রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২

HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২  প্রশ্নপত্রসহ উত্তর  ও বুয়েট,কুয়েট,রুয়েট,মেডিকেল,বিএসসি নার্সিং,টেক্সটাইল,বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার গাণিতিক সমস্যাবলির ব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ রসায়ন MCQ সমাধান



পেজ সূচিপত্র : 


রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২ (ইউনিট : C; গ্রুপ-১; সেট-৩) Jupiter

1. ওয়াকিটকি কি ধরনের ট্রান্সমিশন মোডের উদাহরণ?

(a) Simplex

(b) Half-duplex

(c) Full-duplex 

(d) Semi half-duplex

ans: b

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

 02. বাইনারি 111 এর পরের সংখ্যাটি কত? 

(a) 10 (b) 11

(c) 1000 (d) 0

ans: c


 ব্যাখ্যা: বাইনারি 111 এর পরের সংখ্যাটি: 111+1=1000


 04. সরকারের সকল কার্যক্রম তথ্যপ্রযুক্তির মাধ্যমে পরিচালনা করার ব্যবস্থার নাম কি?

(a) ই-কমার্স (B) টেলিমেডিসিন

(c) ই-লার্নিং (d) ই-গভর্নেন্স

ans:

 Solve -ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ই-কমার্স : অনলাইনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করা

টেলিমেডিসিন : বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং দ্বারা রোগীকে চিকিৎসা সেবা দেওয়া । 

ই-লার্নিং : তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শিক্ষক ও শিক্ষার্থী একে অপরের দূর থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা ।

ই-গভর্নেন্স : সরকারের সকল কার্যক্রম তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা ।

 05. নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে?

(a) হাব

(b) সুইচ

(c) ব্রিজ

(D) সার্ভার

ans: D

 Solve- হাব : কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য সেন্ট্রাল ডিভাইস ।

সুইচ : কেন্দ্রীয় ডিভাইস থেকে নির্দিষ্ট ডিভাইসে ডেটা প্রেরণ ।

ব্রিজ : একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ডিভাইস । সার্ভার : নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটার ।

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২ (ইউনিট : C; গ্রুপ-১; সেট-৩) Jupiter

রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২ (ইউনিট : C; গ্রুপ-২; সেট-১) Neptune

Rajshahi University : 2021-2022 (Unit : C; Group-2; Set-1) Neptune


 01. কোনটি চতুর্থ শিল্প বিপ্লব (4IR)- এর সাথে সম্পর্কযুক্ত?

(a) কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) 

(b) লেজার প্রিন্টিং

(c)a & b   

(d) কোনোটিই না

ans:

 Solve - 4IR বা চতুর্থ শিল্প বিপ্লব এর সাথে সম্পর্কযুক্ত হলো:

i. Internet of things (IoT)

ii. Cloud Computing

iii. System Integration

iv. Autonomous Vehicles

v. 3D Printing

vi. Autonomous Robots 

vii. Big Data

viii. Augmented Reality 

ix. Cyber security


 02.হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এক বাইটকে প্রকাশ করার জন্য কয়টা হেক্সাডেসিমাল সংখ্যার প্রয়োজন?

(a) 2 (b) 4

(c) 8 (d) 16

Ans: a

 Solve হেক্সাডেসিমেলের একটি সংখ্যাকে 4 বিটে রূপান্তর করা যায়। আবার, 1 বাইট = ৪ বিট, তাই 1 বাইট বা ৪ বিটে প্রকাশ করার জন্য হেক্সাডেসিমেলের 2 টি সংখ্যার প্রয়োজন ।

03. কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়?

(a) রাউটার (B) স্ক্যানার

(c) গেইটওয়ে (d) রিপিটার

Ans: b

 Solve নেটওয়ার্ক ডিভাইসসমূহ : মডেম, NIC, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে ইত্যাদি। স্ক্যানার একটি ইনপুট ডিভাইস

 04. OR গেইট সার্কিটের দুটি A ও B এর যেকোনো একটি সুইচ অন করলে বাতিটি —

(a) নিভবে (b) জ্বলবে

(c) জ্বলবে নিভবে (d) কোনোটিই না

ans: b

 05. কোনটির কভারেজ বিশাল জায়গা জুড়ে থাকে ?

(a) Wi-Fi (b) Zigbee

(c) NFC (d) Wi-Max

ans: d

 Solve-কভারেজ এরিয়া :

1.Wi-Fi :50 থেকে 200 m, 2.Zigbee : সর্বোচ্চ 70 m, 3. NFC : 4 থেকে 10 cm, 4.WiMax :30 থেকে 50 km

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২ (ইউনিট : C; গ্রুপ-২; সেট-১) Neptune

রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : C; গ্রুপ-৩; সেট-২) Uranus

Rajshahi University 2021-22 (Unit B; Group-3; Set-1) Humanities


 01. নিচের কোনটি নলেজ বেজড এক্সপার্ট সিস্টেম?

