এইচএসসি সমাজকর্ম ১ম পত্র অধ্যায়-৭ সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম সাজেশন
অধ্যায়-৭ সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম
এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩
HSC Social Work 1st paper100% Common Suggestion-2023
পেজ সূচিপত্র :অধ্যায়-৭ সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১.সামাজিক নীতি কী?
উত্তর: সামাজিক নীতি হচ্ছে সেসব সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট নিয়ম-কানুনের সমষ্টি যাকে কার্য সম্পাদনের আদর্শ বা পথনির্দেশক হিসেবে মনে করা হয়।
প্রশ্ন-২.সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ কোনটি?
উত্তর: নীতি প্রণয়নের যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ।
প্রশ্ন-৩.সামাজিক কল্যাণ ও উন্নয়নের পূর্বশর্ত কী?
উত্তর: সামাজিক কল্যাণ ও উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন ।
প্রশ্ন-৪.কীসের ভিত্তিতে সামাজিক পরিকল্পনা করা হয়ে থাকে?
উত্তর: সামাজিক নীতির ভিত্তিতে সামাজিক পরিকল্পনা করা হয়ে থাকে।
প্রশ্ন-৫. প্রেক্ষিত পরিকল্পনা কত বছর মেয়াদী?
[ঢা., দি, সি., য. বো. ১৮]
উত্তর: প্রেক্ষিত পরিকল্পনা ১০ থেকে ২০ বছর মেয়াদী।
প্রশ্ন-৬. Social Policy: An Introduction গ্রন্থটি কার লেখা?
উত্তর: Social Policy: An Introduction গ্রন্থটি Richard M Titmuss এর লেখা।
প্রশ্ন-৭. কোন ধাপ প্রাথমিকভাবে নীতি প্রণয়নের সাথে যুক্ত নয়?
উত্তর: মূল্যায়ন প্রাথমিকভাবে নীতি প্রণয়নের সাথে যুক্ত নয় ।
প্রশ্ন-৮.কীসের মাধ্যমে নীতি অধিক কার্যকর হয়?
উত্তর: মূল্যায়নের মাধ্যমে নীতির অনুশীলন আরও অধিক কার্যকর হয়।
প্রশ্ন-৯. শিক্ষা মানুষের কোন ধরনের অধিকার?
উত্তর: শিক্ষা মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার।
প্রশ্ন-১০. জাতীয় উন্নয়নের পূর্বশর্ত কী?
উত্তর: শিক্ষা জাতীয় উন্নয়নের পূর্বশর্ত।
প্রশ্ন-১১.কত সালে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
উত্তর: ১৯৭৪ সালে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয়।
প্রশ্ন-১২.বাংলাদেশের সর্বশেষ শিক্ষানীতি কবে প্রণীত হয়?
[ঢা; দি কু চ সি., য. বো. ১৭: সকল বোর্ড ১৫]
উত্তর: ২০১০ সালে ।
প্রশ্ন-১৩.কার নেতৃত্বে ২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
উত্তর: জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে ২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন করা হয়।
প্রশ্ন-১৪.বয়স্ক ও উপানুষ্ঠানিক শিক্ষার লক্ষ্য কী?
উত্তর: ২০১৪ সালের মধ্যে প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে সাক্ষর করে তোলা।
প্রশ্ন-১৫.উপানুষ্ঠানিক শিক্ষা কী?
উত্তর: উপানুষ্ঠানিক শিক্ষা আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার পরিপূরক ব্যবস্থা।
প্রশ্ন-১৬. জাতীয় উন্নয়নের অপরিহার্য অনুষঙ্গ কী?
উত্তর: দক্ষ জনশক্তি জাতীয় উন্নয়নের একটি অপরিহার্য অনুষঙ্গ ।
প্রশ্ন-১৭.নৈতিকতার মৌলিক উৎস কী?
উত্তর: নৈতিকতার মৌলিক উৎস ধর্ম।
প্রশ্ন-১৮.বিজ্ঞানের মূল কাজ কী?
উত্তর: বিজ্ঞানের মূল কাজ হলো প্রকৃতিকে অনুধাবন করা ।
প্রশ্ন-১৯.MDG এর পূর্ণরূপ কী?
উত্তর: Millennium Development Goal.
প্রশ্ন-২০.জাতীয় নারী উন্নয়ন নীতি কত সালে প্রণীত হয়?
