পুরুষ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ক্রিকেট|| Men's Asia Cup 2023 Schedule Cricket

 
পুরুষ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ক্রিকেট

পেজ সূচিপত্র :(এশিয়া কাপ২০২৩)

  1. এশিয়া কাপ-2022
  2. এশিয়া কাপ-2018
  3. এশিয়া কাপ-2016
  4. এশিয়া কাপ-2014
  5. এশিয়া কাপ-2012
  6. এশিয়া কাপ-2010
  7. এশিয়া কাপ-2008
  8. এশিয়া কাপ-2004
  9. এশিয়া কাপ-2000
  10. এশিয়া কাপ-1997
  11. এশিয়া কাপ-1995
  12. এশিয়া কাপ-1990
  13. এশিয়া কাপ-1988
  14. এশিয়া কাপ-1986
  15. এশিয়া কাপ-1984

এশিয়া কাপ ২০২৩ কবে অনুষ্ঠিত হবে? 

প্রতি দুই বছর পর পর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। আগামী ৩১ আগস্ট ২০২৩  থেকে ১৭ সেপ্টেম্বর২০২৩  পর্যন্ত অনুষ্ঠিত হবে ১৬ তম আসর। এশিয়া কাপ ২০২৩  দুটি দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা জুড়ে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।  আগামী ১৭ সেপ্টেম্বর (রবিবার) মহাদেশীয় কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।


 আরো পড়ুন :বাংলাদেশের আফগানিস্তান সফর-2023 সময়সূচী (ওয়ানডে ও টি-টোয়েন্টি)

এশিয়া কাপ সময়সূচি-2023

গ্রুপ -A এর খেলাঃ

১ম ম্যাচ - ৩ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান। 
 সময় :রাত ৮.০০টা 
২য় ম্যাচ ৬ সেপ্টেম্বর ভারত বনাম নেপাল। 
 সময় :রাত ৮.০০টা 
৩য় ম্যাচ ৯ সেপ্টেম্বর পাকিস্তান বনাম নেপাল। 
 সময় :রাত ৮.০০টা 

গ্রুপ-Bএর খেলাঃ

১ম ম্যাচ  - ২ সেপ্টেম্বর  আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা। 
 সময় :রাত ৮.০০টা 
২য় ম্যাচ - ৫ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম বাংলাদেশ। 
 সময় :রাত ৮.০০টা 
৩য় ম্যাচ - ৮ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। 
 সময় :রাত ৮.০০টা 

সুপার ফাইনালঃ( চার দলের মধ্যে) 

প্রথম ম্যাচ -১০সেপ্টেম্বর B1বনাম B2 
২য় ম্যাচ - ১১ সেপ্টেম্বর A1বনাম A2
৩য় ম্যাচ - ১২ সেপ্টেম্বর A1বনাম B1 
চতুর্থ ম্যাচ -১৩ সেপ্টেম্বর A2বনাম B2
৫ম ম্যাচ - ১৪ সেপ্টেম্বর A1 বনাম B2
ষষ্ঠ ম্যাচ - ১৫ সেপ্টেম্বর A2বনাম B1

ফাইনালঃ

১৭ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ সুপার ফাইনাল এর ( সর্বোচ্চ পয়েন্টের প্রথম দুই দল )।
সময় :রাত ৮.০০টা  অনুষ্ঠিত হবে ।

২০২৩এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? 

এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়  । 

এশিয়া কাপ ২০২৩ গ্রুপ

মোট 2 টি গ্রুপ।মোট 6 টি দল খেলবে। প্রতিটি গ্রুপে 3 টি দল

এশিয়া কাপ ২০২৩ দল

 6 টি দল খেলবে 2 টি গ্রুপ এ

গ্রুপ- A

পাকিস্তান
ইন্ডিয়া
নেপাল

গ্রুপ -B

আফগানিস্তান
বাংলাদেশ
শ্রীলঙ্কা 

এশিয়া কাপ 2023 ক্রিকেট

২০২৩এশিয়া কাপ হলো এশিয়া কাপের ১৬তম আসর, যা শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং আসরটির ম্যাচগুলো একদিনের আন্তর্জাতিক সংস্করণে অনুষ্ঠিত হবে। 

এশিয়া কাপ কারা কত বার নিয়েছে?

১৫ টি আয়োজনে,ভারত এশিয়া কাপ জিতেছে সর্বোচ্চ ৭ বার, শ্রীলঙ্কা ৬ বার এবং পাকিস্তান ২ বার।

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন কে?

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন -শ্রীলঙ্কা

 2022 সালে এশিয়া কাপ কোন ফরমেটে হয়েছিল? 

2022 সালে এশিয়া কাপ T20 ফরমেটে হয়েছিল। 

এশিয়া কাপ কি?