(a) টেলিকনফারেন্সিং

(b) ডেনড্রাল

(c) প্রোটিওমিক্স

(d) ন্যানো টেকনোলজি

ans: B 

 Solve ড্রেনড্রাল একটি নলেজ বেজড এক্সপার্ট সিস্টেম। 1960-এর দশকে কৃত্রিম বুদ্ধিমত্তার (Al) এর একটি প্রকল্প হলো ডেনড্রাল ।


 02. বিনা অনুমতিতে নিরাপত্তা সিস্টেমকে ফাঁকি দিয়ে কারো কম্পিউটারে অবৈধভাবে প্রবেশের মাধ্যমে ক্ষতিসাধন করাকে কি বলে?

(a)স্পামিং

(b)হ্যাকিং

(c)স্পুফিং

(d)কোনোটিই নয়

ans: B 

 Solve- অনুমতি ব্যতীত অন্যের কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে ব্যবহার করা বা পুরো কম্পিউটার সিস্টেমকে ফাঁকি দিয়ে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি করাকে হ্যাকিং বলে ।

 03. “মডেম” কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

(a)সফ্টওয়্যার তৈরিতে 

(b)কম্পিউটারে গেইম খেলতে

(c)কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে 

(d) ব্যক্তি শনাক্ত করতে

ans: c 

 Solve মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পৌঁছে দেয় ।


04. (101011.11)2=?

(a) (43.75)10  (b) (53.6)8

(c) (2.CB)16 (d) সবগুলো

Ans: ভূল আছে। সঠিক হবে-A,B


05. NAND কি ধরনের Logic gate?

(a) Basic

(b) Compound or Complex

(c) Exclusive

(d) Universal

Ans: d

 Solve-যে সকল গেইটের মাধ্যমে মৌলিক গেইটসহ অন্যান্য সকল গেইটসমূহকে তৈরি বা বাস্তবায়ন করা যায় সেই সব গেইটকে সর্বজনীন গেইট বলে । NAND ও NOR গেইট হলো Universal গেইট।

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : C; গ্রুপ-৩; সেট-২) Uranus

রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : C; গ্রুপ-৪; সেট-৩) Venus





 01. অন্যের লিখা বা গবেষণালব্ধ ফলাফল নিজের বলে চালিয়ে দেয়া কোন ধরনের অপরাধ?

(a) সফটওয়্যার পাইরেসি

(b) ফিশিং

(c) প্লেজিয়ারজম

(d) স্প্যামিং

Ans: c

 solve -বর্তমানে তথ্য প্রযুক্তির অবাধ স্বাধীনতার ফলে প্লেজিয়ারজম একটি বড় ধরনের অনৈতিক কাজে পরিণত হয়েছে। প্লেজিয়ারজম হলো অন্য কারো লেখা বা গবেষণালব্ধ তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া, প্রকৃত তথ্যদাতার অবদান স্বীকার না হলে তা প্লেজিয়ারজম মধ্যে পড়বে।

02. অক্টাল পদ্ধতিতে এক বাইটকে প্রকাশ করার জন্য কয়টি সংখ্যা প্রয়োজন হয়?

(a) 2টি

(b) 3 টি

(c) 4 টি

(d) কোনোটিই নয়

Ans: b

03.কোনো ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেসকে কী বলে?

(a) Gateway অ্যাড্রেস

(b) MAC অ্যাড্রেস

(c) IP অ্যাড্রেস

(d) সবগুলোই

Ans B

Solve MAC অ্যাড্রেস বলতে আসলে বিভিন্ন স্মার্ট ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল ফোন, টিভি, রাউটার কিংবা প্রিন্টার ইত্যাদি হার্ডওয়্যার অ্যাড্রেসকে বোঝায়। একে ফিজিক্যাল অ্যাড্রেসও বলা হয় ।

 04. NAND লজিক গেইটে দুইটি ইনপুটই 1 হলে আউটপুট কত হবে?

(a) 1

(B) 10

(c) 11

D 0

Ans: D

 Solve NAND গেইট এর সত্যক সারণি:

05. মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডাটা কমিউনিকেশন করে?

(A) সিমপ্লেক্স

(B) হাফ-ডুপ্লেক্স

(c) ফুল-ডুপ্লেক্স

(D) মাল্টিকাস্ট

Ans: c

 Solve -মোবাইল ফোন দিয়ে একই সাথে উভয় দিক থেকে ডেটা আদান-প্রদান করা যায়। তাই এটি ফুল-ডুপ্লেক্স।

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : C; গ্রুপ-৪; সেট-৩) Venus

রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : B; গ্রুপ-১; সেট-৩) ব্যবসায় শিক্ষা



 01. রোবটের অ্যাকচুয়েটরকে আমরা তুলনা করতে পারি কিসের সাথে?

