এসএসসি ইসলাম শিক্ষা অধ্যায়-২শরিয়তের উৎস সাজেশন(MCQ)

 অধ্যায়-২ শরিয়তের উৎস


১.শরিয়তের উৎস কয়টি?

[ঢা. বো. '২০; ম. বো. '২০]

(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫

উ: গ

২. মুসলিম মনীষিগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন?

[য. বো. '২০; সকল বোর্ড '১৭, '১৫]

(ক) সাতটি (খ) পাঁচটি

(গ) চারটি (ঘ) তিনটি

উ: ঘ

৩. শরিয়ত কী?

[ব. বো. [২০]

ক) মানুষের উন্নতি

খ) ইসলামে বিধিবিধান

গ মানুষের সুযোগ-সুবিধা

ঘ) বিজ্ঞানের নিয়মকানুন

উ: খ

৪.শরিয়তের প্রথম উৎস কোনটি?

[দি বো. '২০]

(ক) কিয়াস (খ) ইজমা

(গ) হাদিস (ঘ) কুরআন

উ: ঘ

৫.‘শরিয়ত' অর্থ—

[সকল বোর্ড '১৯]

(ক) জীবন পদ্ধতি (খ) কার্যনীতি

(গ) কর্মসূচি (ঘ) কর্মপন্থা

উ: ক

৬. শরিয়ত বলতে বোঝায়—       

  [সকল বোর্ড '১৮, '১৭]

(ক) কর্মপন্থা

(খ) জীবন উপভোগ

(গ) জীবন পদ্ধতি

(ঘ) জীবনযাপন

উ: গ

৭. আলহুদা (iii) অর্থ কী?

[কু. বো. ২০]

(ক) প্রজ্ঞা (খ) পথনির্দেশ

(গ) উপদেশ (ঘ) সত্য

উ: খ

৮. ‘বায়তুল ইযযাহ' কোন আসমানে অবস্থিত? 

   [কু. বো. '২০]

(ক) প্রথম (খ) তৃতীয়

(গ) পঞ্চম (ঘ) সপ্তম

উ: ক

৯. মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন অল্প অল্প করে নাজিল করেছেন

কেন?

(ক) কাফিরদের সন্দেহ দূর করার জন্য

(খ) রাসুল (স.)-এর হৃদয়কে মজবুত করার জন্য

(গ) স্বজাতির লোকদের সহজে বোঝার জন্য

(ঘ) সহজে মনে রাখার জন্য

উ: খ

১০. আল্লাহ তায়ালা বলেন, 'আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি'

- বাণীটির দ্বারা বোঝা যায় আল কুরআন—

      [সকল বোর্ড '১৯]

(ক) বিশ্বজনীন গ্রন্থ

(খ) অকাট্য গ্রন্থ

(গ) অনন্যসাধারণ গ্রন্থ

(ঘ) পূর্ণাঙ্গ গ্রন্থ

উ: ঘ

১১.আল্লাহ তায়ালা বলেন, “আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।”- 

 এ আয়াত দ্বারা বোঝা যায়  আল-কুরআন —  

  [সকল বোর্ড '১৭] 

(ক) শরিয়তের প্রধান উৎস

(খ) সর্বশেষ আসমানি গ্রন্থ

(গ) সকল প্রকার সন্দেহমুক্ত

(ঘ) একটি ব্যাখ্যা গ্রন্থ

উ: ক

১২.'আল-বুরহান' শব্দের অর্থ কী?

[সকল বোর্ড '১৭)

(ক) সত্য       (খ) জ্যোতি

(গ) পথনির্দেশ     (ঘ) সুস্পষ্ট প্রমাণ

উ: ঘ

১৩.একই গঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

[ঢা. বো. '২০: ম. বো. '২০]

(ক) আবু বকর (রা.) (খ) উমর (রা.)

(গ) উসমান (রা.) (ঘ) আলি (রা.)

উ: গ

১৪.কোন যুদ্ধে সর্বাধিক হাফিযে কুরআন শাহাদতবরণ করেন?

[ঢা. বো. '২০: ম. বো. '২০]

(ক) উহুদ (খ) ইয়ামামা

(গ) খায়বার    (ঘ) তাবুক

উ: খ

১৫.কোন যুদ্ধকে কেন্দ্র করে হযরত আবু বকর (রা.) সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন?

