সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন

 অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক 


এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Sociology 2nd paper100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র :অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক 

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১.বিবাহ কী?

উত্তর: বিবাহ হলো পুরুষ ও মহিলার স্বামী-স্ত্রীতে পরিণত হয়ে একসাথে বাস করার সমাজস্বীকৃত উপায় ।

প্রশ্ন-২. “বিবাহ এমনই একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে স্ত্রী ও পুরুষ মোটামুটি একটি স্থায়ী সম্পর্কে আবদ্ধ হয় এবং ছেলে-মেয়ের জন্ম দেওয়ার পরও তাদের এ বন্ধন স্থায়ী থাকে”– সংজ্ঞাটি কার?

উত্তর: “বিবাহ এমনই একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে স্ত্রী ও পুরুষ মোটামুটি একটি স্থায়ী সম্পর্কে আবদ্ধ হয় এবং ছেলে- মেয়ের জন্ম দেওয়ার পরও তাদের এ বন্ধন স্থায়ী থাকে”— সংজ্ঞাটি ফিনিশ দার্শনিক ও সমাজবিজ্ঞানী এডওয়ার্ড ওয়েস্টারমার্কের।

প্রশ্ন-৩. ‘Monogamy' শব্দের অর্থ কী?

উত্তর: ‘Monogamy’ শব্দের অর্থ ‘একক বিবাহ' ।

প্রশ্ন-৪. কোনটি পরিবারের স্থায়িত্ব এবং সামাজিক স্বীকৃতির ভিত্তি?

উত্তর: বিবাহ পরিবারের স্থায়িত্ব এবং সামাজিক স্বীকৃতির ভিত্তি ।

প্রশ্ন-৫.অনুলোম বিবাহ কী?

 [ঢা. বো, রা. বো.. দি. বো., চ. বো., সি. বো., য. বো, ব. বো. ১৬]

উত্তর: যখন উচ্চ বংশজাত পাত্রের সঙ্গে নিম্নশ্রেণির কন্যার বিবাহ হয়, তখন তাকে অনুলোম বিবাহ বলে ।

প্রশ্ন-৬. বিধবা বিবাহ কী? 

[দি. বো., চ. বো, ব. বো. ১৭]

উত্তর: কোনো নারী স্বামী মারা যাওয়ার পর পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাকে বিধবা বিবাহ বলে ।

প্রশ্ন-৭. প্যারালাল কাজিন বিবাহ কী?

উত্তর: চাচাতো বা খালাতো ভাই-বোনের মধ্যে সংঘটিত বিবাহকে প্যারালাল কাজিন বিবাহ বলে । প্রশ্ন-৮. লেভিরেট বিবাহ কী?

উত্তর: কোনো স্ত্রীর স্বামী মারা গেলে মৃত স্বামীর ছোট ভাইকে বিবাহ করাকে লেভিরেট বিবাহ বলে ।

 প্রশ্ন-৯. সরোরেট বিবাহ কী?

উত্তর: কোনো পুরুষের স্ত্রী মারা গেলে স্ত্রীর ছোট বোনের সাথে বিবাহ করাকে সরোরেট বিবাহ বলে ।

 প্রশ্ন-১০. বাংলাদেশের আইন অনুযায়ী বিবাহের সময় পাত্রীর বয়স কমপক্ষে কত হতে হবে?

 উত্তর: বাংলাদেশের আইন অনুযায়ী বিবাহের সময় পাত্রীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে । 

প্রশ্ন-১১. বাংলাদেশের আইন অনুযায়ী বিবাহের জন্য পাত্রের বয়স কমপক্ষে কত বছর হতে হবে? 

উত্তর: বাংলাদেশের আইন অনুযায়ী বিবাহের জন্য পাত্রের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে ।

প্রশ্ন-১২. “বিবাহ একটি জনসমর্থিত ও আইনসম্মত বন্ধুত্ব ছাড়া আর কিছু নয়”— উক্তিটি কার?

উত্তর: “বিবাহ একটি জনসমর্থিত ও আইনসম্মত বন্ধুত্ব ছাড়া আর কিছু নয়”— উক্তিটি আমেরিকান সমাজবিজ্ঞানী গ্রোবসের ।

প্রশ্ন-১৩. সমাজ কর্তৃক স্বীকৃত রীতি অনুসারে পরিবার প্রতিষ্ঠিত হতে পারে কীসের মাধ্যমে?

উত্তর: সমাজ কর্তৃক স্বীকৃত রীতি অনুসারে পরিবার প্রতিষ্ঠিত হতে পারে বিবাহের মাধ্যমে।

প্রশ্ন-১৪. সমাজের স্থায়িত্ব, বংশবৃদ্ধি, সংহতি ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনটির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ?

উত্তর: সমাজের স্থায়িত্ব, বংশবৃদ্ধি, সংহতি ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিবাহের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।

প্রশ্ন-১৫.ব্যক্তি জীবনে কোন সামাজিক প্রতিষ্ঠানের নৈতিক মূল্য বিশেষ গুরুত্বপূর্ণ?

উত্তর: ব্যক্তি জীবনে বিবাহের নৈতিক মূল্য বিশেষ গুরুত্বপূর্ণ ।

প্রশ্ন-১৬.সমাজের ক্ষুদ্রতম সংগঠন কোনটি?

