এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন
পেজ সূচিপত্র:অধ্যায়-১১সামাজিক পরিবর্তন
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১.গার্থ ও মিলসের মতানুযায়ী সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে হলে কয়টি প্রশ্নের উত্তর জানতে হবে?
উত্তর: জার্মান সমাজবিজ্ঞানী গার্থ ও আমেরিকান সমাজতাত্ত্বিক মিলসের মতানুযায়ী সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে হলে ছয়টি প্রশ্নের উত্তর জানতে হবে।
সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- ১ম অধ্যায় : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সাজেশন
- অধ্যায়-২ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সাজেশন
- অধ্যায়-৩ সামাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সাজেশন
- অধ্যায়-৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সাজেশন
- অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন
- অধ্যায়-৬ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সাজেশন
- অধ্যায়-৭ সামাজিকরণ প্রক্রিয়া সাজেশন
- অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
- অধ্যায়-৯ সামাজিক ব্যবস্থা সাজেশন
- অধ্যায়-১o বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সাজেশন
- অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
প্রশ্ন-২.কার মতে, সামাজিক পরিবর্তন হলো মানুষের জীবনপ্রণালির পরিবর্তন?
উত্তর: অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান সমাজতত্ত্ববিদ স্যামুয়েল কোয়েনিগের মতে, সামাজিক পরিবর্তন হলো মানুষের জীবনপ্রণালির পরিবর্তন।
প্রশ্ন-৩.“সামাজিক পরিবর্তন সমাজকাঠামো ও কার্যাবলির পরিবর্তন”- উক্তিটি কার?
উত্তর: “সামাজিক পরিবর্তন সমাজকাঠামো ও কার্যাবলির পরিবর্তন” – উক্তিটি আমেরিকান সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের
প্রশ্ন-৪.'যুদ্ধ' কোন ধরনের পরিবর্তন?
উত্তর: 'যুদ্ধ' পরিকল্পিত পরিবর্তন।
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
প্রশ্ন-৫.রবার্ট বাস্টেড সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের জন্য কয়টি কারণকে দায়ী করেছেন?
উত্তর: মার্কিন সমাজবিজ্ঞানী রবার্ট বাস্টেড সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের জন্য সাতটি কারণকে দায়ী করেছেন।
প্রশ্ন-৬. কোন বিপ্লবের মাধ্যমে সামাজিক স্তরবিন্যাস ও উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে?
উত্তর: রুশ ও ফরাসি বিপ্লবের মাধ্যমে সামাজিক স্তরবিন্যাস এবং উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে।
প্রশ্ন-৭. সামাজিক পরিবর্তনের মুখ্য কারণ কোনটি?
উত্তর: শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের মুখ্য কারণ ।
প্রশ্ন-৮. সামাজিক পরিবর্তনের অন্তর্নিহিত বা পরোক্ষ উপাদান কোনটি?
উত্তর: সামাজিক পরিবর্তনের অন্তর্নিহিত বা পরোক্ষ উপাদান সংস্কৃতি ।
প্রশ্ন-৯.প্রকৃতির রাজ্যে দ্বন্দ্ব ধারণার অবতারণা করেন কে?
উত্তর: প্রকৃতির রাজ্যে দ্বন্দ্ব ধারণার অবতারণা করেন জার্মান দার্শনিক হেগেল ।
প্রশ্ন-১০. কার্ল মার্কসের সমাজ পরিবর্তনের আদর্শ স্তর কোনটি?
উত্তর: জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কসের সমাজ পরিবর্তনের আদর্শ স্তর হচ্ছে সাম্যবাদী সমাজ।
প্রশ্ন-১১.মার্কস সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে কয়টি বিষয়কে মূল্যায়ন করেছেন?
উত্তর: মার্কস সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে দুটি বিষয়কে মূল্যায়ন করেছেন।
প্রশ্ন-১২.কোন মতবাদ অনুসারে সামাজিক কিংবা প্রাকৃতিক কারণে সমাজে পরিবর্তন ঘটে?