[য. বো. ২০]

(ক) ইয়ামামা (খ) তাবুক

(গ) বদর (ঘ) খন্দক

উ: ক

১৬.হযরত উসমান (রা.) কর্তৃক কুরআনের পুনঃসংকলনের কারণ কী

ছিল? [দি বো. '২০]

(ক) আধুনিকীকরণ

(খ) একই পঠনরীতির প্রচলন

(গ) হরকত সংযোজন

(ঘ)ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন

উ: খ

১৭. কোন যুদ্ধে বহুসংখ্যক কুরআনের হাফিজ সাহাবি শাহাদাতবরণ করেন?

[সকল বোর্ড '১৮]

(ক) বদর যুদ্ধে (খ) ওহুদ যুদ্ধে

(গ) তাবুক যুদ্ধে (ঘ) ইয়ামামার যুদ্ধে

উ: ঘ

১৮.হযরত যায়িদ (রা.) কুরআন সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে কয়টি পন্থা অবলম্বন করেছিলেন?

[সকল বোর্ড '১৭]

(ক) ২টি (খ) ৩টি

(গ) ৪টি (ঘ) ৫টি

উ: গ

১৯.ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক কুরআনের হাফিজ শাহাদাতবরণ করেন । ফলে হযরত উমর (রা.) উদ্বিগ্ন হয়ে পড়েন। তার উদ্বিগ্ন হওয়ার কারণ-

[সকল বোর্ড '১৬]

(ক) অধিক সাহাবির শাহাদাতবরণ

(খ) মুসলমানদের পরাজয়ের আশঙ্কা

(গ) কুরআন বিলুপ্তির আশঙ্কা

(ঘ) নেতৃত্বশূন্য হওয়ার আশঙ্কা

উ: গ

২০.যারা আল-কুরআনকে চিন্তা-গবেষণা করে পড়ে না তাদের অন্তরকে

কিসের সাথে তুলনা করা হয়েছে?               

[সকল বোর্ড '১৬]

(ক) শূন্য ঘর (খ) তালাবদ্ধ অন্তর

(গ) বিরান বাড়ি (ঘ) পুরাতন দেয়াল

উ: খ

২১.‘কাতিবে ওহি' কতজন?

[সকল বোর্ড '১৬]

(ক) ২৫ (খ)৪০

(গ) ৪২ (ঘ) ৪৫

উ: গ

২২.'বরং এটি সম্মানিত কুরআন যা লাওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে'-

আয়াতটি কোন সূরার অন্তর্গত?

[সকল বোর্ড '১৬]

(ক) বাকারা (খ) আলে ইমরান

(গ) আল-বুরুজ (ঘ) আন-নিসা

উ: গ

২৩. মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো—

[সকল বোর্ড '১৯]

(ক) শরিয়তের সাধারণ নিয়মকানুনের বর্ণনা 

(খ)পারস্পরিক লেনদেনের নীতির উল্লেখ

(গ) ইবাদতের রীতি-পদ্ধতির আলোচনা

(ঘ) পূর্ববর্তী কিতাবসমূহের বিকৃতির বর্ণনা

উ: ক

২৪.মাদানি সূরার বৈশিষ্ট্য হলো, এতে বর্ণিত হয়েছে—

[সকল বোর্ড '১৫]

(ক) তাওহিদ ও রিসালাত

(খ) আখিরাত ও কিয়ামত

(গ)শিরক ও কুফর

(ঘ) হালাল ও হারাম

উ: ঘ

২৫. (ফারগাব) শব্দের অর্থ কী?

[সকল বোর্ড '১৬]

(ক) আমি উচ্চ করেছি

(খ) আমি প্রশস্ত করেছি

(গ) অতঃপর পরিশ্রম করুন

(ঘ) অনন্তর মনোনিবেশ করুন

উ: ঘ

২৬.‘আঞ্জির' একটি—

[চ. বো. '২০]

(ক) পর্বত (খ) মূর্তি

(গ) সহিফা (ঘ) ফল

উ: ঘ

পড়া শেষে পরিক্ষা দেই লিংক


এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url