 রা. বো., কু. বো, চ. বো., ব. বো. ১৮

উত্তর: পরিবার সমাজের ক্ষুদ্রতম সংগঠন।

প্রশ্ন-১৭. আকারের ভিত্তিতে বাংলাদেশের সমাজে কয় ধরনের পরিবারের অস্তিত্ব লক্ষ করা যায়? 

উত্তর: আকারের ভিত্তিতে বাংলাদেশের সমাজে দু'ধরনের পরিবারের অস্তিত্ব লক্ষ করা যায় ।

প্রশ্ন-১৮. বিবাহের সংখ্যার ওপর নির্ভর করে বাংলাদেশের পরিবারকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? 

উত্তর: বিবাহের সংখ্যার ওপর নির্ভর করে বাংলাদেশের পরিবারকে মূলত দুই ভাগে ভাগ করা যায় ।

 প্রশ্ন-১৯. মাতৃবাস পরিবার কী?

উত্তর: বিয়ের পর নবদম্পতি যদি স্ত্রীর পিতৃগৃহে বাস করে তাহলে তাকে মাতৃবাস পরিবার বলে ।

প্রশ্ন-২০.মাতৃসূত্রীয় পরিবার কী?

 [ঢা বো., রা. বো, কু. বো., সি. বো., য. বো. ১৭]

উত্তর: যে পরিবারের সন্তান-সন্তুতি মাতৃধারায় সম্পত্তি, বংশনাম ও মর্যাদা উত্তরাধিকার সূত্রে লাভ করে এবং মা, মামা ও নানাকে পিতা, চাচা এবং দাদার চেয়ে বেশি গুরুত্ব দেয় তাকে মাতৃসূত্রীয় পরিবার বলে ।

প্রশ্ন-২১. ‘Marriage and Morals' গ্রন্থটির লেখক কে?

উত্তর: ‘Marriage and Morals' গ্রন্থটির লেখক ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল ।

প্রশ্ন-২২. ক্ষমতার ভিত্তিতে পরিবার কয় প্রকার?

 [ঢা বো., দি. বো, সি. বো., য. বো. ’১৮]

উত্তর: ক্ষমতার ভিত্তিতে পরিবার তিন প্রকার । যথা— পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক ও সমতাভিত্তিক

 প্রশ্ন-২৩. বাংলাদেশে কোন ধরনের পরিবারের সংখ্যা বেশি?

উত্তর: বাংলাদেশে একক বিবাহভিত্তিক পরিবারের সংখ্যা বেশি ।

প্রশ্ন-২৪. বর্ধিত পরিবারে কয় পুরুষের বসবাস থাকে?

উত্তর: বর্ধিত পরিবারে তিন পুরুষের বসবাস থাকে ।

প্রশ্ন-২৫. মানব সমাজে সন্তান প্রজননের স্বীকৃত প্রতিষ্ঠান কোনটি? 

উত্তর: মানব সমাজে সন্তান প্রজননের স্বীকৃত প্রতিষ্ঠান পরিবার ।

প্রশ্ন-২৬. অর্থনৈতিক দিক থেকে প্রাচীন যুগে পরিবারগুলো কী হিসেবে প্রতিষ্ঠিত ছিল?

উত্তর: অর্থনৈতিক দিক থেকে প্রাচীন যুগে পরিবারগুলো স্বয়ংসম্পূর্ণ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত ছিল ।

 প্রশ্ন-২৭. শিশুর সামাজিক নিয়ন্ত্রণ শুরু হয় কোথায়?

উত্তর: শিশুর সামাজিক নিয়ন্ত্রণ শুরু হয় পরিবারে

প্রশ্ন-২৮. কোনটি শিশুর প্রথম ও প্রাথমিক শিক্ষাঙ্গন? 

উত্তর: পরিবার শিশুর প্রথম ও প্রাথমিক শিক্ষাঙ্গন । 

প্রশ্ন-২৯. সংঘবদ্ধ সমাজজীবনের প্রধান উপাদান কোনটি? 

উত্তর: সংঘবদ্ধ সমাজজীবনের প্রধান উপাদান পরিবার ।

প্রশ্ন-৩০.ক্ষমতা প্রয়োগের দিক থেকে বাংলাদেশের পরিবারগুলোর প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর: ক্ষমতা প্রয়োগের দিক থেকে বাংলাদেশের পরিবারগুলো পিতৃতান্ত্রিক।

প্রশ্ন-৩১. বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজে সাধারণত কয় ধরনের পরিবার লক্ষ করা যায়?

উত্তর: বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজে সাধারণত তিন ধরনের পরিবার লক্ষ করা যায়। 

যথা— একক, যৌথ ও বর্ধিত পরিবার।

প্রশ্ন-৩২. গ্রামীণ পরিবারের প্রধান সম্পদ কী?

উত্তর: গ্রামীণ পরিবারের প্রধান সম্পদ হচ্ছে আবাদযোগ্য জমি ।

প্রশ্ন-৩৩. বাংলাদেশে শহরাঞ্চলের পরিবারগুলোর ধরন সাধারণত কীরূপ? 

উত্তর: বাংলাদেশে শহরাঞ্চলের পরিবারগুলো সাধারণত একক বা অণু পরিবার।

 প্রশ্ন-৩৪. শিক্ষার প্রভাবে শহরাঞ্চলের মানুষ কোন ধরনের পরিবার গঠন করছে? 

