এসএসসি ইসলাম শিক্ষা অধ্যায়-২শরিয়তের উৎস সাজেশন(MCQ)
অধ্যায়-২ শরিয়তের উৎস
এস এস সি ইংরেজী ২য় পত্র রাজশাহী বোর্ড -২০২৩এর সমাধান
১.শরিয়তের উৎস কয়টি?
[ঢা. বো. '২০; ম. বো. '২০]
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উ: গ
২. মুসলিম মনীষিগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন?
[য. বো. '২০; সকল বোর্ড '১৭, '১৫]
(ক) সাতটি (খ) পাঁচটি
(গ) চারটি (ঘ) তিনটি
উ: ঘ
৩. শরিয়ত কী?
[ব. বো. [২০]
ক) মানুষের উন্নতি
খ) ইসলামে বিধিবিধান
গ মানুষের সুযোগ-সুবিধা
ঘ) বিজ্ঞানের নিয়মকানুন
উ: খ
৪.শরিয়তের প্রথম উৎস কোনটি?
[দি বো. '২০]
(ক) কিয়াস (খ) ইজমা
(গ) হাদিস (ঘ) কুরআন
উ: ঘ
৫.‘শরিয়ত' অর্থ—
[সকল বোর্ড '১৯]
(ক) জীবন পদ্ধতি (খ) কার্যনীতি
(গ) কর্মসূচি (ঘ) কর্মপন্থা
উ: ক
৬. শরিয়ত বলতে বোঝায়—
[সকল বোর্ড '১৮, '১৭]
(ক) কর্মপন্থা
(খ) জীবন উপভোগ
(গ) জীবন পদ্ধতি
(ঘ) জীবনযাপন
উ: গ
৭. আলহুদা (iii) অর্থ কী?
[কু. বো. ২০]
(ক) প্রজ্ঞা (খ) পথনির্দেশ
(গ) উপদেশ (ঘ) সত্য
উ: খ
৮. ‘বায়তুল ইযযাহ' কোন আসমানে অবস্থিত?
[কু. বো. '২০]
(ক) প্রথম (খ) তৃতীয়
(গ) পঞ্চম (ঘ) সপ্তম
উ: ক
৯. মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন অল্প অল্প করে নাজিল করেছেন
কেন?
(ক) কাফিরদের সন্দেহ দূর করার জন্য
(খ) রাসুল (স.)-এর হৃদয়কে মজবুত করার জন্য
(গ) স্বজাতির লোকদের সহজে বোঝার জন্য
(ঘ) সহজে মনে রাখার জন্য
উ: খ
১০. আল্লাহ তায়ালা বলেন, 'আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি'
- বাণীটির দ্বারা বোঝা যায় আল কুরআন—
[সকল বোর্ড '১৯]
(ক) বিশ্বজনীন গ্রন্থ
(খ) অকাট্য গ্রন্থ
(গ) অনন্যসাধারণ গ্রন্থ
(ঘ) পূর্ণাঙ্গ গ্রন্থ
উ: ঘ
১১.আল্লাহ তায়ালা বলেন, “আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।”-
এ আয়াত দ্বারা বোঝা যায় আল-কুরআন —
[সকল বোর্ড '১৭]
(ক) শরিয়তের প্রধান উৎস
(খ) সর্বশেষ আসমানি গ্রন্থ
(গ) সকল প্রকার সন্দেহমুক্ত
(ঘ) একটি ব্যাখ্যা গ্রন্থ
উ: ক
১২.'আল-বুরহান' শব্দের অর্থ কী?
[সকল বোর্ড '১৭)
(ক) সত্য (খ) জ্যোতি
(গ) পথনির্দেশ (ঘ) সুস্পষ্ট প্রমাণ
উ: ঘ
১৩.একই গঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?
[ঢা. বো. '২০: ম. বো. '২০]
(ক) আবু বকর (রা.) (খ) উমর (রা.)
(গ) উসমান (রা.) (ঘ) আলি (রা.)
উ: গ
১৪.কোন যুদ্ধে সর্বাধিক হাফিযে কুরআন শাহাদতবরণ করেন?
