HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ভর্তি পরিক্ষা-২০২০-২০২১
unit-B Set-3 (Commerce)
ভিডিও ক্লাস: HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
ভিডিও ক্লাস: এইচ এস সি ICT গুরুত্বপূর্ণ MCQ ১০০% কমনের নিশ্চয়তায় Admission Part-2
ভিডিও ক্লাস: এইচ এস সি ICT গুরুত্বপূর্ণ MCQ ১০০% কমনের নিশ্চয়তায় Admission Part-1
এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-২ গুরুত্বপূর্ণ MCQ সমূহ
১ম অধ্যায় ➤ ১ম অধ্যায় কুইজ-১
১। কৃত্রিম বুদ্ধিমতত্তা কোথায় ব্যবহৃত হয়?
A. বায়োমেট্রিক্স B.রোবোট্রিক্স
C.বায়োইনফরমেট্রিক্স D.ন্যানোটেকনোলজি
Answer:B.রোবোট্রিক্স
২। কম্পিউটার প্রোগামিং ত্রুটিকে কি বলে---
A. Bugs B. Follies
C. Mistake D. Spam
Answer: A. Bugs
৩।মডেমের কাজ কি?
A.তথ্য প্রেরন B.তথ্য সংরক্ষরণ
C.তথ্য সংশোধন D . তথ্য মুদ্রণ
Answer: A.তথ্য প্রেরন
৪। কোন IEEE টি WiFiস্টান্ডর্ড ?
A.803. 12 B.820.11
C.801.11 D .802.11
Answer: D .802.11
৫। নিচের কোনটি মেমরি নন ভোলাটাইল ?
A. DRAM B.SRAM
C.ROM D . কোনটিও নয়।
Answer: C.ROM
৬। ইন্টারনেট ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা হলো-----
A. Norton B.GH
C. ISP D . URL
Answer: D . URL
৭। সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগের পদ্ধতি হলো----
A. ওয়াইফাই B. ওয়াইম্যাক্স
C. Bluetooth D . স্যাটেলাইট
Answer: D. স্যাটেলাইট
৮। গুগল কোন ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে?
A. IE B.FireFox
C. Safari D . Chrome
Answer: D . Chrome
৯। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরে অংশ কোনটি?
A. বাফার B. ক্ল্যাডিং
C. জ্যাকেট D .কোর
Answer: D .কোর
১০। কোনটি হাইব্রিড সিকিউরিটি?
A. শেয়ার B. ডিবেঞ্জার
C. অগ্রাধিকার শেয়ার D . বন্ড
Answer: C. অগ্রাধিকার শেয়ার
১১। সংক্ষিপ্ত ডেটা গুপ আকার প্রদর্শিত হয় কোন রিপোর্টে?
A. সামারি রিপোর্টে B. রিপোটার্স রিপোর্টে
C.ক্রসটেবুলেশন রিপোর্টে D . রিপোর্টে
Answer: C.ক্রসটেবুলেশন রিপোর্টে
১২। সিমপ্লেক্স পদ্ধতির উদাহরন কোনটি?
A. মোবাইল B. ওয়াকিটকি
C. টেলিফোন D . রেডিও
Answer: D . রেডিও
১৩। কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার আভ্যন্তরীন কাজ করে?
A. Octal B. Decimal
C. Hexadecimal D . Binary
Answer: D . Binary
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url