এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ কৃষি শিক্ষা MCQ সমাধান
এসএসসি কৃষি শিক্ষা ১০০% কমনের নিশ্চয়তায়… আমাদের প্রচেষ্টা-- বিভিন্ন ধরনের টেষ্ট পেপার ও মূলবই থেকে কমন উপযোগী প্রশ্ন গুলো নিয়ে আমাদের সাজেশন ,আশা করি অনেক কমন আসবে ইনশাআল্লাহ্…..
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ কৃষি শিক্ষা MCQ সমাধান
মনু ১৬০ ৩১৯১/২০২৩
বহুনির্বাচনি অভীক্ষা
কৃষি শিক্ষা
[২০২৩ সালের সিলেবাস অনুযায়ী]
বিষয় কোড : 134
সময় ২৫ মিনিট
পূর্ণমান – ২৫
সেট : ক
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে
সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১। নিচের কোন মাটিতে পাট ভালো জন্মে?
ক) এঁটেল মাটি
খ) পলি মাটি
(গ) দোআঁশ ও বেলে দোআঁশ
(ঘ) এঁটেল-দোআঁশ
উ: গ
২। গোল আলুর জন্য মাটির pH মাত্রা কত থাকা ভালো?
ক) pH মাত্রা ৬–৭
(খ) pH মাত্রা ৬ এর কম
(গ) pH মাত্রা ৭ এর বেশি
(ঘ) PH মাত্রা ১–২
উ: ক
৩। তুলা চাষের জন্য জমিতে কয়টি চাষ দেওয়া দরকার?
(ক) ২ চাষ
(খ) ৪ চাষ
(গ) ৮ চাষ
(ঘ) ১৬ চাষ
উ: খ
এসএসসি ইসলাস শিক্ষা(১,২)অধ্যায়ের কুইজ-শরিয়তের উৎস,আকাইদ ও নৈতিক জীবন
৪। বাংলাদেশের কোন অঞ্চলে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় বেশি হয়?
(ক) পূর্বাঞ্চলে
(খ) পশ্চিমাঞ্চলে
(গ) উত্তরাঞ্চলে
(ঘ) দক্ষিণাঞ্চলে
উ: গ
৫। বীজ সংরক্ষণের জন্য চটের বস্তায় নিমের পাতা দেয়ার উপকারিতা কী?
(ক) বীজ শুকনা থাকে
(খ) বীজের অংকুরোদগম ক্ষমতা বাড়ে
(গ) বীজ কীট ও পোকামাকড় থেকে রক্ষা পায়
(ঘ) বীজের জীবনীশক্তি ভালো থাকে
উ: গ
৬। কার্প জাতীয় মাছ চাষে সম্পূরক খাদ্য তৈরি করতে নিচের কোন উপাদানটি বেশি মাত্রায় প্রয়োজন?
ক) ফিসমিল
(খ) চালের কুড়া
(গ) চিটাগুড় ও আটা
(ঘ) সরিষার খৈল
উ: ক
৭। কার্প জাতীয় মাছের ১০ কেজি সম্পূরক খাদ্য তৈরির জন্য কতটুকু 'ফিসমিল' প্রয়োজন?
(ক) ০.৫–১.০ কেজি
(খ) ১.০–২.১ কেজি
(গ) ২.২–২.০৫ কেজি
ঘ) ২.৫৬–৩.০ কেজি
উ: খ
৮। নিচের কোনটি কৃষিতাত্ত্বিক বীজ?
(ক) ধান
(খ) গম
(গ) তিল
(ঘ) হলুদ
উ: ঘ
৯। ব্রয়লারের বাড়ন্ত বাচ্চার জন্য রেশন কত সপ্তাহ পর্যন্ত দেওয়া হয়?
(ক) ০–২
(খ) ৩–৪
(গ) ৫–৬
(ঘ) ৭–৮
উ: গ
১০। নিচের কোন মাছগুলো সবচেয়ে জরুরি ভিত্তিতে সংরক্ষণের উদ্যোগ নেয়া দরকার?
(ক) মৃগেল, গ্রাসকার্প
(খ) সরপুঁটি, মহাশোল
(গ) ফলি, গুলশা
(ঘ) পাবদা, টেংরা
উ: খ
১১। বর্তমানে সামুদ্রিক উৎস থেকে আমরা কত শতাংশ মাছ আহরণ করে থাকি?
