Question HSC ICT -1
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
৩য় অধ্যায় ➤ প্রথম অধ্যায় কুইজ-৩
বহুনির্বাচনি অভীক্ষা
[বি.দ্র: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর।]
১. Global village এর উপাদান কোনটি?
ক Genetic Engineering
থ Biometrix
গ Education
ঘ AI
২. অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভ‚মিকা রাখতে পারে-
i.যোগাযোগ
ii. Genetic Engineering
iii.সামাজিক যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
ক i খ i ও ii
গ ii ও iii ঘ i ও iii
৩. ১ জন শিক্ষার্থীর বর্তমান বেশি সচেতন হওয়া উচিত কোন বিষয়ে?
ক.virtual reality খ AI
গ নৈতিকতা ঘ. যোগাযোগ
4. Virtual reality এর সাথে সম্পর্কিত কোনটি?
ক. AI খ. L Genetic Engineering
গ. 7D ঘ. Biometrics
5. LTE হলো-
ক. 1G খ. 2G গ. 3G ঘ. 4G
৬. WiMax-
ক. World Wide Interoperability for Microwave Access
খ. World Wide Interperability of Microwave Access
গ. World Wide Interperability for Microwave Acess
ঘ.Word Wide Interoperability of Micrave Access
৭. কোন Number System টি প্রথমে শিখেছো?
ক Binary খ Octal
গ. Decimal ঘ. Hexadecimal
৮. Microwave এর মাধ্যমে করা যায়-
i. Data transmission
ii. Heat generation
iii. Light generation
নিচের কোনটি সঠিক?
ক i খ i I ii
গ ii I iii ঘ i I iii
৯. Wifi এর Standard কোনটি?
ক. IEEE 802.11 খ .IEEE 802.15
গ. IEEE 802.16 ঘ.IEEE 802.14
১০.(39.75)10 = ?
ক. (100111.11)2 খ. (110001.11)2
গ. (101010.01)2 ঘ. (111000.1)2
১১.(190.5)10 = ?
ক. BE.816 খ. AE.816
গ. CE.816 ঘ. DE.816
১২.(110011.111)2 = ?
i. (51.87)5
ii. (63.7)9
iii. (AB.D)16
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i ও iii
১৩. (10111.1)2 - (1010.11)2 = ?
ক. 101100.11 খ. 110011.01
গ. 110100.1 ঘ. 1100.112
১৪.(50.4)10 = ?
ক. (60.4)16 খ. (110111.100)2
গ. (01010000.0100)BCD ঘ. (80.4)8
ক. A plus B
খ. A plus B whole BAR
গ. A OR B whole BAR
ঘ. A NOR B
১৬. ABC কোনটি সঠিক?
ক. <u> <b> <i> ABC </i> </b> </u>
খ.<u> <i> <b> ABC </b> </i> </u>
গ.<i> <b> <u> ABC </u> </b> </i>
ঘ. <i> <b> <a> ABC </i> </b> </u>
১৭. http হলো-
ক. hyper text transfer protocol
খ. higher text transfer protocol
গ. hyper text terminal protocol
ঘ. higher text terminal protocol
১৮.Basic tag কোনটি?
ক. <tr> খ. <img>
গ. <body> ঘ. <b>
১৯. প্রথমে Condition check হয়-
ক. loop G
খ. Entry controlled loop G
গ. do-while G
ঘ. Exit controlled loop
২০. কোনটি array?
ক. int x [3] খ. x [3]
গ. int x(3) ঘ. x (3)
২১. NOMAD কোন প্রজম্মের ভাষা?
ক প্রথম খ দ্বিতীয়
গ তৃতীয় ঘ চতুর্থ
২২. লাইব্রেরি ফাংশনের getch (c) এর হেডার ফাইল-
ক. stdio.h খ.math.h
গ. conio.h ঘ. graphics.h
২৩. RDBMS ব্যবহৃত হতে পারে কোথায়?
i. অফিস
ii. শিক্ষা প্রতিষ্ঠান
iii. বাসায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i ও iii
👉👉👉 নিচের কোডটি দেখে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
a = 5;
a ++;
++ a;
a ++;
printf ("%d", --a);
printf ("%d", a--);
২৪. instruction গুলো execute হলে ১ম printf এর জন্য a এর মান display হবে?
ক. 7 খ. 8
গ. 6 ঘ. 9
২৫. insstruction গুলো execute হলে ২য় printf এর জন্য a এর মান display হবে?
ক. 7 খ. 8
গ. 6 ঘ. 9
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url