[রা. বো, ব, বো. ১৭]
উত্তর: জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ সালে প্রণীত হয় ।
প্রশ্ন-২১. সর্বশেষ কবে জাতীয় শিশুনীতি গ্রহণ করা হয়?
[সকল বোর্ড ১৯]
উত্তর: সর্বশেষ ২০১১ সালে জাতীয় শিশুনীতি গ্রহণ করা হয় ।
প্রশ্ন-২২.পরিকল্পনা কী?
উত্তর: পরিকল্পনা হলো কোনো প্রত্যাশিত কার্য সম্পাদনের পূর্ব প্রস্তুতি ।
প্রশ্ন-২৩.পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য কী?
উত্তর: পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সুসামঞ্জস্যতা।
প্রশ্ন-২৪. প্রায়োগিক দিকের ব্যাপকতার ভিত্তিতে পরিকল্পনা কয় প্রকার?
উত্তর: প্রায়োগিক দিকের ব্যাপকতার ভিত্তিতে পরিকল্পনা দুই প্রকার ।
প্রশ্ন-২৫.লক্ষ্যমাত্রা নির্ধারণের ভিত্তিতে পরিকল্পনা কয় প্রকার?
উত্তর: লক্ষ্যমাত্রা নির্ধারণের ভিত্তিতে পরিকল্পনা দুই প্রকার ।
প্রশ্ন-২৬. বার্ষিক পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনা?
উত্তর: বার্ষিক পরিকল্পনা মূলত একটি স্বল্পমেয়াদি পরিকল্পনা।
প্রশ্ন-২৭.নীতি বাস্তবায়নে সমাজকর্মীর মুখ্য কাজ কী?
উত্তর: নীতি বাস্তবায়নে সমাজকর্মীর মুখ্য কাজ হলো প্রণীত নীতি বাস্তবে রূপদান করা।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. সামাজিক নীতি বলতে কী বোঝায়?
[ঢা.. দি. সি., য. বো. ১৮]
উত্তর: সামাজিক নীতি বলতে সমাজের উন্নয়ন এবং বৃহত্তর কল্যাণকে সামনে রেখে প্রণীত নীতিকে বোঝায় । সমাজের কল্যাণে বিভিন্ন সমাজ কল্যাণমূলক সেবা প্রদান বা সামাজিক সমস্যার সমাধান বা ব্যক্তি ও গোষ্ঠী জীবনের স্বাভাবিক জীবনযাত্রার নিশ্চয়তা বিধানে যেসব নীতি প্রণয়ন করা হয় তাকেই সামাজিক নীতি বলা হয়। সামাজিক নীতি বর্তমান বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক নীতির মাধ্যমে একটি রাষ্ট্রের কল্যাণমুখী পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়িত হয় ।
প্রশ্ন-২. বাংলাদেশের সামাজিক নীতি সম্পর্কে লেখ ।
উত্তর: বাংলাদেশের সমাজ ও জনগণের সার্বিক স্বার্থ ও অধিকার সংরক্ষণ এবং কাঙ্ক্ষিত সমাজব্যবস্থা গড়ে তোলার জন্যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন নীতি প্রণয়ন করেছে। আবার সময় ও প্রয়োজনের প্রেক্ষিতে নীতিগুলোতে সংশোধন আনা হয়েছে। সরকার এ সব নীতি বাস্তবায়নের জন্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি বাস্তবায়ন করেছে। মূলত বাংলাদেশের সামাজিক নীতিগুলো পশ্চাৎপদ ও সুবিধাবঞ্চিত জনগণের প্রত্যাশা পূরণ এবং ভারসাম্যপূর্ণ সমাজকাঠামো
রক্ষায় প্রণীত হয়েছে ।
প্রশ্ন-৩. জাতীয় শিক্ষানীতি সম্পর্কে লেখ।
উত্তর: শিক্ষা মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার। শিক্ষা জাতীয় উন্নয়নের প্রধান পূর্বশর্ত। সুশিক্ষা ছাড়া কোনো জাতি কখনো উন্নতি করতে পারে না। এ শিক্ষা পরিকল্পিতভাবে বাস্তবায়নে শিক্ষানীতির কোনো বিকল্প নেই । স্বাধীনতার পর আমাদের দেশে বিভিন্ন সময় শিক্ষানীতি প্রণয়ন করা হয়। যেহেতু শিক্ষাব্যবস্থা ও কার্যক্রম একটি আপেক্ষিক বিষয় তাই প্রয়োজনমাফিক সময়, আধুনিকতা প্রভৃতি কারণে এটি সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। সর্বশেষ ২০১০ সালে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে একটি শিক্ষানীতি প্রণয়ন করা হয়।
প্রশ্ন-৪. আইন শিক্ষা সম্পর্কে ধারণা দাও ।
উত্তর: আইনের আশ্রয় লাভ এবং আইনানুযায়ী ব্যবহার লাভের অধিকার বাংলাদেশের সকল নাগরিকের এবং বাংলাদেশে অবস্থানকারী সকল ব্যক্তির সাংবিধানিক অধিকার। সংবিধান অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা করা ও দায়িত্বশীল নাগরিক সৃষ্টির জন্য আইন শিক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি। দেশে ন্যায়বিচার, সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যের জন্যও সঠিক ও যুগোপযোগী আইন শিক্ষা একান্ত প্রয়োজন ।
