Quiz-1 এইচ এস সি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ১ম ব্যাংক ব্যবস্থাপনার ধারনা

 



১। ব্যবস্থাপনা কী?

(ক) যে কোনোভাবে কাজ আদায় করা
(খ) বস্তুগত সম্পদের যর্থাথ ব্যবহার করা
(গ) মানুষের কৌশলের সাথে পরিচালনা করা
(ঘ) মানবিয় সম্পদের উন্নয়ন সাধন করা

২। Management শব্দটি কোন বিদেশি শব্দ থেকে এসেছে?
 (ক) র্জমানি      (খ) কানাডা (গ)  ইতারলি  (ঘ) ফ্রেঞ্চ

৩। ঙ্গানের বিশেষ শাখা বলা হয় কোনটিকে?
(ক) নীতিমালা   (খ) তত্ব  (গ) ব্যবস্থাপনা  (ঘ)  কাল-- কৌশল 

৪। প্রতিষ্ঠানের উপকরণাদির যথাযথ ব্যবহার হয় কোনটির মাধ্যমে?
(ক) ব্যবস্থাপনা  (খ) নিয়ন্ত্রন  (গ) দায়িত্ব বণ্টন (ঘ) সংগঠিতকরন

৫। অন্যদের নিয়ে কাজ করানোর কৌশলকে কী বলে? 
(ক)তত্বাবধান  (খ) ব্যবস্থাপনা  (গ) পেশা (ঘ)  দক্ষতা

৬। একটি প্রতিষ্ঠানে কয় ধরনের উপকরণ থাকে?
(ক) ২  (খ) ৩    (গ) ৪   (ঘ) ৫

৭। 6M  বলতে কোনটি বোঝায়?
(ক) মৌলিক কার্যাবলি  (খ) ব্যবস্থাপনার মূলনীতি
 (গ) ব্যবস্থাপনার প্রক্রিয়া  (ঘ) মৌলিক উপাদান সমুহ

৮।  6'M --এ ব্যবস্থাপনার বস্তুগত উপাদান কয়টি?
 (ক) দুইটি (খ) তিনটি  (গ) চারটি  (ঘ) পাঁচটি

৯। কার্য সম্পদনের জন্য গৃহিত কার্যক্রমকে কী বলে ?
(ক) যন্ত্রপাতি (খ) মালামাল (গ) পদ্ধতি  (ঘ)  শ্রমিক

১০। ব্যবস্থাপনার উপকরণসমুহের মধ্যে  সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
(ক) মানুষ  (খ)  যন্ত্রপাতি  (গ) অর্থ  (ঘ) পদ্ধতি

১১। পতিষ্ঠানের সাফল্য অর্জনে বেশি প্রয়োজন কোনটি?
(ক) একক চেষ্ট  (খ) দলগত চেষ্ট (গ) কর্তৃত্ব (ঘ) উচ্চবেতন

১২। ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কোনটি?
 (ক) পদ্ধতি  (খ) পরিকল্পনা (গ) সংগঠন (ঘ) নিয়ন্ত্রণ

১৩।  C0de  0f Hummurabi রচিত হয়েছিল কোন সভ্যতা থেকে?
 (ক) মিশরীয় (খ) ব্যবলনীয় (গ)  শিল্প বিপ্লবকালে (ঘ) আধুনিকযুগেে

১৪। 'The Art 0f War’ প্রন্থের রচিতা কে?
(ক) সক্রেটিস  (খ) লরেন্স গেট  (গ) জেমস স্টুয়ার্ট  (ঘ) সান জু

১৫। কোন সভ্যতায় ব্যবস্থাপনাউন্নয়নের সূত্রপাত হয়?
(ক) গ্রিক (খ) ব্যাবিলনীয় (গ) রোম (ঘ) মিসরীয় 

১৬। গ্রিক সভ্যতার ব্যবস্থাপনার কোন ধরনের উন্নয়ন ঘটে?
(ক) সাংগঠনিক ক্ষমতা  (খ)  গণতান্ত্রীকব্যবস্থাপনা
(গ) চিন্তাধারা উন্নয়ন    (ঘ) কর্মী ব্যবস্থাপনা 

১৭। ব্যবস্থাপনা সর্বজনীন এ মতবাদটি কে দিয়েছে? 
(ক) হেনরি ফেয়ল (খ) এডাম স্মিথ  (গ) সক্রেটিস (ঘ) এলটন মেয়ো

১৮। ব্যবস্থাপনা হলো  ঙ্গানের একটি পৃথক শাখা উক্তিটি কার?
(ক) হেনরি ফেয়ল (খ) টেলর (গ) সক্রেটিস (ঘ) এরিস্টটল

১৯। হেনরি ফেলর শিল্প প্রতিষ্ঠানে কাজকে কয়টি ভাগে বিভক্ত করেন?
(ক) ৩  (খ) ৪   (গ)৫   (ঘ) ৬

২০। রবাট ্ওয়েন কোন সময়ে ব্যবস্থাপক ছিলেন?
(ক) প্রাচিন যুগের  (খ) মধ্য যুগের  (গ) শিল্পবিপ্লব কালের (ঘ)  আধুনিক যুগের

  কুইজ কুইজ দেওয়ার পরে উত্তর জেনে নেই

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- ১ম  এইচ এস সি ভূগোল ২য় পত্র ১ম অধ্যায়  মানব ভূগোল  (MCQ)



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url