অধ্যায় ৮ : পর্যাবৃত্ত গতি
ভিডিও ক্লাস: এইচ এস সি পদার্থবিজ্ঞান ১ম পত্র অধ্যায় ৮ : পর্যাবৃত্ত গতি MCQ Part-8
HSC Physics Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
8 অধ্যায় ➤ 8 অধ্যায় কুইজ-8
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১।একটি ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক কম্পাষ্ক হবে -
[বুয়েট ১৩-১৪]
A. 1.0 rev/s B. 0.5 rev/s C. 0.017 rev/s D. 60.0 rev/s
Ans: C
২। একটি বস্তু x = 2 cos (50t) অনুসারে সরল ছন্দিত গতিতে দুলছে , যেখানে x এর পরিমান মিটারে এবং t এর পরিমান সেকেন্ডে । ইহার সর্বোচ্চ বেগ ms^-1 এককে হবে -
[বুয়েট ১২-১৩]
A. 100 sin(50t) B. 100 cos(50t) C. 100 D. 200
Ans: C
৩। মহাকাশে একজন নভোচারীর কাছে সরল দোলকের দোলনকাল হবে -
[বুয়েট ১১-১২]
A. 84.6 min B. 2 sec C. ∞ D. 0
Ans: C
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৪। একটি বস্তু 4 cm বিস্তারে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন করছে । সাম্যাবস্থা থেকে কত দূরত্বে বস্তুটির গতিশক্তি সমান হবে ?
[বুয়েট ১৩-১৪]
A. √2 cm B. 2√2 cm C. 2 cm D. 1 cm
Ans: B
৫। একটি সেকেন্ড ছন্দিত দোলক এর দৈর্ঘ্য তিনগুণ বৃদ্ধি করলে দোলনকাল কত হবে ?
[কুয়েট ১২-১৩]
A. 4 s B. 5 s C. 6 s D. 16 s
Ans: C
৬। সরল ছন্দিত গতি সম্পন্নকারী কোন কণার সর্বোচ্চ বেগ 0.02 m/s । কণাটির বিস্তার 5mm হলে কণাটির পর্যায়কাল নির্ণয় কর ?
[কুয়েট ১৬-১৭]
A. 1.26 sec. B. 1.36 sec. C. 1.48 sec. D. 1.52 sec. E. 1.57 sec.
Ans: E
৭। যদি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 22.5% বাড়ানো হয়, তাহলে দোলনকাল কত হবে ?
[কুয়েট ১৩-১৪]
A. 3.6 s B. 2.21 s C. 3.6 min D. 2.21 min E. 2.5 s
Ans: B
৮। কোনো সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কণার বিস্তার 3 cm এবং সর্বোচ্চ বেগ 6.24 cms^-1 হলে , কণাটির পর্যাকাল কত ?
[কুয়েট ১১-১২]
A. 5s B. 1s C. 3s D. 6s E. 4s
Ans: C
৯।সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% কমালে , উক্ত দোলকের দিনে কত সময় পরিবর্তিত হবে ?
[কুয়েট ১৮-১৯]
A. 433 s বৃদ্ধি পাবে B. 433 s সময় হারাবে C. 216 s বৃদ্ধি পাবে D. 216 s সময় হারাবে
Ans: A
১০। একটি দোলকের দোলনকাল 2 sec এর বেশি । ফলে তা দৈনিক 20 sec ধীরে চলে । এর দৈর্ঘ্য পরিবর্তন করলে ঠিক 2 sec দোলনকাল দুলবে ?
[চুয়েট ১৫-১৬]
A. 20% B. 199% C. 0.046% D. 200%
Ans: C
১১। সরল ছন্দিত গতিসম্পন্ন একটি বস্তুর বিস্তার 0.01m এবং কম্পষ্ক 12Hz । বস্তুটির সরণ 5 x 10^-3m হলে , এর গতিবেগ কত ?
[মেডিকেল ১০-১১ ]
A. 0.755 m/s B. 65.3 cm/s C. 6.52 m/s D. 66.22 cm/s E. 0.564 m/s
Ans: B
১২। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় কর ?
