এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন



পেজ সূচিপত্র :অধ্যায়-৫ সামাজিক প্রতিষ্ঠান  

এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Sociology 1st paper100% Common Suggestion-2023

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. সামাজিক প্রতিষ্ঠান কী?

উত্তর: সমাজে বসবাসকারী ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপই হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান।

প্রশ্ন-২. সমাজের চালিকা শক্তি কোনটি?

উত্তর: সমাজের চালিকা শক্তি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান ।

প্রশ্ন-৩.সকল সামাজিক প্রতিষ্ঠানের মূল কাজ কী?

উত্তর: সকল সামাজিক প্রতিষ্ঠানের মূল কাজ সমাজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ।

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

প্রশ্ন-৪. সমাজস্থ ব্যক্তিবর্গের প্রয়োজন পূরণের তাগিদে কোনটির উদ্ভব হয়?

উত্তর: সমাজস্থ ব্যক্তিবর্গের প্রয়োজন পূরণের তাগিদে সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়।

৫.বিবাহ কী? 

উত্তর: স্বামী-স্ত্রীর মধ্যে বৈধ যৌনাচার, সন্তান উৎপাদন ও লালন পালনের জন্য ধর্মের অনুমোদন এবং আইনের সমর্থনে যে চুক্তি হয় সেটাই বিবাহ ।

প্রশ্ন-৬. বহুবিবাহ কী?

 [ঢা. বো, ম. বো., দি. বো., কু. বো., চ. বো, সি. বো., য. বো. ২২]

উত্তর: একজন পুরুষের সাথে যখন একাধিক নারী কিংবা একজন নারীর সাথে যখন একাধিক পুরুষের বিবাহ সংঘটিত হয় তখন তাকে বহুবিবাহ বলে ।

প্রশ্ন-৭. The History of Human Marriage' বইটি কার লেখা?

 [কু. বো., ব. বো. ১৯]

উত্তর: ‘The History of Human Marriage' বইটি ফিনল্যান্ডের সমাজবিজ্ঞানী এডওয়ার্ড ওয়েস্টারমার্কের লেখা। . বিবাহের প্রকারভেদ ও রীতি

প্রশ্ন-৮.পাত্র-পাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ কয় প্রকার?

উত্তর: পাত্র-পাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ তিন প্রকার ।

প্রশ্ন-৯.বর্তমানে কোন বিবাহ সর্বজনস্বীকৃত ও সর্বাধিক জনপ্রিয়?

উত্তর: বর্তমানে সর্বজনস্বীকৃত ও সর্বাধিক জনপ্রিয় একক বিবাহ

প্রশ্ন-১০.অনুলোম বিবাহ কী?

উত্তর: যখন উচ্চবংশজাত পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্নশ্রেণির কন্যার বিবাহ হয়, তখন এ ধরনের বিবাহকে অনুলোম বিবাহ বলে ।

প্রশ্ন-১১.প্রতিলোম বিবাহ কী?

উত্তর: যখন নিম্ন বংশজাত পাত্রের সাথে অপেক্ষাকৃত উচ্চজাত বংশের কন্যার বিবাহ হয়, তখন তাকে প্রতিলোম বিবাহ বলা হয় ।

প্রশ্ন-১২.লেভিরেট বিবাহ কী? 

[রা. বো, ব. বো. ২২]

উত্তর: মৃত স্বামীর যেকোনো ভাইয়ের সাথে বিধবা নারীর বিবাহকে লেভিরেট বিবাহ রীতি বলা হয়।

প্রশ্ন-১৩.সরোরেট বিবাহ কী?

উত্তর: মৃত স্ত্রীর বোনকে বিবাহ করাই হচ্ছে সরোরেট বিবাহ।

প্রশ্ন-১৪.প্যারালাল কাজিন বিবাহ কী?

উত্তর: চাচাতো ভাইবোন অথবা খালাতে ভাইবোনের মধ্যে বিবাহকে বলা হয় প্যারালাল কাজিন বিবাহ।

প্রশ্ন-১৫.পাত্র-পাত্রীদের নির্বাচনের ভিত্তিতে বিবাহ কত প্রকার?

উত্তর: পাত্র-পাত্রীদের নির্বাচনের ভিত্তিতে বিবাহ কত প্রকার দুই প্রকার ।

প্রশ্ন-১৬.বিবাহের সামাজিক উদ্দেশ্য কী?

উত্তর: বিবাহের সামাজিক উদ্দেশ্য পরিবার প্রতিষ্ঠা করা।

প্রশ্ন-১৭, ব্যক্তির সামাজিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে কোন সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ?

উত্তর: ব্যক্তির সামাজিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে বিবাহের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।

প্রশ্ন-১৮. ব্যক্তির সাথে সমাজের অপরাপরদের আত্মিক সম্পর্ক গড়ে তোলে কোন সামাজিক প্রতিষ্ঠান?

 উত্তর: বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠান ব্যক্তির সাথে সমাজের অপরাপরদের আত্মিক সম্পর্ক গড়ে তোলে ।

প্রশ্ন-১৯. ইংরেজি ‘Family' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে?

উত্তর: ইংরেজি ‘Family' শব্দটি ল্যাটিন ‘Familia' শব্দ থেকে এসেছে।

প্রশ্ন-২০.পরিবার কাকে বলে?