প্রশ্ন-৫. নারী শিক্ষা সম্পর্কে ধারণা দাও ।
উত্তর: দেশ ও সমাজ উন্নয়নের মূলভিত্তি শিক্ষা । সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক নানা কারণে এদেশের অধিকাংশ নারী শিক্ষা অধিকার থেকে বঞ্চিত। নারী শিক্ষাকে শুধু পরিবারের মঙ্গল, শিশুযত্ন ও ঘরকন্যার কাজে সীমাবদ্ধ রেখে জাতীয় উন্নয়নে নারীকে নিষ্ক্রিয় রাখার বিরাজমান প্রবণতা দূর করা জরুরি।
প্রশ্ন-৬. জাতীয় শিক্ষানীতি ২০১০ এর প্রেক্ষিতে ধর্ম ও নৈতিক শিক্ষার উদ্দেশ্য কী? ব্যাখ্যা কর।
উত্তর: জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী ধর্ম ও নৈতিক শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নৈতিক মানসিকতা সৃষ্টি ও চরিত্র গঠন ।
প্রত্যেক ধর্মের ধর্মীয় মৌল বিষয়সমূহের সঙ্গে নৈতিকতার ওপর জোর দেওয়া এবং ধর্মশিক্ষা যাতে শুধু আনুষ্ঠানিক আচার পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে চরিত্র গঠনে সহায়ক হয় সেদিকে নজর দেওয়া এ শিক্ষার অন্যতম উদ্দেশ্য। নৈতিকতার মৌলিক উৎস ধর্ম। তবে সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো দেশজ আবহের গুরুত্বপূর্ণ উৎস । নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে এসব বিষয়ে গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তক প্রণয়ন এবং নৈতিক শিক্ষাদান পদ্ধতি নির্ধারণ করা হবে।
প্রশ্ন-৭. জনসমর্থনের আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ সম্পর্কে ধারণা দাও ৷
উত্তর: সামাজিক নীতি প্রণয়নের একটি ধাপ হলো জনসমর্থনের আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ ।
খসড়া নীতি অনুমোদন ও বিধিবদ্ধকরণের পর মূলত এ ধাপটি আসে। এ ধাপে খসড়া নীতি বাস্তবায়নে জনগণের সমর্থন ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এ পর্যায়ে নীতির গ্রহণযোগ্যতা ও উপযোগিতা বৃদ্ধি করতে বিভিন্ন গণমাধ্যম, যেমন— রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ইন্টারনেট, জরিপ প্রভৃতির মাধ্যমে নীতির সার্বিক দিক জনগণের সামনে তুলে ধরা হয় এবং জনসমর্থন আদায় ও জনসচেতনতা সৃষ্টিতে সভা, সেমিনার, প্রচার ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয় ।
প্রশ্ন-৮. নারীর প্রতি সকল প্রকার নির্যাতন দূরীকরণে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে?
উত্তর: নারীর প্রতি সকল প্রকার নির্যাতন দূরীকরণে জাতীয় নারী নীতি গৃহীত হয়েছে ।
নারী নীতিতে নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কিত প্রচলিত আইন সংশোধনের মাধ্যমে যুগোপযোগী করা এবং নতুন আইন প্রণয়নের পদক্ষেপ নেয়া হয় । এছাড়াও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন ও পাচার সম্পর্কীয় বিচারের নিষ্পত্তি, বিচার বিভাগ ও পুলিশ বাহিনীতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত, নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদানের মতো বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রশ্ন-৯. জাতীয় শিশুনীতি সম্পর্কে ব্যাখ্যা কর ।
উত্তর: স্বাধীনতার পর একটি সুখী ও সমৃদ্ধশালী জাতি ও দেশ গঠনের প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের সব শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে শিশুদের স্বার্থ ও অধিকার রক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়। শিশুদের সার্বিক সুরক্ষা ও স্বার্থ অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ শিশু অধিকার সনদ প্রণয়ন করে। জাতিসংঘের এই শিশু অধিকার সনদের আলোকে বাংলাদেশে ১৯৯৪ সালে সর্বপ্রথম জাতীয় শিশুনীতি প্রণয়ন করা হয়।
প্রশ্ন-১০.পরিকল্পনা বলতে কী বোঝায়?