[রুয়েট ১১-১২]
A. 1.5 m B. 2 m C. 1 m D. 3 m
Ans: C
১৩। ধরি দুইটির সরল দোলক A এবং B । যদি A এর দৈর্ঘ্য B এর দোলনকাল 3s হয় তবে A এর দোলনকাল কত ?
[রুয়েট ১৩-১৪]
A. 5.24 s B. 4.24 s C. 4.55 s D. 3.45 s E. None
Ans: B
১৪। একটি সাধারণ সুরেলা দোলনের (Simple harmonic oscillation) জন্য , কৌণিক স্থানচ্যুতি (Angular displacement) নিচের কোনটির চেয়ে বেশি হতে পারে না ?
[মেডিকেল ২০-২১ ]
A. 3૦ B. 4૦ C. 6૦ D. 5૦
Ans: B
১৫। নিম্নের কোনটির সরল ছন্দি স্পন্দনের বৈশিষ্ট্য ?
[মেডিকেল ১০-১১ ]
A. পর্যায়বৃত্ত
B. কোন স্পন্দন গতি নাই
C. সরল রৈখিক গতি দেখা যায় না
D. যে কোন সময়ে ত্বণের মান সাম্যাবস্থান তেকে সরণের মানের সমানুপাতিক নয়
Ans: A
১৬। একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 4 গুন বাড়লে দোলনকাল -
[মেডিকেল ১৫-১৬]
A. 4 গুন বাড়বে B. দ্বিগুন হবে C. দুইগুন কমবে D. 4 গুন কমবে
Ans: B
১৭। রাজকীয় দোলকের কার্যকারী দৈর্ঘ্য কত ?
[আর্মি মেডিকেল ২০-২১]
A. 0.994 m B. 2 sec C. 0.799 m D. 1 m
Ans: A
১৮। একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত ?
[ডেন্টাল ১৭-১৮]
A. 0.993 m B. 0.997 m C. 0.799 m D. 0.731 m
Ans: A
১৯। একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকর দৈর্ঘ্যর কত পরিবর্তন হবে ?
[ঢাবি ২০-২১]
A. 25% B. 1005 C. 125% D. 67%
Ans: C
২০। একটি সেকেন্ড দোলকের দোলনকাল কত ?
[ঢাবি ১৯-২০]
A. 1.0 সেকেন্ড B. 2.0 সেকেন্ড C. 3.0 সেকেন্ড D. 0.5 সেকেন্ড
Ans: B
২১। সরল সন্দিত স্পন্দনে েএকটি বস্তুর স্পন্দনের বিস্তার A হলে , বস্তুটির গতিশক্তি সর্বোচ্চ হবে যখন সরণ -
[মেডিকেল ১০-১১ ]
A. A/2 B. A/√2 C. 0 D. A
Ans: C
২২। একটি সরল দোলককের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ । দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3s হলে প্রথমটির দোলনকাল কত ?
[ঢাবি ৪-৫,১০-১১]
A. 4.24s B. 4.54s C. 5.0s D. 5.24s
Ans: A
২৩। সরল দোলন গতি সম্পন্ন একটি বস্তুর দ্বিগুণ করা হলে উহার পর্যায়কাল -
[ঢাবি (প্রযুক্তি) ২০-২১]
A. দিগুণ হবে B. অর্ধেক হবে C. তিনগুণ হবে D. পরিবর্তন হবে না
Ans: B
২৪। একটি সেকেন্ড দোলকের দোলনকাল -
[ঢাবি (অর্থনিতি) ২০-২১]
A. 1 s B. 1.5 s C. 2 s D. 2.5 s
Ans: C
২৫। 'PV' রাশিটি গ্যাসের ক্ষেত্রে কি নির্দেশ করে ?
[ঢাবি (অর্থনিতি) ২০-২১]
A. শক্তি B. ক্ষমতা C. ভরবেগ D. জড়তা
Ans: A
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url