এইচএসসি আইসিটি ২য় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং

 আমাদের  ওয়েবসাইট ও  চ্যানেলে তোমাদের  স্বাগতম । আমরা প্রতিনিয়ত সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিয়ে থাকি । তোমাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পার । আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। পরবর্তিতে সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপলোড দেব । পড়ার টেবিল নামের পুরো একটা লাইব্রেরী!  এত বই পড়ে কি লাভ? যদি কমন না আসে এত বই পড়ার পরেও!

শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্তির পথে,আমরা শতভাগ (১০০%) কমনের নিশ্চয়তায় প্রতিজ্ঞাবদ্ধ! 

বিকল্পধারায় সহজ থেকেও সহজতর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপহার স্বরুপ শিক্ষা,  জ্ঞান-বিজ্ঞান, CQ, MCQ,মডেল টেষ্ট, সৃজনশীল প্রশ্ন+উত্তর ও ভিডিও ক্লাস। সম্পুর্ণ ডিজিটাল পথে শিক্ষার্থীদের সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্বেগ।

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ কৃষি শিক্ষা MCQ সমাধান


Communication Systems and Networking

Part-1

  তথ্য কণিকা(Information) 

  • ১। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার করা যায় তাকে বলে- ব্যান্ডউইথ
  • ২। ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইডথ তিন ধরনের হয় - ন্যারোব্যান্ড, ভয়েসব্যান্ড ও ব্রডব্যান্ড
  • ৩। যে ব্যান্ডে 45 bps হতে 300 bps গতিতে ডেটা ট্রান্সফার (স্থানান্তর) করা যায় তাকে বলে- ন্যারোব্যান্ড ৫। ন্যারোব্যান্ড ব্যবহৃত হয়- টেলিগ্রাফিতে
  • ৬। ন্যারোব্যান্ড এর স্পিড- 45 bps থেকে 300 bps
  • ৭। যে ব্যান্ডে 1200 bps হতে সর্বোচ্চ ৯৬০০ bps তাকে বলে- ভয়েস ব্যান্ড
  • ৮। ভয়েসব্যান্ড এর স্পিড- 9600 bps
  • ৯। ভয়েসব্যান্ড ব্যবহৃত হয়-টেলিফোনে 
  • ১০। Kbps-- Kilo bit per second
  • ১১। Mbps-- Mega bit per second
  • ১২। যে ব্যান্ডে কমপক্ষে ১ Mbps হতে অত্যন্ত উচ্চগতি পর্যন্ত হয়ে থাকে তাকে বলা হয় - ব্রড ব্যান্ড
  • ১৩। ব্রডব্যান্ড ব্যবহৃত হয়- স্যাটেলাইট কমিউনিকেশনে ও মাইক্রোওয়েভ কমিউনিকেশনে। 
  • ১৪। বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে তিন ভাগে ভাগ  করা , যায়- এসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন ও আইসোক্রোনাস ট্রান্সমিশন
  • ১৫। যে ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে তাকে বলে- এসিনক্রোনাস ট্রান্সমিশন কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো হয়- এসিনক্রোনাস সিস্টেমে
  • ১৬। এসিনক্রোনাস সিস্টেমে পাঠানো হয়- ক্যারেক্টারের শুরুতে একটা start bit এবং ক্যারেক্টার শেষে একটা stop bit
  • ১৭। এসিনক্রোনাস সিস্টেমে- প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না
  • ১৮। এসিনক্রোনাস সিস্টেমে- পরপর দুটি ক্যারেক্টার পাঠানোর মধ্যবর্তী সময় সমান না
  • ১৯। এসিনক্রোনাস সিস্টেমে- ডেটা ট্রান্সমিশন গতি তুলনামূলক কম
  • ২০। ডেটাকে ব্লক আকারে পাঠানো হয়- সিনক্রোনাস ট্রান্সমিশনে
  • ২১। দুটি ব্লকের মাঝখানের বিরতির সময় সমান হয়- সিনক্রোনাস সিস্টেমে
  • ২২। প্রতি ব্লকের সাইজ- ৮০ থেকে ১৩২ টি ক্যারেক্টার
