এসএসসি জীববিজ্ঞান ১০০% কমনের নিশ্চয়তায়… আমাদের প্রচেষ্টা-- বিভিন্ন ধরনের টেষ্ট পেপার ও মূলবই থেকে কমন উপযোগী প্রশ্ন গুলো নিয়ে আমাদের সাজেশন ,আশা করি অনেক কমন আসবে ইনশাআল্লাহ্…..
এস এস সি জীববিজ্ঞান ১০০% কমন সাজেশন-২০২৩
SSC Biology 100% Common Suggestion-2023
ভিডিও ক্লাস: এস এস সি জীববিজ্ঞান ১০০% কমন সাজেশন-২০২৩
লিংক: এসএসসি জীববিজ্ঞান MCQ ১০০% কমন সাজেশন-২০২৩
এসএসসি -2023 জীববিজ্ঞান পরীক্ষার জ্ঞান ও অনুধাবনমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন
জ্ঞানমূলক সাজেশন :(ক নং প্রশ্ন)
অধ্যায় ১ : জীবপাঠ
১। জীববিজ্ঞানের জনক কে?
২। ভৌত জীববিজ্ঞান কী?
৩। শারীরবিদ্যা কী?
৪। হিস্টোলজি কাকে বলে ?
৫। এন্ডোক্রাইনোলজি কী?
৬। প্রত্নতত্ত্ববিদ্যা বা জীবাশ্ম বিজ্ঞান কী?
৭। ক্রিস্টি কাকে বলে?
৮। রাইবোজোম কী?
৯। বায়োইনফরমেটিক্স কী?
১০। শ্রেণিবিন্যাস কাকে বলে?
১১। শ্রেণিবিন্যাসের লক্ষ্য কী?
১২। ডায়াটম কী?
১৩। অ্যানাইসোগ্যামাস কী?
১৪। হেটারোট্রোফিক কী?
১৫ । নেস্টেড হায়রার্কি কী?
১৬। দ্বিপদ নামকরণ কী?
১৭। সেন্ট্রিওল কাকে বলে? [. বো. ১৭]
১৮ । অ্যারেনকাইমা কী? [দি বো, '২২]
১৯। স্ক্লেরাইড কী? [ঢা. বো. ১৯. সি. বো, '২১' '২২]
২০। জটিল টিস্যু কাকে বলে? [সি. বো. '২২; দি বো ২১ [রা. বো. '২০]
২১। সিন্যাপস্ কী? [ঢা বো. '২১) [কু. বো. [২০] [ঢা বো. '২২; রা. বো. '১৭]
অনুধাবনমূলক সাজেশন:(খ নং প্রশ্ন)
অধ্যায় ১ : জীবপাঠ
১। প্রকৃত কোষ বলতে কী বোঝায়? [য, বো, '১৭] '
২। কাকে বংশগতির প্রধান উপাদান বলা হয়? ব্যাখ্যা কর। (সি. বো. '২২, '১৬, ম. বো. '২২]
৩। প্রোক্যারিওটা ও ইউক্যারিওটার দুটি পার্থক্য লেখ।
৪। শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? | কু. বো. ' ২২
৫। শ্রেণিবিন্যাস বিদ্যা প্রয়োজন কেন? | রাজশাহী ক্যাডেট কলেজ, রাজশাহী।
৬। কোন তথ্য-উপাত্তের ভিত্তিতে R.H Whittaker জীবজগতকে ৫টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন।
৭। প্রোটিস্টা রাজ্যের জীবগুলোকে ইউক্যারিওট বলা হয় কেন? ব্যাখ্যা কর। [য. বো. 221
৮। নীলাভ সবুজ শৈবালের কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? [দি, বো, '১৯)
৯। ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় কেন? [ব. বো. ১৯)
১০। ফানজাই এবং প্লান্টি রাজ্যের মধ্যে পার্থক্য কী? [গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কুমিল্লা]
১১। প্লান্টি রাজ্যের জীবদের হেটেরোট্রফিক কেন বলা হয় না, ব্যাখ্যা [রংপুর জিলা স্কুল, রংপুর |
১২। মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন?
