এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্র ৯ম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব(MCQ)

 

জীববিজ্ঞান প্রথম পত্র


ভিডিও ক্লাস: এইচ এস সি   জীববিজ্ঞান ১ম পত্র ৯ম  অধ্যায় :  উদ্ভিদ শারীরতত্ত্ব  MCQ Part-9

SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

  ৯ম অধ্যায় ➤  ৯ম  অধ্যায় কুইজ-9

এইচ এস সি  পৌরনীতি ও সুশাসন ২য় পত্র   ২য় অধ্যায়   পাকিস্থান থেকে বাংলাদেশ   MCQ Part-2

১। উদ্বিদের পুষ্টির জন্য মাইক্রোএলিমেন্ট কোনটি?

 (ক) ক্যলসিয়াম (খ)  কার্বন (গ) সালফার (ঘ) কপার

উত্তর: ঘ


আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

২। নিচের কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে অধিক মাত্রায় গ্রহণ করে? 

(ক) mg++  (খ)  mn++  (গ) zn++  (ঘ)  cu++ 

 উত্তর: ক

৩। উদ্ভিদেহে অত্যাবশ্যকীয় উপাদান কয়টি?

(ক) ১৫টি   (খ)  ১৬টি  (গ) ১৭টি (ঘ)  ১৮টি

উত্তর: গ

৪। উদ্ভিদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট মৌলের সংখ্যা কতটি?

(ক) ৯ টি   (খ) ১০ টি   (গ) ১৫  টি  (ঘ) ১৭ টি

উত্তর: ক

৫। উদ্ভিদের  অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে কোনটি মাইক্রোমৌল?

(ক) নাইট্রোজেন (খ) বোরন (গ) ফসফরাস (ঘ) পটাশিয়াম

উত্তর: খ

৬। নিচের কোন আয়ন দ্রুত গতিতে শোষিত হয়?

(ক)   Ca (খ)   SO4   (গ)  K   (ঘ)  Mg

উত্তর:   গ

৭। কোন আয়নটির শোষণ হার সবচেয়ে মন্থর?

(ক)   Na +   (খ)   K+   (গ)   Mg+   (ঘ)   Ca+   

উত্তর: ঘ

৮। কোন উপাদানটি উদ্ভিদ ক্যাটায়ন হিসেবে শোষণ করে?

(ক) N    (খ)   Cl   (গ)    B (ঘ)  K

উত্তর: ঘ

৯। কোনটি অ্যানায়ন হিসেবে শোষিত হয়?

(ক) ক্লোরিন  (খ) ক্যালসিয়াম  (গ)   ম্যাগনেসিয়াম  (ঘ) সোডিয়াম

উত্তর: ক

১০। উদ্ভিত কোনটি মাটি হতে নেয়? 

(ক) নাইট্রোজেন  (খ) হাইড্রোজেন (গ) অক্সিজেন (ঘ) কার্বন

উত্তর: ক

১১। কোসঝিল্লির কাজ কোনটি?

(ক) শ্বসনের হার নিয়ন্ত্রন

(খ) বািইরের সাথে কোষাভ্যন্তরে আয়ন চলাচল নিয়ন্ত্রণ 

(গ) প্রস্বেদনের হার নিয়ন্ত্রণ

(ঘ) সালোকসংশ্লেষণের হার  নিয়ন্ত্রণ

উত্তর: খ

১২। মূলরোমের কাজ কী? 

(ক) পানিশোষণ  (খ) খনিজ লবণ শোষণ 

(গ) প্রস্বেদনের হার নিয়ন্ত্রণ  

 (ঘ)  মূলের কোষে আয়নের পরিমাণ বাড়ানো

উত্তর: ক

১৩। কোনটি বৃদ্ধি পেলে লবণ শোষণ বৃদ্ধি পায়?

(ক) চাপ  (খ) তাপমাত্রা  (গ) পানির ঘনত্ব  (ঘ) অ্যানায়নের পরিমাণ 

উত্তর: খ

১৪। নিচের কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ?

(ক) ব্যাপক প্রবাহ 

(খ) আয়ন বিনিময় 

(গ) লেসিথিন বাহক 

(ঘ) ডোন্যান সাম্যাবস্থা

উত্তর: ঘ

১৫। সাইটোক্রোম সিস্টেমের মধ্যে কোনটি ঘটে?

(ক) ক্যাটায়ন শোষণ 

(খ) প্রোটন শোষণ  

(গ) অ্যানায়ন শোষণ 

(ঘ) নিষিক্রয় শোষণ

উত্তর: গ

১৬। কোন আয়নের উপস্থিতি কোষে ম্যাগনেশিয়ামের ( Mg++)  শোষণ কমিয়ে দেয়?

 (ক) Ca++  (খ)  H+  (গ)  K+ ( ঘ)  Fe++

 উত্তর : ক

১৭। উদ্ভিদের দেহে থেকে সর্বোচ্চ শতকারা কতভাগ পানি বাষ্পকারে বের হয়?

(ক) ৯৬ ভাগ 

(খ) ৯৭ ভাগ 

(গ) ৯৮ ভাগ 

(ঘ) ৯৯ ভাগ

উত্তর: ঘ 

১৮। পত্ররন্ধ্র কতটি রক্ষীকোষ নিয়ে গঠিত? 

(ক) ১  (খ) ২ (গ) ৩ (ঘ)  ৪

উত্তর: খ 

১৯। রক্ষীকোষের কাজ---------

(ক) খাদ্য জমারাখা 

(খ) খাদ্য পস্তুত করা

 (গ) লবণ সঞ্চালন করা 

(ঘ) খাদ্য পরিবাহনেে

উত্তর: খ

২০। কোন উদিভদের পত্ররন্ধ্র  রাতে  খোলা ্ওদিনের বেলায় বন্ধ থাকে?

(ক) মরুজ উদ্বিদ 

 (খ) জলজ উদ্ভিদ 

(গ) স্থরজ উদি্ভদ 

(ঘ) ম্যানগ্রোভ উদ্ভিদ

উত্তর: ক

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- ৯ম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url