এইচএসসি সমাজকর্ম ১ম পত্র অধ্যায়-৬ সমাজকর্মের পদ্ধতি সাজেশন

 অধ্যায়-৬ সমাজকর্মের পদ্ধতি

Methods of social work

এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Social Work 1st paper100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র :অধ্যায়-৬ সমাজকর্মের পদ্ধতি

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. কৌশল কী?

উত্তর: নির্দেশনা পদ্ধতি অনুসরণ করতে গিয়ে কী কী উপায় অবলম্বন করতে হবে তা হলো কৌশল। 

প্রশ্ন-2.পদ্ধতি সম্পর্কে মনীষীRex A Skidmoreএর সংজ্ঞাটি লিখ ।

উত্তর: মনীষী Rex A Skidmore-এর মতে, ‘পদ্ধতি হলো একাধারে বিজ্ঞান এবং তত্ত্ব অনুশীলনের কলা।

প্রশ্ন-৩.পদ্ধতি কাকে বলে?

উত্তর: সুশৃঙ্খল ও সুপরিকল্পিত উপায়ে কোনো কাজ সম্পাদনের উপায়ই হলো পদ্ধতি ।

প্রশ্ন-৪. সমাজকর্ম পদ্ধতির মূল ভিত্তি কী?

উত্তর: পেশাদার সমাজকর্মের জ্ঞান, নীতি, মূল্যবোধ ও দর্শন ।

প্রশ্ন-৫. সমাজকর্মের পদ্ধতি কয়টি?

[ঢা বো., ম. বো., দি. বো., কু. বো., চ. বো., সি. বো., য. বো. ২২: সকল বোর্ড ১৫]

 উত্তর: সমাজকর্মের পদ্ধতি দুইটি ।

প্রশ্ন-৬. সমাজকর্মের মৌলিক পদ্ধতি কয়টি?

[ঢা বো., ম. বো., দি. বো., কু. বো., চ. বো., সি. বো., য. বো, '২২: সকল বোর্ড ১৬]

উত্তর: সমাজকর্মের মৌলিক পদ্ধতি ৩টি ।

প্রশ্ন-৭.সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি?

[ঢা. বো, ম. বো, রা. বো., দি. বো., কু. বো., ব. বো. '২১, ঢা., রা., দি, সি., চ, য. বো. ১৯, ঢা., দি., কু., চ,, সি., য. বো. ১৭] 

উত্তর: সমাজকর্মের সহায়ক পদ্ধতি তিনটি ।

প্রশ্ন-৮.ব্যক্তি সমাজকর্মের মূল কেন্দ্রবিন্দু কী?

উত্তর: ব্যক্তি সমাজকর্মের মূল কেন্দ্রবিন্দু হলো সাহায্যার্থী ব্যক্তি এবং তার সমস্যা ।

প্রশ্ন-৯.বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা কোনটি?

উত্তর: সমাজকর্ম বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা 

প্রশ্ন-১০.কীভাবে সমাজকর্ম উৎকর্ষতা লাভ করেছে?

উত্তর: বৈজ্ঞানিক পদ্ধতির সংযোজনের মাধ্যমে সমাজকর্ম উৎকর্ষতা লাভ করেছে ।

প্রশ্ন-১১.বাহ্যিক দৃষ্টিতে পদ্ধতি কী?

উত্তর: বাহ্যিক দৃষ্টিতে পদ্ধতি হচ্ছে কোনো কিছু সম্পাদন করার উপায় ।

প্রশ্ন-১২. ব্যক্তি সমাজকর্মের নীতিমালা কয় ভাগে বিভক্ত?

উত্তর: ব্যক্তি সমাজকর্মের নীতিমালা সাধারণত দুই ভাগে বিভক্ত ।

প্রশ্ন-১৩. ব্যক্তি সমাজকর্ম কত সালে সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করে?

 উত্তর: ব্যক্তি সমাজকর্ম ১৯২০ সালে সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করে ।

প্রশ্ন-১৪. ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রথম স্তর কোনটি?

উত্তর: ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রথম স্তর হলো অনুধ্যান ।

প্রশ্ন-১৫.ব্যক্তি সমাজকর্মের প্রাণ কী?

উত্তর: র‍্যাপো হলো ব্যক্তি সমাজকর্মের প্রাণ

প্রশ্ন-১৬.বর্হিদল কী?

উত্তর: ব্যক্তি যে দলের সদস্য নয় এবং যে দল সম্পর্কে ব্যক্তি উদাসীন অথবা বিরুদ্ধ ভাব পোষণ করে, সে দলই বহিদল।

প্রশ্ন-১৭. দ্বন্দ্ব কী?

উত্তর: পারস্পরিক বিরোধিতা, প্রতিবাদমুখিতা ও বাধা দান প্রবণতার বহিঃপ্রকাশই হলো দ্বন্দ্ব ।

প্রশ্ন-১৮.কোন সমাজবিজ্ঞানী প্রাথমিক দলকে ‘মানব প্রকৃতির নার্সারি’ হিসেবে আখ্যায়িত করেছেন ? 

উত্তর: সমাজবিজ্ঞানী সি. এইচ. কুলি ।

প্রশ্ন-১৯.দল সমাজকর্মের উপাদান কয়টি?

[সকল বোর্ড ১৬]

উত্তর: চারটি ।

প্রশ্ন-২০.দল সমাজকর্ম প্রক্রিয়ার অপরিহার্য উপাদান কোনটি?

উত্তর: সামাজিক দল ।

প্রশ্ন-২১.দল সমাজকর্ম কত সালে সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করে?

উত্তর: ১৯৩০ সালে ।

প্রশ্ন-২২. সি এইচ কুলি সামাজিক দলকে কয় ভাগে ভাগ করেছেন?

উত্তর: সি এইচি কুলি সামাজিক দলকে ২ ভাগে ভাগ করেছেন ।

প্রশ্ন-২৩.দল সমাজকর্মের প্রাণ কী?