[ঢা. বো. '২০: ম. বো. '২০]
(ক) উহুদ (খ) ইয়ামামা
(গ) খায়বার (ঘ) তাবুক
উ: খ
১৫.কোন যুদ্ধকে কেন্দ্র করে হযরত আবু বকর (রা.) সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন?
[য. বো. ২০]
(ক) ইয়ামামা (খ) তাবুক
(গ) বদর (ঘ) খন্দক
উ: ক
১৬.হযরত উসমান (রা.) কর্তৃক কুরআনের পুনঃসংকলনের কারণ কী
ছিল? [দি বো. '২০]
(ক) আধুনিকীকরণ
(খ) একই পঠনরীতির প্রচলন
(গ) হরকত সংযোজন
(ঘ)ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন
উ: খ
১৭. কোন যুদ্ধে বহুসংখ্যক কুরআনের হাফিজ সাহাবি শাহাদাতবরণ করেন?
[সকল বোর্ড '১৮]
(ক) বদর যুদ্ধে (খ) ওহুদ যুদ্ধে
(গ) তাবুক যুদ্ধে (ঘ) ইয়ামামার যুদ্ধে
উ: ঘ
১৮.হযরত যায়িদ (রা.) কুরআন সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে কয়টি পন্থা অবলম্বন করেছিলেন?
[সকল বোর্ড '১৭]
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
উ: গ
১৯.ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক কুরআনের হাফিজ শাহাদাতবরণ করেন । ফলে হযরত উমর (রা.) উদ্বিগ্ন হয়ে পড়েন। তার উদ্বিগ্ন হওয়ার কারণ-
[সকল বোর্ড '১৬]
(ক) অধিক সাহাবির শাহাদাতবরণ
(খ) মুসলমানদের পরাজয়ের আশঙ্কা
(গ) কুরআন বিলুপ্তির আশঙ্কা
(ঘ) নেতৃত্বশূন্য হওয়ার আশঙ্কা
উ: গ
২০.যারা আল-কুরআনকে চিন্তা-গবেষণা করে পড়ে না তাদের অন্তরকে
কিসের সাথে তুলনা করা হয়েছে?
[সকল বোর্ড '১৬]
(ক) শূন্য ঘর (খ) তালাবদ্ধ অন্তর
(গ) বিরান বাড়ি (ঘ) পুরাতন দেয়াল
উ: খ
২১.‘কাতিবে ওহি' কতজন?
[সকল বোর্ড '১৬]
(ক) ২৫ (খ)৪০
(গ) ৪২ (ঘ) ৪৫
উ: গ
২২.'বরং এটি সম্মানিত কুরআন যা লাওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে'-
আয়াতটি কোন সূরার অন্তর্গত?
[সকল বোর্ড '১৬]
(ক) বাকারা (খ) আলে ইমরান
(গ) আল-বুরুজ (ঘ) আন-নিসা
উ: গ
২৩. মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো—
[সকল বোর্ড '১৯]
(ক) শরিয়তের সাধারণ নিয়মকানুনের বর্ণনা
(খ)পারস্পরিক লেনদেনের নীতির উল্লেখ
(গ) ইবাদতের রীতি-পদ্ধতির আলোচনা
(ঘ) পূর্ববর্তী কিতাবসমূহের বিকৃতির বর্ণনা
উ: ক
২৪.মাদানি সূরার বৈশিষ্ট্য হলো, এতে বর্ণিত হয়েছে—
[সকল বোর্ড '১৫]
(ক) তাওহিদ ও রিসালাত
(খ) আখিরাত ও কিয়ামত
(গ)শিরক ও কুফর
(ঘ) হালাল ও হারাম
উ: ঘ
২৫. (ফারগাব) শব্দের অর্থ কী?
[সকল বোর্ড '১৬]
(ক) আমি উচ্চ করেছি
(খ) আমি প্রশস্ত করেছি
(গ) অতঃপর পরিশ্রম করুন
(ঘ) অনন্তর মনোনিবেশ করুন
উ: ঘ
২৬.‘আঞ্জির' একটি—
[চ. বো. '২০]
(ক) পর্বত (খ) মূর্তি
(গ) সহিফা (ঘ) ফল
উ: ঘ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url