উত্তর: অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ অনুসারে সামাজিক কিংবা প্রাকৃতিক কারণে সমাজে পরিবর্তন ঘটে।
প্রশ্ন-১৩.প্যারেটো কোন গ্রন্থে সামাজিক পরিবর্তনের চক্রাকার তত্ত্বটি আলোচনা করেন?
উত্তর: প্যারেটো তার The Mind and Society' নামক গ্রন্থে সামাজিক পরিবর্তনের চক্রাকার তত্ত্বটি আলোচনা করেন।
প্রশ্ন-১৪.টয়েনবির মতে সভ্যতার পর্যায় কয়টি?
উত্তর: ব্রিটিশ ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবির মতে সভ্যতার পর্যায় তিনটি।
প্রশ্ন-১৫. কার মতে, সমগ্র মানব ইতিহাস শাসক এলিট শ্রেণির উত্থান-পতনের ইতিহাস?
উত্তর: ইতালীয় দার্শনিক ও সমাজবিজ্ঞানী ভিলফ্রেডো প্যারেটোর মতে, সমগ্র মানব ইতিহাস শাসক এলিট শ্রেণির উত্থান-পতনের ইতিহাস।
প্রশ্ন-১৬. জৈবিক নিয়ন্ত্রণবাদ কী?
উত্তর: মানবদেহের বিভিন্ন বৈশিষ্ট্যসমূহের ভিত্তিতে সামাজিক পরিবর্তনের ব্যাখ্যাকে জৈবিক নিয়ন্ত্রণবাদ বলে ।
প্রশ্ন-১৭. বিবর্তন কী?
[সকল বোর্ড ২২]
উত্তর: বিবর্তন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয় যার মাধ্যমে কোনো জিনিসের মধ্যে সুপ্তাবস্থায় বিদ্যমান বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে।
প্রশ্ন-১৮.সামাজিক বিবর্তন কী?
উত্তর: সামাজিক বিবর্তন বলতে ধীরগতিতে সমাজের ক্রমপরিবর্তনকে বোঝায়।
প্রশ্ন-১৯. হার্বার্ট স্পেন্সার বিবর্তনের কয়টি ধরনের কথা বলেছেন?
[ঢা বো., দি, বো, কু. বো., চ. বো, সি. বো, য. বো. ১৭ ]
উত্তর: হার্বার্ট স্পেন্সার বিবর্তনের চারটি ধরনের কথা বলেছেন ।
প্রশ্ন-২০. ইংরেজি ‘Progress' শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর: ইংরেজি ‘Progress' শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন ‘Pro-gredio' শব্দ থেকে ।
প্রশ্ন-২১. কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তনকে কী বলে?
[কু, বো, ব. বো. ১৯: রা. বো., কু. বো., চ. বো, ব. বো. ১৮]
উত্তর: কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তনকে প্রগতি বলে ।
প্রশ্ন-২২.“সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ হবে, এ কথা প্রচার করে ঊনবিংশ শতাব্দীর শেষদিকে সামাজিক গ্রগতিকে অবহেলা করা হয়েছে”– উক্তিটি কার?
উত্তর: উক্তিটি ব্রিটিশ সমাজবিজ্ঞানী টি. বি. বটোমোরের ।
প্রশ্ন-২৩. আর.এম.ম্যাকাইভার-এর মতে, প্ৰগতি কী?
উত্তর: স্কটিশ সমাজবিজ্ঞানী আর. এম. ম্যাকাইভার-এর মতে, “আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে মানবীয় প্রয়াসের ইতিবাচক পরিবর্তন হলো প্রগতি।”
প্রশ্ন-২৪.হবহাউস মানুষের কোন ধরনের পরিবর্তনকে প্রগতি বলে আখ্যা দিয়েছেন?
উত্তর: হবহাউস মানুষের আকাঙ্ক্ষিত মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ পরিবর্তনকে প্রগতি বলে আখ্যা দিয়েছেন 1
প্রশ্ন-২৫. সামাজিক প্রগতি কী?
