এইচএসসি আইসিটি ২য় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং
আমাদের ওয়েবসাইট ও চ্যানেলে তোমাদের স্বাগতম । আমরা প্রতিনিয়ত সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিয়ে থাকি । তোমাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পার । আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। পরবর্তিতে সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপলোড দেব । পড়ার টেবিল নামের পুরো একটা লাইব্রেরী! এত বই পড়ে কি লাভ? যদি কমন না আসে এত বই পড়ার পরেও!
শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্তির পথে,আমরা শতভাগ (১০০%) কমনের নিশ্চয়তায় প্রতিজ্ঞাবদ্ধ!
বিকল্পধারায় সহজ থেকেও সহজতর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপহার স্বরুপ শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, CQ, MCQ,মডেল টেষ্ট, সৃজনশীল প্রশ্ন+উত্তর ও ভিডিও ক্লাস। সম্পুর্ণ ডিজিটাল পথে শিক্ষার্থীদের সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্বেগ।
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ কৃষি শিক্ষা MCQ সমাধান
Part-1
তথ্য কণিকা(Information)
- ১। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার করা যায় তাকে বলে- ব্যান্ডউইথ
- ২। ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইডথ তিন ধরনের হয় - ন্যারোব্যান্ড, ভয়েসব্যান্ড ও ব্রডব্যান্ড
- ৩। যে ব্যান্ডে 45 bps হতে 300 bps গতিতে ডেটা ট্রান্সফার (স্থানান্তর) করা যায় তাকে বলে- ন্যারোব্যান্ড ৫। ন্যারোব্যান্ড ব্যবহৃত হয়- টেলিগ্রাফিতে
- ৬। ন্যারোব্যান্ড এর স্পিড- 45 bps থেকে 300 bps
- ৭। যে ব্যান্ডে 1200 bps হতে সর্বোচ্চ ৯৬০০ bps তাকে বলে- ভয়েস ব্যান্ড
- ৮। ভয়েসব্যান্ড এর স্পিড- 9600 bps
- ৯। ভয়েসব্যান্ড ব্যবহৃত হয়-টেলিফোনে
- ১০। Kbps-- Kilo bit per second
- ১১। Mbps-- Mega bit per second
- ১২। যে ব্যান্ডে কমপক্ষে ১ Mbps হতে অত্যন্ত উচ্চগতি পর্যন্ত হয়ে থাকে তাকে বলা হয় - ব্রড ব্যান্ড
- ১৩। ব্রডব্যান্ড ব্যবহৃত হয়- স্যাটেলাইট কমিউনিকেশনে ও মাইক্রোওয়েভ কমিউনিকেশনে।
- ১৪। বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা , যায়- এসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন ও আইসোক্রোনাস ট্রান্সমিশন
- ১৫। যে ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে তাকে বলে- এসিনক্রোনাস ট্রান্সমিশন কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো হয়- এসিনক্রোনাস সিস্টেমে
- ১৬। এসিনক্রোনাস সিস্টেমে পাঠানো হয়- ক্যারেক্টারের শুরুতে একটা start bit এবং ক্যারেক্টার শেষে একটা stop bit
- ১৭। এসিনক্রোনাস সিস্টেমে- প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না
- ১৮। এসিনক্রোনাস সিস্টেমে- পরপর দুটি ক্যারেক্টার পাঠানোর মধ্যবর্তী সময় সমান না
- ১৯। এসিনক্রোনাস সিস্টেমে- ডেটা ট্রান্সমিশন গতি তুলনামূলক কম
- ২০। ডেটাকে ব্লক আকারে পাঠানো হয়- সিনক্রোনাস ট্রান্সমিশনে