উত্তর: দল সমাজকর্মের প্রাণ হলো দল সমাজকর্ম প্রক্রিয়া ।

প্রশ্ন-২৪. Community Organization: Theory and Practice গ্রন্থটি কার?

উত্তর: Community Organization: Theory and Practice গ্রন্থটি রচনা করেছেন সমাজবিজ্ঞানী M G Ross | 

প্রশ্ন-২৫.সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে সমষ্টির মূল ভিত্তি কয়টি?

উত্তর: সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে সমষ্টির মূল ভিত্তি দুইটি ।

প্রশ্ন-২৬.কত সালে সমষ্টি সংগঠনকে সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

উত্তর: ১৯৬২ সালে ।

প্রশ্ন-২৭.পল্লী উন্নয়ন কর্মসূচির সফলতা কীসের ওপর নির্ভর করে?

উত্তর: পল্লী উন্নয়ন কর্মসূচির সফলতা নির্ভর করে স্থানীয় নেতৃত্বের ওপর।

প্রশ্ন-২৮.সমষ্টি সমাজকর্মের উপাদান কয়টি?

উত্তর: সমষ্টি সমাজকর্মের উপাদান ৫টি।

প্রশ্ন-২৯.সমষ্টি সমাজকর্মের প্রধান ও মূল উপাদান কী?

উত্তর: সমষ্টি সমাজকর্মের প্রধান ও মূল উপাদান হচ্ছে জনসমষ্টি ।

প্রশ্ন-৩০.সমষ্টি সমাজকর্ম প্রক্রিয়া কয়টি পদ্ধতির সমন্বিত রূপ?

উত্তর: সমষ্টি সমাজকর্ম প্রক্রিয়া মূলত দুধরনের পদ্ধতির সমন্বিত রূপ ।

প্রশ্ন-৩১.সমষ্টি উন্নয়ন কী?

[রা. বো., ব. বো. ১৭]

উত্তর: সমষ্টি উন্নয়ন হলো সামষ্টিক পর্যায়ে সমাজকর্ম অনুশীলনের গুরুত্বপূর্ণ পদ্ধতি ।

প্রশ্ন-৩২. “Administration” শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

[ঢো., দি., সি., য. বো. ১৮]

উত্তর: “Administration” শব্দটি ল্যাটিন শব্দ “Administrare” থেকে এসেছে।

প্রশ্ন-৩৩.সমাজকর্ম প্রশাসন কী?

[রা. বো., ব. বো. ২২]

উত্তর: সমাজকর্ম প্রশাসন বলতে সেসব প্রতিষ্ঠানের প্রশাসনকে নির্দেশ করে, যেগুলো প্রত্যক্ষভাবে সমাজকল্যাণ বা সমাজসেবামূলক কার্যাবলির সাথে সংশ্লিষ্ট।

প্রশ্ন-৩৪.সামাজিক প্ৰশাসন কী?

উত্তর: সামাজিক প্রশাসন সমাজকর্মের একটি কৌশল ও প্রক্রিয়া যা সামাজিক নীতিকে সামাজিক সেবায় পরিণত করে। 

প্রশ্ন-৩৫.Leadership কী?

উত্তর: Leadership হলো' 'to lead and to be led' .

প্রশ্ন-৩৬.সামাজিক কার্যক্রম কী?

[রা. বো., ব. বো. ১৭]

উত্তর:সামাজিক কার্যক্রম হলো সমাজকর্ম পেশার জ্ঞান, নীতি, মূল্যবোধ, আদর্শের আওতায় পরিচালিত সম্পর্কিত ও সংগঠন প্রচেষ্টা ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১.পেশাদার প্রতিনিধি বলতে কী বোঝায় ?

উত্তর: পেশাদার প্রতিনিধি বলতে ব্যক্তি সমাজকর্মীকেই বোঝানো হয়; যিনি সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও নৈপুণ্যের অধিকারী এবং সমাজকর্মকে পেশা হিসেবে গ্রহণ করেছেন ।

পেশাদার প্রতিনিধি ব্যক্তি সমাজকর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তার মাধ্যমে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি বাস্তবায়িত হয়। তার প্রধান ভূমিকা হচ্ছে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও কৌশল প্রয়োগ করে সাহায্য প্রার্থীকে সমস্যা সমাধানে সক্ষম করে তোলা ।

প্রশ্ন-২. ব্যক্তি সমাজকর্মের প্রভেদক নীতি বলতে কী বোঝায় ?

উত্তর: বিভিন্ন সমস্যার ক্ষেত্রে নিরূপিত বিভিন্ন অবস্থার আলোকে প্রয়োগযোগ্য নীতিকে ভিন্নধর্মী বা প্রভেদক নীতি বলা হয় । যখন সমাজকর্মী অনুধ্যান ও সমস্যা নিরূপণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি এবং তার সমস্যা সম্পর্কে সম্যক উপলব্ধি ও পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন তখন তাকে ভিন্নধর্মী নীতির অনুসরণ করতে হয়। সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ায় ব্যক্তির সমস্যা, চাহিদা ও বাস্তব অবস্থা বিবেচনায় এনে বিভিন্ন ব্যক্তির জন্য পৃথক পৃথক সেবাদান ও সমাধান কৌশল অনুসরণ করা হয় । 

প্রশ্ন-৩. দল সমাজকর্মে পরিচালিত দলীয় আন্তঃক্রিয়া নীতি কী? ব্যাখ্যা কর।

উত্তর: দল সমাজকর্মে পরিচালিত দলীয় আন্তঃক্রিয়া নীতি দলকে গতিশীল রাখার জন্য এবং পারস্পরিক সুসম্পর্ক ও সদস্যদের উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ নীতি অনুসরণ করে দলের কর্মসূচির কার্যাবলিতে সদস্যদের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া এমন সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে নিজেদের অন্যের সাথে সম্পৃক্ত করে প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী উন্নতি সাধনের সুযোগ থাকে ।

