এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ১ম অধ্যায় সমাজকর্ম : প্রকৃতি এবং পরিধি CQ , MCQ সাজেশন
পেজ সূচিপত্র :১ম অধ্যায় সমাজকর্ম : প্রকৃতি এবং পরিধি
এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩
HSC Social work 1st paper100% Common Suggestion-2023
আমাদের ওয়েবসাইট ও চ্যানেলে তোমাদের স্বাগতম । আমরা প্রতিনিয়ত সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিয়ে থাকি । তোমাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পার । আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। পরবর্তিতে সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপলোড দেব । পড়ার টেবিল নামের পুরো একটা লাইব্রেরী! এত বই পড়ে কি লাভ? যদি কমন না আসে এত বই পড়ার পরেও!
শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্তির পথে,আমরা শতভাগ (১০০%) কমনের নিশ্চয়তায় প্রতিজ্ঞাবদ্ধ!
বিকল্পধারায় সহজ থেকেও সহজতর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপহার স্বরুপ শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, CQ, MCQ,মডেল টেষ্ট, সৃজনশীল প্রশ্ন+উত্তর ও ভিডিও ক্লাস। সম্পুর্ণ ডিজিটাল পথে শিক্ষার্থীদের সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্বেগ।
সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. বিশ্বজুড়ে কীসের বিকাশ ঘটেছে?
প্রশ্ন-২. কোন শতকে সমাজকর্মের উদ্ভব হয়?
প্রশ্ন-৩. সমাজকর্ম কোন বিজ্ঞানের ব্যবহারিক রূপ?
প্রশ্ন-৪. সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
প্রশ্ন-৫. সমাজকর্মের মূলমন্ত্র কী?
প্রশ্ন-৬. সমাজকর্ম কোন ধরনের মানুষের কল্যাণে বিশ্বাসী?
প্রশ্ন-৭. "Introduction to Social Work" গ্রন্থের লেখক কে?
প্রশ্ন-৮. IFSW-এর পূর্ণরূপ কী?
প্রশ্ন-৯. NASW এর পূর্ণরূপ কী?
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
প্রশ্ন-১০. কত সালে NASW (National Association of Social Workers) সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে?
প্রশ্ন-১১. সমাজকর্মের মূল উদ্দেশ্য কী?
প্রশ্ন-১২. Werner W Boehm সমাজকর্মের কয়টি মৌলিক লক্ষ্য উল্লেখ করেছেন?
প্রশ্ন-১৩. মানুষের সুস্থ ও সুন্দর জীবন যাপনের অন্যতম প্রধান শর্ত কী?
প্রশ্ন-১৪. কোন বিপ্লবের পর সমাজ জটিল আকার ধারণ করে?
প্রশ্ন-১৫. সমাজকর্ম কী ধরনের সেবাকর্ম?
প্রশ্ন-১৬. সামাজিক কার্যক্রম হিসেবে সমাজকর্ম কেন প্রতিষ্ঠিত হয়েছে?
প্রশ্ন-১৭. সমাজকর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
প্রশ্ন-১৮. সমাজকর্মের পরিধি কী?
প্রশ্ন-১৯. আন্তঃক্রিয়া কী?
প্রশ্ন-২০. বৈজ্ঞানিক ভিত্তিতে সমাজকর্মে কয় ধরনের জ্ঞান বিদ্যমান?
প্রশ্ন-২১. সেবাকার্য সম্পাদনে সমাজকর্মীকে কী অর্জন করতে হয়?
প্রশ্ন-২২. সাহায্যার্থীকে সেবা প্রদানের সময় সমাজকর্মে কয়টি বিষয় বিবেচনা করা হয়?
প্রশ্ন-২৩. সমস্যা সমাধান প্রক্রিয়ায় সমাজকর্ম কোন ধরনের পদ্ধতি প্রয়োগ করে থাকে?