উত্তর: শিক্ষার প্রভাবে শহরাঞ্চলের মানুষ একক পরিবার গঠন করছে।

প্রশ্ন-৩৫.নববিবাহিত দম্পতির নয়াবাস পরিবার গঠনের প্রধান কারণ কী?

উত্তর: নববিবাহিত দম্পতির নয়াবাস পরিবার গঠনের প্রধান কারণ পেশার ধরন ও প্রকৃতি।

প্রশ্ন-৩৬. জ্ঞাতিসম্পর্ক কয় প্রকার?

 [টাবো, রা. বো, কু. বো২২,]

উত্তর: জ্ঞাতিসম্পর্ক চার প্রকার।

প্রশ্ন-৩৭. কাল্পনিক জ্ঞাতি কী?

[সকল বোর্ড ১৯]

উত্তর: রক্ত বা বৈবাহিক সূত্রে সম্পর্কিত নয়, কিন্তু তাদের সাথে রক্ত কিংবা বৈবাহিক সূত্রে আবদ্ধ আত্মীয়দের মতে আচরণ করা হয়, এ ধরনের সম্পর্কিত ব্যক্তিরাই কাল্পনিক জ্ঞাতি

প্রশ্ন-৩৮. পালিত পুত্র কোন ধরনের জ্ঞাতি?

 উত্তর: পালিত পুত্র কাল্পনিক জ্ঞাতির অন্তর্ভুক্ত।

প্রশ্ন-৩৯. চাচাতো ভাই কোন ধরনের জ্ঞাতি?

উত্তর: চাচাতো ভাই শ্রেণিমূলক জ্ঞাতির অন্তর্ভুক্ত ।

প্রশ্ন-৪০. সম্বোধনের দিক থেকে বাংলাদেশের সমাজে কয় ধরনের জ্ঞাতিসম্পর্ক লক্ষ করা যায়?

উত্তর: সম্বোধনের দিক থেকে বাংলাদেশের সমাজে দুই ধরনের জ্ঞাতিসম্পর্ক লক্ষ করা যায়। যথা— শ্রেণি ও বর্ণনামূলক ।

প্রশ্ন-৪১. আধুনিক জাতীয়তাবোধ কোনটির সম্প্রসারিত রূপ?

উত্তর: আধুনিক জাতীয়তাবোধ আদিম সমাজের জ্ঞাতিসম্পর্কবোধের সম্প্রসারিত রূপ।

প্রশ্ন-৪২. জ্ঞাতিসম্পর্কের মূলভিত্তি কী?

উত্তর: জ্ঞাতিসম্পর্কের মূলভিত্তি হলো বিবাহ ও পরিবার 1

প্রশ্ন-৪৩. গ্রামীণ সমাজে জ্ঞাতিসম্পর্কের মূলভিত্তি কী?

উত্তর: গ্রামীণ সমাজে জ্ঞাতিসম্পর্কের মূলভিত্তি হচ্ছে রক্তসম্পর্কীয় আত্মীয়তা ।

প্রশ্ন-৪৪. কৃত্রিম জ্ঞাতিসম্পর্কের প্রচলন লক্ষ করা যায় কোথায়?

উত্তর: কৃত্রিম জ্ঞাতিসম্পর্কের প্রচলন লক্ষ করা যায় শহরে ।

অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. লেভিরেট ও সরোরেট বিবাহ বলতে কী বোঝ? 

[ঢা. বো.. রা. বো., কু. বো., সি. বো, য. বো. ১৭]

উত্তর: লেভিরেট ও সরোরেট বিবাহ বাংলাদেশের সমাজব্যবস্থায় পারিবারিক সংহতি রক্ষায় বিদ্যমান দুই ধরনের বিবাহ ব্যবস্থা। লেভিরেট বা দেবর বিবাহ বলতে কোনো ব্যক্তি কর্তৃক তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে বোঝায়। পক্ষান্তরে, সরোরেট বা শ্যালিকা বিবাহ লেভিরেট বিবাহের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ কোনো ব্যক্তি তার মৃত স্ত্রীর ছোট বোনকে বিবাহের মাধ্যমে যে বন্ধনে আবদ্ধ হয়, তাকে সরোরেট বিবাহ বলে। প্রধানত, মৃত ব্যক্তির সন্তান-সন্ততির ভবিষ্যৎ চিন্তা, আত্মীয়তার বন্ধন অটুট রাখা, নিজ বংশের মধ্যে সম্পত্তির বণ্টন নিশ্চিত করার জন্য এ দুই ধরনের বিবাহ সংঘটিত হয়।

প্রশ্ন-২. ব্রুস কাজিন বিবাহ বলতে কী বোঝায় ?

উত্তর: ক্রস-কাজিন বিবাহ হলো মামাতো-ফুফাতো ভাইবোনের মধ্যে সংঘটিত বিবাহ। বাংলাদেশের সমাজে-মামাতো ফুফাতো ভাই-বোনের মধ্যে বিবাহের প্রচলন রয়েছে। এ ধরনের বিবাহের ক্ষেত্রে সম্পত্তি নিজেদের মধ্যে রাখা অথবা আত্মীয়তার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার বিষয়টি প্রাধান্য পায়। তাছাড়া অনেক অভিভাবক অপরিচিত পরিবেশে সন্তান বিবাহ দেওয়ার চেয়ে ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিবাহ দেওয়াকে নিরাপদ মনে করায় ক্রস-কাজিন বিবাহ সংঘটিত হয় ।

 প্রশ্ন-৩. আমাদের সমাজে প্যারালাল এবং ক্রস কাজিন বিবাহ পছন্দনীয় কেন?