  • ২৩। সিনক্রোনাস সিস্টেমে- ডেটা ট্রান্সমিশন গতি তুলনামূলক বেশি
  • ২৪। সিনক্রোনাস সিস্টেমে- প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়
  • ২৫। আইসোক্রোনাস ট্রান্সমিশন হলো- সিনক্রোনাসেরই উন্নত ভার্সন বা মডিফিকেশন
  • ডেটা ট্রান্সফারের দিককে বলা হয়- ডেটা-ট্রান্সমিশন মোড
  • ২৬। ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়- সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স
  • ২৭। সিমপ্লেক্স সিস্টেমে ডেটা প্রেরণ করা যায়- শুধু এক দিকে
  • ২৮। সিমপ্লেক্স সিস্টেম- এটি একটি একমুখী ট্রান্সমিশন ব্যবস্থা
  • ২৯। সিমপ্লেক্স সিস্টেমের উদাহরণ- রেডিও, টেলিভিশন, পেজার
  • ৩০। হাফ-ডুপ্লেক্স সিস্টেমে ডেটা প্রেরণ করা হয়- উভয় স্টেশন উভয়ের দিকে তবে তা একই সময়ে সম্ভব নয়। 
  • ৩১। হাফ-ডুপ্লেক্সের উদাহরণ- ওয়াকিটকি। 
  • ৩২। ফুল-ডুপ্লেক্স হলো- উভয়মুখী ট্রান্সমিশন ব্যবস্থা। 
  • ৩৩। ফুল-ডুপ্লেক্সের উদাহরণ- মোবাইল ফোন, ল্যান্ড ফোন। 
  • ৩৪। ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোডে- শুধু একটি প্রেরক ও একটি প্রাপকের মধ্যেই ডেটা আদান-প্রদান হয় । 
  • ৩৫। সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডকে - ইউনিকাস্ট মোডও বলা হয়। 
  • ৩৬। ব্রডকাস্ট ট্রান্সমিশন ব্যবস্থার উদাহরণ- টেলিভিশন, রেডিও সিস্টেম। 
  • ৩৭। টেলিফোন আবিষ্কার করেন- ১৮৭৬ সালে গ্রাহামবেল
  • ৩৮। রেডিও আবিষ্কার করেন- ১৯০৯ সালে মার্কনী
  • ৩৯। ইন্টারনেটের যাত্রা শুরু হয়- ARPANET নেটওয়ার্কের মাধ্যমে
  • ৪০। ARPANET নেটওয়ার্ক আবিষ্কৃত হয়- ১৯৬০ সালে
  • ৪১। কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা বা ফাইল স্থানান্তর করার পদ্ধতিকে বলে- ডেটা কমিউনিকেশন
  • ৪২। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের ওপর ভিত্তি করে ডেটা বিতরণ বা ডেলিভারি মোড মোডকে তিন ভাগে ভাগ করা যায়; যথা-
১. ইউনিকাস্ট (Unicast) : 1 to 1
৩. ব্রডকাস্ট (Broadcast) : 1 to All
২. মাল্টিকাস্ট (Multicast) : 1 to Many
  • ৪৩।প্রটোকল হলো-নির্দেশাবলি যা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে নির্ভুলভাবে ডেটা আদান-প্রদানে সাহায্য করে পূর্ণনাম । 
  • ৪৪। TCP/IP - Transmission Control Protocol/Internet Protocol
  • ৪৫। FTP -File Transfer Protocol
  • ৪৬। bps- bit per second 

  বহুনির্বাচনী প্রশ্ন(MCQ)

১ । যোগাযোগ কি ধরনের  প্রক্রিয়া? 

       ক.সহজাত        খ . অস্বাভাবিক 

        গ. কৃত্রিম          ঘ.কঠিন 

উ: ক.

২ । ডেটা কমিনিকেশন কী? 

     ক. দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় 

     খ. মাধ্যম বিহীন তথ্যের প্রবাহ 

      গ. শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ

      ঘ.শুধুমাত্র কম্পিউটার  নির্ভর  যোগাযোগ 

উ:ক.

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

৩ ।  বর্তমান কিসের সাথে কিসের যোগাযোগ প্রক্রিয়া শুরু হয়েছে? 

     ক.যত্রের সাথে যত্রের 

     খ. মানুষের সাথে মানুষের 

     গ. এক দেশের সাথে অন্য দেশের 

উ: ক.

৪ । কমিনিউকেশনকে কার্যকর করার জন্য কোনটি প্রয়োজন ?

     ক. মাল্টিমিডিয়া  ডিভাইস        খ.ডেটা যোগাযোগ 

     গ. ডিজিটাল  ইলেকট্রনিক্স         ঘ. বিপুল পরিমান অর্থ  

উ: খ.