[চ, কু, রা, ব. বো. ১৮; সকল বোর্ড ’১৫]
উত্তর: প্রাথমিকভাবে পরিকল্পনা বলতে কোনো লক্ষ্যার্জনের সুশৃঙ্খল ও সুব্যবস্থিত কর্মপন্থাকে বোঝায়। তবে ব্যাপক অর্থে পরিকল্পনা বলতে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনে সুসংহত ধারাবাহিক কার্যাবলির রূপরেখা অঙ্কন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তবায়ন যোগ্য সর্বোত্তম বিকল্পসমূহ চিহ্নিত করাকে বোঝায় । এইচ বি ট্রেকারের মতে, ‘পরিকল্পনা হলো সচেতন ও সুচিন্তিত নির্দেশনা যাতে সম্মিলিত উদ্দেশ্য অর্জনের যৌক্তিক ভিত্তি সৃষ্টি করা হয়।' পরিকল্পনা ধারণাটি বিভিন্ন দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিকশিত হতে থাকে ।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.লক্ষ্য অর্জনের পথনির্দেশিকা কোনটি?
ক. নীতি
খ. মূল্যবোধ
গ. সংস্কৃতি
ঘ. আইন
উ: ক
২.সামাজিক নীতি কী ধরনের প্রক্রিয়া?
ক. সহজাত প্ৰক্ৰিয়া
খ. বুদ্ধিজাত প্ৰক্ৰিয়া
গ. প্রকৃতিগত প্ৰক্ৰিয়া
ঘ. অনুধ্যানিক প্রক্রিয়া
উ: খ
৩.মি. জনসনের দেশের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ওপর সামাজিক নীতি প্রণয়ন করেন । এর ফলে ঐ দেশটির–
ক. রাজনৈতিক সংকট দূরীভূত হবে
খ. সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে
গ. অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে
ঘ. মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে
উ: খ
৪. সামাজিক নীতির মূল লক্ষ্য হলো—
ক. উন্নয়ন
খ. পরিকল্পনা
গ. সমন্বয়
ঘ. জনকল্যাণে নির্দেশনা
উ: ক
৫.কোনটি সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয়?
ক. নীতি প্রণয়নের যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ
খ. নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ
গ. নীতির বিষয়াদি বিশ্লেষণ
ঘ. নীতির চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন
উ: ক
৬. নীতি মানে কী?
ক. প্ৰথা
খ. আইন
গ. দিকনিদের্শনা
ঘ. মূলবোধ
উ: গ
৭.সামাজিক নীতি প্রণয়নে কয়টি ধাপ অনুসরণ করতে হয়?
ক. ৬টি
খ. ৯টি
গ. ৭টি
ঘ. ৮টি
উ: খ
৮. নীতি প্রণয়নের তৃতীয় ধাপ কোনটি?
ক. কমিটি গঠন
খ. সিদ্ধান্ত গ্রহণ
গ. অবস্থা বিশ্লেষণ
ঘ. প্রয়োগ করা
উ: ক
৯. সামাজিক নীতির কোন ধাপ বাস্তবে প্রয়োগ করতে হয়?
ক. অষ্টম
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম
উ: ক
১০. মূল্যবোধের গঠনমূলক পরিবর্তন সাধিত হবার কারণ কী?
ক. সামাজিক মূল্যবোধ
খ. সামাজিক নীতি প্রণয়ন
গ. সামাজিক সমস্যা
ঘ..সামাজিক কার্যক্রম
উ: খ
১১. নীতি প্রণয়নে কী প্রয়োজন?
ক. তথ্য সংগ্রহ
খ. পরিকল্পনা
গ. অদক্ষ শ্রমিক
ঘ. কর্মসূচি
উ: ক
১২. কীভাবে নীতির যথার্থতা যাচাই করা যায়?
