এইচ এস সি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ১ম অধ্যায় ব্রিটিশ ভারত প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ



পৌরনীতি ও সুশাসন ২য় পত্র


ভিডিও ক্লাস: এইচ এস সি  পৌরনীতি ও সুশাসন ২য় পত্র  ১ম অধ্যায়  ব্রিটিশ ভারত প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ  MCQ Part-1

HSC ব্রিটিশ ভারত প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ (MCQ) Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

১ম অধ্যায় ➤  প্রথম অধ্যায় কুইজ-১

২য় অধ্যায় ➤  ২য় অধ্যায় কুইজ-২

১।স্বাধীন ভারত ও পাকিস্থান রাষ্টের জম্ম হয় কোন সালে? 

  ক.১৯৪৩  খ. ১৯৪৫ গ.১৯৪৭  ঘ. ১৯৪৯

 উ: গ  

২। ১৯৩৫সালের ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি হয়? 

ক.১টি  খ.২টি  গ.৩টি  ঘ. ৪টি 

উ: খ 

৩। মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত? 

ক.২জন  খ. ৩জন গ.৪জন  ঘ.৬জন 

 উ: খ 

৪। লাহোর প্রস্তাব উথ্থাপিত হয় ১৯৪০ সালের মার্চে মাসের কোন তারিখে ? 

 ক.১৩ খ.২৩ গ. ২৬ ঘ. ৩০

উ:  খ 

৫। ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে ?

 ক. ১৬১০ খ.১৯০৫  গ.১৯৪৭  ঘ.১৯৭১

  উ: ক

৬। বঙ্গভঙ্গ কখন সংঘটিত হয় ?  

 ক.১৯০৫ খ.১৯০৭ গ. ১৯০৮ঘ. ১০০৯

উ: ক

৭। অবিভক্ত ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল কে ?

ক. লর্ড মিন্টো  খ. লর্ড কারজন  গ. লর্ড মাউন্টব্যাটেন  ঘ. লর্ড হার্ডিঞ্জ

উ: গ

৮। বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয় ?

ক. ১৯১৬  খ. ১৯১৯  গ. ১৯২০  ঘ. ১৯২৩  

উ: ঘ

৯। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি সনদ লাভ করেন ?

 ক. ১৫৬৫  খ. ১৬৬৫  গ. ১৭৫৭  ঘ. ১৭৬৫  

উ: ঘ  

১০। ১৯৪০ সালের ঘটনা কোনটি ?

 ক. দ্বিজাত তত্ত্ব  খ. লক্ষ্মৌ চুক্তি  গ. বেঙ্গল প্যাক্ট  ঘ. লাহোর প্রস্তাব  

উ:  গ 

১১। ভারতবর্ষে  প্রথম ঔপনিবেশিক শাসন শুরু হয় কখন ?

 ক. ১৬৫৭  খ. ১৮৫৭  গ. ১৭৫৭  ঘ. ১৭৭৫ 

উ: গ

১২। ভারত স্বাধীনতা আইন পাস হয়-

 ক. ১৯৪৭ সালের ২৮ জুন   খ. ১৯৪৭ সালের ১৮ জুলাই  

গ. ১৯৪৭ সালের ২৮ জুলাই  ঘ. ১৯৪৭ সালের ১৮ জুন 

উ:  খ 

১৩ । ১৯১৯ সালের আইনে সরকারি বিষয়ের কয়টি তালিকা করা হয় ?

ক. ৬টি  খ. ৪টি  গ. ২টি  ঘ. ৩টি  

উ: গ

১৪। সমগ্র ভারতবর্ষে ৪৮৪ টি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ কতটি আসন লাভ করে ?

ক. ১০৮টি  খ. ১০০টি  গ. ১০২টি  ঘ. ১১০টি  

উ: ক

১৫। ডেনমার্কের অধিবাসীদের কী বলা হয় ?

ক. পর্তুগিজ  খ. দিনেমার  গ. ডাচ  ঘ. ফরাসি  

উ: খ 

১৬ । কত খ্রিষ্টাব্দে বাংলার সুবাদার শাহ সুজার অনুমতি নিয়ে তারা হুগলিতে বাণিজ্য কুঠি নির্মান করে ?

ক. ১৬৫৫  খ. ১৬৫৪  গ. ১৬৫২  ঘ. ১৬৫১  

উ:  ঘ

১৭। নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী স্থাপিত হয় কোথায় ?

ক. মুর্শিদাবাদ  খ. কলিকাতা  গ. ঢাকা  ঘ. চট্রগ্রাম  

উ: গ

১৮। সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

ক. ১৯০২  খ. ১৯০৬  গ. ১৯০৯  ঘ. ১৯১১ 

উ: খ 

১৯। নবাব সিরাজউদ্দৌলা কত সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব হন ?

ক. ১৫৫৬  খ. ১৬৫৬  গ. ১৭৫৬  ঘ. ১৮৫৬  

উ: গ

২০। পলাশীর যুদ্ধ কত সালে সংঘঠিত হয় ?