(a) দৃশ্যমান চোখ

(b) হাত পা এর পেশি

(c) মস্তিষ্কের স্মৃতি

(d) সিসা অ্যাসিড ব্যাটারি

Ans: B

Solve রোবটের শরীরের বিভিন্ন অংশ নড়াচড়া করানোর জন্য একাধিক বৈদ্যুতিক মোটর, হাইড্রোলিক সিস্টেম ও নিউমেটিক সিস্টেমের সমন্বয়ে তৈরিকৃত বিশেষ ব্যবস্থাই অ্যাকচুয়েটর হিসেবে পরিচিত। এককথায় এটিকে মানুষের মতো রোবটের হাত-পায়ের পেশি হিসেবেও অভিহিত করা হয়।

 02. অক্টাল সংখ্যা ৪১৩.৪৮ এর ডেসিমেল সমতুল্য- 

(a) ২৬৭.১  (b) ২৬৭.৫

(c)১০.৮ (d) ০১০০০০১০১১.১

Ans: B 

 03. ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে + ৫ ভোল্ট নির্দেশ করে-

(a) 1 

(B) O

(c) ১০

(D) 101

ans :A 

Solve -ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 0 দ্বারা 0 V থেকে 0.8 V নির্দেশ করে এবং 1 দ্বারা 2 V থেকে 5 V নির্দেশ করে

 04. 'হটস্পট' কি ধরনের নেটওয়ার্ক?

(a) PAN

(b) WAN

(c) LAN

(d) MAN

ans: C 

Solve -হটস্পট হলো একটি ওয়্যারলেস নেটওয়ার্ক। যেখানে ইন্টারনেট পরিসেবা প্রদানকারীর সাথে সংযুক্ত একটি রাউটারসহ একটি বেতার লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) এর মাধ্যমে WiFi ব্যবহার করে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। বেশিরভাগ লোকেরা এটিকে WHEi হটস্পট বা WiFi সংযোগ হিসেবেও জানে। বিদ: হটস্পট LAN ছাড়াও PAN এবং MAN হতে পারে।

05. কোনটি (২৫০), এর পূর্ববর্তী সংখ্যা?

(a) 10100111

(B) ১০১০০০১০১

(c) 10110111

(d) 11011111

Ans: a

 06. কোনটি গেটওয়ে নেটওয়ার্ককে সংযুক্ত করে না?

(a) LAN

(B) MAN

(c) WAN

(D) ইন্টারনেট

ans: D. 

 solve গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা ভিন্ন প্রটোকলবিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে (LAN, MAN, WAN) সংযুক্ত করে WAN তৈরি করে। একে WAN ডিভাইসও বলে । 

 07. কম্পিউটার ডেটা ব্লক আকারে ট্রান্সমিট করাকে বলা হয়? 

(a) সিনক্রোনাস

(B) প্যারালেল

(c) অ্যাসিনক্রোনাস

(D) সিরিয়াল ট্রান্সমিশন

ans: A 

Solve যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইস ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টারসমূহকে ব্লক (যাকে প্যাকেটও বলা হয়) আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে ।

০৪. এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি?

(A) < >

(b) { }

(c) ()

(d) []

ans: A 

 Solve HTML- এ প্রথম অ্যাঙ্গেল ব্রাকেট < > কে ওপেনিং ট্যাগ এবং স্ল্যাসসহ শেষ অ্যাঙ্গেল ব্রাকেট <\> কে ক্লোজিং ট্যাগ বলা হয় ৷

09.লজিক্যাল XOR এর জন্য কোনটি সঠিক?

(a) 1 + 1 = 0

(b) o + 0 =>

(c) 1 + 0 = 0

(d) o + ১ =0

Ans: a

10. এক টেরা বাইটের সমতুল্য-

(a) ১০২৪ কেবি

(b) ১০২৪ × ১০২৪ কেবি

(c) ১০২৪ × ১০২৪ × ১০২৪ কেবি

(d) ১০২৪ × ১০২৪ × ১০২৪  বাইটস্

Ans: c

 Solve -1 TB = 1024 GB = 1024 × 1024 MB = 1024 × 1024 × 1024 KB

 11. নিচের কোনটি ফাঁকা ট্যাগ?

(a) < th >

(B) <td>

(c) <br>

(D) <em>

ans: C 

Solve html - এ একটি লাইন ফাঁকা তৈরি করার জন্য <br> ট্যাগ ব্যবহৃত হয়। এজন্য <br> কে ফাঁকা ট্যাগ বলে ।

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : B; গ্রুপ-১; সেট-৩) ব্যবসায় শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়:২০২১-২২ (ইউনিট :B; গ্রুপ-২; সেট-১) বিজ্ঞান শাখা




 01. কিভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে?

(a) সমুদ্র তলদেশ দিয়ে (b) বায়ুর মধ্য দিয়ে

(c) মাটির নিচ দিয়ে  (d) ভূ-উপগ্রহের মাধ্যমে

Ans: A 

 Solve অত্যন্ত দূরবর্তী স্থানে ডেটা ট্রান্সফারে অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহার হয়। আন্তঃমহাদেশীয় যোগাযোগ স্থাপনে সমুদ্রের তলদেশে যে অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহার করা হয় তাকে সাবমেরিন ক্যাবল বলে ।

02. প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত?

(A) অন্যের লেখা চরি

(B) সফটওয়্যার পাইরেসি

(c) কপিরাইট লঙ্ঘন

(D) আইডেন্টিটি চুরি 

Ans A

 03. নিচের কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতির কাজ নয়?

