এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা
এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩
HSC Sociology 1st paper100% Common Suggestion-2023
পেজ সূচিপত্র :অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. সামাজিক স্তরবিন্যাস কী?
উত্তর: সামাজিক স্তরবিন্যাস বলতে সমাজে বসবাসকারী মানুষের মর্যাদা অনুযায়ী স্তরবিভাগকে বোঝায় ।
প্রশ্ন-২. ভূতত্ত্বে Strata প্রত্যয়টি কী বোঝাতে ব্যবহৃত হয়?
উত্তর: ভূতত্ত্বে Strata প্রত্যয়টি মাটি বা শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হয়
প্রশ্ন-৩. “উঁচু-নিচু শ্রেণির ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতাই সামাজিক স্তরবিন্যাস”— উক্তিটি কার?
[ঢা বো., দি. বো, কুবো, চ. বো., সি. বো., য. বো. ১৭]
উত্তর: উক্তিটি রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান সমাজবিজ্ঞানী পিতিরিম সরোকিনের।
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
প্রশ্ন-৪. “উৎপাদনের উপকরণের মালিকানার ভিত্তিতে মানুষে মানুষে যে ভেদাভেদ সেটাই সামাজিক স্তরবিন্যাস”- সংজ্ঞাটি কার?
উত্তর: সংজ্ঞাটি জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কসের।
প্রশ্ন-৫. সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তরবিন্যাসের কয়টি ধরনের কথা বলেছেন?
উত্তর: ৪টি । যথা- দাসপ্রথা, এস্টেট প্রথা, জাতিবর্ণ প্রথা ও সামাজিক শ্রেণি ।
প্রশ্ন-৬. সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ কোনটি?
[ঢা. বো, দি. বো, সি. বো, য, বো. ১৮]
উত্তর: সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ হলো ‘দাস প্রথা” ।
প্রশ্ন-৭. ম্যাক্স ওয়েবারের মতানুযায়ী দাস প্রথার আদর্শ নমুনা কোথায় পরিলক্ষিত হয়?
উত্তর: জার্মান সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবারের মতানুযায়ী প্রাচীন গ্রিসে দাস প্রথার আদর্শ নমুনা পরিলক্ষিত হয়।
প্রশ্ন-৮.কীসের ধারণা থেকে দাসব্যবস্থার গোড়াপত্তন হয়?
উত্তর: ব্যক্তিগত মালিকানার ধারণা থেকে দাসব্যবস্থার গোড়াপত্তন হয় ।
প্রশ্ন-৯. কোন দার্শনিক দাসদের উৎপাদনের জীবন্ত বা মানবরূপী হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন?
উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটল দাসদের উৎপাদনের জীবন্ত বা মানবরূপী হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন ।
প্রশ্ন-১০. কোন সমাজে গৃহ দাসপ্রথা চালু ছিল?
উত্তর: ভারতীয় সমাজে গৃহ দাসপ্রথা চালু ছিল ।
প্রশ্ন-১১. দাসপ্রথাকে একটি শিল্পব্যবস্থা বলে আখ্যায়িত করেন কে?
উত্তর: ডাচ সমাজতাত্ত্বিক নিবয়ের দাসপ্রথাকে একটি শিল্পব্যবস্থা বলে আখ্যায়িত করেন।
প্রশ্ন-১২. ভারতে দাসব্যবস্থার শুরু হয় কখন?
উত্তর: আর্যদের আগমনের সময় ভারতে দাসব্যবস্থার শুরু হয়।
প্রশ্ন-১৩. কোথায় দাসব্যবস্থার পূর্ণ বিকাশ ঘটে?
উত্তর: দাসব্যবস্থার পূর্ণ বিকাশ ঘটে গ্রিক ও রোমান সভ্যতায়।
প্রশ্ন-১৪. ‘Estate' শব্দের অর্থ কী?
উত্তর: ‘Estate’ শব্দের অর্থ জমিদার বা মালিকের অধীন জমি ।
প্রশ্ন-১৫.কোন শতাব্দীতে ভূমিদাস প্রথা বিস্তার লাভ করে ?
উত্তর: দ্বাদশ শতাব্দীতে ইউরোপে ভূমিদাস প্রথা বিস্তার লাভ করে।
প্রশ্ন-১৬. মধ্যযুগের ইউরোপে ক্ষমতা ও মর্যাদার উৎস কী ছিল?
উত্তর: ভূমি ছিল মধ্যযুগের ইউরোপে ক্ষমতা ও মর্যাদার উৎস ।
প্রশ্ন-১৭. এস্টেট প্রথার মধ্যে প্রতিফলিত হয় কোন সমাজের স্তরবিন্যাস?
উত্তর: মধ্যযুগের ইউরোপীয় সামন্ত সমাজের স্তরবিন্যাস এস্টেট প্রথার মধ্যে প্রতিফলিত হয়।
প্রশ্ন-১৮. টি. বি. বটোমোর এস্টেট প্রথা সম্পর্কে কী বলেছেন?
উত্তর: টি. বি. বটোমোর বলেন, “অভিজাতশ্রেণি সবার ভাগ্যের নিরাপত্তা বিধান করে, যাজকশ্রেণি সবার জন্য প্রার্থনা করে এবং সাধারণ শ্রেণি সবার খাদ্য সরবরাহ করে।”
প্রশ্ন-১৯. Caste কী?
[রা, বো, ব. বো. ১৭]
উত্তর: Caste শব্দের অর্থ বংশ বা বংশগত গুণাবলি । এর দ্বারা জাতিবর্ণ প্রথাকে বোঝায় ।
প্রশ্ন-২০. জাতিবর্ণ প্রথা কী?
[ঢা. বো, দি. বো, সি. বো, য. বো. ১৮]
উত্তর: জন্মসূত্রে নির্ধারিত হিন্দু সমাজের সামাজিক ও ধর্মীয় স্তরবিন্যাস হচ্ছে জাতিবর্ণ প্রথা ।
প্রশ্ন-২১. Caste শব্দটি প্রথম কারা ব্যবহার করে?
উত্তর: পর্তুগিজরা জাতিভেদ প্রথাকে বোঝানোর জন্য Caste শব্দটি প্রথম ব্যবহার করে।
প্রশ্ন-২২. বর্ণপ্রথায় সদস্যপদ কীভাবে নির্ধারিত হয়?
উত্তর: বর্ণপ্রথায় সদস্যপদ জন্মসূত্রে নির্ধারিত হয়।
প্রশ্ন-২৩. শ্রেণি কী?
উত্তর: শ্রেণি হলো একই ধরনের আয় ও সুযোগ-সুবিধা ভোগকারী সামাজিক গোষ্ঠী ।
প্রশ্ন-২৪. কার্ল মার্কস শ্রেণির কয়টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন?
উত্তর: জার্মান দার্শনিক কার্ল মার্কস শ্রেণির তিনটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন ।
প্রশ্ন-২৫. মার্কসীয় তত্ত্বানুযায়ী শ্রেণির প্রকৃতি কীসের ওপর নির্ভরশীল?
উত্তর: মার্কসীয় তত্ত্বানুযায়ী শ্রেণির প্রকৃতি উৎপাদন পদ্ধতির ওপর নির্ভরশীল
প্রশ্ন-২৬. ম্যাক্স ওয়েবারের মতে শ্রেণির ভিত্তি কী?
উত্তর: জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে, শ্রেণির ভিত্তি হচ্ছে সম্পত্তি ।
প্রশ্ন-২৭. মর্যাদা প্রধানত কত প্রকার?
উত্তর: মর্যাদা প্রধানত দুই প্রকার । যথা: অর্পিত মর্যাদা ও অর্জিত মর্যাদা ।
প্রশ্ন-২৮. সমাজবিজ্ঞানে ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে?
উত্তর: সমাজবিজ্ঞানে ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা ইংরেজ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার ।
প্রশ্ন-২৯.সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত কোন তত্ত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজের অর্থনৈতিক সম্পর্কের সাথে যুক্ত?
