এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র অধ্যায়-৩ বাণিজ্যিক ব্যাংক
এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র ১০০% কমন সাজেশন-২০২৩
HSC Finance, Banking and Insurance 2nd paper100% Common Suggestion-2023
বিশ্ববিদ্যালয় এডমিশন 100% কমন সাজেশন(কমার্স শাখা)
পেজ সূচিপত্র :অধ্যায়-২ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. বাণিজ্যিক ব্যাংক কী?
[সকল বোর্ড ১৮; ঢা. বো, রা. বো. ১৭; য. বো. ১৬]
উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংকই হলো বাণিজ্যিক ব্যাংক ।
প্রশ্ন-২. বাণিজ্যিক ব্যাংকের ব্যবসায়িক উপাদান কী?
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের ব্যবসায়িক উপাদান হলো অর্থ ।
প্রশ্ন-৩. বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী?
[কু. বো. ১৭]
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা ।
প্রশ্ন-৪. শেয়ার অবলেখন কী?
উত্তর: কমিশনের বিনিময়ে শেয়ার বিক্রির যাবতীয় কাজ সম্পাদনকে শেয়ার অবলেখন বলে ।
প্রশ্ন-৫. বাংলাদেশে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি?
উত্তর: বাংলাদেশে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক হলো সোনালী ব্যাংক ।
প্রশ্ন-৬.তারল্য কী?
[দি. বো. ২২, ১৯, ১৭; ব. বো. ২১, ১৭, ঢা, বো. ১৯]
উত্তর: চাওয়ামাত্র গ্রাহকের অর্থ পরিশোধ করার সামর্থ্যকে তারল্য বলে ।
প্রশ্ন-৭.তারল্য নীতি কী?
[রা. বো, য. বো. ২১]
উত্তর: গ্রাহকদের চেকের অর্থ চাওয়ামাত্র পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য কাম্য পরিমাণ নগদ অর্থ সংরক্ষণের কৌশলকে ব্যাংকের তারল্য নীতি বলে ।
প্রশ্ন-৮. মুনাফার নীতি কী?
উত্তর: মুনাফার নীতি হলো কাম্য তারল্য অবস্থা সংরক্ষণের পর অতিরিক্ত অর্থ সবচেয়ে লাভজনক ও নিরাপদ খাতে বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করা ।
প্রশ্ন-৯. নিরাপত্তার নীতি কী?
উত্তর: আমানতকারীর জমাকৃত অর্থের নিরাপত্তা বিধান এবং ঋণ মঞ্জুরের সময় সতর্কতা অবলম্বন করাই হলো নিরাপত্তার নীতি ।
প্রশ্ন-১০.ব্যাংকের গোপনীয়তা নীতি কী?
[সি. বো. 22]
উত্তর: গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্যরা যাতে পেতে না পারে সেজন্য ব্যক্তিক বা প্রযুক্তিগত সকল ধরনের কার্যব্যবস্থা গ্রহণের নীতিকেই ব্যাংকের গোপনীয়তার নীতি বলে ।
প্রশ্ন-১১. সুনামের নীতি কী?
উত্তর: যে নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের আমানত ও হিসাবসংক্রান্ত তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা, দক্ষ সেবা, লভ্যাংশ দেওয়া, দ্রুত ঋণদান প্রভৃতির মাধ্যমে সুনাম অর্জনের চেষ্টা করে তাকে সুনামের নীতি বলে ।
প্রশ্ন-১২. আস্থা অর্জনের নীতি কী?
উত্তর: সততা ও সর্বোত্তম সেবা দেওয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই হলো আস্থা অর্জনের নীতি ।
প্রশ্ন-১৩. সেবার নীতি কী?
উত্তর: গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার মাধ্যমে তাদের ব্যাংকের প্রতি আগ্রহী করে তোলাই হলো সেবার নীতি ।
প্রশ্ন-১৪. বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি কী?
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের মঞ্জুরিকৃত ঋণের অর্থ নগদে পরিশোধ না করে গ্রাহকের হিসাবে জমা করে পুনরায় এ অর্থ থেকে ঋণের সৃষ্টি করাকে ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি বলে ।
প্রশ্ন-১৫. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কী?
[য. বো. ১]
উত্তর: আমানতকারীদের জমাকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস।
প্রশ্ন-১৬. বিধিবদ্ধ সঞ্চিতি কী?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক বাধ্যতামূলকভাবে যে পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে তাকে বিধিবদ্ধ সঞ্চিতি বলে।
প্রশ্ন-১৭.বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটি?
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস হলো ঋণগ্রহীতাদের প্রদত্ত ঋণ থেকে পাওয়া সুদ।
প্রশ্ন-১৮. চেক কী?
উত্তর: চেক হলো আমানতকারী কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের জন্য লিখিত শর্তহীন নির্দেশনামা
প্রশ্ন-১৯.প্রত্যয়পত্র কী?
উত্তর; যে দলিল দ্বারা বাণিজ্যিক ব্যাংক ক্রেতার পক্ষে দেশে বা বিদেশে বিক্রেতাকে তার পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় তাকে প্রত্যয়পত্র বলে ।
প্রশ্ন-২০. পে-অর্ডার কী?
উত্তর: পে-অর্ডার হলো অর্থ বিনিময়ের একটি মাধ্যম, যা দ্বারা প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকের মাধ্যমে প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয় ।
প্রশ্ন-২১. ব্যাংক গ্যারান্টি কী?
উত্তর: ব্যাংক গ্যারান্টি হলো এমন একটি দলিল যাতে ব্যাংক এ মর্মে দেনাদারের পক্ষে পাওনাদারকে নিশ্চয়তা দেয় যে, দেনাদার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক উক্ত অর্থ পাওনাদারকে পরিশোধ করবে।
প্রশ্ন-২২. ব্যাংক সৃষ্ট মুদ্রা কী?
উত্তর: ব্যাংক সৃষ্ট মুদ্রা বলতে এমন কোনো দলিলকে বোঝায় যা অর্থের মতো ব্যবহৃত হয়; যেমন: চেক, ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড প্রভৃতি ৷
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. ব্যাংক পরের ধনে পোদ্দারি করে বলতে কী বোঝায়?
