হলো রাজনৈতিক দলের সদস্যপদ

প্রশ্ন-৩২. শহর সমাজে রাজনৈতিক ক্ষমতার কয়টি ধরন লক্ষ করা যায়?

উত্তর: শহর সমাজে রাজনৈতিক ক্ষমতার দুইটি ধরন লক্ষ করা যায়।

প্রশ্ন-৩৩. গ্রাম ও শহর সমাজের মধ্যে মৌলিক পার্থক্য কীরূপ?

উত্তর: গ্রাম ও শহর সমাজের মধ্যে মৌলিক পার্থক্য হলো জীবনধারাগত ।

প্রশ্ন-৩৪. কোনটি অর্জনে গ্রামীণ সমাজের সদস্যরা শহুরে সমাজের ওপর নির্ভর করে? 

উত্তর: শিক্ষা অর্জনে গ্রামীণ সমাজের সদস্যরা শহুরে সমাজের ওপর নির্ভর করে ।

অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. গ্রামীণ সমাজ বলতে কী বোঝায়?

উত্তর: গ্রামকে কেন্দ্র করে যে সমাজ গড়ে ওঠে তাকে গ্রামীণ সমাজ বলে । গ্রাম হলো একটি ছোট অঞ্চল যেখানে কিছু সংখ্যক মানুষের বসতি এবং যাদের মূল পেশা হলো কৃষি। আর এ গ্রামকে ঘিরেই বাংলাদেশের গ্রামীণ সমাজ গড়ে উঠেছে। সুতরাং গ্রামীন সমাজ বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায় যারা একটি সাধারণ ঐতিহ্য, প্রথা, জীবনপ্রণালি বা একটি সাধারণ সংস্কৃতির দ্বারা অনুপ্রাণিত হয়ে একই সাথে বসবাস করে, যেখানে সামাজিক গতিশীলতা বা পরিবর্তনের হার কম এবং এ জনসমষ্টির প্রধান পেশা কৃষিকাজ।

প্রশ্ন-২. “গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতা কম”- ব্যাখ্যা কর।

 [সকল বোর্ড ১৯]

অথবা

গ্রামীণ সমাজে গতিশীলতা তুলনামূলক কম কেন? বুঝিয়ে লেখ।

[ম. বো., রা. বো., দি, বো, চ. বো, সি. বো., ব., বো, ২২, ঢা, বো, রা, বো, দি, বো, চ. বো, সি. বো, য. বো, ব. বো. ১৬]

উত্তর: গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতা তুলনামূলকভাবে কম, কেননা এখানে সুনির্দিষ্ট সামাজিক পরিস্থিতির ভিতর মানুষ জীবনযাপন করে।

সামাজিক গতিশীলতা নির্ভর করে পেশার পরিবর্তন ও প্রযুক্তিগত উন্নয়নের ওপর। কৃষি নির্ভর গ্রামীণ সমাজে একই পেশার ওপর প্রায় সকলে নির্ভরশীল বলে সামাজিক গতিশীলতার হার তুলনামূলক কম। এছাড়া গ্রামীণ সমাজে প্রযুক্তিগত উন্নয়নের ছোয়া কম পড়ে বলেও সামাজিক গতিশীলতা অনেকাংশে কম থাকে।

প্রশ্ন-৩.শহুরে সমাজে সামাজিক মিথস্ক্রিয়ার প্রকৃতি কীরূপ?

উত্তর: শহুরে সমাজে সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগ তুলনামূলক কম। বাংলাদেশের শহুরে সমাজ সাধারণত বৃহৎ এবং অধিক জনসংখ্যাবিশিষ্ট। ফলে সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগ কম। শহরের মানুষেরা অত্যন্ত যান্ত্রিক ও কৃত্রিম প্রকৃতির হাওয়ায় পারস্পরিক আলাপ তেমন হয় না। ফলে তাদের মধ্যে এক ধরনের সামাজিক দূরত্ব লক্ষ করা যায়।

প্রশ্ন-৪.গ্রাম ও শহরের রাজনীতি চর্চার তুলনা কর।

উত্তর: বাংলাদেশে গ্রামের তুলনায় শহরের মানুষ বেশি রাজনীতি সচেতন হলেও বর্তমানে গ্রামেও রাজনীতিচর্চা হয়ে থাকে।

গ্রামাঞ্চলের রাজনীতি অনেকাংশেই পরিবার দ্বারা প্রভাবিত। সেখানে প্রভাবশালী পরিবারের লোকজনকে বংশ পরম্পরায় স্থানীয় রাজনীতির সাথে যুক্ত থাকতে দেখা যায়। তবে গ্রামীণ জীবনের তুলনায় শহুরে সমাজে রাজনীতি চর্চা বেশি হয়ে থাকে। এখানে মানুষ নিজ দক্ষতায় রাজনীতি চর্চা করে থাকে। শহরাঞ্চলের জনগণ প্রধানত জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত

প্রশ্ন-৫.প্রান্তিক চাষী বলতে কী বোঝ?