প্রশ্ন-৪. সমাজকর্ম প্রশাসনের ধারণা দাও।

[রা. বো., কু, বো, চ. বো.., ব. বো. ১৮]

উত্তর: সমাজকর্ম প্রশাসন বলতে সামাজিক নীতি এবং প্রশাসনের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবে রূপান্তর করে তার মূল্যায়ন, সংশোধন ও পরিমার্জন করার সুপরিকল্পিত প্রক্রিয়াকে বোঝায় ।

সমাজকর্ম প্রশাসন সমাজকর্মের অন্যতম একটি সহায়ক পদ্ধতি। সমাজকর্ম প্রশাসনের লক্ষ্য হচ্ছে সামাজিক নীতিকে সমাজসেবায় পরিণত করার জন্য সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করা। সমাজকর্ম প্রশাসন প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নের পরিচালক শক্তি হিসেবে কাজ করে ।

প্রশ্ন-৫. সমাজকর্ম পদ্ধতি বলতে কী বোঝ?

[রা বো., ব. বো. ২২; চ. বো, সি..বো., য. বো.. ২১, সকল বোর্ড ১৬]

উত্তর: সমাজকর্ম পদ্ধতি বলতে সমাজকর্মের কর্মপন্থা বা প্রক্রিয়াকে বোঝায়।সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা। সমাজকর্মের পদ্ধতিগুলো পেশাটিকে সার্থক করে তুলেছে । পেশাদার সমাজকর্মে যেসব প্রক্রিয়ার মাধ্যমে সমাজকর্মের বৈজ্ঞানিক জ্ঞান, দক্ষতা ও নীতিমালা সমাজের ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে প্রয়োগ করা হয়; সেসব সুশৃঙ্খল কর্মপ্রক্রিয়ার সমষ্টিই হলো সমাজকর্ম পদ্ধতি ।

প্রশ্ন-৬.গোপনীয়তার নীতি বলতে কী বোঝ ?

উত্তর: গোপনীয়তার নীতি হচ্ছে সমাজকর্ম পদ্ধতির সাফল্যের অন্যতম পূর্বশর্ত।সমাজকর্মী কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গোপনীয়তা রক্ষা করার নিশ্চয়তা প্রদান ছাড়া সাহায্যার্থী কখনও তার সমস্যা সম্পর্কিত তথ্য প্রকাশ করবে না। বিশেষ করে সাহায্যার্থী ব্যক্তিগত ও আচরণগত তথ্যাদির গোপনীয়তা সব সময় রক্ষা করতে চায়। এসব ক্ষেত্রে সমাজকর্মী তাকে পূর্ণ নিশ্চয়তা প্রদান করবেন যে, তার দেওয়া তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে।

প্রশ্ন-৭.ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি ধারণাটি লেখ।

প্রত্যেক ব্যক্তিকে একক ও পৃথক সত্তা হিসেবে গ্রহণ করাই ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি। একই সমস্যা যেমন বিভিন্ন ব্যক্তির উত্তর: ব্যক্তিকে কেন্দ্র করে ব্যক্তি সমাজকর্ম আবর্তিত হয়। আর সমাজে প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র সত্ত্বার অধিকারা। সাহায্যার্থী মধ্যে বিভিন্নভাবে দেখা দিতে পারে। তেমনি সমস্যা সমাধানের উপায়ও বিভিন্ন ধরনের হতে পারে। এজন্যে ব্যক্তির সমস্যার স্বতন্ত্রতার প্রেক্ষিতে ব্যক্তি সমাজকর্মে সমস্যা নির্ণয় ও সমাধানের চেষ্টাও পৃথকভাবে করা হয় ।

প্রশ্ন-৮.সমষ্টি সংগঠন বলতে কী বোঝায়? 

[স. বো. ১৬: ঢা, রা., দি., সি., চ., য. বো. ১৯; চ. বো., সি. বো., য.বো., ২১]

উত্তর: সমষ্টি সংগঠন হলো সামাজিক উন্নতি ও ভারসাম্য রক্ষার জন্য পরিচালিত জনসমষ্টিকেন্দ্রিক সুশৃঙ্খল সেবাকর্মপ্রক্রিয়া ।সমষ্টি সম্পদের মাঝে সামঞ্জস্য বিধান করে। এর মাধ্যমে সমষ্টির প্রয়োজন ও সমস্যা চিহ্নিত করে তাদের সম্পদ ও সমষ্টি সংগঠন সমষ্টি সমাজকর্মের একটি প্রক্রিয়া। এটি একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সমাজকল্যাণ চাহিদা

সামর্থ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় ।

প্রশ্ন-৯. র‍্যাপো স্থাপন প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা কর।

উত্তর: ব্যক্তি সমাজকর্মে র‍্যাপো স্থাপনে সমাজকর্মী ও সাহায্যার্থী উভয়কেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে কতকগুলো মানবীয় গুণাবলি বা উপাদানের ওপর নির্ভর করে র‍্যাপো গঠিত হয়। এই উপাদানের মধ্যে সমাজকর্মী ও সাহায্যার্থীর উভয়ের মনোভাব, প্রত্যাশা, প্রেষণা, প্রত্যক্ষণ ইত্যাদি বিশেষভাবে অন্তর্ভুক্ত । এ উপাদানগুলো মূলত উভয়ের আচরণে বহিঃপ্রকাশ ঘটে। এক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অগ্রগণ্য। যদি তার জ্ঞান, বুদ্ধি ও মানবীয় বৈশিষ্ট্যাবলি সাহায্যার্থীকে প্রভাবিত করে, তবে তা সাহায্যার্থীর মনোভাব, প্রত্যাশা, প্রেষণা ও প্রত্যক্ষণকেও প্রভাবিত করবে ।

প্রশ্ন-১০.সামাজিক দল বলতে কী বোঝায়?