[চ. বো. ১৬]
উত্তর: ব্যাংক গ্রাহকের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে উক্ত অর্থ থেকে ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। ব্যাংক গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে। উক্ত আমানত থেকে কিছু অর্থ ঋণ হিসেবে দেয় মূলত ব্যাংক একজনের অর্থ অন্যজনকে ধার দিয়ে মুনাফা অর্জন করে। তাই বলা হয় যে, ব্যাংক পরের ধনে পোদ্দারি করে।
প্রশ্ন-২. বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ দেয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: আমানতকারীর অর্থ ব্যাংককে চাহিবামাত্র ফেরত দিতে হয় বলে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের স্বল্পমেয়াদি ঋণ দেয়। বাণিজ্যিক ব্যাংক সাধারণত ঋণের ব্যবসায়ী। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ব্যাংকটি নিজ ব্যবসায়ের মূলধন গঠন করে। তবে ব্যাংক গ্রাহকের এই আমানত চাহিবামাত্র তাদের ফেরত দিতে বাধ্য থাকে। তাই বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদে ঋণ দিয়ে গ্রাহকদের প্রয়োজন মেটায়।
প্রশ্ন-৩. বাণিজ্যিক ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া উচিত নয় কেন? ব্যাখ্যা কর।
[ঢা. বো. ১৭]
উত্তর: বাণিজ্যিক ব্যাংক সংগৃহীত আমানতের অধিকাংশই চাহিবামাত্র ফেরত দানে বাধ্য থাকে বলে এ ধরনের ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া উচিত নয় ।
এই ব্যাংকের তহবিলের মূল উৎস হলো জনগণের কাছ থেকে সংগৃহীত আমানত। তাই বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদে এই অর্থ ঋণদান বা বিনিয়োগ না করে স্বল্পমেয়াদে ঋণ দেয়। এজন্য বাণিজ্যিক ব্যাংককে স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয়।
প্রশ্ন-৪. ব্যাংক কীভাবে মূলধন গঠনে সহায়তা করে?
[ঢা. বো. ১৬]
উত্তর: ব্যাংক বিভিন্ন হিসাব (সঞ্চয়ী, চলতি, স্থায়ী) খুলে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহের মাধ্যমে মূলধন গঠনে সহায়তা করে সাধারণত ব্যাংকের সব কাজ কেন্দ্রীয় অফিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হলেও দেশের বিভিন্ন স্থানে এর শাখা অফিস থাকে। এসব শাখায় ব্যাংক হিসাব খোলার সুবিধা দিয়ে জনগণের অর্থ সংগ্রহ করে। ব্যাংকে জমাকৃত অর্থ মূলধন হিসেবে ব্যবহার করা যায় । এভাবেই ব্যাংক মূলধন গঠনে সহায়তা করে।
প্রশ্ন-৫. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
[রা. বো. ২১; দি, বো, চ. বো. ১৯, ঢা. বো, য. বো. ১৭]
উত্তর: বাণিজ্যিক ব্যাংক অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য দলিল দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।
চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার প্রভৃতি হলো ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম। এসব দলিল ও উপকরণ দিয়ে সহজে অর্থ লেনদেন করা যায়। মূলত এসব দলিলের প্রচলন ঘটিয়ে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।
প্রশ্ন-৬.তারল্য বলতে কী বোঝায়?
[চ. বো., য. বো. ১৬]
উত্তর: গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিবামাত্র ফেরত দেওয়ার ক্ষমতাকে তারল্য বলে
বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় ব্যাংককে গ্রাহকদের অর্থ চাহিবামাত্র ফেরত দেওয়ার লক্ষ্যে নগদ অর্থ সঞ্চিত রাখতে হয়। এক্ষেত্রে ব্যাংককে কাম্য পরিমাণ তারল্য বা নগদ অর্থ সংরক্ষণের ব্যবস্থা করতে হয়, যাতে ব্যাংকের ঋণদান সামর্থ্য কমে না যায় । এছাড়া গ্রাহকদের চেকের অর্থ দেওয়ার ক্ষেত্রেও তারা সক্ষম থাকে ।
প্রশ্ন-৭. ব্যাংক কেন তারল্য সংরক্ষণ করে? ব্যাখ্যা কর।
[ম. বো. ২১, সি. বো. ১৯]
উত্তর: গ্রাহকদের জমাকৃত অর্থ চাওয়ামাত্র ফেরত দেওয়ার জন্য ব্যাংক তারল্য সংরক্ষণ করে ।
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস হলো গ্রাহকের আমানত। এ আমানত থেকে ব্যাংক কিছু অংশ ঋণ দেয় । আর কিছু অংশ তারল্য হিসেবে সংরক্ষণ করে। এ তারল্যের পরিমাণ যথেষ্ট না হলে সমস্যার সৃষ্টি হয় । কারণ ব্যাংক এখন গ্রাহককে চাওয়ামাত্র অর্থ ফেরত দিতে পারে না । ফলে গ্রাহক অসন্তুষ্টি সৃষ্টি হয়। সেই সাথে ব্যাংকের সুনাম নষ্ট হয় । তাই ব্যাংক যথাযথ তারল্য সংরক্ষণ করে থাকে।
প্রশ্ন-৮. বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলতে কী বোঝায়?
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলতে এমন পরিমাণ নগদ অর্থ বা তরল সম্পদ সংরক্ষণকে বোঝায়, যাতে চাওয়ামাত্র গ্রাহকের অর্থ ব্যাংক যথাসময়ে পরিশোধ করতে পারে।
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস হলো গ্রাহকের আমানত। উক্ত আমানত থেকে ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় । তবে ঋণদানের ক্ষেত্রে ব্যাংককে অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সংরক্ষণ করতে হয়। এতে ব্যাংকটি তার গ্রাহকের অর্থ চাহিবামাত্র ফেরত দিতে পারে। এই নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংক তহবিলে জমা রাখাকে ব্যাংকের তারল্য নীতি বলা হয় ।
প্রশ্ন-৯. বাণিজ্যিক ব্যাংকের মুনাফা নীতিটি ব্যাখ্যা কর।
[ঢা বো., দি. বো. ১৯]
উত্তর: পর্যাপ্ত তারল্য রেখে লাভজনক খাতে ঋণ দিয়ে অধিক মুনাফা অর্জন করাই বাণিজ্যিক ব্যাংকের মুনাফা অর্জনের নীতি।
এ নীতি অনুযায়ী ব্যাংক সবসময় মুনাফা অর্জনে সচেষ্ট থাকে। জনগণের আমানতকৃত অর্থ ব্যাংক অত্যন্ত সতর্কতার সাথে বিভিন্ন খাতে বিনিয়োগ করে। পর্যাপ্ত মুনাফা নিশ্চিত করার জন্য ব্যাংক এ নীতি মেনে চলে ।
প্রশ্ন-১০.‘গোপনীয়তা’ ব্যাংকের অতি গুরুত্বপূর্ণ নীতি কেন? ব্যাখ্যা কর।
[ব. বো. ১৭]
উত্তর: গ্রাহকের হিসাব ও জমাকৃত সম্পদের সর্বাধিক নিরাপত্তার বিষয়টি জড়িত থাকায় ‘গোপনীয়তা’ ব্যাংকের গুরুত্বপূর্ণ নীতি ।
জনসাধারণ তার সঞ্চিত মূল্যবান সম্পদ ব্যাংকের কাছে গচ্ছিত রেখে নিশ্চিন্তে থাকতে চায়। এসবের গোপনীয়তা না থাকলে গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ব্যাংক সার্বিকভাবে গোপনীয়তার নীতি অনুসরণের মাধ্যমে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করে ।
প্রশ্ন-১১. বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে?
