এইচ এস সি রসায়ন ২য় পত্র ১ম অধ্যায় পরিবেশ ও রসায়ন (MCQ)
এস এস সি ইংরেজী ২য় পত্র রাজশাহী বোর্ড -২০২৩এর সমাধান
বহুনির্বাচনি প্রশ্ন ( Multiple Choice Questions)
1.প্রধান বায়ু দূষক কোনটি?
ক. SO2 খ. NO2
গ. CO2 ঘ. CO
উত্তর:ঘ
2.কোন দূষকটি প্রধান উৎস হলো জীবাশ্ম জ্বালানির দহন?
ক. CO2
খ. Co
গ. SO2
ঘ. বায়ুতে ভাসমান সূক্ষ্মকণা
উত্তর:গ
3.নিচের কোন জ্বালানির ক্যালরিফিক মান সবচেয়ে অধিক?
ক. CNG
খ. LPG
গ. প্রোডিউসার গ্যাস
ঘ. ওয়াটার গ্যাস
ঘ. SO 2
উত্তর:ক
4.নিচের কোনটিকে প্রাইমারি দূষক হিসেবে গণ্য?
ক. CO
খ. H2SO4
গ. CO2
ঘ . SO2
উত্তর:ক
5.নিচের কোনটি সাধারণ দূষক হিসেবে গণ্য?
ক. CO
খ. H2SO4
গ. CO2
ঘ . SO2
উত্তর:ঘ
6.মটরযান থেকে নিঃসৃত ধোঁয়ায় উপস্থিত গ্যাসগুলোর মধ্যে কোনটি পরিবেশ দূষণ ঘটায়?
ক. CO
খ. H2SO4
গ. CO2
ঘ . SO2
উত্তর:ক
7.নিচের কোনটির হিমোগ্লোবিনের প্রতি তীব্র আসক্তি বর্তমান?
ক. CO2
খ. SO2
গ. NO
ঘ. CO
উত্তর:গ
8.হাইড্রোকার্বন শ্রেণিভুক্ত কোন দূষকটির প্রাচুর্য্য পরিবেশে সবচেয়ে অধিক?
ক. CH4
গ. CH3-CH2-CH2-CH3
খ. CH3-CH3
ঘ. C6H6
উত্তর:ক
9.নিচের কোন বায়ু দূষকটি মটরযান থেকে নিঃসৃত হয় না?
ক. CO
খ.SO2
গ.CxHy
ঘ. ফ্লাইঅ্যাস
উত্তর:ঘ
10.বড় শহরগুলোতে বায়ুমণ্ডল দূষিত হয় প্রধানত-
ক. তেজস্ক্রিয় বর্জ্য দ্বারা
খ. গৃহস্থালির বর্জ্য দ্বারা
গ. মটরযান নিঃসৃত বর্জ্য দ্বারা
ঘ. কীটনাশক রাসায়নিক অবশেষ
উত্তর:গ
11. নিচের কোনটির প্রভাবে ওজোন গহ্বর সৃষ্টি হয়?
ক. CHA
খ. CO2
গ. CFC
ঘ. HCFC
উত্তর:গ
12. কোনটি লুইস এসিড বা লুইস ক্ষার কোনটিই নয়?
ক. H2SO4
খ. H2O
গ. H3O+
ঘ. CO2
উত্তর:ঘ
13. নিচের কোনটি লুইস এসিড?
ক. N2
খ. O2
গ. F
ঘ. Fe
উত্তর:ঘ
14. নিচের কোনটি লুইস এসিড নয়?
ক. BCl 3
খ. SnCl4
গ. BaCl 2
ঘ. AlCl3
উত্তর:খ
15.জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমানু আচরণ করে কী হিসেবে?
ক. লুইস এসিড
গ. আরহেনিয়াস এসিড
খ. লুইস ক্ষার
ঘ. ব্রনস্টেড ক্ষার
উত্তর:ক
16.পরিমাপের 'SI একক' কোনটি?
[ চ.বি. 19-2020]
ক.g
খ. ppm
গ. kg
ঘ.mol
উত্তর:খ
17. কোন গ্যাসটি "photochemical smog" সৃষ্টির জন্য দায়ী?
[চ.বি. 19-20]-
ক. CO
খ.H2O
গ.CO2
ঘ. NOX
উত্তর:ঘ
18.অম্ল ও ক্ষার সম্পর্কিত কোন মতবাদটিতে পানির প্রয়োজন হয়?
ক. উসানোভিচ মতবাদ
খ.লুইস মতবাদ
গ. ব্রনষ্টেড মতবাদ
ঘ. আরহেনিয়াস মতবাদ
উত্তর:ঘ
19. কোন শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস সমীকরণ অনুসরণ করে?
[চ.বি. 19-20]-
ক. কম চাপ ও অধিক তাপমাত্রায়
খ. বেশি চাপ ও কম তাপমাত্রায়
গ.অধিক তাপমাত্রায়
ঘ.কম তাপমাত্রায়
উত্তর:ক
20.কোন পানির TDS (Total Dissolved Solid) এর মান কত অতিক্রম করলে, তা পানের উপযোগী থাকে না?
[ চ.বি. 19-20]
ক.500 ppm
খ. 1000 ppm
গ. 450 ppm
ঘ100 ppm
উত্তর:খ
21. বৃষ্টির পানির নমুনাতে pH এর মান কোনটির কম হলে এসিড বৃষ্টি হিসাবে গণ্য করা হবে?
[ চ.বি. 19-20]
ক 6.8
খ 6.5
গ 5.8
ঘ 5.6
উত্তর:ঘ
22. আন্তর্জাতিকভাবে স্বীকৃত জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে সর্ব প্রথম সম্মেলন হয়েছিল কোন শহরে ?
(ক) লন্ডন
(খ) হেগ
(গ) প্যারিশ
(ঘ) জেনেভা
উত্তর:ঘ
23. অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে কোন্টি সঠিক নয়?
(ক) বেনজিনের সমধর্মী যৌগসমূহ
(খ) কার্বোসাইক্লিক যৌগসমূহ
(গ) বেনজিনের জাতক সমূহ
(ঘ) বেনজিন বলয়বিশিষ্ট যৌগসমূহ
উত্তর:খ
24. নিচের কোন্টি অ্যারোমেটিক যৌগ?
(ক) ইথিলিন অক্সাইড
(খ) গ্যামাক্সিন
(গ) সাইক্লোপ্রোপিন
(ঘ) ক্লোরোফরম
উত্তর:গ
25.C5H12 এর সমাণু সংখ্যা কত?
(ক) 6
(খ) 3
(গ) 4
(ঘ) 2
উত্তর:ঘ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url