(a) গণিত

(B) ডেটাবেজ

(c) তথ্য

(D) প্রোগ্রামিং

Ans: c

solve -সাধারণভাবে ৪টি ভিন্ন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়োইনফরমেট্রিক্স পদ্ধতি কাজ করে থাকে যথা: 

i. আণবিক জীববিদ্যা : ডেটার উৎস বিশ্লেষণ কাজ করে।

ii. ডেটাবেজ : জৈব তথ্যের টেক্সট মাইনিং ও ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ করে।

iii. প্রোগ্রামিং : উপাত্ত বিশ্লেষণ অ্যালগরিদম যার দ্বারা বায়োইনফরমেটিক্স কঠোরভাবে সুনির্দিষ্ট করা হয় ।

iv. গতি ও পরিসংখ্যান : এর সাহায্যে সম্ভাব্যতা যাচাই করা হয়।

 04. সাবমেরিন ক্যাবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?

(a) অর্থ

(b) বিজ্ঞান ও প্রযুক্তি

(c) পররাষ্ট্র

(d) ডাক, টেলিযোগাযোগ ও আই টি

ans: d

 Solve -ডাক, টেলিযোগাযোগের ও আইটি মন্ত্রণালয়ের অধীনে ২০০৬ সালে মে মাসে বঙ্গোপসাগরের নিচ দিয়ে বিস্তৃত ক্যাবলের ল্যান্ডিং স্টেশন তৈরি করা হয় কক্সবাজার শহরে। সেখানে থেকে ধীরে ধীরে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে হাইস্পিড ইন্টারনেট সারা দেশে ছড়িয়ে দেবার উদ্যোগ নেওয়া হয় ৷

05. কম্পিউটার প্রোগ্রামে ত্রুটিকে বলা হয়-

(A) Follies

(B) Mistake

(c) Bugs

(D) Spam

Ans:c

Solve -সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরির সময় অনেক কারণে প্রোগ্রামে ভুল থেকে যেতে পারে। প্রোগ্রামের এ ভুলকে বলে বাগ (Bug)। বাগ (Bug) এর আক্ষরিক অর্থ পোকা ৷

06. (১৭৫)১০ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলে কত হয়?

(a) (২৫৬)

(b) (২৫৯) ৮

(c) (২৫৭) ৮

(d) (২৫৫)

ans: c 

Solve ( 175 ) 10 কে অক্টালে রূপান্তর :


07. নিচের কোনটি মাল্টিকাস্ট মোডে ডেটা ট্রান্সফারের উদাহরণ?

(A) মোবাইল

(B) রেডিও

(C) ই-মেইল

(D) কোনোটিই নয়

ans: C 

Solve মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ নোডই গ্রহণ করতে পারে না। যে সকল নোডকে অনুমতি দেওয়া হয় তারা গ্রহণ করতে পারে। যেমন- SMS, গ্রুপ MMS, ই-মেইল, টেলিকনফারেন্সিং বা ভিডিওকনফারেন্সিং ।

08. বাইনারি ডিজিট ‘১’ দ্বারা কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিটে কত ভোল্টের সমতুল্য ধরা হয়?

(a) ১-২ ভোল্ট

(b) ২-৫ ভোল্ট

(c) ৩-৫ ভোল্ট

(d) ৪-৫ ভোল্ট

ans: B 

Solve কম্পিউটার- এ ইলেকট্রনিক্স সার্কিটগুলো 0 এবং 1 এই দুই মান দ্বারা নির্দেশ করা হয়। 0 দ্বারা 0 Volt থেকে + 0.8 Volt এবং 1 দ্বারা +2 Volt থেকে +5 Volt পর্যন্ত নির্দেশ করে ।

09. সফটওয়্যারের ভুল সংশোধনের প্রক্রিয়াকে কী বলা হয়?

(A) Encoding

(B) Debugging

(c)  Decoding

(D) Correction

Ans B

10. হার্ড ডিস্ক ট্র্যাকের পরবর্তী ভাগকে কী বলা হয়?

(A) ক্লাস্টারস্

(B) সেক্টরস্

(c) ভেক্টরস্

(D) হেড

Ans: c

Solve হার্ডডিস্ক হলো ডাটা সংরক্ষণের যন্ত্র যা পরবর্তী সময়ে পড়ার জন্য ব্যবহৃত হয়। হার্ডডিস্ক ট্র্যাকের পরবর্তী ধাপকে ভেক্টরস বলে। ভেক্টরস হচ্ছে ডাটা সাইন্সের হাতেখড়ি। এই ডাটাগুলো ড্রাইভে স্থানান্তরিত হয় Random Access প্রক্রিয়ার ভিত্তিতে। ফলে হার্ডডিস্ক ড্রাইভ কম্পিউটার বন্ধ করার পরও ডাটা সংরক্ষণ করে রাখে । 

11. বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত?