[ঢা. বো, বা বো, দি, বো, চ. বো, সি. বো, য. বো. ১৯, ঢা. বো, দি, বো, সি. বো, য. বো. ১৮;: রা. বো, ব. বো. ১৭ ]
উত্তর: সামাজিক প্রগতি হলো সমাজকাঠামোকে বর্তমান অবস্থা থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ।
প্রশ্ন-২৬.বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় কোনটি?
উত্তর: বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো উন্নয়ন ।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিক পরিবর্তন বলতে সমাজকাঠামোর পরিবর্তনকে বোঝায় । সমাজকাঠামোর ভিত্তি হলো পারস্পরিক সম্পর্ক বা মিথস্ক্রিয়া, তাই সামাজিক পরিবর্তনের অর্থ হলো সংঘবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্কের পরিবর্তন। অর্থাৎ সমাজের বিভিন্ন অনুষ্ঠান, প্রতিষ্ঠান যেমন- অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদির পরিবর্তন।
প্রশ্ন-২. সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক কারণটি ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিক পরিবর্তনে প্রাকৃতিক কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। প্রকৃতির এ পরিবেশগত পরিবর্তনের প্রভাব পড়ে সাধারণত গোটা মানবগোষ্ঠীর ওপর। এর ফলে মানুষের মন-মানসিকতার পরিবর্তন হচ্ছে। কোনো নির্দিষ্ট এলাকায় আবহাওয়া, জলবায়ু ও ভৌগোলিক অবস্থার পরিবর্তন ঘটলে সাথে সাথে সে এলাকার জনগণের সার্বিক জীবন ব্যবস্থার পরিবর্তন হয়ে থাকে এবং এর প্রভাবে সামাজিক পরিবর্তন সাধিত হয় ।
প্রশ্ন-৩. অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন কীভাবে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে ?
উত্তর: অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়। সমাজের উৎপাদনের উপকরণসমূহের সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠে অর্থনৈতিক কাঠামো। এ উপকরণসমূহের কোনো একটির পরিবর্তনের কারণে গোটা অর্থব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। আর এটা সমাজে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে। অর্থব্যবস্থায় পরিবর্তনের কারণে মানুষের আচার-আচারণ, চাল-চলন ও দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায়, যা মূলত সামাজিক পরিবর্তন ।
প্রশ্ন-৪. “সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”- ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষা মানুষের প্রকৃতি ও আচরণে পরিবর্তন আনে। শিক্ষা মানুষের মধ্যে সুন্দর গুণগুলোকে ফুটিয়ে তোলে। শিক্ষার মাধ্যমে সমাজের মানুষের মাঝে সামাজিক আদর্শ, ভাবধারা, বিশ্বাস ও মূল্যবোধের সৃষ্টি হয়। অর্থাৎ শিক্ষা মানুষের চিন্তাচেতনার উন্মেষ ঘটায়। এতে ধ্যান-ধারণার শ্রীবৃদ্ধি হয়। মানুষ অন্ধ কুসংস্কার ও যুক্তিহীন জীবনাচরণ থেকে বিরত থাকে। শিক্ষা মানুষকে আত্মসচেতন করে তোলে । মনে উচ্চাকাঙ্ক্ষা ও সৃজনশীলতার বিকাশ ঘটায় । অর্থাৎ সমাজে এক ধরনের