এইচ এস সি পরিসংখ্যান ২য় পত্র ১ম অধ্যায় সম্ভাবনা

 

পরিসংখ্যান

ভিডিও ক্লাস:  এইচ এস সি পরিসংখ্যান ২য় পত্র   ১ম অধ্যায়  সম্ভাবনা   MCQ Part-1

HSC Statistics Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

1 অধ্যায় ➤ 1 অধ্যায় কুইজ-1

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

১। পরীক্ষণের একটি বিশেষ রূপ কী?

(ক) চেষ্টা  (খ) পরিক্ষা   (গ) দৈব পরিক্ষা   (ঘ) নমুনাবিন্দু

উত্তর: ক

২। প্রয়োজনীয় কতগুলো নির্দিষ্ট শর্তের অধিনে কোন কাজ বার বার করাকে কী বলে?

(ক) চেষ্টা  (খ) পরিক্ষা (গ)  দৈব পরিক্ষা  (ঘ)  নমুনাবিন্দু

উত্তর: খ


আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

৩। সম্ভবনার সাথে যুক্ত সকল পরিক্ষাকে কী বলে ?

(ক) চেষ্টা  (খ) পরিক্ষা  (গ)  দৈব পরিক্ষা   (ঘ) নমুনাবিন্দু

উত্তর: ঘ 

৪। নমুনার ক্ষেত্রের প্রতিটিউপাদান বা িএকককে কী বলে?

(ক) চেষ্ট  (খ) পরীক্ষা   (গ)  দৈব পরীক্ষা  (ঘ) নমুনাবিন্দু

উত্তর: ঘ

৫। একটি মুদ্রা উপরের  দিকে নিক্ষেপ করা হলেমাথা পা্ওয়াসম্ভাবনা কত?

(ক) ১/৪  (খ)  ১/২  (গ) ৩/৪  (ঘ) ১

উত্তর: খ

৬। দুটি মুদ্রাটি  একত্রে নিক্ষেপ করা হলে কোন লেজ না  পা্ওয়ার সম্ভাবনা কত?

(ক) ১/৪  (খ) ১/২  (গ) ৩/৪  (ঘ) ১

উত্তর: ক

৭। কোনো একটি দৈব পরীক্ষা হতে প্রাপ্ত সম্ভাব্য সকল ফলাফলের সেটকে কী বলে?

(ক) চেষ্ট   (খ) পরীক্ষা   (গ) দৈব পরীক্ষা  (ঘ) নমুনাবিন্দু  

উত্তর : ঘ 

৮। ফাঁকা সেট নিয়ে গঠিত ঘটনাকে কী বলা হয়?

 (ক) সরল ঘটনা  (খ)  যৌগিক ঘটনা  (গ) অসম্ভব ঘটনা  (ঘ)  নিশ্চিত ঘটনা

উত্তর: গ

৯। নমুনা ক্ষেত্র নিয়ে গঠিত  ঘটনাকে কী বলে ?

 (ক) সরল ঘটনা  (খ) যৌগিক ঘটনা  (গ) অসম্ভব ঘটনা  (ঘ)   নিশ্চিত ঘটনা

উত্তর: ঘ

১০। দুইবা ততোধিক সরল ঘটনার সংযোগে যে ঘটনা গঠিত হয় তাকে কী বলে?

(ক) সরল  ঘটন্  (খ) যৌগিক ঘটনা  (গ)   অসম্ভব ঘটন্  (ঘ)  নিশ্চিত ঘটনা

উত্তর: খ

১১। সম্ভ্বনার সর্বনিম্ন মান কত?

(ক) --  (খ)  ০   (গ)  ০.৫  (ঘ)  ১

উত্তর: খ

১২। কতকগুলো সম্পূর্ণ ঘটনার সম্ভাবনার যোগ ফলা কত?

