এইচএসসি সমাজকর্ম ১ম পত্র অধ্যায়-৫ সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক সাজেশন

অধ্যায়-৫ সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক

এইচএসসি সমাজকর্ম ১ম পত্র

এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Social Work 1st paper100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র :অধ্যায়-৫ সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১.মানবসেবা কী?

উত্তর: মানুষের কল্যাণ নিশ্চিত করতে যেকোনো ধরনের সেবামূলক উদ্যোগই মানবসেবা ।

প্রশ্ন-২. সমাজবিজ্ঞান কী?

উত্তর: সমাজবিজ্ঞান হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যা সমাজের গঠনপ্রণালি এবং পরিবর্তনশীল সমাজকাঠামো সম্পর্কে বিজ্ঞানসম্মত ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করে ।

প্রশ্ন-৩. কত শতকে সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছে?

উত্তর: উনিশ শতকে সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছে।

প্রশ্ন-৪.সামাজিক বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কী?

 [ঢা., রা., দি., সি., চ., য., ব. বো. ১৬]

উত্তর: সামাজিক বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ Social Science.

প্রশ্ন-৫. কে প্রথম "Sociology" শব্দটি ব্যবহার করেন? 

[রা. বো, ব. বো. ১৭]

উত্তর: সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ সর্বপ্রথম ১৮৩৯ সালে তার "Positive Philosophy" গ্রন্থে "Sociology" শব্দটি ব্যবহার করেন ।

প্রশ্ন-৬. সমাজকর্ম কী?

উত্তর: সমাজকর্ম একটি সমন্বিত বিজ্ঞান

প্রশ্ন-৭. Anthropos শব্দের অর্থ কী? 

[টা, কু, দি, চ, সি, য. বো. ১৭; ঢা, রা., দি, সি., চ, য, ব,. বো. ১৬]

উত্তর: Anthropos শব্দের অর্থ মানুষ

প্রশ্ন-৮. গ্রিক ‘Logia’ শব্দের অর্থ কী?

উত্তর: গ্রিক ‘Logia’ শব্দের অর্থ পাঠ ।

প্রশ্ন-৯. দৈহিক নৃবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে?

উত্তর: দৈহিক নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, বিকাশ ও তার দৈহিক গঠনপ্রণালি নিয়ে আলোচনা করে ।

প্রশ্ন-১০. সাংস্কৃতিক নৃবিজ্ঞান কী? 

[সকল বোর্ড ১৫]

উত্তর: সাংস্কৃতিক নৃবিজ্ঞান হলো নৃবিজ্ঞানের একটি শাখা যা মানুষের আচার-আচরণ নিয়ে গবেষণা করে 

প্রশ্ন-১১. এথনোলজি বা জাতিতত্ত্ব কী?

উত্তর: এথনোলজি বা জাতিতত্ত্ব হচ্ছে মানবসমাজের তুলনামূলক বিশ্লেষণ বা গবেষণা ।

প্রশ্ন-১২. ফলিত নৃবিজ্ঞানের কাজ কী?

উত্তর: ফলিত নৃবিজ্ঞানের কাজ হলো সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের দিক নির্দেশনা দেওয়া ।. সমাজকর্ম ও মনোবিজ্ঞান; সমাজকর্ম এবং পৌরনীতি

 প্রশ্ন-১৩. মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মূল কেন্দ্রবিন্দু কী?

 উত্তর: বিচিত্র এবং বহুমুখী মানব আচরণ। 

প্রশ্ন-১৪. Psyche শব্দের অর্থ কী? 

[রা. বো., ব. বো. ১৭]

 উত্তর: Psyche শব্দের অর্থ মন বা আত্মা ।

প্রশ্ন-১৫.রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? 

[টা, রা., দি, সি., চ, য. বো. ১৯]

উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটল।

প্রশ্ন-১৬. ল্যাটিন শব্দ 'Civis' এবং 'Civitas'-এর অর্থ কী?

উত্তর: ‘নাগরিক’ এবং ‘নগররাষ্ট্র’ ।

প্রশ্ন-১৭.পৌরনীতি মানুষকে কী হিসেবে গণ্য করে?

উত্তর: পৌরনীতি মানুষকে রাজনৈতিক জীব হিসেবে গণ্য করে ।

প্রশ্ন-১৮.অর্থনৈতিক কার্যকলাপ কী?

উত্তর: অর্থ উপার্জন ও অর্থ ব্যয় সংক্রান্ত কার্যাবলি

প্রশ্ন-১৯.অর্থনৈতিক কার্যাবলির পর্যায় মূলত কয়টি?