১৩। মানুষকে Primate বর্গের প্রাণী বলার কারণ ব্যাখ্যা কর।
১৪। দ্বিপদ নামকরণ বলতে কী বোঝায়? [রা. বো. [20] [কু. বো. '২০ [দি বো, '২১]
এসএসসি -2023 জীববিজ্ঞান পরীক্ষার জ্ঞান ও অনুধাবনমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন
জ্ঞানমূলক সাজেশন :(ক নং প্রশ্ন)
অধ্যায় ২ : জীবকোষ ও টিস্যু
১। কোষ কী?
২। ত্বক কাকে বলে?
৩। জাইগোট কী?
৪। প্রাককেন্দ্রিক কোষ কী?
৫। আদিকোষ কাকে বলে?
৬। প্রকৃত কোষ কাকে বলে?
৭। জনন কোষ কাকে বলে?
৮। প্লাজমোডেজমাটা কী?
৯। কোষরস কী?
১০। প্রোটোপ্লাজম কাকে বলে?
১১। প্লাজমালেমা কী? [ঢা বো. '২১; য. বো. ১৬] [য. বো. '২১; ম. বো. '২১] [ব. বো. '২১]
১২।বায়োএনার্জি কাকে বলে?
১৩। সালোকসংশ্লেষণের পরিমিত
১৪। শ্বসন কী?
১৫। শ্বসনিক বস্তু কী?
১৬। সবাত শ্বসন কাকে বলে?
১৭। অবাত শ্বসন কাকে বলে?
১৮ । গ্লাইকোলাইসিস কী?
১৯। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে?
অনুধাবনমূলক সাজেশন:(খ নং প্রশ্ন)
অধ্যায় ২: জীবকোষ ও টিস্যু
১। তাপমাত্রা কীভাবে সালোকসংশ্লেষণকে প্রভাবিত করে?
২। রাতের বেলা বড় গাছের নিচে থাকা অস্বাস্থ্যকর কেন? [রা. বো. ২০: য, বো, '২০ দি, বো, '20]
৩। সালোকসংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য লিখ ।
৪। পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ বলতে কী বোঝায়?
৫। অবাত শ্বসন অপেক্ষা সবাত শ্বসনে বেশি শক্তি তৈরি হয় কেন?
৬। কচি কাণ্ডের শীর্ষে কেন শ্বসনের হার বেশি হয় ব্যাখ্যা কর।
৭। পাউরুটি ফাঁপা হয় কেন? [ম. বো. [22]
লিংক: এসএসসি জীববিজ্ঞান MCQ ১০০% কমন সাজেশন-২০২৩
এসএসসি -2023 জীববিজ্ঞান পরীক্ষার জ্ঞান ও অনুধাবনমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন
জ্ঞানমূলক সাজেশন :(ক নং প্রশ্ন)
অধ্যায় ৪: জীবনীশক্তি
১।জীবনীশক্তি কী? [ব. বো. ১৬] [দি বো. ১৭] [কু. বো. ২১; সি. বো, '১৯]
২।জৈব মুদ্রা কী? [রা. বো. ’২১; চ. বো. '২০: ব. বো. ১৯; দি. বো. '১৯, '১৭)
৩। ফসফোরাইলেশন কী? [রাবো.’২২; কু.বো. '২০[ঢা বো. [২১[কু. বো. ’২২; সি. বো. [২১] [ঢা বো. ১৯]
৪। জীবের বৈজ্ঞানিক নামের অংশ দুটি কী কী?
৫। সালোকসংশ্লেষণ কী?
৬। ফটোলাইসিস কী?
৭। C,উদ্ভিদ কাকে বলে? [য. বো. ’২২, '২১; কু. বো. ১৫; চ. বো. ২২
৮। C4 উদ্ভিদ কী? [কু. বো. '২২]
৯। ফটোফসফোরাইলেশন কী? [ঢা. বো. ’১৭; রা. বো. '২২] [সি. বো. '২২] [রা. বো. ১৬]
১০। জবা ফুলের বৈজ্ঞানিক নাম কী?
১১। জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কী?
অনুধাবনমূলক সাজেশন:(খ নং প্রশ্ন)
অধ্যায় ৪ : জীবনীশক্তি
১। ATP রিচার্জেবল ব্যাটারির সঙ্গে তুলনীয় কেন? [কু. বো. '২২; সি. বো. '২০)
২। ফসফোরাইলেশন বলতে কী বোঝ?
৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় জারণ-বিজারণ ঘটে— ব্যাখ্যা কর ।
৪। C, উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি হয় কেন? ব্যাখ্যা কর ।
৫। ফটোলাইসিস প্রক্রিয়া কী ব্যাখ্যা কর।
৬। CBC, উদ্ভিদ বলতে কী বোঝায়? [ব. বো. '২১] [ঢা. বো, '১৭]
৭। মধ্যবয়সী পাতার তুলনায় কম বয়সী পাতায় সালোকসংশ্লেষণের হার কম কেন?
৮। উত্তর অঞ্চলের লোকদের গলগন্ড বেশি হওয়ার কারণ কী?
৯। পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক না পেলে দেহে কী সমস্যা দেখা দিতে পারে? ব্যাখ্যা কর। [ য. বো. ১৯]
১০। রক্তশূন্যতা কেন হয়?
১১। BMR বা বেসিক মেটাবলিক রেট বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। [রা. বো. ১৬/
১২। পরিশ্রমের পাশাপাশি বিশ্রামও প্রয়োজন কেন? ব্যাখ্যা কর। [ব. বো. [২০]
১৩। মুখগহ্বরে কোন খাদ্য উপাদানটি পরিপাক হয় ব্যাখ্যা কর। [ঢা বো. '১৭) [সি. বো. ১৭]
লিংক: এসএসসি জীববিজ্ঞান MCQ ১০০% কমন সাজেশন-২০২৩
এসএসসি -2023 জীববিজ্ঞান পরীক্ষার জ্ঞান ও অনুধাবনমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন
জ্ঞানমূলক সাজেশন :(ক নং প্রশ্ন)
অধ্যায় ৫ :খাদ্য,পুষ্টি এবং পরিপাক
১। উদ্ভিদ পুষ্টি কী? [রা. বো. ১৬]
২। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কী? [ঢা. বো. ১৭; চ. বো. '১৭]
৩। মাইক্রো উপাদান কী? [য. বো. '২২; সি. বো. '২০; ব. বো.১৯; দি. বো. ১৯) [ঢা. বো. '২০; কু. বো, '২২]
৪। ক্লোরোসিস কী? [ঢা. বো. '২০; য. বো. '২০; ব. বো. ২০; সি. বো. ১৯ [ব. বো. ’২১, দি, বো, '২০]
৫। ডাইব্যাক কী? [ঢা. বো. '১৯]
৬। রাফেজ কী?
৭। মৌল বিপাক শক্তি কী? .বো. ১৯:সি.বো. ১ (সকল বোর্ড ২০১৮ (ডা. বো. ১৬ যে, যো, '20: কু. বো. ২২,
৮। রাফেজ কী?
৯। ভিটামিন কাকে বলে?
১০। বিশুদ্ধ খাদ্য কাকে বলে?
১১। গলগণ্ড কী?
১২। গয়টার কী?
১৩। BMR কী?
১৪। পরিপাক কী? (কু, বো. ১৯ কু. বো. ১৭: সি. বো. ১]
অনুধাবনমূলক সাজেশন:(খ নং প্রশ্ন)
অধ্যায় ৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক
১। উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান বলতে কী বোঝায়?
২।নাইট্রোজেনের অভাবে উদ্ভিদে শক্তি নির্গমন হ্রাস পায় কেন ?
৩। উচ্চমানের আমিষ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
৪। চাল আমরা রান্না করে খাই কেন?
১। প্রোক্যারিওটিক সেল বলতে কী বোঝায় ?
২। আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্য লিখ। [ব. বো. '১৭; দি. বো. ১৭
৩। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে কী বুঝায়?
৬। অধিক পরিমাণে ভিটামিন D গ্রহণ করা ক্ষতিকর কেন ?
৭।রাফেজ বলতে কী বোঝায়? [চ. বো. ’১৭; সি. বো. ১৬; ঢা. বো. ১৫; রা. বো. ১৫; কু. বো. ১৫]
৮। ।আদর্শ খাদ্য পিরামিড কী? ব্যাখ্যা কর। [রা. বো. '১৭]
৪। লাইসোজোমকে জীবাণু ভক্ষক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
১০। খাদ্যপ্রাণ বলতে কী বুঝায়? [ব. বো. ২১]
৫। প্রকৃত কোষ বলতে কী বোঝায়? -
১০। জেরোফথ্যালমিয়া বলতে কী বোঝ?