ক. ১৫৫৭  খ. ১৬৫৭  গ. ১৭৫৭  ঘ. ১৭৬৫  

উ: গ

২১। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রধান কারণ কোনটি ?

ক. রাজনৈতিক  খ. প্রশাসনিক  গ. অর্তনৈতিক  ঘ. ধর্মীয়  

উ: খ

২২। চিরস্থায়ী বন্দোবস্থ হয় কত সালে ?

ক. ১৭৭১  খ. ১৭৮৩  গ. ১৭৯১  ঘ. ১৭৯৩  

উ: ঘ

২৩। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে ?

ক. ১৫০০  খ. ১৬০০  গ. ১৭০০  ঘ. ১৬১০  

উ: খ

২৪। বিধবা আইন প্রণীত হয় কত সালে ?

ক. ১৮৬৫  খ. ১৮৫৮  গ. ১৮৫৬  ঘ. ১৮৭৬ 

উ:  গ

২৫। সিপাহি  বিদ্রোহের ফলে কোনটির অবসান ঘটে?

ক. ব্রিটিশ শাসনের  খ. কোম্পানির শাসনের  গ. মুঘল শাসনের  ঘ. দেশীয় শাসনের 

উ: খ 

২৬। কোন রাজনৈতিক দল ১ সেপ্টেম্বর কালো দিবস হিসেবে ঘোষনা করা হয় ?

ক. কংগ্রেস  খ. মুসলিম লীগ   গ. জাস্টিস দল  ঘ. মুসলমান স্বতন্ত্র  

উ: খ

 কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

 কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

২৭। আলীগড় আন্দোলনের নেতা কে ছিলেন ?

ক সৈয়দ আমির আলী . খ. স্যার সৈয়দ আহমদ খান  গ. স্যার সলিমুল্লাহ  ঘ. এ.কে ফজলুল হক  

উ: খ 

২৮। কোনটি দ্বৈতশাসনের সংরক্ষিত বিষয় (Reserved) বিষয় ?

ক জনসাস্থ   খ. কৃষি  গ. বিচার বিভাগ  ঘ. শিল্প  

উ: গ

২৯। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বিষয় গুলো ছিল-

i. সংরক্ষিত 

ii. হস্তান্তরিত 

iii. অর্পিত 

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ.i , ii ও iii 

উ: ক

৩০। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি হয় ?

 ক. ১টি  খ. ২টি  গ. ৩টি  ঘ. ৪টি  

উ: খ 

পড়া শেষ হলে  কুইজ কুইজ দাও

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- ১ম  এইচ এস সি ভূগোল ২য় পত্র ১ম অধ্যায়  মানব ভূগোল  (MCQ)

সৃজনশীল প্রশ্ন: 

১। একটি দেশের সর্বদক্ষিণে অবস্থিত ‘ক’ ইউনিয়নটি আয়তনে অনেক বড় এবং জনসংখ্যাও বিপুল। একজনচেয়ারম্যানের পক্ষে এত বড় ইউনিয়ন নিয়ন্ত্রণ করা কঠিন। ইউনিয়নের এক বিশাল জনগোষ্ঠী পৃথক ইউনিয়ন গঠনের দাবিজানায়। কর্তৃপক্ষ তাতে সাড়া দিয়ে প্রশাসনিক, অর্থনৈতিক ও বিভিন্ন কারণ দেখিয়ে ইউনিয়নটিকে বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে।

(ক) পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়?

(খ) সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণটি ব্যাখ্যা কর।

(গ) উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ঐতিহাসিক কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা কর।

(ঘ) উদ্দীপকের আলোকে পাঠ্য বইয়ের ঐতিহাসিক ঘটনাটির ফলাফল মূল্যায়ন কর।

২। ঊনবিংশ শতাব্দীর শেষদিকে ভারতের প্রথম রাজনৈতিক দল ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। দলটি ব্রিটিশ সরকারেরকাছে এ অঞ্চলের মানুষের দাবি তুলে ধরতে সচেষ্ট ছিল। এতদসত্তে মুসলমানদের স্বতন্ত্র কোন রাজনৈতিক দল নাথাকায় তাঁরা পশ্চাৎপদ অবস্থানে ছিল। ফলশ্রুতিতে মুসলিম স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ১৯০৬ সালে উপমহাদেশের দ্বিতীয় রাজনৈতিক দলের জন্ম হয়।

(ক) বঙ্গভঙ্গ কখন সংঘটিত হয়?

(খ) দ্বিজাতি তত্ত্ব কী?

(গ) উদ্দীপকে উল্লিখিত প্রথম রাজনৈতিক দলটির প্রতিষ্ঠার গুরুত্ব বর্ণনা কর।

(ঘ) উদ্দীপকের দ্বিতীয় রাজনৈতিক দলটি মুসলিম জাতীয়তাবাদকে বিকশিত করে- মূল্যায়ন কর। 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url