উত্তর: অর্থনৈতিক কার্যাবলির পর্যায় মূলত ৩টি।

প্রশ্ন-২০. জনবিজ্ঞান প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তর: ১৮৫৫ সালে Achille Guillard সর্বপ্রথম জনবিজ্ঞান প্রত্যয়টি ব্যবহার করেন।

প্রশ্ন-২১. 'Graphia' এর অর্থ কী?

উত্তর: গ্রিক শব্দ 'Graphia' এর অর্থ লিখন বা বিবরণ ।

প্রশ্ন-২২. চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের প্রধান ধারণা কী?

উত্তর: চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের প্রধান ধারণা হলো চিকিৎসা সমাজকর্ম এবং মনোচিকিৎসা সমাজকর্ম

প্রশ্ন-২৩. কোনটির মাধ্যমে সমাজের মানুষের আইনগত অধিকার ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত হয়?

উত্তর: আইনগত পেশার মাধ্যমে সমাজের মানুষের আইনগত অধিকার ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত হয়

 প্রশ্ন-২৪. আইন পেশায় নিযুক্ত ব্যক্তিবর্গকে কী বলা হয়?

উত্তর: আইন পেশায় নিযুক্ত ব্যক্তিবর্গকে আইনজীবী বলা হয়

প্রশ্ন-২৫. আইন পেশার প্রধান দিক কী?

উত্তর: আইন পেশার প্রধান দিক হলো আইনজীবী সাহায্যার্থী মানুষের সমস্যা সমাধানপূর্বক তাদের স্বার্থ ও অধিকার সংরক্ষণে নিবেদিত থাকা ।

প্রশ্ন-২৬. কোনটি সাহায্যকারী পেশা হিসেবে বিশ্বে সমাদৃত?

উত্তর: সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসেবে বিশ্বে সমাদৃত ।

প্রশ্ন-২৭. সমাজকর্ম সামাজিক চাহিদা পূরণের লক্ষ্যে কাদের সাথে সংযোগ রক্ষা করে চলে?

উত্তর: বিভিন্ন পেশা ও পেশাজীবীদের সাথে সংযোগ রক্ষা করে চলে ।

প্রশ্ন-২৮. আধুনিক সমাজকর্ম পেশার মূল লক্ষ্য কী?

উত্তর: মানুষকে সকল প্রকার প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্ত করে কার্যকর পরিবেশ সৃষ্টি করা

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. সামাজিক বিজ্ঞান বলতে কী বোঝ? 

[ বো, কু. বো., রা, বো,, ব. বো. ১৮: সকল বোর্ড ১৬:১৫]

উত্তর: মানব সম্পর্কের জটিল কর্মবেষ্টনী এবং সমাজে যৌথভাবে বসবাসের উপযোগী বিভিন্ন সংগঠনের গঠনপ্রণালি অধ্যয়নই সামাজিক বিজ্ঞান । সামাজিক বিজ্ঞানকে সমাজের বৈজ্ঞানিক পাঠ বলা যায়। সমাজ এবং সমাজের মানুষের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও বিশ্লেষণের প্রচেষ্টা থেকে এর বিভিন্ন শাখার উদ্ভব হয়েছে। প্রতিটি সামাজিক বিজ্ঞান সমাজ এবং সামাজিক সম্পর্কের বিশেষ দিক নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পদ্ধতিতে বিশ্লেষণ করে। তাই বলা যায়, সামাজিক বিজ্ঞান সমাজ সম্পর্কিত আলোচনার জ্ঞানশাস্ত্র ।

প্রশ্ন-২.সমাজবিজ্ঞানকে কেন সমাজের বিজ্ঞান বলা হয়? 

[রা. বো, ব. বো. ১৭]

উত্তর: সমাজবিজ্ঞানের মাধ্যমে সমাজের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ও অধ্যয়ন করা হয় বলে এটিকে সমাজের বিজ্ঞান বলা হয় । সমাজবিজ্ঞান মানুষের সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান । এই শাস্ত্রের প্রধান প্রতিপাদ্য বিষয় হলো সমাজ। সমাজের বিকাশ, সমাজ কাঠামো, সামাজিক কার্যাবলি, স্তরবিন্যাস, প্রতিষ্ঠান-অনুষ্ঠান, সামাজিক সম্পর্ক ও আচরণ, সামাজিক আন্তঃক্রিয়া, মিথস্ক্রিয়া, সামাজিক পরিবর্তন প্রভৃতি সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। এককথায় বলা চলে, বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন।

প্রশ্ন-৩. নৃবিজ্ঞান বলতে কী বোঝায়?