৬। মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয়?
৭। কোন অঙ্গাণুকে আত্মঘাতি থলি বলা হয়? ব্যাখ্যা কর । [ম.বো. '২১] [রা.বো.'১৬;ব.বো. ১৫;ম.বো. 20]
৮। গলগি বডির প্রধান কাজ কী?
৯। কোষ কঙ্কালের গঠন ব্যাখ্যা কর।
১০। সেন্ট্রোজোম বলতে কী বুঝায়?
১১। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন? অথবা, নিউক্লিয়াসকে কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয় কেন? [য. বো. [22]
১২। ক্রোমোজোমকে বংশগতির বাহক বলা হয় কেন?
১৩। স্ক্লেরাইড বলতে কী বুঝ?
১৪। সিডকোষ বলতে কী বোঝায়?
১৫। মেরুদণ্ডী প্রাণীর ত্বককে ট্রানজিশনাল আবরণী কলা বলা হয় কেন?
লিংক: এসএসসি জীববিজ্ঞান MCQ ১০০% কমন সাজেশন-২০২৩
এসএসসি -2023 জীববিজ্ঞান পরীক্ষার জ্ঞান ও অনুধাবনমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন
জ্ঞানমূলক সাজেশন :(ক নং প্রশ্ন)
অধ্যায় ৬ :জীবে পরিবহন
১। ইমবাইবিশন কী?
২। ব্যাপন কী?
৩। অভিসরণ কী?
৪। ডায়াস্টোলিক চাপ কাকে বলে?
৫। কৈশিক জালিকা কাকে বলে?
৬। স্ফিগমোম্যানোমিটার কী?
৭। নিউক্লিওসাইড কী?
৮। কোলেস্টেরল কাকে বলে?
৯। জিন কী? [ঢা. বো. '২১, '১৫; চ. বো. ১৭
১০। অ্যানজিনা কী? [ঢা বো. '২০]
১১। লোকাস কী?
১২। লিউকেমিয়া কী? [ব.বো, '১৯;ম.বো. [২২] [ঢা, বো, '২১; রা. বো, '২২, ১৫, কু. বো. '২০, ১৭; সি. বো,
১৩ । বাতজ্বর রোগের জীবাণুর নাম কী?
১৪। প্রকট বৈশিষ্ট্য কী? [ঢা বো. ১৭]
১৫। প্রকট জিন কী?
অনুধাবনমূলক সাজেশন:(খ নং প্রশ্ন)
অধ্যায় ৬ : জীবে পরিবহন
১। আগে পানিকে “ফ্লুইড অফ লাইফ” বলা হয় কেন?
২। বর্ষাকালে কাঠের দরজা আটকাতে সমস্যা হয় কেন? [রা. বো. [২২]
৩। ঘরের এক কোণে আতর দিলে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে কেন?
৪। অভিস্রবণ এবং ব্যাপনের মধ্যকার পার্থক্য লিখ । [সি. বো, '১৫] [কু. বো. '১৭; দি. বো. '২২]
৫। শ্বেত কণিকাকে দেহের প্রহরী বলা হয় কেন? ব্যাখ্যা কর।
৬। উদ্ভিদে পরিবহন বলতে কী বুঝায়?
৭। প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন?
৮। কেন O গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? [দি বো, '১৭, '১৬]
৯। কৈশিক জালিকা বলতে কী বোঝায়? [য. বো. ১৬]
১০। কোলেস্টেরোল বলতে কী বুঝায়?
১১। অতিরিক্ত কোলেস্টেরল মানবদেহের জন্য ক্ষতিকর কেন? [য, বো, '২০)
১২। মানবদেহে কোলেস্টেরলের ভূমিকা কী? [ঢা বো. '২০]
১৩। লিউকেমিয়া বলতে কী বোঝ?
১৪। হার্ট অ্যাটাক কেন হয়? [ঢা বো. '২২]
লিংক: এসএসসি জীববিজ্ঞান MCQ ১০০% কমন সাজেশন-২০২৩
এসএসসি -2023 জীববিজ্ঞান পরীক্ষার জ্ঞান ও অনুধাবনমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন
জ্ঞানমূলক সাজেশন :(ক নং প্রশ্ন)
অধ্যায় ৮ : রেচন প্রক্রিয়া
৯। DNA টেস্ট বলতে কী বোঝ?