উত্তর : আমাদের সমাজে প্যারালাল এবং ক্রস কাজিন বিবাহ পছন্দের পিছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন— কাজিন বিবাহ রীতি জ্ঞাতি বন্ধনকে আরও সুদৃঢ় করে। এ রীতিতে বিবাহ হলে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে জটিলতা দেখা যায় না। বিয়ের পাত্র-পাত্রী সবাই সবাইকে আগে থেকে জানতে পারে। ফলে বিবাহসংক্রান্ত আলোচনায় সময় লাগে কম; জটিলতাও কম দেখা দেয়। কাজিন বিবাহে বৈবাহিক লেনদেন বা যৌতুক নিয়ে বেশি সমস্যায় পড়তে হয় না। কেননা কাজিন বিবাহে পাত্র-পাত্রী সবাই জ্ঞাতি গোষ্ঠীরই লোকজন। তাই এতে বিবাহের খরচও কম হয়।

প্রশ্ন-৪. বিবাহের সংখ্যার ওপর নির্ভর করে বাংলাদেশের পরিবারের ধারণা দাও ।

উত্তর: বিবাহের সংখ্যার ওপর নির্ভর করে বাংলাদেশের পরিবারকে দুভাগে ভাগ করা যায় । যথা— একক বিবাহভিত্তিক ও বহু বিবাহভিত্তিক পরিবার। একজন পুরুষ ও একজন নারীর বিবাহ বন্ধনের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে তাকে একক বিবাহভিত্তিক পরিবার বলে। একজন পুরুষ ও একাধিক স্ত্রী অথবা একজন স্ত্রী এবং একাধিক পতিকে নিয়ে যে পরিবার গড়ে ওঠে তাকে বহু বিবাহভিত্তিক পরিবার বলে। বাংলাদেশে একক বিবাহভিত্তিক পরিবারই বেশি, তবে মুসলিম সমাজে বহু বিবাহভিত্তিক পরিবারও দেখতে পাওয়া যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক ধনী ব্যক্তিই বহু বিবাহ করে থাকেন।

 প্রশ্ন-৫. নয়াবাস পরিবার বলতে কী বোঝ?

 [দি বো, চ. বো., ব. বো. ১৭]

উত্তর: বিবাহোত্তর বাসস্থানের ওপর ভিত্তি করে যেসকল পরিবারব্যবস্থা গড়ে ওঠে তার মধ্যে নয়াবাস পরিবার অন্যতম। বিবাহের পর স্বামী-স্ত্রী তাদের পিতা বা মাতার গৃহে বাস না করে সম্পূর্ণ আলাদাভাবে অন্যত্র বসবাস শুরু করলে তাকে নয়াবাস পরিবার বলে। আধুনিক যুগে শিল্পায়ন, নগরায়ণ ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদি দৃষ্টিভঙ্গির কারণে নয়াবাস পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

প্রশ্ন-৬. প্রাথমিক সামাজিকীকরণ কেন্দ্র বলতে কী বোঝায়?

 [সকল বোর্ড ১৯]

উত্তর : প্রাথমিক সামাজিকীকরণ কেন্দ্র বলতে পরিবারকে বোঝানো হয় ।

শিশুর সামাজিকীকরণে প্রাথমিক বাহন হিসেবে কাজ করে পরিবার। শিশু শিক্ষার প্রথম হাতে খড়ি হয় পরিবারেই । শিশুরা যেহেতু অনুকরণপ্রিয় সেহেতু পারিবারিক পরিবেশে শিশু যা শেখে, ব্যক্তিত্ব গঠনে তা আজীবন ভূমিকা পালন করে। বস্তুত পারিবারিক গণ্ডির মধ্যেই শিশু বিভিন্ন ধরনের সামাজিক সম্পর্কের সাথে পরিচিত হয়। মোট কথা শিশুর গৃহ- পরিবেশই তাকে সামাজিক মানুষ হবার শিক্ষা দেয়। আমেরিকান সমাজবিজ্ঞানী কুলীর মতে, “শিশুর বিকাশে অন্তরঙ্গ সামাজিক গোষ্ঠী হিসেবে পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি।” এ কারণেই পরিবারকে প্রাথমিক সামাজিকীকরণ কেন্দ্র হিসেবে অভিহিত করা হয় ।

প্রশ্ন-৭. পরিবারকে শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র বলা হয় কেন?

