এইচএসসি সমাজকর্ম ১ম পত্র অধ্যায়-৮ সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা সাজেশন
অধ্যায়-৮ সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা
এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩
HSC Social Work 1st paper100% Common Suggestion-2023
পেজ সূচিপত্র :অধ্যায়-৮ সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. পরিকল্পিত পরিবর্তন আনয়নে বর্তমানে আধুনিক সমাজকর্ম কোন ধরনের দেশে প্রয়োগ করা হয়?
উত্তর: পরিকল্পিত পরিবর্তন আনয়নে বর্তমানে আধুনিক সমাজকর্ম অনুন্নত ও উন্নয়নশীল দেশে প্রয়োগ করা হচ্ছে।
প্রশ্ন-২. কোন প্রজেক্টের সাফল্যের ভিত্তিতে ঢাকার অনুন্নত এলাকা শহর সমাজ উন্নয়ন প্রকল্প স্থাপিত হয়?
উত্তর: ঢাকা প্রজেক্টের সাফল্যের ভিত্তিতে ঢাকার অনুন্নত এলাকা শহর সমাজ উন্নয়ন প্রকল্প
প্রশ্ন-৩. কীসের প্রেক্ষিতে আধুনিক সমাজকর্মের উদ্ভব হয়?
উত্তর: সমাজে উদ্ভূত বিভিন্ন জটিল ও বহুমুখী সমস্যার বৈজ্ঞানিক সমাধানের প্রেক্ষিতে আধুনিক, সমাজকর্মের উদ্ভব হয়।
প্রশ্ন-৪. কত সালে সংশোধনমূলক কার্যক্রম ও প্রতিবন্ধী কল্যাণ প্রবর্তন করা হয়?
উত্তর: ১৯৬২ সালে ।
প্রশ্ন-৫. কত সালে 'বিদ্যালয় সমাজকর্ম' প্রবর্তন করা হয়?
উত্তর: ১৯৬৯ সালে ।
প্রশ্ন-৬. কোথায় ‘বিদ্যালয় সমাজকর্ম' প্রবর্তন করা হয়?
উত্তর: ঢাকার আরমানিটোলা উচ্চ বিদালয়ে 'বিদ্যালয় সমাজকর্ম' প্রবর্তন করা হয়।
প্রশ্ন-৭. কোন আইন অনুযায়ী সমাজসেবা বিভাগের সুপারিশ করা হয়?
উত্তর: স্থানীয় সমাজসেবা আইন অনুযায়ী ।
প্রশ্ন-৮. কোন দশকে সমষ্টিকেন্দ্রিক সেবার প্রতি গুরুত্ব দেওয়া হয়?
উত্তর: ১৯৮০ এর দশকে সমষ্টিকেন্দ্রিক সেবার প্রতি গুরুত্ব দেওয়া হয় ।
প্রশ্ন-৯. সমাজকল্যাণ সেবার মূল লক্ষ্য কী?
উত্তর: সমাজকল্যাণ সেবার মূল লক্ষ্য ব্যক্তিগত সমাজসেবা এবং পারিবারিক সেবার উন্নয়ন ।
প্রশ্ন-১০. সমাজকর্ম শিক্ষা কী?
[সকল বোর্ড ১৬]
উত্তর: সমাজকর্মকে প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক রূপদানের জন্য যে শ্রেণিভিত্তিক কার্যক্রম চালু করা হয়, তাই সমাজকর্ম শিক্ষা।
প্রশ্ন-১১. বাংলাদেশে কত সালে পেশাদার সমাজকর্ম শিক্ষার যাত্রা শুরু হয়?
[সকল বোর্ড ১৫]
উত্তর: বাংলাদেশে পেশাদার সমাজকর্ম শিক্ষার যাত্রা শুরু হয় ১৯৫৩ সালে ।
প্রশ্ন-১২. সমাজকর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রবর্তনের গুরুত্বপূর্ণ দায়িত্ব কার ওপর ন্যস্ত হয়?
উত্তর: সমাজকর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রবর্তনের গুরুত্বপূর্ণ দায়িত্ব জাতিসংঘের বিশেষজ্ঞ ড. জে মুর ওপর ন্যস্ত হয়।
প্রশ্ন-১৩.কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজকল্যাণ কলেজ ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজকল্যাণ কলেজ ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয় ।
প্রশ্ন-১৪.১৯৭৩ সালে সমাজকল্যাণ কলেজের নাম কী রাখা হয়?