এশিয়া কাপ হলো পুরুষদের একদিনের আন্তর্জাতিক ও টি২০আই ক্রিকেট প্রতিযোগিতা। এটি চালু হয় ১৯৮৩ সালে যখন এশীয় দেশগুলোর মধ্যে সুনাম প্রচার করার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়। এটি প্রকৃতপক্ষে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।

এশিয়া কাপ লিস্ট: 

এশিয়া কাপ-2022

চ্যাম্পিয়ন: Sri Lanka
রানার আপ: Pakistan
অধিনায়ক :Dasun Shanaka
প্লেয়ার অফ দ্য ম্যাচ : Bhanuka Rajapaksha
প্লেয়ার অফ দ্য সিরিজ :  Banindu Hasaranga
ভেন্যু : Dubai International Cricket Stadium,Dubai,(UAE)

এশিয়া কাপ-2018

চ্যাম্পিয়ন:ভারত
রানার আপ: বাংলাদেশ
অধিনায়ক :Rohit Sharma
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Liton Das
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু : Dubai International Cricket Stadium,Dubai,(UAE)

এশিয়া কাপ-2016

চ্যাম্পিয়ন:India
রানার আপ: Bangladesh
অধিনায়ক : MS Dhoni
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Shikhar Dhawan
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু : Shere Bangla National Stadium, Mirpur(Bangladesh)

এশিয়া কাপ-2014

চ্যাম্পিয়ন:Sri Lanka
রানার আপ:   Pakistan
অধিনায়ক : Angelo Matthews
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Lasith Malinga
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু : Shere Bangla National Stadium, Mirpur(Bangladesh)

এশিয়া কাপ-2012

চ্যাম্পিয়ন:  Pakistan
রানার আপ: Bangladesh
অধিনায়ক : Misbah-ul-Haq
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Shahid Afridi
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু : Shere Bangla National Stadium, Mirpur(Bangladesh)

এশিয়া কাপ-2010

চ্যাম্পিয়ন:  India
রানার আপ: Sri Lanka
অধিনায়ক :MS Dhoni
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Dinesh Karthik
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু : Rangiri Dambulla International Stadium,Dambulla (Sri Lanka)

এশিয়া কাপ-2008

চ্যাম্পিয়ন:  Sri Lanka 
রানার আপ: India
অধিনায়ক :Mahela Jayawardene
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Ajantha Mendis
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু : National Stadium, Karachi (Pakistan)

এশিয়া কাপ-2004

চ্যাম্পিয়ন:  Sri Lanka 
রানার আপ: India
অধিনায়ক :Marvan Atapattu
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Marvan Atapattu
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু : National Stadium, Karachi (Pakistan)

এশিয়া কাপ-2000

চ্যাম্পিয়ন: Pakistan 
রানার আপ:Sri Lanka 
অধিনায়ক :Moin Khan
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Moin Khan
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু : Bangabandhu National Stadium, Dhaka (Bangladesh)

এশিয়া কাপ-1997

চ্যাম্পিয়ন: Sri Lanka  
রানার আপ:India
অধিনায়ক :Arjun Ranatunga
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Marvan Atapattu
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু :R Premadasa Stadium, Colombo (Sri Lanka )

এশিয়া কাপ-1995

চ্যাম্পিয়ন: India
রানার আপ: Sri Lanka  
অধিনায়ক :Mohammad Azharuddin
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Mohammad Azharuddin
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু :Sharjah Cricket Association Stadium, Sharjah (UAE)

এশিয়া কাপ-1990

চ্যাম্পিয়ন: India
রানার আপ: Sri Lanka  
অধিনায়ক :Mohammad Azharuddin
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Mohammad Azharuddin
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু :Eden Gardens, Kolkata (India)

এশিয়া কাপ-1988

চ্যাম্পিয়ন: india
রানার আপ: Sri Lanka  
অধিনায়ক :Dilip Bengsarkar
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Navjot Sidhu
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু :Bangabandhu National Stadium,Dhaka (Bangladesh)

এশিয়া কাপ-1986

চ্যাম্পিয়ন:Sri Lanka
রানার আপ: Pakistan 
অধিনায়ক :  Dilip Mendis
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Javed Miandad
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু :Sinhalese Sports Club Ground,Colombo (Sri Lanka)

এশিয়া কাপ-1984

চ্যাম্পিয়ন:India
রানার আপ:Sri Lanka 
অধিনায়ক : Sunil Gavaskar
প্লেয়ার অফ দ্য ম্যাচ :Surinder Khanna
প্লেয়ার অফ দ্য সিরিজ :  
ভেন্যু :Sharjah Cricket Association Stadium, Sharjah (UAE)





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url