এইচ এস সি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ২য় অধ্যায় পাকিস্থান থেকে বাংলাদেশ
ভিডিও ক্লাস: এইচ এস সি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ২য় অধ্যায় পাকিস্থান থেকে বাংলাদেশ MCQ Part-1
HSC ব্রিটিশ ভারত প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ (MCQ) Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
১ম অধ্যায় ➤ প্রথম অধ্যায় কুইজ-১
১। মোট কত জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগারতলা মামলা করা হয়?
(ক) ৩৪ (খ) ৩৫ (গ) ৩৬ (ঘ) ৩৭
উত্তর: খ
২। ১৯৭১ সালের কত তরিকে মুজিব নগর সরকার গঠিত হয় ?
(ক) ১০ এপ্রিল (খ) ১২ এপ্রিল (গ) ১৭ এপ্রিল (ঘ) ১৯ এপ্রিল
উত্তর: ক
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৩। ১৯৫৪ সালের প্রদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের দফায় মূল দফা কী ছিল?
(ক) পূর্ব পাকিস্থানের স্বাধীনতা (খ) রাষ্ট্রপতি শাসিত সরকার গঠন
(গ) বাংলাকে রাষ্ট্র ভাষা করা (ঘ) জমিদারি প্রথা উচ্ছেদ
উত্তর: গ
৪। ১৯৭০ সালে নিবাচনের আ্ওয়ামীলিগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে?
(ক) ১৬৩ (খ) ১৬৫ (গ) ১৬৭ (গ) ১৬৯
উত্তর: গ
৫। “বাংলাদেশ স্বাধিনতার ঘেষণা আদেশ” জারি করা হয়----
(ক) ২৫মার্চ ১৯৭১সালে (খ) ২৬ মার্চ ১৯৭১ সালে
(গ) ১০ এপ্রিল ১৯৭১ সালে (ঘ) ১৭এপ্রিল ১৯৭১ সালে
উত্তর: গ
৬। ১৯৬৫ সালের পাকিস্থানের সংবিধান কার্যকর ছিল----
(ক) একবছরের অধিক (খ) দুইবছরের অধিক
(গ) তিন বছরের অধিক (ঘ) চার বছরের অধিক
উত্তর: খ
৭। মৌলিক গনতন্ত্র আদেশজারি করেন কে?
(ক) ইস্কান্দার মীর্জা (খ) আইয়ুব খান (গ) ইয়াহিয়া খান (ঘ) টিক্কা খান
উত্তর: খ
৮। বাংলাদেশের জাতিয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
(ক) ১ লা মার্চ ১৯৭১ সালে (খ) ২রা মার্চ১৯৭১ সালে
(গ) ৩রা মার্চ ১৯৭১ সালে (ঘ) ৪রা মার্চ ১৯৭১ সালেে
উত্তর: খ
৯।ঐতিহাসিক ছয় দফা উত্থাপিত হয় কত সালে?
(ক) ১৯৬৬ সালে (খ) ১৯৬২ সালে (গ) ১৯৫৮ সালে (ঘ) ১৯৬৫ সালেে
উত্তর: ক
১০। পাকিস্থানের প্রথম সংবিধান কত সালে প্রণীত হয়েছিল?
(ক) ১৯৪৭ সালে (খ) ১৯৫২ সালে (গ) ১৯৫৬ সালে (ঘ) ১৯৬২ সালে
উত্তর: গ
১১। যুক্তফ্রন্ট নির্বাচন কতসালে অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৫১সালে (খ) ১৯৫২ সালে (গ) ১৯৫৪ সালে (ঘ) ১৯৭১ সালে
উত্তর: গ
১২। কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠন করা হয়?
(ক) শেখ মুজিবুর রহমান (খ) অধ্যাপক আবুল কাশেম
(গ) মোতাহার হোসেন (ঘ) আবুল মুনসুর আহমদ
উত্তর: খ
১৩। কত সালে ঐতিহাসিক আগর তলা মামলা দায়ের করা হয়েছিল?
(ক) ১৯৬২ সালে (খ) ১৯৬৫ সালে (গ) ১৯৬৬ সালে (ঘ) ১৯৬৮ সালে
উত্তর: ঘ
১৪। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের বাষণ কত মিনিটের ছিল?