উত্তর: মানুষ জন্মগতভাবে কোনো না কোনো সামাজিক দলের অন্তর্ভুক্ত সদস্য হিসেবে তার জীবন পরিচালনা করে। এ প্রেক্ষিতে সামাজিক দল ধারণাটিরও বিকাশ হয়েছে। সাধারণত কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে যখন কয়েকজন লোক সমষ্টিবদ্ধ হয় এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কতকগুলো বিধিবিধান ও পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে নিজের আচার আচরণ নিয়ন্ত্রণ ও পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করে তখন তাকে সামাজিক দল বলা হয় ।

প্রশ্ন-১১.আনুষ্ঠানিক দল বলতে কী বোঝায়?

উত্তর: সাধারণত আনুষ্ঠানিক দল বলতে সেই দলকে বোঝায় যা সমাজ কর্তৃক অনুমোদিত,স্থাপিত ও প্রতিষ্ঠিত হয়। এখানে দলের সদস্যদের আচার-ব্যবহার এবং কর্মকাণ্ড সুনির্দিষ্ট ও বিধিবদ্ধ এবং এসব নিয়ম-কানুনের প্রতি দলের সকল সদস্য আনুগত্য প্রকাশ করে । যেমন- শ্রেণিকক্ষের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দল প্রভৃতি ।

প্রশ্ন-১২.দল সমাজকর্ম বলতে কী বোঝায়?

[ঢা. বো., ম. বো., রা. বো., দি. বো, কু. বো, ব. বো. ২১]

উত্তর: দল সমাজকর্ম হলো দলভুক্ত সকল সদস্যদের সাথে শৃঙ্খলাপূর্ণ, নিয়মতান্ত্রিক তথা পরিকল্পিত উপায়ে কাজ করার এক বিশেষ পদ্ধতি। এটি একটি সচেতন কর্মপ্রক্রিয়া এবং দলের লক্ষ্য অর্জনের পরিকল্পিত উপায় বিশেষ। এর অন্তর্ভাগ বিশ্লেষণ করলে দেখা যায় যে, দল সমাজকর্ম হলো কিছু সুনির্দিষ্ট নীতি, জ্ঞান ও উপলব্ধির সমষ্টি এবং একটি সুসমন্বিত ব্যবস্থাপনা। 

প্রশ্ন-১৩.সমষ্টি বলতে কী বোঝায়?

উত্তর: সমষ্টির ইংরেজি প্রতিশব্দ হলো Community, যা সমাজকর্মের একটি মৌলিক প্রত্যয় হিসেবে বিবেচিত সাধারণত সমষ্টি দ্বারা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসরত জনসংখ্যাকে বোঝায় যারা সাধারণ স্বার্থ ও উদ্দেশ্য রক্ষায় পরস্পর মিলিত হয়। এছাড়া তারা সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমজাতীয়তা পোষণ করে যা তাদের সচেতনতা, স্বনির্ভরতা, অন্যান্য সাম্প্রদায়িক আচরণকে নির্দেশ করে ।

প্রশ্ন-১৪.সমষ্টি সমাজকর্ম বলতে কী বোঝায়?

উত্তর: সমষ্টি সমাজকর্ম সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি হিসেবে সমাজের প্রয়োজন পূরণ ও উন্নতি বিধানের লক্ষ্যে সমাজকর্মী কর্তৃক পরিচালিত সেবাকর্মকে বোঝায়।

সমষ্টির জনগণের অনুভূত চাহিদা, সম্পদ, সামর্থ্য, সমস্যা ইত্যাদি পর্যালোচনা করে প্রয়োজনীয় নীতি, কৌশল ও প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে সমষ্টি সমস্যা মোকাবিলা, চাহিদা পূরণ এবং উন্নয়নের জন্য যে বিজ্ঞানভিত্তিক কর্মপ্রচেষ্টা চালনো হয় তাকে সমষ্টি সমাজকর্ম বলা হয়। মূলত সমষ্টি জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও সন্তোষজনক জীবনযাপনের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে এটি সেবাদান কর্মসূচি পরিচালনা করে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1.কোন মনীষীর মতে- ‘পদ্ধতি হচ্ছে কোনো লক্ষ্য অর্জনের জন্য সচেতন ও পরিকল্পিত উপায়'?

ক. জি. ডি. এইচ কোল 

খ. আর. পি. কেন্ট

গ. ক্রাউথার

ঘ. এইচ বি ট্রেকার

উত্তর:ঘ

2.যে সকল পন্থা অবলম্বন করে সমাজকর্মের জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সেগুলোকে কী বলে?

ক. সমাজকর্মের উৎস

খ.সমাজকর্মের পদ্ধতি

গ. সমাজকর্মের প্রকৃতি 

ঘ. সমাজকর্মের পরিধি

উত্তর:খ

 3.সমাজকর্মের অন্যতম মৌলিক পদ্ধতি সমষ্টি সমাজকর্মকে কয় ভাগে ভাগ করা হয়?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পাঁচ

উত্তর:ক

4.ব্যক্তি সমাজকর্মের এজেন্সি কয়ভাগে বিভক্ত?

ক.দুই

খ. তিন

গ. চার

ঘ. পাঁচ

উত্তর:ক

৫.ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রথম স্তর বা ধাপ কোনটি?

ক. সমস্যা নির্ণয়

খ.সমাধান

গ. অনুধ্যান

ঘ.অন্তর্বর্তীকালীন ব্যবস্থা

উত্তর:গ

৬.সমাজকর্মী ও সাহায্যার্থীর মাঝে ভাব, অনুভূতি ও সমস্যা সংক্রান্ত চিন্তাকে কী হিসেবে চিহ্নিত করা হয়?

ক. যোগাযোগ

খ. অংশগ্রহণ

গ. গ্ৰহণ

ঘ.আত্মনিয়ন্ত্রণ

উত্তর:ক

৭. ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার সহায়ক স্তর কোনটি?

ক. অনুধ্যান

খ. অন্তর্বর্তীকালীন ব্যবস্থা

গ. সমস্যা নির্ণয়

ঘ. সমাধান

উত্তর:খ

৮.সমাজকর্মের সবচেয়ে গতিশীল ও প্রযুক্তিসম্পন্ন পদ্ধতি কোনটি?