ক. . বিশ্লেষণ ও অনুধ্যানের মাধ্যমে
খ.পরিকল্পনার মাধ্যমে
গ. জরিপের মাধ্যমে
ঘ.প্রয়োগের মাধ্যমে
উ: ক
১৩. ‘সামাজিক নীতি হলো সামাজিক সমস্যা মোকাবিলার একটি যৌথ প্রয়াস'— উক্তিটি কার?
ক. Bruce S Jansson
খ. A E Benn
গ. Wilbert E Moore
ঘ. Richard M Titmuss
উ: ক
১৪. সামাজিক নীতি প্রণয়নের চূড়ান্ত ধাপ কোনটি?
ক. নীতির চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন
খ. মূল্যায়ন
গ. পরীক্ষামূলক অনুশীলন
ঘ. কমিটি গঠন
উ: ক
১৫. নতুন শিক্ষা কাঠামোয় কোন শ্রেণি পর্যন্ত মাধ্যমিক শিক্ষা স্তর হিসেবে বিবেচিত হবে?
ক. ৫ম-৮ম
খ. ৮ম-৯ম
গ. ৯ম-দ্বাদশ
ঘ. ৮ম-দ্বাদশ
উ: গ
১৬. কোনটিকে সভ্যতার দর্পণ বলা হয়?
ক. শিক্ষা প্রতিষ্ঠান
খ. গ্রন্থাগার
গ. ধর্মীয় প্রতিষ্ঠান
ঘ. অর্থনৈতিক ভিত্তি
উ: খ
১৭. কোনটি আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার পরিপূরক ব্যবস্থা?
ক. প্রকৌশল শিক্ষা
খ. নৈতিক শিক্ষা
গ. উপানুষ্ঠানিক শিক্ষা
ঘ. বয়স্ক শিক্ষা
উ:গ
১৮. ব্যক্তির ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর কোনটি?
ক. সামাজিক আইন
খ. সামাজিক নীতি
গ. সামাজিক আদর্শ
ঘ. সামাজিক প্রথা
উ:খ
১৯. বাংলাদেশে কত সালে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
ক. ১৯৭৪ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৭ সালে
ঘ. ১৯৭৯ সালে
উ:ক
২০. NPC-র পূর্ণরূপ কী?
ক. National Popular Council
খ.National Population Council
গ.National Polution Council
ঘ.National Principle Council
উ: খ
২১. জনসংখ্যা নীতি অনুযায়ী জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে অধিকতর ক্ষমতা প্রদানের মাধ্যমে কোনটিকে বিকেন্দ্রীকরণ করতে হবে?
ক. সেবা
খ. ক্ষমতা
গ.তথ্য
ঘ. তথ্য প্রযুক্তি
উ: ক
২২. নারীর অনুকূলে 'safety net' গড়ে তোলার কথা বলা হয়েছে কত সালের জাতীয় নারী উন্নয়ন নীতিতে?
ক. ২০১০
খ, ২০১১
গ. ২০১২
ঘ. ২০১৩
উ: খ
২৩. কত সালে বাংলাদেশে প্রথম নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়?
ক.১৯৯৩ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ১৯৯৭ সালে
ঘ. ১৯৯৯ সালে
উ: গ
২৪.জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে বাংলাদেশে কত সালে জাতীয় শিশু নীতি প্রণয়ন করা হয়?
ক.২০০০ সালে
খ. ২০০৩ সালে
গ. ২০০৪ সালে
ঘ. ২০০৫ সালে
উ:গ
২৫.বর্তমান সরকার জাতীয় শিশুনীতি কত সালে প্রণয়ন করেছে?
ক. ২০১০
খ. ২০১১
গ. ২০১২
ঘ. ২০১৩
উ: ক
২৬. শিশু অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পর্যায়ে কোনটি থাকবে?
ক. ন্যায়পাল
খ. কমিটি
গ. শিশু অধিকার সনদ
ঘ. আইন
উ: ক
২৭. সামাজিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কোনটি?
ক. তথ্যের অভাব
খ. পর্যাপ্ত বিশেষজ্ঞের অভাব
গ. দক্ষ কর্মীর অভাব
ঘ. জনগণের সচেতনতা ও অংশগ্রহণের অভাব
উ: ক
২৮.পরিকল্পনা কী ধরনের প্রক্রিয়া?
ক. সংকীর্ণ
খ. স্বল্পস্থায়ী
গ. নিরবচ্ছিন্ন
ঘ. সুকঠিন
উ: গ
২৯.পরিকল্পনা কীসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে?