[ঢা. বো.. ম. বো.. দি. বো., কু. বো., চ. বো, সি. বো, য. বো. ২২, ঢা বো., রা. বো., দি. বো, চ. বো, সি. বো, য. বো. ১৯]

 উত্তর: পরিবার বলতে বিবাহ বন্ধনের মাধ্যমে একজন পুরুষ ও এক জন নারীর যৌথভাবে বসবাস করার একটি সামাজিক সংগঠনকে বোঝায় ৷

প্রশ্ন-২১. কার্ল মার্কস প্রদত্ত পরিবারের সংজ্ঞাটি লেখ ।

উত্তর: জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস বলেন, “পরিবার হলো এমন একটি সামাজিক গোষ্ঠী যার সদস্যরা একত্রে বসবাস করে এবং একত্রে অর্থনৈতিক কাজকর্মে যোগ দেয়।”

প্রশ্ন-২২. মানব সভ্যতা বিকাশের প্রতিটি পর্যায়ে কোন সামাজিক প্রতিষ্ঠানের অস্তিত্ব লক্ষ করা যায়?

উত্তর: মানব সভ্যতা বিকাশের প্রতিটি পর্যায়ে পরিবার নামক সামাজিক প্রতিষ্ঠানের অস্তিত্ব লক্ষ করা যায়।

 প্রশ্ন-২৩. মানুষের সমাজবদ্ধ জীবনের সর্বজনীন রূপ কোনটি?

উত্তর: মানুষের সমাজবদ্ধ জীবনের সর্বজনীন রূপ হচ্ছে পরিবার।

প্রশ্ন-২৪. বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে কোনটি?

উত্তর: বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে পরিবার।

প্রশ্ন-২৫. সমাজের গুরুত্বপূর্ণ সংগঠনসমূহের মধ্যে সংঘ হিসেবে সবচেয়ে স্বল্পস্থায়ী ও পরিবর্তনশীল কোনটি? 

উত্তর: সমাজের গুরুত্বপূর্ণ সংগঠনসমূহের মধ্যে সংঘ হিসেবে সবচেয়ে স্বল্পস্থায়ী ও পরিবর্তনশীল হচ্ছে পরিবার।

প্রশ্ন-২৬. পরিবারের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলোকে কয়টি ধারায় ভাগ করা হয়? 

উত্তর: পরিবারের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলোকে দুইটি ধারায় ভাগ করা হয় ।

প্রশ্ন-২৭.'Ancient Society' গ্রন্থের লেখক কে?

 [চা. বো. পি. বো, সি. বো, য, বো, '১৮]

 উত্তর: 'Ancient Society)' গ্রন্থের লেখক আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান

প্রশ্ন-২৮.কার মতে, বিবাহ প্রথা দ্বারাই পরিবারের স্বরূপ নির্ধারণ করতে হয়?

উত্তর: লুইস হেনরি মর্গানের মতে বিবাহ প্রথা দ্বারাই পরিবারের স্বরূপ নির্ধারণ করতে হয় ।

প্রশ্ন-২৯.কার মতে, অবাধ যৌন আচরণ জীব ধর্ম বিরোধী?

উত্তর: ফিনল্যান্ডের দার্শনিক ও সমাজতাত্ত্বিক ওয়েস্টারমার্ক-এর মতে অবাধ যৌন আচরণ জীব ধর্ম বিরোধী ।

প্রশ্ন-৩০. কে পিতৃপ্রধান পরিবারকে পরিবারের আদিরূপ বলে মত প্রকাশ করেন?

উত্তর: ব্রিটিশ ঐতিহাসিক হেনরি সামনার মেইন পিতৃপ্রধান পরিবারকে পরিবারের আদিরূপ বলে মত প্রকাশ করেন ।

প্রশ্ন-৩১.মধ্যযুগের পরিবারগুলো কোন ধরনের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত ছিল?

উত্তর: মধ্যযুগের পরিবারগুলো এক একটি স্বয়ংসম্পূর্ণ আর্থিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত ছিল ।

প্রশ্ন-৩২. কোন বিপ্লব সাবেকী পারিবারিক কাঠামোর ক্ষেত্রে সবচেয়ে বেশি বিপর্যয় ঘটিয়েছে?

 উত্তর: শিল্প বিপ্লব সাবেকী পারিবারিক কাঠামোর ক্ষেত্রে সবচেয়ে বেশি বিপর্যয় ঘটিয়েছে। পরিবারের প্রকারভেদ

প্রশ্ন-৩৩. কর্তৃত্বের ভিত্তিতে পরিবারকে কয়ভাগে ভাগ করা হয়?

উত্তর: কর্তৃত্বের ভিত্তিতে পরিবারকে দুইভাগে ভাগ করা হয় ।

প্রশ্ন-৩৪. বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবার কয় প্রকার?

উত্তর: বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবার চার প্রকার ।

প্রশ্ন-৩৫. স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কত ধরনের হয়ে থাকে?

উত্তর: স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে। যথা: একক বিবাহভিত্তিক, বহুবিবাহভিত্তিক ও দলগত বিবাহভিত্তিক পরিবার

প্রশ্ন-৩৬.অণু পরিবার কী? 

[রা. বো., ব. বো. ১৭]

উত্তর: স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত পুত্র-কন্যার সমন্বয়ে যে পরিবার গঠিত হয় তাকে অণু পরিবার বলে ।

প্রশ্ন-৩৭. বাংলাদেশের কোন সমাজে মাতৃবাস পরিবার রীতি প্রচলিত রয়েছে?

উত্তর: বাংলাদেশের গারো ও খাসিয়া উপজাতি সমাজে মাতৃবাস পরিবার রীতি প্রচলিত রয়েছে।

 প্রশ্ন-৩৮.বংশ মর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর: বংশ মর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়।

 প্রশ্ন-৩৯. আকৃতির ভিত্তিতে পরিবার কয় প্রকার?

উ:আকৃতির ভিত্তিতে পরিবার ৩ প্রকার.

৪০.অগবার্নের মতানুযায়ী পরিবারের গুরুত্বপূর্ণ কাজ কয় ধরনের?

উত্তর: আমেরিকান সমাজবিজ্ঞানী অগবার্নের মতানুযায়ী পরিবারের গুরুত্বপূর্ণ কাজ ছয় ধরনের। 

প্রশ্ন-৪১. পরিবারের প্রধান কাজ কোনটি?

