এইচ এস সি ৪র্থ অধ্যায় অনুজীব (MCQ)
SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
৪র্থ অধ্যায় ➤ ৪র্থ অধ্যায় কুইজ-4
১। ভাইরাস শব্দের অর্থ কী ?
(ক) ক্ষদ্র (খ) বিষ (গ) ধ্বংসকারী (ঘ) খাদকউত্তর: খ
২। ভাইরাস গঠণকারী উপাদান কোনগুলো ?
(ক) লিপিড ও প্রােটিন(খ) চর্বি ও প্রোটিন
(গ) নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন
(গ) নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন
(ঘ) চর্বি ও লিপিড
উত্তর: গ
উত্তর: গ
৩। জীবদেহের অভ্যন্তরে সক্রিয় রোগ সৃষ্টি করে এবং বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে কোনটি ?
(ক) ভাইরাস(খ) ব্যাকটেরিয়া
(গ) নেমাটোড
(ঘ) ছত্রাক
উত্তর: ক
উত্তর: ক
৪। বাধ্যতামূলক পরজীবী বলা হয় নিচের কোন জীবকে ?
(ক) ছত্রাক(খ) ব্যাকটেরিয়া
(গ) ভাইরাস
(ঘ) শৈবাল
উত্তর: গ
উত্তর: গ
৫। কে সর্বপ্রথম স্ফটিক ভাইরাসকে আলাদা করেন ?
(ক) W.M. Stanely(খ) M.W. Beijerinck
(গ) F.C. Bawden
(ঘ) D. Ivanowski
উত্তর: ক
উত্তর: ক
৬। W.M. Stanley -কে কিসের জনক বলা হয় ?
(ক) ভাইরোলজি (খ) ব্যাকটেরিওলজি
(গ) প্যাথোলজি
(ঘ) ফিজিওলজি
উত্তর: ক
উত্তর: ক
৭। নিচের কোন জীব স্ফটিকাকর ধারণ করতে পারে ?
(ক) ব্যাকটেরিয়া (খ) ভাইরাস
(গ) সায়ানোব্যাকটেরিয়া
(ঘ) শৈবাল
উত্তর: খ
উত্তর: খ
৮। কোনটিকে কেলাসিত করা যায় ?
(ক) আর্কিব্যাকটেরিয়া(খ) ম্যালেরিয়া পরজীবী
(গ) ভাইরাস
(গ) ভাইরাস
(ঘ) সায়ানোব্যাকটেরিয়া
উত্তর: গ
উত্তর: গ
৯। ভাইরাসের বহিঃস্থ লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে কী বলা হয় ?
(ক) ক্যাপসিড (খ) ক্যাপসোমিয়ার
(গ) পেপলোমিয়ার
(ঘ) লিপোমিয়ার
উত্তর: গ
উত্তর: গ
১০। অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম ?
(ক) ভাইরাস(খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক
(ঘ) শৈবাল
উত্তর: ক
উত্তর: ক
১১। ক্যাপসিড থাকে কোন অণুজীবে ?
(ক) শৈবাল(খ) ভাইরাস
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) ছত্রাক
উত্তর: খ
উত্তর: খ
১২। যে সকল ভাইরাসে লিপোপ্রোটিন আবরণ রয়েছে তাদেরকে কী বলে ?
(ক) ফায ভাইরাস (খ) মোজাইক ভাইরাস
(গ) ভিরিয়ন
(ঘ) লিপোভাইরাস
উত্তর: ঘ
উত্তর: ঘ
১৩। কোনটি RNA ভাইরাস ?
(ক) T4(খ) TMY
(গ) T2
(ঘ) T6
উত্তর: খ
উত্তর: খ
১৪। নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস ?
(ক) TMV(খ) T2 ফায
(গ) HIV
(ঘ) ফ্ল্যাভি ভাইরাস
উত্তর: ক
উত্তর: ক
১৫ । নিপাহ্ ভাইরাসের বাহক কোন প্রাণী ?
ক মশাখ বাদুড়
গ সাপ
ঘ বানর
উ: খ
উ: খ
১৬ । মানবদেহে বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি ?
ক র্যাবিসখ রুবিওলা
গ চিকনগুনিয়া
ঘ ভেরিওলা
উ: ঘ
উ: ঘ
১৭ । সংক্রমণক্ষম সম্পুর্ণ ভাইরাসকে কী বলে ?
ক প্রিয়ন খ ভিরিয়ন
গ ভিরয়েড
ঘ নিউক্লিওক্যাপসিড
উ: খ
উ: খ
১৮ । কোন বিজ্ঞানী TMV - কে তামাক পাতা থেকে কেলাসন প্রক্রিয়ায় পৃথক করেন ?
ক অ্যাডোলফ মায়ারখ আইভানোভস্কি
গ স্ট্যানালি
ঘ রোদেন
উ: গ
উ: গ
১৯ । কোন ভাইরাসে DNA থাকে ?
ক HIV খ TMV
গ T2
ঘ PRSV
উ: গ
গ Flavi virus ঘ E. coli
উ: ক
উ: গ
২০ । পেঁপের রিংস্পট রোগের জন্য দায়ী জীব কোনটি ?
ক PRSV-P খ PRSV-Wগ Flavi virus ঘ E. coli
উ: ক
২১ । নিচের কোনটি ভাইরসঘটিত রোগ ?
ক ম্যালেরিয়া
খ ধানের ব্লাইট
গ কলেরা
গ কলেরা
ঘ পেঁপের রিং স্পট
উ: ঘ
উ: ক
উ: ক
উ: খ
উ: খ
উ: ঘ
২২ । পেপের রিংস্পট রোগের নামকরণ কোন বিজ্ঞানী করেন ?
ক জেনসন খ সিঙ্গার গ নিকলসন ঘ হাওযার্ডউ: ক
২৩ । PRSV এর কতটি সেরোটাইপ বিদ্যমান ?
ক দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটিউ: ক
২৪ । স্বাভাবিক ডেঙ্গুজ্বরের ব্যাপ্তিকাল কত ?
ক ২-৫ খ ৩-৬ গ ৪-৭ ঘ ৫-৮উ: খ
২৫ । ব্যাকটেরিয়া শব্দটির অর্থ কী ?
ক জীবাণু খ দণ্ড গ প্রবেশকারী ঘ ভক্ষণকারীউ: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url