ক. তথ্য
খ. ধর্ম
গ. উন্নয়ন
ঘ. মানুষের অভ্যাস
উ: ক
৩০.লক্ষ্যমাত্রা নির্ধারণের ভিত্তিতে পরিকল্পনাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উ: ক
৩১. সমাজের কল্যাণ সাধনের জন্য সমাজ ও রাষ্ট্র কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত ব্যাপকভিত্তিক পরিকল্পনাকে কী বলা হয়?
ক. অর্থনৈতিক পরিকল্পনা
খ. সাংস্কৃতিক পরিকল্পনা
গ. জাতীয় পরিকল্পনা
ঘ. সামাজিক পরিকল্পনা
উ: ঘ
৩২. দীর্ঘমেয়াদী পরিকল্পনা সময়কাল কীরূপ?
ক. ৫-১০ বছর
খ. ৫–১৮ বছর
গ. ৫-১৫ বছর
ঘ. ৪–২০ বছর
উ: খ
৩৩. Blue Print কথাটি কীসের জন্য প্রযোজ্য?
ক. গবেষণার
খ. পরিকল্পনা
গ. মূল্যায়ন
ঘ. পর্যবেক্ষণ
উ: ক
৩৪. দ্বি-বার্ষিক পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনার অর্ন্তভুক্ত?
ক. বস্তুগত
খ. আর্থিক
গ. মধ্যমেয়াদি
ঘ. ব্যষ্টিক
উ: গ
৩৫. পরিকল্পনার স্বরূপ কীসের মাধ্যমে চিহ্নিত হয়?
ক. ধাপ
খ. বৈশিষ্ট্য
গ. প্রক্রিয়া
ঘ. পূর্বশর্ত
উ: খ
৩৬.কোনটি সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি হিসেবে কাজ করে?
ক. সামাজিক বৈশিষ্ট্য
খ. সামাজিক উপাদান
গ. সামাজিক লক্ষ্য ও উদ্দেশ্য
ঘ. সামাজিক নীতি
উ: ঘ
৩৭.সময়ের ব্যাপকতার ভিত্তিতে পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উ: খ
৩৮.প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত?
ক. ৫-১০ বছর
খ. ১০-২০ বছর
গ. ১০-২৫ বছর
ঘ. ২০-৩০ বছর
উ: খ
৩৯.বাংলাদেশে প্রস্তাবিত সপ্তম সালে বাস্তবায়ন করা হবে?
ক. ২০১৬ সালে
খ. ২০২০ সালে
গ.২০২৫ সালে
ঘ. ২০৩০ সালে
উ: খ
৪০. সমাজের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কারা ‘পরিবর্তনের বাহক' হিসেবে কাজ করে?
ক. সমাজবিজ্ঞানীরা
খ. সমাজকর্মীরা
গ. নৃবিজ্ঞানীরা
ঘ. রাষ্ট্রবিজ্ঞানীরা
উ:খ
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর
৪১. নীতির প্রয়োজনীয়তা অত্যধিক-
পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে
ii. কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে
iii. সামাজিক উন্নয়নের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৪২. সামাজিক নীতির অন্যতম লক্ষ্য হচ্ছে—
i. সামাজিক ও মানবীয় প্রয়োজন মেটানো
ii. সামাজিক সমস্যার মোকাবিলা
iii. সামাজিক সমস্যা চিহ্নিতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
৪৩. তথ্য প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে
i.কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করা যায়।
ii. দুর্নীতির মূলোৎপাটন করা যায়
ii. সমাজের মানুষকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
৪৪. জনসংখ্যা নীতি অনুযায়ী কিশোর-কিশোরী কল্যাণ কার্যক্রমে অবিবাহিত মহিলাদের—-
i.কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়
ii. গ্রহীতা বিভাজন করা হয়
iii. ঋণ সুবিধা দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ:গ
৪৫. নারীর মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য—
i.নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করতে হবে
ii. বিদ্যমান আইনের সংশোধন করতে হবে
iii. নারীকে কর্মমুখী করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ:ক
৪৬. ‘জাতীয় শিক্ষানীতি-২০১০'-এর উল্লেখযোগ্য দিক সমূহের অন্তর্ভুক্ত