[সি. বো. ২২: সকল বোর্ড ১৮; রা. বো., চ. বো, য. বো. ১৭ ]
উত্তর: ঋণের অর্থ গ্রাহকের হিসাবে স্থানান্তরের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে।
ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়, তখন সরাসরি নগদ অর্থ ঋণ হিসেবে না দিয়ে ঋণগ্রহীতাকে তার নিজের নামে একটি আমানত হিসাব খুলতে বলে । পরবর্তীতে এই হিসাবেই ঋণের অর্থ স্থানান্তর করে। চেকের মাধ্যমে এই হিসাব থেকে ঋণগ্রহীতা অর্থ উত্তোলন করতে পারে। এভাবেই প্রদত্ত ঋণ থেকে আমানতের সৃষ্টি হয় ।
প্রশ্ন-১২.ঋণ কীভাবে আমানত সৃষ্টি করে?
উত্তর: ব্যাংক গ্রাহকদের দেওয়া ঋণ থেকে নতুন আমানতের সৃষ্টি করে।
ব্যাংক মঞ্জুরকৃত স্থাগের অর্থ সরাসরি মদদে না দিয়ে আমানত হিসাবের মাধ্যমে তা দেয়। অর্থাৎ ব্যাংক উক্ত হিসাবে ঋণের অর্থ কোভিট করে, যা ঋণগ্রহীতা চেকের মাধ্যমে উত্তোলন করে। আর এভাবেই প্রদত্ত ঋণ ব্যাংকের জন্য নতুন আমানতের সৃষ্টি করে
১৩. অর্থের গতিশীলতা বিনিময়ের মাধ্যমগুলোর ওপর অনেকাংশে নির্ভরশীল'- ব্যাখ্যা কর।
উত্তর: বাণিজ্যিক ব্যাংক অর্থ ও অর্থের গুলো পরিমাপযোগ্য দলিল যেমন: চেক, ব্যাংক ড্রাফট, প্রত্যয়পত্র, পে-অর্ডার প্রকৃতির মাধ্যয়ে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে
বর্তমানে সব ধরনের লেনদেন নগদ অর্থের মাধ্যমে করা ঝুঁকিপূর্ণ। তাই আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন দলিল ও উপকরণের প্রচলন ঘটিয়ে বিনিময়ের সহজ মাধ্যম সৃষ্টি করে। এটি অর্থের গতিশীলতাকে তরান্বিত করে। তাই অর্থের গতিশীলতা বিনিময়ের মাধ্যমগুলোর ওপর অনেকাংশে নির্ভরশীল।
১৪.ঋণদানকে বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস বলা হয় কেন? ব্যাখ্যা দাও
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস হলো ঋণগ্রহীতাদের কাছ থেকে পাওয়া সুদ ।
বাণিজ্যিক ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়। কারণ, এই ব্যাংক কম সুদের বিনিময়ে জনগণের সজ্জিত অর্থ আমানত হিসেবে সপ্তাহ করে। পরবর্তীতে উক্ত অর্থ বেশি সুদের বিনিময়ে ঋণ হিসেবে অন্যকে দেয়। আর এই সুদ থেকে অর্জিত হয় ব্যাংকের মুনাফা। তাই ঋণদান থেকে পাওয়া সুদই হলো বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস।
প্রশ্ন-১৫, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মুখ্য খাত কোনটি? ব্যাখ্যা কর।
[ জ. বো. ১৯]
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মুখ্য খাত হলো বিভিন্ন হিসাবের মাধ্যমে সংগৃহীত আমানত।
এ ব্যাংক জনগণের অলঙ্গ সঞ্চয়কে বিভিন্ন হিসাবের মাধ্যমে জমা করে। এরূপ জমাকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকের তবিদের অন্যতম উত্স হিসেবে কাজ করে। ব্যাংক এ তহবিল থেকে বিভিন্ন খাতে ঋণও দিয়ে থাকে।
প্রশ্ন-১৬.ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম কী? ব্যাখ্যা কর।
উত্তর: চেন, ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড, পে-অর্ডার ইত্যাদি হলো ব্যাংক সৃষ্ট বিনিময় মাধ্যম।
অর্থ ও অর্থের মূলো পরিমাপযোগ্য দলিলের দ্বারা ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এসব দলিল ও উপকরণ দ্বারা সহজে অর্থ লেনদেন করা যায়। মূলত, এসব দলিল ও উপরকণের প্রচলন ঘটিয়ে ব্যাংক তার কার্যক্রম প্রসারিত করে প্রশ্ন-১৭, কোন ব্যাংককে মুদ্রাবালারের মধ্যমণি বলা হয় এবং কেন? ব্যাখ্যা দাও।
উত্তর: বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবালারের মধ্যমণি বলা হয়।
মুদ্রাবাজারে এই ব্যাংক সমমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত। উদাহরণস্বরূপ ঋণ নেওয়া, চেক, বিনিময় বিল এবং প্রতাপের প্রভৃতি দলিলের মাধ্যমে যে কেউ স্বল্পমেয়াদি ঋণের চাহিদা পূরণ করতে পারে। এসব কাজ সম্পাদনে বাণিজ্যিক ব্যাংক মুখ্য ভূমিকা পালন করে। আর একারণেই বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলা হয়।
প্রশ্ন-১৮.বিনিময়ের মাধ্যম সৃষ্টি আয় বলতে কী বোঝায়?