প্রশ্ন-২৪. সুস্থ ও সুন্দর জীবনযাপনের অন্যতম প্রধান শর্ত কী?
প্রশ্ন-২৫. বিশ্বের প্রতিটি দেশ কীভাবে জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে চায়?
প্রশ্ন-২৬. আর্থ-সামাজিক উন্নয়ন কী?
প্রশ্ন-২৭. সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কী প্রয়োজন?
প্রশ্ন-২৮. সামাজিক উন্নয়নের পূর্বশর্ত কী?
প্রশ্ন-২৯. সামাজিক সংহতি ও ঐক্য ব্যাহত হচ্ছে কেন?
প্রশ্ন-৩০. সমাজে বিদ্যমান বৈষম্য ও সামাজিক অসন্তোষ কীভাবে হ্রাস পায়?
প্রশ্ন-৩১. পেশাদার সমাজকর্ম কোন ধরনের সেবাদানে বিশ্বাসী?
প্রশ্ন-৩২. মুক্ত কয়েদি পুনর্বাসন কোন ধরনের কার্যক্রমের অন্তর্ভুক্ত?
প্রশ্ন-৩৩. যেকোনো দেশের সার্বিক সামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা কী?
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. সমাজকর্ম বলতে কী বোঝায়?
প্রশ্ন-২. সমাজকর্ম শিক্ষা বলতে কী বোঝায়?
প্রশ্ন-৩. সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়?
প্রশ্ন-৪. সমাজকর্মকে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয় কেন?
প্রশ্ন-৫. সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা— ব্যাখ্যা কর।
প্রশ্ন-৬. সমাজকর্মের পরিধি বলতে কী বোঝায় ?
৭.পেশাদার সমাজকর্মী বলতে কী বোঝায়?
প্রশ্ন-৮. সামাজিক মূল্যবোধের ধারণা দাও।
প্রশ্ন-৯. আর্থ-সামাজিক উন্নয়ন বলতে কী বোঝায়?
প্রশ্ন-১০. আত্মকর্মসংস্থান বলতে কী বোঝ?
প্রশ্ন-১১. পেশাদার সমাজকর্মের প্রয়োজনীয়তা দেখা দেয় কেন?
প্রশ্ন-১২. ‘সামাজিক ভূমিকা পালন সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য'— ব্যাখ্যা করো।
প্রশ্ন-১৩. স্বাবলম্বিতা অর্জন বলতে কী বোঝায়?
১ম অধ্যায় : সমাজকর্ম : প্রকৃতি এবং পরিধি
বহুনির্বাচনি প্রশ্নও উত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১ . সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?
ক. ঐতিহ্যবাহী সমাজকল্যাণ
খ. সমাজকর্ম
গ. শিল্প সমাজকর্ম
ঘ. সমাজবিজ্ঞান
উ: খ
২.সমাজকর্ম প্রতিটি মানুষকে কীভাবে তার অধিকার সম্পর্কে সজাগ রাখে?
ক. সচেতনতা সৃষ্টির মাধ্যমে।
খ. দক্ষতা বৃদ্ধির মাধ্যমে
গ. মূল্যবোধের বিকাশ ঘটিয়ে
ঘ. মানসিক অবস্থার বিকাশ ঘটিয়ে
উ: ক
৩ . মানুষকে পরিবর্তিত সামাজিক পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সক্ষম করে তুলতে কোনটি সহায়ক ভূমিকা রাখে?
ক. সমাজবিজ্ঞান
গ. সমাজকর্ম
খ. রাষ্ট্রবিজ্ঞান
ঘ. মনোবিজ্ঞান
উ: গ
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৪. সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে সাহায্য করে— কথাটির তাৎপর্য কী?