(ক) ৮৮%
(খ) ৪৭%
(গ) ৩৫%
(ঘ) ১৮%
উ: ক
এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের কুইজ-কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং
[পর পৃষ্ঠা দ্রষ্টব্য ]
নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
উত্তরাঞ্চলের কৃষক হারু মিয়া তার গরুগুলোর জন্য ২০০ কেজি ঘাস হে তৈরির জন্য সংগ্রহ করে, ঘাসের আর্দ্রতা ছিল ৮০ ভাগ।
তিনি পরবর্তী সময়ে পশুকে খাওয়ানোর জন্য ঘাসগুলোকে হে তৈরি করে সংরক্ষণ করেন।
১২। হাবু মিয়ার হেগুলোর কাঁচা ও শুকনো অবস্থায় আর্দ্রতার পার্থক্য কত ছিল?
(ক) ৬০ ভাগ
(খ) ৪০ ভাগ
(গ) ৩০ ভাগ
(ঘ) ২০ ভাগ
উ: ক
১৩। হাবু মিয়ার সংরক্ষিত হে কোন সময়ে ব্যবহার করা উত্তম হবে?
(ক) গ্রীষ্মকালে
(খ) শীতকালে
(গ) বর্ষাকালে
(ঘ)সারা বছর
উ: ঘ
১৪। কালিজিরা কোন ফসলের জাত?
(ক) ধানের জাত
খ)মসলার জাত
(গ) গমের জাত
ঘ)সরিষার জাত
উ: ক
১৫। ধানের দানায় দুধ সৃষ্টির সময় সাধারণত কোন পোকার আক্রমণের সম্ভাবনা থাকে?
(ক) গান্ধি পোকা
(খ) মাজরা পোকা
গ)পামরি পোকা
ঘ)গলমাছি
উ: ক
১৬। পাট গাছের কাণ্ডপচা রোগের কারণ কী?
(ক) ব্যাকটেরিয়া
খ) ছত্রাক
(গ) ভাইরাস
ঘ) অণুজীব
উ: খ
১৭। ধানের চারা রোপণের কত দিন পর কাইচ থোড় আসে?
ক) ৫২-৫৫ দিন
খ) ৪৫-৫০ দিন
(গ) ৩২-৩৫ দিন
ঘ) ২০-২৫ দিন
উ: খ
১৮। উৎপাদন মৌসুমের উপর ভিত্তি করে শাকসবজিকে কত ভাগে ভাগ করা যায়?
( ক) ২
খ) ৩
(গ) ৪
ঘ) ৫
উ: খ
১৯। আনারস চাষে উত্তম চারা হলো—
i.বোঁটা চারা
ii.৫টি চারা
iii.পার্শ্ব চারা
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) iও ii
গ) i ও iii
(ঘ) ii ও ii
উ: গ
২০। নিচের কোনটি বেত গাছ দ্বারা তৈরি করা যায়?
(ক) ওয়াল ম্যাট
(খ) ঘর বাড়ি
(গ) ফার্নিচার
(ঘ) ঔষধ
উ: গ
নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর
দাও:
হাবিবের গোলাপ গাছটির ডালপালা বড় হয়ে বেশ ঝোঁপানো হয়েছে। অসংখ্য ফুল হয় কিন্তু তা খুব ছোট।
আবার ফুলের পাপড়িগুলোতে ইদানিং ছিদ্র ছিদ্র অবস্থা পরিলক্ষিত হয়।
২১। ফুলের পাপড়ি ছিদ্র অবস্থার প্রতিকারের জন্য নিচের কোনটি প্রয়োগ করা প্রয়োজন?
(ক) ম্যালাথিয়ন
(খ) রোটেনন
(গ) ফসটক্সিন
(ঘ) তুঁতে
উ: ক
২২। উদ্দীপকের গাছটি হতে বড় ও ভালো ফুল পেতে হলে
i.ডালপালা ছাঁটাই করতে হবে
ii.ফুলের কলি ছিঁড়ে কমাতে হবে।
iii. রাসায়নিক সার প্রয়োগ করতে হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) iও ii
গ) i ও iii
(ঘ) ii ও ii
উ: খ
২৩। নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও মেঘলা আকাশ- এ অবস্থায় আলুর কোন রোগের আক্রমণ বেশি দেখা যায়?
(ক) ঢলেপড়া রোগ
(খ) দাঁদ রোগ
(গ) লেইট ব্লাইট রোগ
(ঘ) কাণ্ডপচা রোগ
উ: গ
২৪। মৌসুমি পুকরের জন্য নিচের কোন মাছ নির্বাচন করা উত্তম?
(ক) তেলাপিয়া
(খ) রুই
(গ) কাতলা
(ঘ) মৃগেল
উ: ক
২৫। উঁচু ও মাঝারি উঁচু ভূমি কোন কৃষি অঞ্চলের অন্তর্ভুক্ত?
(ক) উপকূলীয় অঞ্চল
(খ) কাদামাটির অঞ্চল
(গ) বরেন্দ্র ও মধুপুর অঞ্চল
(ঘ) দো-আঁশ ও পলি-দো-আঁশ অঞ্চল
উ: গ
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url