উত্তর: জন্মের পর শিশুর প্রাথমিক শিক্ষা মূলত পরিবারেই হয়ে থাকে, তাই পরিবারকে শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র বলা হয়। সামাজিক আচার, রীতিনীতি, আদব-কায়দা, মূল্যবোধ, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি সম্বন্ধে প্রাথমিক শিক্ষা ব্যক্তি পরিবার জীবনেই লাভ করে। পরিবারের মাধ্যমেই শিশু বিশেষ ধরনের আচার-আচরণে অভ্যস্ত এবং বিশেষ এক চেতনায় উদ্বুদ্ধ হয়। বস্তুত বৃহত্তর সমাজজীবনে প্রবেশের ছাড়পত্র দিয়ে থাকে পরিবার । এজন্য পরিবারকে শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র বলা হয় ।

 প্রশ্ন-৮. পরিবারের রাজনৈতিক কাজের বর্ণনা দাও।

উত্তর: রাজনৈতিক কাজ পরিবারের কার্যাবলির অন্যতম। পারিবারিক ও সামাজিক নিয়মকানুন মেনে চলা এবং বাবা-মাসহ অন্যান্য মুরব্বিজনের প্রতি শ্রদ্ধাশীল থাকা তথা বাবা-মার অনুগত থাকার শিক্ষা পরিবার থেকে অর্জন করতে হয়। পরিবারের কাজ হলো শিশুদের ওইসব বিষয়ে শিক্ষাদান। এভাবে পরিবার নেতৃত্ব প্রদান এবং দায়িত্ব-কর্তব্যের শিক্ষা প্রদান করে। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে সেটিও পরিবার প্রধান ফয়সালা করে দেন। এভাবে পরিবার বিচারকের ভূমিকায়ও অবতীর্ণ হয় । পরিবারের এসব কাজ ব্যক্তিকে সমাজের রাজনৈতিক আচরণের সাথে অভ্যস্ত করে তোলে ।

প্রশ্ন-৯. পরিবার সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কীরূপ ভূমিকা পালন করে?

উত্তর: পরিবার সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পারিবারিক পরিবেশেই শিশুর সামাজিকীকরণ শুরু হয়। শিশু ওই পরিবেশে যে শিক্ষা পায় তার প্রভাবেই তার সমাজ আকাঙ্ক্ষিত আচার-আচরণ, স্বভাব প্রকৃতি, চরিত্র,আদর্শ ও নৈতিকতা গড়ে ওঠে। সুতরাং বলা যায়, পরিবর্তিত পরিবেশে আজকের দিনেও পরিবার সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

প্রশ্ন: ১০. পরিবারের কার্যাবলির পরিবর্তন হয়েছে কীভাবে? ব্যাখ্যা কর।

উত্তর: সামাজিক পরিবর্তনের ফলে পরিবারের চিরাচরিত কার্যাবলির ব্যাপক পরিবর্তন ঘটেছে।

আর্থ-সামাজিক উন্নতি, ব্যক্তি স্বাতন্ত্রের বিকাশ, তথ্য প্রযুক্তির প্রসার ইত্যাদি কারণে পরিবারের কার্যাবলিতে পরিবর্তন এসেছে। পরিবার এখন আর আগের মতো সদস্যদের বিনোদন কেন্দ্র, প্রাথমিক শিক্ষালয় নয়। এমনকি ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রও নয়। আগে পিতা-মাতা যেসব কাজ সম্পন্ন করতেন এখন বাইরে অনেক প্রতিষ্ঠানে এসব করার ব্যবস্থা হয়েছে। উদাহারণস্বরূপ বলা যায়, মাতৃসদন, শিশুসদন, ক্লাব, শিশু নিকেতন, ডে-কেয়ার সেন্টার ইত্যাদি প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় পরিবারের কাজের ক্ষেত্র অনেক ছোট হয়ে এসেছে। আর গুরুত্বপূর্ণ এ পরিবর্তনের পিছনে সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান মূল ভূমিকা রেখেছে।

প্রশ্ন-১১. ‘দৈহিক নির্যাতন বাংলাদেশের বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ – ব্যাখ্যা কর।

উত্তর: বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ হচ্ছে স্ত্রীকে শারীরিক নির্যাতন। স্বভাবজাত কিংবা মানসিক বিকারগ্রস্ততার কারণে অনেক স্বামী তার স্ত্রীকে দৈহিকভাবে নির্যাতন করে। বর্তমানে যৌতুক প্রথা ও পরকীয়ার কারণে অনেক স্ত্রীই স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে। এমনকি ছোট ছোট অসঙ্গতির কারণেও অনেক স্ত্রী এ অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। যার ফলে স্ত্রী স্বামীকে পরিত্যাগ করে। এ কারণে বলা হয় যে, দৈহিক নির্যাতন বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ।

প্রশ্ন-১২. জ্ঞাতিসম্পর্কের ধরন কয়টি এবং কী কী? ব্যাখ্যা কর।

উত্তর: জ্ঞাতিসম্পর্কের ধরন ৪টি। সমাজে চার ধরনের জ্ঞাতিসম্পর্কের উপস্থিতি লক্ষ করা যায়। যথা- ১. জৈবিক বা রক্তসম্পর্কীয় জ্ঞাতি যেমন— পিতা-পুত্র, দাদা-নাতি, ২. বৈবাহিক বন্ধন সম্পর্কিত জ্ঞাতি, যেমন— স্বামী-স্ত্রী, শ্বশুর- দেবর ইত্যাদি; ৩. কাল্পনিক বন্ধন সম্পর্কিত জ্ঞাতি, যেমন— বয়স্ক ব্যক্তিকে চাচা, মামা, খালু বলা বা সমবয়সী কাউকে ভাই, আপা ইত্যাদি বলে সম্মোধন করা এবং ৪. প্রথাগত বন্ধন সম্পর্কিত জ্ঞাতি যেমন— বন্ধুত্বের সম্পর্ক, পাড়া- প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক ইত্যাদি।

