এস এস সি ইসলাম শিক্ষা ৫ম অধ্যায় আদর্শ জীবনচরিত সাজেশন(MCQ)
আদর্শ জীবনচরিত
১. জাহিলিয়্যা যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে?
[ সকল বোর্ড '১৬ ]
ক) সামাজিক ব্যবস্থা
খ) ধর্মীয় ব্যবস্থা
গ) সামাজিক ব্যবস্থা
ঘ) সংস্কৃতি চর্চা’
উ:ঘ
২. রাসুল (স.)-এর নানার নাম কী?
ক) আব্দুল মুত্তালিব
খ) ওয়াহাব
গ) আবু তালিব
ঘ) বুহায়রা
উ: খ
৩. মহানবি (সা.) কীভাবে প্রচুর সম্পদের মালিক হন?
ক) অলৌকিকভাবে
(খ) ব্যবসায় করে
(গ) খাদিজার আন্তরিকতা ও সৌজন্যে
ঘ) উত্তরাধিকার সূত্রে
উ: গ
৪. কোন গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের মুজামুল বুলদান-
(ক) আল-কানুন ফিত-তিব্ব
খ) কিতাবুল মানাযির
গ) আল -কুমিল্লাআত
ঘ) আ-কানুন ফিত-তিব্ব
উ:ঘ
৫.কোন কিতাবটি ”কিতাবুল জিবার ওয়াল মুকাবালা” বাইবেল হিসেবে সমাদৃত?
ক) আল-কানুন ফিত-তিব্ব
খ) কিতাবুল মানাযির
গ) আল -কুমিল্লাআত
ঘ) আ-কানুন ফিত-তিব্ব
উ:ঘ
৬. ‘আল-বিরুনি' কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন?
[ সকল বোর্ড '১৭]
ক).১১১১ খ্রিষ্টাব্দে
খ) ৯২৫ খ্রিষ্টাব্দে
খ) ১০৪৮ খ্রিস্টাব্দে
ঘ) ৮১৫ খ্রিষ্টাব্দে
উ:খ
৭. আরবের লোকজন হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'বিশ্বাসী' উপাধি দিয়েছিলেন?
i. আমানতদারির কারণে
ii. দায়িত্বশীলতার জন্য
iii. মহানবি (সা.) সুন্দর ছিলেন বলে
নিচের কোনটি সঠিক?
[ চ. বো. ২০ ]
ক) i ও iii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
৮.পবিত্র কারা শরিফে 'হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে জটিলতা নিরসনে নবি (সা.) পরিচয় দেন—
[রা. বো. '২০]
i. সত্যবাদিতার
ii. বিচক্ষণতার
iii. নিরপেক্ষতার
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) ii ও iii
গ i ও ii
ঘ) i,ii ও iii
উ;খ
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
বন্দর জামে মসজিদের খতিব সাহেব উপস্থিত মুসল্লিদের বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে উৎসাহিত করেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে জনাব ‘ক' তাঁর সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দেন।
[ সকল বোর্ড '১৬ ]
৯. জনাব ‘ক' এর কার্যক্রমের সাথে 'খুলাফায়ে রাশেদুনের কোন খলিফার কার্যক্রম সাদৃশ্যপূর্ণ?
ক) হযরত আবু বকর (রা.)
খ) হযরত উমর (রা.)
গ) হযরত উসমান (রা.)
ঘ) হযরত আলি (রা.)
উ: ক
১০. উল্লিখিত খলিফার চারিত্রিক বৈশিষ্ট্য হলো-
i. বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন
ii. কঠোর হস্তে ভণ্ড নবিদের দমন করেন
iii. আল-কুরআনকে গ্রন্থাকারে প্রকাশ করেন ।
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) ii ও iii
গ i ও ii
ঘ) i, ii ও iii
উ;ঘ
নিচের উদ্দীপকটি পড় ১১নং প্রশ্নের উত্তর দাও :
মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে।ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন ।
[ ঢা. বো.২০; ম. বো. ২০ ]
১১.পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?
ক) হযরত আবু বকর (রা.)
খ) হযরত উমর (রা.)
গ) হযরত উসমান (রা.)
ঘ) হযরত আলি (রা.)
উ: খ
নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শফিক পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে শহরের রাস্তাঘাট মেরামত ও শহরের মানুষের খোঁজখবর নেওয়ার জন্য গভীর রাতে ঘুরে বেড়ান।
[ ব. বো. ২০ ]
১২.জনাব শফিকের এ কাজ কোন খলিফার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ?
ক) হযরত আবু বকর (রা.)
খ) হযরত উমর (রা.)
গ) হযরত উসমান (রা.)
ঘ) হযরত আলি (রা.)
উ: খ
১৩. জনাব শফিকের কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে-
i. দায়িত্বশীলতা
ii. প্রজাবাৎসল্য
iii. স্বার্থপরতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) ii ও iii
গ i ও ii
ঘ) i, ii ও iii
উ;গ
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
মারিয়া মধ্যযুগের একজন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থ পাঠ করল। যিনি স্পেনে জন্মগ্রহণ করেন এবং চিকিৎসা, দর্শনসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেন ।
[ সকল বোর্ড '১৯ ]
১৪. উদ্দীপকে ইঙ্গিতকৃত ব্যক্তির জীবনী থেকে মারিয়া শিক্ষা নিতে পারে-
i. পদার্থবিদ্যায়
ii. জ্যোতির্বিদ্যায়
iii. চিকিৎসাশাস্ত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) ii ও iii
গ i ও ii
ঘ) i, ii ও iii
উ;ঘ
১৫. উদ্দীপকে উল্লিখিত মনীষীর চিকিৎসা বিষয়ক গ্রন্থ হলো—
ক আল মানসুরি
খ) কানুন ফিত তিব্ব
গ) কুল্লিয়াত
ঘ) আল জামি
উ;গ
১৬. শিরক কোন ধরনের অপরাধ?
ক) কবিরা গুনাহ
খ) ক্ষমার অযোগ্য
গ) আকাইদ
ঘ) সালাত
উ: খ
১৭. ইসলামের প্রথম ভিত্তি কী?
ক) আকাইদ
খ) ইমান
গ) শান্তির পথে চলা
ঘ) শান্তির পথ অন্বেষণ
উ: খ
১৮. ইমাম আবু হানিফা (র.)-এর প্রকৃত নাম কী?
ক. নুমান খ. যায়েদ
গ. আনাস ঘ. মালিক
উ: ক
১৯. আবু হানিফা (র.)-এর পিতার নাম কী?
ক. সাবিত খ. মুহাম্মদ
গ. সাইদ ঘ. উমর
উ: ক
২০.কোন্ খলিফা গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন?
ক. হযরত উমর (রা.) খ. আবদুল মালিক
গ. হিশাম ঘ. মানসুর
উ: ক
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url