উত্তর: পরিবারের প্রধান কাজ হলো সন্তান-সন্ততির জন্মদান ও লালন-পালন করা।

প্রশ্ন-৪২. একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?

 [রা, বো, ব. বো. ১৭]

 উত্তর: একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম হলো পরিবার।

প্রশ্ন-৪৩. শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে কোন পরিবেশে?

 উত্তর: শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে পারিবারিক পরিবেশে।

 প্রশ্ন-৪৪. শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র কোনটি?

উত্তর: শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র পরিবার।

প্রশ্ন-৪৫. সম্পত্তির উত্তরাধিকার ও বংশ পরিচয় নির্ণয়ের ক্ষেত্রে বাংলাদেশের পরিবার কোন নীতি অনুসরণ করে? 

উত্তর: সম্পত্তির উত্তরাধিকার ও বংশ পরিচয় নির্ণয়ের ক্ষেত্রে বাংলাদেশের পরিবার দ্বিসূত্রীয় নীতি অনুসরণ করে ।

প্রশ্ন-৪৬. বর্তমানে শিক্ষা ও শিল্পের প্রসারে কোন ধরনের পরিবারের প্রভাব অনেকটা কমে গিয়েছে?

উত্তর: বর্তমানে শিক্ষা ও শিল্পের প্রসারে বর্ধিত পরিবারের প্রভাব অনেকটা কমে গিয়েছে ।

প্রশ্ন-৪৭. বসবাসের দিক থেকে বাংলাদেশের পরিবারগুলো সাধারণত কোন নীতি অনুসরণ করে?

উত্তর: বসবাসের দিক থেকে বাংলাদেশের পরিবারগুলো সাধারণত পিতৃবাস নীতি অনুসরণ করে ।

প্রশ্ন-৪৮. সংঘবদ্ধ সমাজজীবনের প্রধান উপাদান কী?

উত্তর: সংঘবদ্ধ সমাজজীবনের প্রধান উপাদান পরিবার।

প্রশ্ন-৪৯. ‘Marriage and Morals' গ্রন্থের লেখক কে?

উত্তর: ‘Marriage and Morals' গ্রন্থের লেখক ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল ।

প্রশ্ন-৫০. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ জীবন অতিবাহিত করে কোথায়?

উত্তর: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ জীবন অতিবাহিত করে পরিবারে

প্রশ্ন-৫১. কোন সংগঠন থেকে মানবজাতির বিকাশ লাভ হয়েছে?

উত্তর: পরিবার নামক সামাজিক সংগঠন থেকে মানবজাতির বিকাশ লাভ হয়েছে ।

প্রশ্ন-৫২. কোনটি সমাজ সংস্কারের মূল ভিত্তি?

উত্তর: পরিবারই সমাজ সংস্কারের মূল ভিত্তি।

প্রশ্ন-৫৩. কোন যুগের পরিবারগুলো স্বয়ংসম্পূর্ণ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত ছিল?

 উত্তর: মধ্যযুগের পরিবারগুলো স্বয়ংসম্পূর্ণ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত ছিল ।

প্রশ্ন-৫৪. জ্ঞাতিসম্পর্ক কী?

 [রা. বো., ব. বো. 22]

উত্তর: আত্মীয় স্বজন বা জ্ঞাতিজনের মধ্যকার সম্পর্ককে জ্ঞাতিসম্পর্ক বলে ।

 প্রশ্ন-৫৫. “জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিই জ্ঞাতিসম্পর্ক'— উক্তিটি কার?

[ঢা বো., রা. বো, দি. বো., চ. বো., সি. বো., য. বো. ১৯]

উত্তর: জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিই জ্ঞাতিসম্পর্ক' – উক্তিটি ইংরেজ নৃবিজ্ঞানী উইলিয়াম হলস রিভার্স-এর।

প্রশ্ন-৫৬.জ্ঞাতিসম্পর্ক কয় প্রকার?

উত্তর: জ্ঞাতিসম্পর্ক চার প্রকার। যথা- রক্ত সম্পর্কিত, বৈবাহিক, কাল্পনিক ও প্রথাগত

প্রশ্ন-৫৭.জৈবিক জ্ঞাতিসম্পর্ক কত প্রকার?

উত্তর: জৈবিক জ্ঞাতিসম্পর্ক দুই প্রকার । যথা- মাতৃসূত্রীয় ও পিতৃসূত্রীয় ।

প্রশ্ন-৫৮. কোন ধরনের জ্ঞাতিসম্পর্ক উদ্দেশ্য প্রণোদিত?

উত্তর: কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক উদ্দেশ্য প্রণোদিত।

প্রশ্ন-৫৯.শ্বশুর-শাশুড়ি কোন ধরনের জ্ঞাতিসম্পর্ক?

 [কু. বো., ব. বো. ১৯]

উত্তর: শ্বশুর-শাশুড়ি বৈবাহিক জ্ঞাতিসম্পর্ক।

প্রশ্ন-৬০. মর্গান জ্ঞাতিসম্পর্কের রীতিকে কয় ভাগে ভাগ করেছেন?

উত্তর: আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান জ্ঞাতিসম্পর্ক  রীতিকে ২ ভাগে ভাগ করেন। 

প্রশ্ন-৬১. গ্রামের রাজনৈতিক কর্মকাণ্ডে কোন সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা বিশেষ গুরুত্বের দাবিদার?

উত্তর: গ্রামের রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা বিশেষ গুরুত্বের দাবিদার ।

প্রশ্ন-৬২. গ্রামীণ সমাজে পরিবারের বাইরে জনসাধারণের ঐক্যের অন্যতম উৎস কোনটি?