[ম. বো.. রা. বো.. দি. বো., চ. বো, সি. বো, ব. বো. ২২. দি. বো, চ. বো, ব. বো. ১৭]

 উত্তর: প্রান্তিক চাষীকে ইংরেজিতে বলা হয় Marginal farmer। যেসব কৃষক নিজ জমিতে ফসল উৎপাদন করে কোনোরকমে নিজেদের ভরণপোষণ করে তারাই প্রান্তিক চাষী। সাধারণত বসতবাড়ি ব্যতীত চাষাবাদের জন্য কমপক্ষে ০.৫ একর জমির মালিকানা থাকলে তাকে প্রান্তিক চাষী হিসেবে আখ্যায়িত করা হয়। প্রান্তিক চাষীরা আর্থিক অবস্থার উন্নয়নকল্পে কোনো ভূমি ক্রয় করতে গেলে ধনী কৃষকরা বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে ভূমিহীন দিনমজুরদের সাথে এদের সম্পর্ক মোটামুটি নিবিড় । কেননা প্রান্তিক ভূমি মালিক তথা কৃষকের সাথে ভূমিহীনদের আর্থিক ব্যবধান খুব কম। 

প্রশ্ন-৬.গ্রামীণ সমাজে মর্যাদাভিত্তিক সামাজিক স্তরবিন্যাস কীরূপ? ব্যাখ্যা কর।

উত্তর: বাংলাদেশের গ্রামীণ সমাজের স্তরবিন্যাসে মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত হয় । গ্রামীণ সমাজে মর্যাদা নির্ণীত হয় দুভাবে- ১. আরোপিত মর্যাদা ও ২. অর্জিত মর্যাদা। আরোপিত মর্যাদা প্রদানের প্রক্রিয়া এখনও বাংলাদেশের গ্রামীণ সমাজে অত্যন্ত ক্রিয়াশীল। মধ্যযুগের মুসলিম শাসনামলে দুটি মর্যাদাসম্পন্ন শ্রেণিবিভাগ গ্রামে প্রচলিত ছিল । 

এগুলো হলো- (১) আশরাফ এবং (২) আতরাফ।

 অন্যদিকে বর্তমানে শিক্ষা, চাকরি, রাজনৈতিক দলের সাথে সম্পর্ক প্রভৃতি কারণে গ্রামের মানুষের মধ্যে অর্জিত মর্যাদার অস্তিত্ব দেখা যায় ।

প্রশ্ন-৭.ক্ষমতার ভিত্তিতে নগর সমাজের সামাজিক স্তরগুলো কী কী? বর্ণনা কর।

উত্তর: ক্ষমতার ভিত্তিতে নগর সমাজের স্তরায়নগুলো হলো-

১. শাসক এলিট, ২. অশাসক এলিট এবং ৩. চাপসৃষ্টিকারী দলসমূহ।

১. শাসক এলিট তারাই যারা শাসন ক্ষমতার অধিষ্ঠিত থাকে। যেমন— ক্ষমতাসীন রাজনৈতিক দল ।

২. অশাসক এলিট সমাজের শীর্ষে অবস্থান করে কিন্তু তাদের শাসন ক্ষমতা থাকে না। যেমন- বিরোধী রাজনৈতিক দল ।

চাপসৃষ্টিকারী দলসমূহ রাজনৈতিক দল না হলেও দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে শাসকের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম।

প্রশ্ন-৮'. গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর: গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে যে ব্যবস্থা বা প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রামে ক্ষমতার বিকাশ ও প্রয়োগ ঘটে তাকে বোঝায়।

বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেন, “শ্রেণিসমূহের অবস্থান ও পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের ভূমিকার প্রেক্ষাপটে গ্রামীণ সমাজে সামাজিক শক্তিসমূহ যে কাঠামোর মধ্য দিয়ে বিকশিত হয়, তাকে গ্রামীণ ক্ষমতা কাঠামো বলা যেতে পারে।” উদাহরণ হিসেবে বলা যায়, ভূমি মালিক ও বর্গা চাষিদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে উভয় শ্রেণিই গ্রামীণ ক্ষমতা কাঠামোর অংশ। প্রখ্যাত সামাজিক নৃবিজ্ঞানী এ কে এম আমিনুল ইসলাম গ্রামীণ ক্ষমতা কাঠামোর চারটি উপাদান চিহ্নিত করেছেন। উপাদানগুলো হচ্ছে- ভূমির মালিকানা, জ্ঞাতিগোষ্ঠীর প্রভাব, ধর্মীয় গোষ্ঠীর নেতৃত্ব এবং জনগণ কর্তৃক নির্বাচিত স্থানীয় সরকারের সদস্য।

প্রশ্ন-৯. গ্রামীণ সমাজে বংশ মর্যাদার ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর।

উত্তর: বংশ মর্যাদা গ্রামীণ ক্ষমতার একটি সনাতন উৎস। গ্রামীণ ক্ষমতা কাঠামোতে একটি বড় বংশের নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ সমাজে যাদের বংশের সকলেই শিক্ষিত এবং প্রভাবশালী আত্মীয়স্বজন আছে, তারা ক্ষমতাবান। একটি বড় বংশের নেতৃত্ব মানে ব্যাপক জনসমষ্টির ওপর নিয়ন্ত্রণ। এটি অনেকগুলো গোষ্ঠীর সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

প্রশ্ন-১০. “গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান হলো ভূমি” – ব্যাখ্যা কর।

উত্তর: ভূমি বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের অন্যতম আর্থিক সম্পদ হিসেবে বিবেচিত। কৃষিভিত্তিক অর্থনীতি বলেই গ্রাম সমাজে ক্ষমতা কাঠামোর প্রকৃতি গঠনে ভূমি সক্রিয় উপাদান হিসেবে ভূমিকা রাখে। ভূমি গ্রামের ব্যক্তি ও পরিবারের সামাজিক অবস্থান, মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি করে। ফলে ভূমির মালিকানা ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে । সর্বোপরি ভূমি মালিকানা গ্রামীণ সমাজে একজন ব্যক্তির ক্ষমতার নির্দেশক।

প্রশ্ন-১১.ব্যক্তির ক্ষমতা ও মর্যাদা তৈরির ক্ষেত্রে নগর সমাজে পেশা কীরূপ ভূমিকা রাখে?

উত্তর: নগর সমাজে ব্যক্তির ক্ষমতা ও মর্যাদা তৈরির ক্ষেত্রে পেশা একটি বড় নির্ধারক। নগর সমাজে বড় ধরনের পেশায় রত ব্যক্তির অধিক মর্যাদা দেওয়া হয়। নগর সমাজের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো অকৃষিভিত্তিক পেশা। এদেশের নগর সমাজে উচ্চ মর্যাদা অর্জনকারী পেশাসমূহ হলো— ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, আমলা, সরকারি কর্মকর্তা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইত্যাদি।

প্রশ্ন-১২. চাপসৃষ্টিকারী দল বলতে কী বোঝ?

উত্তর: চাপসৃষ্টিকারী দল বলতে একটি সংগঠিত জনসমষ্টিকে বোঝায় যারা সাধারণত দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পর্যবেক্ষক। তারা বিশেষ বিশেষ সময়ে বা ক্ষেত্রে নিজেদের গণতান্ত্রিক তথা মৌলিক অধিকার বলে বিভিন্ন বিষয়ের ওপর মন্তব্য প্রকাশ করে, বিবৃতি প্রদান করে বা সাক্ষাৎকার দেয়। আমাদের নগর সমাজকাঠামোর ক্ষমতা বিন্যাসের ক্ষেত্র ও নেতৃত্বের গতি প্রকৃতি-নির্ধারণে চাপসৃষ্টিকারী দলসমূহের ভূমিকা তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ চাপসৃষ্টিকারী দলের উৎকৃষ্ট উদাহরণ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. রোহান যে এলাকায় বসবাস করে সেখানকার জনসংখ্যা প্রায় ১,৮০০। তাদের বাড়িঘরগুলো কিছুটা দূরে দূরে অবস্থিত হলেও পারস্পরিক সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। রোহানদের এলাকাটিকে কী বলে অভিহিত করা যায়?

ক. শহর

খ. গ্রাম

গ. দেশ

ঘ. মহাদেশ

উ: খ

২. যেসব কৃষক নিজ জমিতে চাষবাস করে কোনো রকমে নিজেদের ভরণপোষণ করেন তাদেরকে কী বলা হয়?