উত্তর: সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত দ্বন্দ্বমূলক তত্ত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজের অর্থনৈতিক সম্পর্কের সাথে যুক্ত।
প্রশ্ন-৩০. দ্বন্দ্বমূলক তত্ত্বে সামাজিক শ্রেণিকে সংজ্ঞায়িত করা হয় কীসের ভিত্তিতে?
উত্তর: দ্বন্দ্বমূলক তত্ত্বে সামাজিক শ্রেণিকে সংজ্ঞায়িত করা হয় উৎপাদন যন্ত্রের মালিকানা ও অ-মালিকানার ভিত্তিতে
প্রশ্ন-৩১. কোন তত্ত্ব অনুযায়ী স্তরবিন্যাস কেবল সর্বজনীন নয় বরং সমাজের জন্য প্রয়োজনীয়ও বটে?
উত্তর: ক্রিয়াবাদী তত্ত্ব অনুযায়ী স্তরবিন্যাস কেবল সর্বজনীন নয় বরং সমাজের জন্য প্রয়োজনীয়ও বটে ।
প্রশ্ন-৩২. সামাজিক অসমতা কী?
[ঢা বো., ম. বো., দি. বো, কু, বো, চ, বো, সি. বো, য, বো, '২২; ঢা বো., রা. বো, দিবো, চ বো, সি. বো., য. বো. ১৯; ঢা. বো., দি. বো, সি. বো., য. বো. ১৮]
উত্তর: সমাজের দুই বা ততোধিক গোষ্ঠীর মধ্যে মর্যাদা, ক্ষমতা, সুযোগ-সুবিধা, দান-অনুদান, বিধিনিষেধ বা অন্যান্য সম্পদ বণ্টনের ক্ষেত্রে যে পার্থক্য দেখা যায় তাকেই সামাজিক অসমতা বলে ।
প্রশ্ন-৩৩. সামাজিক অসমতার উপাদানকে কয় ভাগে ভাগ করা হয়?
উত্তর: সামাজিক অসমতার উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়।
যথা- জৈবিক ও সামাজিক উপাদান ।
প্রশ্ন-৩৪. কোন সমাজে অসমতা ও শ্রেণিবৈষম্য ব্যাপক?
উত্তর: পুঁজিবাদী সমাজে অসমতা ও শ্রেণিবৈষম্য ব্যাপক ।
প্রশ্ন-৩৫. ম্যাক্স ওয়েবারের মতে ক্ষমতা কত প্রকার?
উত্তর: ম্যাক্স ওয়েবারের মতে ক্ষমতা তিন প্রকার
প্রশ্ন-৩৬. পুরুষ শাসিত সমাজ সৃষ্টির জৈবিক কারণ কী?
উত্তর: নারী-পুরুষের দৈহিক অসমতা বা পার্থক্য পুরুষ শাসিত সমাজ সৃষ্টি হওয়ার জৈবিক কারণ ।
প্রশ্ন-৩৭. বয়সের ভিত্তিতে সমাজের মানুষকে কয় ভাগে ভাগ করা হয়?
উত্তর: বয়সের ভিত্তিতে সমাজের মানুষকে চার ভাগে ভাগ করা হয়।
প্রশ্ন-৩৮. ‘Gender' পরিভাষাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর: ‘Gender' পরিভাষাটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ 'Genas' থেকে ।
প্রশ্ন-৩৯. জেন্ডার কী?
উত্তর: নারী ও পুরুষ সম্বন্ধীয় মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিকবোধ হচ্ছে জেন্ডার ।
প্রশ্ন-৪০. কখন থেকে জেন্ডার শব্দটি নারী-পুরুষের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত হতে থাকে?
উত্তর: উনবিংশ শতকের মাঝামাঝি থেকে জেন্ডার শব্দটি নারী-পুরুষের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত হতে থাকে ।
প্রশ্ন-৪১. ‘কোনো কিছুই চিরন্তন নয়'— এটি কোন নারীবাদের চিন্তাধারা ?
উত্তর: ‘কোনো কিছুই চিরন্তন নয়'— এটি উত্তর-আধুনিক নারীবাদের চিন্তাধারা।
প্রশ্ন-৪২. উদারপন্থি নারীবাদের মূল কথা কী?
উত্তর: উদারপন্থি নারীবাদের মূল কথা হচ্ছে ন্যায়পরায়ণতার ভিত্তিতে নির্যাতনমূলক বৈষম্যধর্মী জেন্ডার ভূমিকার বিলোপ সাধন করা ।
প্রশ্ন-৪৩. কোন নারীবাদের মতে, পুরুষ নারীকে পরিকল্পিত পদ্ধতি অনুসারে জীবনের প্রতিটি ক্ষেত্রে শোষণ করে? উত্তর: চরমপন্থি নারীবাদের মতে পুরুষ নারীকে পরিকল্পিত পদ্ধতি অনুসারে জীবনের প্রতিটি ক্ষেত্রে শোষণ করে । প্রশ্ন-৪৪. কৃষ্ণ নারীবাদের আলোচনা শুরু হয় কোন প্রসঙ্গ দিয়ে?
উত্তর: কৃষ্ণ নারীবাদের আলোচনা শুরু হয় জেন্ডার, যৌনতা ও বর্ণবাদের ব্যাখ্যা দিয়ে।
প্রশ্ন-৪৫. জেন্ডার সম্পর্কিত আলোচনার সর্বশেষ সংযোজন কী?
উত্তর: জেন্ডার সম্পর্কিত আলোচনার সর্বশেষ সংযোজন পরিবেশ নারীবাদ।
প্রশ্ন-৪৬. সর্বপ্রথম ‘পরিবেশ নারীবাদ' শব্দটি ব্যবহার করেন কে?
উত্তর: ফরাসি নারীবাদী ফ্রাঁসোয়া দ্যো এবোনে সর্বপ্রথম ‘পরিবেশ নারীবাদ' শব্দটি ব্যবহার করেন।
প্রশ্ন-৪৭. জেন্ডারের ভিত্তিতে কীরূপ বৈষম্য চোখে পড়ে?
উত্তর: জেন্ডারের ভিত্তিতে পারিপার্শ্বিক বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য, সামাজিক আচার-বিধি, চলাফেরা, শ্রমমূল্য ইত্যাদিতে বৈষম্য চোখে পড়ে ।
প্রশ্ন-৪৮. খাদ্য পরিবেশনায় জেন্ডার বৈষম্য লক্ষ করা যায় কোথায়?
উত্তর: পারিবারিক স্তরে খাদ্য পরিবেশনায় জেন্ডার বৈষম্য লক্ষ করা যায় । প্রশ্ন-৪৯. পিতৃতান্ত্রিক সমাজে কর্মক্ষেত্রে অগ্রাধিকার পায় কারা?
উত্তর: পুরুষরা পিতৃতান্ত্রিক সমাজে কর্মক্ষেত্রে অগ্রাধিকার পায়।
প্রশ্ন-৫০. ‘Ageism' প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন কে?
উত্তর: আমেরিকান চিকিৎসক ও মনোবিজ্ঞানী রবার্ট বাটলার ১৯৬৮ সালে প্রথম ‘Ageism' প্রত্যয়টি ব্যবহার করেন ।
প্রশ্ন-৫১. Ageism-এর বাংলা পরিভাষা কী?
উত্তর: Ageism-এর বাংলা পরিভাষা হচ্ছে বয়স-বৈষম্যবাদ।
প্রশ্ন-৫২. বয়স বৈষম্যবাদ কী?
উত্তর: বয়স বৈষম্যবাদ বলতে কেবল বয়সের কারণে কোনো বয়স-গোষ্ঠী বা তার কোনো সদস্যের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও বৈষম্যমূলক আচরণ করাকে বুঝায় ।
প্রশ্ন-৫৩.সক্রিয়তা তত্ত্বের মূল কথা কী?