উত্তর: গ্রামীণ সমাজে পরিবারের বাইরে জনসাধারণের ঐক্যের অন্যতম উৎস জ্ঞাতিসম্পর্ক

প্রশ্ন-৬৩. সামাজিক নৃবিজ্ঞানের জনক কে?

উত্তর: সামাজিক নৃবিজ্ঞানের জনক হলেন আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান ।

প্রশ্ন-৬৪. 'Systems of Consanguinity and Affinity of the Human Family' গ্রন্থের প্রণেতা কে?

উত্তর: 'Systems of Consanguinity and Affinity of the Human Family' গ্রন্থের প্রণেতা আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান ।

প্রশ্ন-৬৫. “একক পরিবারের প্রভাবেই রক্ত সম্পর্কীয় জ্ঞাতির সৃষ্টি হয়েছে”— উক্তিটি কার?

উত্তর: “একক পরিবারের প্রভাবেই রক্ত সম্পর্কীয় জ্ঞাতির সৃষ্টি হয়েছে”– উক্তিটি এডওয়ার্ড ওয়েস্টারমার্কের।


অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. সামাজিক প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর: সমাজে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। কেননা সামাজিক প্রতিষ্ঠান রয়েছে বলেই সমাজের শৃঙ্খলা ও ভারসাম্য টিকে আছে। এ প্রতিষ্ঠানগুলো মানুষের গোষ্ঠীবদ্ধ জীবনের বিভিন্ন অভাব ও প্রয়োজন পূরণের চেষ্টা করে। অর্থাৎ- বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান যেমন অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রভৃতি প্রতিষ্ঠান মানুষের যাবতীয় আশা-আকাঙ্ক্ষার পরিতৃপ্তি সাধনের উদ্দেশ্যে কাজ করে থাকে 

প্রশ্ন-২. বিবাহ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর: বিবাহ হলো একজন প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষের মধ্যে সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় বন্ধন। আমেরিকান সমাজবিজ্ঞানী গ্রোভস (Ernest Groves) বলেন, “বিবাহ হচ্ছে এমন একটি দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনত নিবন্ধন এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন আছে।” কার্যত বিবাহ হলো এমন একটি আনুষ্ঠানিকতা, যার মাধ্যমে সমাজ পুরুষের যৌন সম্পর্ক এবং তাদের আর্থ-সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের প্রতি সমর্থন জ্ঞাপন করে। 

প্রশ্ন-৩. লেভিরেট ও সরোরেট বিবাহ বলতে কী বোঝায়? 

[ঢা বো., দি. বো, সি. বো., য. বো. ১৮]

উত্তর: লেভিরেট ও সরোরেট হচ্ছে পাত্র-পাত্রীর পরিচিতির ভিত্তিতে বিবাহের দুটি প্রকারভেদ। লেভিরেট বিবাহ রীতিতে কোনো ব্যক্তি মারা গেলে তার বিধবা স্ত্রী মত স্বামীর যেকোনো ভাইকে বিবাহ করে। সাধারণত ওই বিধবার কোনো সন্তান থাকলে অথবা পরিবারের মধ্যে সম্পত্তির রেখে দেওয়ার জন্য এ ধরনের বিবাহ সংঘটিত হয়। আর সরোরেট বিবাহ প্রথায় কোনো ব্যক্তি তার মৃত স্ত্রীর বোনকে বিবাহ করে । আমাদের সমাজে এর উদাহরণ পাওয়া যায়। সাধারণত বৈবাহিক সম্পর্ককে স্থায়ী করতে অথবা অল্প বয়সী শিশু সন্তানের লালন-পালনের সুবিধার্থে অনেকে এই পথ বেছে নেন ।

 প্রশ্ন-৪. অনুলোম ও প্রতিলোম বিবাহ কী? ব্যাখ্যা কর।

উত্তর: অনুলোম ও প্রতিলোম বিবাহ মূলত বহির্বিবাহের অন্তর্গত। উঁচু বর্ণের পাত্রের সাথে নিম্নবর্ণের পাত্রীর বিবাহকে বলা হয় অনুলোম (Hypergamy) বিবাহ। অন্যদিকে, নীচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রীর বিবাহকে বলা হয় প্রতিলোম (Hypogamy) বিবাহ। উদাহরণ হিসেবে বলা যায়, যদি ব্রাহ্মণবংশীয় পাত্রের সাথে বৈশ্যবর্ণের পাত্রীর বিবাহ হয় তাহলে তা অনুলোম বিবাহ হিসেবে সাব্যস্ত হবে। অন্যদিকে শূদ্রবংশীয় পাত্রের সাথে ব্রাহ্মণবংশীয় পাত্রীর বিবাহ হলে তা হবে প্রতিলোম বিবাহ ।

প্রশ্ন-৫.“সমবিবাহ ও অসমবিবাহের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান”— ব্যাখ্যা কর।

উত্তর: সমবিবাহ ও অসমবিবাহের মধ্যে অনেক ক্ষেত্রেই বৈসাদৃশ্য পরিলক্ষিত হয় । পাত্রপাত্রীর মধ্যে যখন বয়স, শিক্ষা, রুচি, আর্থিক অবস্থা, সামাজিক বংশীয় মর্যাদা সমান হয়, তখন তাদের মধ্যে অনুষ্ঠিত বিবাহকে সমবিবাহ বলা হয়। মনোবিজ্ঞানীগণের মতে, সমবিবাহে আবদ্ধ নবদম্পতির পক্ষে পারস্পরিক বোঝাপড়া এবং খাপ খাওয়ানো সহজতর হয়। পক্ষান্তরে, পাত্রপাত্রীর মধ্যে যখন উপরিউক্ত বিষয়সমূহের সমতা পরিলক্ষিত না হয়, তখন সে ধরনের বিবাহকে অসমবিবাহ বলা হয়। সাধারণত, অসমবিবাহে আবদ্ধ নব দম্পতির পারস্পরিক সম্পর্কে গড়মিলের সম্ভাবনা বেশি থাকে । এ থেকে এটা বোঝা যায় যে, এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।

প্রশ্ন-৬. বিবাহ কীভাবে সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে? 

