HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর ( অ-বাণিজ্য )
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১
ভর্তি পরিক্ষা : ২০২০-২০২১ Unit: B গুপ: ৩; সেট -২ [ অ-বাণিজ্য ]
HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর ( অ-বাণিজ্য) ও বুয়েট,কুয়েট,রুয়েট,মেডিকেল,বিএসসি নার্সিং,টেক্সটাইল,বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরিক্ষার গাণিতিক সমস্যাবলির ব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..
ভিডিও ক্লাস: HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (অ-বাণিজ্য )
ভিডিও ক্লাস: HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
ভিডিও ক্লাস: HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
ভিডিও ক্লাস: এইচ এস সি ICT গুরুত্বপূর্ণ MCQ ১০০% কমনের নিশ্চয়তায় Admission Part-2
ভিডিও ক্লাস: এইচ এস সি ICT গুরুত্বপূর্ণ MCQ ১০০% কমনের নিশ্চয়তায় Admission Part-1
এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-২ গুরুত্বপূর্ণ MCQ সমূহ
১ম অধ্যায় ➤ ১ম অধ্যায় কুইজ-১
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
01. ভার্চুয়াল রিয়েলিটিতে কতো মাত্রার ইমেজ ব্যবহৃত হয়?
(a) একমাত্রিক (c) ত্রি-মাত্রিক
(B) দ্বি-মাত্রিক (D) বহুমাত্রিক
ans: c
এস এস সি ইংরেজী ১ম পত্র রাজশাহী বোর্ড -২০২৩ এর সমাধান
Solve: ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যার প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভবপর হয়।
02.কম্পিউটারে কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
(a) ন্যানোসেকেন্ড (B) সেকেন্ড
(c) মিনিট (D) কোনোটিই নয়
ans:A
Solve: কম্পিউটারের কাজের গতি ন্যানোসেকেন্ড দ্বারা পরিমাপ করা হয়। ১ সেকেন্ড এর ১০০ কোটি ভাগের এক ভাগকে ১ ন্যানোসেকেন্ড বলে। ১ ন্যানোকেসেন্ড = 10^(-9)
03. ব্যান্ডউইডথ কী?
(a)ডেটা প্রবাহের হার (b)ডেটা প্রবাহের মাধ্যমে
(c)ডেটা প্রবাহের দিক (D) ডেটা প্রবাহের পদ্ধতি
ans :a
Solve: কোনো নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে ডেটা পরিবহণের সক্ষমতাকে ব্যান্ডউইড্থ বলে। ব্যান্ডউইডথকে বিট রেট বা ডেটা পার সেকেণ্ড বলে।
04. উইন্ডোজ বলতে বোঝায়।
(a)Antivirus Software (b)Data storage device
(c)Programming language (d)Operating systems
ans:d
Solve: উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম। এরকম আরো কিছু অপারেটিং সিস্টেম হলো IOS Android,Mac OS
05. ফ্লোচার্টে 'O' প্রতীকটির অর্থ-
(a) প্রক্রিয়াকরণ (b) আসম্ভ
(c) সংযোগ (d) সিদ্ধান্ত
ans:c
Solve প্রোগ্রাম ফ্লোচার্টে বিভিন্ন ধরনের প্রতীক।
06. ডেটার গোপনীয়তা রক্ষায় নিচের কোনটি নিশ্চিত করা জরুরী?