উত্তর: সক্রিয়তা তত্ত্বের মূলকথা হচ্ছে, সব বয়সের সব লোকের জন্য সামাজিক কাজকর্ম হচ্ছে মানবজীবনের অস্তিত্বের স্বাক্ষর।
প্রশ্ন-৫৪.অবসর গ্রহণ তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তর: অবসর গ্রহণ তত্ত্বের উদ্ভাবক আমেরিকান সমাজবিজ্ঞানী কামিং ও হেনরি ।
প্রশ্ন-৫৫. প্রবীণদের সমস্যা পাঠে ‘বিনিময়’ তত্ত্বটির ব্যবহার করেন কে?
উত্তর: ব্রিটিশ সমাজবিজ্ঞানী ডেভিড মার্টিন প্রবীণদের সমস্যা পাঠে ‘বিনিময়’ তত্ত্বটির ব্যবহার করেন
প্রশ্ন-৫৬. জাতিসংঘ ‘International Year of Older Persons' ঘোষণা করেছে কত সালে?
উত্তর: জাতিসংঘ ‘International Year of Older Persons' ঘোষণা করেছে ১৯৯৯ সালে ।
প্রশ্ন-৫৭. সামাজিক নিরাপত্তা প্রত্যয়টি সন্নিবেশিত করা হয়েছে কোথায়?
উত্তর: বিশ্ব মানবাধিকার ঘোষণার ২১ নং অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তা প্রত্যয়টি সন্নিবেশিত করা হয়েছে ।
প্রশ্ন-৫৮. সামাজিক নিরাপত্তা কী?
উত্তর: সরকারের যে কর্মসূচি খাদ্য ও বাসস্থানের জন্য পর্যাপ্ত সম্পদ সরবরাহের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করে তাই সামাজিক নিরাপত্তা ।
প্রশ্ন-৫৯. বর্তমানে বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা হিসেবে প্রকল্প বাস্তবায়ন করছে কয়টি?
উত্তর: বর্তমানে বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা হিসেবে প্রকল্প বাস্তবায়ন ১৪৫টি করছে ।
প্রশ্ন-৬০. অর্থনৈতিকভাবে বিপন্ন মানুষদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্বের স্বীকৃতি কোনটি?
উত্তর: অর্থনৈতিকভাবে বিপন্ন মানুষদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্বের স্বীকৃতি হচ্ছে সামাজিক নিরাপত্তা ৷
প্রশ্ন-৬১. সামাজিক নিরাপত্তার অন্তর্ভুক্ত দুইটি উপায়ের নাম লেখ।
উত্তর: সামাজিক নিরাপত্তার অন্তর্ভুক্ত দুইটি উপায় হচ্ছে- সামাজিক বীমা ও সামাজিক সেবা ।
অনুধাবনমূলক প্রশ্ন উত্তর
প্রশ্ন-১. সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝায়?
[ঢা বো., দি.বো., কু. বো., চ. বো, সি. বো., য. বো. ১৭]
উত্তর: সমাজের উঁচু-নিচু বিভিন্ন শ্রেণি বা মর্যাদার মানুষকে বোঝাতে সমাজবিজ্ঞানে যে প্রত্যয়টি গৃহীত হয়েছে তা সামাজিক স্তরবিন্যাস হিসেবে পরিচিত। এটা এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের ব্যক্তি ও গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণি ও অন্যান্য আরো কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়। আমেরিকান সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফ সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা প্রদানে বলেন, “স্তরবিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি ও গোষ্ঠীকে মোটামুটি স্থায়ীভাবে উঁচু-নিচু মর্যাদার ক্রমানুসারে সাজানো হয়।”
প্রশ্ন-২. ‘সকল সমাজই ছিল স্তরায়িত — ব্যাখ্যা কর।
[র, বো,, ব, বো, '১৭]
অথবা
‘সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন'— কথাটি বুঝিয়ে লেখ।
[ঢা. বো, দি. বো, সি. বো, য. বো. ১৮]
অথবা
‘সামাজিক স্তরবিন্যাস সর্বত্র লক্ষণীয়'— ব্যাখ্যা কর।
[ঢা বো., রা. বো, দি. বো, চ. বো, সি. বো., য. বো. ১৯]
উত্তর: সামাজিক স্তরবিন্যাস চিরন্তন ও সর্বজনীন। মানবসভ্যতার ইতিহাসে এমন কোনো সমাজ খুঁজে পাওয়া যায় না, যা পরিপূর্ণভাবে সাম্যের ওপর প্রতিষ্ঠিত ছিল। আদিম অধিবাসীদের গোষ্ঠীজীবনেও দলপতির প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠিত ছিল । এসব প্রভাব-প্রতিপত্তিকে কেন্দ্র করে কিছু সংখ্যক ব্যক্তি অধিকতর সুযোগ-সুবিধা ভোগ করত । কালের বিবর্তনের ধারায় সামাজিক স্তর বিন্যাসের আকৃতি-প্রকৃতির পরিবর্তন ঘটেছে। কিন্তু স্তরবিন্যাস কখনও বিলুপ্ত হয়নি। সকল সমাজেই এটি বিদ্যমান। এ জন্যই বলা হয়, ‘শ্রেণিহীন সমাজ অলীক কল্পনামাত্র।' অর্থাৎ মানব সমাজ থেকে স্তরবিন্যাস কখনই অবলুপ্ত হয়নি ।
প্রশ্ন-৩. “সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এক ধরনের বাজার ব্যবস্থা”— ব্যাখ্যা কর।
উত্তর: ক্রিয়াবাদী তাত্ত্বিক ও আমেরিকান সমাজবিজ্ঞানী ডেভিস (Kingsley Davis) এবং ম্যুরের (Wilbert E. Moore) মতে, সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এক ধরনের বাজার ব্যবস্থা। বাজারে যেমন দুষ্প্রাপ্য পণ্যের সরবরাহ কম কিন্তু চাহিদা ও মূল্য বেশি, ঠিক তেমনি সমাজের চাহিদা অনুযায়ী মেধাবী ও দক্ষ লোকের সরবরাহ কম বলে তাদেরকে বেশি পারিশ্রমিক, ক্ষমতা এবং মর্যাদা দিতে হবে। তাদের যুক্তি হচ্ছে, সমাজের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজগুলোর প্রতি মানুষকে আকৃষ্ট করতে হলে সামাজিক স্তরবিন্যাসকে স্বীকার করতে হবে। তাদের মতে, সামাজিক অসমতা বা বৈষম্যগুলো সমাজে অচেতনভাবে বা অজান্তেই সৃষ্টি হয়। তার কারণ হচ্ছে সমাজে বিভিন্ন স্তরের কাজ রয়েছে। পাশাপাশি রয়েছে মেধা এবং যোগ্যতার পার্থক্য। বিভিন্ন কাজে বিভিন্ন মেধা ও যোগ্যতাসম্পন্ন লোক নিয়োগ দিতে হয়। তাই আমরা না চাইলেও সমাজে স্তরবিন্যাস সক্রিয়ভাবেই সৃষ্টি হয়।
প্রশ্ন-৪. দাসপ্রথা বলতে কী বোঝায়?
[রা. বো, ব. বো. ২২: ঢা বো., দি. বো., কু. বো., চ. বো., সি. বো, য. বো. ১৭]
উত্তর: দাসপ্রথা বলতে এমন এক অসম সামাজিক প্রথা বা ব্যবস্থাকে বোঝায়, যেখানে কিছু লোক সম্পূর্ণ কিংবা আংশিকভাবে অধিকারবিহীন । ব্রিটিশ উদারপন্থী সমাজতাত্ত্বিক এল. টি. হবহাউস (Leonard Trelawny Hobhouse) দাসের সংজ্ঞা প্রদানে বলেন, “দাস হচ্ছে এমন একজন মানুষ আইন এবং প্রথা যাকে বিশুদ্ধ অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করে।” মানুষকে শোষণ ও নিয়ন্ত্রণে রাখার এ নিয়ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন শ্রেণিভিত্তিক সমাজব্যবস্থা। ঘৃণ্য এ প্রথা অনুযায়ী একজন দাস ছিল তার প্রভু বা মনিবের সম্পত্তি। মুক্ত বা স্বাধীন মানুষের মতো দাসদের কোনো অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিল না। পাশ্চাত্য সমাজেই (প্রাচীন গ্রিস, রোম, মধ্যযুগের আমেরিকার দক্ষিণের রাজ্যগুলো) দাসপ্রথার চরম রূপ বিদ্যমান ছিল। ভারতবর্ষে ও মধ্যপ্রাচ্যেও দাসপ্রথা ছিল। তবে এখানে দাসদের সাথে অমানবিক আচরণ তুলনামূলক কম করা হতো।
প্রশ্ন-৫. ভারতীয় সমাজে দাসব্যবস্থাকে 'Domestic Slavery' বলা হতো কেন?