ইতিবাচক পরিবর্তন সূচিত হয়। তাছাড়া আধুনিককালে বাস্তবমুখী শিক্ষাব্যবস্থার ফলে জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ সমাজ পরিবর্তনে বিপুল সফলতা লাভ করেছে। অতএব বলা যায়, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন-৫. সামাজিক পরিবর্তনে নগরায়ণের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: নগরায়ণের ফলে মানুষ কৃষিজ পেশা বাদ দিয়ে নানা ধরনের পেশা গ্রহণ করে বিধায় সমাজে গতিশীলতা বৃদ্ধি পায়। শহুরে পেশায় বৈচিত্র্য থাকায় গ্রামের মানুষ দলে দলে শহরমুখী হয়, দলে দলে মানুষ শহরে পাড়ি জমানোর ফলে যৌথ পরিবারে ভাঙন শুরু হয় এবং একক পরিবারের সৃষ্টি হয় । নগরায়ণের ফলে অনেক মিথ্যা কুসংস্কার দূরীভূত হয়ে মানুষ বাস্তববাদী ও দূরদৃষ্টিসম্পন্ন হয়। এভাবে নগরায়ণ সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে ।
প্রশ্ন-৬. শিল্পায়ন সামাজিক পরিবর্তনে যে ভূমিকা পালন করে তা সংক্ষেপে ব্যাখ্যা কর ।
উত্তর: যেকোনো শিল্পায়িত দেশ এবং শিল্পায়নে নবাগত দেশের দিকে তাকালে সমাজ পরিবর্তনে শিল্পায়নের অবদানের গুরুত্ব অনুধাবন করা যায়। সামাজিক পরিবর্তন সূচিত হয় পারিবারিক, সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে। এর ফলে মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, এমনকি রুচিতেও পরিবর্তন আসে। শিল্পায়নের প্রভাবে ভূমির নির্ভরশীলতা হ্রাস পায়। ভূমি শ্রম পরিত্যাগ করে মানুষ শিল্পশ্রমের ওপর গুরুত্ব আরোপ করতে শিখে। তাই বলা যায়, শিল্পায়নের ফলে সমাজজীবনে গভীর পরিবর্তন সূচিত হয় ।
প্রশ্ন-৭.সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সমাজবিজ্ঞানী গিন্সবার্গ যে সব কারণকে দায়ী করেছেন তা উল্লেখ কর ।
উত্তর: ব্রিটিশ সমাজবিজ্ঞানী মরিস গিন্সবার্গ সামাজিক পরিবর্তনের আটটি কারণের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো: ১. ব্যক্তিসমূহের সচেতন আকাঙ্ক্ষা ও সিদ্ধান্ত; ২. পরিবর্তিত পরিস্থিতির দ্বারা প্রভাবিত ঘটনা; ৩. কাঠামোগত পরিবর্তন এবং টানাপড়েন; ৪. বহিরাগত প্রভাব; ৫. বিশিষ্ট ব্যক্তিবর্গ অথবা তাদের নিয়ে গঠিত গোষ্ঠী; ৬. নানা উৎস থেকে আহরিত উপাদানের একত্রে এক বিন্দুতে সম্মিলন অথবা পাশাপাশি সংস্থাপন; ৭. আকস্মিক ঘটনাবলি; ৮. একটি সর্বজনীন লক্ষ্যের উদ্ভব।
প্রশ্ন-৮.সামাজিক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা কর ।
উত্তর: সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যম, যেমন— পত্রপত্রিকা, টেলিভিশন, বেতার ইত্যাদির মাধ্যমে জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগ ও জনগণের নিজেদের মধ্যে যোগাযোগ সৃষ্টি হয়, যা গণসচেতনতা সৃষ্টি করে। এতে জনসাধারণের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে, যা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
প্রশ্ন-৯.আদর্শবাদী নিয়ন্ত্রণবাদ বলতে কী বোঝায়?