ক. ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি

খ. দল সমাজকর্ম পদ্ধতি

গ. সমষ্টি সংগঠন পদ্ধতি

ঘ. সমষ্টি উন্নয়ন পদ্ধতি

উত্তর:ক

৯. ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ায় বাস্তব অনুশীলনের বাহন বলা হয় কোনটিকে?

ক. প্রতিষ্ঠানকে

গ. নীতিমালাকে

খ. তত্ত্বকে

ঘ. পদ্ধতিকে

উত্তর:ক

১০. ১৯৩০ সালে র‍্যাপো শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

ক.ভার্জিনিয়া রবিনসন 

খ. ম্যারি রিচমন্ড

গ. এইচ পার্লম্যান

ঘ. ফ্রিদা কাহলো

উত্তর:ক

১১. বাংলাদেশে ব্যক্তি সমাজকর্মের বাস্তব প্রয়োগ শুরু হয় কীভাবে?

ক. পরিবার পরিকল্পনার মাধ্যমে

খ. হাসপাতাল সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে

 গ. যুবকল্যাণের মাধ্যমে

ঘ. সংশোধনমূলক কাজের মাধ্যমে

উত্তর:খ

১২. একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় ব্যক্তি ও তার পরিবারকে সক্ষম করার প্রচেষ্টা গৃহীত হয় কোন স্তরে?

ক. অনুধ্যান

খ. সমস্যা নির্ণয়

গ.সমাধান

ঘ. মূল্যায়ন

উত্তর:গ

১৩.মনস্তাত্ত্বিক ও অবস্থানিক সান্নিধ্য বিবেচনা করে সামাজিক দলের শ্রেণিবিভাগ করেছেন কে?

ক. ম্যারি রিচমন্ড

খ. সি এইচ কুলি

গ. ডব্লিউ জি সামনার

 ঘ. এলান রফ

উত্তর:গ

১৪.সমাজবিজ্ঞানী সি এইচ কুলি সামাজিক দলকে প্রধান কয়টি ভাগে বিভক্ত করেছেন?

ক. দুইটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

উত্তর:ক

১৫. দল কী?

ক. স্থানীয় বুদ্ধিজীবীদের সমাবেশ

খ.দুই বা ততোধিক লোকের সমাবেশ

গ.নেতার সমাবেশ

ঘ. কর্মীর সমাবেশ

উত্তর:ক

১৬. দল সমাজকর্মের পর্যালোচনায় এর কয়টি উপাদান পরিলক্ষিত হয়?

ক. দুইটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

উত্তর:গ

১৭.কোন দল অনানুষ্ঠানিকভাবে সংগঠিত হয়?

ক. বহিদল

খ. আনুষ্ঠানিক দল

গ. ক্ষুদ্র দল

ঘ. অনানুষ্ঠানিক দল

উত্তর:ক

১৮.ঘনিষ্ঠ সহযোগিতা ও সহানুভূতির ভিত্তিতে যে দল গড়ে ওঠে তাকে কী বলে?

ক. প্রাথমিক দল

খ. মাধ্যমিক দল

গ. অন্তঃদল

ঘ. বহিঃদল

উত্তর:ক

১৯.দলভুক্ত সকল সদস্যদের সাথে পরিকল্পিত উপায়ে কাজ করার এক বিশেষ পদ্ধতিকে কী বলে?

ক. ব্যক্তি সমাজকর্ম

খ. দলকর্ম প্রতিষ্ঠান

গ. সমষ্টি সমাজকর্ম

ঘ.দল সমাজকর্ম প্রক্রিয়া

উত্তর:খ

২০. দল সমাজকর্মের প্রধান হাতিয়ার কোনটি?

ক. সামাজিক দল

খ. দল সমাজকর্ম

গ. দল সমাজকর্মী

ঘ. সামাজিক গবেষণা

উত্তর:ক

২১. কে দল সমাজকর্ম প্রক্রিয়ায় ৫টি ধাপের উল্লেখ করেন?

ক.ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার

খ. রবার্ট ডি ভিন্টার

গ. এইচ বি ট্রেকার

ঘ. ম্যারি রিচমন্ড

উত্তর:খ

২২.দল সমাজকর্ম কীভাবে দলের সদস্যদের সামাজিক ভূমিকা পালনে সহায়তা করে থাকে?

ক. ব্যক্তি অভিজ্ঞতার মাধ্যমে

খ. সামষ্টিক ও উন্নয়নমূলক অভিজ্ঞতার মাধ্যমে 

গ. গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে

ঘ. সামাজিক গবেষণার মাধ্যমে

উত্তর:গ

২৩. দলীয় সদস্যদের পারস্পরিক মিথস্ক্রিয়াকে উদ্দেশ্যমূলকভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত করাকে কী বলে?

ক. দল ও ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া 

খ. দল সমাজকর্ম প্রক্রিয়া

গ. ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া

ঘ. সমষ্টি সমাজকর্ম প্রক্রিয়া

উত্তর:খ

২৪. একটি আদর্শ সংস্কৃতি ধারণ করাকে কী বলা হয়?

ক. উপযোজন

খ.আত্মীকরণ

গ. দলীয় প্রতিযোগিতা 

ঘ.ঐকমত্য গঠন

উত্তর:খ

২৫. সমষ্টি হলো—

ক. নির্দিষ্ট এলাকায় বাস করা জনসমষ্টি

খ. সমাজে বসবাসকারী জনসমষ্টি

গ. গোত্রে বসবাসকারী জনসমষ্টি

ঘ. রাষ্ট্রে বসবাসরত জনসমষ্টি

উত্তর:ক

২৬. সমষ্টি উন্নয়নের সূচনা হয় কত সালে?

ক. ১৯৪১ সালে

খ. ১৯৪৫ সালে

গ. ১৯৪৩ সালে

ঘ. ১৯৪৭ সালে

উত্তর:খ

২৭. সমষ্টি সমাজকর্মের প্রধান ও মূল উপাদান কোনটি?