- ২১। দুটি ব্লকের মাঝখানের বিরতির সময় সমান হয়- সিনক্রোনাস সিস্টেমে
- ২২। প্রতি ব্লকের সাইজ- ৮০ থেকে ১৩২ টি ক্যারেক্টার
- ২৩। সিনক্রোনাস সিস্টেমে- ডেটা ট্রান্সমিশন গতি তুলনামূলক বেশি
- ২৪। সিনক্রোনাস সিস্টেমে- প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়
- ২৫। আইসোক্রোনাস ট্রান্সমিশন হলো- সিনক্রোনাসেরই উন্নত ভার্সন বা মডিফিকেশন
- ডেটা ট্রান্সফারের দিককে বলা হয়- ডেটা-ট্রান্সমিশন মোড
- ২৬। ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়- সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স
- ২৭। সিমপ্লেক্স সিস্টেমে ডেটা প্রেরণ করা যায়- শুধু এক দিকে
- ২৮। সিমপ্লেক্স সিস্টেম- এটি একটি একমুখী ট্রান্সমিশন ব্যবস্থা
- ২৯। সিমপ্লেক্স সিস্টেমের উদাহরণ- রেডিও, টেলিভিশন, পেজার
- ৩০। হাফ-ডুপ্লেক্স সিস্টেমে ডেটা প্রেরণ করা হয়- উভয় স্টেশন উভয়ের দিকে তবে তা একই সময়ে সম্ভব নয়।
- ৩১। হাফ-ডুপ্লেক্সের উদাহরণ- ওয়াকিটকি।
- ৩২। ফুল-ডুপ্লেক্স হলো- উভয়মুখী ট্রান্সমিশন ব্যবস্থা।
- ৩৩। ফুল-ডুপ্লেক্সের উদাহরণ- মোবাইল ফোন, ল্যান্ড ফোন।
- ৩৪। ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোডে- শুধু একটি প্রেরক ও একটি প্রাপকের মধ্যেই ডেটা আদান-প্রদান হয় ।
- ৩৫। সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডকে - ইউনিকাস্ট মোডও বলা হয়।
- ৩৬। ব্রডকাস্ট ট্রান্সমিশন ব্যবস্থার উদাহরণ- টেলিভিশন, রেডিও সিস্টেম।
- ৩৭। টেলিফোন আবিষ্কার করেন- ১৮৭৬ সালে গ্রাহামবেল
- ৩৮। রেডিও আবিষ্কার করেন- ১৯০৯ সালে মার্কনী
- ৩৯। ইন্টারনেটের যাত্রা শুরু হয়- ARPANET নেটওয়ার্কের মাধ্যমে
- ৪০। ARPANET নেটওয়ার্ক আবিষ্কৃত হয়- ১৯৬০ সালে
- ৪১। কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা বা ফাইল স্থানান্তর করার পদ্ধতিকে বলে- ডেটা কমিউনিকেশন
- ৪২। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের ওপর ভিত্তি করে ডেটা বিতরণ বা ডেলিভারি মোড মোডকে তিন ভাগে ভাগ করা যায়; যথা-
- ৪৩।প্রটোকল হলো-নির্দেশাবলি যা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে নির্ভুলভাবে ডেটা আদান-প্রদানে সাহায্য করে পূর্ণনাম ।
- ৪৪। TCP/IP - Transmission Control Protocol/Internet Protocol
- ৪৫। FTP -File Transfer Protocol
- ৪৬। bps- bit per second
বহুনির্বাচনী প্রশ্ন(MCQ)
১ । যোগাযোগ কি ধরনের প্রক্রিয়া?
ক.সহজাত খ . অস্বাভাবিক
গ. কৃত্রিম ঘ.কঠিন
উ: ক.
২ । ডেটা কমিনিকেশন কী?
ক. দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়
খ. মাধ্যম বিহীন তথ্যের প্রবাহ
গ. শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ
ঘ.শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ
উ:ক.
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৩ । বর্তমান কিসের সাথে কিসের যোগাযোগ প্রক্রিয়া শুরু হয়েছে?
ক.যত্রের সাথে যত্রের
খ. মানুষের সাথে মানুষের
গ. এক দেশের সাথে অন্য দেশের
উ: ক.
৪ । কমিনিউকেশনকে কার্যকর করার জন্য কোনটি প্রয়োজন ?