উত্তর: আদর্শ দ্বারা সমাজ পরিবর্তিত ও নিয়ন্ত্রিত হওয়ার বিষয়ে সমাজবিজ্ঞানে যে মতবাদ অনুসৃত হয় তা আদর্শবাদী নিয়ন্ত্রণবাদ হিসেবে পরিচিত। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এ মতবাদকে প্রতিষ্ঠিত করেছেন। তার মতে, ধর্মীয় আদর্শ বা মূল্যবোধ সমাজ পরিবর্তনের জন্য দায়ী। অর্থাৎ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমাজের অর্থব্যবস্থাসহ অন্যান্য সকল প্রতিষ্ঠানকে প্রভাবিত করে এবং এগুলোর পরিবর্তন সূচিত করে। এ মতবাদের সমর্থকদের মধ্যে আদর্শবাদী লীবোঁ, ফ্রেজার, টার্ডে ও এলউড অন্যতম ।
প্রশ্ন-১০.স্পেংলারের সামাজিক পরিবর্তন সম্পর্কিত আবর্তনবাদ মতবাদটি ব্যাখ্যা কর।
উত্তর: জার্মান ইতিহাসবিদ ও দার্শনিক স্পেংলার তাঁর The Decline of the West' গ্রন্থে আবর্তনবাদ মতবাদের অবতারণা করেন। স্পেংলারের মতে, পৃথিবীর প্রত্যেক সংস্কৃতি পর্যায়ক্রমে চারটি স্তরের ভিতর দিয়ে নিয়মিতভাবে আবর্তিত হয়। সংস্কৃতির আবর্তনের এ স্তরগুলোকে তিনি প্রকৃতির ঋতুচক্রের মতো বসন্ত, গ্রীষ্ম, শীত প্রভৃতি নামকরণ করেছেন। তিনি প্রাচীন সভ্যতাগুলোর উত্থান ও পতন চক্রাকার মতবাদের নিরিখেই চিন্তা করেছেন। গ্রিক, রোমান, মিসরীয় প্রভৃতি সভ্যতার উদ্ভব, বিকাশ ও ধ্বংস বিশ্লেষণ করে তিনি এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, সব সভ্যতা কতগুলো স্তর অতিক্রম করে চলে। আর সেগুলো হচ্ছে উন্মেষ, পূর্ণতা ও ধ্বংস। পৃথিবীর সব সভ্যতাই আবর্তনশীল বলে তিনি মত প্রকাশ করেন।
প্রশ্ন-১১.সামাজিক বিবর্তন বলতে কী বোঝ?
[ঢা বো., ম. বো., দি বো, কু, বো, চ. বো, সি. বো, য. বো. ২২, কু, বো, ব. বো. ১৯ ]
উত্তর: সামাজিক বিবর্তন বলতে সমাজের কাঠামোগত পরিবর্তনকে বোঝায়। সামাজিক বিবর্তন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের আচার-আচরণ, সামাজিক বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আচার-অনুষ্ঠান ও প্রতিষ্ঠান সরল অবস্থা থেকে ধীর পরিবর্তনের ভেতর দিয়ে জটিল অবস্থায় রূপান্তরিত হয়। সুতরাং সামাজিক বিবর্তন হচ্ছে সমাজ কাঠামোর সরল অবস্থা থেকে জটিল অবস্থায় রূপান্তর ।
প্রশ্ন-১২. বিবর্তন কী? বুঝিয়ে বল।
[ঢা.বো., দি. বো, সি. বো, য. বো. ১৮]
উত্তর: বিবর্তন বলতে ধীরগতিতে ক্রমপরিবর্তনকে বোঝায়। বিবর্তন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজগুলো অধিকতর জটিল রূপ পরিগ্রহ করে। আর এই জটিল রূপ পরিগ্রহ করার কারণ হলো অধিকতর উন্নত প্রযুক্তি দ্বারা পরিবেশকে কাজে লাগানো। তাই বলা যায়, বিবর্তন বলতে সবসময় অগ্রসরতাকে বোঝানো হয়। যেমন— কৃষি ক্ষেত্রে পুরোনো ব্যবস্থার পরিবর্তে প্রযুক্তি ব্যবহার হচ্ছে কৃষির বিবর্তন ।
প্রশ্ন-১৩.বিবর্তন ও প্রগতির পার্থক্য ব্যাখ্যা কর।
উত্তর: বিবর্তন হচ্ছে ধীরগতিতে ক্রম পরিবর্তন। আর প্রগতি হচ্ছে কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তন। বিবর্তন প্রাকৃতিক এবং স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে থাকে। এখানে পরিকল্পনার কোনো স্থান নেই। এটি প্রাণিজগত, উদ্ভিদজগত অন্যান্য ক্ষেত্রে প্রকৃতিতে সবসময় ক্রিয়াশীল। অন্যদিকে প্রগতি সর্বদাই সামনে চলা এবং এগিয়ে চলার রীতিই অনুসরণ করে। এর দৃষ্টি সামনে, পেছনে তাকানো বা বর্তমানে আটকে থাকা এর লক্ষ্য নয়। বাধা বিপত্তি ডিঙ্গিয়ে সমাজ কর্তৃক কাঙ্ক্ষিত ধারায় সামনে এগিয়ে চলাই প্রগতির ধর্ম ।
প্রশ্ন-১৪.'প্রগতি' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যের অভিমুখে অগ্রসর হওয়াকে প্রগতি বলে । প্রগতির ইংরেজি প্রতিশব্দ Progress; যার অর্থ হচ্ছে সামনে চলা। অর্থাৎ মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার এবং পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় সামাজিক উত্তরণকে প্রগতি বলা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে যদি পরিকল্পনার মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থায় পরিবর্তন করা যায় তবে সেটি প্রগতির রূপ লাভ করবে।
প্রশ্ন-১৫.সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ ?