উত্তর: বিশ্বের বিভিন্ন সমাজেই দাসপ্রথার প্রচলন ছিল। তবে বিভিন্ন সমাজের দাসব্যবস্থার মধ্যে পার্থক্য ছিল। প্রাচীন ভারতীয় সমাজেও দাসপ্রথার প্রচলন ছিল । তবে তা পাশ্চাত্যের দাসপ্রথার ন্যায় ছিল না। এদেশের দাসেরা সাধারণত গৃহকাজে নিয়োজিত ছিল। এদেরকে উৎপাদন কাজে ব্যবহার করা হতো না। আর্যদের আগমনের সময় ভারতে দাসব্যবস্থার পত্তন হয়। কিন্তু গ্রিক ও রোমান সমাজের মতো ভারতীয় দাসদের সাথে ততটা অমানবিক আচরণ করা হতো না। এদেরকে গৃহকাজেই বেশি ব্যবহার করা হতো। এজন্য ভারতীয় সমাজে দাসব্যবস্থাকে ‘Domestic Slavery' বলা হতো ।
প্রশ্ন-৬.এস্টেট প্রথা বলতে কী বোঝ? ব্যাখ্যা কর ।
উত্তর: সামাজিক স্তরবিন্যাসের যেসব ধরন রয়েছে তার মধ্যে এস্টেট প্রথা অন্যতম । এটা পশ্চিম ইউরোপের বিশেষ করে ফ্রান্সের সামন্ততান্ত্রিক রাষ্ট্রের অন্তর্গত একটি বিশেষ শ্রেণি। মধ্যযুগে ইউরোপে এস্টেটগুলোর তিনটি প্রধান বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। যেমন— ক. প্রত্যেক এস্টেটের একটি পদমর্যাদা ছিল যার অধিকার, কর্তব্য, সুযোগ-সুবিধা ও বাধ্যবাধকতা আইনসম্মত। খ. এস্টেটগুলোর মাধ্যমে ব্যাপক শ্রমবিভাজন প্রতিফলিত হয় এবং প্রতিটি এস্টেটের সুনির্দিষ্ট কতগুলো কর্তব্য ছিল । গ. সামন্ততান্ত্রিক এস্টেটসমূহ ছিল এক একটি রাজনৈতিক গোষ্ঠী ।
প্রশ্ন-৭. শ্রেণি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: শ্রেণি বলতে একই আয়, একই ধরনের সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বোঝায়। সাধারণ অর্থে শ্রেণি বলতে আমরা বুঝি এমন একটি জনসমষ্টিকে যাদের একটি সামাজিক অবস্থান বিদ্যমান এবং মোটামুটি একই ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে। শ্রেণি আপেক্ষিক অর্থে মুক্ত। এটা কোন বদ্ধ ব্যবস্থা নয়। তাই এক শ্রেণি ক্রমে অন্য শ্রেণিতে পরিণত হতে পারে। এটা বলার অপেক্ষা রাখে না যে শ্রেণির ভিত্তি হচ্ছে অর্থনৈতিক বা আয়ের বৈষম্য। তবে শ্রেণি বলতে অর্থনৈতিক গোষ্ঠীর চেয়ে অধিক আরও কিছু বোঝায়, যেমন— পদমর্যাদাভেদে শ্রেণির বিভিন্নতা ।
প্রশ্ন-৮. “সামাজিক শ্রেণি উন্মুক্ত ব্যবস্থা”— ব্যাখ্যা কর।
উত্তর: শ্রেণি অর্জিত সামাজিক অবস্থান বলে এটি একটি উম্মুক্ত ব্যবস্থা। সমাজে সুনির্দিষ্ট মর্যাদার অধিকারী ব্যক্তিবর্গের সমষ্টিই হচ্ছে শ্রেণি। সামাজিক পরিমাপে শ্রেণির অবস্থান মর্যাদার সাথে সম্পর্কযুক্ত। শ্রেণি মূলত আয়, ক্ষমতা, সম্পত্তি, পেশা, শিক্ষা ও বংশ মর্যাদার ওপর নির্ভর করে। ব্যক্তি নিজের কর্মদক্ষতার মাধ্যমে সামাজিক অবস্থা নির্ণয় করতে পারে । এ কারণেই মূলত শ্রেণিকে উন্মুক্ত ব্যবস্থা বলা হয় ।
প্রশ্ন-৯. সামাজিক মর্যাদা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর ।
উত্তর: কোনো সমাজের সদস্যের আয়, মর্যাদা, শিক্ষা, প্রতিপত্তি ও ক্ষমতার ভিত্তিতে ব্যক্তির যে সামাজিক অবস্থান তাই সামাজিক মর্যাদা। প্রখ্যাত সমাজবিজ্ঞানী টি. বি. বটোমোর বলেন, ‘মর্যাদার ভিত্তি হলো দ্রব্যসামগ্রীর ভোগ এবং জীবনযাত্রার ধরন কেমন সেটাই।' সমাজের মানুষের কাছে কোনো ব্যক্তির অবস্থান কেমন সেটাই তার মর্যাদা। সামাজিক মর্যাদা শ্রেণির ওপর নির্ভর করে।
প্রশ্ন-১০. আরোপিত ও অর্জিত মর্যাদা বলতে কী বোঝায়?
উত্তর: সমাজের মানুষের কাছে কোনো ব্যক্তির অবস্থান কেমন সেটাই তার মর্যাদা। সমাজ যখন ব্যক্তির গায়ের রং বা চেহারা, বংশ বা স্ত্রী-পুরুষ ভেদ ইত্যাদির ভিত্তিতে কাউকে মর্যাদা প্রদান করা হয় তখন তাকে আরোপিত মর্যাদা বলে ৷ আর সমাজ যখন ব্যক্তির কাজকর্ম, যোগ্যতা বা পারদর্শিতার ভিত্তিতে মর্যাদা প্রদান করে তখন তা হবে ব্যক্তির অর্জিত মর্যাদা। যেমন: শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ইত্যাদি অর্জিত মর্যাদার উদাহরণ ।
প্রশ্ন-১১. সামাজিক অসমতা বলতে কী বোঝায়?
[রা বো., ব. বো. ২২, রা. বো, ব. বো. ১৭]
উত্তর: সমাজস্থ কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর মধ্যে সাম্যের অভাবই সামাজিক অসমতা। অসমতা বলতে সমতার অভাবকে বোঝায় । মানুষের পদমর্যাদা, ক্ষমতা, সম্পদ, সুযোগ ইত্যাদির ক্ষেত্রে অসম ও অনাকাঙ্ক্ষিত পার্থক্যই হলো অসমতা। মানবসমাজ বিভিন্ন আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা বৈচিত্র্যময় বিষয়ের ভিত্তিতে বিভাজিত । মানবসমাজের এ বৈচিত্র্যপূর্ণ বিভাজন সমাজজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে লক্ষ করা যায়।
প্রশ্ন-১২. “বয়স সামাজিক অসমতার অন্যতম নির্ধারক”- ব্যাখ্যা কর।
উত্তর: বয়স সামাজিক অসমতার অন্যতম নির্ধারক কেননা বয়সভেদে সামাজিক অসমতা সৃষ্টি হয়। বয়সের ভিত্তিতে সমাজের মানুষকে শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধ— এই চারটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে। বয়সের ভিত্তিতে সৃষ্ট সামাজিক অসমতার সাথে সামাজিক মূল্যবোধের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। আমাদের সমাজে সাধারণত শিশু, কিশোর ও বৃদ্ধদের মতামতকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। অধিকাংশ সময় এ বৈষম্য বয়সের কারণেই সৃষ্টি হয়।
প্রশ্ন-১৩. “বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক অসমতা দেখা দেয়”— বুঝিয়ে লেখ।
উত্তর: বুদ্ধিমত্তা সামাজিক অসমতার অন্যতম নির্ধারক। কেননা বুদ্ধিমত্তা, জ্ঞান, ধীশক্তি এগুলোর ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে পার্থক্য নির্ণীত হয় এবং সামাজিক অসমতা দেখা দেয়। এরিস্টটলের মতে, জন্মগতভাবেই মানুষ প্রজ্ঞাবান প্রজ্ঞাহীন হয় এবং বুদ্ধিমত্তার এরূপ পার্থক্যের জন্যেই সমাজে দাস ও মনিবের সৃষ্টি হয়। প্লেটোর আদর্শ রাষ্ট্রে যে সামাজিক শ্রেণিসমূহের কথা বলা হয়েছে তা মূলত বুদ্ধিমত্তার পার্থক্য থেকেই সৃষ্ট।
প্রশ্ন-১৪. সামাজিক অসমতা নির্ণয়ের জৈবিক উপাদান বলতে কী বোঝ?