[সি. বো. ১৬]
উত্তর: পারস্পরিক দেনা-পাওনা নিষ্পত্তির জন্য যে মাধ্যম বা দলিল ব্যবহৃত হয় সেটাই বিনিময়ের মাধ্যম। সাধারণত বিনিময়ের মাধ্যম হিসেবে নগদ অর্থ ব্যবহৃত হয়। সে অর্থে বিনিময়ের মাধ্যম সৃষ্টি বলতে নোট বা মুদ্রা ইস্যুকরণকে বোঝায় । কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো নোট ইস্যুর জন্য অনুমোদনপ্রাপ্ত নয়। তাছাড়া নগদ অর্থে লেনদেনও ঝুঁকিপূর্ণ। তাই লেনদেনে ঝুঁকি কমাতে ও লেনদেনের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে চেক, বিনিময় বিল, পে-অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি ইস্যু করে। এবার দক্ষিণ মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এভাবে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।
প্রশ্ন-১৯. ব্যাংক কীভাবে ব্যবসায়িক লেনদেনে সহায়তা করে।
[চ. বো. 200]
উত্তর: ঋণ দেওয়া, দেনা-পাওনা নিষ্পত্তি, প্রত্যয়পার ইস্যু প্রভৃতির মাধ্যমে ব্যাংক ব্যবসায়িক লেনদেনে সহায়তা করে। বর্তমানে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, পে-অর্ডার, ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড, ভ্রমণকারীর চেক ইত্যাদি ইস্যু করে। বিনিময়ের এই মাধ্যমগুলো অনেক ক্ষেত্রে অর্থের মতো ব্যবহৃত হয় । ফলে বর্তমানে ব্যবসায়িক লেনদেন সহজ ও ঝামেলামুক্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় সম্পত্তি হিসেবে বিবেচিত হয়?
[ঢাৰি-২০১৮-১৯]
ক. বাংলাদেশ ব্যাংকে জমাকৃত নগদ তহবিল
খ. স্থায়ী সম্পত্তি
গ. ঋণ ও অগ্রিম
ঘ. স্বল্প-নোটিশে ফেরতযোগ্য ঋণ
উ: গ
২.কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়?
[ঢাবি-২০১৭-১৮]
ক. পল্লী সঞ্চয় ব্যাংক
খ. উরি ব্যাংক
গ. সীমান্ত ব্যাংক
ঘ. বেসিক ব্যাংক
উ: ক
৩.কোনটি তালিকাভুক্ত তফসিলি ব্যাংক নয়?
[ঢাবি-২০১১-১২]
ক. রূপালি ব্যাংক লি.
খ. বাংলাদেশ ব্যাংক
গ. ওয়ান ব্যাংক লি.
ঘ. ডাচ্ বাংলা ব্যাংক লি.
ঙ. প্রাইম ব্যাংক লি.
উ: খ
৪. বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো—
[ঢাবি-২০১১-১২]
ক. মুদ্রা ইস্যু
খ. ঋণ নিয়ন্ত্রণ
গ.. গ্রাহকদের ঋণদান
ঘ. বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ
ঙ. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ
উ: গ
৫. কোন তহবিলটি ব্যাংকের বিপদের বন্ধু হিসেবে পরিচিত?
[ঢাবি-২০১১-১২]
ক. সংরক্ষিত তহবিল
খ. কলমানি
গ. ফিক্সড ডিপোজিট
ঘ. চলতি তহবিল
ঙ. পরিশোধিত মূলধন
উ: ক
৬.বর্তমানে SIBL-এর পূর্ণরূপ হলো—
[ঢাবি-২০০৯-১০]
ক. সোস্যাল ইসলামি ব্যাংক লি.
খ. সোস্যাল আইডিয়াল ব্যাংক লি.
গ. সোস্যাল ইনডিপেন্ডেন্ট ব্যাংক লি.
ঘ. সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লি.
ঙ. সোস্যাল ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক লি.
উ: ক
৭. ওরিয়েন্টাল ব্যাংকের প্রাক্তন নাম -
[ঢাবি-২০০৪-০৫]
ক. ইসলামি ব্যাংক
খ. আল-বারাকা
গ. প্রাইম ব্যাংক
ঘ. ঢাকা ব্যাংক
উ: খ
৮. কোন ব্যাংকটি বিদেশি ব্যাংক?
[ঢাবি-২০০০-০১]
ক. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
খ. সিটি ব্যাংক
গ. ওয়ান ব্যাংক
ঘ. আই এফ আই সি ব্যাংক
উ: ক
৯. ওরিয়েন্টাল ব্যাংকের বেশিরভাগ শেয়ার সম্প্রতি একটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে।বিক্রির পর ব্যাংকটির নতুন নামকরণ করা হয়েছে। নতুন নামটি কী?
[জবি-২০০৭-০৮]
ক. নিউ ওরিয়েন্টাল ব্যাংক
খ. সুইজ ওরিয়েন্টাল ব্যাংক
গ. ওরিয়েন্টাল ইসলামি ব্যাংক
ঘ. আইসিবি ইসলামি ব্যাংক
উ: ঘ
১০.বাংলাদেশে প্রথম প্রাইভেট ব্যাংক কোনটি?
[জবি-২০০৯-১০]
ক. এবি ব্যাংক
খ. সিটি ব্যাংক লি.
গ. ন্যাশনাল ব্যাংক লি.
ঘ. ইসলামি ব্যাংক বাংলাদেশ লি.
উ: ক
১১. ঋণদানের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টির উদ্দেশ্য—
[রারি-২০০৭-০৮]
ক. প্রকৃত গ্রহীতাকে ঋণদান
খ. ঋণের নিরাপত্তা
গ. ঋণের সঠিক ব্যবহার
ঘ. তারল্য ধরে রাখা
উ: খ
১২. তালিকাভুক্ত ব্যাংক যে নির্দিষ্ট হারে আইনানুগ সঞ্চিতি কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তা হিসাব করা হয়—
ক. মেয়াদি আমানত
খ. ব্যাংকের মোট আমানত
গ. চাহিদা আমানত
ঘ. সঞ্চয়ী আমানতের ওপর
উ: গ
১৩. ব্যাংক তার মক্কেলের হিসাবের গোপনীয়তা প্রকাশ করে-
[রাবি-২০১২-১৩]
ক. আদালতের নির্দেশে
খ. মক্কেলের নির্দেশে
গ. সরকারের নির্দেশে
ঘ. সবগুলোই
উ: খ
১৪. বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে—
ক. মুদ্রার প্রচলন করে
খ. বিল বাট্টাকরণের মাধ্যমে
গ. পণ্য কেনা-বেচার মাধ্যমে
ঘ. বিল ইস্যু করে
ঙ. চেক ইস্যু করে
উ: খ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয় কোন ব্যাংককে?