উত্তর: নৃবিজ্ঞান বলতে মানুষের বিজ্ঞানকে বোঝায় ।

নৃবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে 'Anthropology'। যা গ্রিক শব্দ 'Anthropos' অর্থ 'মানুষ' এবং 'Logos' অর্থ ‘বিজ্ঞান’ থেকে উদ্ভূত। এ বিজ্ঞানের সাহায্যে মানুষের অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিবর্তনের ধারাকে পর্যালোচনা করা হয়। সাধারণত মানুষের জন্ম পরিচয়, জন্ম ইতিহাস, সংস্কৃতি, পরিবার, রাষ্ট্র, ধর্ম প্রভৃতি প্রথা ও প্রতিষ্ঠানের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়েই নৃবিজ্ঞান আলোচনা করে থাকে ।

প্রশ্ন-৪.একজন সমাজকর্মীর সমস্যা সমাধানের জন্যে কেন নৃ-বিজ্ঞানের জ্ঞান প্রয়োজন হয়?

 [রা, বো, ব. বো. ১৭] 

উত্তর: মানুষকে কেন্দ্র করেই বিভিন্ন সমস্যার উদ্ভব হয় বলে একজন সমাজকর্মীর সমস্যা সমাধানে নৃ-বিজ্ঞানের জ্ঞান প্রয়োজন হয় ।

সমাজকর্ম মানুষের সামাজিক, মানসিক ও অস্বাভাবিক আচার-আচরণ সম্পর্কিত বহুমুখী সমস্যা সমাধানে ভূমিকা রাখে এজন্য সমাজকর্মে ব্যক্তির দৈহিক গঠন, আকৃতি, প্রকৃতি প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জন অত্যাবশ্যকীয়। জৈবিকভাবে এই বিষয়গুলো সমস্যা সৃষ্টির পেছনে ক্রিয়াশীল থাকে। সমাজকর্ম বিভিন্ন সমস্যা সমাধানে দৈহিক নৃ-বিজ্ঞানের এই জ্ঞান প্রয়োগ করে । তাছাড়া সাংস্কৃতিক নৃ-বিজ্ঞানের জ্ঞান সমাজকর্মীকে ব্যক্তির মূল্যবোধের অভাব সংশ্লিষ্ট সমস্যা সমাধানে সহায়তা করে।

প্রশ্ন-৫.মনোবিজ্ঞান বলতে কী বোঝায়?

উত্তর: মনোবিজ্ঞান বলতে মানুষ বা প্রাণীর আচরণ সম্পর্কিত বিজ্ঞানকে বোঝায়।

মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো 'Phychology'। যা গ্রিক শব্দ 'Psyche' বা আত্মা এবং 'Logos' বা বিজ্ঞান হতে এসেছে। সুতরাং মনোবিজ্ঞান হলো আত্মা বা মনের বিজ্ঞান। সমাজকর্ম অভিধানের সংজ্ঞানুযায়ী, ‘যে বিজ্ঞান মানুষের মানসিক ও শারীরিক আন্তঃসম্পর্ক ছাড়াও ব্যক্তিকে প্রভাবিত করে, তার অনুধ্যান করে তাকে মনোবিজ্ঞান বলা হয়।

প্রশ্ন-৬. কোন বিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয়? ব্যাখ্যা কর।

 [ঢা বো., দি, বো., ফু. বো., চ. বো., য. বো., সি. বো. ১৭]

উত্তর: মনোবিজ্ঞানকে মানুষের আচরণের বিজ্ঞান বলা হয় ।

আভিধানিক অর্থে মনোবিজ্ঞান বলতে মন সম্পর্কিত বিজ্ঞানকে বোঝায়। মূলত যে বিজ্ঞান মানুষের বা প্রাণীর মন তথা আচার- আচরণ নিয়ে আলোচনা করে, তাকেই মনোবিজ্ঞান বলা হয় । মনস্তাত্ত্বিক বিষয়াবলি, আচরণ, শিক্ষা, সামাজিকীকরণ প্রভৃতি মনোবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। তাই বলা যায়, সমাজে মানুষ বা প্রাণীর সামগ্রিক আচার-আচরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের বিজ্ঞানভিত্তিক অধ্যয়নই মনোবিজ্ঞান ।

প্রশ্ন-৭. সুশাসন বলতে কী বোঝ?

 [ঢা., রা., দি, সি, চ,, য. বো. ১৬]

উত্তর: সুশাসন বলতে রাষ্ট্রের সামগ্রিক কার্যাবলিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণের যাবতীয় সুবিধা নিশ্চিত করাকে বোঝায় ।সুশাসন একটি গতিশীল ও চলমান ধারণা। এটি শাসনব্যবস্থার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক অবস্থার কথা বিবেচনা করে । মূলত বলিষ্ঠ ও ন্যায়ানুগ উন্নয়নকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করা এবং সেই পরিবেশকে অব্যাহতভাবে বজায় রাখাই হলো সুশাসন ।

প্রশ্ন-৮. অর্থনীতি বলতে কী বোঝায়?