ক. নাগরিকের মধ্যে দায়িত্ব-কর্তব্যের অনুভূতি সৃষ্টি করে
খ. ব্যক্তির সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করে
গ. ব্যক্তির সামাজিকীকরণকে ফলপ্রসূ করে
ঘ. ব্যক্তির মনোজাগতিক পরিবর্তন ঘটায়
উ: গ
৫. কোনো দেশের প্রকৃত উন্নয়ন কীসের উপর নির্ভরশীল?
ক. খনিজ সম্পদের ওপর
খ.সাংস্কৃতিক উন্নয়নের ওপর
গ. ভারসাম্যপূর্ণ আর্থ-সামাজিক অবস্থার ওপর
ঘ.মানব সম্পদের পরিমাণের ওপর
উ: গ
৬. সমাজকর্ম পরিবেশের সাথে মানুষকে উপযোজনে সাহায্য করে । এখানে ‘উপযোজন' দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. ক্রিয়া-প্রতিক্রিয়া
গ. উন্নয়ন করা
খ. খাপ খাইয়ে নেওয়া
ঘ. ভূমিকা পালন করা
উ: খ
৭. সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে কত সালে NASW কর্তৃক প্রকাশিত বিষয়গুলোকে প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা হয়?
ক. ১৯৮০ সালে
গ. ১৯৮২ সালে
খ. ১৯৮১ সালে
ঘ. ১৯৮৪ সালে
উ:খ
৮. সমাজকর্মী আফিয়া ও সাহায্যার্থী রাবেয়ার পারস্পরিক সম্পর্ক বলে দেয় যে তারা একটি সুষ্ঠু সমাধানে পৌছাতে সক্ষম হবে। এখানে সমাধান কৌশল সফল হওয়ার যৌক্তিক কারণ কী?
ক. পর্যাপ্ত সম্পদ
খ.পেশাগত সম্পর্ক স্থাপন
গ. নীতির সঠিক প্রয়োগ
ঘ. সম্পদের সর্বোত্তম ব্যবহার
উ: খ
৯. অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়নে সমাজকর্ম কীভাবে সহায়তা করে?
ক. সামাজিক সুসম্পর্ক তৈরির মাধ্যমে
খ . সকল মানুষের কল্যাণ সাধন করে
গ. জনগণের দক্ষতা বৃদ্ধি করে
ঘ. ব্যক্তিগত সমস্যা সমাধান করে
উ: খ
১০. কীভাবে সমাজকর্ম মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে?
ক. সমাজের অনাকাঙ্ক্ষিত সমস্যা দূর করে
খ. জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে
গ. সমাজে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে
ঘ. রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন করে
উ:
১১. কাকে Change Agent বলা হয়?
ক. সমাজতত্ত্ববিদকে
খ. সমাজকর্মীকে
গ. রাজনীতিবিদকে
ঘ. শিক্ষককে
উ: খ
১২. আধুনিক সমাজকর্ম কোন ধরনের কার্যক্রমের ওপর বেশি জোর দেয়?
ক. সংশোধনমূলক
খ. উন্নয়নমূলক
গ. প্রতিরোধমূলক
ঘ. প্রতিকারমূলক
উ: ক
১৩. সমাজকর্মকে কেন মূল্যবোধ আশ্রিত পেশা বলা হয়?
ক. মূল্যবোধ সৃষ্টি করতে হয় বিধায়
খ. মূল্যবোধ অনুসরণ করে চলার কারণে
গ. মূল্যবোধকে অগ্রাধিকার দেয়া হয় তাই
ঘ. মূল্যবোধের প্রচার করতে হয় বলে
উ: খ
১৪. কোনটি সমাজকর্মের পরিধিভুক্ত?
ক. মানসিক স্বাস্থ্যসেবা
খ. শারীরিক স্বাস্থ্যসেবা
ঘ.আর্থিক সেবা
গ.বস্তুগত সেবা
উ: ক
সমাজকর্ম প্রথম পত্র
১৫. বৈজ্ঞানিক ভিত্তিতে সমাজকর্মে কয় ধরনের জ্ঞান বিদ্যমান?