[ঢা বো., রা. বো., দি. বো., চ. বো, সি. বো., য. বো. ১৯ ]

উত্তর: সমাজ স্বীকৃত উপায়ে যৌন প্রবৃত্তি পরিচালনার মাধ্যমে বিবাহ সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । মানব সমাজ ও সমাজস্থ ব্যক্তিবর্গের সামগ্রিক স্বার্থে ব্যক্তির যৌন সম্পর্ক এবং আচরণ নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন । সুস্থ সমাজজীবনের জন্য নারী-পুরুষের যৌন আচরণ অবাধ ও উচ্ছৃঙ্খলভাবে চলতে দেয়া যায় না। কারণ তা না হলে পরিবার ও সমাজজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। বিবাহ এ যৌন প্রবৃত্তিকে সমাজ স্বীকৃত উপায়ে মেটানোর ব্যবস্থা করে। ফলে স্বাভাবিকভাবেই ব্যক্তির যৌন আচরণ নিয়ন্ত্রিত হয়ে পড়ে। যা সামাজিক বিশৃঙ্খলা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এভাবেই সামাজিক নিয়ন্ত্রণে বিবাহ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে ।

প্রশ্ন-৭. “পরিবার একটি মৌলিক অর্থনৈতিক সংগঠন”— বুঝিয়ে লেখ ।

উত্তর: পরিবারের অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্ব পর্যালোচনা করে পরিবারকে মৌলিক অর্থনৈতিক সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়। পরিবারের ভরণপোষণ করার জন্য আয় ও উৎপাদন করতে হয় এবং তা পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন করা হয় । আদিম সমাজে স্ত্রী এবং সন্তানসন্ততিদের সম্পদ হিসেবে গণ্য করা হতো। কারণ স্ত্রী ও সন্তানই ছিল অর্থ উপার্জনের হাতিয়ার । বাংলাদেশের গ্রামীণ সমাজের পরিবারগুলো এখনো পর্যন্ত উৎপাদন, আয় ও ভোগের একক। সেখানে নারী-পুরুষ সবাই মিলে কৃষিকাজের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে। এজন্যই পরিবারকে মৌলিক অর্থনৈতিক সংগঠন বলা হয় ।

প্রশ্ন-৮. “পরিবার সর্বজনীন”-বুঝিয়ে লেখ।

 [রা. বো, ব. বো. (২২: রা., বো, ব. বো. ১৭; সকল বোর্ড ১৫]

উত্তর: পরিবার একটি সর্বজনীন প্রতিষ্ঠান, কেননা বিশ্বের সর্বত্র মানবসমাজ বিকাশের প্রতিটি পর্যায়েই পরিবারের অস্তিত্ব লক্ষ করা যায়। আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকাইভার (Robert Morrison Maclver)-এর মতে, “মানব সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের প্রতিটি পর্যায়ে পরিবারের অস্তিত্ব ছিল।” বস্তুত দেশ-কাল নির্বিশেষে পরিবার একটি স্থায়ী ও প্রাণির মধ্যেও দেখা যায়। সমাজ পরিবর্তনের সাথে সাথে পরিবারের কাঠামো ও কার্যাবলিতে পরিবর্তন এলেও তা এত সম্পর্কিত। এ বিষয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। কেবল মানব সমাজেই নয়, পারিবারিক জীবনের অস্তিত্ব অন্যান্য শাশ্বত সামাজিক প্রতিষ্ঠান। মানুষমাত্রই কোনো না কোনোভাবে পরিবারের অন্তর্ভুক্ত বা পারিবারিক জীবনের দীর্ঘ সময়েও বিলুপ্ত হয়নি । এ কারণেই পরিবারকে সর্বজনীন সামাজিক প্রতিষ্ঠান বলা হয়।

প্রশ্ন-৯. 'শিশুর রক্ষণাবেক্ষণ পরিবারের অন্যতম প্রধান কাজ’– বুঝিয়ে লেখ। 

[রা. বো., ব, বো, ২২, রা. বো., ব. বো. ১৭]

 উত্তর: শিশুর রক্ষণাবেক্ষণ করা পরিবারের প্রধান বা মুখ্য কাজ। শিশুর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার ক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিশু অবস্থায় সবাই খুব অসহায় থাকে। ফলে তার অসুখসহ নানারকম বিপদ-আপদ ও দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। দুর্ঘটনার শিকার হওয়ার ফলে শিশু আঘাত পাওয়া এমনকী মৃত্যুর ঝুঁকির মুখে পড়তে পারে। কোনো কারণে শিশু বেশি ভয় পেলে বা দীর্ঘ সময় উদ্বেগের শিকার হলে মানসিক ভারসাম্যও হারাতে পারে। সুতরাং প্রয়োজনীয় সেবা দিয়ে শিশুকে সুষ্ঠুভাবে লালনপালন করা তথা সম্ভাব্য বিপদ-আপদ থেকে রক্ষা করা পরিবারের প্রধান কাজ ।

প্রশ্ন-১০. পরিবারকে শিশুর প্রাথমিক বিদ্যালয় বলা হয় কেন?