ক. প্রতিষ্ঠান

খ. র‍্যাপো

গ. প্রক্রিয়া

ঘ. জনসমষ্টি

উত্তর:ঘ

২৮. কত সাল থেকে সমষ্টি সংগঠন চালু ছিল?

ক. ১৮৭৩ সাল

খ. ১৮৭৫ সাল

গ. ১৮৭৭ সাল

ঘ.১৮৭৯ সাল

উত্তর:গ

২৯. নিচের কোনটি সমষ্টি সংগঠন প্রক্রিয়া?

ক. আত্মসম্পদ প্রক্রিয়া 

খ. বহুমুখী প্ৰক্ৰিয়া

গ: একক কাৰ্য প্ৰক্ৰিয়া

 ঘ. সংস্কারমূলক প্ৰক্ৰিয়া 

উত্তর:ঘ

৩০. ড. সালেহ এল-দীন আবেদ জনসমষ্টি নির্ধারণের কয়টি মৌলিক ও আবশ্যকীয় উপাদানের কথা উল্লেখ করেছেন?

ক. ২টি

খ. ৪টি

গ. ৬টি

ঘ. ৮টি

উত্তর:খ

৩১. সমাজকর্মীর সচেতনতার জন্য প্রযোজ্য কোনটি?

ক. গোপনীয়তার নীতি খ.

ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি

গ. আত্মনিয়ন্ত্রণ নীতি

ঘ. আত্মসচেতন নীতি

উত্তর:ঘ

৩২. সমষ্টি সমাজকর্মের কোন নীতিটি সমাজের আর্থ- সামাজিক দিকের সুষম ও সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন সাধনে বিশ্বাসী?

ক. সকলের অংশগ্রহণ নীতি

খ. সামাজিক ঐক্য ও সহযোগিতা নীতি

 গ. সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন সাধনের নীতি

 ঘ. আত্মনিয়ন্ত্রণাধিকার নীতি

উত্তর:গ

৩৩.কোনটি সমাজের মানুষ ও তাদের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে থাকে?

ক. সমাজকর্ম প্রশাসন

 খ. সামাজিক কার্যক্রম 

গ. সামাজিক নীতি

ঘ. সামাজিক আন্দোলন

উত্তর:ক

৩৪.শহরের সামাজিক শক্তির মাঝে সমন্বয় সাধন করে কোনটি?

ক. কমিউনিটি চেস্ট

খ. প্রতিবেশী কাউন্সিল

 গ. সমন্বয় কাউন্সিল

ঘ. সমষ্টি কল্যাণ কাউন্সিল

উত্তর:গ

৩৫.কোন মার্কিন ইতিহাসবেত্তা প্রশাসনকে কলা হিসেবে অভিহিত করেছেন?

ক. ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডার

খ. সি. এইচ. কুলি

গ. এল ডি হোয়াইট

ঘ. এইচ. বি. ট্রেকার

উত্তর:গ

৩৬. সাহিত্য সমীক্ষা গবেষণা কাজের কোন ধরনের উৎস?

ক. প্রাথমিক

খ.মাধ্যমিক

গ. অন্তবর্তী

ঘ. চূড়ান্ত

উত্তর:খ

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর 

৩৭. সমস্যার সামাজিক উপাদান হলো

i.সামাজিক বিপর্যয়

ii. ব্যক্তিত্বের বিপর্যয়

iii. সামাজিক পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:খ

৩৮.যেসব বিষয়ের আলোকে সমাধান ব্যবস্থা সম্পন্ন করা হয় তার মধ্যে রয়েছে—

i. সমস্যার প্রকৃতি

ii. সাহায্যার্থীর প্রত্যাশা

iii. সামঞ্জস্য বিধানের ক্ষমতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ.  ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:ঘ

৩৯. সামাজিক দলের বৈশিষ্ট্যের মাঝে রয়েছে-

i.সাধারণ লক্ষ্য ও উদ্দেশ্য

ii. পারস্পরিক সম্পর্ক 

iii. নির্দিষ্ট দলীয় কাঠামো 

নিচের কোনটি সঠিক?

ক. I  ও  ii

খ. ii ও  iii

গ.i ও iii

ঘ.i, ii ও iii

উত্তর:ঘ

৪০. দল সমাজকমের নাতি হলো-

i.পরিকল্পিত দল গঠন

ii. ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি 

iii. দল স্বাতন্ত্রীকরণ

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii

খ.ii ও iii

গ. i ও iii

ঘ.i, ii ও iii

উত্তর:ঘ

৪১. দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগে প্রতিষ্ঠানের ভূমিকা -

i.কর্মী ও দলের যোগাযোগ স্থাপনের উত্তম স্থান হিসেবে

ii. দলীয় নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে

iii. দলের লক্ষ্য অর্জনে সহায়ক হিসেবে নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ.i ও iii

গ. ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর:ঘ

42.সমষ্টি সংগঠনের কাজ হলো-

i.সমষ্টির চাহিদা ও লক্ষ্য চিহ্নিত করা

ii. গুরুত্ব অনুসারে চাহিদার অগ্রাধিকার প্রদান

ii. চাহিদা কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে

সহায়তা করা

নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ. ii ও ii

ঘ.i, ii ও iii

উত্তর:ঘ

৪৩. সমষ্টি সমাজকর্মের বিশেষ কাজ হলো—

i. সমষ্টির প্রয়োজন ও সমস্যা চিহ্নিতকরণ 

ii. সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা 

iii. কার্যক্রমভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:ঘ

৪৪.সমাজকল্যাণ প্রশাসন পরিচালিত হয়

i.জনগণের সমস্যা সমাধানের লক্ষ্যে

ii. জনগণের চাহিদা পূরণের উদ্দেশ্যে

 iii. দলীয় স্বার্থ সংরক্ষণের প্রয়োজনে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ.i ও iii