ক. প্রান্তিক কৃষক

খ. ধনী কৃষক

গ. বর্গাচাষী

ঘ. কৃষি শ্রমিক

উ: ক

৩. প্রাক-ব্রিটিশ আমলে কারা নিজেদের আশরাফ বা অভিজাত বলে দাবি করত?

ক. বহিরাগত মুসলমানেরা

খ. দেশীয় মুসলমানেরা

গ. বহিরাগত খ্রিষ্টানরা

ঘ. দেশীয় হিন্দুরা

উ: ক

৪. ক্ষমতাবিহীন সমাজের শীর্ষে অবস্থানকারী গোষ্ঠীকে কী বলে?

ক. শাসক এলিট

খ. অশাসক এলিট

গ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী

ঘ. সাধারণ গোষ্ঠী

উ: খ

৫. কোনটি বাংলাদেশের শহুরে সমাজে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য বৃদ্ধির কারণ?

ক. অর্থনৈতিক বৈষম্য

খ. সামাজিক বৈষম্য

গ. রাজনৈতিক বৈষম্য

ঘ. বিভিন্ন ধরনের শিক্ষাব্যবস্থা

উ: ঘ

৬. গ্রামে মাথাপিছু জমি কমছে কেন? 

ক. কৃষিনির্ভর জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় 

খ. জমি বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ায় 

গ. যৌথ পরিবার ভেঙ্গে যাওয়ায় 

ঘ. একক পরিবার বৃদ্ধি পাওয়ায়

উ: ক

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

৭.একুশ শতকে বাংলাদেশের গ্রামীণ সমাজ যার প্রভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে—

i. আধুনিক যোগাযোগ

ii. কৃৎকৌশল

 iii. কৃষির সম্প্রসারণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

৮.নেতৃত্ব সম্পর্কে সজাগ ও সক্রিয় গ্রাম সদস্যদের কাজ হলো-

i. নির্বাচনে ভোট সংগ্রহ করা

ii. গ্রামের বিতর্কিত বিষয়ের প্রতি উৎসাহ প্রদান করা

iii. গ্রামীণ সালিশে মতামত ব্যক্ত করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: গ

৯. বাংলাদেশের গ্রামের তুলনায় শহরে —

i. উচ্চ শিক্ষা লাভের সুযোগ বেশি 

ii. ভালো চাকরি লাভের সুযোগ বেশি

iii. বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ কম 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মতিন সাহেব ঢাকায় থাকেন। তিনি ব্যাংকে চাকরি করতেন । বর্তমানে তার এক ছেলে ডাক্তার ও এক মেয়ে শিক্ষক হিসাবে কাজ করছে। তারা যেখানে থাকে সেখানে ড্রাইভার, শিল্প শ্রমিক, দিনমজুর সকল শ্রেণির লোক বসবাস করে ।

১০. উদ্দীপকে বাংলাদেশের নগরের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? 

ক. প্রাকৃতিক কাঠামো

খ. পরিবার ব্যবস্থা

গ. বহুমুখী পেশা

ঘ. সামাজিক মর্যাদা

উ: গ

১১. এ ধরনের এলাকার বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে—

i. অধিক জনসংখ্যা

ii. শিক্ষার সুযোগ

iii. পারস্পরিক মিথস্ক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii 

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

১২.গ্রামীণ সমাজকে সনাতন বলা হয় কেন?

 [সকল বোর্ড '২১]

ক. জীবনযাত্রায় বৈচিত্র্য বেশি বলে

খ. সেখানে সামাজিক গতিশীলতা বেশি

গ. ঐতিহ্যবাহী রীতিনীতিতে গ্রামবাসী অভ্যস্ত 

ঘ. শহরের সাথে গ্রামের ব্যাপক যোগাযোগ

উ: গ

১৩.গ্রামীণ সমাজে ঐতিহ্য ও ঐক্য পরিলক্ষিত হয়—

[সকল বোর্ড ১৭] 

ক. জ্ঞাতিসম্পর্কের জন্য

খ. সহানুভূতির জন্য

গ. সহজ-সরল মানুষের জন্য

ঘ. যৌথ পরিবারের জন্য

উ: ক

১৪.শহরে কী ধরনের পরিবার বেশি দেখা যায়?

 [সকল বোর্ড ২১]

ক. যৌথ

খ. বর্ধিত

গ. একক

ঘ. মাতৃসূত্রীয়

উ: গ

১৫. বাংলাদেশের প্রেক্ষিতে কোনো এলাকায় কমপক্ষে কত জনগণ থাকলে তাকে নগর বলা যায়? 