উত্তর: সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট।
প্রশ্ন-১৫.সমাজকর্ম কলেজ কত সালে সমাজকর্ম বিভাগ নামে আত্মপ্রকাশ করে?
উত্তর: ১৯৭২ সালে ।
প্রশ্ন-১৬.১৯৫২ সালে কয় সদস্যবিশিষ্ট সমাজকর্ম বিশেষজ্ঞ দল এদেশে আগমন করেন?
উত্তর: ছয় সদস্যবিশিষ্ট
প্রশ্ন-১৭. কত সালে সমাজকর্ম বিশেষজ্ঞ দলের সুপারিশে একটি প্রশিক্ষণ কোর্স চালু করা হয়?
উত্তর: ১৯৫৩ সালে ।
প্রশ্ন-১৮. সমাজসেবা অধিদপ্তর থেকে কী নামে একটি নিয়মিত সাময়িক পত্রিকা প্রকাশিত হচ্ছে?
উত্তর: ‘সমাজকল্যাণ' নামে ।
প্রশ্ন-১৯. সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে প্রকাশিত পত্রিকার নাম কী?
উত্তর: ‘জার্নাল অব সোশ্যাল ডেভেলপমেন্ট
প্রশ্ন-২০. জার্নাল অব সোশ্যাল ডেভেলপমেন্ট কোন ধরনের পত্রিকা?
উত্তর: জার্নাল অব সোশ্যাল ডেভেলপমেন্ট একটি অর্ধ-বার্ষিকী পত্রিকা
প্রশ্ন-২১. সমাজকর্মে পেশাদারিত্বের বিকাশে কোন দেশের অবদান সবচেয়ে বেশি?
উত্তর: ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি।
প্রশ্ন-২২. কোন দেশকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়?
[রা বো., কু, বো, চ. বো, ব. বো. ১৮]
উত্তর: ইংল্যান্ডকে সমাজকর্মের সূতিকাগার বলা হয় ।
প্রশ্ন-২৩. কীসের ভিত্তিতে 'School of Economics' প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: দান সংগঠন (COS)-এর দর্শনের ওপর ভিত্তি করে 'School of Economics' প্রতিষ্ঠা করা হয়।
প্রশ্ন-২৪. কোথায় ‘School of Social Science' প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ইংল্যান্ডের লিভারপুলে।
প্রশ্ন-২৫. কাদের জন্য ইংল্যান্ডে Institute of Almoners প্রশিক্ষণ কোর্স চালু করা হয়?
উত্তর: চিকিৎসা সমাজকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ।
প্রশ্ন-২৬. কত সালে সমাজকর্ম প্রশিক্ষণ কাউন্সিল প্রশিক্ষণ দান শুরু করে?
উত্তর: ১৯৬২ সালে ।
প্রশ্ন-২৭. কেন্দ্রীয় সমাজকর্ম শিক্ষা ও প্রশিক্ষণ কাউন্সিল কখন গঠিত হয়?
উত্তর: ১৯৭০ সালে ।
প্রশ্ন-২৮. কে সমাজসেবার ওপর ১৮৯৭ সালে ব্যবহারিক প্রশিক্ষণ দানের পরিকল্পনা গ্রহণ করেন?
উত্তর: Mary Richmond সমাজসেবার ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দানের পরিকল্পনা গ্রহণ করেন ।
প্রশ্ন-২৯. কত সালে Training School for Applied Philanthropy স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়?
উত্তর: ১৮৯৭ সালে ।
প্রশ্ন-৩০. কত সালে CSWE প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫২ সালে ।
প্রশ্ন-৩১. CSWE এর পূর্ণরূপ কী?
উত্তর: Council on Social Work Education.
প্রশ্ন-৩২. BSW এর পূর্ণরূপ কী?
উত্তর: BSW এর পূর্ণরূপ হলো— Bachelor in Social Work |
প্রশ্ন-৩৩. কত সালে Australian Association of Social Workers প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ১৯৪৬ সালে Australian Association of Social Workers প্রতিষ্ঠা করা হয়।
প্রশ্ন-৩৪. AASW এর পূর্ণরূপ কী?
উত্তর: Australian Association of Social Workers.
প্রশ্ন-৩৫. সমাজকর্ম শিক্ষার প্রসারে ১৯৫৭ সালে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর: Murry Report |
প্রশ্ন-৩৬, AASWE এর পূর্ণরূপ কী?
উত্তর: Australian Association for Social Work Education.
প্রশ্ন-৩৭. Clifford Manshardt কীসের মাধ্যমে ভারতে আসেন?