গ. ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর:ক

৪৫.গবেষণার মাধ্যমে বলা হয়-

. পুরাতন জ্ঞান যাচাই

ii. নতুন জ্ঞান সৃষ্টি

iii. সমস্যার প্রকৃতি জানা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

গ. ii ও iii

খ.i ও iii

ঘ.i, ii ও ii

উত্তর:ঘ

৪৬.গবেষণা বলতে বোঝায়—

i.এক ধরনের বৈজ্ঞানিক অনুসন্ধান ব্যবস্থা

ii. এর মাধ্যমে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন হয়

iii. তথ্য ও তথ্যের ভাণ্ডারের মাধ্যমে সমস্যার সমাধান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ.ii ও iii

গ. i ও iii

ঘ.i, ii ও iii

উত্তর:ঘ

৪৭. বিভিন্ন সামাজিক নীতি বাস্তবায়নের প্রধান উপায় হচ্ছে-

i.উত্তম পরিকল্পনা গ্রহণ

ii. কর্মসূচি প্রণয়ন

iii. বাস্তবায়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও i

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:ক

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও: 

কালাম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে পারেনি। ফল প্রকাশের পর সে নিজেকে গুটিয়ে নিয়েছে। আগের মতো বন্ধু- বান্ধব ও আত্মীয়স্বজনের সাথে মেলামেশা করছে না। এ অবস্থায় তার ভাই আরিফ তাকে একটি প্রতিষ্ঠানের বিশেষ পদ্ধতির কথা বলে এবং সেখানে নিয়ে যায়। কতিপয় পেশাদার ব্যক্তি সেখানে উক্ত পদ্ধতির মাধ্যমে কালামদের মতো ব্যক্তিদের সেবা প্রদান করে থাকে।

৪৮. অনুচ্ছেদে সামাজিক সমস্যা সমাধানে কোন পদ্ধতির প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে?

 ক.ব্যক্তি সমাজকর্ম

খ.দল সমাজকর্ম

গ.সমাজকর্ম প্রশাসন

ঘ.সমাজকর্ম গবেষণা

উত্তর:ক

৪৯. উক্ত পদ্ধতির মাধ্যমে কালাম--

i. হতাশা কাটিয়ে উঠতে সক্ষম হবে

ii. আরও হতাশাগ্রস্ত হয়ে পড়বে

iii. পূর্বের ন্যায় সামাজিক ভূমিকা রাখতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক i ও ii

খ.ii ও iii

গ i ও iii

ঘi, ii ও iii

উত্তর:গ

বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫০.সমাজকর্ম পদ্ধতি কয়টি?

[সকল বোর্ড ১৯]

ক. ২

খ. ৩

গ. 4

ঘ. ৬

উত্তর:ক

৫১. ইংরেজি ‘Method' শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?

[সকল বোর্ড ১৭]

ক. গ্রিক

খ. ল্যাটিন

গ. ফরাসি

ঘ. রোমান

উত্তর:ক

৫২. Social Diagnosis গ্রন্থের লেখক কে?

 [সকল বোর্ড ১৯]

ক. Mary Richmond

খ.W.A Friedrlande

গ.Skidmore and Thackery

ঘ.Herbert Bisno

উত্তর:ক

৫৩.সমাজকর্মের প্রথম মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের ধারণা দেন কে?

 [সকল বোর্ড ১৭]

ক. H. H. Perlman

খ.W. A. Friedlander

গ. Anna L. Dawes

ঘ.Marry Richmond

উত্তর:ক

৫৪. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?

;সকল বোর্ড ১৬]

ক. ২

খ.৩

গ. 4

ঘ.৫

উত্তর:ঘ

৫৫. র‍্যাপো (Rapport) কী?

[সকল বোর্ড ১৭]

ক. সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে ব্যক্তি সমাজকর্মীর পেশাগত সম্পর্ক

খ. সমাজকর্মীর সাথে সমাজকর্মের সম্পর্ক,

গ. সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মের সম্পর্ক

 ঘ. সমাজকর্মীর সাথে পেশাগত প্রতিষ্ঠানের সম্পর্ক 

উত্তর:ক

 ৫৬. "Social Case Work : A Problem Solving Process" গ্রন্থটির রচয়িতা কে? 

[সকল বোর্ড ২১]

ক. H. H Perlman

খ.W. A. Friedlander

গ. Mary Richmond

ঘ. Werner Boehm

উত্তর:ক

৫৭.পরিবার কোন দলের অন্তর্ভুক্ত?

[সকল বোর্ড ১৯]

ক. প্রাথমিক দল

গ. বহিঃ দল

খ.মাধ্যমিক দল

ঘ.অনানুষ্ঠানিক দল

উত্তর:ক

৫৮.কোন দলে ‘আমরা অনুভূতি' (We Feeling) অত্যন্ত প্রকট থাকে? 

[সকল বোর্ড ১৮]

ক. অন্তর্বর্তী দলে

খ.প্রাথমিক দলে

গ. মাধ্যমিক দলে

ঘ.অনানুষ্ঠানিক দলে

উত্তর:খ

৫৯.অপেক্ষাকৃত উন্নত ও সংগঠিত এলাকায় সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতি প্রয়োগ করা যায়?

[সকল বোর্ড ২২]

ক. ব্যক্তি সমাজকর্ম

গ. সমষ্টি সংগঠন

খ. দল সমাজকর্ম

ঘ.সমষ্টি উন্নয়ন

উত্তর:গ

৬০.আভিধানিক দিক থেকে ‘Administer শব্দের অর্থ কী?

[সকল বোর্ড ১৮]

ক. পরিবেশন করা

খ.পর্যবেক্ষণ করা

গ. পর্যালোচনা করা

ঘ.পরিচালনা করা

উত্তর:ঘ

৬১.সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা বা অনাকাঙ্ক্ষিত | পরিবর্তনকে বাধা প্রদান করার উপায় কী?