উত্তর: সামাজিক উন্নয়ন বলতে কোনো সমাজের অপেক্ষাকৃত উন্নততর অবস্থাকে নির্দেশ করে। সামাজিক উন্নয়নের সাথে মূল্যবোধের ব্যাপারটিও জড়িত। সমাজের সকল ক্ষেত্রের ইতিবাচক পরিবর্তনই সামাজিক উন্নয়ন। পূর্বের অবস্থা থেকে অধিকতর উন্নয়নের দিকে এগিয়ে যাওয়াই সামাজিক উন্নয়ন। অতএব, সামাজিক উন্নয়ন এমন একটি প্রত্যয় যা উন্নয়ন ও অনুন্নয়নের ধারাকে নির্দেশ করতে সাহায্য করে।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.সামাজিক পরিবর্তন বলতে কোনটিকে বোঝায়?
ক. সমাজের মানুষের পরিবর্তন
খ. সমাজের কাঠামোগত পরিবর্তন
গ. সমাজের জনসংখ্যার পরিবর্তন
ঘ.সমাজের অবকাঠামোগত পরিবর্তন
উ: খ
২.নিচের কোনটি সামাজিক পরিবর্তন?
ক. যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠন
খ. প্রাকৃতিক বিপর্যয়ে নদী ভাঙন
গ. মহৎ ব্যক্তির আবির্ভাব
ঘ. ভৌগোলিক আবিষ্কার
উ: ক
৩। “সমাজের পরিবর্তন হলো সহজ ও সরল অবস্থা থেকে একটি জটিল অবস্থায় রূপান্তর”— কে বলেছেন?
ক. অগবার্ন
খ. নিমকফ
গ. স্পেন্সার
ঘ.ম্যাক্স ওয়েবার
উ: গ
৪.অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন ঘটে কেন?
ক. শিক্ষা বিস্তারের কারণে
খ. মূল্যবোধের পরিবর্তনের কারণে
গ. জনসংখ্যা বৃদ্ধির কারণে
ঘ. উৎপাদনের উপকরণের পরিবর্তনের কারণে
উ: ঘ
৫.কোন যন্ত্রটির আবিষ্কার বৃহৎ শিল্প প্রতিষ্ঠায় অভাবনীয় পরিবর্তন আনে?
ক. স্টিম ইঞ্জিন
খ. বিদ্যুৎ
গ. রেললাইন
ঘ. সুতা কাটার কল
উ: ক
৬. নিচের কোনটি স্বয়ংক্রিয় পরিবর্তন প্রক্রিয়া?
ক. বিবর্তন
খ. প্ৰগতি
গ. গতিশীলতা
ঘ, উন্নয়ন
উ: ক
১০. কে সমাজকে প্রাণি দেহের সাথে তুলনা করেছেন?
ক.হার্বার্ট স্পেন্সার
খ. এমিল ডুর্খেইম
গ. লুইস হেনরি মর্গান
ঘ.কার্ল মার্কস
উ: ক
১১.মার্কসবাদীরা কীসের ভিত্তিতে সামাজিক পরিবর্তনকে ব্যাখ্যা করেছেন?
ক. অর্থনীতির ভিত্তিতে
খ. রাজনীতির ভিত্তিতে
গ. সংস্কৃতির ভিত্তিতে
ঘ.ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে
উ: ক
১২.মার্কসের মতানুযায়ী সমাজ পরিবর্তনের কয়টি ধাপ রয়েছে?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উ: ঘ
১৩.কোন মতবাদ অনুসারে সামাজিক কিংবা প্রাকৃতিক কারণে সমাজে পরিবর্তন ঘটে?