১। রেচন কী? [য. বো. '২২)
১০। PCR এর পূর্ণরূপ কী?
২। রেচন পদার্থ কী?
১১। অটোজোম কী? [ঢা, বৌ, '১৫]
৩। রেচনতন্ত্র কী?
১২। সেক্সলিংকড অসুখ কাকে বলে?
৪। মূত্রে কত ভাগ পানি থাকে?
৪। ব্যাপন চাপ কী?
৫। কোষরস কী?
৬। প্রস্বেদন কী?
৭। কিউটিকল কী?
৮। হিমোগ্লোবিন কী?
৯। রক্তচাপ কাকে বলে?
১০। ফাইব্রিন কী?
১১। ব্লাড গ্রুপ কী?
১৩। শিরা কাকে বলে?[রা. বো. ১৫; সি. বো. ১৫] [ঢা, বো, '২২; চ. বো. [২২]
১৫। পর-পরাগায়ন কাকে বলে?
১৬। জেনারেটিভ কোষ কাকে বলে?
১৭। প্রতিপাদ কোষ কী?
১৮। নিষেক কী?
১৯ । জাইগোট কী?
২০। কনজুগেশন কী?
২১। অমরা কী? [রা. বো. '২২, '২১, '১৯, '১৬; কু. বো. '২২; সি. বো. ২০; দি. বো. ২২,
২২। গর্ভাবস্থা কতদিন বিদ্যমান থাকে?
কুইজ দিন : HSC ICT বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত ( বিশ্বগ্রাম Global Village) Quiz-1
কুইজ দিন :এইচ এস সি ICT আইসিটি ৪র্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML-QUIZ-2
কুইজ দিন : ক্লাস নাইন- টেন অর্ধ বার্ষিক পরীক্ষা গণিত
অনুধাবনমূলক সাজেশন:(খ নং প্রশ্ন)
অধ্যায় ৮ : রেচন প্রক্রিয়া
১। হেনলির লুপ বলতে কি বুঝায়? [চ. বো. ১৫]
২। রেচন পদার্থ বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। [দি বো. ১৫]
৩। তোমার দেহে বৃক্ক কীভাবে কাজ করে? ব্যাখ্যা কর। [চ. বো. ‘১৯]
৪। কিভাবে মানবদেহে পানির সমতা বজায় থাকে? ব্যাখ্যা কর।
৫। বৃক্ষের কাজ লিখ।
৬। অসমোরেগুলেশন বলতে কী বোঝায়? [ঢা বো. ১৫; রা. বো. ’২২; য. বো. '২০; চ. বো. [২২]
৭। কিডনি কীভাবে দেহে পানির সমতা বজায় রাখে?
৮। বৃক্কে পাথর বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর । [[কু. বো. [২০]
৯। বৃক্ষে পাথর হওয়ার কারণ কী? [ব. বো. ’২০; [চ. বো. '১৬]
১০। ডায়ালাইসিস কেন করা হয়?
১১। টিস্যু ম্যাচ বলতে কী বোঝায়?
১২। মূত্রনালি সুস্থ রাখার উপায় ব্যাখ্যা কর।
১৩। আপেলকে অপ্রকৃত ফল বলার কারণ ব্যাখ্যা কর। [ব. বো. '২০)
১৪। বহিঃনিষেক বলতে কী বোঝায়? [ঢা. বো. '১৭; রা. বো. ১৫]
১৫। থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন?
১৬। অমরাকে মানব ভ্রূণের রেচন অঙ্গ বলা হয় কেন ?
১৭ । অমরাকে ফুসফুসের সাথে তুলনা করা হয় কেন ?
১৮। AIDS কে ঘাতক ব্যাধি বলা হয় কেন? ব্যাখ্যা কর। [রা. বো. ’২২, '২১; কু. বো. '২১; ব. বো. [২১]
১৯। এইডস আক্রান্ত রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় কেন? [দি. বো. ’২১]
লিংক: এসএসসি জীববিজ্ঞান MCQ ১০০% কমন সাজেশন-২০২৩
এসএসসি -2023 জীববিজ্ঞান পরীক্ষার জ্ঞান ও অনুধাবনমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন
জ্ঞানমূলক সাজেশন :(ক নং প্রশ্ন)
অধ্যায় ১১ : জীবের প্রজনন
১। প্রজনন কী?