উত্তর: Clifford Manshardt 'American Mission'-এর মাধ্যমে ভারতে আসেন।
প্রশ্ন-৩৮. কত সালে শ্রীলংকায় মাস্টার্স কোর্স প্রবর্তন করা হয়?
উত্তর: ২০০৮ সালে ।
প্রশ্ন-৩৯.কত সালে ভারতে সমাজকর্মের আধুনিক দৃষ্টিভঙ্গির উন্মেষ ঘটে?
উত্তর: ১৯২০ সালে ।
প্রশ্ন-৪০. ১৯৪৪ সালের 'Sir Dorabji Tata Graduate School of Social Work' এর পরিবর্তিত নাম কী?
উত্তর: Tata Institute of Social Science'
প্রশ্ন-৪১. কত সালে School of Social Welfare চালু করা হয়?
উত্তর: ২০০১ সালে ।
প্রশ্ন-৪২. জাপানের কোন বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম সমাজকর্ম শিক্ষায় মাস্টার্স কোর্স চালু করে?
উত্তর: Doshisha University.।
প্রশ্ন-৪৩. জাপানে সমাজকর্ম শিক্ষার প্রসার ও উন্নয়নে কোন ধর্মের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়?
উত্তর: বৌদ্ধ ধর্মের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. বাংলাদেশে পেশাদার সমাজকর্মের গতিশীলতা বৃদ্ধি পাওয়ার কারণ বর্ণনা কর ।
উত্তর: বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধান এবং পাশ্চাত্যের উন্নত দেশের ধ্যান-ধারণার ভিত্তিতে বাংলাদেশে সমাজকল্যাণ পেশা এবং শিক্ষার সূচনা হয়। তবে সময়ের পরিবর্তনে এতে সংযোজিত হয়েছে দেশীয় চিন্তাভাবনা ও আদর্শ দৃষ্টিভঙ্গি। সেই সাথে শিল্পায়ন ও নগরায়ণ বৃদ্ধি পাওয়ায় পরিবর্তিত পরিবেশে সমস্যা ক্রমশ ঘনীভূত হচ্ছে। ফলে বাংলাদেশে পেশাদার সমাজকর্মের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে।
প্রশ্ন-২. পেশাগত সংগঠন বলতে কী বোঝ?
[সকল বোর্ড ১৬]
উত্তর: পেশাগত সংগঠন বলতে কোনো নির্দিষ্ট পেশার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠিত নিজস্ব সংগঠন বা প্রতিষ্ঠানকে বোঝায় । পেশার একটি মানদণ্ড হলো পেশাগত সংগঠন। পেশার মানোন্নয়ন, পেশাদার কর্মীদের স্বার্থ সংরক্ষণ, কর্মীদের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন প্রভৃতির জন্য প্রতিটি পেশারই নিজস্ব সংগঠন বা প্রতিষ্ঠান থাকে। পেশাগত সংগঠনের মাধ্যমেই একটি পেশা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে ।
প্রশ্ন-৩. বর্তমান বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার প্রাতিষ্ঠানিক কার্যক্রম বর্ণনা কর।
উত্তর: বর্তমান সময়ে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সমাজকর্ম শিক্ষার ব্যাপক প্রসার লাভ করেছে। ঢাকা, রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মের ওপর চার বছর মেয়াদি অনার্স, ১ বছর মেয়াদি মাস্টার্সসহ এম.ফিল ও পিএইচডি কোর্স চালু রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩২টি কলেজে অনার্স এবং ১৭টি কলেজে মাস্টার্স কোর্স চালু রয়েছে। তাছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে ঐচ্ছিক বিষয় হিসেবে সমাজকর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রশ্ন-৪.সমাজকর্ম শিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বর্ণনা কর ।
উত্তর: সমাজকর্ম শিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজগুলোতে অনার্স, ডিগ্রি ও মাস্টার্স কোর্স প্রবর্তন করা হয়েছে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন তথ্য থেকে জানা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৩২টি কলেজে অনার্স ও ১৭টি কলেজে মাস্টার্স কোর্স চালু রয়েছে।