উত্তর: সামাজিক অসমতা নির্ধারকসমূহকে দুই ভাগে ভাগ করা যায় । যথা: জৈবিক বা প্রাকৃতিক উপাদান এবং সামাজিক উপাদান। জৈবিক বা প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে নারী-পুরুষের অসমতা, বয়স, জাতি, বর্ণগত, নরগোষ্ঠীগত, বংশ মর্যাদাগত ইত্যাদি উপাদানগুলো উল্লেখযোগ্য। জৈবিক উপাদান মানুষের মধ্যে এমনি এমনিভাবে আসে। এগুলো মানুষ ইচ্ছা করলে বাদ দিতে বা পরিবর্তন করতে পারে না। কেননা সমাজে বসবাসকারী মানুষই এসব জৈবিক উপাদানকে মূল্যায়ন করে ।
প্রশ্ন-১৫. “লিঙ্গ সামাজিক অসমতার অন্যতম নির্ধারক বা উপাদান”— ব্যাখ্যা কর ।
উত্তর: নারী ও পুরুষের মধ্যে জীববিজ্ঞানের নিয়মে যে পার্থক্য তাকে লিঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়। এ লিঙ্গ পার্থক্যের জন্যেই মানবজাতির দুই অংশের একটি পুরুষ এবং অপরটি নারী। প্রাকৃতিক কারণে এই অসমতার উদ্ভব হলেও সমাজজীবনের ক্ষেত্রে এর একটি সুদূরপ্রসারী প্রভাব রয়েছে । পুরুষ ও নারীর লিঙ্গ ভেদাভেদের দোহাই দিয়ে সমাজ নারী ও পুরুষের কাজের ক্ষেত্রে পার্থক্য তৈরি করে পুরুষ প্রাধান্য সৃষ্টি করে। ধীরে ধীরে পুরুষশাসিত সমাজের উদ্ভব হয়। পুরুষরা হয়ে পড়ে নারীর অভিভাবক এবং নারীর সকল কাজের কৈফিয়ত গ্রহণকারী । তাই বলা যায়, লিঙ্গ সামাজিক অসমতার অন্যতম নির্ধারক বা উপাদান ।
প্রশ্ন-১৬. সামাজিক বৈষম্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিক বৈষম্য বলতে প্রাতিষ্ঠানিক অসমতাকেই বোঝায়। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে বসবাসরত দুই বা ততোধিক জনগোষ্ঠীর মর্যাদা, শ্রেণি, বর্ণপ্রথা এবং লিঙ্গের ভিত্তিতে একে অন্যের থেকে ভিন্ন হয়। যখন একটি গোষ্ঠীর সাথে অন্য একটি গোষ্ঠীর তুলনা করা হয় তখন তাদের মাঝে সুযোগ-সুবিধা, দান-অনুদান, বিধিনিষেধ ও নৈতিকতার ভিত্তিতে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকেই সামাজিক বৈষম্য বলে ।
প্রশ্ন-১৭. জেন্ডার বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর: জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী-পুরুষের পরিচয়, সামাজিকভাবে নির্ধারিত নারী-পুরুষের মধ্যকার সম্পর্ক, সমাজ কর্তৃক আরোপিত নারী-পুরুষের ভূমিকা যা পরিবর্তনীয়নারী ও পুরুষ সম্বন্বীয় মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিকবোধ হচ্ছে জেন্ডার, যা স্থান কালভেদে পরিবর্তিত হয় । সমাজে নারী ও পুরুষের কার কী রকম পোশাক-পরিচ্ছদ হবে, কে কী রকম আচার-আচরণ করবে, আশা-আকাঙ্ক্ষা-প্রত্যাশা কার কী রকম হবে তা প্রকাশ করে জেন্ডার । এছাড়াও জেন্ডার সমাজে একজন নারী বা একজন পুরুষের ভূমিকা কী তা নির্ধারণ করে ।
প্রশ্ন-১৮. “জেন্ডার ধারণা শ্রমমূল্য এবং চাকরিক্ষেত্রে বৈষম্য তৈরি করে”– বুঝিয়ে লেখ ।
উত্তর: বাংলাদেশের মতো দেশসমূহে জেন্ডার বিশেষে শ্রমিকের শ্রমমূল্যের ক্ষেত্রে পার্থক্য দেখা যায় ।
আমাদের সমাজে বিভিন্ন পেশায় মেয়েরা পুরুষের তুলনায় কমমূল্যে কাজ করে থাকে। বাংলাদেশে চাকরির ক্ষেত্রেও জেন্ডার বৈষম্য চোখে পড়ে। পিতৃতান্ত্রিক সমাজ হওয়ায় সকল কর্মক্ষেত্রে পুরুষরা বেশি অগ্রাধিকার পায়। এছাড়া অনেক কাজে মেয়েদের নিরুৎসাহিত করা হয় । যেমন: নিরাপত্তাকর্মী, নৈশ প্রহরী, ড্রাইভার ইত্যাদি পেশায় নারীদের অংশগ্রহণ খুব কম ।
প্রশ্ন-১৯. জেন্ডার ধারণাটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ— ব্যাখ্যা কর।
[সকল বোর্ড ১৬]
উত্তর: টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে জেন্ডারগত সাম্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলেই জেন্ডার ধারণাটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যয় হিসেবে বিবেচিত। আধুনিক সভ্য সমাজে জেন্ডার বৈষম্যের অর্থনৈতিক বিশ্লেষণ থেকে এটা বেরিয়ে আসে যে, নারী ও পুরুষ উভয়ের অর্থনৈতিক মূল্য এখন বৃদ্ধি পেয়েছে। আর জেন্ডার সমতা অবধারিতভাবে লাগাতার প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। এ কারণে প্রায় সকল সভ্য সমাজেই এখন জেন্ডার সমতা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে জেন্ডার প্রত্যয়ের যুগোপযোগী ব্যাখ্যা ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
প্রশ্ন-২০. জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট জন্মগত বৈষম্যের ধারণা দাও।
উত্তর: জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী-পুরুষের পরিচয়। জেন্ডারের ভিত্তিতে সৃষ্টি হয় নানাবিধ সামাজিক বৈষম্য। জন্মগত বৈষম্য সেগুলোর মধ্যে অন্যতম। পিতৃতান্ত্রিক সমাজে জন্ম নেওয়া সন্তানের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য চোখে পড়ে। যেমন একটি পুত্র সন্তান হলে তারা যেরূপ আনন্দচিত্তে ও আগ্রহভরে তাকে নিয়ে নানান রঙিন স্বপ্ন দেখে, একটি কন্যা সন্তান হলে তাদের মধ্যে সেই আনন্দ ও আগ্রহ দেখা যায় না। বরং তারা মনে কষ্ট পায় এবং কন্যাটির ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনায় পড়ে ।
প্রশ্ন-২১. বয়স বৈষম্যবাদ বলতে কী বোঝায়?
