HSC ICT MCQ ১০০% কমনের নিশ্চয়তায়--
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি অভীক্ষা
[বি.দ্র: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর।]
১. Global village এর উপাদান কোনটি?
ক Genetic Engineering
থ Biometrix
গ Education
ঘ AI
উ: গ
২. অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভ‚মিকা রাখতে পারে-
i.যোগাযোগ
ii. Genetic Engineering
iii.সামাজিক যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
ক i খ i ও ii
গ ii ও iii ঘ i ও iii
উ: ক
৩. ১ জন শিক্ষার্থীর বর্তমান বেশি সচেতন হওয়া উচিত কোন বিষয়ে?
ক.virtual reality খ AI
গ নৈতিকতা ঘ. যোগাযোগ
উ: গ
4. Virtual reality এর সাথে সম্পর্কিত কোনটি?
ক. AI খ. L Genetic Engineering
গ. 7D ঘ. Biometrics
উ: গ
5. LTE হলো-
ক. 1G খ. 2G গ. 3G ঘ. 4G
উ: ঘ
৬. WiMax-
ক. World Wide Interoperability for Microwave Access
খ. World Wide Interperability of Microwave Access
গ. World Wide Interperability for Microwave Acess
ঘ.Word Wide Interoperability of Micrave Access
উ: ক
৭. কোন Number System টি প্রথমে শিখেছো?
ক Binary খ Octal
গ. Decimal ঘ. Hexadecimal
উ: গ
৮. Microwave এর মাধ্যমে করা যায়-
i. Data transmission
ii. Heat generation
iii. Light generation
নিচের কোনটি সঠিক?
ক i খ i I ii
গ ii I iii ঘ i I iii
উ: ঘ
৯. Wifi এর Standard কোনটি?
ক. IEEE 802.11 খ .IEEE 802.15
গ. IEEE 802.16 ঘ.IEEE 802.14
উ: ক
১০.(39.75)10 = ?
ক. (100111.11)2 খ. (110001.11)2
গ. (101010.01)2 ঘ. (111000.1)2
উ: ক
১১.(190.5)10 = ?
ক. BE.816 খ. AE.816
গ. CE.816 ঘ. DE.816
উ: ক
১২.(110011.111)2 = ?
i. (51.87)5
ii. (63.7)9
iii. (AB.D)16
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i ও iii
উ: খ
১৩. (10111.1)2 - (1010.11)2 = ?
ক. 101100.11 খ. 110011.01
গ. 110100.1 ঘ. 1100.112
উ: ঘ
১৪.(50.4)10 = ?
ক. (60.4)16 খ. (110111.100)2
গ. (01010000.0100)BCD ঘ. (80.4)8
উ:গ
ক. A plus B
খ. A plus B whole BAR
গ. A OR B whole BAR
ঘ. A NOR B
উ:গ
১৬. ABC কোনটি সঠিক?
ক. <u> <b> <i> ABC </i> </b> </u>
খ.<u> <i> <b> ABC </b> </i> </u>
গ.<i> <b> <u> ABC </u> </b> </i>
ঘ. <i> <b> <a> ABC </i> </b> </u>
উ:খ
১৭. http হলো-
ক. hyper text transfer protocol
খ. higher text transfer protocol
গ. hyper text terminal protocol
ঘ. higher text terminal protocol
উ:ক
১৮.Basic tag কোনটি?
ক. <tr> খ. <img>
গ. <body> ঘ. <b>
উ:গ
১৯. প্রথমে Condition check হয়-
ক. loop G
খ. Entry controlled loop G
গ. do-while G
ঘ. Exit controlled loop
উ:খ
২০. কোনটি array?
ক. int x [3] খ. x [3]
গ. int x(3) ঘ. x (3)
উ:ক
২১. NOMAD কোন প্রজম্মের ভাষা?
ক প্রথম খ দ্বিতীয়
গ তৃতীয় ঘ চতুর্থ
উ:ঘ
২২. লাইব্রেরি ফাংশনের getch (c) এর হেডার ফাইল-
ক. stdio.h খ.math.h
গ. conio.h ঘ. graphics.h
উ:গ
২৩.RDBMS ব্যবহৃত হতে পারে কোথায়?
i. অফিস
ii. শিক্ষা প্রতিষ্ঠান
iii. বাসায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i ও iii
উ:খ
👉👉👉 নিচের কোডটি দেখে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
a = 5;
a ++;
++ a;
a ++;
printf ("%d", --a);
printf ("%d", a--);
২৪. instruction গুলো execute হলে ১ম printf এর জন্য a এর মান display হবে?
ক. 7 খ. 8
গ. 6 ঘ. 9
উ:ক
২৫. insstruction গুলো execute হলে ২য় printf এর জন্য a এর মান display হবে?
ক. 7 খ. 8
গ. 6 ঘ. 9
উ:ক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url