প্রশ্ন-৫.‘সমাজকর্ম পেশার বিকাশে অন্যতম প্রতিবন্ধকতা হলো পেশা সম্পর্কে রাষ্ট্রীয় নীতিমালার অভাব’–ব্যাখ্যা করো।
উত্তর: সমাজকর্ম পেশার বিকাশে অন্যতম একটি প্রতিবন্ধকতা হলো পেশা সম্পর্কে রাষ্ট্রীয় নীতিমালার অভাব । আমাদের সমাজ মূলত আধা-সামন্তবাদী, পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক ধরনের। ফলে এ ধরনের সমাজব্যবস্থায় সমাজকর্ম পেশা তার স্বরূপে বিকশিত হতে পারছে না। অন্যদিকে মিশ্র অর্থনীতিনির্ভর প্রশাসনিক জটিলতাও সমাজকর্ম পেশার সুষ্ঠু বিকাশে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনে অব্যবস্থাপনা ও খামখেয়ালিপনা; সর্বোপরি সমাজকর্ম প্রশাসন সম্পর্কে প্রশাসনিক ব্যক্তিদের অস্বচ্ছ ধারণা পেশাদার সমাজকর্মের পরিপূর্ণতা অর্জনে নানা বিপত্তির সৃষ্টি করছে।
প্রশ্ন-৬.বাংলাদেশে আধুনিক সমাজকর্ম সূচনার প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
উত্তর: দেশ বিভাগের ফলে উদ্ভূত আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষিতে এদেশে আধুনিক সমাজকর্মের সূচনা হয় । ১৯৪৭ সালের আগে এদেশের সমাজকল্যাণমূলক কার্যাবলি সনাতনভাবে পরিচালিত হতো। তখন এদেশের সমস্যাগুলো ছিল মূলত আর্থিক। কিন্তু দেশবিভাগের পর অর্থাৎ ১৯৪৭ সালের পর থেকে এদেশের সমস্যাগুলো জটিল আকার ধারণ করতে থাকে । আর এ জটিল সমস্যা সমাধানের প্রচেষ্টায় বিভিন্ন কর্মসূচির উদ্ভবের মধ্য দিয়ে আধুনিক সমাজকর্মের বীজ রোপিত হতে থাকে।
প্রশ্ন-৭.স্বাধীনতা-পূর্ব সময়ে বাংলাদেশে সমাজকর্ম পেশা বিস্তারের প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
উত্তর: ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার পর এদেশের অনেক মোহাজের (উদ্বাস্তু) আগমন করায় বস্তিসহ বিভিন্ন সামাজিক সমস্যা জটিল রূপ ধারণ করে। এসব জটিল সমস্যা সমাধানের প্রেক্ষিতে বাংলাদেশে সমাজকর্মের সূচনা হয় । ১৯৪৭ পরবর্তী সমস্যাগুলো পাকিস্তান সরকারের কাছে খুবই মারাত্মক মনে হওয়ায় ১৯৫১ সালে জাতিসংঘে সমস্যা মোকাবিলার জন্য পরামর্শ ও সাহায্যের আবেদন জানানো হয়। পাকিস্তান সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে Dr. James R. Dumpson-এর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল ১৯৫২ সালে এদেশে পরিদর্শনে আসেন। তারা দেশের আর্থ-সামাজিক অবস্থাসহ নানা বিষয় গবেষণা ও জরিপ পর্যালোচনার পর পেশাদার সমাজকর্ম প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন ।
প্রশ্ন-৮. বাংলাদেশের স্বেচ্ছামূলক সমাজকল্যাণের ঐতিহ্য ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের দেশের মানুষ খুবই ধর্মভীরু। মানবতাবোধ ও ধর্মীয় আদর্শে উজ্জীবিত এদেশে সমাজকল্যাণের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সামাজিকভাবে প্রতিষ্ঠিত অনেক স্বেচ্ছামূলক সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে ছিল । এসবের মধ্যে এতিমখানা, সরাইখানা, লঙ্গরখানা, ধর্মগোলা ও দেবোত্তর প্রথা উল্লেখযোগ্য। তাছাড়া এদেশের মুসলিম সমাজের যাকাত, ফিতরা, সদকা, ওয়াক্ফ ইত্যাদি সমাজকল্যাণের উৎকৃষ্ট উদাহরণ।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. নিচের কোনটিকে সমাজকর্মের অন্যতম একটি পাঠ্যক্রম হিসেবে বিবেচনা করা হয়?
ক. রীতি-নীতি অনুশীলন
খ. মূল্যবোধ অনুশীলন
গ. মাঠকর্ম অনুশীলন
ঘ. সমাজকর্ম গবেষণা
উ: গ
২.কাদের মধ্যে প্রথম আধুনিক সমাজকল্যাণের সূচনা হয়?