প্রশ্ন-১৩. নগর সমাজে জ্ঞাতিসম্পর্কের প্রকৃতি কেমন? ব্যাখ্যা কর।

[ঢা বো., রা. বো., দি. বো., চ. বো, সি. বো., য.বো., ব. বো. ১৬]

 উত্তর: নগর সমাজে জ্ঞাতিসম্পর্কের প্রকৃতি অনেকটা কৃত্রিম। পাশাপাশি ফ্ল্যাটে বছরের পর বছর বাস করেও শহরবাসীরা পরস্পরের সাথে অপরিচিতি থাকেন। নগর জীবনে মানুষ আত্মীয় স্বজনের উপর নির্ভরের চেয়ে তার নিজ কর্মপ্রচেষ্ঠা, সভা-সমিতি, বিমা, হাসপাতাল, সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের ওপর বেশি নির্ভরশীল । তবে আধুনিক নগর সমাজে একান্ত নিজস্ব পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যেও বন্ধন কম দৃঢ় নয় ।

প্রশ্ন-১৪.সমাজজীবনে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব কীরূপ?

উত্তর: রক্ত এবং বৈবাহিক সূত্রে গড়ে ওঠা সমাজ স্বীকৃত সম্পর্ককে জ্ঞাতিসম্পর্ক বলা হয়। মানুষের সামাজিক আচার- আচরণ ও পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ, সামাজিক সম্পর্ক এবং সামাজিক ভূমিকা পালনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব অপরিসীম। উন্নততর সামাজিক জীবনের আদর্শ সৃষ্টি এবং আদর্শকে স্থায়ী করতে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব অপরিসীম। আদিম সমাজ থেকে আধুনিক সভ্য সমাজে নেতৃত্ব নির্বাচন এবং সামাজিক সংঘ গঠনে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.“বিবাহ এমনই একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে স্ত্রী ও পুরুষ একটি স্থায়ী সম্পর্কে আবদ্ধ হয় এবং ছেলে-মেয়ের জন্ম দেওয়ার পরও তাদের  এ বন্ধন স্থায়ী হয়”– কে বলেছেন? 

ক. রবিন ফক্স

খ. বটোমোর

গ. ওয়েস্টারমার্ক

ঘ. রাসেল

উ: গ

২.মনোগামী বলতে কোন ধরনের বিবাহকে বোঝায়?

ক. একক বিবাহ

গ. বহুস্ত্রী বিবাহ

খ. বহুস্বামী বিবাহ

ঘ. বিধবা বিবাহ

উ: ক

৩. ক্রস কাজিন ও প্যারালাল কাজিন কী ধরনের বিবাহ?

ক. একক বিবাহ

খ. যুগল বিবাহ

গ. অন্তর্বিবাহ

ঘ. বন্দোবস্ত বিবাহ

উ: গ

৪. বিবাহের আবশ্যিক শর্ত কোনটি?

ক. পারস্পরিক পছন্দ

খ. পণপ্রথা

গ. সমাজের সম্মতি

ঘ. দেনমোহর

উ: গ

৫. বিবাহের পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার কোনটি?

ক. অণু পরিবার

খ. পিতৃসূত্রীয় পরিবার

গ. অন্তর্গোত্র পরিবার

ঘ. নয়াবাস পরিবার

উ: গ

৬. কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের স্ত্রীকে বিবাহ করলে তাকে কোন ধরনের বিবাহ বলে ?

ক. লেভিরেট

গ. ক্রস-কাজিন

খ. সরোরেট

ঘ. অন্তর্গত

উ: ক

৭. বৈবাহিক বন্ধনের ভিত্তিতে গড়ে ওঠা জ্ঞাতিসম্পর্কের উদাহরণ কোনটি?

ক. পিতা-মাতা

খ. শ্বশুর-শাশুড়ি

গ. ধৰ্ম মা

ঘ. চাচাতো ভাই

উ: খ

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

৮. বিবাহ যেসব চাহিদা পূরণ করে—

i. মানসিক পরিতৃপ্তি

ii. বিভিন্ন সমস্যার সমাধান করে

iii. যৌন প্রবৃত্তি প্রশমিত করে 

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

৯. বাংলাদেশের সমাজে প্যারালাল এবং ক্রসকাজিন বিবাহের উদ্দেশ্য হলো—

i. আত্মীয়তার সম্পর্ককে জোরদার করা 

ii. সম্পত্তি নিজেদের মধ্যে রাখা

iii. সন্তানদের প্রতি স্নেহ-মায়া-মমতা রক্ষা 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

১০. বর্তমানে বহু স্ত্রী বিবাহ কমে যাওয়ার যৌক্তিক কারণ—

i. আইনের বাধ্যবাধকতা

ii. শিক্ষার প্রসারতা

iii. সচেতনতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

১১. পরিবারের আকৃতি ক্রমশ ছোট হয়ে আসছে-

i. ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশের ফলে

ii. সামাজিক ব্যবস্থার উন্নতির কারণে

 iii. জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থার প্রসারের ফলে

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ.i, ii ও iii

উ: খ

১২. বাংলাদেশে বর্তমানে জ্ঞাতিসম্পর্কের বন্ধন কিছুটা শিথিল হয়ে পড়েছে-

i. ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের বিকাশে

ii. আর্থিক দুরবস্থার কারণে

iii. ব্যক্তিত্বের সংঘাতের কারণে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii 

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

 সমুদ্র চট্টোপাধ্যায় ও সোনালী চট্টোপাধ্যায় দুইজনেই ব্রাহ্মণ। তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর সমুদ্র শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকে ।

১৩. উদ্দীপকের বিবাহ কোন ধরনের?

