এইচ এস সি প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
ভিডিও ক্লাস: এইচ এস সি ICT গুরুত্বপূর্ণ MCQ ১০০% কমনের নিশ্চয়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত Part-1
ভিডিও ক্লাস: এইচ এস সি ICT গুরুত্বপূর্ণ MCQ ১০০% কমনের নিশ্চয়তায় Admission Part-2
এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-২ গুরুত্বপূর্ণ MCQ সমূহ
১ম অধ্যায় ➤ ১ম অধ্যায় কুইজ-১
Part-1
১। ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট কোনটি ?
(ক) তথ্য আদান প্রদান (খ) বাস্তব জগতে বিচরণ
(গ) দ্বিমাত্রিক জগতে প্রবেশ (ঘ) কাল্পনিক জগতে বিচরণ
উত্তর: ঘ
২। HMD-এর পূর্ণরূপ কী ?
(ক) Hand Mountained Display (খ) Head Motioned Display
(গ) Hand Motioned Display (ঘ) Head Mountained Display
উত্তর: খ
৩। ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয় ?
(ক) এক-মাত্রিক (খ) দ্বি-মাত্রিক (গ) ত্রি-মাত্রিক (ঘ) বহু-মাত্রিক
উত্তর: গ
৪। কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় ?
(ক) সামাজিক যোগাযোগে (খ) কৃষিতে
(গ) জীব বৈচিত্র সৃষ্টিতে (ঘ) ড্রাইভিং প্রশিক্ষণে
উত্তর: ঘ
৫। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে -
i. সামরিক ক্ষেত্রে
ii. প্রশিক্ষণে
iii. শিক্ষা ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ঘ
৬। এন এল পি - এর অর্থ কী ?
(ক) তথ্য সমন্বয় (খ) তথ্য সংরক্ষণ (গ) তথ্য প্রক্রিয়া (ঘ) তথ্য সংগ্রহ
উত্তর: ক
৭। তথ্য প্রক্রিয়া করার জন্য মানুষের মস্তিকের মতো কাজ করে কোন পদ্ধতি ?
(ক) নিউরাল সাইন্স (খ) নিউরাল নেট (গ) ডিপ লানিং (ঘ) লাইট লানিং
উত্তর: খ
৮। নিউরাল নেটের কয়টি স্তর থাকে ?
(ক) ২ টি (খ) ৩ টি (গ) ৪ টি (ঘ) ৫ টি
উত্তর: খ
৯।কোনটির মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় নতুন কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা যায় ?
(ক) ভার্চুয়াল রয়েলিটি (খ) ন্যানোটেকনোলজি
(গ) বায়োইনফরমেটিক্স (ঘ) ন্যানোটেকনোলজি
উত্তর: ক
১০। মেশিন লার্নিং - এর অপর নাম কী ?
(ক) ডিপ লার্নিং (খ) এন এল পি (গ) স্পিচ লার্নিং (ঘ) আর্টিফিশিয়াল
উত্তর: ক
১১। মানুষ বা অন্য কোনো প্রানীর চিন্তা করার ক্ষমতাকে কী বলে ?
(ক) Artificial Intelligent (খ) Heuristic (গ) Intelligent (ঘ) Stane procedure
উত্তর: খ
১২। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয় না ?
(ক) MATLAB (খ) C/C++ (গ) PHP (ঘ) PROLOG
উত্তর: গ
১৩। কৃত্তিম বুদ্ধিমত্তার সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি ?
(ক) এন এল পি (খ) মেশিং লার্নিং (গ) রোবটিক্স (ঘ) ইমেজ প্রসেসিং
উত্তর: খ
১৪। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি ?
(ক) বায়োমেট্রিক্স (খ) বায়োইনফরমেট্রিক্স
(গ) কৃত্তিম বুদ্ধিমত্তা (ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
উত্তর: গ
১৫। রোবটিক্সের গঠনে কয়টি বিশেষত্ব রয়েছে ?
(ক) ২ টি (খ) ৩ টি (গ) ৪ টি (ঘ) ৫ টি
উত্তর: খ
১৬। রোবটের কাজ কী ?
(ক) প্রোগ্রাম রচনা (খ) প্রোগ্রাম উন্নয়ন
(গ) প্রোগ্রাম নিয়ন্ত্রন (ঘ) প্রতিকুল কাজে সাহায্য করা
উত্তর: ঘ
১৭। Cryo কোন ধরনের শব্দ থেকে এসেছে ?
(ক) ইংরেজি (খ) গ্রিক (গ) আরবি (ঘ) ফারসি
উত্তর: খ
১৮। কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত ?
(ক) ফাজি লজিক (খ) বিশেষ ধরনের গ্লাভস (গ) নাইট্রোজেন (ঘ) নেভিগেশন
উত্তর: গ
১৯। সর্বপ্রথম কে রোবাট শব্দটি ব্যবহার করেন ?
(ক) কারেল ক্যাপেক (খ) নিউটন (গ) আইজেক আশিমোভ (ঘ) টুরিং
উত্তর: ক
২০। কমবয়সীদের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রতিক্রিয়া -
i. তীব্র
ii. দীর্ঘস্থায়ী
iii. স্বপ্লস্থায়ী
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ক
২১। ইমেজ প্রসেসিং এর অপর নাম কী ?
(ক) স্পিচ (খ) ভিশন (গ) ডিপ লার্নিং (ঘ) তথ্য সমন্বয়
উত্তর: খ
২২। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায় ?
(ক) ৯০૦ (খ) ১৮০૦ (গ) ২৭০૦ (ঘ) ৩৬০૦
উত্তর: ঘ
২২। গ্যাগারিন কোন তারিখে মহাকাশ অভিযানে যান ?
(ক) ১৯৬৩ সালের ১ মার্চ (খ) ১৯৬২ সালের ২ এপ্রিল
(গ) ১৯৬১ সালের ২ এপ্রিল (ঘ) ১৯৬০ সালের ১১ জুন
উত্তর: গ
২৩। কোনটি বিশেষায়িত সফটওয়ার ?
(ক) PLC (খ) CAD (গ) GPS (ঘ) CPD
উত্তর: খ
২৪। নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ?
(ক) ৫৩ (খ) ৫৭ (গ) ৬৩ (ঘ) ৬৭
উত্তর: খ
২৫। ভারী বা বিপদজনক কাজে ব্যবহৃত হয় কোনটি ?
(ক) রোবট (খ) উন্নত প্রযুক্তি (গ) শক্তিশালী যন্ত্র (ঘ) কম্পিউটার
উত্তর: ক
এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ ভিডিও ক্লাস পেতে চাপ দিন-এইচএস সি ICT প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত Part-1
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url