ক. প্রোটেস্ট্যান্ট মিশনারি
খ. খ্রিষ্টান মিশনারি
গ. জাতিসংঘ স্বেচ্ছাসেবী
ঘ.জাতিসংঘ বিশেষজ্ঞ
উ: ক
৩. সমাজকর্মের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় কত সালে?
ক. ১৯৩৮
গ. ১৯৫৮
খ. ১৯২৮
ঘ. ১৯৪৮
উ: খ
৪. বাংলাদেশে ১৯৫৩ ও ১৯৫৫ সালে আয়োজনকৃত কোর্সের উদ্দেশ্য কী ছিল?
ক. সমাজকর্মের ভিত্তি প্রস্তুত করা
খ. সমাজকে পুনর্গঠিত করা
গ. সমাজকর্মের মানোন্নয়নে পেশাদার সমাজকর্মী তৈরি করা
ঘ. সমাজকর্মীদের মনোবল বৃদ্ধি করা
উ: গ
৫.সর্বপ্রথম জাতিসংঘের কত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এদেশে আসে?
ক. ৬
খ. ৯
গ.৭
ঘ.৮
উ: ক
৬.সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭৩
খ. ১৯৭১
গ. ১৯৭০
ঘ. ১৯৭৪
উ: ক
৭.কত সালে স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত হয়?
ক. ১৯৫৯
খ. ১৯৫৬
গ. ১৯৬১
ঘ. ১৯৬৩
উ: ক
৮.কত সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯১
খ. ১৯৯২
গ. ১৯৯০
ঘ. ১৯৯৪
উ: খ
৯. কত সাল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমাজকর্ম পাঠের অনুমতি দেওয়া হয়?
ক. ১৯৬২
খ. ১৯৬৪
গ. ১৯৬৩
ঘ. ১৯৬০
উ: খ
১০. ‘শহর সমাজ উন্নয়ন' প্রকল্প সর্বপ্রথম কোথায় চালু হয়?
ক. ঢাকার কায়েতটুলীতে
খ. আরমানিটোলায়
গ. বংশালে
ঘ.কোনাপাড়ায়
উ: ক
১১. প্রতিবন্ধী কল্যাণ কার্যক্রম শুরু হয় কবে?
ক. ১৯৬২ সালে
খ. ১৯৬০ সালে
গ.১৯৬১ সালে
ঘ. ১৯৬৩ সালে
উ: ক
১২.পরিকল্পিত পরিবার গঠনের সুফল ও জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন শাস্ত্রের জ্ঞান প্রয়োগ করা যেতে পারে?
ক. সমাজবিজ্ঞান
খ. জনবিজ্ঞান
গ. সমাজকর্ম
ঘ. রাষ্ট্রবিজ্ঞান
উ: গ
১৩. সমাজকর্ম পেশার মানোন্নয়নে বর্তমানে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রকাশিত সাময়িক পত্রিকার নাম কী?
ক. সমাজকর্ম
খ. সামাজিক কার্যক্রম
গ. সমাজকল্যাণ কার্যক্রম
ঘ.সমাজকল্যাণ
উ: ঘ
১৪. কত সালে পৃথক ইনস্টিটিউট হিসেবে সমাজকল্যাণ কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আত্মীকরণ করা হয়?
ক. ১৯৭৩ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ.১৯৮২ সালে
উ: ক
১৫. ১৯০৪ সালে কোথায় ‘School of Social Science' প্রতিষ্ঠিত হয়?
ক. রোমে
খ. প্যারিসে
গ. লিভারপুলে
ঘ. শিকাগো
উ: গ
১৬. কত সালে ম্যারি রিচমন্ড Training School for Applied Philanthropy স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন?
ক. ১৮৯৭ সালে
খ. ১৮৯৮ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৫ সালে
উ: ক
১৭.কত সালে আমেরিকায় পেশাগত সমাজকর্ম শিক্ষার সূত্রপাত হয়?
ক.১৯০৩ সালে
খ. ১৯০৪ সালে
গ. ১৯১২ সালে
ঘ. ১৯২০ সালে
উ: খ
১৮.কত সালে অস্ট্রেলিয়ায় সমাজকর্মের ওপর প্রশিক্ষণ কর্ম পরিচালনা করা হয়?
ক. ১৯২০ সালে
খ. ১৯২৯ সালে
গ. ১৯৩৩ সালে
ঘ.১৯৪০ সালে
উ: খ
১৯. কত সালে শ্রীলঙ্কায় সমাজকর্মের পেশাগত শিক্ষার উদ্ভব ঘটে?