উত্তর: বয়স বৈষম্যবাদ বলতে কেবল বয়সের কারণে কোনো বয়স গোষ্ঠী বা তার কোনো সদস্যের প্রতি নেতিবাচক ধ্যান- ধারণা বা মনোভাবপোষণ ও বৈষম্যমূলক আচরণ করাকে বুঝায়। বয়স বিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণদেরকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য বলে মনে করে। তাদেরকে বিচ্ছিন্ন, নির্ভরশীল, আবেগীয় দিক থেকে অস্থিতিশীল এবং দুর্বলচিত্তের অধিকারী বলে গণ্য করে । আর এ ধরনের মনোভাব থেকেই প্রবীণদের প্রতি বৈষম্যমূলক আচরণ তৈরি হয় ।
প্রশ্ন-২২. “অবসর গ্রহণ হচ্ছে বার্ধক্যের একটি স্বাভাবিক পরিণতি”—অবসর গ্রহণ তত্ত্বের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: অবসর গ্রহণ তত্ত্বের উদ্ভাবক কামিং এবং হেনরি। এ তত্ত্বে তারা বলেন— বয়োবৃদ্ধির প্রক্রিয়ায় মানুষ যতই বার্ধক্যের দিকে এগিয়ে চলে ততই ক্রমে তার যুব বয়স তথা মধ্যবয়সের সামাজিক কাজকর্ম কমিয়ে দেয় এবং অনেক কাজই ধীরে ধীরে বাদ দিয়ে অবসর নিতে থাকে । পাশাপাশি ঐ ব্যক্তি নিজেকে নিয়ে বা নিজের একান্ত সমস্যাবলি নিয়েই ভাবতে শুরু করে । কামিং এবং হেনরির যুক্তি হলো, যেহেতু বার্ধক্যে পৌঁছলে মানুষ ক্রমেই মৃত্যু সম্পর্কে ভাবতে শুরু করে এবং যেহেতু তাদের কর্মশক্তি কমে আসে এবং তাদের কাজের কাঙ্ক্ষিত সাফল্যে ভাটা পড়তে থাকে; ফলে সে আস্তে আস্তে বিভিন্ন কাজ থেকে অবসর গ্রহণ করে । অর্থাৎ অবসর গ্রহণ হচ্ছে বার্ধক্যের একটি স্বাভাবিক পরিণতি ।
প্রশ্ন-২৩. সক্রিয়তা তত্ত্বটি ব্যাখ্যা কর।
উত্তর: সক্রিয়তা তত্ত্ব অনুযায়ী যখন প্রবীণেরা তাদের সামাজিক ভূমিকা ও কাজকর্ম পরিত্যাগ করেন তখন তারা নিজেদেরকে কোথাও যেন হারিয়ে ফেলার বেদনা বুঝতে থাকেন, তারা নিজেদের ‘বহিষ্কৃত’ ভেবে মনে মনে আহত হন এবং নিজের অস্তিত্ব হারাতে বসেন। তারা যাতে মানসিক শক্তি হারিয়ে দুর্বল না হন এবং নিজেদের অস্তিত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতে পারেন, সেজন্য তাদেরকে অবসর গ্রহণের বিপরীত কাজটি করতে হবে । অর্থাৎ তারা অবশ্যই Re-engage বা পুনরায় কর্মজগতে অনুপ্রবেশ করবেন এবং নিজেদের কর্মময় জীবন ফিরিয়ে আনবেন ।
প্রশ্ন-২৪. প্রবীণের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সম্পর্কে ধারণা দাও ।
উত্তর: পৃথিবীর অধিকাংশ সমাজে প্রবীণের প্রতি বৈষম্যমূলক আচরণের বড় ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হলো নির্দিষ্ট একটি বয়সে বাধ্যতামূলক অবসর প্রদান । বাধ্যতামূলক অবসর প্রদানের যুক্তি হলো বাধকে কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়; প্রবীণদের অবসর প্রদান করলে নবীনদের জন্যে কর্মক্ষেত্র সৃষ্টির সুযোগ ঘটে। আমাদের মতো সমাজের ক্ষেত্রে দ্বিতীয় যুক্তিটি গ্রহণযোগ্য হলেও প্রথম যুক্তিটি কোনো সমাজেই সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। কেননা কতিপয় নবীনের চেয়ে কতিপয় প্রবীণের কর্মক্ষমতা বরং বেশিই হতে পারে । অন্তত সমানতো বটেই ।
প্রশ্ন-২৫. সামাজিক নিরাপত্তার ধারণাটি বুঝিয়ে বল।
[কু. বো., ব. বো. ১৯]
উত্তর: সামাজিক নিরাপত্তা বলতে এমন এক ধরনের প্রতিরক্ষামূলক অর্থনৈতিক কর্মসূচিকে বোঝায় যা আধুনিক সমাজে অদৃষ্টপূর্বক এবং বিপর্যয়মূলক পরিস্থিতিতে সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। ব্যক্তি যে সমাজে বসবাস করে সেই সমাজের উচিত দেশের বাসিন্দা হিসেবে তার সকল সুযোগ-সুবিধাদি তৈরি ও তাকে সরবরাহ করা । সামাজিক নিরাপত্তা সরকারের সেই কার্যকরী কর্মসূচিকে নির্দেশ করে, যা খাদ্য ও বাসস্থানের জন্য পর্যাপ্ত সম্পদ সরবরাহের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করে ।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.“সামাজিক স্তরবিন্যাস বলতে মর্যাদা অনুযায়ী স্তরবিভাগকে বোঝায়”— উক্তিটি কার ?
ক. ম্যাকাইভার ও পেজের
খ পিতিরিম এ. সরোকিনের
গ. মেরিলের
ঘ. ডেভিস ও মুরের
উ: ক
২. অগবার্ন এবং নিমকফ সামাজিক স্তরবিন্যাসকে কী বলে আখ্যা দিয়েছেন?
ক. নিয়ন্ত্রিত অসাম্য
খ. অনিয়ন্ত্রিত অসাম্য
গ. কাল্পনিক অসাম্য
ঘ.যৌক্তিক অসাম্য
উ: ক
৩.সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তরবিন্যাসের কয়টি প্রধান রূপের কথা উল্লেখ করেন ?
ক. পাঁচটি
খ. চারটি
গ. তিনটি
ঘ. দুইটি
উ: খ
১২. মর্যাদা প্রধানত কত প্রকার?
ক. ২
খ.৩
গ.৪
ঘ. ৫
উ: ক
১৩. “মর্যাদার ভিত্তি হলো দ্রব্যসামগ্রীর ভোগ এবং জীবনযাত্রার ধরন কেমন সেটাই” – উক্তিটি কার?
ক. ম্যাক্স ওয়েবার
খ. বটোমোর
গ. ড্রেসলার
ঘ. র্যাডক্লিফ ব্রাউন
উ: খ
১৪. ম্যাক্স ওয়েবার-এর মতে ক্ষমতা কয় ধরনের?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
উ: ক
১৫. সমাজবিজ্ঞানী ডেভিস ও ম্যুর সামাজিক স্তরবিন্যাসের কোন তত্ত্ব প্রদান করেন?
ক. ক্রিয়াবাদী তত্ত্ব
খ.দ্বন্দ্ববাদী তত্ত্ব
গ. সাম্যবাদী তত্ত্ব
ঘ. মানবতাবাদী তত্ত্ব
উ: ক
৪. দাসদের উৎপাদনের হাতিয়ার হিসেবে বিবেচনা করেছেন কে?
ক. এরিস্টটল
খ. ম্যাক্স ওয়েবার
গ. কার্ল মার্কস
ঘ. এমিল ডুর্খেইম
উ: ক
৫. দাসপ্রথার আদর্শ নমুনা কোন সমাজে পাওয়া যায়?
ক. ভারতীয় সমাজে
খ. রোমান সমাজে
গ. গ্রিক সমাজে
ঘ. মিশরীয় সমাজে
উ: গ
১৬. সামাজিক অসমতা কী?