(a) ABCD

(b) ASCII

(c) UNICODE

(d) EBCDIC

Ans: c

Solve-ইউনিকোড ১৬-বিটের আলফানিউমেরিক কোড যার পূর্ণরূপ Universal Code! পৃথিবীর সকল ভাষার বর্ণ, সংখ্যা ও চিহ্নসমূহ ডিজিটাল ডিভাইসে ব্যবহার করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। ১৯৯১ সালে ২৪টি ভাষা নিয়ে ইউনিকোডের প্রথম সংস্করণ ১.০.০ প্রকাশিত হয় যার মধ্যে বাংলা ভাষাও তান্নাতক ছিল ।

12. Google এর বর্তমান প্রধান নির্বাহী-

(a) সুন্দর পিচাই

(b) অঞ্জলী পিচাই

(C) কিরণ পিচাই

(D) টিম কুক

Ans: a 

 solve বহুলভাবে ব্যবহৃত হচ্ছে এমন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, বিশ্বখ্যাত এ সার্চ ইঞ্জিনের জনক ল্যারিপেজ এবং সের্গেই ব্রিন। ২০১৫ সালের ১০ আগষ্ট সুন্দর পিচাই নামে পরিচিত পিচাই সুন্দরাজন-কে গুগলের পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা করা হয়।

 13. কম্পিউটার ডেটা ট্রান্সমিশনের ধরন যাকে স্টার্ট/স্টপ ট্রান্সমিশন বলা হয়-

(A) সিনক্রোনাস

(B) ইন্টারমিটেন্ট

(C) অ্যাসিনক্রোনাস

(D) পাল্স

Ans: c

 Solve -অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে পুরো ক্যারেক্টারটির ৮ বিট ছাড়াও একটি স্টার্ট ও দুটি স্টপ বিট মিলিয়ে প্রতি ৮ বিট ক্যারেক্টার ডেটার ক্ষেত্রে মোট ১১ বিট স্থানান্তরিত হয়। তাই একে স্টার্ট-স্টপ ট্রান্সমিশন বলা হয় ৷

 14. সঠিক HTML সিনট্যাক্স-

(a) <del> Deleted Text </del>

(b) <b> Bolded Text<b>

(c) <i> Italicized Text <i />

(d) <small> Small Text <Itxt>

ans: A 

 Solve HTML এ প্রথম অ্যাঙ্গেলের ব্র্যাকেটকে < > কে ওপেনিং ট্যাগ এবং স্ল্যাসসহ শেষ অ্যাঙ্গেলের ব্র্যাকেটকে </> কে ক্লোজিং ট্যাগ বলে ।

 15. নিচের কোনটি বাকি তিনটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

(A) ম্যাক অ্যাড্রেস

(B) হার্ডওয়্যার অ্যাড্রেস

(c) ফিজিক্যাল অ্যাড্রেস 

(D) আইপি অ্যাড্রেস

ans: d

 Solve ম্যাক অ্যাড্রেস, হার্ডওয়্যার অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস এর প্রাথমিক ব্যবহার হলো একটি ডিভাইস বা কম্পিউটারের প্রকৃত ঠিকানা নিশ্চিত করা, এগুলো প্রাথমিকভাবে ডেটা লিংক স্তরে কাজ করে অন্যদিকে আইপি অ্যাড্রেস একটি কম্পিউটারের যৌক্তিক ঠিকানা সংজ্ঞায়িত করে। আইপি ঠিকানা প্রাথমিকভাবে নেটওয়ার্ক স্তরে কাজ করে ।

 16. এ আই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এজেন্ট নিম্নের কোনটি ব্যবহার করে পরিবেশ উপলব্ধি সাপেক্ষে কাজ করে?

(a) সেন্সর

(b) পারসিভার

(c) অ্যাকচ্যুয়েটর

(d) সেন্সর অ্যান্ড অ্যাকচ্যুয়েটর 

ans: d

 Solve সেন্সর পরিবেশ থেকে উপলব্ধি গ্রহণ করে এবং অ্যাকচুয়েটর সেই উপলব্ধি সাপেক্ষে প্রতিক্রিয়া বা কাজ করে থাকে ।

   17. কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়?

(a) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (B) ন্যানো টেকনোলজি

(c) রোবোটিক্স (D) বায়োইনফরমেটিক্স

ans: c

 Solve: Movable Body, Actuator, Power System, Electric Circuit, Sensing, Manipulation.

18. কোন ম্যালওয়্যারটি ইচ্ছাকৃতভাবে সফটওয়্যারের মাধ্যমে ছড়ানো হয়?

(a) Worm

(b) Trojan

(c) Spyware

(d) Logic bomb

ans: d

 Solve একটি লজিক বোমা (logic bomb) হল একটি সফটওয়্যার সিস্টেম। অংশ যা নির্দিষ্ট শর্তগুলো পূরণ করার সাথে সাথে একটি দূষিত ফাংশনটি সেট করে দেয়।

19. ‘প্যারিটি বিট' কোডিং ব্যবহার করা হয়-

(a) ত্রুটি সংশোধনে

(b) ত্রুটি সনাক্তকরণে

(c) ম্যানিপ্যুলেশনে

(d) A ও B উভয় ক্ষেত্রে

ans: b

 Solve প্যারিটি বিট বলতে বাইনারি পদ্ধতিতে তথ্য আদান-প্রদান করার সময় তথ্যের নির্ভুলতা বাড়তে যে অতিরিক্ত ১ বিট যুক্ত করা হয় তাকে বুঝায়, যা ত্রুটি শনাক্তকরণের উদ্দেশ্যে ডেটা যোগ করা হয় । 

20. নিচের কোনটিকে গাণিতিক গেইট বলা হয়?