i.শিক্ষার সকল স্তরে শিক্ষাদানের উপকরণ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা
iiমাদক জাতীয় নেশা দ্রব্যের বিপদ সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন করা
iii. দেশের আদিবাসীসহ সকল ক্ষুদ্র জাতিসত্তার, সংস্কৃতি ও ভাষার বিকাশ ঘটানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ:ঘ
৪৭. ‘জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১'-এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য—
i.জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করা
ii. নারী ও মেয়ে শিশুর প্রতি বৈষম্য করা
iii. নারীকে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উ:খ
৪৮. জাতীয় শিশু নীতির উল্লেখযোগ্য দিকসমূহ হলো-
i.শিশুর দারিদ্র্য বিমোচন
ii.শিশু শ্রম উৎসাহিতকরণ
iii. শিশুর নিরাপদ জন্ম ও সার্বিক বিকাশ নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ:খ
৪৯. পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য হলো-
i.কিশোর অপরাধীদের প্রশিক্ষণ প্রদান
ii. মানবসম্পদ উন্নয়ন
iii. ঘূর্ণায়মান তহবিল প্রদান
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ:গ
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও:
দরিদ্র কৃষক তোরাব আলী বয়স ৩০ বছর। জাতীয় শিক্ষানীতি ২০১০ এ তোরাব আলীর মতো লোকদের লেখাপড়া শেখানোর ব্যবস্থা রাখা হয়েছে।
৫০. তোরাব আলীর মতো লোকদের লেখাপড়ার জন্য কীরূপ ব্যবস্থা রাখা হয়েছে?
ক. প্রাথমিক শিক্ষা
খ. বয়স্ক শিক্ষা
গ. প্রাক-প্রাথমিক শিক্ষা
ঘ. উচ্চ শিক্ষা
উ:খ
৫১.উক্ত শিক্ষা তোরাব আলীর মতো লোকদের
i.সচেতন করে তুলবে
ii.কুসংস্কারাচ্ছন্ন করবে
iii. প্রতারণা থেকে রক্ষা করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ:গ
বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫২. সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার ধাপ কোনটি?
[সকল বোর্ড ১৯]
ক. সমস্যা নির্বাচন > সচেতনতা সৃষ্টি > জনসমর্থন সংগ্রহ > প্রস্তাব পেশ
খ. সমস্যা চিহ্নিতকরণ > সাহিত্য পর্যালোচনা > নক্শা প্রস্তুত > প্রতিবেদন প্রকাশ
গ. মনো-সামাজিক অনুধ্যান > সমস্যা নির্ণয় > সমস্যা সমাধান > মূল্যায়ন
ঘ. অনুভূত প্রয়োজন > কমিটি গঠন > জনসমর্থন খসড়া নীতি > চূড়ান্ত নীতি
উ:ঘ
৫৩.বাংলাদেশে জাতীয় শিক্ষা নীতি কত সালে প্রণীত হয়?
[সকল বোর্ড ১৯]
ক. ২০০৮
খ. ২০১০
গ. ২০১১
ঘ. ২০১২
উ:খ
৫৪. বাংলাদেশ জনসংখ্যানীতি কত সালে প্রণীত হয়?
[সকল বোর্ড ১৮]
ক. ২০১০
খ. ২০১১
গ. ২০১২
ঘ. ২০১৩
উ:গ
৫৫. জাতীয় নারী উন্নয়ন নীতি কত সালে প্রণীত হয়?
[সকল বোর্ড ১৭]
ক. ২০০৪
খ. ২০০৮
গ. ২০১০
ঘ. ২০১১
উ:ঘ
৫৬. জাতীয় শিশু নীতি, ২০১১ অনুসারে শিশুর সর্বোচ্চ বয়স কত?
[সকল বোর্ড ১৯]
ক. ১৩
খ. ১৪
গ. ১৬
ঘ. ১৮
উ:ঘ
৫৭. জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত হয়?
[সকল বোর্ড *১৬]
ক. ২০০৪
খ. ২০০৮
গ. ২০১০
ঘ. ২০১১
উ: ঘ
৫৮. সময়ের ব্যাপকতার ভিত্তিতে পরিকল্পনাকে কতভাগে ভাগ করা যায়?
[সকল বোর্ড ১৭]
ক. ২
খ, ৩
গ. ৪
ঘ. ৫
উ: খ
৫৯. ভিশন-২০২১ একটি—
[সকল বোর্ড ১৬]
ক. প্রেক্ষিত পরিকল্পনা
খ. ঘূর্ণায়মান পরিকল্পনা
গ. স্বল্পমেয়াদি পরিকল্পনা
ঘ. দীর্ঘমেয়াদি পরিকল্পনা
উ: ক
৬০. বর্তমানে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে?