ক. ব্যক্তির সাথে ব্যক্তির ভিন্নতা
খ. ব্যক্তির মর্যাদার অসম অবস্থান
গ. ব্যক্তির মর্যাদার ক্রমোচ্চ অবস্থান
ঘ. ব্যক্তির মর্যাদার পরিবর্তন
উ: খ
৬. কোথাকার দার্শনিকরা দাসপ্রথা তুলে দিতে গুরুত্বপূর্ণভূমিকা রাখেন?
ক. গ্রিসের
খ. রোমের
গ. ভারতের
ঘ. দ. আমেরিকার
উ: খ
১৭. সামাজিক অসমতার নির্ধারকসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
ক.দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উ: ক
৭. নিবয়ের দাস প্রথাকে কী বলে যুক্তি দেন?
ক. অর্থ ব্যবস্থা
খ. শিল্প ব্যবস্থা
গ. উৎপাদন ব্যবস্থা
ঘ. বিনিয়োগ ব্যবস্থা
উ: খ
৮. সামন্ত সমাজে কারা বিচারের জন্য কোনো ধরনেরঅভিযোগ করতে পারত না?
ক. পুঁজিপতি শ্রেণি
খ.ভূমিদাস শ্রেণি
গ. অভিজাত শ্রেণি
ঘ. যাজক শ্রেণি
উ: খ
৯. এস্টেটগুলোর মধ্যে পার্থক্যের অন্যতম ভিত্তি কী ছিল?
ক. উৎপাদন কৌশলের ভিন্নতা
খ. কৃষি বা বাণিজ্যনীতির ভিন্নতা
গ. ভূমিদাসদের অত্যাচার ও শাস্তির ভিন্নতা
ঘ. রাষ্ট্রীয় আইন কানুনের ভিন্নতা
উ: ক
১০. সামাজিক স্তরবিন্যাসের জৈবিক উপাদান কোনটি?
ক. ক্ষমতা
খ. মর্যাদা
গ. মেধা
ঘ. শিক্ষা
উ: গ
১১. জাতিবর্ণ ব্যবস্থাকে স্থবির সামাজিক গোষ্ঠী বিভাজন ব্যবস্থা বলা হয় কেন?
ক. অন্তর্গোত্র বিবাহ করতে হওয়ায়
খ. পৈত্রিক পেশা গ্রহণ করতে হয়
গ. বিশেষ পোশাক পরিধান করায়
ঘ. বিশেষ আচার-অনুষ্ঠান পালন করতে হয়
উ: ক
১৮. জমির ও সখিনা একই ধরনের কাজ করলেও জমির সখিনার চেয়ে বেশি মজুরি পেয়ে থাকে। এক্ষেত্রে কোন বৈষম্য পরিলক্ষিত হয়?
ক. শিক্ষাক্ষেত্রে বৈষম্য
খ. জন্মগত বৈষম্য
গ. খাদ্য পরিবেশনে বৈষম্য
ঘ. শ্রমমূল্যে বৈষম্য
উ: ঘ
১৯. জেন্ডার সম্পর্কিত আলোচনার অতি সাম্প্রতিক সংযোজন কোনটি?
ক. সমাজতান্ত্রিক নারীবাদ
খ. পরিবেশ নারীবাদ
গ. কৃষ্ণ নারীবাদ
ঘ. উত্তর আধুনিকতাবাদী নারীবাদ
উ: খ
২০. কত সালে সর্বপ্রথম পরিবেশ নারীবাদ শব্দটি ব্যবহার করাহয়?
ক. ১৯৪৭
খ. ১৯৬৪
গ. ১৯৭৪
ঘ. ১৯৮৪
উ: গ
২১. কীসের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে কৃষ্ণ নারীবাদের সূচনা হয়?
ক. বয়স বৈষম্যবাদ
খ. ধৰ্মীয় গোঁড়ামি
গ. সামাজিক অসমতা
ঘ. বর্ণবাদ ও যৌনবাদ
উ: ঘ
২২. কোন নারীবাদের মতে, পুরুষ নারীকে পরিকল্পিত পদ্ধতি অনুসারে জীবনের প্রতিটি ক্ষেত্রে শোষণ করে?
ক. সমাজতান্ত্রিক নারীবাদ
খ. উত্তর আধুনিকতাবাদী নারীবাদ
গ. চরমপন্থি নারীবাদ
ঘ. উদারপন্থি নারীবাদ
উ: ক
২৩. বয়সের ভিত্তিতে সমাজের মানুষকে কয়ভাগে বিভক্ত করা হয়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উ: গ
২৪. প্রবীণদের উপসংস্কৃতি গড়ে তোলার কারণ কী?
ক. সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করা
খ. মানসিক প্রশান্তি দান
গ. কর্মতৎপরতা বাড়ানো
ঘ. সামাজিক স্বীকৃতি দান
উ: গ
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর
২৫. উঁচু-নিচু সামাজিক স্তরবিন্যাসের ভিত্তি হলো—
i. সুযোগ-সুবিধার অসম বণ্টন
ii. দায়িত্ব ও কর্তব্যের অসম বণ্টন
iii. ক্ষমতা ও প্রতিপত্তির অসম বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ.i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
২৬. এরিস্টটলের দৃষ্টিতে দাসপ্রথা থাকার যুক্তি হলো—
i. মনিব শ্রেণির সেবার জন্যে দাস প্রয়োজন
ii. অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করার জন্যে দাস প্রয়োজন
iii. মনিব শ্রেণি সমাজের মঙ্গল চিন্তার সুযোগ পাবে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ.i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
২৭. এস্টেটভুক্ত মানুষের যে সব বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত ছি
i. অধিকার ও কর্তব্য
ii. সম্মান ও মর্যাদা
iii. সুযোগ ও দায়িত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ.i ও iii
ঘ.i, ii ও iii
উ: ক
২৮. শ্রেণি সম্পর্কে মার্কসের মূল গবেষণার ক্ষেত্র ছিল—
i. বুর্জোয়া শ্রেণির উদ্ভব ও পুঁজিবাদের সূচনা
ii. সর্বহারা শ্রেণির উদ্ভব ও তাদের সংগঠিত হওয়া
iii. পুঁজিপতিদের সঙ্গে সর্বহারা শ্রেণির দ্বন্দ্ব নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ.i ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
২৯. জেন্ডার হলো -
i. নারী-পুরুষের লৈঙ্গিক পার্থক্য
ii. কাজের পার্থক্য
iii. অবস্থানের পার্থক্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: গ
৩০. জেন্ডার বৈষম্যের প্রভাবে সমাজে-
i.নারী নির্যাতন বৃদ্ধি পায়
Ii. মানবাধিকার লঙ্ঘিত হয়
iii. সামাজিক উন্নয়ন ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ.i ও iii
গ. ii ও iii
ঘ.i, ii ও iii
উ: ঘ
৩১. সমাজে যেসব উক্তির মাধ্যমে জেন্ডার ধারণার প্রতিফলন ঘটে তা হলো—
i. নারী সন্তান ধারণ করে
ii. রান্নাবান্না নারীদের কাজ
iii. পুরুষদের সাহসী হতে হয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ.ii ও iii
গ.i ও iii
ঘ.i, ii ও iii
উ: খ
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলো করার জন্যে মেধাবী লোক প্রয়োজন । এছাড়া তাদের জন্যে উন্নততর প্রশিক্ষণের প্রয়োজন হয়। তারা সমাজের অন্যান্যদের তুলনায় বেশি খ্যাতি, বেতন, অবসর ইত্যাদির দাবিদার। তাছাড়া সমাজে উঁচু শ্রেণিতে তাদের স্থান হয়।
৩২. উক্ত বিষয়টিতে সামাজিক স্তরবিন্যাসের কোন তত্ত্বের প্রতিফলন ঘটেছে?
