এইচ এস সি পরিসংখ্যান ২য় পত্র ১ম অধ্যায় সম্ভাবনা
ভিডিও ক্লাস: এইচ এস সি পরিসংখ্যান ২য় পত্র ১ম অধ্যায় সম্ভাবনা MCQ Part-1
HSC Statistics Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
1 অধ্যায় ➤ 1 অধ্যায় কুইজ-1
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। পরীক্ষণের একটি বিশেষ রূপ কী?
(ক) চেষ্টা (খ) পরিক্ষা (গ) দৈব পরিক্ষা (ঘ) নমুনাবিন্দু
উত্তর: ক
২। প্রয়োজনীয় কতগুলো নির্দিষ্ট শর্তের অধিনে কোন কাজ বার বার করাকে কী বলে?
(ক) চেষ্টা (খ) পরিক্ষা (গ) দৈব পরিক্ষা (ঘ) নমুনাবিন্দু
উত্তর: খ
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৩। সম্ভবনার সাথে যুক্ত সকল পরিক্ষাকে কী বলে ?
(ক) চেষ্টা (খ) পরিক্ষা (গ) দৈব পরিক্ষা (ঘ) নমুনাবিন্দু
উত্তর: ঘ
৪। নমুনার ক্ষেত্রের প্রতিটিউপাদান বা িএকককে কী বলে?
(ক) চেষ্ট (খ) পরীক্ষা (গ) দৈব পরীক্ষা (ঘ) নমুনাবিন্দু
উত্তর: ঘ
৫। একটি মুদ্রা উপরের দিকে নিক্ষেপ করা হলেমাথা পা্ওয়াসম্ভাবনা কত?
(ক) ১/৪ (খ) ১/২ (গ) ৩/৪ (ঘ) ১
উত্তর: খ
৬। দুটি মুদ্রাটি একত্রে নিক্ষেপ করা হলে কোন লেজ না পা্ওয়ার সম্ভাবনা কত?
(ক) ১/৪ (খ) ১/২ (গ) ৩/৪ (ঘ) ১
উত্তর: ক
৭। কোনো একটি দৈব পরীক্ষা হতে প্রাপ্ত সম্ভাব্য সকল ফলাফলের সেটকে কী বলে?
(ক) চেষ্ট (খ) পরীক্ষা (গ) দৈব পরীক্ষা (ঘ) নমুনাবিন্দু
উত্তর : ঘ
৮। ফাঁকা সেট নিয়ে গঠিত ঘটনাকে কী বলা হয়?
(ক) সরল ঘটনা (খ) যৌগিক ঘটনা (গ) অসম্ভব ঘটনা (ঘ) নিশ্চিত ঘটনা
উত্তর: গ
৯। নমুনা ক্ষেত্র নিয়ে গঠিত ঘটনাকে কী বলে ?
(ক) সরল ঘটনা (খ) যৌগিক ঘটনা (গ) অসম্ভব ঘটনা (ঘ) নিশ্চিত ঘটনা
উত্তর: ঘ
১০। দুইবা ততোধিক সরল ঘটনার সংযোগে যে ঘটনা গঠিত হয় তাকে কী বলে?
(ক) সরল ঘটন্ (খ) যৌগিক ঘটনা (গ) অসম্ভব ঘটন্ (ঘ) নিশ্চিত ঘটনা
উত্তর: খ
১১। সম্ভ্বনার সর্বনিম্ন মান কত?
(ক) -- (খ) ০ (গ) ০.৫ (ঘ) ১
উত্তর: খ
১২। কতকগুলো সম্পূর্ণ ঘটনার সম্ভাবনার যোগ ফলা কত?
(ক) ১/৪ (খ) ১/২ (গ) ৩/৪ (ঘ) ১
উত্তর: ঘ
১৩। কোনো একটি ঘটনা না ঘটবার ঘটনাকে ঐ ঘটনাটির কী বলে?
(ক) পরিপূরক ঘটনা (খ) অনিশ্চিত ঘটনা (গ) অসম্ভব ঘটনা (ঘ) নিশ্চিত ঘটনা
উত্তর: ক
১৪। একটি ছক্কা নিক্ষেপে প্রতিটি সংখ্যা পৃথকভাবে আসার সম্ভাবনা কত?
(ক) ১/৬ (খ) ১/৩ (গ) ১/২ (ঘ) ১
উত্তর: ক
১৫। কোন ঘটনা ঘটা ্ওনা ঘটার সম্ভাবনার যোগফল কত?
(ক) ০ (খ) ০.২৫ (গ) ০.৫ (ঘ) ১
উত্তর: ঘ
১৬। সম্ভাবনার সবচেয়ে প্রািচীন সংঙ্গা কোনটি?
(ক) অবরোহী সম্ভবনা (খ) শর্তাধীন সম্ভবনা (গ) স্বাধীন সম্ভবনা (ঘ) আরহী সম্ভাবনা
উত্তর: ক
১৭। ছক্কার উপরের পিঠে ৭ পা্ওয়ার ঘটনা নিম্নের কোনটি?
(ক) নিশ্চিত ঘটনা (খ) অসম্ভব ঘটনা (গ) অনিশ্চিত ঘটনা (ঘ) সরল ঘটনা
উত্তর: খ
১৮।ছক্কার উপরের পিঠে “যে কোনোসংখ্যা ” পা্ওয়ার ঘটনা নিম্নে কোনটি?
(ক) নিশ্চিত গটনা (খ) অসম্ভব ঘটনা (গ) অনিশ্চিত ঘটনা (ঘ) সরল ঘটনা
উত্তর:ক
১৯। ছক্কার উপরের পিঠে ৫ পা্ওয়ার ঘটনা নিম্নের কোনটি?
(ক) নিশ্চিত ঘটনা (খ) অসম্ভব ঘটনা (গ) অনিশ্চিত ঘটনা (ঘ) সরল ঘটনা
উত্তর: গ
২০।দুই বা ততোধিক বর্জনশীল ঘটনাসমূহ একত্রে ঘটার সম্ভাবনা কত?
(ক) -১ (খ) -০.৫ (গ) ০ (ঘ) ১
উত্তর:গ
২১। দুটি লেজ পাবার ঘটনা, A={TT}কোন ধরনের ঘটনা ?
(ক) নিশ্চিত ঘটনা
(খ) অসম্ভব ঘটনা
(গ) যৌগিক ঘটনা
(ঘ) সরল ঘটনা
উত্তর:ঘ
২২। ছক্কার উপরের পিঠে বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা?
(ক)নিশ্চিত ঘটনা
(খ) অসম্ভব ঘটনা
(গ) অনিশ্চিত
(ঘ) সরল ঘটনা
উত্তর:গ
২৩। ছক্ক্র উপরের পিঠে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা?
(ক) নিশ্চিত ঘটনা
(খ) অসম্ভব ঘটনা
(গ) অনিশ্চিত ঘটনা
(ঘ) সরল ঘটনা
উত্তর: গ
২৪। নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত?
(ক) -১(খ) -০.৫ (গ) ০ (ঘ) ১
উত্তর: ঘ
২৫। কতগুলো সম্পূরক ঘটনা গুলো র সম্ভাবনার সমষ্টি কত?
(ক) -১ (খ) -০.৫ (গ) ০ (ঘ) ১
উত্তর: ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url