ক. মাল্টিমিডিয়া ডিভাইস খ.ডেটা যোগাযোগ
গ. ডিজিটাল ইলেকট্রনিক্স ঘ. বিপুল পরিমান অর্থ
উ: খ.
৫ । ডেটা স্থানান্তররের একক কোনটি ?
ক.ব্যান্ড মিটার খ. ব্যান্ড উইথ
গ. ডেটা ট্রান্সমিশন ঘ. ডেটা কানেকশন
উ :খ.
৬ ।ডেটা স্থানান্তররের হারকে বলে ---
ক. ব্যান্ড মিটার খ.ব্যান্ড উইথ
গ. ডেটা ট্রান্সমিশন ঘ.ডেটা কনেকশন
উ :খ .
৭ । bps এর পুর্নরুপ কী ?
খ. bit per second খ. byte per second
খ. binary per second ঘ. bit per system
উ: ক.
৮ । ডেটা কমিনেকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায় ?
ক. ২ খ.৩ গ.৪ ঘ.৫
উ: খ.
৯ । ন্যারো ব্যান্ডে সর্ব নিম্ন ডেটা স্পিড কত বিপিএস?
ক. 35 খ. 45 গ. 200 ঘ. 300
উ:খ.
১০ । নিচের কোনটিতে ন্যরো ব্যান্ড ব্যাবহূত হয় ?
ক. টেলিফোন খ. টেলিগ্রাম
গ.স্যটেলাইট ফোন ঘ.্ওয়াকিটকি
উ: খ.
১১। ভয়েস ব্যান্ড কোখাই ব্যবহূত হয় ?
ক টেলিগ্রাফে খ.টেলিফোনে
গ.রাউটারে গ. গেট্ওয়ে
উ:খ.
১২ । ন্যারো ব্যান্ডে কত গতিতে ডেটা স্থনান্তর হয় ?
ক. 1 mbps খ. 9600 bps গ .1200 bps ঘ.300 bps
উ: ঘ.
১৩ । ন্যারো ব্যন্ডের সর্বচ্চ গতি কত ?
ক. 6900nps খ. 6900kbps
গ. 9600 Kbps ঘ.9600bps
উ:ক.
১৪। ভয়েজ ব্যান্ডের সর্বচ্চ গতি কত ?
ক. 6900 bps
খ .6900kbps
গ .9600 Kbps
ঘ.9600 bps
উ: ঘ.
১৫। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত?
ক. ১ mbps বা অধিক
খ ৯৬০০ bps
গ.৪৫--৩০০ bps এর মধ্যে
ঘ. ৪৫ bps-এর কম
উ: ক.
১৬। MSB এর পুর্ন রুপ হচ্ছে --
ক.Most Suitable Bit
খ. Most Significant Bit
গ. Maximum Significant Bit
ঘ. Maxiamum Significant Bit
উ: খ.
১৭ ।5 কিলোবাইট ডেটা আদান --প্রদানের ক্ষেত্রে আসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত?
ক.72.73%
খ. 77.23%
গ. 90.25%
ঘ.95.24%
উ:ক.
১৮ । ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় ---
ক. আসিনক্রোনাস
খ. আইসোক্রোনাস
গ.ব্রডকাস্ট
ঘ. ইউনিকাস্ট
উ:খ
১৯ । আসিনক্রোনাস ট্রান্সমিশন সুবিধা হলো --
ক.প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না
খ.ডেটা ট্রান্সমিশনের গতি বেশি
গ. ব্লক আকারে ডেটা প্রেরিত হয়
ঘ. স্যাটেলাইটে ব্যবহার অধিক উপযোগী
উ: ক.
২০ । কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি ?
ক.Simplex
খ. Half Duplex
গ . Full Duplex
ঘ. Multiplex
উ:ক.
দ্বিতীয় অধ্যায়ের উপর আরো পড়ুন:কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়াকিং ডেটা ট্রান্সমিশন মেথড
দ্বিতীয় অধ্যায়ের উপর আরো পড়ুন:কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়াকিং ব্যান্ডউইড
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url