(a) ANAND, NOR

(b) X-NOR & X-OR 

(c) X-NOR, NOT

(d) AND, OR, X-OR 

ans: D

Solve -গাণিতিক গেইট বলতে বুঝায় যে গেটের মাধ্যমে গাণিতিক যোগ-বিয়োগ ও গুণ-ভাগ করা যায়। AND ও OR গেইটের মাধ্যমে যোগ ও গুণ করা যায়। কিন্তু NOT গেইট দ্বারা করা যায় না। তাই NOT গেইট যুক্ত গেইট গাণিতিক গেইট হিসেবে অন্তর্ভুক্ত হবে না ।

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- রাজশাহী বিশ্ববিদ্যালয়:২০২১-২২ (ইউনিট :B; গ্রুপ-২; সেট-১) বিজ্ঞান শাখা

রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : B; গ্রুপ-৩; সেট-১) মানবিক শাখা



 01. (11011)2-(1011)2 =?

(a) (10000)2

(b) (11011) 2

(c) (11010) 2

(d) (10011)2

Ans: a

 02. ভার্চুয়াল রিয়েলিটির অপর নাম কী?

(a) হাইপার রিয়েলিটি

(b) ভার্চুয়াল এনভায়রনমেন্ট

(c) কম্পিউটার সিমুলেশন 

(D) ভার্চুয়াল অবজেক্ট

Ans: c

03. কোনটি এক ধরনের LAN ?

(a) ইথারনেট

(b) টোকেন রিং

(c) এফডিডিআই

(D) সবকয়টি

Ans: d

 solve একাধিক ব্যক্তির কাজের সমন্বয় সাধন ও গতি বৃদ্ধির জন্য একই ভবনে, পাশাপাশি ভবনে কিংবা কলেজ/বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হয় Local Area Network (LAN) ব্যবহার করে। ইথারনেট, টোকেন রিং, FDDI ইত্যাদি LAN হিসেবে কাজ করে ৷

04. ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ তৈরি হয়?

(a) এক-মাত্রিক

(b) দ্বিমাত্রিক

(c) ত্রিমাত্রিক

(d) চতুর্মাত্রিক

Ans: C 

 Solve ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়। এর জন্য কম্পিউটারের হার্ডওয়্যার বা সফট্ওয়্যারের সাহায্যে যে কোনো পরিবেশ বা ঘটনার ত্রিমাত্রিক চিত্রায়ণ করা হয় ৷

 05. ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে ‘০' নির্দেশ করে—

(a) ০-০.৮ ভোল্ট

(b) ১-২ ভোল্ট

(c) ১-৫ ভোল্ট

(d) ২-৪ ভোল্ট

Ans: a

Solve ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বাইনারির ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এই সার্কিট শুধু 1 এবং 0 বুঝতে পারে। 0 দ্বারা 0 থেকে 0.8 এবং 1 দ্বারা 2 থেকে 5 ভোল্টকে বোঝায় ৷

06. ব্যান্ডউইথ কী?

(a)ডেটা প্রবাহের হার

(B) ডেটা প্রবাহের মাধ্যম

(c) ডেটা প্রবাহের দিক

(d) ডেটা প্রবাহের পদ্ধতি

Ans: A 

 Solve প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলা হয়। ব্যান্ডউইথকে সাধারণত Bit per second (bps) এ হিসাব করা হয় ।

07. স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিসের কল্যাণে?

(a) ভার্চুয়াল রিয়েলিটি

(b) ন্যানো টেকনোলজি

(c) রোবোটিক্স

(d) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ans: B

Solve ন্যানো টেকনোলজির জন্য স্মার্টফোনের যন্ত্রপাতিসমূহ ন্যানো স্কেলে তৈরি করা সম্ভব হয়েছে যার ফলে ত্রুটিহীনভাবে স্থাপন, স্মার্টফোনের আকার ছোট, নতুন নতুন ফিচারসহ একটি যুগোপযোগী স্মার্টফোন তৈরি করা সম্ভব হয়েছে।

 08. প্রথম ওয়েব ব্রাউজার হলো-

(a) ইন্টারনেট এক্সপ্লোরার

(b)নেটস্কেপ

(c) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব

(d) ফায়ার ফক্স

ans: C 

 Solve প্রথম ওয়েব ব্রাউজার বা ব্রাউজার এডিটর বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) কে। 1990 সালে এটি যখন প্রকাশ করা হয় তখন ওয়েব দেখার একটা উপায় ছিলো, পরে প্রোগ্রাম এবং অ্যাবস্ট্রাক ইনফরমেশন স্পেচ অ্যাড করে নাম পরিবর্তন করে নেক্সাস রাখা হয়েছিল ।

09. ইউনিকোড একটি-

(a) ৪-বিট কোড

(b) ১-বিট কোড

(c) ৭-বিট কোড

(d) ১৬-বিট কোড

ans: D

 Solve ইউনিকোড (Unicode) হলো 2 বাইট বা 16 বিটের কোড যা 216 বা 65536 টি চিহ্নকে নির্দিষ্ট করতে পারে। ফলে অনেক দেশের ভাষা এই কোডের মাধ্যমে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে।

10. ডেসিমেল সংখ্যা ২৭.৩৭৫১০ এর অক্টাল সমতুল্য-

(a) 33.3

(b) 33.1

(c) 11011011

(d) 1B.6

ans: A

 11. একটি পেইজের সাথে অন্য পেইজের সংযোগকে HTML ভাষায় কী বলে?