উত্তর: অর্থনীতি বলতে এমন একটি সামাজিক বিজ্ঞানকে বোঝায়, যা মানুষের অর্থ সংক্রান্ত কার্যাবলি নিয়ে আলোচনা করে। অর্থনৈতিক কার্যাবলি বিনিময়ের সাথে সম্পর্কযুক্ত এবং অর্থের দ্বারা পরিমাপযোগ্য। কীভাবে সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে অসীম অভাব পূরণ করা যায়, অর্থনীতি তার বিশ্লেষণ করে। অর্থাৎ সীমিত সম্পদ দ্বারা কীভাবে অসীম অভাব পূরণ করা যায় সে সম্পর্কিত বিজ্ঞানই অর্থনীতি

প্রশ্ন-৯. অর্থনীতির আলোচ্য বিষয়বস্তু উল্লেখ কর।

উত্তর: অর্থনীতির আলোচ্য বিষয় হলো সম্পদ উৎপাদন, বণ্টন, ভোগ, বিনিয়োগ সংক্রান্ত মানুষের কার্যাবলি । কীভাবে উৎপাদনের সীমিত উপকরণের বিকল্প ব্যবহারের সাহায্যে মানুষের অসীম অভাব পূরণ করা যায় তার বিশ্লেষণ করাই অর্থশাস্ত্রের আলোচ্য বিষয়। সম্পদের উৎপাদন, ভোগ, বিনিময় ও বণ্টন সংক্রান্ত মানুষের কার্যাবলিই অর্থনীতির মূল বিষয়বস্তু। সম্পদকে কেন্দ্র করে সমাজের মানুষের যে কর্মধারা পরিচালিত ও সম্পাদিত হয় অর্থনীতি তারই আলোচনা করে।

প্রশ্ন-১০.জনবিজ্ঞান বলতে কী বোঝায়?

 [ঢা, রা., দি, সি, চ,, য. বো. ১৯]

উত্তর: মানুষের সংখ্যাতাত্ত্বিক ও পরিসংখ্যানিক বাস্তবভিত্তিক অনুসন্ধান হলো জনবিজ্ঞান । জনবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ Demography। শব্দটি গ্রিক শব্দ Demos ও Graphia থেকে উৎপত্তি হয়েছে। যে বিজ্ঞানে জনসংখ্যা সম্পর্কিত আলোচনা করা হয় তাকে জনবিজ্ঞান বলা হয় ।

প্রশ্ন-১১.সাংবাদিকতা পেশার মূল লক্ষ্য ঘটে যাওয়া ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করা— যুক্তি দেখাও ৷

উত্তর: সাংবাদিকতা পেশা বর্তমান সময়ে একটি মূল্যবোধনির্ভর মুক্ত চিন্তার পেশা হিসেবে সমাজের সার্বিক চিত্র তুলে ধরতে ভূমিকা পালন করে। সাংবাদিকতা পেশার মূল লক্ষ্য হলো সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বা ঘটনার প্রকৃতি অনুসন্ধানের মাধ্যমে সত্য উদঘাটন করা। এর ফলে সংঘটিত ঘটনা বা বিষয়ের প্রকৃত চিত্র আমাদের সামনে উঠে আসে। সাংবাদিকতা পেশায় নিযুক্ত কর্মীরা সামাজিক সচেতনতাবোধ এবং ব্যক্তির দায়িত্ব ও কর্তব্যবোধ সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

প্রশ্ন-১২, আধুনিক সমাজকর্মের পদ্ধতিগত সমস্যা সমাধান প্রক্রিয়া সমাজ মনোবিজ্ঞানের জ্ঞানের ওপর বিশেষভাবে নির্ভরশীল—ব্যাখ্যা কর।

উত্তর: মনোবিজ্ঞানের বিশেষ শাখা হলো সামাজিক মনোবিজ্ঞান। এতে ব্যক্তির ওপর সমাজের প্রভাব এবং ব্যক্তি কীভাবে সমাজকে প্রভাবিত করে তা নিয়ে আলোচনা করা হয় ।

সামাজিক মনোবিজ্ঞান সামাজিক পরিবেশে মানুষের ব্যক্তিত্ব এবং আচরণ কীভাবে প্রভাবিত হয় তা অধ্যয়ন করে। সামাজিক প্রেক্ষাপটে মানুষের ব্যক্তিত্ব, আচার-আচরণ, পারস্পরিক সম্পর্ক ও ক্রিয়া-প্রতিক্রিয়া বিশেষভাবে সহায়তা করে। সমাজ মনোবিজ্ঞান ও সমাজকর্ম উভয়ে সামাজিক প্রেক্ষাপটে মানুষের আচার-আচরণ, ক্রিয়া-প্রতিক্রিয়া এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.Socious' শব্দটির অর্থ কী?