ক. ১৯৫০ সালে
খ.১৯৫২ সালে
গ.১৯৬০ সালে
ঘ.১৯৬২ সালে
উ: খ
20. Delhi School of Social Work কবে প্রতিষ্ঠিত হয়?
ক.১৯২৫ সালে
খ. ১৯৩৬ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ.১৯৫০ সালে
উ: গ
২১. School of Social Welfare চালু করা হয় কত সালে?
ক. ১৯৯৯ সালে
খ. ২০০১ সালে
গ.২০০৫ সালে
ঘ. ২০০৭ সালে
উ: খ
২২. জাপানে Confucianism -এর দর্শনে কয়টি অংশ বিদ্যমান?
ক. দুইটি অংশ
খ. তিনটি অংশ
গ.চারটি অংশ
ঘ. ছয়টি অংশ
উ: খ
২৩.জাপানে আধুনিক সমাজকর্ম শিক্ষার সূত্রপাত হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৮৫০ খ্রিষ্টাব্দে
খ. ১৮৭০ খ্রিষ্টাব্দে
গ. ১৯২০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৫০ খ্রিষ্টাব্দে
উ: গ
২৪. চীনে সর্বপ্রথম সমাজকর্ম শিক্ষার উদ্ভব হয় কত সালে?
ক. ১৯১০ সালে
খ. ১৯২০ সালে
গ. ১৯৪৯ সালে
ঘ.১৯৫২ সালে
উ: খ
২৫. ইংল্যান্ডে কখন কেন্দ্রীয় সমাজকর্ম শিক্ষা ও প্রশিক্ষণ কাউন্সিল গঠিত হয়?
ক. ১৯৬২ সালে
খ. ১৯৭০ সালে
গ. ১৯৭৭ সালে
ঘ. ১৯৮১ সালে
উ: খ
২৬. সমাজকর্ম শিক্ষার প্রবর্তনে কোন ব্যক্তি সর্বপ্রথম পেশাগত প্রশিক্ষণ দানের প্রস্তাব উত্থাপন করেন?
ক. ম্যারি রিচমন্ড
খ. এনা এল ভয়েস
গ. ফ্রিডল্যান্ডার
ঘ. ডি জে মুর
উ: খ
২৭. অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও অ্যাডিলেডে কত বছর মেয়াদি স্নাতকপূর্ব ডিপ্লোমা কোর্স চালু করা হয়?
ক. এক বছর
খ.দুই বছর
গ. তিন বছর
ঘ. চার বছর
উ: খ
২৮. বর্তমানে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহে একজন ছাত্রকে গ্র্যাজুয়েট হতে হলে ২টি জায়গায় কত ঘণ্টা কাজের জন্য ব্যয় করতে হয়?
ক. ৯০০ ঘণ্টা
খ. ৮৪০ ঘণ্টা
গ. ৭২০ ঘণ্টা
ঘ.৯৮০ ঘণ্টা
উ: ঘ
২৯. ১৯২০ সালে ভারতে স্বেচ্ছা সমাজকর্মীদের প্রশিক্ষণ দানের লক্ষ্যে কোন শহরে সমাজসেবা লীগ নামক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আধুনিক সমাজকর্মের যাত্রা শুরু হয়?
ক. মাদ্রাজ শহরে
খ. দিল্লি শহরে
গ. কাশ্মীর শহরে
ঘ.বোম্বে শহরে
উ: ঘ
৩০.ভারতে গান্ধী অনুসারীদের যৌথ উদ্যোগে কোথায় গ্রামীণ উন্নয়নের কাজ শুরু হয়?
ক. দিল্লি
খ. গুজরাট
গ. আগ্রা
ঘ. কোলকাতা
উ: খ
৩১.কত শতাব্দীর মানবিক আন্দোলন সমাজকর্মে বিশেষ ভূমিকা রাখে?
ক. সপ্তদশ
খ. অষ্টাদশ
গ. উনবিংশ
ঘ. বিংশ
উ: ঘ
৩২. সমাজকর্ম শিক্ষা আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে?
ক. শিকাগো বিশ্ববিদ্যালয়
খ. সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়
গ. বোস্টন বিশ্ববিদ্যালয়
ঘ. কলম্বিয়া বিশ্ববিদ্যালয়
উ: ঘ
৩৩. কোন শতকের শেষদিকে আমেরিকার শহরগুলোতে বহু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে ওঠে?