(ক) ১/৪  (খ) ১/২  (গ) ৩/৪  (ঘ)  ১

উত্তর: ঘ 

১৩। কোনো একটি ঘটনা  না ঘটবার ঘটনাকে ঐ ঘটনাটির কী বলে?

(ক) পরিপূরক ঘটনা  (খ) অনিশ্চিত ঘটনা  (গ)  অসম্ভব ঘটনা  (ঘ)  নিশ্চিত ঘটনা

উত্তর: ক

১৪। একটি ছক্কা নিক্ষেপে প্রতিটি সংখ্যা পৃথকভাবে আসার সম্ভাবনা কত?

(ক) ১/৬  (খ)  ১/৩  (গ) ১/২   (ঘ)  ১

উত্তর: ক

১৫। কোন ঘটনা ঘটা ্ওনা ঘটার  সম্ভাবনার যোগফল কত?

(ক) ০  (খ) ০.২৫  (গ)  ০.৫  (ঘ)  ১

উত্তর:  ঘ 

১৬। সম্ভাবনার সবচেয়ে প্রািচীন সংঙ্গা কোনটি?

(ক) অবরোহী সম্ভবনা  (খ) শর্তাধীন সম্ভবনা  (গ)  স্বাধীন সম্ভবনা  (ঘ)  আরহী সম্ভাবনা 

উত্তর: ক

১৭। ছক্কার উপরের পিঠে ৭ পা্ওয়ার ঘটনা নিম্নের কোনটি?

(ক) নিশ্চিত ঘটনা  (খ) অসম্ভব ঘটনা  (গ) অনিশ্চিত ঘটনা (ঘ) সরল ঘটনা

উত্তর: খ

১৮।ছক্কার উপরের পিঠে “যে কোনোসংখ্যা ” পা্ওয়ার ঘটনা নিম্নে কোনটি?

(ক) নিশ্চিত গটনা  (খ) অসম্ভব ঘটনা  (গ)  অনিশ্চিত ঘটনা  (ঘ) সরল ঘটনা

উত্তর:ক

১৯। ছক্কার উপরের পিঠে ৫ পা্ওয়ার ঘটনা নিম্নের কোনটি?

(ক) নিশ্চিত ঘটনা (খ) অসম্ভব ঘটনা (গ) অনিশ্চিত ঘটনা  (ঘ) সরল ঘটনা

উত্তর: গ

২০।দুই বা ততোধিক বর্জনশীল ঘটনাসমূহ একত্রে  ঘটার সম্ভাবনা কত?

 (ক) -১  (খ) -০.৫  (গ) ০   (ঘ) ১

উত্তর:গ

২১। দুটি লেজ পাবার ঘটনা, A={TT}কোন ধরনের ঘটনা ?

(ক) নিশ্চিত ঘটনা  

(খ) অসম্ভব ঘটনা  

(গ) যৌগিক ঘটনা  

(ঘ) সরল ঘটনা

উত্তর:ঘ

২২। ছক্কার উপরের পিঠে বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা?

(ক)নিশ্চিত ঘটনা  

(খ) অসম্ভব ঘটনা  

(গ) অনিশ্চিত  

(ঘ) সরল ঘটনা

উত্তর:গ

২৩। ছক্ক্র উপরের পিঠে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা?

(ক) নিশ্চিত ঘটনা 

(খ) অসম্ভব  ঘটনা  

(গ) অনিশ্চিত ঘটনা  

(ঘ) সরল ঘটনা

উত্তর: গ 

২৪। নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত?

(ক) -১(খ)  -০.৫  (গ)  ০  (ঘ)  ১

উত্তর: ঘ  

২৫। কতগুলো  সম্পূরক ঘটনা গুলো র সম্ভাবনার  সমষ্টি কত?

(ক) -১  (খ) -০.৫  (গ) ০  (ঘ) ১

উত্তর: ঘ

পড়া শেষ হলে  কুইজ কুইজ দাও

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-এইচ এস সি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ব্যাংক ব্যবস্থাপনার ধারনা 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url