ক. সংঘ

খ. সমাজ

গ.সমিতি

ঘ. মনুষ্যগোষ্ঠী

উ:খ

২.কোন বিজ্ঞানকে The Science of Society বলা হয়?

ক. সমাজকল্যাণ

 খ. পৌরনীতি

গ. সমাজবিজ্ঞান

ঘ, অর্থনীতি

উ:গ

৩.সামাজিক বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে?

ক. সামাজিক সম্পর্কের বিভিন্ন দিক

খ.দারিদ্র্য বিমোচনের বিভিন্ন দিক

গ. মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্র

ঘ. মানবজীবনের দিক

উ:ক

8. 'Socious' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

ক. গ্রিক 

খ.english

গ. ল্যাটিন

ঘ. চাইনিজ

উ:গ

৫. সামাজিক বিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান'—উক্তিটি কার?

ক. ওয়াল্টার. এ. ফ্রিডল্যান্ডার

খ. এমিলি ডুর্খেইম

গ. টমাস মুর

ঘ.অগাস্ট কোঁৎ

উ:খ

৬. সমাজবিজ্ঞানের পরিধি কীরূপ?

ক. ব্যাপক ও বিস্তৃত

 খ. সীমিত

গ.নাতিদীর্ঘ

ঘ. সংকীর্ণ

উ:ক

৭.Positive Philosophy গ্রন্থের রচয়িতা কে?

ক. অগাস্ট কোঁৎ

খ. এম কোভালেভস্কি

গ. ম্যাক্স ওয়েবার

ঘ.পি রবার্টসন

উ:ক

৮.সমাজকর্মের বাস্তব প্রয়োগের জন্য কোনটির জ্ঞান প্রয়োজন?

ক. রাজনীতি বিজ্ঞান

খ. সমাজবিজ্ঞান

গ. রাজনৈতিক সমাজবিজ্ঞান

ঘ. নৃবিজ্ঞান

উ:খ

৯.মানবিক সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং এসবের ব্যাখ্যা করা কোন বিজ্ঞানের কাজ?

ক. নৃবিজ্ঞানের

খ. সমাজবিজ্ঞানের

গ. মনোবিজ্ঞানের

ঘ. রাষ্ট্রবিজ্ঞানের

উ:খ

১০. 'সমাজবিজ্ঞান মানুষের মানসিক সংযোগের বিজ্ঞান'- উক্তিটি কার?

ক. Franklin Giddings

খ.Auguste Comte

গ.. E.A Hoebel

ঘ.M Jacoband BJ Ster

উ:ক

১১. 'নৃ-তত্ত্ববিদগণ হলেন সামাজিক বিজ্ঞানের জ্যোতির্বিদ'-ইউনেস্কো কত সালে এ মন্তব্য করেছে?

ক. ১৯৫৪ সালে

খ১৯৫৩ সালে

গ. ১৯৫২ সালে

ঘ.১৯৫১ সালে

উ:ঘ

১২. বিষয়বস্তুর ব্যাপকতার কারণে নৃ-বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়?

ক. ২ ভাগে

খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে

ঘ.৫ ভাগে

উ:ক

১৩. নৃ-বিজ্ঞানের গবেষণা পদ্ধতি কেমন?

ক. পরিচয়ভিত্তিক

খ. অভিজ্ঞতাভিত্তিক

গ. সময়ভিত্তিক

ঘ. সংখ্যাভিত্তিক

উ:ক

১৪. কোন বিজ্ঞান সমাজের আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সমাজকর্মীদের বিশেষভাবে সহায়তা করে?

ক. নৃ-বিজ্ঞান

খ. রাষ্ট্রবিজ্ঞান

গ. সমাজবিজ্ঞান

ঘ. প্রাণিবিজ্ঞান

উ:ক

১৫.'নৃ-বিজ্ঞান আদিম এবং আধুনিক মানবজাতি এবং তাদের জীবন প্রণালীর অধ্যয়ন'- উক্তিটি কার?

ক. বটোমোর

খ. সরোকিন

গ. অগবান

ঘ. মারভিন হ্যারিস

উ:ঘ

১৬. সামাজিক সমস্যা বিশ্লেষণে ও সমাধানে সমাজকর্মীদের নির্দেশনা দান করে কোনটি?