ক. সপ্তদশ
খ. অষ্টাদশ
গ. ঊনবিংশ
ঘ. বিংশ
উ: গ
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর
৩৪. বাংলাদেশে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি পেতে খুব বেশি সময় লাগবে না। কারণ–
i.এদেশে সমাজকর্মীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
ii.সমাজকর্মের শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে
iii. সমাজকর্ম প্রয়োগের ক্ষেত্র রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
৩৫. সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা রয়েছে- সামাজিক পরিকল্পনা প্রণয়নে
ii. ব্যক্তিগত চাহিদা পূরণে
iii. সামাজিক নীতি বাস্তবায়নে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ.i ও iii
গ. ii ও iii
ঘ.i, ii ও iii
উ: ঘ
৩৬. বর্তমান বাংলাদেশের নানা সামাজিক সমস্যা দূরীকরণে অনস্বীকার্য হয়ে পড়েছে–
i.সমাজকর্মের জ্ঞান
ii. সমাজকর্ম জ্ঞানের প্রয়োগ
iii. সমাজকর্ম জ্ঞানের অনুশীলন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
৩৭. শ্রীলংকায় প্রচলিত সমাজকর্মের মূল দিক হলো-
i.মানুষের আচরণ অনুধাবন করা
ii. সমাজকর্মের বিভিন্ন বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা
iii. মাঠকর্ম সমন্বয় করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও i
খ. i ও iii
গ. ii ও ii
ঘ. i, ii ও iii
উ: ক
৩৮. বাংলাদেশে পেশাদার সমাজকর্মের গতিশীলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ—
i.দেশীয় চিন্তা-ভাবনার সংযোজন
ii. জাতিসংঘের পরামর্শক্রমে চালুকৃত শিক্ষা কোর্স
iii. আদর্শগত দৃষ্টিভঙ্গির প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ:ক
৩৯. মার্কিন যুক্তরাষ্ট্রে Training School for Applied Philanthrophy স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়-
i. সমাজসেবার ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দানের জন্য
ii. সমাজকর্ম শিক্ষার মান উন্নয়নের জন্য
iii. সমাজকর্মে পেশাগত দৃষ্টিভঙ্গি সৃষ্টির জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ.i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও:
এম. এ আরিফ খান সম্প্রতি সমাজকর্মের ওপর পিএইচডি করার জন্য বিদেশ গমন করে। তার ভ্রমণকৃত দেশেই সমাজকর্মের পেশাগত বিকাশ ঘটেছে।
তাই এ দেশটিকেই সে তার শিক্ষা অর্জনের উপযুক্ত দেশ বলে মনে করছে।
৪০. আরিফ কোন দেশে পি এইচ ডি করার জন্য গমন করেছে?
ক. ইংল্যান্ড
খ. আমেরিকা
গ. অস্ট্রেলিয়া
ঘ. কাগজ
উ: খ
৪১. উক্ত দেশটিতে সমাজকর্ম শিক্ষা চালুর উদ্দেশ্য ছিল—
i.পেশাগত শিক্ষার মান উন্নয়ন
ii.সমাজসেবামূলক কাজের অগ্রগতি অর্জন
iii.সমাজকর্ম সম্পর্কে সচেতনতা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
উ: ঘ
বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪২. ১৯৫৩ সালে ঢাকায় সর্বপ্রথম কত মাসের প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার সমাজকর্মের ভিত্তি স্থাপিত হয়?
[সকল বোর্ড ১৯]
ক. ৩
খ. 8
গ. ৫
ঘ.৬
উ: ক
৪৩. ১৯৪৭ সালে দেশ বিভাগের ফলে বহু মোহাজের কোন দেশ থেকে বাংলাদেশে আগমন করে?
[সকল বোর্ড ১৮]
ক. মায়ানমার
খ. ভারত
গ. শ্রীলংকা
ঘ. নেপাল
উ: খ
৪৪. জাতিসংঘ বিশেষজ্ঞ দলের সুপারিশে সমাজকর্ম শিক্ষার উপর ঢাকায় ৩ মাসের একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয় কত সালে?
[সকল বোর্ড 19/
ক. ১৯৫১
খ.১৯৫২
গ.১৯৫৩
ঘ. ১৯৫৫
উ: গ
৪৫.বাংলাদেশে সমাজকর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রবর্তনের জন্য জাতিসংঘের কোন বিশেষজ্ঞের উপর গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল?
[সকল বোর্ড ১৭]
ক. Dr. James Dumpson
খ.Dr. J. Morre
গ.Dr. P. J. Hearts
ঘ. Dr. Jac Yep Kim
উ: খ
৪৬. ১৯৫৪ সালে জাতিসংঘ এবং রেডক্রসের সহায়তায় বাংলাদেশে কোন মেডিকেল কলেজে চিকিৎসা সমাজকর্ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়?