ক. ৩ ধরনের
গ. ৫ ধরনের
খ. ৪ ধরনের
ঘ. ৭ ধরনের
উ: ক
১৬. সামাজিক উন্নয়নের পূর্বশর্ত কী?
ক. সামাজিক সচেতনতা সৃষ্টি
খ. অর্থনৈতিক উন্নয়ন
গ. অবহেলিত শ্রেণির স্বার্থ সংরক্ষণ
ঘ.মানবাধিকার নিশ্চিতকরণ
উ: ক
১৭. কোন দিক থেকে বিবেচনা করলে সমাজকল্যাণ ও সমাজকর্ম দুটিই সুসংগঠিত সাহায্যকারী প্রক্রিয়া?
ক. পরিধিগত
খ. প্রকৃতিগত
গ. উদ্দেশ্যগত
ঘ. প্রক্রিয়াগত
উ: খ
১৮. একটি দেশের সার্বিক সামাজিক উন্নয়নের অন্যতম –
ক. ধর্মহীনতা
খ. নিরক্ষরতা
গ. নারীর নির্ভরশীলতা
ঘ. কুসংস্কার
উ: খ
১৯. সমাজকর্ম কাদের স্বার্থ সংরক্ষণে অধিক তৎপর?
ক. অক্ষম জনগোষ্ঠীর
খ. প্রভাবশালী জনগোষ্ঠীর
গ. নিম্নশ্রেণির জনগোষ্ঠীর
ঘ. বঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর
উ: ঘ
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন
২০. ওয়ার্নার ডব্লিউ বোয়েম এর মতানুযায়ী একজন সমাজকর্মী
যে লক্ষ্য অর্জনে কাজ করবেন—
i. সামাজিক নীতির বিকাশ ও উন্নয়নে
ii. মানুষের হৃত ক্ষমতা পুনরুদ্ধারে
iii. সামাজিক বিপর্যয় প্রতিরোধে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. i ও iii
খ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ:খ
২১. সকল মানুষকে সমস্যার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার
উদ্দেশ্য হলো—
i.সমঅধিকার ভোগের নিশ্চয়তা
ii. সম্পদের সদ্ব্যবহার
iii. নিজ ক্ষমতার পূর্ণ প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. i ও iii
খ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ:খ
২২. সমাজকর্মের লক্ষ্য অর্জনে NASW প্রকাশিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো- ঘটানো হলো —
i.সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ
ii. কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা
iii. মানুষের হৃত ক্ষমতার পুনরুদ্ধার করা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
২৩. সমাজকর্ম হচ্ছে সমস্যা সমাধানের—
i.আধুনিক বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া
ii.সেবামূলক প্ৰক্ৰিয়া
iii.পরিকল্পিত ও গঠনমূলক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ:ঘ
২৪. সমাজকর্মকে বিশেষায়িত করা যায়—
i.আর্থিক সাহায্য পরিচালনাকারী কার্যক্রম হিসেবে প্রতিবন্ধকতা হিসেবে কোনটি বিবেচনা করা হয়?