ক. দৈহিক নৃবিজ্ঞান

খ.সাংস্কৃতিক নৃবিজ্ঞান

গ. ভাষাতত্ত্ব

ঘ.ফলিত নৃবিজ্ঞান

উ:ঘ

১৭.আচরণের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কোনটি?

ক. আবেগ

খ. প্রেষণা

গ. বুদ্ধি

ঘ. ব্যক্তিত্ব

উ:খ

১৮. সুশাসন ও মানবাধিকার কয়টি ক্ষেত্রে সংগঠিত হয়?

ক. একটি 

খ. দুইটি

গ. তিনটি

ঘ. চারটি

উ:ঘ

১৯. রাষ্ট্রের কোন উপাদান গঠনে জনসমর্থন প্রয়োজন?

ক. ভূখণ্ড

খ. জনসমষ্টি

গ. সরকার

ঘ. সার্বভৌমত্ব

উ:গ

২০. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হলো—

ক.Civics

খ. Profi

গ.Civis

 ঘ.Pelvis

উ:ক

২১.অধ্যাপক এল রবিনসের মতে, অর্থনীতি কী ধরনের বিজ্ঞান?

ক. গৃহ পরিচালনার বিজ্ঞান

খ. বাস্তব বিজ্ঞান

গ. অর্থনৈতিক কার্যাবলির বিজ্ঞান

ঘ. অপ্রাচুর্যের বিজ্ঞান

উ:ঘ

২২.কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে 'অপ্রাচুর্যের বিজ্ঞান' বলেছেন?

ক.এডাম স্মিথ

খ. মার্শাল

গ. অধ্যাপক রবিনস

ঘ. ফাইনার

উ:গ

২৩. কোনটি ছাড়া সমাজের সার্বিক কল্যাণ আশা করা যায় না?

ক. সামাজিক উন্নয়ন

খ. ভারসাম্যপূর্ণ আর্থ-সামাজিক উন্নয়ন

 গ. রাজনৈতিক উন্নয়ন

ঘ. অর্থনৈতিক উন্নয়ন

উ:খ

২৪. কোনটির মৌলিক জ্ঞান ছাড়া সামাজিক সমস্যা নিয়ন্ত্রণ ওসমাধান দ্বারা মানুষকে সাহায্য করা সম্ভব নয়? 

ক. সমাজবিজ্ঞানের

 খ. রাষ্ট্রবিজ্ঞানের

 গ. নৃবিজ্ঞানের

 ঘ. অর্থনীতির

উ:ঘ

২৫. জনবিজ্ঞান কী?

ক.শারীরিক ও মানসিক চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞান

খ. আচরণ ও বৃদ্ধি-বিকাশ সম্পর্কিত বিজ্ঞান

গ জন্মশীলতা, মরণশীলতা ও স্থানান্তর সম্পর্কিত বিজ্ঞান

ঘ.মানব উৎস, বিবর্তন ও ইতিহাস সম্পর্কিত বিজ্ঞান

উ:গ

২৬. নিচের কোনটি জনবিজ্ঞানের শাখা?

ক. Political Demography

খ.Historical Demography

গ. Psychological Demography

ঘ. Anologycal Demography

উ:খ

২৭. কত সালে Demography প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করা হয়?

ক. ১৮৫৫ সালে

খ.১৮৬৬ সালে 

গ. ১৯৫৫ সালে

ঘ. ১৯৭৭ সালে

উ:গ

২৮. কে Demography প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন?

ক. Achille Guillard .

খ. WA Friedlander 

গ. Kingsley Davis

 ঘ. TB Bottomore 

উ:ক

২৯.আধুনিক সমাজকর্ম অপরাধ ও কিশোর অপরাধ নিরসনে কোন ব্যবস্থাকে অধিক গুরুত্ব দান করে থাকে?

ক.সংশোধনমূলক

 খ. প্রতিরোধমূলক

গ. প্রতিকারমূলক

ঘ. শাস্তিমূলক

উ:ক

৩০. আইন ও সমাজকর্ম পেশা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণ কী?

ক. সামগ্রিক দৃষ্টিভঙ্গি পোষণ

খ.উন্নত জীবনের নিশ্চয়তা দান

গ.নারী অধিকার প্রতিষ্ঠা

ঘ. সামাজিক সমস্যা নিরসন

উ:ক

৩১. কোন পেশা মূল্যবোধনির্ভর মুক্ত চিন্তার পেশা হিসেবে সমাজের সার্বিক চিত্র তুলে ধরতে ভূমিকা পালন করে?

