মানব ভূগোল (Human Geography) Question-1
মানব ভূগোল (Human Geography)
১। শিক্ষা স্বাস্থ্য ও চিকিৎসা প্রভুতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? [সকল বোর্ড-১৯]
ক. নগর ভূগোল খ. বসতি ভূগোল
গ.রাজনৈতিক ভূগোল ঘ. সাংস্কৃতিক ভূগোল
২। প্রাকৃতিক পরিবেশে নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি? [সকল বোর্ড-১৯]
ক.নিমিত্তবাদ খ.সম্ভাবনাবাদ গ.পরিবেশবাদ ঘ.নব্য -সম্ভাবনাবাদ
৩। মানব ভূগোল এর আলোচ্য বিষয় কোনটি?
ক.খনিজ খ.জলবায়ু গ. ভূমিরুপ ঘ.হিমবাহু
৪। ভাষা, ধর্ম,বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা আলোচনা করে তার নাম ---
ক. নগর ভূগোল খ. জনসংখ্যা ভূগোল
গ.রাজনৈতিক ভূগোল ঘ. সাংস্কৃতিক ভূগোল
৫। "Anthropogeography" কী রুপ গ্রন্থ?
ক. প্রাকৃতিক ভূগোল খ. মানব ভূগোল
গ.রাজনৈতিক ভূগোল ঘ. সাংস্কৃতিক ভূগোল
৬। নিচের কোনটি মানব ভূগোল এর আলোচ্য বিষয় নয় ?
ক.বসতি ও কৃষি খ. শিল্প
গ. আবহাওয়া ও জলবায়ু ঘ. বাণিজ্য
৭। নিমিত্তবাদ মতবাদটি কে সর্ব প্রথম কে প্রদান করেন?
ক.হিপোক্রেটিস খ. ইরাটোসথেনিস গ. হেরোডোটাস ঘ. এরিস্টল
৮। মানব ভূগোলের প্রতিষ্ঠাতা কে?
ক. ভিদাল ডি লা ব্লাশ খ.ডাডলি স্ট্যাম্প
গ.হ্যান্টিংটন ঘ.আলেকজান্ডার ডন হ্যামবোল্ড
৯। ভূগোলের প্রধান অংশ কয়টি?
ক.১ টি খ. ২টি গ. ৩টি ঘ.৪টি
১০। সবচেয়ে বেশি জেলা রয়েছে কোন বিভাগে ?
ক.সিলেট খ. রাজশাহী গ.ঢাকা ঘ.চট্রগ্রাম
১১। সবচেয়ে কম জেলা রয়েছে কোন বিভাগে ?
ক.সিলেট খ. রাজশাহী গ.ঢাকা ঘ.চট্রগ্রাম
১২। বাংলাদেশে কয়টি উপজেলা রয়েছে?
ক.৪৯০টি খ. ৪৮২টি
গ.৪৮০টি ঘ.৪৭৬টি
১৩। বাংলাদেশে কয়টি গ্রাম রয়েছে?
ক.৮৭,১৯০টি খ. ৮৭,৩১৯টি
গ.৮৭,১৯৫টি ঘ.৮৭,১৯৬টি
১৪। বাংলাদেশে মোট ইউনিয়ন কয়টি রয়েছে?
ক.৪,৫৬০টি খ. ৪,৪৮৪টি
গ.৪,৫৬৫টি ঘ.৪,৫৬৮টি
১৫। ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে?
ক. ১৪টি খ.১২টি গ.১৩টি ঘ.১৮টি
১৬। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.২৭% খ.১.৩৭% গ.১.৪৭% ঘ.১.৫৭%
১৭। ভারত বাংলাদেশের কয় দিকে অবস্থিত ?
ক. ২দিক খ.৩ দিক
গ. ৪ দিক ঘ. কোনটিও নয়
১৮। বঙ্গোপোসাগরে তটরেখার দৈর্ঘ্য কত?
ক.৭১০কি.মি খ.৭১২কি.মি
গ.৭১৪কি.মি ঘ.৭১৬কি.মি
১৯। বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানার দৈর্ঘ্য কত?
ক.৮৮০কি.মি খ.২৮০কি.মি
গ.৪৮০কি.মি ঘ.৭৮০কি.মি
২০। বাংলাদেশে ৭ম বিভাগীয় শহর কোনটি?
ক.রংপুর খ. রাজশাহী
গ.ঢাকা ঘ.চট্রগ্রাম
২১। মানব ভূগোলের বৈশিষ্ট্য--
i. মানুষ, পরিবেশ এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ আলোচ্য বিষয়
ii. ভিদাল ডি লা বøাশকে মানব ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়
iii. মানব ভূগোলের শাখাসমূহ পরবর্তীতে পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ.ii
গ. iii ঘ.i, ii ও iii
২২। বাংলাদেশে জেলা কয়টি?
ক. ৬৬টি খ.১২৬টি গ.৬৪টি ঘ.৮৮টি
২৩। দূষণ ও দুর্যোগ সম্পর্কিত আলোচনা মানব ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?
(ক) দূষণ ব্যবস্থাপনা (খ) দুর্যোগ ব্যবস্থাপনা
(গ) দূষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা (ঘ) প্রাকৃতিক ভূগোল
২৪। অঞ্চলভিত্তিক পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বর্ণনা কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
(ক) মানব ভূগোল (খ) প্রাকৃতিক ভূগোল
(গ) অর্থনৈতিক ভূগোল (ঘ) সাংস্কৃতিক ভূগোল
২৫। বাংলাদেশে কোন মহাদেশে অবস্থিত?
ক.এশিয়া খ.রাশিয়া গ. ইউরোপ ঘ.আমেরিকা
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url