ii. বিশেষ জ্ঞাননির্ভর পদ্ধতি হিসেবে
iii. দক্ষতানির্ভর সেবাকর্ম হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. i ও iii
খ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ:খ
২৫. সমাজকর্মের উদ্ভব ঘটেছে—'
i .সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে
ii. সামাজিক পরিবেশের সাথে মানুষের সামঞ্জস্য বিধাে জন্য
iii. মানুষের বহুমুখী চাহিদা পূরণের লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
২৬. প্রতিরোধমূলক সমাজকর্মের মাধ্যমে—
i. সামাজিক সচেতনতা সৃষ্টি করা হয়
ii. গ্রামীণ সমাজসেবা প্রদান করা হয়
iii. মুক্ত কয়েদি পুনর্বাসন করা হয়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: গ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
২৭. সমাজকর্ম প্রতিরোধমূলক কার্যাবলি গ্রহণ করে-
i.চলমান পরিস্থিতি মোকাবিলার জন্য
ii. অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তার জন্য
iii. ভবিষ্যৎ বিপর্যয় রোধ করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: গ
২৮, সমাজকর্ম আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে—
i. মানুষের চাহিদা পূরণের মাধ্যমে
ii. সুসমন্বিত নীতি প্রণয়নের মাধ্যমে
iii. মানুষের জীবনমানের উন্নয়ন সাপেক্ষে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii 3 iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন
উদ্দীপকটি পড়ে ২৯-৩১ নং প্রশ্নের উত্তর দাও:
উচ্চ মাধ্যমিক শ্রেণির শারমিন প্রতিদিন বাসায় পড়া শেষে একটি সার-সংক্ষেপ তৈরি করে। তার আজকের পড়ার একটি বিষয়ের সার-সংক্ষেপ হচ্ছে— বিষয়টি একটি সুসংগঠিত পদ্ধতি ও বৈজ্ঞানিকভাবে সামাজিক সমস্যার সমাধান দেয়। আর মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন, সম্পদের সদ্ব্যবহার ও জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণে বিষয়টি শিক্ষার প্রয়োজনীয়তা
অপরিসীম।
২৯. কোনটি শারমিনের পঠিত বিষয়?
ক. অর্থনীতি
খ. সমাজকর্ম
গ. পৌরনীতি
ঘ. ভূগোল
উ: খ
সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি
উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
হোসনে আরা একজন ইউপি সদস্য। সরকারি উদ্যোগে ৪০টি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার একটি প্রকল্পের দায়িত্ব তিনি পান। তিনি গ্রামের সকলের সাথে আলোচনা করে ৪০টি অসহায় পরিবার শনাক্ত করে প্রকল্প বাস্তবায়ন করেন।
৩২. হোসনে আরার কাজে কীসের প্রতিফলন ঘটেছে?
ক.সুষ্ঠু সামাজিক ভূমিকা পালন
খ.আর্থ-সামাজিক উন্নয়ন
গ. উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান
ঘ. বৈজ্ঞানিক উপায়ে সমস্যার সমাধান
উ: গ
৩৩. উদ্দীপকে উন্নয়ন কাজে জনগণের অংশগ্রহণের ফলে-
i. জনগণ তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েছে
ii.উন্নয়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন হয়েছে
iii. ব্যাপক সংখ্যক মানুষ প্রকল্পের আওতায় এসেছে নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
খ. বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন
৩৪. “Social Work : A Profession of Many Faces" গ্রন্থের লেখক কে? [সকল বোর্ড ১৮]
ক.ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার
খ. মরেলস ও শেফর
গ. রবার্ট এল বার্কার
ঘ. স্কিডমোর ও থ্যাকারি
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)
উ: খ
৩৫. "Introduction to Social Welfare" গ্রন্থের লেখক কে?
[সকল বোর্ড ২২/]
ক. Walter A Friedlander
খ. Morales and Sheafor
গ. Skidmore and Thackeray
ঘ.Warner W Boehm
উ: ক
৩০. উক্ত বিষয়টির যেসব বৈশিষ্ট্য পাওয়া যায়—
i.সুসংগঠিত পদ্ধতি
ii. রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক সৃষ্টি করে
iii. সমস্যার বৈজ্ঞানিক সমাধান প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক.i
গ. i ও iii
খ. i ও ii
ঘ. i, ii ও iii
উ: গ
৩১. উক্ত বিষয়টি চর্চার প্রয়োজনীয়তা হলো-
i.মানবসম্পদ বিকাশ
ii. জনগণের অংশগ্রহণ
iii. সম্পদের সদ্ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৩৬. সামাজিক ভূমিকা পালন, ক্ষমতা উন্নয়ন, পুনরুদ্ধার, সংরক্ষণ এবং শক্তিশালীকরণে নিম্নোক্ত কোন বিষয়টি কার্যকর ভূমিকা পালন করে?
