এইচ এস সি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ১ম ব্যাংক ব্যবস্থাপনার ধারনা
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
১ম অধ্যায় ➤১ম অধ্যায় কুইজ-১
(ক) যে কোনোভাবে কাজ আদায় করা
(খ) বস্তুগত সম্পদের যর্থাথ ব্যবহার করা
(গ) মানুষের কৌশলের সাথে পরিচালনা করা
(ঘ) মানবিয় সম্পদের উন্নয়ন সাধন করা
উত্তর: গ
২। Management শব্দটি কোন বিদেশি শব্দ থেকে এসেছে?
(ক) র্জমানি (খ) কানাডা (গ) ইতারলি (ঘ) ফ্রেঞ্চ
উত্তর: গ
৩। ঙ্গানের বিশেষ শাখা বলা হয় কোনটিকে?
(ক) নীতিমালা (খ) তত্ব (গ) ব্যবস্থাপনা (ঘ) কাল-- কৌশল
উত্তর: গ
৪। প্রতিষ্ঠানের উপকরণাদির যথাযথ ব্যবহার হয় কোনটির মাধ্যমে?
(ক) ব্যবস্থাপনা (খ) নিয়ন্ত্রন (গ) দায়িত্ব বণ্টন (ঘ) সংগঠিতকরন
উত্তর: ক
৫। অন্যদের নিয়ে কাজ করানোর কৌশলকে কী বলে?
(ক)তত্বাবধান (খ) ব্যবস্থাপনা (গ) পেশা (ঘ) দক্ষতা
উত্তর: খ
৬। একটি প্রতিষ্ঠানে কয় ধরনের উপকরণ থাকে?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উত্তর: ক
৭। 6M বলতে কোনটি বোঝায়?
(ক) মৌলিক কার্যাবলি (খ) ব্যবস্থাপনার মূলনীতি
(গ) ব্যবস্থাপনার প্রক্রিয়া (ঘ) মৌলিক উপাদান সমুহ
উত্তর: ঘ
৮। 6'M --এ ব্যবস্থাপনার বস্তুগত উপাদান কয়টি?
(ক) দুইটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি
৯। কার্য সম্পদনের জন্য গৃহিত কার্যক্রমকে কী বলে ?
(ক) যন্ত্রপাতি (খ) মালামাল (গ) পদ্ধতি (ঘ) শ্রমিক
উত্তর: গ
১০। ব্যবস্থাপনার উপকরণসমুহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
(ক) মানুষ (খ) যন্ত্রপাতি (গ) অর্থ (ঘ) পদ্ধতি
উত্তর: ক
১১। পতিষ্ঠানের সাফল্য অর্জনে বেশি প্রয়োজন কোনটি?
(ক) একক চেষ্ট (খ) দলগত চেষ্ট (গ) কর্তৃত্ব (ঘ) উচ্চবেতন
উত্তর: খ
১২। ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কোনটি?
(ক) পদ্ধতি (খ) পরিকল্পনা (গ) সংগঠন (ঘ) নিয়ন্ত্রণ
উত্তর: ক
১৩। C0de 0f Hummurabi রচিত হয়েছিল কোন সভ্যতা থেকে?
(ক) মিশরীয় (খ) ব্যবলনীয় (গ) শিল্প বিপ্লবকালে (ঘ) আধুনিকযুগেে
উত্তর: খ
১৪। 'The Art 0f War’ প্রন্থের রচিতা কে?
(ক) সক্রেটিস (খ) লরেন্স গেট (গ) জেমস স্টুয়ার্ট (ঘ) সান জু
উত্তর: ঘ
১৫। কোন সভ্যতায় ব্যবস্থাপনাউন্নয়নের সূত্রপাত হয়?
(ক) গ্রিক (খ) ব্যাবিলনীয় (গ) রোম (ঘ) মিসরীয়
উত্তর: ঘ
১৬। গ্রিক সভ্যতার ব্যবস্থাপনার কোন ধরনের উন্নয়ন ঘটে?
(ক) সাংগঠনিক ক্ষমতা (খ) গণতান্ত্রীকব্যবস্থাপনা
(গ) চিন্তাধারা উন্নয়ন (ঘ) কর্মী ব্যবস্থাপনা
উত্তর: খ
১৭। ব্যবস্থাপনা সর্বজনীন এ মতবাদটি কে দিয়েছে?
(ক) হেনরি ফেয়ল (খ) এডাম স্মিথ (গ) সক্রেটিস (ঘ) এলটন মেয়ো
উত্তর: গ
১৮। ব্যবস্থাপনা হলো ঙ্গানের একটি পৃথক শাখা উক্তিটি কার?
(ক) হেনরি ফেয়ল (খ) টেলর (গ) সক্রেটিস (ঘ) এরিস্টটল
উত্তর: ক
১৯। হেনরি ফেলর শিল্প প্রতিষ্ঠানে কাজকে কয়টি ভাগে বিভক্ত করেন?
(ক) ৩ (খ) ৪ (গ)৫ (ঘ) ৬
উত্তর: ঘ
২০। রবাট ্ওয়েন কোন সময়ে ব্যবস্থাপক ছিলেন?
(ক) প্রাচিন যুগের (খ) মধ্য যুগের (গ) শিল্পবিপ্লব কালের (ঘ) আধুনিক যুগের
উত্তর: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url