(a) Connection

(b) Hyperlink

(c) Link

(d) Addition

ans: B

Solve ওয়েবপেজের বিভিন্ন ধরনের তথ্যাবলির ভেতর ভার্চুয়াল সংযোগ স্থাপন করার ব্যবস্থাই হচ্ছে হাইপারলিংক। একই পেজের সাথে দুইটা লিংককে ইন্টারনাল হাইপারলিংক এবং এক পেজের সাথে অন্য পেইজের লিংককে একাটারনাল হাইপার লিংক বলে।

 12.RAM সম্পর্কে  তথ্য সংরক্ষণ করে

(a) র‌্যাম সাময়িক সংরক্ষণ করে।

(b) তথ্য সংরক্ষণের ক্ষেত্রে র‍্যাম ও হার্ডডিস্ক একই

(c) র‍্যাম পরিবর্তনশীল

(C) কম্পিউটার বন্ধ করার সাথে সাথে র‍্যামে সংরক্ষিত তথ্য মুছে যায়

ans: d

 solve র‍্যাম হলো ভোলাটাইল/অস্থায়ী মেমোরি, এতে সংরক্ষিত তথ্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আর থাকে না। সমসাময়িক এর জন্য তথ্য সংরক্ষণ করে।

13. ফোন কল (ভিওআইপি) সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ-

(a) ৪ এমবিপিএস

(b) ১.৫ এমবিপিএস

(c) ০.৭ এমবিপিএস

(d) ০.৫ এমবিপিএস

ans: d

 solve ফোন কল (VoIP), স্ট্রিমিং মিউজিক ও ই-মেইল এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ 0.5 Mbps. 

 14. ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

(a) LAN

(b) MAN

(c) PAN

(d) WAN

ans: c

 Solve স্বল্প দূরত্বের ( 10m বা 33ft এর কাছাকাছি) ভেতর কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিনা খরচে তথ্য আদান প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি হলো ব্লুটুথ, ব্লুটুথে পিকোনেট পদ্ধতি ব্যবহার হয়। ব্যক্তিগতভাবে ডেটা আদান- প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল বলা হয়। 

 15. শিশিরের বেতন (২০৩), এর সমতুল্য দশমিক মান কত?

(a) 131

(b) ১৮৮

(c) ১৩২

(d) ৩৩১

ans: a

 16. Milky Way একটি-

(a) তারা

(b) নীহারিকা মন্ডল

(c) সৌরজগৎ

(d) সুপারনোভা

ans: b

17. কৃত্রিম বুদ্ধিমত্তা হলো- 

(a) কম্পিউটারে গেইম খেলা

(b) এক্সট্রাকশন

(c) কোনো যন্ত্রে নিজের বুদ্ধি ব্যবহার করে প্রোগ্রামিং করা

(d) নিজের বুদ্ধিকে যন্তের মধ্যে অন্তর্ভুক্ত করা

Ans c

 18. কোটি বায়োমেট্রিক্স-এর কাজ নয়?

(a) ক্যাপচার

(b) এক্সট্রাকশন

(c) ম্যাচিং

(d) মেট্রিক্স

ans: d

 Solve বায়োমেট্রিক্সের 4টি ধাপ: ১. ক্যাপচার (Capture) ২. এক্সট্রাকশন (Extruction) ৩. কমপারিজন (Comparison)৪. ম্যাচিং (Matching)

19. Yahoo কোন ধরনের ক্লাউডের উদাহরণ?

(a) হাইব্রিড 

(b) কমিউনিটি

(c) প্রাইভেট

(d) পাবলিক

ans: b

20. কোন্ ক্ষেত্রে ব্লাইন্ড সার্চ ব্যবহার করা হয়?

(a) বাস্তব জীবনে

(b) ছোট সার্চ স্পেসে

(c) জটিল গেইমে

(d) সবকয়টি

Ans b

Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University, Bangladesh Undergraduate Admission Test 2021-2022


Faculty of Maritime Governance and Policy (FMGP); Set : A

 01. Which statement is correct about Nanotechnology ?

(a) A Nanotechnology is equal to 10-9 meter

(b) Any metal in nano particle form can be seven times more rigid

(v) Scientists applies nano size design in IC Chips

(d) All above are correct

Ans: d

 Solve ন্যানোমিটার হলো পরিমাপের একক। ১ ন্যানোমিটার = 102 মিটার। ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে নিপুণভাবে ব্যবহার করা যায় ।ন্যানোটেকনোলজির কিছু ব্যবহার : কম্পিউটিং-এর ক্ষেত্রে, খাদ্য শিল্প, চিকিৎসা, যোগাযোগ ক্ষেত্রে, জ্বালানি ক্ষেত্রে, রাসায়নিক শিল্পে, ইলেকট্রনিক্স শিল্পে, সোলার সেল তৈরিতে, ন্যানোচিপ ও মনিটর তৈরিতে, পরিবেশ সুরক্ষায়, যুদ্ধবিমান তৈরিতে ইত্যাদি।