(ক) ১০ মিনিটের (খ) ১৩ মিরিটের (গ) ১৮ মিনিটের (ঘ) ২০ মিনিটের
উত্তর : গ
১৫।বঙ্গবন্ধুর একটি বিষয় এখন ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য দলিলের অন্তর্ভুক্ত। বিষয়টি কী?
(ক) ৭মার্চের ভাষণ (খ) ঐতিহাসিক ৬দফা
(গ) অসহযোগ আন্দোলন (ঘ) স্বদেশ প্রত্যাবর্তন
উত্তর: ক
১৬। কত তারিখে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?
(ক) ৫ ডিসেম্বর (খ) ৬ ডিসেম্বর
(গ) ৭ ডিসেম্বর (ঘ) ৮ ডিসেম্বর
উত্তর: খ
১৭। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দেশ কোনটি?
(ক) যুক্তরাষ্ট্র (খ) সোভিয়েত ইউনিয়ন
(গ) ভারত (ঘ) কোনটি নয়
উত্তর: ক
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
মলি তার নানার কাছে গল্প শুনেছে যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বেশ কয়েকটি রাষ্ট্র বাংলাদেশকে সাহায্য ও সহযোগিতার হাত প্রসারিত করেছিল, স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতিও দিয়েছিল। স্বাধীনতা লাভের পর অনেক দেশই আমাদের রাষ্ট্র পূণর্গঠনে সাহায্য করেছে।
১৮। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ?
(ক) ভারত (খ) যুক্তরাজ্য
(গ) ইরাক (ঘ) ইরান
উত্তর: ক
১৯ । বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যে ধরনের সাহায্য ও সহযোগিতা প্রদান করায় স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে-
i. সামরিক সহায়তা
ii. কূটনৈতিক তৎপরতা
iii. বিশ্বব্যাপী প্রচার-প্রচারনা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii ও iii (গ) i ও iii (ঘ)i, ii, ও iii
উত্তর: ঘ
২০। পাকিস্তানে কত সালে সংবিধান প্রণয়ন হয় ?
(ক) ১৯৫৪ (খ) ১৯৫৫
(গ) ১৯৫৬ (ঘ) ১৯৬০
উত্তর: ক
২১। পশ্চিম পাকিস্তানীরা বাঙালিদের নিচের কোন দাবি মেনে নিতে অস্বীকার করে?
(ক) শিল্প কারখান গড়া (খ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
(গ) বাংলাকে রাষ্ট্রভাষা করা (ঘ) উর্দুকে রাষ্ট্রভাষা করা
উত্তর: গ
*** নিচের উদ্দীপকটি পড় এবং ২২ নং প্রশ্নের উত্তর দাও
একটি রাষ্ট্রের ‘ক’ অঞ্চল ‘খ’ অঞ্চলের উপরে নিপীড়ন চালায়। ‘খ’ অঞ্চলকে সকল ন্যায্য দাবী থেকে বঞ্চিত করে।ইতিহাসের এক পর্যায়ে এসে ‘খ’ অঞ্চলের জনগণ এই অবস্থানে ঐক্যবদ্ধ হয়ে স্বাধিকারের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকের ‘খ’ অঞ্চলের সাথে কোন দেশের মিল আছে?
ক. বাংলাদেশ খ) ব্রিটেন গ) রাশিয়া ঘ) পোল্যান্ড
উত্তর: গ
২৩। মুক্তিযুদ্ধে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
(ক) ১০ (খ) ১১
(গ) ১৩ (ঘ) ১৫
উত্তর: খ
২৪। প্রবাসী সরকার বা মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (খ) তাজউদ্দীন আহমেদ
(গ) ক্যাপ্টেন মনসুর আলী (ঘ) খন্দকার মোশতাক আহমদ
উত্তর: ক
নিচের উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। জীবনের বেশিরভাগসময়ই শোষক গোষ্ঠীর প্রতিহিংসার শিকার হয়ে জেলে কাটিয়েছেন। তাঁর এই প্রতিবাদের সফল পরিণতি দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতার পরে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান।
২৫। নেলসন ম্যান্ডেলা কে কোন বাঙালি নেতার সাথে তুলনা করা যায়?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (খ) শেরেবাংলা এ কে ফজলুল হক
(গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী (ঘ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
উত্তর: ক
২৬। শেখ মুজিবুর রহমানের পরিচয় কোনটি?