[সকল বোর্ড ১৫]

ক. চার হাজার

খ. পাঁচ হাজার

গ. ছয় হাজার

ঘ. দশ হাজার

উ: খ

১৬. গ্রামীণ ও শহুরে সমাজের পার্থক্যের প্রধান ক্ষেত্র কোনটি?

[সকল বোর্ড ২২]

ক. ধর্ম

খ. পরিবার

গ. পেশা

ঘ. রাজনীতি

উ: গ

১৭.বাংলাদেশের গ্রাম ও শহরের অন্যতম 'পার্থক্য কোনটি?

[সকল বোর্ড ১৯]

ক. সমপেশার জনগোষ্ঠী

খ. ভিন্ন সংস্কার ও মূল্যবোধ

গ. পেশিশক্তির প্রভাব

ঘ. রাজনৈতিক সম্পৃক্ততা

উ: খ 

১৮.গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের প্রধান উপাদান কোনটি?

(সকল বোর্ড ১৯]

ক. বর্গাচাষ

খ. ভূমি মালিকানা

গ. চাকরি-ব্যবসা

ঘ. শিক্ষা

উ: খ 

১৯.বাংলাদেশের গ্রাম সমাজে ক্ষমতার প্রধান উৎস কোনটি?

[সকল বোর্ড ১৬]

ক. শিল্প কারখানার মালিকানা

খ. ভূমি মালিকানা

গ. উচ্চ পেশাগত অবস্থান

ঘ. রাজনৈতিক দলের সদস্যপদ

উ: খ

২০. মধ্যবিত্ত শ্রেণি কারা?

 [সকল বোর্ড ২২]

ক. শিল্পপতি

খ. অধ্যাপক

গ. শ্রমিক

ঘ. রাজনীতিবিদ

উ:খ  

২১. বাংলাদেশের শহরে ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান কোনটি? 

[সকল বোর্ড ১৭]

ক. সম্পত্তি

খ. শিক্ষা

গ. পেশা

ঘ. জেন্ডার

উ: ক

২২.গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য হচ্ছে –

 [সকল বোর্ড ১৫]

i. স্থানীয় প্রশাসন ব্যবস্থা

 ii. আবেগীয় সামাজিক সম্পর্ক

iii. সীমিত এলাকায় ঘনবসতি 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

গ. ii ও iii

খ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

২৩.বাংলাদেশের শহুরে সমাজের লক্ষণীয় বৈশিষ্ট্য হলো-

i. সীমিত এলাকায় ঘনবসতি

ii. অকৃষিজ পেশা

iii. জাঁকজমকপূর্ণ আবাসস্থল

নিচের কোনটি সঠিক?

[সকল বোর্ড ১৫]

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

২৪.গ্রাম ও শহরের স্তরবিন্যাসের ক্ষেত্রে যে উপাদানগুলো অপরিহার্য – 

[সকল বোর্ড ১৭]

i. পেশা ও শ্রম 

ii. ভূমি ও বংশমর্যাদা

iii. ক্ষমতা ও মর্যাদা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: গ

২৫.গ্রামীণ বাংলাদেশে ক্ষমতা লাভের অভ্যন্তরীণ উৎস হচ্ছে

 [সকল বোর্ড ১৫]

i. ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ক্ষমতা

ii. রাজনৈতিক দলের সদস্যপদ লাভ

 iii. উৎপাদন উপায়ের মালিকানা ও নিয়ন্ত্রণ

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

শফি মিয়ার নিজের কোনো জমি নাই। তিনি অন্যের জমিতে দৈনিক কাজ করেন। তার ছেলে শহরে কষ্ট করে পড়াশোনা শেষ করেছে। গ্রামে এসে সে লোকজনদের সংগঠিত করে তাদের অবস্থার উন্নয়নে নেতৃত্ব দিতে চায়।

 [সকল বোর্ড ২২]

 ২৬. উদ্দীপকের শফি মিয়া কী ধরনের কৃষক?

ক. ধনী

গ. প্রান্তিক

খ. বর্গাচাষী

ঘ. দিনমজুর

উ: ঘ

২৭. উদ্দীপকের আলোকে কোনটি সঠিক? 

ক. শিক্ষা ক্ষমতা কাঠামোর প্রভাবক 

খ. ভূমিহীন কৃষক পরিবারে শিক্ষা নেই

গ. নেতৃত্ব সর্বদা ভূমির মালিকানা নির্ভর 

ঘ. শিক্ষার সাথে পেশিশক্তি জড়িত

উ: ক











এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url