উত্তর: সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে উঠার জন্য মৌলিক শিক্ষা শিশু প্রাথমিকভাবে পরিবার থেকে লাভ করে বলে পরিবারকে শিশুর প্রাথমিক বিদ্যালয় বলা হয়। পরিবারেই শিশুর প্রাথমিক জীবনের ভিত গড়ে ওঠে এবং পরিবারই শিশুর অন্যতম শিক্ষাকেন্দ্র। জন্মের পর শিশু গৃহেই প্রাথমিক শিক্ষালাভ করে। মাতাই শিশুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষিকা। আচার-আচরণ, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ধর্মীয় বিধিবিধান, চাল-চলন, কথা-বার্তা ও ব্যবহারিক জীবনের খুঁটিনাটি বিষয়গুলো শিশু পরিবার থেকেই গ্রহণ করে । যার কারণে পরিবারকে শিশুর প্রাথমিক বিদ্যালয় বলা হয় ৷

প্রশ্ন-১১. মর্গান প্রদত্ত পরিবারের উৎপত্তি বা বিবর্তন সংক্রান্ত মতবাদটি ব্যাখ্যা কর।

উত্তর: আমেরিকার নৃবিজ্ঞানের জনক লুইস হেনরি মর্গান সুইস আইনজ্ঞ ও নৃবিজ্ঞানী বেকোফেনকে সমর্থন করে বলেন, আদিতে সমাজজীবনে অবাধ যৌনাচার বিদ্যমান ছিল। তখন যৌন জীবনের ওপর কোনো সামাজিক নিয়ন্ত্রণ ছিল না। তাই সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহেরও কোনো অস্তিত্ব ছিল না। এরপর অবাধ যৌন জীবনের স্তর অতিক্রম করে মানবসমাজের প্রথম ধরনের পরিবার হিসেবে কনস্যাংগুইন বা রক্ত সম্পর্কযুক্ত পরিবারের সূত্রপাত হয় । তারপর আপন বা জ্ঞাতিসম্পর্কের কয়েকজন বোনের সঙ্গে একদল পুরুষের বা আপন জ্ঞাতিসম্পর্কের কয়েকজন ভাইয়ের সঙ্গে একদল নারীর যৌথ বিবাহের ভিত্তিতে পুনালুয়ান পরিবার গঠিত হয় । পরবর্তীতে একজন পুরুষ ও একজন নারীর মধ্যে অস্থায়ী যুগল বন্ধনে গঠিত হতো সিনডিয়াসমিয়ান পরিবার। এরপর একজন পুরুষের সঙ্গে একাধিক স্ত্রীর বিয়ের ভিত্তিতে গঠিত হয় পিতৃতান্ত্রিক পরিবার । এরপরে আসে একক বিবাহ পরিবার । এভাবেই মর্গান পরিবারের বিবর্তনকে ব্যাখ্যা করেছেন ।

প্রশ্ন-১২.পরিবারের উৎপত্তি সম্পর্কে ওয়েস্টারমার্কের মতবাদ ব্যাখ্যা কর।

উত্তর: ফিনল্যান্ডের দার্শনিক ও সমাজতাত্ত্বিক এডওয়ার্ড ওয়েস্টারমার্ক তার “The History of Human Marriage (১৮৯১) গ্রন্থে বলেন, একক বিবাহভিত্তিক পরিবারই হচ্ছে সর্বজনীন পরিবার। তার মতে, সর্বকালে এবং সর্বত্র মানুষ একক বিবাহভিত্তিক পরিবারেই বসবাস করে আসছে। তিনি আরও বলেন, একক বিবাহভিত্তিক পরিবার সব সময়েই ছিল, আছে এবং থাকবে। পরিবারের উৎপত্তি সম্পর্কে ওয়েস্টারমার্কের তত্ত্ব মর্গানের পরিবারের বিবর্তনবাদ তত্ত্বের সম্পূর্ণ বিপরীতধর্মী। 

প্রশ্ন-১৩. প্রথাগত জ্ঞাতি কী? বুঝিয়ে বল।

[ কু. বো., ব. বো. ১৯]

উত্তর: স্থানীয় প্রথাগত সূত্রে কাউকে আত্মীয় করে নেবার যে বন্ধন তাই প্রথাগত জ্ঞাতিসম্পর্ক।আমাদের সমাজে নানা ধরনের জ্ঞাতিসম্পর্ক লক্ষ করা যায়। এসব জ্ঞাতিদের মধ্যে রয়েছে জৈবিক বা রক্ত সম্পৰ্কীয় জ্ঞাতিসম্পর্ক, বৈবাহিক জ্ঞাতিসম্পক,সগোত্রসূচক জ্ঞাতিসম্পর্ক, কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক ইত্যাদি । প্রথাগত জ্ঞাতি এগুলোর অন্যতম। সাধারণত সমাজে প্রচলিত প্রথা অনুসরণ করে এ ধরনের জ্ঞাতিসম্পর্কের সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে বলা যায়, একই পাড়ায় বসবাসকারী বাবা-চাচার বয়সী ব্যক্তিকে চাচা ডাকা হয় ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.প্রতিষ্ঠান কী?

ক. সমাজের নিজস্ব মূল্যবোধ 

খ. ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ 

গ. পরিবারের নিয়মনীতি

 ঘ. সামাজিকীকরণের প্রক্রিয়া

উ:খ

২.“মানবসমাজের যা কিছু মহৎ ও কল্যাণ, তার সবই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে একযুগ থেকে অন্য যুগে বর্তায়”— উক্তিটি কার?

ক. বোগারডাসের

খ. নিমকফের

গ. অগবার্নের

ঘ. গিডিংসের

উ:ঘ

৩.“যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটাই প্ৰতিষ্ঠান”— উক্তিটি কার?

ক. ম্যাকাইভারের

খ. স্পেন্সারের

গ. জিসবার্টের

ঘ. বার্নসের

উ:ঘ

৪. “বিবাহ হচ্ছে এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন রয়েছে।”

উক্তিটি কার?