ক) শেখ সাহেব খ) বঙ্গবন্ধু গ) জাতির পিতা ঘ) সবটি
উত্তর: ঘ
২৭। কোথায় মুজিবনগর সরকার গঠিত হয়?
(ক) কলকাতায় পার্ক সার্কাস এভিনিউ (খ) আগরতলা
(গ) শিলিগুড়ি (ঘ) বৈদ্যনাথ তলা
উত্তর: ঘ
২৮। মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখ?
(ক) ১৯৭১ সালের ১০ এপ্রিল (খ) ১৯৭১ সালের ১১ এপ্রিল
(গ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল (ঘ) ১৯৭১ সালের ২৭ এপ্রিল
উত্তর: গ
২৯। ৭ই মার্চের ভাষণের জন্য বঙ্গবন্ধু কখন সভা মঞ্চে উপস্থিত হন ?
(ক) ৩:২০ মিনিটে (খ) ৩:২৫ মিনিটে
(গ) ৩:৩০ মিনিটে (ঘ) ৩:১৫ মিনিটে
উত্তর: ক
৩০। ২৬ মার্চ কে স্বাধীনতা ঘোষণা করেন?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (খ) সৈয়দ নজরুল ইসলাম
(গ) তাজউদ্দিন আহমেদ (ঘ) আতাউল গণি ওসমানী
উত্তর: ক
৩১। বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি কে উথাপন করেন?
ক) শেরেবাংলা এ কে ফজলুল হক (খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(গ) ধীরেন্দ্রনাথ দত্ত ঘ) যোগেন্দ্রনাথ মন্ডল
উত্তর:গ
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩২নং প্রশ্নের উত্তর দাও।
মোহন তার বন্ধু মাশরাফিকে জন্মদিনে মোবাইলের মাধ্যমে ইংরেজীতে শুভ জন্মদিন পাঠায়। বার্তাটিতে লেখা থাকে
“Happy Birthday” ” বার্তাটি পড়ে মাশরাফি আহত বোধ করে। তাঁর একটি ঐতিহাসিক ঘটনার কথা মনে পড়ে।
৩২। মাশরাফির কোন ঐতিহাসিক ঘটনার কথা মনে পড়ে ?
(ক) ভাষা আন্দোলন (খ) যুক্তফ্রন্ট নির্বাচন
(গ) ছয় দফা কর্মসূচি (ঘ) মহান মুক্তিযুদ্ধ
উত্তর:ক
৩৩। যুক্তফ্রন্টের কর্মসূচি কি ছিল?
(ক) ছয় দফা (খ) ১১ দফা
(গ) ১০ দফা (ঘ) ২১ দফা।
উত্তর:ঘ
৩৪। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল?
(ক) গোলাপ ফুল (খ) হারিকেন
(গ) নৌকা (ঘ) ঘড়ি
উত্তর: গ
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৫ নং প্রশ্নের উত্তর দাও
হাসিব ও রাকিব একটি বই নিয়ে আলোচনা করছিল। সেখানে তারা নৌকা প্রতীক নিয়ে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে
অংশগ্রহণকারী একটি দলের নির্বাচনে জয়লাভের কথা বলছিল। সেখানে অন্য একটি দলের নির্বাচনে ভরাডুবি ঘটে।
৩৫। কোন দলটির ভরাডুবির কথা বলা হয়েছে?
i) আওয়ামী লীগ
ii) যুক্তফ্রন্ট
iii) মুসলিম লীগ
নিচের কোনটি সঠিক?
(ক) i(খ) i ও ii (গ) i ও iii (ঘ) কোনটি নয় ।
উত্তর:গ
৩৬। কোন প্রস্তাবের ভিত্তিতে এ সংবিধান কার্যকর করা হয়?
(ক) ঢাকা প্রস্তাব (খ) লাহোর প্রস্তাব
(গ) ভারত প্রস্তাব (ঘ) পাকিস্তান প্রস্তাব
উত্তর:খ
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৭ নং প্রশ্নের উত্তর দাও
সজিব ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য পড়ছিল। ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য পড়তে গিয়ে সে দেখতে পায়,
বাংলাদেশ স্বাধীন হবার পূর্বে যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, তখন পাকিস্তানে একটি সংবিধান তৈরি করা হয়েছিল।
৩৭। এখানে কোন সংবিধানের কথা বলা হয়েছে?
i) ১৯৫৬ সালের সংবিধান
ii) ১৯৫৮ সালের সংবিধান
iii) ১৯৬২ সালের সংবিধান
নিচের কোনটি সঠিক?