২। ভিন্নবাসী উদ্ভিদ কাকে বলে?
৩। ফুল কী?
৪। উত্তলিতা উদ্ভিদ কাকে বলে?
৫। একলিঙ্গ ফুল ?
৬। অক ফু কী?
৭।পুষ্পাক্ষ কাকে বলে?
৮। যোজনী কী?
৯। সহবাসী উদ্ভিদ কী?
১০। দস্ত মজ্জা কী? [চা, বো, '২২]
১১। যুক্তধানী কাকে বলে?
১২। এনজাইম কাকে বলে?
১৩। পুষ্পমঞ্জরি কী?
১৪। কাইম কী?
১৫। পরাগায়নের মাধ্যম কাকে বলে?
১৬। নিয়ত পুষ্পমঞ্জরি কী?
১৭। সিনজেনেসিয়াস কাকে বলে?
অনুধাবনমূলক সাজেশন:(খ নং প্রশ্ন)
অধ্যায় ১১ : জীবের প্রজনন
১। RNA বলতে কী বোঝ?
২। ফুলকে রূপান্তরিত বিটপ বলা হয় কেন ?
৩। অনিয়ত পুষ্পমঞ্জরি বলতে কী বোঝায়?
৪।জিনকে বংশগতির ধারক বলা হয় কেন? [চ. বো. ১৬]
৫।DNA রেপ্লিকেশনকে অর্ধ রক্ষণশীল বলা হয় কেন?
৬। একগুচ্ছ পুংস্তবক বলতে কী বুঝায়?
৭।ডিএনএ টেস্ট করা হয় কেন? ব্যাখ্যা কর ।
৮।লিঙ্গ নির্ধারণ বলতে কী বুঝ?
৯। স্ব-পরাগায়ন ও পর-পরাগায়ন বলতে কী বোঝায়?
১০। পর-পরাগায়নের মাধ্যমে কীভাবে উদ্ভিদ বৈচিত্র্যের সৃষ্টি হয়?
১১। থ্যালাসেমিয়া রোগের কারণ ব্যাখ্যা কর।
১২। মানুষে বর্ণান্ধতা দেখা যায় কেন? [রা. বো. '২১]
১৩। বায়ুপরাগী ফুল বলতে কী বুঝায়? [কু. বো. '১৫]
১৪। পরাগায়নের মাধ্যম বলতে কী বোঝায়?
১৫। শস্য বলতে কী বোঝায়?
১৬। নিষেকের গুরুত্ব ব্যাখ্যা কর । [সি. বো. ১৭] [সকল বোর্ড ২০১৮]
১৭। কোনো ব্যক্তি লাল আর সবুজ রং পার্থক্য করতে না পারার কারণ ব্যাখ্যা কর।
১৮। জৈব বিবর্তন বলতে কী বুঝায়?
১৯। প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা কর ।
২০ । প্রজাতির টিকে থাকায় বিবর্তন গুরুত্বপূর্ণ কেন?
লিংক: CQ-1 (ক ও খ নং প্রশ্ন)
লিংক: CQ-2 (ক ও খ নং প্রশ্ন)
লিংক: CQ-2
লিংক: CQ-3
লিংক: এসএসসি জীববিজ্ঞান MCQ ১০০% কমন সাজেশন-২০২৩
এসএসসি -2023 জীববিজ্ঞান পরীক্ষার জ্ঞান ও অনুধাবনমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন
জ্ঞানমূলক সাজেশন :(ক নং প্রশ্ন)
অনুধাবনমূলক সাজেশন:(খ নং প্রশ্ন)
অধ্যায় ১২ : জীবের বংশগতি ও বিবর্তন
১। বংশগতীয় বৈচিত্র্য ব্যাখ্যা কর।
২। ক্রোমোজোমকে বংশগতির প্রধান বস্তু বলা হয় কেন?
৩। DNA কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন ?
৪ । লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম কীভাবে ভূমিকা রাখে? [রা.বো. ১৯] [ঢা.বো.’২১;য. বো. [২২]
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url