ক. নিয়ন্ত্রণমূলক মতবাদ
খ.সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ
ঘ.প্রবণতা মডেল
গ. রৈখিক তত্ত্ব
উ: ক
১৪. ‘History repeats itself' এ ধারণাটি কোন মতবাদের সমগোত্রীয়?
ক. চক্রাকার আবর্তন তত্ত্ব
খ. প্রক্রিয়ার তত্ত্ব
গ. ক্রিয়াবাদী বিশ্লেষণের তত্ত্ব
ঘ. কারণিক তত্ত্ব
উ: ক
১৫.সমাজ পরিবর্তনের ব্যাখ্যায় আদর্শবাদী নিয়ন্ত্রণবাদ মতবাদকে প্রতিষ্ঠিত করেছেন কে?
ক. কার্ল মার্কস
খ. ভিলফ্রেডো প্যারেটো
গ. এমিল ডুর্খেইম
ঘ.ম্যাক্স ওয়েবার
উ: ঘ
১৬.“ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র” – উক্তিটি কার?
ক. ম্যাকাইভার
খ. বটোমোর
গ. কার্ল মার্কস
ঘ. সরোকিন
উ: গ
৭.সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. পরিবর্তনের গতি একই থাকে
খ. আগে থেকে অনুমান করা যায়।
গ. পরিবর্তন সদা ইতিবাচক
ঘ আগে থেকে অনুমান করা যায় না।
উ: ঘ
৮.কোনটির প্রভাবে ইউরোপের সমাজব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছিল?
ক. প্রথম বিশ্বযুদ্ধ
খ.শিল্প বিপ্লব
গ. শিক্ষার বিস্তার
ঘ. মূল্যবোধের পরিবর্তন
উ: খ
৯.সামন্ত প্রথার উদ্ভব ঘটে কেন?
ক. মূল্যবোধের অবক্ষয়ের কারণে
খ. ব্যক্তিগত মালিকানা উদ্ভবের কারণে
গ. দাস বিদ্রোহের কারণে
ঘ. যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে
উ: গ
১৭.“The Mind and Society' গ্রন্থটির রচয়িতা কে?
ক. প্যারেটো
খ. স্প্রেংলার
গ. প্যারেটো
ঘ.টয়েনবি
উ:ক
১৮.“বিবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো জিনিসের মধ্যে সুপ্তাবস্থায় বিদ্যমান বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে”— উক্তিটি কার?
ক. ম্যাকাইভারের
খ. ডুর্খেইমের
গ. হার্বার্ট স্পেন্সারের
ঘ. অগবার্নের
উ: ক
১৯. প্রগতির মৌলিক অর্থ কী?
ক.জ্ঞানের যথাযথ প্রয়োগ করা
খ. কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনে চলা
গ. সামাজিক সংহতি বজায় রাখা
ঘ. মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধ করা
উ: খ
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মধ্যনগর এলাকার অধিকাংশ মানুষ কৃষিপেশায় নিয়োজিত ছিল । সম্প্রতি এখানে কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় মানুষ এখন কৃষিপেশা বাদ দিয়ে এসব শিল্প কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছে।
২৩. উদ্দীপকের মধ্যনগর এলাকার ক্ষেত্রে কোন বিষয়টি লক্ষ করা যায়?
ক. সামাজিক পরিবর্তন
খ. সামাজিক বিকাশ
গ. সামাজিক প্রগতি |
ঘ. সামাজিক বিবর্তন
উ: ক
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অনিচ্ছা, আশা-আকাঙ্ক্ষা ও অন্যান্য দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন রসুলপুরের মানুষের চিন্তা-চেতনা, আবেগ-অনুভূতি, ইচ্ছা- ঘটেছে। এ এলাকার মানুষের স্বাভাবিক উন্নয়নের পাশাপাশি সামাজিক অবস্থারও আমূল পরিবর্তন ঘটেছে।
[সকল বোর্ড '২১]
৩১.কোনটির প্রভাবে রসুলপুরের সামাজিক পরিবর্তন ঘটেছে?