(ক)i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) সবকটি ।
উত্তর:ক
৩৮। মৌলিক গণতন্ত্রের প্রবক্তা কে ছিলেন ?
(ক) ইস্কান্দার মির্জা (খ) আইয়্বু খান
(গ) ইয়াহিয়া খান (ঘ) জুলফিকার আলী ভূট্টো
উত্তর:খ
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও।
বেশ কয়েক বছর আগে ’ক’ দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা বিরাজ করছিল। টানা হরতাল-অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগের সীমা ছিল না।
ব্যবসায়ীরাও এ কারণে ব্যাপক লোকসানের শিকার হন। রাজনৈতিক দলগুলোর মতবিরোধই ছিল ঐ পরিস্থিতির কারণ।
৩৯। উদ্দীপকের প্রেক্ষাপটের কারণ ১৯৫৮ সালের সামরিক শাসন জারির কোন কারণের সাথে তুলনীয় ?
(ক) জাতীয় নেতৃত্বের শূণ্যতা (খ) রাজনৈতিক দলগুলোর মতানৈক্য
(গ) সামরিক কর্মকর্তাদের দুর্নীতি (ঘ) নেতৃবৃন্দের সহনশীলতার অভাব
উত্তর:খ
৪০। উদ্দীপকের পরিস্থিতির ফলে সৃষ্ট অরাজকতা দমনে প্রয়োজন-
i) মানুষের মধ্যকার সহনশীলতা বৃদ্ধি করা
ii) সকল প্রকার মতবিরোধ দূর করা
iii) জনসমর্থন আদায়ে সচেষ্ট হওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ)iও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর:ঘ
৪১। ছয় দফা কর্মসূচি ১৯৬৬ কত তারিখে উথাপিত হয় ?
(ক) ৫ ফ্রেবুয়ারি (খ) ৬ ফ্রেবুয়ারি
(গ) ৭ ফ্রেবুয়ারি (ঘ) ৮ ফ্রেবুয়ারি
উত্তর:খ
৪২। ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলনে বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কর্মসূচি উপস্থাপন করেন। একে তিনি পূর্ব বাংলার বাঁচার দাবি বলে ঘোষণা করেন।
কর্মসূচিটি হল-
(ক) ৬ দফা কর্মসূচি
(খ) ১১ দফা কর্মসূচি
(গ) ৮ দফা কর্মসূচি
(ঘ) ১২ দফা কর্মসূচি
উত্তর:ক
৪৩। বাঙালির ‘মুক্তির সনদ’ কোনটি?
(ক) দ্বিজাতি তত্ত্ব (খ) ১৯৫৬ সালের সংবিধান
(গ) মৌলিক গণতন্ত্র (ঘ) ছয় দফা কর্মসূচি
উত্তর: ঘ
৪৪। এগারো দফা দাবি মূলত কাদের ছিল?
(ক) ছাত্র সমাজের (খ) বুদ্ধিজীবি সমাজের
(গ) কৃষক সমাজের (ঘ) শ্রমিক সমাজের
উত্তর:ক
৪৫। ছাত্র সমাজের ১১ দফা দাবি ছিল-
(ক) আইয়ুব খান বিরোধী (খ) জুলফিকার আলী ভূট্টো বিরোধী
(গ) খাজা নাজিম উদ্দিন বিরোধী (ঘ) ইয়াহিয়া খান বিরোধী
উত্তর:ক
৪৬। ১৯৬৯ সালে কেন্দ্রিয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি কে ছিলেন?
(ক) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (খ) তোফায়েল আহমেদ
(গ) শেখ মুজিবুর রহমান (ঘ) শেরেবাংলা এ. কে. ফজলুল হক
উত্তর:খ
৪৭। আগরতলা মামলার আসামি ছিল কয়জন ?
(ক) ৩০ জন (খ) ৩২ জন
(গ) ৩৬ জন (ঘ) ৩৫ জন
উত্তর:ঘ
৪৮। আগরতলা মামলার কোন আসামিকে সেনানিবাসে হত্যা করা হয়েছিল?
