এইচ এস সি জীববিজ্ঞান প্রথম পত্র ৮ম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র (MCQ)
ভিডিও ক্লাস: এইচ এস সি জীববিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় : অনুজীব MCQ Part-8
SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
৮ম অধ্যায় ➤ ৮ম অধ্যায় কুইজ-8
১। একই উৎস থেকে উৎপন্ন এবং একই জৈবিক কর্মে নিয়োজিত কোষগুচ্ছকে কী বলে?
(ক) টিশু (খ) তন্ত (গ) বান্ডল (ঘ) অঙ্গ
উত্তর: ক
২। কোষবিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?
(ক) ২ (খ) ৩ (গ)৪ (ঘ)৫
উত্তর : খ
৩। ভাজক টিস্যুর অপর নাম কী ?
(ক) মেরিস্টেম (খ) এপিডার্মিস (গ) পিথ (ঘ) কর্টেক্স
উত্তর: ক
৪ । যে ভাজক টিস্যুর কোষগুলো এক তলে বিভাজিত হয় তাকে কী বলে?
(ক) রিব (খ) মাস (গ) প্লট (ঘ) শীর্ষস্থ
উত্তর: ক
৫। তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায় ?
(ক) রবি ভাজক টিস্যু (খ) মাস ভাজক টিস্যু (গ) প্লেট ভাজক টিস্যু (ঘ) শীর্ষস্থ ভাজক টিস্যু
উত্তর: ক
৬। সরু কান্ড ক্রমে মোটা হয় কোন টিস্যুর ফলে ?
(ক) পার্শ্বীয় ভাজক টিস্যু (খ)শীর্ষস্থ ভাজক টিস্যু (গ) প্রাইমারি ভাজক টিস্যু (ঘ) ইন্টরক্যালারি ভাজক টিস্যু
উত্তর : ক
৭। কোন ভাজক টিস্যু উদ্ভিদের ব্যাস বৃদ্ধি করে?
(ক)প্রাইমারি (খ) নিবেশিত (গ) পার্শ্বীয় (ঘ) শীর্ষস্থ
উত্তর : গ
৮। রিব ভাজক টিস্যু কতটি তলে বিভাজিত হয়?
(ক) একটি (খ) দুইটি (গ) তিনটি (ঘ) চারটি
উত্তর: ক
৯। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য নিয়ামক টিস্যু কোনটি?
(ক) ভাজক টিস্যু (খ) প্যারেনকাইমা (গ) কোলেনকাইমা (ঘ) জাইলেম টিস্যু
উত্তর: ক
১০। কোনটি প্রেট ভাজক টিস্যু দ্বারা তৈরি?
(ক) পাতা (খ) কর্টেক্স (গ) মজ্জা (ঘ) মজ্জা রশ্মিি
উত্তর : ক
১১। পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ?
(ক) মাস (খ) রিব (গ) প্লেট (ঘ) প্লোটো র্ডাম
উত্তর: গ
১২। কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদি্ধ পায় ?
(ক)মাস (খ) প্রাইমারি (গ) প্লেট (ঘ) রিব
উত্তর: ক
১৩। কাজ অনুসারে ভাজক টিস্যুর প্রকার হলো-
(ক) ২ (খ) ৩ (গ)৪ (ঘ) ৫
উত্তর: খ
১৪। স্থায়ী টিস্যুর বিভাজিত হয়ে যে বাজক টিস্যুর সৃষ্টি হয় তা কি নামে পরিচিত?
(ক) শীর্ষস্থ ভাজক টিস্যু (খ) নিবেশিত ভাজক টিস্যু ( গ) প্রাইমারি ভাজক টিস্যু (ঘ) সেকেন্ডারি ভাজক টিস্যু
উত্তর :ঘ
১৫। উদ্ভিদের কর্টেক্সে কোন ধরনের ভাজক টিস্যু পা্ওয়া যায়?
(ক) প্রোক্যাম্বিয়াম (খ) গ্রাউন্ড মেরিস্টেম (গ) ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম (ঘ) প্রোমেরিস্টেম
উত্তর: খ
১৬। উদ্ভিদের ভ্রুণাবস্থায় উৎপত্তি লাভ করে কোনটি?
(ক) প্রোমেরিস্টেম (খ) প্রাইমারি ভাজক টিস্যু (গ) প্রোক্যাম্বিয়াম (ঘ) কর্ক ক্যাম্বিয়াম
উত্তর : খ
১৭। যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে কী বলে?
(ক) প্রোটোর্ডাম (খ) প্রোক্যাম্বিয়াম (গ) মাস মেরিস্টেম (ঘ) গ্রাউন্ড মেরিস্টেম
উত্তর: ক
১৮। পাটের আশ কোন েজাতীয় টিস্যু?
(ক) এপিকাল মেরিস্টেম (খ) সেকেন্ডারি জাইলেম টিস্যু
(গ) প্রাইমারি জাইলেম টিস্যু (ঘ) সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু
উত্তর: ঘ
১৯। কর্ক ক্যাম্বিয়াম কোন ধরনের টিস্যু?
(ক) প্রাথমিক ভাজক টিস্যু (খ) গৌণ ভাজক টিস্যু
(গ) প্রারম্ভিক ভাজক টিস্যু (ঘ) শীর্ষস্থ বাজক টিস্যু
উত্তর: খ
২০। কর্ক ক্যাম্ভিয়াম একই সাথে কোন বাজকটিস্যু জোড়ের প্রতিনিধিত্ব করে?
(ক) প্রাথমিক ্ও শীর্ষ (খ) গৌন্ও পাশ্বীয় (গ) প্রাথমিক ্ও পাশ্বীয় (ঘ)গৌণ ্ও শীর্ষস্থ
উ: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url