ক. অন্তর্গোত্র বিবাহ

খ. বহির্গোত্র বিবাহ 

গ. কাজিন বিবাহ

ঘ. লেভিরেট বিবাহ

উ: ক

১৪. শ্বশুর বাড়িতে সমুদ্রের ঘরজামাই হিসেবে থাকার কারণ হতে পারে—

ক. আর্থিক অস্বচ্ছলতা

খ. পুত্র সন্তান থাকা

গ. একাধিক কন্যা সন্তান থাকা

ঘ. একমাত্র কন্যা সন্তান থাকা

উ: ঘ

বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

১৫. বাংলাদেশে বিবাহের আইনগত বয়সসীমা কত বছর?

[সকল বোর্ড ১৮]

ক. মেয়ে ১৬ ছেলে ২০

খ. মেয়ে ১৮ ছেলে ২১

গ. মেয়ে ১৮ ছেলে ২০

ঘ. মেয়ে ২১ ছেলে ২৪

উ: খ

১৬.পিতৃবাস পরিবার কোনটি? 

[সকল বোর্ড ১৯]

 ক. বিয়ের পর স্বামী গৃহে বাস

খ. বিয়ের পর স্বামীর পিতার গৃহে বাস

গ. বিয়ের পর স্বামী-স্ত্রীর নতুন গৃহে বাস 

ঘ. বিয়ের পর যৌথ পরিবারে বাস

উ: খ

১৭. সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

 [সকল বোর্ড ১৮]

ক. মাতৃতান্ত্রিক

খ. পিতৃবাস

গ. নয়াবাস

ঘ. মাতৃসূত্রীয়

উ: ঘ

১৮. পরিবারের কোন কাজ সন্তান-সন্ততির আবেগীয় চাহিদা মেটায়?

 [সকল বোর্ড -১৫l

ক. মনস্তাত্ত্বিক

খ. শিক্ষামূলক

গ. চিত্তবিনোদন

ঘ. সামাজিকীকরণ

উ: ক

১৯. বাংলাদেশের গ্রামীণ সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? 

[সকল বোর্ড ১৮]

ক. একক পরিবার

খ. যৌথ পরিবার

গ. মাতৃতান্ত্রিক পরিবার 

ঘ. নয়াবাস পরিবার

উ: খ

২০. নগর সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়?

[সকল বোর্ড ১৬]

ক. যৌথ

খ. বর্ধিত

গ. অণু

ঘ. মাতৃতান্ত্রিক

উ: গ

২১. বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবার কাঠামোর পরিবর্তনের কারণ কোনটি?

 [সকল বোর্ড ১৮]

ক. ধর্মীয় প্রভাব

খ. সাংস্কৃতিক প্রভাব

গ. নগরায়ণ ও শিল্পায়নের প্রভাব

ঘ. রাজনৈতিক প্রভাব শীত

উ: গ

২২. জ্ঞাতিসম্পর্ক কী?

 [ সকল বোর্ড ১৯]

ক. সম্প্রদায়

খ. বিবাহ প্রথা

গ. জৈবিক বন্ধন

ঘ. পরিবার প্রথা

উ: গ

২৩. চাচা ও চাচী কোন ধরনের জ্ঞাতি? 

[সকল বোর্ড ১৮]

ক. বৈবাহিক ও রক্ত সম্পর্কিত

খ. রক্ত সম্পর্কিত ও বৈবাহিক 

গ. রক্ত সম্পর্কিত ও কাল্পনিক

 ঘ. প্রথাগত ও বৈবাহিক

উ: খ

২৪. নৃবিজ্ঞানী লুইস হেনরী মর্গানের মতে, জ্ঞাতিসম্পর্ক কত প্রকার? 

[সকল বোর্ড ১৭]

ক. দুই প্রকার

খ. তিন প্রকার

গ. চার প্রকার

ঘ. পাঁচ প্রকার

উ:ক

২৫. তোমার মামা-মামি তোমার কোন ধরনের জ্ঞাতি? 

[সকল বোর্ড ১৬]

উ: 

ক. বৈবাহিক-রক্তসম্পর্কিত 

খ. রক্তসম্পর্কিত-বৈবাহিক 

গ. রক্তসম্পর্কিত-কাল্পনিক 

ঘ. প্রথাগত-বৈবাহিক

উ: খ

 ২৬. নিচের কোনটি প্রথাগত জ্ঞাতিসম্পর্কের উদাহরণ?

[সকল বোর্ড ১৫]

ক. দেবর

গ, নাতি

খ. দোস্ত

ঘ. পালকপুত্র

উ: খ

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।

 [সকল বোর্ড ১৮]

২৭. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

ক. প্যারালাল কাজিন

গ. অন্তঃবিবাহ

খ. ক্রস কাজিন

ঘ. সরোরেট বিবাহ

উ: ক

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

১ বছর বয়সী ছবির বাবা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ছবির মা ছবির চাচাকে বিয়ে করেন।

 [সকল বোর্ড ১৭]

২৮. উদ্দীপকে ছবির মায়ের বিবাহ রীতিকে কী বলে?

