এস এস সি ইসলাম শিক্ষা ৫ম অধ্যায় আদর্শ জীবনচরিত সাজেশন(MCQ)

 আদর্শ জীবনচরিত


SSC Islamic Education Chapter 5 Model Career Suggestion (MCQ)


১. জাহিলিয়্যা যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে? 

  [ সকল বোর্ড '১৬ ]

ক) সামাজিক ব্যবস্থা

খ) ধর্মীয় ব্যবস্থা 

গ) সামাজিক ব্যবস্থা

ঘ) সংস্কৃতি চর্চা’

উ:ঘ

২. রাসুল (স.)-এর নানার নাম কী?

ক) আব্দুল মুত্তালিব

খ) ওয়াহাব

গ) আবু তালিব

ঘ) বুহায়রা

উ: খ

৩. মহানবি (সা.) কীভাবে প্রচুর সম্পদের মালিক হন?

ক) অলৌকিকভাবে

(খ) ব্যবসায় করে

(গ) খাদিজার আন্তরিকতা ও সৌজন্যে

ঘ) উত্তরাধিকার সূত্রে

উ: গ

৪. কোন গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের মুজামুল বুলদান-

(ক) আল-কানুন ফিত-তিব্ব

খ) কিতাবুল মানাযির

গ) আল -কুমিল্লাআত

ঘ) আ-কানুন ফিত-তিব্ব

উ:ঘ

৫.কোন কিতাবটি  ”কিতাবুল জিবার ওয়াল মুকাবালা” বাইবেল হিসেবে সমাদৃত? 

ক) আল-কানুন ফিত-তিব্ব

খ) কিতাবুল মানাযির

গ) আল -কুমিল্লাআত

ঘ) আ-কানুন ফিত-তিব্ব

উ:ঘ

৬. ‘আল-বিরুনি' কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন? 

 [ সকল বোর্ড '১৭]

ক).১১১১ খ্রিষ্টাব্দে

খ)  ৯২৫ খ্রিষ্টাব্দে

খ) ১০৪৮ খ্রিস্টাব্দে

ঘ) ৮১৫ খ্রিষ্টাব্দে

উ:খ 

৭. আরবের লোকজন হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'বিশ্বাসী' উপাধি দিয়েছিলেন?

i. আমানতদারির কারণে

ii. দায়িত্বশীলতার জন্য

iii. মহানবি (সা.) সুন্দর ছিলেন বলে

নিচের কোনটি সঠিক? 

  [ চ. বো. ২০ ]

ক) i ও iii

খ)  ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

৮.পবিত্র কারা শরিফে 'হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে জটিলতা নিরসনে নবি (সা.) পরিচয় দেন—

  [রা. বো. '২০]

i. সত্যবাদিতার

ii. বিচক্ষণতার

iii. নিরপেক্ষতার

নিচের কোনটি সঠিক?

ক) i ও iii

খ) ii ও iii

গ i ও ii 

ঘ) i,ii ও iii 

উ;খ

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : 

বন্দর জামে মসজিদের খতিব সাহেব উপস্থিত মুসল্লিদের বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে উৎসাহিত করেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে জনাব ‘ক' তাঁর সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দেন।         

 [ সকল বোর্ড '১৬ ]

৯. জনাব ‘ক' এর কার্যক্রমের সাথে 'খুলাফায়ে রাশেদুনের কোন খলিফার কার্যক্রম সাদৃশ্যপূর্ণ?

ক) হযরত আবু বকর (রা.) 

খ) হযরত উমর (রা.)

গ) হযরত উসমান (রা.)

ঘ) হযরত আলি (রা.)

উ: ক

১০. উল্লিখিত খলিফার চারিত্রিক বৈশিষ্ট্য হলো-

i. বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন

ii. কঠোর হস্তে ভণ্ড নবিদের দমন করেন

iii. আল-কুরআনকে গ্রন্থাকারে প্রকাশ করেন ।

 নিচের কোনটি সঠিক?

ক) i  ও iii

খ) ii ও iii

গ i ও ii 

ঘ) i, ii ও iii 

উ;ঘ

নিচের উদ্দীপকটি পড় ১১নং প্রশ্নের উত্তর দাও :

 মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে।ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ  করেন ।  

  [ ঢা. বো.২০; ম. বো. ২০ ] 

১১.পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

ক) হযরত আবু বকর (রা.) 

খ) হযরত উমর (রা.)

গ) হযরত উসমান (রা.)

ঘ) হযরত আলি (রা.)

উ: খ

নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :

 জনাব শফিক পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে শহরের রাস্তাঘাট মেরামত ও শহরের মানুষের খোঁজখবর নেওয়ার জন্য গভীর রাতে ঘুরে বেড়ান। 

  [ ব. বো. ২০ ]   

১২.জনাব শফিকের এ কাজ কোন খলিফার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ? 

ক) হযরত আবু বকর (রা.)

খ) হযরত উমর (রা.)

গ) হযরত উসমান (রা.)

ঘ)  হযরত আলি (রা.) 

উ: খ

১৩. জনাব শফিকের কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে-

i. দায়িত্বশীলতা

ii. প্রজাবাৎসল্য

iii. স্বার্থপরতা

নিচের কোনটি সঠিক?

ক) i  ও iii

খ) ii ও iii

গ i ও ii 

ঘ) i, ii ও iii 

উ;গ

নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও : 

মারিয়া মধ্যযুগের একজন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থ পাঠ করল। যিনি স্পেনে জন্মগ্রহণ করেন এবং চিকিৎসা, দর্শনসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেন ।

 [ সকল বোর্ড '১৯ ]

১৪. উদ্দীপকে ইঙ্গিতকৃত ব্যক্তির জীবনী থেকে মারিয়া শিক্ষা নিতে পারে-

i. পদার্থবিদ্যায়

ii. জ্যোতির্বিদ্যায়

iii. চিকিৎসাশাস্ত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i  ও iii

খ) ii ও iii

গ i ও ii 

ঘ) i, ii ও iii 

উ;ঘ

১৫. উদ্দীপকে উল্লিখিত মনীষীর চিকিৎসা বিষয়ক গ্রন্থ হলো—

ক আল মানসুরি 

খ) কানুন ফিত তিব্ব

গ) কুল্লিয়াত

ঘ) আল জামি

 উ;গ

১৬. শিরক কোন ধরনের অপরাধ?

ক) কবিরা গুনাহ

খ) ক্ষমার অযোগ্য

গ) আকাইদ

ঘ) সালাত

উ: খ

১৭. ইসলামের প্রথম ভিত্তি কী?

ক) আকাইদ

খ) ইমান 

গ) শান্তির পথে চলা

ঘ) শান্তির পথ অন্বেষণ

উ: খ

১৮. ইমাম আবু হানিফা (র.)-এর প্রকৃত নাম কী?

 ক. নুমান খ. যায়েদ

 গ. আনাস ঘ. মালিক

উ: ক

১৯. আবু হানিফা (র.)-এর পিতার নাম কী?

 ক. সাবিত খ. মুহাম্মদ

 গ. সাইদ ঘ. উমর 

উ: ক

২০.কোন্ খলিফা গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন?

 ক. হযরত উমর (রা.) খ. আবদুল মালিক

 গ. হিশাম ঘ. মানসুর 

উ: ক

পড়া শেষে পরিক্ষা দেই লিংক


এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url