 02. Modern warfare heavily relies on.

(a) Internet

(b) Satellite Technology 

(c) GPS 

(d) Total internal absorption

ans: c

 Solve আধুনিক যুদ্ধ বিগ্রহে ইন্টারনেট ও স্যাটেলাইটের ব্যবহার থাকলেও GPS প্রযুক্তি ব্যবহার করে শত্রুরা গতিবিধি পর্যবেক্ষণ, মিসাইল নিক্ষেপণ, যুদ্ধযান কন্ট্রোল করার ক্ষেত্রে. ট্রাকিং সিস্টেম ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় ।

 03. Optical fiber works on which principle?

(a) Optical Rotation 

(b) Scattering of light 

(c) Total internal reflection 

(d) Total internal absorption 

ans: c

 solve অপটিক্যাল ফাইবারে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা যায়, এ ক্যাবলটি সিলিকা, কাচ অথবা স্বচ্ছ এবং প্লাস্টিক তন্তু দিয়ে তৈরি যার ফলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটাকে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করতে পারে ।

 04. If a machine can change its course of action based on the external environment on its own, what D None of the Above the machine is called?

(a) Mobile a

(b) Intelligent

(c) Both A and B

(d) None of the Above

ans: B 

solve যদি কোনো মেশিন বাইরের পরিবেশের ওপর ভিত্তি করে নিজেই তার গতিপথ পরিবর্তন বা নিজের কমান্ড নিজেই দিতে পারে তাকে Intelligent বলে ৷

05. URL Stands for .

(a) Universal Resource Location

(b) Universal Response Locator

(c) Universal Resource Locator

(d) Uniform Resource Locator

ans: d

Solve আইপি অ্যাড্রেসের আলফানিউমেরিক (ক্যারেক্টার ও নাম্বার সংবলিত) রূপ হচ্ছে ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেস URL (Uniform Resource Locator) নামে পরিচিত।

06. On which number system does the computer work? 

(a) Binary

(b) Decimal

(c) Octal 

(d) Hexadecimal

ans: A 

Solve কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা । এটি কম্পিউটারের মৌলিক ভাষা । মেশিন ভাষায় শুধু 0 এবং 1 (বাইনারি) ব্যবহার করা হয় বলে যে কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে ।

07. The 2s complement of 6 is : 

(a) 10111100

(b) 01010011

(c) 11111010

(d) 00001100

ans: C 

Solve- 6 এর বাইনারি মান110 সুতরাং ৪ বিট রেজিস্টারের জন্য এ সংখ্যা = 00000110

08. Behavioral characteristic of Biometrics is-

(a) Keystroke

(b) DNA Structure

(c) Retina Scan

(d) Fingerprint

Ans: a

 Solve বায়োমেটিক্স এ দুই ধরনের ডেটা ব্যবহৃত হয় :-

i. শারীরবৃত্ত (Physiological) : মানুষের মুখমণ্ডল, হাতের আঙুল, হাতের রেখা, রেটিনা, আইরিস, শিরা, DNA ii. আচরণগত (Behavioral) : কণ্ঠস্বর, ব্যক্তির আচরণ, হাতের লেখা, কথা বলা বা চলাফেরার স্টাইল ।

09. What kind of network topology is it if ten computers are connected to one cable?

(a) Star

(b) Hybrid

(c) Bus

(d) Ring

ans: C 

 Solve বাস টপোলজিতে একটি মাত্র মূল ক্যাবল ছাড়া কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস (যেমন: রিপিটার বা অ্যামপ্লিফায়ার) ব্যবহৃত হয় না যার ফলে এক কম্পিউটারের সিগনাল আরেক কম্পিউটারে সরাসরি যেতে পারে। এ মূল ক্যাবলকে ব্যাকবোন বলে । 

10.------ is not a network device.

(a) Firewall

(b) NIC

(c) Switch

(d) Router

ans: A 

 Solve প্রতিটি কম্পিউটারে বা নেটওয়ার্কে একটি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, কেউ যেন সেই নিরাপত্তার দেওয়াল ভেঙে ঢুকতে না পারে তার চেষ্টা করা হয়। নিরাপত্তার এ অদৃশ্য দেওয়ালকে ফায়ারওয়াল বলে । 

11. The method of correcting the error in the program is called -

(a) Encoding

(b) Amending

(c) Debugging

(d) Correction

ans: c

 solve প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং বলে । ডিবাগিং এর আক্ষরিক অর্থ পোকা বাছা।

12. Which of the following is the fastest media of data transfer ?

(a) Fiber optic

(b) Co-axial cable

(C) Untwisted wire

(d) Telephone lines 

ans: a

Solve সবচেয়ে দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার হয় ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে। আলোর প্রতিফলন পদ্ধতি ব্যবহার করে অপটিক্যাল ফাইবার ক্যাবলে আলোর গতিতে অর্থাৎ 3 x 108ms-1 গতিতে সবচেয়ে দ্রুত ডেটা ট্রান্সফার সম্ভব।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url