ক. Edward Westermark

খ. E. R. Groves

গ. Maclver

ঘ. Gisbert

উ:খ

৫. “আমি বিশ্বাস করি যে, দুটি নর-নারীর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় সম্পর্ক যদি থাকে তা হলো বিবাহ”— উক্তিটি কার?

ক. গিসবার্টের

খ. কার্ল মার্কসের

গ. ম্যাকাইভারের

ঘ.বার্ট্রান্ড রাসেলের

উ:ঘ

৬.‘Marriage and the Family'গ্রন্থের রচয়িতা কে?

ক. এম.এফ নিমকফ

খ. ম্যাকাইভার

গ. বার্ট্রান্ড রাসেল

ঘ. জিসবার্ট

উ:ক

৭. ‘History of Human Marriage' গ্রন্থটির লেখক কে?

ক. মর্গান

খ. বেকোফেন

গ. ওয়েস্টারমার্ক

ঘ. নিমকফ

উ;গ

৮. পরিবার গড়ে ওঠে কেন?

ক. যৌন প্রবৃত্তি প্রশমিত করার জন্য

 খ. নিরাপত্তা নিশ্চিত করতে

গ. আবেগীয় বিষয়কে কেন্দ্র করে

 ঘ. মানসিক শান্তি নিশ্চিত করতে

উ:গ

৯. জ্ঞাতিসম্পর্কের নিকট ভাইবোনের মধ্যে বিয়ের ভিত্তিতে |২০ কোন পরিবার গঠিত হয়?

ক. পুনালুয়ান পরিবার

খ. সিনডিয়াসমিয়ান পরিবার

গ. পিতৃপ্রধান পরিবার 

ঘ. কনস্যাংগুইন পরিবার

উ:ঘ

১০. একজন পুরুষ ও একজন নারীর মধ্যে অস্থায়ী যুগল – ২১ বন্ধনে গঠিত পরিবারকে কোন ধরনের পরিবার বলে?

 ক. পুনালুয়ান পরিবার 

খ. কনস্যাংগুইন পরিবার

 গ. সিনডিয়াসমিয়ান পরিবার

 ঘ. আধুনিক পরিবার

উ:গ

১১. আধুনিক একক পরিবারের ইঙ্গিত দেয় কোন পরিবার?

ক. পুনালুয়ান পরিবার

খ. সিনডিয়াসমিয়ান পরিবার 

গ. মনোগামি পরিবার

ঘ. কনস্যাংগুইন পরিবার

উ:খ

১২. ‘Ancient Society' গ্রন্থের লেখক কে?

ক. রবিন ফক্স

খ. লুইস হেনরি মর্গান

গ. রোল্যান্ড রবার্টসন

ঘ. কার্ল মার্কস

উ:খ

১৩. বিয়ের পর নববিবাহিত দম্পতি কোথায় বাস করবে তার ওপর ভিত্তি করে পরিবারকে কয়টি ভাগে ভাগ করা যায়? 

ক. দুইটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

উ:খ

১৪. কে পিতৃপ্রধান পরিবারকে পরিবারের আদিরূপ বলে আখ্যায়িত করেছেন?

ক. ওয়েস্টারমার্ক

খ বেকোফেন

গ.হেনরি সামনার মেইন

ঘ. লুইস হেনরি মর্গান

উ:গ

১৫.‘আধুনিক একক বিবাহভিত্তিক পরিবার এক দীর্ঘ ক্রমবিকাশের ফল’– কে বলেছেন?

ক. বেকোফেন

খ. মর্গান

গ. সামনার

ঘ. নিমকফ

উ:খ

১৬.‘পলিজিনি' শব্দের অর্থ কী?

ক. অনেক পুরুষ

খ. অনেক শিশু

গ. একজন মহিলা

ঘ. অনেক মহিলা

উ:ঘ

১৭. কোন বিপ্লব সাবেকী পারিবারিক কাঠামোর ক্ষেত্রে ব্যাপক বিপর্যয় বয়ে নিয়ে এসেছে?

ক. ফরাসি বিপ্লব

খ. রুশ বিপ্লব

গ. শিল্প বিপ্লব

ঘ. কৃষি বিপ্লব

উ:গ

১৮. শিল্পায়ন ও নগরায়ণের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে?

ক. যৌথ পরিবার

খ. বর্ধিত পরিবার

গ. অণু পরিবার

ঘ. পিতৃ প্রধান পরিবার

উ:গ

১৯. কোনটিকে তুমি পরিবারের রাজনৈতিক শিক্ষা হিসেবে চিহ্নিত করবে?

ক. বড়দের প্রতি ছোটদের আনুগত্য

খ, পারস্পরিক সহযোগিতা

গ. অসুস্থ অবস্থায় অন্য সদস্যদের সেবা

ঘ. অর্থনৈতিক সহযোগিতা

উ;ক

২০. “জ্ঞাতিসম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি”— জ্ঞাতিসম্পর্ক সম্পর্কে এ ধারণা পোষণ করতেন কে?

ক. রিভার্স

খ. ম্যালিনোস্কি

গ. ওয়েস্টারমার্ক

ঘ. ম্যাকাইভার

উ:ক

২১. কোন জাতিগোষ্ঠীর মাঝে বহু-স্বামী বিবাহভিত্তিক পরিবার চালু ছিল?

ক. আফ্রিদি

খ. টোডা

গ. বাহিমা 

ঘ. রাখাইন

উ:খ

২২. জ্ঞাতি সদস্যদের প্রত্যেককে আলাদাভাবে ডাকার পদ্ধতিকে কী বলে আখ্যায়িত করা হয়?