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
গ. একক ব্যাংক
ঘ. মার্চেন্ট ব্যাংক
উ: খ
২.বাণিজ্যিক ব্যাংকের প্রাচীন ও প্রচলিত কাজ কোনটি?
ক. বিনিয়োগের মাধ্যম সৃষ্টি
খ. আমানত সংগ্রহ ও ঋণদান
গ. অর্থ আদায় ও পাওনা পরিশোধ
ঘ. অর্থ উত্তোলনের সুযোগ দান
উ: খ
৩.বাণিজ্যিক ব্যাংকসমূহকে কার অধীনে তালিকাভুক্ত হতে হয়?
ক. সরকারের
খ. কেন্দ্রীয় ব্যাংকের
গ. রাষ্ট্রের
ঘ. বিশেষায়িত ব্যাংকের
উ: খ
৪.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলির অন্তর্ভুক্ত?
ক. বিল বাট্টাকরণ
খ. নিকাশ ঘর পরিচালনা
গ. বৈদেশিক বিনিময়
ঘ. অর্থ স্থানান্তর
উ:ঘ
৫. অগ্রণী ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। এটি অগ্রণী ব্যাংকের কোন ধরনের কাজ?
ক. নির্দিষ্ট
খ. সাধারণ
গ. সেবামূলক
ঘ. প্রতিনিধিত্বমূলক
উ:খ
৬.LC-এর পূর্ণরূপ কী?
ক. Line of control
খ. Line of credit
গ. Letter of credit
ঘ. Letter of commitment
উ: গ
৭.ব্যাংকের সুনাম অর্জন হয় কীভাবে?
ক. জনগণের সেবায়
খ. জনগণের অর্থ সংরক্ষণের
গ. ঋণদানে
ঘ. জনগণের নিরাপত্তা দানে
উ: ক
৮.কোন নীতি অনুসরণে কম ব্যয়ে অধিক কার্য সম্পাদিত হয়?
ক. দক্ষতার নীতি
খ. সুনামের নীতি
গ. ঋণ নীতি
ঘ. সেবার নীতি
উ: ক
৯. ৫,০০০ টাকা ঋণের ক্ষেত্রে ২০% বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি হলে গুণিত আমানত কত হবে?
ক. ২০,০০০ টাকা
খ. ২৫,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা
ঘ. ৩৫,০০০ টাকা
উ: খ
১০. প্রাথমিক আমানত ১,০০০ টাকা এবং বিধিবদ্ধ তারল্য সঞ্চিতির হার ১০% হলে ১,০০০ টাকা দিয়ে সর্বোচ্চ কত টাকার ঋণ আমানত সৃষ্টি হবে?
ক. ১,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ১৫,০০০ টাকা
উ: গ
১১. নিচের কোন ব্যাংকের জন্য SLR রাখা বাধ্যতামূলক?
ক. গ্রামীণ ব্যাংক
খ. বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক
গ. পূবালী ব্যাংক
ঘ. বাংলাদেশ ব্যাংক
উ: গ
১২. ব্যাংক কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করে?
ক. লাভজনক খাত থেকে
খ. বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে
গ. সংগৃহীত অর্থ থেকে
ঘ. মঞ্জুরিকৃত ঋণের মাধ্যমে
উ:ঘ
১৩. বাংলাদেশে ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংকের ক্ষেত্রে SLR কত?
ক. ৪.৫%
গ. ৫.৫%
খ. ৫%
ঘ. ৬.৫%,
উ: গ
১৪. বাণিজ্যিক ব্যাংকের দীর্ঘমেয়াদি তহবিলের উৎস কোনটি?
ক. সঞ্চিতি তহবিল
খ. আমানতকৃত তহবিল
গ. কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত ঋণ
ঘ. মুদ্রাবাজার ঋণ
উ: ক
১৫.কোনটি মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে?
ক. বন্ড
খ. পে-অর্ডার
গ. স্টক
ঘ. শেয়ার
উ:খ
১৬.বাণিজ্যিক ব্যাংক কোনটি ইস্যুর মাধ্যমে অর্থ ঋণ দেয়?
ক. চেক
খ. পে-অর্ডার
গ. ক্রেডিট কার্ড
ঘ. ব্যাংক ড্রাফট
উ: গ
১৭. বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম বহির্ভূত নিচের কোনটি?
ক. ক্রেডিট কার্ড
খ. পে-অর্ডার
গ. হুণ্ডি
ঘ. ব্যাংক ড্রাফট
উ: গ
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর
১৮. পূরবী ব্যাংক কলেজগুলোতে মেলা করে বিনা টাকায় ছাত্র- ছাত্রীদের হিসাব খোলার সুযোগ দিচ্ছে। এর কারণ—
i. এতে ব্যাংকের সুনাম বৃদ্ধি পায়
ii. হিসাবগুলোতে প্রচুর অর্থ জমা হয়
iii. এর দ্বারা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোবৃত্তি গড়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
১৯. ব্যাংক ন্যূনতম তারল্য সংরক্ষণ করে। এখানে তারল্য হলো-
i. নগদ টাকা
ii. বাংলাদেশ ব্যাংকে রক্ষিত অর্থ
iii. ক্রয়কৃত টি-বিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
২০. বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া হলো-
i. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
ii. আমানত থেকে ঋণ সৃষ্টি
iii. ঋণ থেকে আমানত সৃষ্টি নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: গ
২১. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস হলো-
i. বিধিবদ্ধ রিজার্ভ
ii. বিনিয়োগ
iii. শেয়ার প্রিমিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর
উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব রফিক একজন স্বর্ণকার। তিনি লোকজনের স্বর্ণালঙ্কার বন্ধক রাখার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার হিসেবে প্রদান করেন এবং নির্দিষ্ট সময় পর চাহিবামাত্র স্বর্ণালঙ্কার ফেরত দেন।
২২. জনাব রফিকের কার্যক্রমের সাথে কোন ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রমের মিল আছে?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. বিশেষায়িত ব্যাংক
ঘ. বিমা ব্যাংক
উ: ক
২৩. জনাব রফিকের মতো শ্রেণির লোকজন বাণিজ্যিক ব্যাংক গঠনে প্রভাব বিস্তার করছে-
i. আমানত গচ্ছিত রাখার মাধ্যমে
ii. ঋণ প্রদানের মাধ্যমে
iii. ধার প্রদানের ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
লায়ন্স একটি বাণিজ্যিক ব্যাংক। Quality কোম্পানি একটি সুনামধারী প্রতিষ্ঠান। ব্যাংক গ্রাহকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য Quality কোম্পানির শেয়ার ক্রয় ও বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে এবং প্রয়োজনে ঋণ দিয়ে থাকে। ফলে,Quality কোম্পানি আরও সম্প্রসারিত হয়।
২৪. উদ্দীপকে বর্ণিত লায়ন্স ব্যাংকের কাজটি কোন ধরনের?