ক. সমাজকর্ম পেশা

খ.আইন পেশা

গ. সাংবাদিকতা পেশা

 ঘ চিকিৎসা পেশা

.উ:গ

৩২.অন্যান্য সামাজিক বিজ্ঞান হতে জ্ঞান আহরণ করে একটি স্বতন্ত্র ব্যবহারিক বিজ্ঞান হিসেবে গড়ে উঠেছে কোনটি?

ক. অর্থনীতি

খ. পৌরনীতি

গ. রাষ্ট্রবিজ্ঞান

ঘ. সমাজকর্ম

উ:ঘ

৩৩. সামাজিক উন্নয়ন করতে গেলে সমাজের কোন অংশের উন্নয়ন প্রথমে করা জরুরি?

ক. সমাজ

খ. রাষ্ট্র

গ. পরিবার

ঘ. ব্যক্তি

উ:ঘ

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর 

৩৪. নাঈমা ইসলাম সমাজবিজ্ঞান অধ্যয়ন করছে। এটি পাঠের মাধ্যমে সে জানতে পারছে—

i.সমাজকাঠামো সম্পর্কে

ii. সামাজিক সম্পর্ক বিষয়ে

iii. রাষ্ট্রের উৎপত্তি, বিবর্তন ও বিকাশ সম্পর্কে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ.i . iii

গ. ii ও iii

ঘ.i, ii ও iii

উ:ক

৩৫. ফলিত নৃ-বিজ্ঞানের কাজ হলো—

i.কোনো সমাজের অগ্রসরতার কারণ নির্ণয়

.ii.উন্নয়ন পরিকল্পনা ব্যর্থ হবার কারণ উদ্ঘাটন ও সুপারিশ প্রদান

iii. আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরণ নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ.ii ও iii

গ.i ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

৩৬. অর্থনৈতিক আচরণ প্রভাবিত করে—

i.মানুষের সামাজিক পরিবেশকে

ii. মানুষের মূল্যবোধকে

iii. রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ.ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

৩৭. পৌরনীতি ও সুশাসন মানুষের মধ্যে

i.ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটায়

ii. সহমর্মিতাবোধ জাগ্রত করে

iii. ব্যক্তিকে আত্মনির্ভরশীল ও পরিপূর্ণ করে গড়ে তোলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ.i ও iii

গ. ii ও iii

 ঘ. i, ii ও iii

উ:ক

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও: 

একদিন ক’ বিজ্ঞানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতি-গোষ্ঠীর জীবনাচরণ, দৈহিক বৈশিষ্ট্যাবলি, কৃষ্টি-সংস্কৃতি ও প্রথা-প্রতিষ্ঠান জানার উদ্দেশ্যে শিক্ষাসফরের আয়োজন করা হয়। সফরের আগমুহূর্তে শিক্ষক শিক্ষার্থীদের বললেন, পৃথিবীতে মানবজাতির উদ্ভবের সময় হতে শুরু করে তাদের দৈহিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ এবং আচরণ সম্পর্কিত বৈজ্ঞানিক আলোচনাই হলো 'ক' বিজ্ঞান।

 ৩৮. উদ্দীপকে উল্লিখিত 'ক' বিজ্ঞানের সাথে সাদৃশ্য রয়েছে—

i..মনোবিজ্ঞানের

ii. নৃবিজ্ঞানের

iii. সমাজবিজ্ঞানের

নিচের কোনটি সঠিক?

ক. I

খ. ii

গ. ii ও iii

ঘ. i ও iii

উ:খ

৩৯. উল্লিখিত বিজ্ঞানটির তাৎপর্য হলো-

i.মানবজীবনের সামগ্রিক পাঠ

ii. মানবজাতির বিবর্তন ও উৎস অনুসন্ধান

iii. দৈহিক ও সাংস্কৃতিক বিষয়াবলির অনুসন্ধান 

নিচের কোনটি সঠিক?

ক.i

খ. ii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:ঘ

৪0. 'Sociology' শব্দটি প্রবর্তন করেন কে? 

[সকল বোর্ড ১৮]

ক. এল এফ ওয়ার্ড

খ. ডুর্খেইম

গ. অগাস্ট কোঁৎ

ঘ. ম্যাকাইভার

উ:গ

৪১. নৃবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি? 

[সকল বোর্ড ১৬]

ক. মানবীয় আচরণ

খ. মানুষের অধিকার ও কর্তব্য

গ. মানুষের অর্থ-সংক্রান্ত দৈনন্দিন কার্যাবলি 

ঘ. জীবসত্তা ও সামাজিক সত্তা

উ:ঘ

৪২. 'Psyche' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. ল্যাটিন

খ. ফরাসি

গ. গ্রিক

ঘ. ইংরেজি

উ:গ

৪৩. মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলেছেন কে?

