এইচ এস সি প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

এইচ এস সি   ICT


ভিডিও ক্লাস: এইচ এস সি   ICT গুরুত্বপূর্ণ MCQ ১০০% কমনের নিশ্চয়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত Part-1

ভিডিও ক্লাস: এইচ এস সি   ICT গুরুত্বপূর্ণ MCQ ১০০% কমনের নিশ্চয়তায় Admission Part-2 

এইচএস সি ICT ৩য় অধ্যায়  সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস   Admission Part-২ গুরুত্বপূর্ণ MCQ সমূহ

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১


Part-1

১। ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট কোনটি ?

(ক) তথ্য আদান প্রদান              (খ) বাস্তব জগতে বিচরণ         

(গ) দ্বিমাত্রিক জগতে প্রবেশ     (ঘ) কাল্পনিক জগতে বিচরণ

উত্তর: ঘ

২। HMD-এর পূর্ণরূপ কী ?

(ক) Hand Mountained Display       (খ) Head Motioned Display

(গ) Hand Motioned Display         (ঘ) Head Mountained Display

উত্তর: খ

৩। ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয় ?

(ক) এক-মাত্রিক      (খ) দ্বি-মাত্রিক          (গ) ত্রি-মাত্রিক         (ঘ) বহু-মাত্রিক

উত্তর: গ

৪। কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় ?

(ক) সামাজিক যোগাযোগে       (খ) কৃষিতে         

(গ) জীব বৈচিত্র সৃষ্টিতে           (ঘ) ড্রাইভিং প্রশিক্ষণে

উত্তর: ঘ

৫। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে -

i. সামরিক ক্ষেত্রে 

ii. প্রশিক্ষণে

iii. শিক্ষা ক্ষেত্রে 

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

৬। এন এল পি - এর অর্থ কী ?

(ক) তথ্য সমন্বয়       (খ)  তথ্য সংরক্ষণ        (গ) তথ্য প্রক্রিয়া          (ঘ) তথ্য সংগ্রহ

উত্তর: ক

৭। তথ্য প্রক্রিয়া করার জন্য মানুষের মস্তিকের মতো কাজ করে কোন পদ্ধতি ?

(ক) নিউরাল সাইন্স       (খ) নিউরাল নেট         (গ) ডিপ লানিং         (ঘ) লাইট লানিং

উত্তর: খ

৮। নিউরাল নেটের কয়টি স্তর থাকে ?

(ক) ২ টি      (খ) ৩ টি        (গ) ৪ টি         (ঘ) ৫ টি

উত্তর: খ

৯।কোনটির মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় নতুন কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা যায় ?

(ক) ভার্চুয়াল রয়েলিটি             (খ) ন্যানোটেকনোলজি         

 (গ) বায়োইনফরমেটিক্স         (ঘ) ন্যানোটেকনোলজি 

উত্তর: ক 

১০। মেশিন লার্নিং - এর অপর নাম কী ?

(ক) ডিপ লার্নিং     (খ) এন এল পি         (গ) স্পিচ লার্নিং        (ঘ) আর্টিফিশিয়াল

উত্তর: ক

১১। মানুষ বা অন্য কোনো প্রানীর চিন্তা করার ক্ষমতাকে কী বলে ?

(ক) Artificial Intelligent       (খ) Heuristic          (গ)  Intelligent         (ঘ) Stane procedure

উত্তর: খ

১২। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয় না ?

(ক) MATLAB       (খ) C/C++         (গ) PHP         (ঘ) PROLOG

উত্তর: গ

১৩। কৃত্তিম বুদ্ধিমত্তার সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি ?

(ক) এন এল পি       (খ) মেশিং লার্নিং         (গ) রোবটিক্স           (ঘ) ইমেজ প্রসেসিং 

উত্তর: খ

১৪। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি ?

(ক) বায়োমেট্রিক্স                (খ) বায়োইনফরমেট্রিক্স        

(গ) কৃত্তিম বুদ্ধিমত্তা            (ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

উত্তর: গ

১৫। রোবটিক্সের গঠনে কয়টি বিশেষত্ব রয়েছে ?

(ক) ২ টি       (খ) ৩ টি         (গ) ৪ টি         (ঘ) ৫ টি

উত্তর: খ

১৬। রোবটের কাজ কী ?

(ক) প্রোগ্রাম রচনা       (খ) প্রোগ্রাম উন্নয়ন        

(গ) প্রোগ্রাম নিয়ন্ত্রন          (ঘ) প্রতিকুল কাজে সাহায্য করা

উত্তর: ঘ

১৭। Cryo কোন ধরনের শব্দ থেকে এসেছে ?

(ক) ইংরেজি       (খ) গ্রিক        (গ) আরবি           (ঘ) ফারসি 

উত্তর: খ

১৮। কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত ?

(ক) ফাজি লজিক        (খ) বিশেষ ধরনের গ্লাভস        (গ) নাইট্রোজেন         (ঘ) নেভিগেশন

উত্তর: গ

১৯। সর্বপ্রথম কে রোবাট শব্দটি ব্যবহার করেন ?

(ক) কারেল ক্যাপেক      (খ) নিউটন          (গ) আইজেক আশিমোভ          (ঘ) টুরিং 

উত্তর: ক

২০। কমবয়সীদের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রতিক্রিয়া -

i. তীব্র 

ii. দীর্ঘস্থায়ী 

iii. স্বপ্লস্থায়ী 

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ক

২১। ইমেজ প্রসেসিং এর অপর নাম কী ?

(ক) স্পিচ        (খ) ভিশন         (গ) ডিপ লার্নিং          (ঘ) তথ্য সমন্বয়

উত্তর: খ

২২। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায় ?

(ক) ৯০૦       (খ) ১৮০૦         (গ) ২৭০૦         (ঘ) ৩৬০૦

উত্তর: ঘ

২২। গ্যাগারিন কোন তারিখে মহাকাশ অভিযানে যান ?

(ক) ১৯৬৩ সালের ১ মার্চ            (খ) ১৯৬২ সালের ২ এপ্রিল          

(গ) ১৯৬১ সালের ২ এপ্রিল          (ঘ) ১৯৬০ সালের ১১ জুন 

উত্তর: গ

২৩। কোনটি বিশেষায়িত সফটওয়ার ?

(ক) PLC      (খ) CAD         (গ) GPS          (ঘ) CPD

উত্তর: খ

২৪। নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ?

(ক) ৫৩      (খ) ৫৭        (গ) ৬৩        (ঘ) ৬৭

উত্তর: খ

২৫। ভারী বা বিপদজনক কাজে ব্যবহৃত হয় কোনটি ?

(ক) রোবট       (খ) উন্নত প্রযুক্তি         (গ) শক্তিশালী যন্ত্র         (ঘ) কম্পিউটার 

উত্তর: ক

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-এইচএস সি ICT প্রথম অধ্যায় :  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত Part-1


 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url