ক. ব্যবসা বাণিজ্যে সহায়তা
খ. প্রতিনিধত্বিমূলক
গ. অর্থ স্থানান্তর
ঘ. সেবামূলক
উ: খ
২৫. উদ্দীপকে বর্ণিত Quality কোম্পানির উন্নতির মূল কারণ হলো-
i. মূলধন বৃদ্ধি
ii. তহবিল সংরক্ষণ
iii. তহবিল সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও ii
ঘ. i, ii ও iii
উ: ঘ
উদ্দীপকটি পড় এবং ২৬ নং প্রশ্নের উত্তর দাও ।
মি. অজয় একটা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। তার ব্যাংকের সকল শাখায় রক্ষিত ভল্ট বিশেষ ধরনের সিগন্যালিং ব্যবস্থা সমৃদ্ধ। সিসি ক্যামেরা ব্যাংকের সর্বত্র লাগানো হয়েছে। দুষ্কৃতকারীরা ব্যাংকে ঢুকে ক্ষতি করতে পারেনি বরং ধরা পড়েছে।
২৬. উদ্দীপকের ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংকের কোন নীতির অনুসরণ করছে-
ক. নিরাপত্তা নীতি
খ. আস্থা অর্জনের নীতি
গ. সুনামের প্রতি
ঘ. গোপনীয়তার নীতি
উ:
উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও ।
জনাব আশরাফ সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা। সম্প্রতি তাকে বৈদেশিক বিনিময় শাখায় বদলি করা হয়। বর্তমান কর্মস্থলে তার কাজ পূর্বের কাজ থেকে কিছুটা ভিন্ন। নতুন কর্মস্থলে এসে তাকে আগের চেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
২৭. জনাব আশরাফকে অফিসে কোন নতুন কাজটি করতে হচ্ছে?
ক. আমানত সংগ্রহ
খ. ঋণদান
গ. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
ঘ. বিনিময়ের হার নির্ধারণ
উ: গ
২৮. নতুন কর্মস্থলে জনাব আশরাফকে বেশি সতর্ক থাকতে হচ্ছে কেন?
ক. এখানে ঈর্ষাকাতর শত্রু বেশি
খ. লেনদেনের অত্যাধিক চাপ
গ. ভুল হলে সংশোধন কষ্টসাধ্য
ঘ. প্রদত্ত ঋণ আদায় করা কষ্টসাধ্য
উ: খ
বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯. মুদ্রাবাজারের মধ্যমণি বলা হয় কোন ব্যাংককে?
[ব. বো. ১৯]
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. বিশেষায়িত ব্যাংক
গ. গ্রামীণ ব্যাংক
ঘ. বাণিজ্যিক ব্যাংক
উ: ঘ
৩০.বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি?
[ঢা. বো. ১৯]
ক. উত্তরা ব্যাংক লি.
খ. পূবালী ব্যাংক লি.
গ. এবি ব্যাংক লি.
ঘ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.
উ: গ
৩১. ব্যাংক-কে ধার করা অর্থের ধারক বলার পেছনে অধিকতর যৌক্তিক কারণ কোনটি?
[দি. বো. ১৬]
ক. আমানতকৃত অর্থ জমা করে বলে
খ. আমানতকৃত অর্থ ধার দেয় বলে
গ. ব্যাংক থেকে ধার নিয়ে ধার দেয় বলে
ঘ. ঋণদাতাদের থেকে ঋণ নিয়ে ঋণ দেয় বলে
উ: খ
৩২. কোনটি ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ?
[ঢা. বো. ১৭ ]
ক. অর্থ স্থানান্তর
খ. তহবিল সংগ্রহ
গ. বৈদেশিক মুদ্রার লেনদেন
ঘ. আমানত সংগ্রহ ও ঋণদান
উ: ঘ
৩৩. বাণিজ্যিক ব্যাংকের প্রধান লক্ষ্য কী?
[কু.বো. ১৬]
ক. আমানত সংগ্ৰহ
খ. মুনাফা অর্জন
গ. সঞ্চয়ীকরণ
ঘ. ঋণ দান
উ: খ
৩৪. ব্যাংকের দায় কোনটি?
[রা. বো. ১৭]
ক. গৃহীত আমানত
খ. প্রদত্ত ঋণ
গ. বিনিয়োগকৃত তহবিল
ঘ. জমাতিরিক্ত ঋণ
উ: ক
৩৫. বাণিজ্যিক ব্যাংকের প্রতি গ্রাহকদের আকৃষ্টতার কোন কারণটি যুক্তিসঙ্গত?
[দি, বো. ১৭]
ক. সুদের হার কম
খ. ব্যবস্থাপনা অত্যন্ত দক্ষ
গ. গ্রাহকদেরকে বেশি ঋণদান
ঘ. ঋণসহ সেবা দেওয়া
উ: ঘ
৩৬. জমাকৃত অর্থ ফেরত পাওয়ার সামর্থ্যকে ব্যাংকের ভাষায় কী বলে?
[চ. বো. ১৭]
ক. নগদ জমা
গ. SLR
খ. CRR
ঘ. তারল্য
উ: ঘ
৩৭. বাণিজ্যিক ব্যাংক কিভাবে তারল্য সংকট মোকাবিলা করে?
[চ. বো, সি. বো. ১৭]
ক. বিল পুনঃবাট্টা করে
গ. ঋণদান বন্ধ করে
খ. সুদের হার কমিয়ে
ঘ. আমানত সংগ্রহ করে
উ: ক
৩৮. বাণিজ্যিক ব্যাংকের অছি কার্যক্রম কোনটি?
[য. বো. ১৯]
ক. নিরীক্ষক
খ. পরামর্শদাতা
ঘ. রক্ষণাবেক্ষণকারী
উ: গ
৩৯. কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
[রা. বো. ১৭]
গ. প্রতিনিধি
ক. নোট ছাপানো
খ. আমানত সংগ্রহ
গ. ঋণদান
ঘ. মূলধন গঠন
উ: ক
৪০. কোনটি বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যাবলি?