৫ । ডেটা স্থানান্তররের  একক কোনটি ? 

      ক.ব্যান্ড মিটার             খ. ব্যান্ড উইথ 

      গ. ডেটা ট্রান্সমিশন      ঘ. ডেটা কানেকশন

উ :খ.

৬ ।ডেটা স্থানান্তররের হারকে বলে ---

     ক. ব্যান্ড মিটার                খ.ব্যান্ড উইথ

     গ. ডেটা ট্রান্সমিশন          ঘ.ডেটা কনেকশন

উ :খ .

৭ । bps এর পুর্নরুপ  কী ? 

      খ. bit per  second            খ. byte per second

      খ.   binary per second        ঘ. bit per system 

উ: ক. 

৮ । ডেটা কমিনেকেশনের  গতিকে কয় ভাগে ভাগ করা যায় ? 

       ক. ২       খ.৩      গ.৪        ঘ.৫

উ: খ.

 ৯ । ন্যারো ব্যান্ডে  সর্ব  নিম্ন ডেটা স্পিড কত বিপিএস?

     ক.  35     খ.  45     গ.  200    ঘ.  300

উ:খ.

১০ । নিচের কোনটিতে ন্যরো ব্যান্ড  ব্যাবহূত হয় ? 

       ক. টেলিফোন                   খ. টেলিগ্রাম

       গ.স্যটেলাইট  ফোন          ঘ.্ওয়াকিটকি 

 উ: খ.

১১। ভয়েস ব্যান্ড কোখাই ব্যবহূত হয় ? 

       ক  টেলিগ্রাফে          খ.টেলিফোনে 

        গ.রাউটারে               গ. গেট্ওয়ে 

উ:খ.

১২ । ন্যারো ব্যান্ডে কত গতিতে ডেটা স্থনান্তর  হয় ? 

       ক. 1 mbps     খ. 9600 bps      গ .1200 bps     ঘ.300 bps 

উ: ঘ.

১৩ । ন্যারো ব্যন্ডের  সর্বচ্চ গতি কত ? 

      ক.  6900nps               খ. 6900kbps   

      গ.  9600 Kbps            ঘ.9600bps 

উ:ক.

১৪। ভয়েজ ব্যান্ডের সর্বচ্চ গতি কত ? 

 ক. 6900 bps     

 খ .6900kbps    

 গ .9600 Kbps   

  ঘ.9600 bps

উ: ঘ.

১৫। ব্রডব্যান্ডের  ব্যান্ডউইথ কত? 

   ক. ১  mbps বা অধিক                  

   খ ৯৬০০  bps 

   গ.৪৫--৩০০   bps এর মধ্যে             

   ঘ. ৪৫  bps-এর কম 

উ: ক. 

 ১৬।  MSB এর পুর্ন  রুপ হচ্ছে --

       ক.Most  Suitable Bit 

       খ. Most Significant  Bit 

       গ. Maximum Significant  Bit 

       ঘ. Maxiamum  Significant  Bit 

উ: খ.

১৭ ।5 কিলোবাইট  ডেটা আদান --প্রদানের ক্ষেত্রে আসিনক্রোনাস  ট্রান্সমিশনের দক্ষতা কত?

 ক.72.73%     

 খ. 77.23%   

 গ. 90.25%    

 ঘ.95.24% 

উ:ক.

১৮ । ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় ---

    ক.   আসিনক্রোনাস       

    খ.  আইসোক্রোনাস 

    গ.ব্রডকাস্ট               

    ঘ.  ইউনিকাস্ট 

উ:খ

১৯ । আসিনক্রোনাস  ট্রান্সমিশন  সুবিধা  হলো --

       ক.প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন   হয় না 

       খ.ডেটা ট্রান্সমিশনের গতি বেশি 

       গ. ব্লক আকারে ডেটা প্রেরিত হয় 

       ঘ. স্যাটেলাইটে ব্যবহার অধিক উপযোগী

উ: ক.

২০ । কম্পিউটার এবং মাল্টিমিডিয়া  প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি ? 

 ক.Simplex             

 খ. Half Duplex   

 গ . Full Duplex   

 ঘ. Multiplex

উ:ক. 

দ্বিতীয় অধ্যায়ের উপর আরো পড়ুন:কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়াকিং ব্যান্ডউইড





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url