[সকল বোর্ড ১৬]
ক. ঢাকা মেডিকেল কলেজ
খ. সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
গ. মিটফোর্ড মেডিকেল কলেজ
ঘ. চট্টগ্রাম মেডিকেল কলেজ
উ: ক
৪৭.আধুনিক শিল্পসমাজের ক্রমবিকাশের জটিলতার ফলে সৃষ্টি হয়েছে কোন সমাজকর্মের?
[সকল বোর্ড ১৬]
ক. সনাতন সমাজকর্ম
খ. স্বেচ্ছাসেবী সমাজকর্ম
গ. পেশাদার সমাজকর্ম
ঘ. বেসরকারি সমাজকর্ম
উত্তর .গ
৪৮. বাংলাদেশে সমাজকর্ম আজও পেশার পরিপূর্ণ মর্যাদা লাভ করেনি কেন?
[সকল বোর্ড ১৮]
ক. পেশাগত নৈতিক বিধিমালা নেই
খ. সুশৃঙ্খল জ্ঞান ভাণ্ডারের অভাব
গ. পেশাদার কর্মীর মানসম্মত যোগ্যতা নেই
ঘ. সামাজিক স্বীকৃতি নেই
উ: ঘ
৪৯. সমাজকর্ম পেশা হিসেবে কোন দেশে প্রথম স্বীকৃতি লাভ করে?
[সকল বোর্ড ১৭]
ক. ভারত
খ. ইংল্যান্ড
গ. অস্ট্রেলিয়া
ঘ. আমেরিকা
উ: ঘ
৫০. ভারতে পেশাদার সমাজকর্মের বিকাশ ও উন্নয়নে কোন প্রতিষ্ঠানের গুরুত্ব সবচেয়ে বেশি?
[সকল বোর্ড '১৯]
ক. টাটা স্কুল অব সোশ্যাল ওয়ার্ক
খ. লক্ষ্ণৌ ইনস্টিটিউট
গ. দিল্লী স্কুল অব সোশ্যাল ওয়ার্ক
ঘ. বরোদা বিশ্ববিদ্যালয়
উ: ক
৫১. কোন দেশে সমাজকর্মের উপর একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে?
[সকল বোর্ড ১৮]
ক. শ্রীলংকা
খ. দক্ষিণ কোরিয়া
গ. জাপান
ঘ. চীন
উ: গ
উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও:
পার্শ্ববর্তী বৃহৎ দেশ ভারতে ১৯২০ সালে Social Service League in Bombay নামক সংগঠন প্রথম সমাজকর্মের ওপর স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু করেছিল । এখন সোশ্যাল ওয়ার্ক স্কুলের সংখ্যা প্রায় ১৩৬টি। ভারতে এত আগে সমাজম শিক্ষার প্রসার ঘটলেও শিক্ষার পাঠ্যক্রম গড়ে ওঠে নাই। পেশাগত কোনো সংগঠনও গড়ে ওঠে নাই। ভারতে এটি এখন পর্যন্ত পেশা হিসেবেও স্বীকৃতি পায় নাই।
[সকল বোর্ড ১৬ ]
৫২.উদ্দীপকে উল্লিখিত ভারতে সমাজকর্ম পেশার অবস্থার সাথে নিচের কোন দেশের পেশার অবস্থার মিল রয়েছে?
ক. বাংলাদেশ
খ. দক্ষিণ কোরিয়া
গ.জাপান
ঘ. অস্ট্রেলিয়া
উ: খ
৫৩. উদ্দীপকে উল্লিখিত দেশে সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্যে প্রয়োজন—
i.প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা
ii. নিবন্ধন ও রাষ্ট্রীয় স্বীকৃতি
iii. পেশার জন্যে রাষ্ট্রীয় উদ্যোগ নয়, ব্যক্তির ইচ্ছা ও উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
সমাজকর্ম ১ম পত্র উপর আরো পড়ুন
- অধ্যায়:১ সমাজকর্ম : প্রকৃতি এবং পরিধি
- অধ্যায়-২সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
- অধ্যায়-৩ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা
- অধ্যায়-৪ সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়
- অধ্যায়-৫ সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক
- অধ্যায়-৬ সমাজকর্মের পদ্ধতি
- অধ্যায়-৭ সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম
- অধ্যায়-৮ সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url