(a) ডেটা সর্টিং (B) ডেটা কুয়েরি
(c) ডেটা ইনডেক্সিং (D) ডেটা এনক্রিপশন
ans:d
Solve: ডেটা এনক্রিপ্ট বা ডেটা এনক্রিপশন দ্বারা ডেটাসমূহকে একটি গোপনীয় কোডে রূপান্তরিত করা হয় যেন। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে না পারে।
07. মাইক্রোসফট ওয়ার্ড একটি-
(a) সিস্টেম সফটওয়্যার (b) এপ্লিকেশন সফটওয়ার
(c) প্রসেসিং ডিভাইস (d)মেমোরি
08.কী দিয়ে আটিক্যাল ফাইবার ক্যাবল তৈরি
(a) কাঁচ তন্তু (b) ইস্পাত
(c) কপার (D) ফেরাস কোর
ans:a
Solve: বর্তমানে দুই ধরনের বস্তু দ্বারা তৈরি ফাইবার দেখা যায়। যথা- ১. কাচ বা গ্লাসের তৈরি ফাইবার ও ২ প্লাস্টিকের তৈরি ফাইবার। কাঁচের ফাইবার বেশি উপযোগী।
09. ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্যকে ব্যবহার করে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রবেশাধিকার সংরক্ষণের জন্য কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়।
(a) বায়োমেট্রিক্স (b) ফায়ারওয়াল
(c) ভিপিএন (d) এনক্রিপশন
ans:a
10. -- একটি বৈধ SQL টাইপ নয়।
(a) DECIMAL (b) FLOAT
(c) NUMERIC (d) CHARACTER
ans:a
এস এস সি ইংরেজী ১ম পত্র রাজশাহী বোর্ড -২০২৩ এর সমাধান
11. নিচের কোন বাইনারি দশমিক সংখ্যা ২৩ এর সমান?
(a) 01011 (B) ১০১১১
(c) 10011 (d) 11011
ans:b
12. বাংলাদেশের মোবাইল অপারেটরগণ এখন কোন প্রযুক্তি ব্যবহার করেছেন?
(a) GSM (b) CDMA
(c) TDMA (D) FDMA
ans:a
13. একটি ডিজিটাল সিস্টেমে বেসিক স্টোরেজ উপাদান কোনটি?
(a) Flip-flop (b) Counter
(c)Multiplexer (d) Encoder
ans:a
14. ৮ বিট = কত character?
(a) 0 (b) 1
(c) 2 (d) 3
ans:b
15. কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটি?
(a) PYTHON (b) HTML
(c) COBOL (d) PROLOG
ans:d
Solve:কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হচ্ছে এক্সপার্ট সিস্টেম, রোবটিক্স ইত্যাদি। এক্সপার্ট সিস্টেম এবং রোবটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা যেমন- LISP, CLISP, PROLOG, C, C++, JAVA
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
16 . ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-
(a) LAN (b) MAN
(c) PAN (d) WAN
ans:c
Solve ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রোটোকল যা রেডিওওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করে।
17. 4K টিভি ডিসপ্লেতে k এর মান কতো পিক্সেলস?
(a) 1000 (b)1024
(c) 4000 (d) 8096
ans:d
এস এস সি ইংরেজী ১ম পত্র রাজশাহী বোর্ড -২০২৩ এর সমাধান
18. দশমিক সংখ্যা 91 এর বাইনারি রূপ কোনটি?
(a) 1011011 (b) 1101010
(c) 1110011 (d) 1100110
ans:a
19. কোনটি প্রথম কম্পিউটার ভাইরাস নামে পরিচিত?
(a) Rabbit (b) Creeper Virus
(c) EIK Cloner (d) SCA Virus
ans:b
Solve: প্রথম কম্পিউটার ভাইরাসের নাম হচ্ছে Creeper Virus ম্যাথমেটিশিয়ান জন ভন নিউম্যান ১৯৪৯ সালে কম্পিউটার প্রোগ্রামগুলোকে নিজ থেকেই পরিবর্তন করতে পারে এমন একধরনের প্রোগ্রামের নাম কম্পিউটার ভাইরাস এবং ওর্মস দিয়ে একটি থিউরি প্রদান করে গিয়েছিলেন। তার এই থিউরি মোতাবেক দুনিয়ার প্রথম কম্পিউটার ভাইরাস হিসেবে ক্রিপারকে আখ্যায়িত করা হয়ে থাকে।
20.১০২৪ গিগাবাইটস সমান।
(a) ১ টেরাবাইট (b) ১ পেটারিট
(c) ১ মেগাবিট (d) ১ কিলোবিট
ans:a
Solve :1 টেরাবাইট = 1024 GB = 1024 x 1024 MB = 1024 x 1024 x 1024 KB = 1,073, 741,824 KB
এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ ভিডিও ক্লাস পেতে চাপ দিন-এইচএস সি HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (অ-বাণিজ্য )
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url