[ডা. বো ১৭]
ক, অতিরিক্ত সময় সেবা-
খ. অর্থ স্থানান্তর
গ. ঋণদান
ঘ. অবলেখক হিসেবে কাজ করা
উ: গ
৪১. বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ কোনটি?
[সকল বোর্ড ১৮]
ক. সিকিউরিটি ক্রয়-বিক্রয়
খ. পরামর্শ দান
গ. বিনিয়োগ
ঘ. আমানত সংগ্রহ
উ: ক
৪২. কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলির অন্তর্গত?
[ক. বো. ১৭, ব. বো. ১৭, ১৬]
ক. ঋণ দেওয়া
খ. আমানত সংগ্রহ
গ. বিনিময় বিলের বাট্টাকরণ
ঘ. গ্রাহকদের চেকের অর্থসংগ্রহ
উ: ঘ
৪৩. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সেবামূলক কাজ?
[ব. বো. ১৯]
ক. পরামর্শ প্রদান
খ. অছি হিসেবে কাজ
গ. ঋণ প্রদান
ঘ. তারল্য
উ: ক
৪৪. বাণিজ্যিক ব্যাংকের প্রধান নীতি কোনটি?
[দি. বো. ১৯]
ক. প্রচার
গ. সুসম্পর্কের
খ. ঋণ প্রদান
ঘ. তারল্য
উ: ঘ
৪৫. কোন নীতির কারণে বাণিজ্যিক ব্যাংক জমাকৃত সব টাকা বিনিয়োগ করতে পারে না?
[চ. বো. ১৯; সি. বো. ১৭]
ক. সচ্ছলতার নীতি
খ. নিরাপত্তার নীতি
গ. তারল্য নীতি
ঘ. সেবার নীতি
উ: গ
৪৬. চাহিবামাত্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংক কোন নীতি অনুসরণ করে?
[রা. বো., কু, বো. ১৬]
ক. নিরাপত্তা
খ. তারল্য
গ. সচ্ছলতা
ঘ. গোপনীয়তা
উ: খ
৪৭. বাণিজ্যিক ব্যাংকগুলো কীভাবে তাদের তারল্য নীতি মেনে চলে?
[ঢা. বো. ১৯]
ক. ব্যাংকের ভোল্টে নগদ অর্থ জমা রেখে
খ. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে
গ. কেন্দ্রীয় ব্যাংকের সাথে চুক্তি করে
ঘ. ঋণ আমানত সৃষ্টি করে
উ: ক
৪৮. বাণিজ্যিক ব্যাংক কোন নীতির কারণে অধিক পরিমাণে আমানত সংগ্রহ ও ঋণদান করে থাকে?
[ঢা. বো. ১৯]
ক. তারল্য নীতি
গ. মুনাফার নীতি
খ. সচ্ছলতার নীতি
ঘ. নিরাপত্তার নীতি
উ: গ
৪৯. দায় পরিশোধে সামর্থ্য বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের নীতি?
[য. বো. ১৯, ব. বো. ১৬]
ক. সচ্ছলতার নীতি
খ. নিরাপত্তার নীতি
গ. তারল্যের নীতি
ঘ. সুনামের নীতি
উ: ক
৫০. কোনটি ব্যাংকের অন্যতম পুঁজি?
[সি. বো. ১৭]
ক. অর্থ
গ. আদর্শ
খ. গ্রাহক
ঘ. সুনাম
উ:ঘ
৫১. কোন নীতিটি বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি বহির্ভূত?
[য. বো. ১৭]
ক. তারল্যের নীতি
খ. মুনাফার নীতি
গ. আস্থা অর্জনের নীতি
ঘ. জমার হার পরিবর্তন নীতি
উ: ঘ
৫২. বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটি?
[ঢা. বো, রা, বো. ১৬/]
ক. বিল বাট্টাকরণ
গ. ঋণের সুদ
খ. শেয়ার অবলেখন
ঘ. বিনিয়োগের ওপর সুদ
উ: গ
৫৩. কোন ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে?
[ঢা. বো. ১৬]
ক. গ্রামীণ ব্যাংক
খ. বিনিময় ব্যাংক
গ. সমবায় ব্যাংক
ঘ. বাণিজ্যিক ব্যাংক
উ: ঘ
৫৪. নগদ সঞ্চিতির হার ১০%, প্রাথমিক আমানত ১০০ টাকা এবং অন্যান্য সব শর্ত বজায় থাকলে মোট কত টাকার ঋণ আমানত সৃষ্টি হবে?
[কু. বো. ১৭]
ক. ২০
খ. ১২০
গ. ৯০০
ঘ. ১০০০
উ: ঘ
৫৫. প্রতিটি ঋণ কী সৃষ্টি করে?
[দি. বো. ১৬]
ক. সুদ
গ. আমানত
খ. মুনাফা
ঘ. বিনিয়োগ
উ: গ
৫৬. পদ্মা ব্যাংকে ‘ক' এর আমানতের পরিমাণ ১০০০ টাকা। যদি নগদ জমার পরিমাণে ৫% এবং বিধিবদ্ধ তারল্য সঞ্চিতির হার ১৫% হয় তা হলে পদ্মা ব্যাংক লি. কত টাক ঋণ আমনত সৃষ্টি করবে?
[য. বো. ১৯]
ক. ৫,০০০
গ. ১৫,০০০
খ. ১০,০০০
ঘ. ২০,০০০
উ: ক
৫৭. বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের তারল্যের হার কত?
[দি. বো. ১৬]
ক. ১৭%
খ. ১৮%
গ. ১৯%
ঘ. ২০%
উ: গ
৫৮. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কোনটি?
ক. আমানত হিসাবে সংগৃহীত তহবিল
খ. সঞ্চিতি তহবিল
গ. পরিশোধিত মূলধন
ঘ. কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ
উ: গ
৫৯. কোনটি ইস্যু করা বাণিজ্যিক ব্যাংকের কাজ?
[য. বো. ১৭]
ক. বন্ড
গ. চেক
খ. নোট
ঘ. সঞ্চয়পত্র
উ:গ
৬০. বাণিজ্যিক ব্যাংক কোনটি ইস্যু করে?
[সকল বোর্ড ১৮]
ক. প্রত্যয়পত্র
খ. ব্যাংক নোট.