ক.জৈবিক উপাদান
খ.প্ৰযুক্তিগত উপাদান
গ.মনস্তাত্ত্বিক উপাদান
ঘ.অর্থনৈতিক উপাদান
উ: গ
৩২. উক্ত প্রভাবে মানুষের মধ্যে—
i. ব্যক্তিস্বাতন্ত্র্যের ধারণা হয়
ii.অনুকরণপ্রিয়তা বৃদ্ধি পায়
iii. রুচিবোধের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ.ii ও iii
খ. i ও iii
ঘ.i, ii ও iii
উ: খ
২৪. উক্ত বিষয়টির বৈশিষ্ট্য হলো—
i.এটা কখনো ক্ষণস্থায়ী কখনো দীর্ঘস্থায়ী
ii.কখনো একমূখী, কখনো বহুমূখী
iii. এটি সমাজের স্বাতন্ত্র্য স্বকীয়তাকে প্রভাবিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ.i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫.সমাজকাঠামোর রদবদল বলতে বোঝায় সামাজিক—
[সকল বোর্ড '১৮]
ক. পরিবর্তন
খ. বিবর্তন
গ. উন্নয়ন
ঘ. প্ৰগতি
উ: ক
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অতি সম্প্রতি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে জানমাল, ঘরবাড়ি, পশুপাখি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষকরা এ ক্ষয়ক্ষতি থেকে উত্তরণের জন্য সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তুতির কথাও বলেছেন।
[ সকল বোর্ড ১৬]
৩৩. উদ্দীপকে ঝড়ের প্রভাবকে কী বলা হয়?
ক.পরিবর্তন
গ. প্ৰগতি
খ. বিবর্তন
ঘ. উন্নয়ন
উ: ক
৩৪. উদ্দীপকে গবেষকদের সুপারিশ সমাজে—
i. মৃত্যুহার হ্রাস করবে
ii. সামাজিক প্রগতি আনবে
iii. সামাজিক উন্নয়ন ঘটাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়, যা ল্যাটিন শব্দ ‘Pro- gredio' থেকে এসেছে । যার মৌলিক অর্থ হচ্ছে ‘কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনে চলা' ।
[সকল বোর্ড ১৭]
৩৫. উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের প্রতি ইঙ্গিত---
ক. উন্নয়ন
খ. বিবর্তন
গ. পরিবর্তন
ঘ. প্ৰগতি
উ:ঘ
৩৬. উক্ত প্রত্যয়টি যাচাইয়ের মাপকাঠি হচ্ছে-
i. উন্নত জীবনমান
ii. উৎপাদিত পণ্যের সুষম বণ্টন
iii. ব্যক্তিত্ব বিকাশের পূর্ণ সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ.i, ii ও iii
উ: .ঘ
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘ক’ নামক ব্যক্তি স্বপ্ন দেখতেন তার ছেলেমেয়ে সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের সেবা করবে।যাতে করে তাদের গ্রাম একটি সুখী ও সমৃদ্ধ এলাকায় পরিণত হবে । আজ তার স্বপ্ন সফল হয়েছে।
[সকল বোর্ড ১৫]
৩৭.উদ্দীপকে কোন ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে?
ক. উন্নয়ন
খ. বিবর্তন
গ. পরিবর্তন
ঘ. রূপান্তর
উ:ক
৩৮.উদ্দীপকে উল্লেখিত প্রত্যয়টির বৈশিষ্ট্য হলো—
i.কাঙ্ক্ষিত পরিবর্তন
ii. নির্দিষ্ট অভিমুখে সমাজের অগ্রগমন
iii. সমাজের মাঝে ধারাবাহিক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ.i, ii ও iii
উ: খ
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় -১ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সাজেশন
- অধ্যায় -২ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন
- অধ্যায়-৩ প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সাজেশন
- অধ্যায় -৪ বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা সাজেশন
- অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন
- অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন
- অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন
- অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন
- অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন
- অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url