ক. জে বি ওয়াটসন

খ. প্যাভলভ

গ. জন এল ভোগেল

 ঘ. স্কাইডার

উ:ক

৪৪.কোন অর্থনীতিবিদের সংজ্ঞাকে অর্থনীতির গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে মনে করা হয়?

 [সকল বোর্ড ১৯]

ক. এ্যাডাম স্মিথ

খ. আলফ্রেড মার্শাল

গ. জন স্টুয়ার্ট মিল

 ঘ. এল. রবিন্স

উ:ঘ

 ৪৫. নৃবিজ্ঞান আলোচনা করে— 

[সকল বোর্ড ১৮]

i. মানুষের উৎপত্তি ও দৈহিক গঠন নিয়ে

ii. মানুষের আচরণ ও ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে 

iii. সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ নিয়ে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

৪৬. জনবিজ্ঞান আলোচনা করে— 

[সকল বোর্ড ১৯: ১৭]

i. জন্ম, মৃত্যু ও স্থানান্তর

ii. জনসংখ্যা বণ্টন ও কাঠামো

iii. জনসংখ্যার ঘাটতি ও বৃদ্ধিজনিত প্রভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও:

 পেশাজীবী জনাব ফিদা সামিন এমন একটি সংস্থায় কাজ করেন, যেখানে সুনির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্য সমাধানের চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে ফিদা সামিন এমন একটি সামাজিক বিজ্ঞানের জ্ঞান ও কৌশল অনুসরণ করেছেন, যার গুরুত্ব সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

[সকল বোর্ড ১৯]

৪৭. উদ্দীপকের জনাব ফিদা সামিন এর কর্মপ্রচেষ্টা কোন সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত?

ক. সমাজবিজ্ঞান

খ. নৃ-বিজ্ঞান

গ. মনোবিজ্ঞান

ঘ. সমাজকর্ম

উ:ঘ

৪৮.সমাজজীবনে উক্ত বিষয়ের গুরুত্ব বৃদ্ধি পাওয়ার কারণ হলো—

i. সামাজিক পরিবর্তনের ফলে

ii. শিল্পায়ন ও নগরায়ণের ফলে

iii. জন্মহার বৃদ্ধি ও মৃত্যুহার হ্রাসের ফলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও ii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

উদ্দীপকটি পড়ো এবং ৪৯ ও ৫০নং প্রশ্নের উত্তর দাও:

জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয়ে অধ্যয়ন করছে যে বিষয়টি মানুষের বহুমুখী সমস্যার কার্যকরী সমাধানের জন্য ব্যবহারিক জ্ঞান দান করে থাকে । এজন্য তাকে সহায়ক হিসাবে বিভিন্ন সামাজিক বিজ্ঞান অধ্যয়ন করতে হয়। 

[সকল বোর্ড ১৭]

৪৯. উদ্দীপকে জাকির হোসেনের বিষয় কোনটি?

ক. সমাজবিজ্ঞান

খ. সমাজকর্ম

গ. অর্থনীতি

ঘ. পৌরনীতি

উ;খ

৫০. উদ্দীপকে জাকির হোসেন যে বিষয়টি অধ্যয়ন করছে তাকে বলা যায়-

i.তাত্ত্বিক বিজ্ঞান

ii. সমন্বিত বিজ্ঞান

iii. ব্যবহারিক বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ.i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:গ

উদ্দীপকটি পড়ে ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও:

আধুনিক প্রযুক্তির উন্নয়নের ফলে জীবনে যেমন যান্ত্রিকতার উৎকর্ষতার সৃষ্টি হয়েছে তেমনি সমাজে সৃষ্টি হয়েছে পারিবারিক ভাঙন, কিশোর অপরাধসহ বহুমাত্রিক সমস্যার।

 [সকল বোর্ড ১৬]

৫১.উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি মোকাবেলার জন্য কোন শিক্ষার প্রয়োজন?

ক. সমাজকর্ম

খ.আইন

গ. সাংবাদিকতা

ঘ.পৌরনীতি ও সুশাসন

উ:ক

৫২.সেবাদানকারী প্রতিষ্ঠান ও কর্মীরা—

i.জনগণকে সচেতন করবে

ii. সামঞ্জস্যবিধানে সক্ষম করে তুলবে

iii. বহুমাত্রিক ও জটিল সমস্যা চিহ্নিত করে সমাধান করবে

  নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. i .iii

ঘ. i, ii ও iii

উ:ঘ

সমাজকর্ম ১ম পত্র  উপর আরো পড়ুন 






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url