[সকল বোর্ড ১৮]

ক. ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি

খ. সামাজিক কার্যক্রম

গ. দল সমাজকর্ম পদ্ধতি

ঘ. সমষ্টি উন্নয়ন

উত্তর:খ

৬২.সমাজকর্ম গবেষণার প্রথম ধাপ কোনটি?

[সকল বোর্ড '১৮]

ক. উদ্দেশ্য নির্ধারণ

খ. অনুমান গঠন

গ.গবেষণার নকশা প্রণয়ন

ঘ.সমস্যা নির্বাচন

উত্তর:ঘ

৬৩.সমাজকর্মে সমস্যাগ্রস্ত ব্যক্তি বলতে বোঝায়— 

[সকল বোর্ড '22]

i.সমাজকর্মীর নিকট সাহায্য প্রার্থী

ii. মানসিক চাপ সামলাতে সক্ষম

 iii. সামাজিক ভূমিকা পালনে অক্ষম নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর:খ

৬৪. সমাজকর্মীর আত্মসচেতনতা নীতি বলতে ---

[সকল বোর্ড ২১]

i.সমাজকর্মী নিজের দুর্বলতা, দায়িত্ব, ক্ষমতা, দক্ষতা সম্পর্কে সচেতন থেকে সমস্যার সামাধান করা

ii. সমাজকর্মীর পছন্দ, অপছন্দের প্রভাব হতে সমস্যা সমাধান প্রক্রিয়াকে মুক্ত রাখা

iii. সাহায্যার্থীর আত্মনিয়ন্ত্রণ অধিকার বজায় না রেখে সমস্যার সমাধান করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ.i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:ক

উদ্দীপকটি পড়ে ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও:

মিসেস সাদিয়া মহিলা সহায়তা কেন্দ্রের একজন নির্বাহী কর্মকর্তা। তিনি সাহায্যার্থীদের কল্যাণে তাদের মতামত পছন্দ-অপছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন ।

[সকল বোর্ড ২১]

৬৫.উদ্দীপকে মিসেস সাদিয়া ব্যক্তি সমাজকর্মের কোন নীতিটি অনুশীলন করেছেন?

ক. যোগাযোগ নীতি

খ. অংশগ্রহণ নীতি

গ. আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি

ঘ. ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি

উত্তর:ঘ

৬৬. উদ্দীপকের অনুসৃত নীতির গুরুত্বপূর্ণ দিক হলো-

i.সাহায্যার্থীর নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগের সুযোগ থাকে

ii. জোরপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়

iii. সাহায্যার্থী নিজের সমস্যা, সম্পদ ও সমাধান সম্পর্কে অবগত থাকেন

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ.i ও iii

গ. ii ও iii 

ঘ. i, ii ও iii

উত্তর:খ

নিচের উদ্দীপকটি পড় এবং ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও: 

পরিবারকল্যাণে সমাজকর্মের প্রয়োগ অধিক। পারিবারিক জটিলতা ও ভাঙন রোধে সমাজকর্মীগণ কাজ করে থাকেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সমাজব্যবস্থায় পারিবারিক নানা জটিলতা যেমন— পারিবারিক সহিংসতা, পরিবারের সদস্যদের অধিকার বঞ্চনা, বিবাহ বিচ্ছেদ, ছাড়াছাড়ি, যৌতুক, বাল্যবিবাহ প্রভৃতি সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এসব সমস্যা মোকাবিলায়। সুনির্দিষ্ট উদ্দেশ্য পূরণে গড়ে উঠেছে বহু প্রতিষ্ঠান।

[সকল বোর্ড ১৮]

৬৭.উদ্দীপকে উল্লেখিত সমস্যাসমূহ মোকাবিলায় গড়ে ওঠা १ প্রতিষ্ঠানসমূহে সমাজকর্মের কোন পদ্ধতি সর্বাপেক্ষা অধিক প্রয়োগ উপযোগী?

ক.ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি

খ.দল সমাজকর্ম পদ্ধতি

গ. সমষ্টি উন্নয়ন

ঘ. সমষ্টি সংগঠন

উত্তর:খ

৬৮.উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যাসমূহ সমাধানে প্রয়োগ উপযোগী সমাজকর্ম পদ্ধতির সমস্যা সমাধান প্রক্রিয়া নিচের কোনটি?

ক. অনুধ্যান → অনুসরণ → মূল্যায়ন → সমাধান → সমস্যা নির্ণয়

খ. অনুধ্যান → সমস্যা নির্ণয় → অনুসরণ →মূল্যায়ন → সমাধান

গ. অনুধ্যান → অনুসরণ → সমস্যা নির্ণয় → মূল্যায়ন → সমাধান

ঘ. অনুধ্যান → সমস্যা নির্ণয় সমাধান → মূল্যায়ন→ অনুসরণ

উত্তর:ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নং প্রশ্নের উত্তর দাও: 

তোরাবগঞ্জ একটি অনুন্নত গ্রাম । গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র, অশিক্ষিত এবং কুসংস্কারাচ্ছন্ন। গ্রামের কিছু শিক্ষিত যুবক একটি সমাজকল্যাণ সংগঠন গড়ে তোলেন এবং সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতির কৌশল ও প্রক্রিয়া অনুসরণ করে গ্রামটির সার্বিক উন্নয়নের চেষ্টা করছে। 

[সকল বোর্ড ১৯]

৬৯.উদ্দীপকে সমাজকর্মে কোন মৌলিক পদ্ধতির ইঙ্গিত রয়েছে? 

ক. ব্যক্তি সমাজকর্ম

খ. দল সমাজকর্ম

গ. সমষ্টি উন্নয়ন

ঘ.সমষ্টি সংগঠন

উত্তর:গ

৭০.উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মের মৌলিক পদ্ধতির প্রক্রিয়া হলো-

i.সমষ্টির সম্পদ ও চাহিদা নিরূপণ করা

ii.কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা

iii. আইন প্রণয়ন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:ক

সমাজকর্ম ১ম পত্র  উপর আরো পড়ুন 







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url