[সকল বোর্ড ১৯]
ক. ৪র্থ
খ. ৫ম
গ. ৬ষ্ঠ
ঘ. ৭ম
উ: ঘ
৬১. এ পর্যন্ত বাংলাদেশে কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে?
[সকল বোর্ড ১৮]
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
উ: গ
উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও:
বর্তমান সরকার পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যাসহ প্রজনন স্বাস্থ্যের উন্নয়ন ও অন্তর্বর্তীকালীন দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের আলোকে মানুষ ও উন্নয়নের মধ্যে প্রত্যাশিত সমতা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০০৪ সালে একটি নীতি প্রণয়ন করে। যার ফলে মা ও শিশুদের অপুষ্টি হ্রাস ও ১-৫ বছরের কম বয়সী মৃত্যুহার কমানো সম্ভব হয়েছে।
[সকল বোর্ড ১৬]
৬২. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি উন্নয়নে সরকার কোন নীতি প্রণয়ন করেন?
ক. জাতীয় জনসংখ্যা নীতি
খ. জাতীয় নারী উন্নয়ন নীতি
গ. জাতীয় শিক্ষা নীতি
ঘ. জাতীয় শিশু নীতি
উ:ক
৬৩. উদ্দীপকে উল্লিখিত ক্ষেত্রে সফলতা লাভের জন্য সরকারের গৃহীত কর্মকৌশল—
i. মহিলা ও শিশুদের টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা
ii. সকল সেবা কেন্দ্রে প্রয়োজনীয় ঔষধ ও যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করা
iii. প্রশিক্ষিত দক্ষ সেবাদানকারী কর্মীরা সক্ষম দরিদ্র জনগোষ্ঠীর বাড়ি গিয়ে সেবাদান অব্যাহত রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
নিচের উদ্দীপকটি পড় এবং ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও:
২০০৯ সালে সরকার পরিকল্পিত পরিবার গঠন, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে একটি নীতি প্রণয়ন করেন । এ নীতির সুফল এখন জনগণ ভোগ করছেন।
[সকল বোর্ড ১৯]
৬৪. উদ্দীপকে কোন সামাজিক নীতির ইঙ্গিত দেয়া হয়েছে?
ক. শিক্ষা নীতি
খ. নারী উন্নয়ন নীতি
গ. শিশু নীতি
ঘ. জনসংখ্যা নীতি
উ: ঘ
৬৫. উদ্দীপকের নীতির সফলতার জন্য প্রয়োজন—
i. জনগণকে সচেতন করা
ii. জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা
iii. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
নিচের উদ্দীপকটি পড় এবং ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও:
সাধারণত ১০ থেকে ২০ বছর বা তারও বেশি সময়ের জন্য এক ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। এর চূড়ান্ত ফলাফল দীর্ঘমেয়াদে অর্জিত হয়। দীর্ঘমেয়াদি উদ্দেশ্য যেমন জাতীয় আয় বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, আত্মনির্ভরশীলতা অর্জন ইত্যাদি বিষয়াদি সামনে রেখে বাংলাদেশেও ২০১০ সালে ভিশন ২০২১ নামে একটি পরিকল্পনা প্রণীত হয়।
[সকল বোর্ড ১৮]
৬৬. উদ্দীপকে উল্লেখিত ১০ থেকে ২০ বছর মেয়াদে প্রণীত হয় নিচের কোন ধরনের পরিকল্পনা?
ক. প্রেক্ষিত পরিকল্পনা
খ. সামষ্টিক পরিকল্পনা
গ. ব্যষ্টিক পরিকল্পনা
ঘ. ঘূর্ণায়মান পরিকল্পনা
উ:ক
৬৭. উদ্দীপকে উল্লেখিত ভিশন-২০২১ এর লক্ষ্য হচ্ছে—
i. বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা
ii. আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা
iii. বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: গ
সমাজকর্ম ১ম পত্র উপর আরো পড়ুন
- অধ্যায়:১ সমাজকর্ম : প্রকৃতি এবং পরিধি
- অধ্যায়-২সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
- অধ্যায়-৩ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা
- অধ্যায়-৪ সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়
- অধ্যায়-৫ সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক
- অধ্যায়-৬ সমাজকর্মের পদ্ধতি
- অধ্যায়-৭ সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম
- অধ্যায়-৮ সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url