ক. অন্তর্বিবাহ

গ. সরোরেট

খ. বহির্বিবাহ

ঘ. লেভিরেট

উ: ঘ

২৯. উক্ত বিবাহের কারণ হলো—

i. সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য

ii. সন্তান-সন্ততি লালন পালনের জন্য

 iii. সুন্দরী রমণী লালসার শিকার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

গ. ii ও iii

খ. i ও iii

ঘ.i, ii ও iii

উ: ক

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

দীপ্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পারিবারিক সিদ্ধান্তে তার মামার একমাত্র মেয়ে সোহার সাথে তার বিয়ে ঠিক হয়। এ নিয়ে দুই পরিবারই উচ্ছ্বসিত। 

[সকল বোর্ড ১৬]

৩০. উদ্দীপকে দীপ্ত ও সোহার বিয়ে কোন ধরনের?

ক. অনুলোম

খ. প্রতিলোম

গ. প্যারালাল কাজিন

 ঘ. ক্রস কাজিন

উ: ঘ

 নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:

 এক ও তিন বছরের দুই সন্তানের জনক শাকিলের স্ত্রী মাহমুদা সড়ক দুর্ঘটনায় নিহত হন। শাকিল মাহমুদার ভালোবাসার সংসার ছিল অন্যের কাছে দৃষ্টান্ত। শাকিলকে বন্ধুরা পুনরায় বিয়ের জন্য বললেও সে রাজি হয় না। কিন্তু একটা সময়ে নিজ ও স্ত্রীর আত্মীয়-স্বজনের অনুরোধ এবং সন্তানের মুখের দিকে তাকিয়ে দুই বছর পর সে ২৮ বছরের শ্যালিকা হামিদাকে বিয়ে করে। বর্তমানে তারা সুখে আছে এবং উভয়ের পরিবারও আনন্দিত। 

[সকল বোর্ড '১৫]

৩১.উদ্দীপকে উল্লেখিত শাকিলের বিবাহ কোন ধরনের বিবাহকে নির্দেশ করে?

ক. সরোরেট

খ. বিধবা বিবাহ

গ. বিপত্নীক বিবাহ

ঘ. লেভিরেট

উ: ক

৩২. উদ্দীপকে বর্ণিত বিবাহ সমাজে যে গুরুত্ব বহন করে তা হলো-

i. শিশুর লালন পালন

ii. সম্পত্তির উত্তরাধিকার রক্ষা

 iii. আত্মীয়তার সম্পর্ক রক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. i ও mi

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মাসুদ দরিদ্র কৃষকের ছেলে। কাজের সন্ধানে ঢাকায় আসে এবং একটি পোশাক কারখানায় কাজ নেয়। কিছুদিন পর সে গ্রামে পারিবারিকভাবে বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করে। তবে মাঝে মধ্যে সে গ্রামে বাবা-মার সাথে দেখা করার জন্য স্ত্রীসহ বেড়াতে যায়।

 [সকল বোর্ড *১৫]

৩৩. উদ্দীপকের মাসুদের পরিবারটি কোন ধরনের পরিবার?

ক. মাতৃবাস

খ. নয়াবাস

গ. পিতৃবাস

ঘ. মাতুলবাস

উ: খ

৩৪. উদ্দীপকের আলোকে বাংলাদেশে যৌথ পরিবার ভাঙার কারণ হচ্ছে—

i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

ii. আর্থিক অনটন

iii. নগরায়ণ ও শিল্পায়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

গ. ii ও iii

খ. i ও iii

ঘ. i, ii ও iii

উ: গ

নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রবি তার পিতা-মাতা ও দাদা-দাদীর সাথে একত্রে বসবাস করে। ছোটবেলা থেকেই রবির দাদা-দাদী তাকে দেখাশুনা করতেন। রবির পিতা-মাতা উভয়ই চাকরিজীবী হওয়ায় তারা ব্যস্ত থাকেন। তবে ছুটির দিনে রবিকে তারা সময় দেন । 

[সকল বোর্ড ১৯]

৩৫. উদ্দীপকের বর্ণনায় কয় ধরনের জ্ঞাতিসম্পর্ক লক্ষ করা যায়?

 ক. ২

খ. ৩

গ. 8

ঘ. ৫

উ: ক

৩৬. উদ্দীপকের মতো পরিবারের ভূমিকা কোনটি?

ক. সন্তান আত্মকেন্দ্রিক হতে পারে

খ. পরিবারের বিকল্প সৃষ্টি হবে

গ. সুষ্ঠু সামাজিকীকরণ সম্পন্ন হবে

ঘ. সন্তানের বিনোদন ব্যাহত হবে

উ: ক

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রুমা ও রুনি একে অপরের সই। পরবর্তী সময়ে রুমার সাথে রুনির ভাইয়ের বিয়ে হয় । 

[সকল বোর্ড ১৫]

৩৭. উদ্দীপকের রুমা ও রুনির সম্পর্ক কোন জ্ঞাতিসম্পর্ককে নির্দেশ করে?

ক. বৈবাহিক ও কাল্পনিক

 খ. জৈবিক ও কাল্পনিক

 গ. বৈবাহিক ও প্রথাগত 

 ঘ. কাল্পনিক ও প্রথাগত

উ: ক


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url