ফিন্যান্স ব্যাংকিং ও বিমা Question-1
১. কোন যুগে ইউরোপ ও আমেরিকায় লোকজন একটি নির্দিষ্ট স্থানে বসে অর্থের ব্যবসায় করত ?
ক প্রাচীণ যুগে খ মধ্যযুগে
গ আধুনিক যুগে ঘ ভবিষ্যতে হবে
২. উওোলন চিঠার পরবর্তী রুপ কোনটি ?
ক চেক খ ভাউচার
গ বিনিময় বিল ঘ প্রত্যয়পতত্র
৩. ইতালিতে অর্থসংকট দেখা দেয় কখন ?
ক দশম শতাব্দীর মাঝামাঝি
খ একাদশ শতাব্দীর মাঝামাঝি
গ দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি
ঘ ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি
৪. ইতালির অর্থসংকট উওরনের জন্য রাষ্টীয় সরকার ঋণ সংগ্রহ করে ?
ক ৪% সুদে খ ৫% সুদে
গ ৬% সুদে ঘ ৭% সুদে
৫. ব্যাংক বা ব্যাংকিং ব্যবস্থায় আদি উৎসস্থল কোথায় ?
ক জার্মানি খ ইতালি
গ আমেরিকা ঘ যুক্তরাজ্য
৬. ব্যাবিলনীয় সভ্যতার ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে -
ক উপাসনালয়কে কেন্দ্র করে
খ পাহাড়কে কেন্দ্র করে
গ গ্রাহককে কেন্দ্র করে
ঘ বাজারকে কেন্দ্র করে
৭. কোন সভ্যতায় ঋণদানকারী ব্যাংক প্রতিষ্ঠিত হয় ?
ক বৈদিক সভ্যতায় খ রোমান সভ্যতায়
গ গ্রিক সভ্যতায় ঘ মিসরীয় সভ্যতায়
৮. কোন ব্যাংককে বিশ্বের সর্বপ্রথম প্রতিষ্ঠিত ব্যাংক হিসেবে মনে করা হয় ?
ক ঋণদানকারী ব্যাংক খ শাস্নি ব্যাংক
গ চেইন ব্যাংক ঘ শাখা ব্যাংক
৯. ব্যাংক অব ভেসিন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ক ১১৫৭ েসালে খ ১১৫৮ সালে
গ ১১৫৯ সালে ঘ ১১৬০ সালে
১০. কোন খ্রিষ্টাব্দে ব্যাংকের আধুনিক যুগ শুরু হয় ?
ক ১২০০ খ্রিষ্ঠাব্দে খ ১৩০০ খ্রিষ্ঠাব্দে
গ ১৪০০ খ্রিষ্ঠাব্দে ঘ ১৫০০ খ্রিষ্ঠাব্দে
১১। প্রথম আধুনিক ব্যাংক কোনটি?
ক ব্যাংক অফ দ্যা ভেনিস খ ব্যাংক অফ দ্যা বার্সোলোনা
গ রিকস ব্যাংক অফ সুইডেন ঘ হিন্দুস্থান ব্যাংক
১২। অর্থনীতির জীবনীশক্তি হল-
ক. ব্যবসায় খ. সরকার
গ. অর্থনীতিবিদ ঘ. ব্যাংক
১৩. একক ব্যাংকে বলা হয় ?
ক. শাখা ব্যাংকিং খ. গ্রুপ ব্যাংকিং
গ.স্থানীয় ব্যাংকিং ঘ.চেইন ব্যাংকিং
১৪. কিসের কারণে বিনিময় কার্য সহজ হয়
ক. অর্থ খ. গাড়ি-ঘোড়া
গ. ব্যাংক ঘ. কড়ি-শামুক
১৫।ADB এর সদর দপ্তর কোথায়?
ক ম্যালিন্যায় খ বার্সোলোনা
গ সুইডেন ঘ ইন্দিয়া
১৬. বাংলাদেশের ব্যাংকসমূহ কোন্ আইন দ্বারা পরিচালিত?
ক. ১৯১৩ সালের কোম্পানি আইন খ. ১৯৫২ সালের ব্যাংক আইন
গ. ১৯৮১ সালের ব্যাংক অধ্যাদেশ ঘ. ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন
১৭. গার্নিশি অর্ডার জারি করে কে?
ক. পাওনাদার খ. গ্রাহক
গ. ব্যাংক ঘ. আদালত
১৮. চেক হল এক ধরনের---
ক. আদেশপত্র খ. পাওনা পত্র
গ. অনুরোধপত্র ঘ. প্রত্যয় পত্র
১৯.BASEL -- সম্মতি কি?
ক. ব্যাংক পরিচালনার মানদ- খ. উৎপাদনের মানদন্ড
গ. ব্যবসায় পরিচালনার মানদন্ড ঘ. বিমা কার্যক্রমের মানদন্ড
২০. গার্নিশি অর্ডার কার বরাবর জারি করা হয়?
ক. ব্যাংকের খ. গ্রাহকের
গ. পাওনাদারের ঘ. আদালতের
২১.২০১৪ সালে কোন্টি ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংক রোডম্যাপ তৈরি করে দিয়েছে?
ক. বাসেল-১ খ. ব্যাসেল-২
গ. ব্যাসেল-৩ ঘ. কোনটিই সঠিক নয়।
২২."Three Pillar Concept" কত সালে চালু হয়?
ক. ২০০১ খ. ২০০২
গ. ২০০৩ ঘ. ২০০৪
২৩. কোন্টি ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ?
ক. অর্থ স্থানান্তর খ. তহবিল সংরক্ষণ
গ. বৈদেশিক মুদ্রার লেনদেন ঘ. আমানত সংগ্রহ ও ঋণদান
২৪. ব্যাংকিং কার্যক্রম পরিচানাকারীর নাম কি?
ক. ব্যাংক মালিক খ. ব্যাংকার
গ. গ্রাহক ঘ. আমানতদার
২৫. ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কী?
ক. আমানত গ্রহণ খ. মুনাফা অর্জন
গ. সুনাম অর্জন ঘ. মূলধন গঠন
২৬. ব্যাংকের প্রধান কাজ কোন্টি?
ক. আমানত গ্রহণ ও ঋণ দান খ. বিল বাট্টাকরণ
গ. অর্থ স্থানান্তর ঘ. মূলধন গঠন
২৭. ‘ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়’, কারণ এটি----
ক. গ্রাহকের আমানতকৃত অর্থ থেকে ঋণ দেয়
খ. ধারকৃত অর্থ ধরে রাখে
গ. গ্রাহকের আমানতের গোপনীয়তা রক্ষা করে
ঘ. গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে।
২৮। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
ক. স্যার ফজলে হাসান আবেদ খ. ইউনুস
গ. আব্দুল হাকিম ঘ. আতাউর রহমান
২৯। আমাদের দেশে সরকার কর্তৃক পরিচালিত ব্যাংক কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩০। কত সালে চেইন ব্যাংকিং গঠিক হয়?
ক. ১৯১০ খ. ১৯১১
গ. ১৯১১ ঘ. ১৯১৩
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url