(ক) শেখ মুজিবুর রহমান (খ) তোফায়েল আহমেদ
(গ) সার্জেন্ট জহুরুল হক (ঘ) আব্দুর রাজ্জাক
উত্তর:গ
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও।
জনগণের ন্যায্য অধিকারের জন্য ‘ক’ রাষ্ট্রের জনপ্রিয় একজন নেতাকে বারবার কারাভোগ করতে হয়। এক পর্যায়ে
নেতাকে ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হলে জনগণ আন্দোলন করে তাঁকে মুক্ত করে।
৪৯। উদ্দীপকে বর্ণিত নেতার সাথে সাদৃশ্যপূর্ণ নেতা হচ্ছেন-
(ক) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (খ) শেরে বাংলা এ কে ফজলুল হক
(গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী (ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর:ঘ
৫০। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনের সরাসরি ফল---
i) আইয়ুব খানের পতন
ii) ১৯৭০ সালের নির্বাচন দিতে বাধ্য করা
iii) মুক্তিযুদ্ধের প্রস্তুতি
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii
উত্তর:ক
৫১। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধ’ উপাধি প্রদান করা হয়?
(ক) ১৯৬৯ সালের ২০ ফ্রেবুয়ারি (খ) ১৯৬৯ সালের ২১ ফ্রেবুয়ারি
(গ) ১৯৬৯ সালের ২২ ফ্রেবুয়ারি (ঘ) ১৯৬৯ সালের ২৩ ফ্রেবুয়ারি
উত্তর:ঘ
৫২। আসাদকে কত তারিখে হত্যা করা হয়?
ক) ১৯ জানুয়ারি খ) ২০ জানুয়ারি গ) ২১ জানুয়ারি ঘ) ২২ জানুয়ারি
উত্তর:খ
৫৩। সর্বদলীয় গোলটেবিল কোন মাসে অনুষ্ঠিত হয়?
ক) জানুয়ারি খ) ফ্রেবুয়ারি গ) মার্চ ঘ) এপ্রিল
উত্তর:খ
৫৪। ১৯৭০ সালে জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ কত আসন লাভ করে ?
(ক) ১৫৫ (খ) ১৬০
(গ) ১৭০ (ঘ) ১৪০
উত্তর:খ
৫৫। ১৯৭০ সালে পিপিপির নেতা কে ছিলেন?
(ক) জুলফিকার আলী ভূট্টো (খ) আইয়ুব খান
(গ) নুরুল আমিন (ঘ) খাজা নাজিমউদ্দিন
উত্তর:ক
৫৬। কত তারিখে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন ?
(ক) ২৫ মার্চ (খ) ২৬ মার্চ
(গ) ২৭ মাচ (ঘ) ২৮ মার্চ
উত্তর:খ
৫৭। কত তারিখে কবে জাতীয় পরিষদের অধিবেশন পুনরায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়?
(ক) ২৩ মার্চ (খ) ২০ মার্চ
(গ) ২২ মাচ (ঘ) ২৫ মার্চ
উত্তর:ক
নিচের অনুচ্ছেদটি পড় ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও।
‘ক’ রাষ্ট্রের পূর্ব অঞ্চল শুরু থেকেই পশ্চিম অঞ্চলের শাসক গোষ্ঠীর শোষণ-নিপীড়নের শিকার। ইতিহাসের একটি পর্যায়ে
এসে পূর্ব অঞ্চলের একটি দল জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ক্ষমতা হস্তান্তর হয় না। এমতাবস্থায়
নিপীড়িত জাতিটিকে মুক্ত করার ডাক দেন জাতির প্রধান নেতা।
৫৮। উদ্দীপকের বর্ণনার সাথে বাংলাদেশের ইতিহাসের কোন অংশের মিল আছে?
ক) ভাষা আন্দোলন খ) ছয় দফা
গ) গণঅভ্যুত্থান ঘ) স্বাধীনতা ঘোষণা
উত্তর:ঘ
৫৯। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ দল কোনটি?
ক) আওয়ামী লীগ খ) মুসলিম লীগ গ) ন্যাপ ঘ) কমিউনিস্ট পার্টি
উত্তর:ক
৬০। উক্ত নির্বাচনের ফলে-
i. বাঙালী জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় হয়
ii. পাকিস্তানের ভাঙ্গন ত্বরান্বিত হয়
iii. মুসলিম লীগের ভরাডুবি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর:ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url