গ. সরকারি নোট
ঘ. ট্রেজারি বিল
উ: ক
৬১. বাণিজ্যিক ব্যাংকের সূত্রপাত করেছিল —
[দি. বো. ১৯]
i. ব্যবসায়ী শ্রেণি
iii. স্বর্ণকার
ii. মহাজন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৬২. ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলি হলো—
[দি, বো, ২২]
i. গ্রাহকদের পক্ষে অর্থ আদায় ও পাওনা পরিশোধ
ii. শেয়ার ও সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়
iii. বুলেটিন প্রকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
৬৩. বাণিজ্যিক ব্যাংক-কে অর্থবাজারের মধ্যমণি বলার কারণ-
[কু. বো. ১৬]
i. স্বল্পমেয়াদি ঋণের চাহিদা মেটায়
ii. নোট ছাপিয়ে ভূমিকা রাখে
iii. ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
৬৪. বাণিজ্যিক ব্যাংকের কাজ—
[সি. বো. ১৬]
i. ঋণ আমানত সৃষ্টি
ii. ব্যাংক হার নির্ধারণ
iii. বিনিময় মাধ্যম সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
৬৫. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি হলো—
[চ. বো. ১৯]
i. ঋণ দান
iii. ঋণ নিয়ন্ত্রণ
ii. চেক ইস্যু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
৬৬. বাণিজ্যিক ব্যাংকের রক্ষাকবচ হলো—
[য. বো. ১৬]
i. চাহিবামাত্র ও স্বল্পমেয়াদি ঋণ
ii. নগদ অর্থ ও প্রাথমিক জমা
iii. বিনিময় বিল ক্রয় ও বাট্টা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৬৭. বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো-
[ঢা. বো. ১৯, ব, বো. ১৬]
i. আমানত সংগ্ৰহ
ii. ঋণদান
iii. ঝুঁকি বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
৬৮.বাণিজ্যিক ব্যাংকের উপস্থিতির ফলেই সম্ভব হয়েছে-
[ব.বো., 19]
i. ঋণ আমানত সৃষ্টি
ii. সঞ্চয় সংগ্রহ
iii. ভোক্তার দায় বাড়ানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও ii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
৬৯.জনাব B একজন ক্ষুদ্র ব্যবসায়ী। B ঋণ নেওয়া ছাড়াও বাণিজ্যিক ব্যাংক থেকে যেসব সুবিধা পেতে পারেন—
i. সঞ্চয় বাড়ানো
ii. পরামর্শ ও সেবা
iii. সীমিত সুদের হার
নিচের কোনটি সঠিক?
[ম. বো. ১৬]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৭০.ফয়সাল ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি চেক, ড্রাফট সংগ্রহ ও ঋণপত্র বেচা-কেনার প্রতিনিধি হিসেবে কাজ করে-
[ঢা. বো. ১৬]
i. জনগণের
ii. সরকারের
iii. কেন্দ্রীয় ব্যাংকের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও ii
ঘ.i, ii ও iii
উ: খ
৭১.বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকসমূহ কৃষকদের ঋণ দিতে আগ্রহী নয়, কারণ—
[ঢা. বো. ১৬]
i. উৎকৃষ্টমানের জামানত পাওয়া যায় না
ii. কৃষকরা ঋণ নিতে আগ্রহী নয়
iii. কৃষি উৎপাদনের ঝুঁকি ও অনিশ্চয়তা বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. ii ও iii
উ: খ
৭২. বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি হলো—
[রা. বো, ১৯]
i. তারল্যের নীতি
ii. অবস্থানের নীতি
iii. নিরাপত্তার নীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৭৩.বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি —
[রা. বো. ১৭]
i. তারল্যের নীতি
ii. সেবার নীতি
iii. সততার নীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৭৪. তারল্য সংরক্ষণ করতে হয়—
[ক. বো. ১৯]
i. কেন্দ্রীয় ব্যাংককে
ii. সরকারি বাণিজ্যিক ব্যাংককে
iii. বেসরকারি বাণিজ্যিক ব্যাংককে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. iii
গ. ii
ঘ. ii ও iii
উ: ঘ
৭৫. বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে ?
কু. বো. ১৬]
i. নগদ ঋণ দিয়ে
ii. প্রদত্ত ঋণ আমানতে রেখে
iii. নতুন ঋণদান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i 3 ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: গ
উদ্দীপকটি পড়ো এবং ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও।
“সুগন্ধা ব্যাংক” প্রতিষ্ঠিত হওয়ার পরপরই আমানত গ্রহণ, ঋণদানসহ সব ক্ষেত্রে প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। তবে এখন তীব্র প্রতিযোগিতার বাজারে ব্যাংকটি টিকে থাকার জন্য পরিচালনা সংক্রান্ত সাবধানতার কথা ভাবছে।
[সি. বো. ১৯]
৭৬. “সুগন্ধা ব্যাংক” যে ধরনের ব্যাংক-
ক. কেন্দ্রীয় ব্যাংক
গ. চেইন ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. মিশ্র ব্যাংক
উ: খ
৭৭. প্রতিযোগিতায় টিকে থেকে দীর্ঘমেয়াদে ভালো করার জন্য 'সুগন্ধা ব্যাংক'-কে করতে হবে—
i. নতুন নতুন ঋণদান ক্ষেত্র সৃষ্টি
ii. আমানতকারী বৃদ্ধি করা
iii. গ্রাহক সেবার মান বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
উদ্দীপকটি পড় এবং ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশে ফেডারেল ব্যাংক লি. বাংলাদেশের একটি অতি পরিচিত ব্যাংকের নাম। এই ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংকিং কাজ পরিচালনা করে। মূলধন গঠনে এই ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
[চ. বো. ২২: ব, বো. ১৬]
৭৮. ফেডারেল ব্যাংক বাংলাদেশে কোন ধরনের ব্যাংক?
ক. সরকারি ব্যাংক
গ. বাণিজ্যিক ব্যাংক
খ. একক ব্যাংক
ঘ. আমানতি ব্যাংক
উ: গ
৭৯. ফেডারেল ব্যাংক মূলধন গঠনে কীভাবে সাহায্য করে?
ক. সঞ্চয় সংগ্রহের মাধ্যমে
খ. সঞ্চয় সংগ্রহ ও ঋণদানের মাধ্যমে
গ. সঞ্চয় সংগ্রহ ও বিনিয়োগের মাধ্যমে
ঘ. ঋণদান ও বিনিয়োগের মাধ্যমে
উ:ক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url