ক. ক্রিয়াবাদী তত্ত্বের
খ. দ্বন্দ্বমূলক তত্ত্বের
গ. প্রতিশোধমূলক তত্ত্বের
ঘ. নিবারণমূলক তত্ত্বের
উ: ক
৩৩. উক্ত তত্ত্বের তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে—
i সমাজের সীমিত সংখ্যক লোক মেধাবী
ii. মেধাভিত্তিক প্রশিক্ষণ ব্যক্তিকে পুরস্কার উপযোগী করে
iii. ব্যক্তির সাথে ব্যক্তির পার্থক্য প্রাকৃতিক নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ.i, ii ও ii
উ: ঘ
বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
৩৪. ভূমিদাস সামাজিক স্তরবিন্যাসের কোন প্রকরণের অন্তর্ভুক্ত?
[সকল বোর্ড ১৯]
ক. দাসপ্রথা
খ. এস্টেট
গ. জাতিবর্ণ
ঘ. সামাজিক শ্রেণির মর্যাদা
উ: খ
৩৫. অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে?
[সকল বোর্ড ১৭]
ক. ফ্রান্সে
খ. জার্মানিতে
গ. ইটালিতে
ঘ. ইংল্যান্ডে
উ: ঘ
৩৬. দাস ব্যবস্থায় কয়টি শ্রেণি বিদ্যমান?
[সকল বোর্ড ২২]
ক. ২
খ. ৩
গ. 8
ঘ. ৫
উ: ক
৩৭. জাতিবর্ণের একটি বৈশিষ্ট্য হচ্ছে-
[সকল বোর্ড ২২ ১৯]
ক. জন্মসূত্রে সদস্যপদ লাভ
খ. একই রকম আয়
গ. একই রকম সামাজিক মর্যাদা
ঘ. একই এলাকায় বসবাস
উ: ক
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
গতবার পূজায় উচ্চবংশের রবিন তার বন্ধু নিম্নবংশের সাধন কর্মকারকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যায়। রবিনের মা পূজা উৎসবে বাড়িতে সাধনের আসার বিষয়টিকে ভালভাবে নিতে পারেননি। একপর্যায়ে তিনি রবিনকে ডেকে বললেন, তুমি সাধনকে পূজায় নিমন্ত্রণ না করলেও পারতে।
[সকল বোর্ড '২১’সকল বোর্ড ২১: ১৬]
৪৬. উদ্দীপকে রবিনের মার মানসিকতা সামাজিক স্তরবিন্যাসের কোন প্রকরণকে ইঙ্গিত দেয়?
ক. এস্টেট প্রথা
খ. দাস প্রথা
গ. জাতি-বর্ণ প্রথা
ঘ. সামাজিক শ্রেণি
উ: গ
৪৭.উক্ত প্রকরণটির বৈশিষ্ট্য হল—
.i.এই প্রথায় অন্তর্বিবাহ স্বীকৃত
ii.এই প্রথায় মর্যাদার পরিবর্তন সম্ভব
iii. এটা একটা পেশাভিত্তিক গোষ্ঠী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
৩৮. 'Casta' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ইংরেজি
খ. রোমান
গ. স্প্যানিশ
ঘ. গ্রিক
উ: গ
৩৯. ভারতীয় হিন্দু সমাজে জাতিবর্ণের ধরন কয়টি?
ক. ৩
খ. 8
গ. ৫
ঘ. ৬
উ: খ
৪০. একই আয় ও সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বলে—
[সকল বোর্ড ১৮; ১৫]
ক.জাতি
গ. শ্রেণি
খ. পরিবার
ঘ. সম্প্রদায়
উ: গ
৪১. শ্রেণি বলতে কী বোঝায়?
[সকল বোর্ড ১৬]
ক. একই বংশোদ্ভূত জনগোষ্ঠী
খ. একই আয় ও সুবিধাভোগী জনগোষ্ঠী
গ. একই এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী
ঘ. একই অফিসে কর্মরত জনগোষ্ঠী
উ: খ
৪২. সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্বটি দেন—
[সকল বোর্ড ১৬]
ক. ডেভিস ও মুর
খ. পারসন্স
গ. স্মেলসার
ঘ. কার্ল মার্কস
উ: ক
৪৩. দাসদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হচ্ছে—
[সকল বোর্ড ১৭]
i.দাসরা মনিবের অধীন
ii. জন্মগতভাবে পেশা নির্ধারিত
iii. রাজনৈতিক অধিকার ছিলনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৪৪.এস্টেট প্রথায় সামাজিক শ্রেণি বলতে –
[সকল বোর্ড ২১]
i. ভূমি মালিক বা অভিজাত শ্রেণি
ii. যাজক শ্রেণি
iii. ভূমিদাস শ্রেণি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৪৫. সমাজে প্রবীণরা অনেক সময় অবহেলার শিকার হন, এর মূল কারণ –
[সকল বোর্ড ১৫]
i. প্রবীণদেরকে অনুৎপাদনশীল ও অক্ষম মনে করা হয়
ii. প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতা বেশি থাকে
iii. কর্মদক্ষতা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ : গ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ভাইয়ের তুলনায় মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক সংকটের কারণে ঋতুর বাবা ঋতুর পড়ালেখা বন্ধ করে দেন । কিন্তু তার ভাইয়ের পড়ালেখা চালিয়ে যান।
[সকল বোর্ড ২১]
৪৮. উদ্দীপকে কোন ধরনের সামাজিক অসমতা লক্ষ করা যায়?
ক. বয়সভিত্তিক
খ. লিঙ্গভিত্তিক
গ. ক্ষমতাভিত্তিক
ঘ. মেধাভিত্তিক
উ: খ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আঃ রহিম মিঞা বাজিতপুর গ্রামের বাসিন্দা। তাদের গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে। কেউ চাকুরীজীবী, কেউ কৃষিজীবী, কেউ আবার মৎস্যজীবী।
[সকল বোর্ড ১৮]
৪৯. আঃ রহিম মিঞার গ্রামের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
ক. সমাজকাঠামোর
খ. সামাজিক স্তরবিন্যাসের
গ.অর্থনৈতিক ব্যবস্থার
ঘ. উৎপাদন ব্যবস্থার
উ: খ
৫০. উক্ত বিষয়ের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায়—
i.মাত্রায় অভিন্ন
ii. সর্বজনীন
iii. সামাজিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও ii
উ: খ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫১ ও ৫২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশোনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসা করে শহরে গাড়ি বাড়ির মালিক হন ।
[সকল বোর্ড ২২:১৮]
৫১. অলকের পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?
ক. জাতিবর্ণ প্রথা
খ. শ্রেণি মর্যাদা
গ. সামাজিক শ্রেণি
ঘ. সামাজিক স্থিতিশীলতা
উ: ক
৫২. রহমতের মর্যাদা এখানে-
i.আরোপিত
ii. অর্জিত
iii. বংশভিত্তিক নয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ.i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: গ
নিচের উদ্দীপকটি পড়ে ৫৩ ও ৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সুবোল ও মুহিদ দুই বন্ধু। একদিন স্কুলে যাওয়ার পথে, মুহিদ সুবোলের বাড়িতে ঢুকে সুবোলকে খোঁজ করে। একপর্যায়ে মুহিদ দেখে যে সুবোল রান্নাঘরে ভাত খাচ্ছে। মুহিদ রান্না ঘরে ঢুকতে চাইলে, সুবোলের কাজের মহিলা রান্নাঘরে ঢুকতে নিষেধ করে।
[সকল বোর্ড ১৫]
৫৩. উদ্দীপকে সুবোলের কাজের মহিলার মনোভাব সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনকে ইঙ্গিত করে?
ক. দাস প্রথা
খ. এস্টেট প্রথা
গ. জাতিবর্ণ প্রথা
ঘ.সামাজিক শ্রেণি
উ: গ
৫৪. উক্ত ধরনটির বৈশিষ্ট্য হলো—
i.এই প্রথা ক্রমোচ্চভাবে সজ্জিত
Ii. সদস্যপদ জন্মসূত্রে প্রাপ্ত
iii.সদস্যপদ পরিবর্তনশীল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ.ii ও iii
গ.i ও iii
ঘ.i, ii ও iii
উ: ক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url