[সকল বোর্ড ১৮]
ক. সমাজবিজ্ঞান
গ. জনবিজ্ঞান
খ. মনোবিজ্ঞান
ঘ. সমাজকর্ম
উ: ঘ
৩৭. সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা কী?
[সকল বোর্ড ২২]
ক. প্রতিকার, প্রতিরোধ, সংস্কার
খ. প্রতিকার, , সংশোধন, উন্নয়ন
গ. প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন
ঘ. প্রতিরোধ, প্রতিকার, বাস্তবায়ন
উ: গ
৩৮. ‘সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটি পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে।— সংজ্ঞাটি কার?
ক. মরেলস এবং শেফর
খ. সমাজকর্ম অভিধান
গ. ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডার
ঘ. এনসাইক্লোপিডিয়া অব সোস্যাল ওয়ার্ক
উ: গ
৪২. সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে সমাজকর্ম একটি—
[সকল বোর্ড ২১]
i.অর্থনৈতিক প্রক্রিয়া
ii. বৈজ্ঞানিক প্রক্রিয়া
iii. প্রাতৃতিক প্রত্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii ও iii
গ. ii
ঘ.i ও iii
উ: খ
৩৯. সমাজকর্মের উদ্দেশ্য হলো—
[সকল বোর্ড ’২১]
i.সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন
ii.সকল মানুষের সামগ্রিক কল্যাণ
iii. সম্পদের সদ্ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৪০. সমাজকর্মের পরিধিভুক্ত বিষয়—
[সকল বোর্ড ২২]
I. সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন
ii. গ্রামীণ ও শহর সমাজসেবা কার্যক্রম
iii. সমাজ সংস্কার ও সামাজিক আইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৪১. সমাজকর্মের বৈশিষ্ট্য হলো—
[সকল বোর্ড ১৬,সকল বোর্ড ১৮]
i. মুনাফা অর্জনের জন্য পরিচালিত কার্যক্রম
ii. সংযোগকারী হিসেবে নিজস্ব সম্পদ কাজে লাগানোর প্রক্রিয়া
iii. এটি একটি সাহায্যকারী সেবামূলক কার্যক্রম
iii. প্রাকৃতিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: গ
উদ্দীপকটি পড় এবং ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও: পাবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয়ে অধ্যয়ন করছে যে বিষয়টি মানুষের বহুমুখী সমস্যার কার্যকর সমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞান প্রয়োগ করে থাকে।
[সকল বোর্ড '২১]
৪৩. উদ্দীপকের পাবেলের অধীত বিষয় কোনটি?
ক. সমাজবিজ্ঞান
খ. জনবিজ্ঞান
গ. মনোবিজ্ঞান
ঘ.সমাজকর্ম
উ: ঘ
৪৪. উদ্দীপকের পাবেলের অধীত বিষয়টি—
i.কলা
ii. বিজ্ঞান
iii. ব্যবসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
এই অধ্যায়ের উপর কুইজ দেই/ পরীক্ষা দেই: ১ম অধ্যায় সমাজকর্ম :প্রকৃতি এবং পরিধি
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ কৃষি শিক্ষা MCQ সমাধান
এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান
এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ পদার্থবিজ্ঞান MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ সমাধান
সমাজকর্ম ১ম পত্র উপর আরো পড়ুন
- অধ্যায়:১ সমাজকর্ম : প্রকৃতি এবং পরিধি
- অধ্যায়-২সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
- অধ্যায়-৩ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা
- অধ্যায়-৪ সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়
- অধ্যায়-৫ সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক
- অধ্যায়-৬ সমাজকর্মের পদ্ধতি
- অধ্যায়-৭ সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম
- অধ্যায়-৮ সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url