ক. শ্রেণিমূলক ব্যবস্থা

খ. বর্ণনামূলক জ্ঞাতিসম্পর্ক

গ. শ্রেণিহীন ব্যবস্থা

ঘ. সুষম ব্যবস্থা

উ:খ

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

২৩. সামাজিক প্রতিষ্ঠানসমূহের মধ্য দিয়ে প্রকাশ পায়-

i. সমাজের বৈচিত্র্য

ii. সরলতা

iii. জটিলতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:খ

২৪. একটি মানব শিশুর জন্য পরিবার খুবই গুরুত্বপূর্ণ কারণ-

i. শিশুর মূল্যবোধ শিক্ষা দেয়

ii. সমাজের প্রথা ও আচরণ শিক্ষা দেয়

iii. একটি আনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্ৰ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

২৫. পুনালুয়ান পরিবার ব্যবস্থায় বিবাহ সম্পন্ন হতো—

i. একদল ভাইয়ের সঙ্গে এক দল বোনের

ii. একদল ভাইয়ের সঙ্গে এক দল নারীর

iii. একদল বোনের সঙ্গে এক দল পুরুষের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:খ

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও  উত্তর

উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিজান সাহেব তার ছোট বোন সীমাকে খুব ভালোবাসেন। তাদের এ সম্পর্ক আরও বৃদ্ধি করতে তিনি তার মেয়েকে ছোট বোনের ছেলের সাথে বিয়ে দিলেন ।
২৬. এ ধরনের বিবাহকে বলা হয় ? 

ক. প্যারালাল কাজিন

খ. ক্রস কাজিন

গ. লেভিরেট

ঘ. সরোরেট

উ:খ

২৭. সমাজে এ ধরনের বিবাহের কারণ হলো-

i. সন্তানদের নিজেদের মধ্যে রাখা

ii. সম্পত্তি নিজেদের মধ্যে রাখা

 iii. জ্ঞাতিসম্পর্ক টিকিয়ে রাখা

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:ঘ

বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নও উত্তর

২৮. পাত্র-পাত্রীর স্বাধীন ইচ্ছার ভিত্তিতে সংঘটিত বিবাহ |হলো-

[সকল বোর্ড ২১]

ক. লেভিরেট

 খ. বহুস্ত্রী বিবাহ

গ. সরোরেট

ঘ. রোমান্টিক বিবাহ

উ:ঘ

২৯.মামাতো ও ফুপাতো ভাইবোনের বিবাহের ধরন কোনটি? 

ক. লেভিরেট

গ. প্যারালাল কাজিন

খ. সরোরেট

ঘ. ক্রস কাজিন

উ:ঘ

৩০.মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতিকে কী বলে?

ক. লেভিরেট

খ প্যারালাল কাজিন

গ..সরোরেট

ঘ. ক্রস কাজিন

উ:গ

৩১. জামাল তার চাচাতো বোনকে বিবাহ করলো। জামালে বিবাহটি কোন ধরনের?

 [সকল বোর্ড ১৬]

ক. লেভিরেট

খ. সরোরেট

গ. প্যারালাল কাজিন

 ঘ. ক্রস কাজিন

উ:গ

 ৩২. অনুলোম বিবাহ হলো—

 [সকল বোর্ড ১৫]

ক. উঁচু বংশের পাত্রের সাথে নিচু বংশের পাত্রীর বিবাহ 

খ. নিচু বংশের পাত্রের সাথে উঁচু বংশের পাত্রীর বিবাহ

 গ. কোনো বিপত্নীক পুরুষের সাথে কোনো স্ত্রী লোকে

ঘ. কোনো বিধবা মহিলার সাথে কোনো পুরুষের বিবাহ

উ:ক

 ৩৩. মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি কোথায় অবস্থান করে?

ক. সম্প্রদায়ে

খ. পরিবারে

গ. আত্মীয়দের বাড়িতে

 ঘ. রাষ্ট্রে

উ:খ

৩৪. পরিবার গঠনের পূর্বশর্ত কী?

 [সকল বোর্ড ২১]

ক. সমাজ

খ বিবাহ

গ. সংঘ

ঘ. দল

উ:খ

৩৫. সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি? 

[সকল বোর্ড ১৫]

ক. সংঘ

খ. পরিবার

গ. সম্প্রদায়

ঘ. দল

উ:খ

৩৬. মর্গানের মতে পরিবারের ক্রম বিবর্তনের ধারা কয়টি?

ক. ৪

খ. ৬

গ. ৫

 ঘ. ৭

উ:গ

৩৭.মর্গানের মতে সিনডিয়াসমিয়ান যে ধরনের পরিবার-

[সকল বোর্ড ১৯,সকল বোর্ড ১৮]

ক. দলগত

খ. প্রাথমিক

গ. আপন জ্ঞাতি

ঘ. অস্থায়ী যুগল

উ:ঘ

৩৮.আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার?

 [সকল বোর্ড ১৯]

ক. ৩

খ. ৫

গ. ৪

ঘ. ৬

উ:ক

৩৯. পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?

[ সকল বোর্ড ২২]

ক. রাজনৈতিক

খ. ধর্মীয়

গ. সামাজিক

ঘ. অর্থনৈতিক

উ:গ

৪০. মাতৃতান্ত্রিক পরিবার কাদের মধ্যে লক্ষণীয়? 

[সকল বোর্ড '২২]

ক. চাকমা

খ. গারো

গ. সাঁওতাল

ঘ. মণিপুরি

উ:খ

৪১. সন্তান জন্মদান পরিবারের কোন ধরনের কাজকে নির্দেশ করে? 

[সকল বোর্ড ১৬]

ক. চিত্তবিনোদনমূলক

খ. মনস্তাত্ত্বিক

গ. রক্ষণাবেক্ষণ

ঘ. জৈবিক

উ:ঘ

৪২. যৌথ পরিবার ভেঙ্গে যাবার কারণ— 

[সকল বোর্ড ১৭]

ক. সামাজিক

খ. রাজনৈতিক

গ. অর্থনৈতিক

ঘ. সাংস্কৃতিক

উ:গ



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url